Banner Advertiser

Friday, May 10, 2013

[mukto-mona] খালেদার সিদ্ধান্ত ভুল, হাসিনার সঠিক - এবিএম মূসা



খালেদার সিদ্ধান্ত ভুল, হাসিনার সঠিক

|  এবিএম মূসা
খালেদার সিদ্ধান্ত ভুল, হাসিনার সঠিক

ইসলামী ব্যাংক, ইবনে সিনা ট্রাস্ট, আল-আরাফাহ্ ব্যাংক হেফাজতি নাশকতায় অর্থ জুগিয়েছে

 

আমি ৩/৪ মাস ধরে অসুস্থ, লেখালেখিতে সময় দিতে পারছি না। টেলিভিশন চ্যানেলের টকশোয় যতটা সম্ভব না যাওয়ার চেষ্টা করছি। এই সময়ে আমাদের রাজনীতিতে অনেক কিছু ঘটে গেছে। এরমধ্যে একদিন চ্যানেল আই'র টকশোয় গিয়েছিলাম। মতিউর রহমানের উপস্থাপনার প্রতি আমার দুর্বলতা আছে। টেলিভিশন টকশোয় আমার বক্তব্যে সবসময় হাসিনা সরকারের সমালোচনা থাকে। কিন্তু গতকাল আমি এই সরকারের প্রশংসা করেছি হেফাজত ও ধর্মাশ্রয়ী সামপ্রদায়িক গোষ্ঠীকে শক্তহাতে দমন করার জন্য। মহাজোট সরকারের অনেক কিছুই সমর্থন করি না সত্য; তার মানে এই নয়, দেশে তালেবান সরকার চাই। হেফাজতি নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের অভিযানে দুঃখজনক প্রাণহানি ঘটলেও উপযুক্ত সময়ে সরকারের এই অভিযানকে আমি সমর্থন করি। কারণ তারা অবরোধ ও সমাবেশের নামে হত্যাসহ যে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টির পাঁয়তারা চালিয়েছিল, তাতে আরও বেশি প্রাণনাশের আশঙ্কা ছিল। বাংলাদেশকে ধ্বংস করার ফন্দি এঁটেছিল এই হেফাজত। গত রোববার ঢাকা অবরোধের নামে এর নমুনা দেখিয়েছে সংগঠনটি।

মাদ্রাসা শিক্ষার সঙ্গে যারা যুক্ত, তারা জাকাত ও কুরবানির চামড়া বেচা অর্থ, ব্যক্তি ও প্রতিষ্ঠানের দানের অর্থের ওপর নির্ভরশীল। মাদ্রাসা শিক্ষাকে এসব কিছুর নির্ভরশীলতা থেকে মুক্ত করে পুরোপুরি সরকারের নজরদারি, অনুদান প্রদানের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা উচিত। তাদের বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষার মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে পুনর্বাসিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা বর্তমান অসাম্প্রদায়িক সরকারকেই নিতে হবে। এর জন্য দশ বা বিশ বছর মেয়াদি পরিকল্পনা নিতে হবে। শুধু কুরবানির পশুর চামড়া বেচা অর্থ, জাকাত ও ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হলে মাদ্রাসা শিক্ষার্থীরা সমাজের বৃহত্তর কোনও উপকারে আসবে না। আর সে-কারণেই তাদের দিয়ে যে কোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়ে নেওয়া সম্ভব। আর হেফাজতে ইসলামের ব্যানারে দেশে এখন সেটাই হচ্ছে। আমি নাম ধরে বলতে পারি, ইসলামী ব্যাংক, ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফাহ ইসলামী ব্যাংক নাশকতার অর্থ জুগিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ধ্বংসাত্মক কাজে ব্যবহার করেছে। হেফাজতের নেতারা এসব প্রতিষ্ঠানের অর্থে মাদ্রাসার কচি-কচি শিক্ষার্থীদেরই অধিক  ব্যবহার করেছে। এমনকী মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ওইসব শিশু-কিশোরদের অভিভাবকের উচিত, হেফাজত নেতাদের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করা। নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরই জানমালের হেফাজত করতে পারেন না যে কওমি আলেমরা, তারা ইসলামের কী হেফাজত করবেন? 

স্বাধীনতার পর ধর্মের নামে সুবিধা নেওয়া সাম্প্রদায়িক শক্তি গর্তে ঢুকে গিয়েছিল। বিএনপি তাকে গর্ত থেকে বের করে নিয়ে এসেছে। বড় দু'দল এদের দুধকলা দিয়ে পুষেছে। এখন এরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশকে বাঁচাতে হলে প্রথমেই এদের অবৈধ অর্থের জোগান বন্ধ করতে হবে।

ধর্মের নামে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের পেছনে বিএনপি জামায়াতের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছিল। খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের শাপলা চত্বরে সমবেত হেফাজতিদের পাশে থাকার নির্দেশও দেন। যদিও হেফাজতের ১৩ দফা দাবির সঙ্গে জামায়াত কী বিএনপি একমত কিনা, তার সুস্পষ্ট কোনও ঘোষণা নেই। বিএনপি ক্ষমতায় গেলে এইসব দাবি বাস্তবায়ন করবে কিনা, সে সম্পর্কেও কোনও বিবৃতি নেই। তা হলে প্রশ্ন হচ্ছে, কেন হেফাজতের আন্দোলনকে বিএনপি সমর্থন করছে? সমর্থন এ জন্যে যে, হেফাজত আওয়ামী লীগের শত্রু, তাই তাদের সমর্থন দিয়ে যদি কোনও ফায়দা নেওয়া যায়। এক্ষত্রে, আমি বলব, ভুল করেছে দলটি— ভুল করেছেন এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত সঠিক।

হেফাজত ইসলামের অভ্যুদয় হল কীভাবে? এ অভ্যুদয়ের মূলে কারা? আমার মনে হয়, যারা ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছিল, তাদেরই এখন ফ্রাঙ্কেনস্টাইন দমনে মাঠে নামতে হয়েছে। এক্ষেত্রে দুটি প্রধান রাজনৈতিক দল ভুল করেছে। রাজনৈতিক প্রজ্ঞার অভাব দেখিয়েছে।

প্রথমত, হেফাজতের অভ্যুত্থান কাদের মদদে ঘটেছে, সরকারকেই তাদের খুঁজে বের করতে হবে। ৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। স্বাধীনতার প্রধান দুটি ভিত্তি হচ্ছে অসামপ্রদায়িকতা ও গণতন্ত্র। বর্তমানে এ দুটি ভিত্তিই বিপন্ন। বর্তমান সরকারের প্রতি, তাদের শাসন কাজের প্রতি আমার শত অভিযোগ থাকলেও একটি ব্যাপারে আমি এ সরকারকে সমর্থন জানিয়েছি, আর তা হল সামপ্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান। গত কয়েকদিনে যা ঘটে গেল, সেটাকে আমি একটা সামপ্রদায়িক শক্তির অভ্যুত্থানের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ বলে মনে করি। সে কারণে নিহতদের ও ক্ষতিগ্রস্তদের প্রতি পূর্ণ সমর্থন থাকার পরও আমি এই অভিযানকে সমর্থন করি। আমি মনে করি, প্রথম থেকেই যদি সামপ্রদায়িক শক্তির পুনঃ অভ্যুত্থানে প্রশ্রয় দেওয়া না হত, তাহলে দেশে আজ সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হত না।

আমার মতে, গত কয়েক বছরে শেখ হাসিনা সরকারের গণতান্ত্রিক শাসনব্যবস্থা পরিচালনায় ব্যর্থতার কারণেই সামপ্রদায়িকতা এবং গোঁড়া ধর্মাশ্রয়ী রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে সামপ্রদায়িকতার বিষধর সাপটিকে ক্ষণিকভাবে নিবৃত্ত করা গেলেও নির্মূল করা যাবে না। সাপের মাথা ভাঙলেও লেজের বিষ থেকেই যাবে। আমি সরকারকে বলব, শুধু শক্তি ব্যবহার না করে মুক্তিযুদ্ধের চেতনার মূল ভিত্তি গণতান্ত্রিক চেতনার অধিকার পরিষ্কার করতে হবে। তবে এই কদিনের সংঘর্ষে আমার মতে, প্রধান বিরোধী দল বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সামপ্রদায়িক অভ্যুত্থানকে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দেওয়ার কারণে যারা আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে বিএনপির দিকে তাকিয়েছিলেন, তাদের অনেকে সেখান থেকেও মুখ ফিরিয়ে নিয়েছেন। এজন্য আমি বেগম খালেদা জিয়ার পরামর্শদাতাদের দায়ী করছি। আমি মনে করি, এই সামপ্রদায়িক ঘটনা বিএনপির প্রতি জনসমর্থনে ফাটল ধরাচ্ছে। গত চার বছর ধরেই আমি দলটিকে বলে আসছি, জামায়াতের কাঁধে সওয়ার হবেন না এবং জামায়াতকে আপনাদের প্রভাবান্বিত করতে দেবেন না। দুর্ভাগ্যবশত বিএনপির অভ্যন্তরের একটি কুচক্রীমহল এখন গৃহশত্রুর কাজ করছে।

আমার আরও অনেক কিছু বলার ইচ্ছা ছিল, অসুস্থ শরীরে সেসব গুছিয়ে বলতে পারছি না। তারপরও আজকে আমার শেষ কথা হচ্ছে বিএনপির উদ্দেশে— নানা অপকর্ম, সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদির কারণে সরকারের প্রতি যে বিরূপ মনোভাব গড়ে উঠেছিল, তার সুযোগ নিয়ে বিএনপি যে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে পারত, তা আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। খালেদা জিয়ার প্রজ্ঞাবান পরামর্শদাতাদের প্রতি আমার বক্তব্য হচ্ছে, শত বাধা সত্ত্বেও গণতান্ত্রিক ব্যবস্থায় এ সরকারের কথিত অপকর্ম মোকাবিলা করুন। আর সরকারের প্রতি অনুরোধ, সন্ত্রাস মোকাবিলায় আরও অধিক বিজ্ঞতার পরিচয় দিন। তাহলে হারানো জনসমর্থন ফিরে আসতে পারে। 

 http://www.dainikamadershomoy.com/index.php/component/k2/item/13382-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95.html


 

তালগাছটা জামায়াত-হেফাজতের

|  অরুণাভ সরকারPublished in অতিথি কলামTuesday, 07 May 2013 03:42


    __._,_.___


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




    Your email settings: Individual Email|Traditional
    Change settings via the Web (Yahoo! ID required)
    Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
    Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

    __,_._,___

    [mukto-mona] Fundamentalist Havoc after 71 !



    GKvˇii ci fqven †gŠjev`x Zvণ্ডe

    †fv‡ii KvMR : kwbevi, 11 †g 2013

    GKvˇii ci fqven †gŠjev`x ZvÐe

    GKUv fqvbK hohš¿ wQj evsjv‡`‡ki weiæ‡×| Zviv †P‡qwQj †`kwU‡K Zv‡jevwb ivóª evbvevi GKUv †÷vb †U÷| bv, cv‡iwb| †`‡ki gvbyl Zv †g‡b †bqwb| GB wPwýZ †gŠjev`xiv 5 †g XvKvq Kx K‡i‡Q- Zv †`‡L‡Q †`kevmx| wUwfi c`©vq †`‡L‡Q wek¦evmx| Kx fqvbK Zv‡`i ARMig~wZ©! Iiv Avj KziAvb cywo‡q‡Q| iv¯Ív †f‡O‡Q| MvQ †K‡U‡Q| cywo‡q‡Q †`vKvbcvU| GUv Avgiv GKvˇi †`‡LwQ| GB 2013 mv‡j G‡m †mB `„k¨ Avev‡iv †`L‡Z n‡jv! †ndvR‡Z Bmjvg †m GKUv †gŠjev`xÑ mv¤cÖ`vwqK `j, Zv G‡`‡ki wPšÍvkxj gvbyl Av‡MB e‡j‡Qb| miKvi Lye GKUv cvËv †`qwb Ime K_v| hw` w`‡Zv, Z‡e GB fqvbK cwiYwZ n‡Zv bv| G‡`i weiæ‡× ivóª‡`ªvnx gvgjvq e¨e¯'v Av‡MB †bqv †h‡Zv| †Kb †bqv nqwb? †Kb Giv cywjk, wewRwe, †mbvevwnbxi m`m¨‡`i ch©šÍ nZ¨v Kivi mvnm †c‡jv? †Kv_v †_‡K †c‡jv? GB mvnm RywM‡q‡Qb weGbwc †bÎx Lv‡j`v wRqv| 5 †g GKUv †dvb KjB mewKQy cv‡ë †`q| Lv‡j`v wRqv gIjvbv kdx‡K e‡jb Zvi †`qv 48 NÈvi Avwë‡gUv‡gi c‡¶B KvR Ki‡Z n‡e| †ndvRZ Kg©xiv †hb jvMvZvi Ae¯'vb †bb| Gi KviY wQj, Lv‡j`v wRqv †ndvR‡Zi Kuv‡a e›`yK †i‡LB wkKvi Ki‡Z †P‡qwQ‡jb| †hgbwU ÔevsjvfvB-kvqL ingv‡biÕ Ici fi K‡iB †cwkkw³ †`wL‡qwQj ÔnvIqv febÕ| Lv‡j`v wRqvi Rw½ jvj‡bi c~e© AwfÁZv Av‡Q| GUv †`kevmxi ARvbv bq| hvi Kvi‡YB Lv‡j`v wRqv Zvi `j‡K Rvwb‡q †`b †ndvRZ‡K c~Y© mg_©b w`‡Z n‡e| Zvi Dc‡`óv kvgmy¾vgvb `y`y e‡jb- Ô†ndvRwZiv Avgv‡`i †gngvb| Zviv XvKvi gymvwdiÕ| Gme ejvi ciI Kx †`kevmx eyS‡Z †`wi Ki‡e- Lv‡j`v wRqv wKfv‡e GKvËi cieZ©x GB Zvণ্ড‡ei gZ w`‡q‡Qb?

    G wel‡q GKwU †jLv GLv‡b cÖwYavb‡hvM¨| Avey nvmvb kvnwiqvi m¤úvw`Z ÔAvgv‡`i mgqÕ-G 8 †g †jLvwU wj‡L‡Qb †`‡ki el©xqvb Kjvwg÷ GweGg g~mv| wk‡ivbvg wQj ÔLv‡j`vi wm×všÍ fyj, nvwmbvi mwVKÕ|

    wZwb wj‡L‡Qb- ÔAvwg GB miKv‡ii cÖksmv K‡iwQ †ndvRZ I ag©vkÖqx mv¤úª`vwqK †Mvôx‡K k³ nv‡Z `gb Kivi Rb¨| gnv‡RvU miKv‡ii A‡bK wKQyB mg_©b Kwi bv mZ¨; Zvi gv‡b GB bq, †`‡k Zv‡jevb miKvi PvB| †ndvRwZ ˆbiv‡R¨i weiæ‡× miKv‡ii Awfhv‡b `ytLRbK cÖvYnvwb NU‡jI Dchy³ mg‡q miKv‡ii GB Awfhvb‡K Avwg mg_©b Kwi| KviY Zviv Ae‡iva I mgv‡e‡ki bv‡g nZ¨vmn †h ˆbivR¨Ki Ae¯'v m„wói cuvqZviv Pvwj‡qwQj, Zv‡Z Av‡iv †ewk cÖvYbv‡ki Avk¼v wQj| evsjv‡`k‡K aŸsm Kivi dw›` Gu‡UwQj GB †ndvRZ| MZ †iveevi XvKv Ae‡iv‡ai bv‡g Gi bgybv †`wL‡q‡Q msMVbwU|

    gv`ªvmv wk¶vi m‡½ hviv hy³, Zviv RvKvZ I Kzievwbi Pvgov †ePv A_©, e¨w³ I cÖwZôv‡bi `v‡bi A‡_©i Ici wbf©ikxj| gv`ªvmv wk¶v‡K Gme wKQyi wbf©ikxjZv †_‡K gy³ K‡i cy‡ivcywi miKv‡ii bRi`vwi, Aby`vb cÖ`v‡bi gva¨‡g wbqš¿‡Y Avbv DwPZ| Zv‡`i weÁvbwfwËK AvaywbK wk¶vi gva¨‡g ch©vqµwgKfv‡e cybe©vwmZ Kivi j‡¶¨ cÖ‡qvRbxq e¨e¯'v eZ©gvb Amv¤cÖ`vwqK miKvi‡KB wb‡Z n‡e| Gi Rb¨ `k ev wek eQi †gqvw` cwiKíbv wb‡Z n‡e| ïay Kzievwbi cïi Pvgov †ePv A_©, RvKvZ I e¨w³-cÖwZôv‡bi Ici wbf©ikxj n‡j gv`ªvmv wk¶v_©xiv mgv‡Ri e„nËi †Kv‡bv DcKv‡i Avm‡e bv| Avi †m-Kvi‡YB Zv‡`i w`‡q †h †Kv‡bv ai‡bi mš¿vmx Kg©KvÐ Kwi‡q †bqv m¤¢e| Avi †ndvR‡Z Bmjv‡gi e¨vbv‡i †`‡k GLb †mUvB n‡"Q| Avwg bvg a‡i ej‡Z cvwi, Bmjvgx e¨vsK, Be‡b wmbv Uªv÷, Avj Avivdvn Bmjvgx e¨vsK bvkKZvi A_© RywM‡q gv`ªvmv wk¶v_©x‡`i aŸsmvZ¥K Kv‡R e¨envi K‡i‡Q| †ndvR‡Zi †bZviv Gme cÖwZôv‡bi A‡_© gv`ªvmvi KwP-KwP wk¶v_©x‡`iB AwaK e¨envi K‡i‡Q| GgbwK g„Zz¨i gy‡L †V‡j w`‡q‡Q| IBme wkï-wK‡kvi‡`i Awffve‡Ki DwPZ, †ndvRZ †bZv‡`i weiæ‡× nZ¨v gvgjv `v‡qi Kiv| wb‡R‡`i cÖwZôv‡bi wk¶v_©x‡`iB Rvbgv‡ji †ndvRZ Ki‡Z cv‡ib bv †h KIwg Av‡jgiv, Zviv Bmjv‡gi wK †ndvRZ Ki‡eb?

    ¯^vaxbZvi ci a‡g©i bv‡g myweav †bqv mv¤cÖ`vwqK kw³ M‡Z© Xz‡K wM‡qwQj| weGbwc Zv‡K MZ© †_‡K †ei K‡i wb‡q G‡m‡Q| eo `y`j G‡`i `yaKjv w`‡q cy‡l‡Q| GLb Giv wbqš¿‡Yi evB‡i P‡j hv‡"Q| †`k‡K euvPv‡Z n‡j cÖ_‡gB G‡`i A‰ea A‡_©i †RvMvb eÜ Ki‡Z n‡e|

    a‡g©i bv‡g kvcjv PZ¡‡i †ndvR‡Zi mgv‡e‡ki †cQ‡b weGbwc-Rvgv‡Zi cÖZ¨¶ I c‡iv¶ g" wQj| Lv‡j`v wRqv `‡ji †bZvKg©x‡`i kvcjv PZ¡‡i mg‡eZ †ndvRwZ‡`i cv‡k _vKvi wb‡`©kI †`b| hw`I †ndvR‡Zi 13 `dv `vwei m‡½ RvgvZ Kx weGbwc GKgZ wKbv, Zvi my¯úó †Kv‡bv †NvlYv †bB| weGbwc ¶gZvq †M‡j Gme `vwe ev¯Íevqb Ki‡e wKbv, †m m¤ú‡K©I †Kv‡bv wee„wZ †bB| Zv n‡j cÖkœ n‡"Q, †Kb †ndvR‡Zi Av‡›`vjb‡K weGbwc mg_©b Ki‡Q? mg_©b G R‡b¨ †h, †ndvRZ AvIqvgx jx‡Mi kÎæ, ZvB Zv‡`i mg_©b w`‡q hw` †Kv‡bv dvq`v †bqv hvq| G‡¶‡Î, Avwg ej‡ev, fyj K‡i‡Q `jwUÑ fyj K‡i‡Qb Gi †Pqvicvimb †eMg Lv‡j`v wRqv| G †¶‡Î cÖavbgš¿x †kL nvwmbvi wm×všÍ mwVK| m¤§vwbZ mvsevw`K GweGg g~mvi GB †jLvi ci Kv‡ivB eyS‡Z Amyweav n‡e bv, †kL nvwmbvi miKvi mwVK KvRwUB K‡i‡Q| 5 †g iv‡Z Z_vKw_Z ÔMYnZ¨vÕi ayqv Zy‡j ÔnvRvi nvRviÕ gvbyl Ly‡bi AccÖPvi Pvjv‡"Q GB †gŠjev`x‡`i MWdv`viivB| KviY Zv‡`i 48 NÈvi Avwë‡gUvg mdj nqwb| mv¤cÖ`vwqK Rw½ev`xiv G‡`‡ki †KvgjgwZ gv`ªvmv Qv·`i m‡½ wKfv‡e cÖZviYv K‡i‡Q, wg_¨v e‡j‡Q- †mme Lei Avgiv wgwWqvq †`‡LwQ|

    cÖKvwkZ wKQy Le‡ii LÐwPÎ GLv‡b cvV Kiv hvK|

    Avwgbyj Bmjvg, †mv‡ne Avnv‡g`, Ave`ym mvjvg Uv½vB‡ji wgR©vcyi KIwg gv`ªvmvi QvÎ| wZbR‡biB eqm 16 eQ‡ii wb‡P| †mvgevi mKv‡j ev‡mi A‡c¶vq Zviv `uvwo‡q wQj ivRavbxi k¨vgjx evm÷¨v‡Û| Zv‡`i †Pv‡Lgy‡L AvZ¼| Zviv †ndvR‡Zi Kg©m~wP‡Z G‡mwQj wKbv Rvb‡Z PvB‡j Ave`ym mvjvg e‡j, Ôgv`ªvmvi ûRyi Avgv‡Mv †auvKv w`‡Q, wgQv K_v KBqv XvKv Avb‡Q| ûRy‡ii K_vq Avi Avmyg bv|Õ Avwgbyj e‡j, ÔûRyi KB‡Q XvKvq eo IqvR gvnwdj nB‡ev Avi Avgiv eBmv ïay ïbgy| ûRy‡ii K_vq gv`ªvmvi †`ok QvÎ Avgiv XvKvq Avwm, wKš' XvKvq AvBqv †`wL G‡Kev‡i hy× jvBMv †M‡Q| GKUzi jvBM¨v gv_vq ¸wj jv‡M bvB|Õ †mv‡ne wb‡Ri wc‡V jvwVi AvNv‡Zi wPý †`wL‡q e‡j, ÔA‡íi Rb¨ evBP¨v AvBwQ| Avgiv wKQy Kwi bvB, Avgv‡Mv j‡Mi A‡b‡KB cywj‡ki Ic‡i wXj gvi‡Q, †`vKvbcv‡U Av¸b w`‡Q|Õ wmivRM‡Äi ivqMÄ Dc‡Rjvi byivbx nvwdwRqv gv`ªvmvi `yB kZvwaK wk¶v_©x‡KI fyj eywS‡q wk¶Kiv XvKvq Av‡bb| bvw¯ÍK‡`i weiæ‡× Ae¯'vb Kg©m~wP cvjb Kiv n‡e, †Kv‡bv ai‡bi nƇMvj n‡e bv- Ggb Avk¦vm w`‡q `yw`b Av‡MB wmivRMÄ †_‡K mvfv‡ii †ngv‡qZcy‡i GKwU gv`ªvmvq Avbv nq Zv‡`i| †iveevi dR‡ii bvgvR c‡oB AvwgbevRv‡i Ae‡iva Kg©m~wP‡Z Ask †bq Zviv| `ycy‡i AvwgbevRvi †_‡K †nu‡U gwZwS‡ji mgv‡e‡k Ask †bq| c‡i iv‡Z AvZ¼ Avi †fvMvwšÍi g‡a¨ c‡o| cywj‡ki wcUzwb I ivevi ey‡j‡U A‡b‡KB AvnZ n‡q‡Q e‡j Rvbvq byivbx nvwdwRqv gv`ªvmvi QvÎ iæ‡ej nvmvb, Bwjqvm †nv‡mb I Avwidzi ingvb| biwms`xi †ejve evRvi nvwdwRqv gv`ªvmvi GK wk¶v_©x bvg cÖKvk bv Kivi k‡Z© e‡j, ÔAvi XvKv kn‡i Avm‡ev bv| Bmjv‡gi kÎæ‡`i weiæ‡× IqvR gvnwd‡ji K_v e‡j Avgv‡`i Avbv nq, wKš' wb‡Ri †Pv‡LB †`Ljvg †ndvR‡Zi †jvKRbB evqZzj †gvKviig gmwR‡`i mvg‡bi †`vKvb¸‡jv‡Z Av¸b w`‡jv| †mB Av¸‡b cy‡o QvB n‡q †M‡jv kZ kZ Bmjvwg eB I A‡bK KziAvb kwid| GUv Avwg †Kv‡bvfv‡eB †g‡b wb‡Z cvwi bv|Õ IB gv`ªvmvi Av‡iK wk¶v_©x †¶vf cÖKvk K‡i e‡j, Ôhv‡`i Wv‡K bvw¯ÍK‡`i weiæ‡× XvKvq G‡mwQ Kg©m~wP‡Z, †mB ZvivB hw` KziAvb kwi‡d Av¸b †`q Zvn‡j Giv †Kgb †jvK! †ndvR‡Zi Wv‡K Avi XvKvq Avm‡ev bv|Õ

    Kg©m~wP‡Z Ask †bqv gv`ªvmv QvÎiv Awf‡hvM K‡i, XvKvq wb‡q Avmv n‡jI A‡bK‡K `ycy‡ii Lvevi †L‡Z †`qv nqwb| A‡b‡KB we¯‹yU, wPuov †L‡q w`b cvi K‡i‡Q|

    gvwbKM‡Äi wkevjq wndRyj †KviAvwbqv gv`ªvmvi wk¶v_©x ivqnvb Av‡e`xb I b~i †gvnv¤§` Rvbvq, w`‡bi †ejvq †iv‡`i g‡a¨ Kó K‡i mgv‡e‡k _vK‡jI iv‡Z msNl© eva‡j Zviv †Kv_vq hv‡e †m c_ Lyu‡R cvqwb| gwZwS‡ji GKwU e¨vs‡Ki fe‡b jywK‡q _v‡K Zviv| c‡i cywj‡ki Kv‡Q Kvb a‡i ¶gv †P‡q †mLvb †_‡K Qvov cvq| `yRbB Rvbvq Avi XvKvq Avm‡e bv Zviv| GB n‡jv wKQy gg©vwšÍK `„k¨| hv ˆZwi K‡i‡Q †ndvR‡Zi †gŠjev`xiv| hw` evsjv‡`‡ki cÖwZ, GB cZvKvi cÖwZ Zv‡`i m¤§vb _vK‡Zv Zvn‡j Zviv Ggbfv‡e ivóªxq ¶q¶wZ Ki‡Z cvi‡Zv bv|

    Avgiv †`‡LwQ, wKQy mv¤cÖ`vwqK nv‡qbv wg_¨v Qwe w`‡q bv bv ¸Re Qov‡"Q| g„‡Zi msL¨v A‡bK, jvk ¸g Kiv n‡q‡Q, BZ¨vw` BZ¨vw`| hvi wg_¨v ¸Re Qwo‡q †`‡k †Mvj‡hvM evavevi †Póv Ki‡Q- Giv g~jZ kvwšÍi kÎæ| G‡`i wel‡q mevB‡K mveavb _vKvi webxZ Aby‡iva KiwQ| GUv RvwZi Rb¨ wQj GKUv P¨v‡jwÄs welq| Ggbfv‡e GKUv †`‡k wKQy †gŠjev`x-mv¤cÖ`vwqK kw³ ZvÐe Pvjv‡Z cv‡i bv| Ae‡iv‡ai bv‡g Zviv 5 †g XvKvq hv K‡i‡Q, Zv †`‡L‡Q wek¦evmx| GUv †Kv‡bv ag©xq, gvbweK KvR n‡Z cv‡i bv| miKvi Zv‡`i wd‡i †h‡Z e‡jwQj| Zviv †h‡Z Pvqwb| ZvB eva¨ n‡q miKvi A¨vKk‡b wM‡q‡Q| bv wM‡q †Kv‡bv Dcvq wQj bv| Gi cvkvcvwk miKvi kvnev‡Mi MYRvMiY PZ¡iI †f‡O w`‡q‡Q| Avwg miKvi‡K, gvbbxq cÖavbgš¿x‡K wZbwU cÖkœ Ki‡Z PvB|

    1| †ndvRZ ïiæ †_‡KB mš¿vmx Kv‡Ri g" w`‡"Q| gnv‡RvU †ndvRwZ‡`i †fv‡Ui jvjmv Qvo‡Z bv cvivq, miKvwi c„ô‡cvlKZv w`‡q‡Q | MYRvMiY g wK †Kv‡bv mš¿vmx KvR K‡iwQj? Zvn‡j †ndvRwZi m‡½ MYRvMiY g‡K Zyjbv K‡i †Kb kvnev‡Mi g †f‡O †`qv n‡jv?

    2| †eMg Lv‡j`v wRqv I Zvi Dc‡`óv kvgmy¾vgvb `y`y cÖKv‡k¨ e‡j‡Qb, †ndvRwZiv Zv‡`i †gngvb| c~Y© mg_©b w`‡q‡Qb ïiæ †_‡KB| ZviciI miKvi †Kb ÔwWfvBW GÛ iæjÕ †Lj‡Z †M‡jv ? miKvi wK Rv‡b bv Zviv †ndvRwZ‡`i GKUv †fvUI cv‡e bv?

    3| 5 †g we‡K‡j AvIqvgx jx‡Mi mvaviY m¤úv`K ˆmq` Avkivdzj Bmjvg e‡j‡Qb Ô†ndvR‡Z hviv Av‡Q LyuR‡j †`Lv hv‡e Giv wb‡Riv ivRvKvi Avje`‡ii PvgPv wQj| A_ev bZyb cÖR‡b¥i †ndvRwZ‡`i evc-`v`v wQj 71 G gyw³hy× we‡ivax|Õ G‡Zv †`wi‡Z welqUv eyS‡jv miKvi? MYRvMiY g ïiæ‡ZB †m K_v e‡j‡Q| ZviciI MYRvMiY gÂB AvR miKv‡ii †Pv‡Li evwj n‡q †M‡jv? Lye ¯úó K‡i ej‡Z PvB- MYRvMiY g †f‡O w`‡q miKvi ïay fyjB Ki‡jv bv, wb‡R‡`i ivR‰bwZK wf‡ZI Kzovj gvi‡jv| KviY MYRvMiY g †f‡O w`‡jB †ndvRwZiv Ôevsjv¯'vbÕ evbvevi Lv‡qk ev` w`‡q †`‡e- Zv fvevi †Kv‡bv KviY †bB| G‡`‡ki gvbyl, GB cÖRb¥ miKv‡ii wm×všÍ‡K m¤§vb K‡i| Avi K‡i e‡jB MYRvMiY PZ¡i †f‡O †`evi ciI Zviv ivRc‡_ bv‡gwb| GB cÖRb¥B †`k‡K GwM‡q †b‡e Av‡jvi c‡_| †Kv‡bv †gŠjev`x-ga¨hyMxqiv Zv cvi‡e bv|

    dwKi Bwjqvm : Kwe I mvsevw`K|

    http://www.bhorerkagoj.net/new/blog/2013/05/11/116481.php


    Related:

    খালেদার সিদ্ধান্ত ভুল, হাসিনার সঠিক

    |  এবিএম মূসাP
    খালেদার সিদ্ধান্ত ভুল, হাসিনার সঠিক

    http://www.dainikamadershomoy.com/index.php/component/k2/item/13382-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95.html

    Hefajat-e Islam in action:

    'লুটের নিয়তেই স্বর্ণমার্কেটে হামলা'


    আহমেদ রাজু ও সাজেদা সুইটি
    বাংলানিউজটোয়েন্টিফোর.কম


    ছবি: জি এম মজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

    বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ০৬, ২০১৩
    এআর/এসকেএস/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

    http://www.banglanews24.com/detailsnews.php?nssl=9788edb71d3adb17672ee76d8e3b94a0&nttl=06052013194383


    Related:

    হেফাজতের তাণ্ডবে পল্টন-মতিঝিলে ধ্বংসস্তূপ (ভিডিও)

    নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৬-০৫-২০১৩

     
    নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পড়ে আছে বিদ্যুতের ল্যাম্পপোস্ট

    নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পড়ে আছে বিদ্যুতের ল্যাম্পপোস্ট

    ছবি : কমল জোহা খান

    হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকেরা গতকাল রোববার বিকেল থেকে আজ সোমবার ভোর পর্যন্ত রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুল এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছেন। তাঁদের তাণ্ডবে এই এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


    Hephajata Isalam (Motijheel):

    Video url:


    Related:

    হেফাজতে ইসলামের ধ্বংসযজ্ঞ :

    পুড়িয়ে দেওয়া বইবাজারে জীবনের আর্তনাদ


    হেফাজতে ইসলামের ধ্বংসযজ্ঞ : কোরান-হাদিসের ৮২ দোকান ছাই


    হেফাজতি তাণ্ডব, নিহত ১১
    মতিঝিল শাপলা চত্বরে অবস্থান ধরে রাখার পাশাপাশি রোববার রাতেও সংলগ্ন এলাকায় তাণ্ডব চালায় আহমদ শফীর হেফাজতে ইসলাম।

    হেফাজতের তাণ্ডব: মতিঝিলের সর্বত্র ধ্বংসের স্বাক্ষর


    স্পেশাল করেসপন্ডেন্ট
    বাংলানিউজটোয়েন্টিফোর.কম

    http://www.banglanews24.com/detailsnews.php?nssl=2cabcc15d436ce946b4530f0f438043e&nttl=06052013194215

    মতিঝিলে চলছে পরিচ্ছন্নতা অভিযান


    বাংলানিউজ টিম
    বাংলানিউজটোয়েন্টিফোর.কম

    http://www.banglanews24.com/detailsnews.php?nssl=3a83a2ccbcad91650b25bfc79e604984&nttl=06052013194218

    মতিঝিল এখন হেফাজত শূন্য


    বাংলানিউজ টিম
    বাংলানিউজটোয়েন্টিফোর.কম

    http://www.banglanews24.com/detailsnews.php?nssl=344b1679fc488b9766f72c6e00432c75&nttl=06052013194217

    মুহূর্তেই ফাঁকা শাপলা চত্বর


    স্পেশাল করেসপন্ডেন্ট
    বাংলানিউজটোয়েন্টিফোর.কম

    http://www.banglanews24.com/detailsnews.php?nssl=d6b9dde0935f0fa0e3ed7bc9304fb3c3&nttl=06052013194213

    আত্মসমর্পণের ভঙ্গিতে প্রস্থান


    কো-অর্ডিনেশন এডিটর, স্পেশাল করেসপন্ডেন্ট
    বাংলানিউজটোয়েন্টিফোর.কম

    http://www.banglanews24.com/detailsnews.php?nssl=2fb5154720055a438929514ce526a9b4&nttl=06052013194216

    হেফাজতের নিরাপত্তা ব্যুহ টিকলনা


    ইশতিয়াক হুসাইন, স্পেশাল করেসপন্ডেন্ট
    বাংলানিউজটোয়েন্টিফোর.কম

    http://www.banglanews24.com/detailsnews.php?nssl=83017a623ffacfb47e3698cf7d47616e&nttl=06052013194211

    হেফাজতের পাশে থাকার আহবান খালেদার


    স্পেশাল করেসপন্ডেন্ট
    বাংলানিউজটোয়েন্টিফোর.কম


    http://www.banglanews24.com/detailsnews.php?nssl=0be0cde05c6adb6ffd4a6cdd81f64bfc&nttl=05052013194180

    Hifazat sets vehicles on fire

    Staff Correspondent,  bdnews24.com

    Published: 2013-05-05 16:05:07.0 Updated: 2013-05-05 18:11:31.0

    At least 50 vehicles and several buildings were vandalised and torched in Dhaka by supporters of the Hifazat-e Islam during their rally at Motijheel on Sunday. ..... Detalis at:http://bdnews24.com/bangladesh/2013/05/05/hifazat-sets-vehicles-on-fire

    বহু ভবন-দোকান-গাড়িতে আগুন

    নিজস্ব প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

    Published: 2013-05-05 15:40:45.0 GMT Updated: 2013-05-06 00:18:31.0 GMT

    পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে পুরানা পল্টন ও বিজয় নগরে বহু ভবন ভাংচুর এবং আগুন দিয়েছে হেফাজতে ইসলামের কর্মীরা, পুড়িয়েছে অর্ধশতাধিক গাড়ি।

    হেফাজতি তাণ্ডব চলছেই, নিহত ৫, হাসপাতালে দেড়শতাধিক - Coxsbazar Mirror

    হেফাজতি তাণ্ডব চলছেই, নিহত ৫, হাসপাতালে দেড়শতাধিক. মে 5, 2013 | Filed under: আলোচিত/সমালোচিত,জাতীয় | Posted by: কক্সবাজার মিরর · cox'sbazarmirror হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে রাত ৮টা পর্যন্ত পাঁচ জন নিহত এবং দেড় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন হেফাজত কর্মী। তার লাশ শাপলা চত্বরে ...

    হেফাজতি তাণ্ডব চলছেই, নিহত ৩ | exclusive-lead-news | Samakal Online ...

    16 hours ago – মতিঝিল শাপলা চত্বরে অবস্থান ধরে রাখার পাশাপাশি সংলগ্ন এলাকায় তাণ্ডবচালিয়েই যাচ্ছে আহমদ শফীর হেফাজতে ইসলাম।




    __._,_.___


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




    Your email settings: Individual Email|Traditional
    Change settings via the Web (Yahoo! ID required)
    Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
    Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

    __,_._,___

    [mukto-mona] প্রেস নোট



     প্রেস নোট
    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস নোটের পূর্ণবিবরণ দেয়া হলো ঃ
    গত ০৫ মে ২০১৩ তারিখ হেফাজতে ইসলাম কর্তৃক ঢাকা অবরোধ এবং তৎপরবর্তী শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে বিভিন্ন মহল কর্তৃক কতিপয় মিডিয়ায় প্রচারিত/প্রকাশিত কথিত গণহত্যা/লাশ গুম ইত্যাদি ধরনের গুজবকে কেন্দ্র করে জনমনে বিরাজমান বিভ্রান্তি নিরসনের জন্য প্রকৃত সত্য উন্মোচনকল্পে সরকার সংশ্লিষ্ট প্রকৃত তথ্যাদি প্রকাশ করা প্রয়োজন বলে মনে করছে।
    হেফাজতে ইসলাম নামে একটি অনিবন্ধিত সংগঠন। গত ০৬ এপ্রিল ঢাকার শাপলা চত্বরে সমাবেশ করে ০৫ মে ঢাকা অবরোধের কর্মসূচি ঘোষণা করে। পূর্ব ঘোষিত এ কর্মসূচি অনুসারে তারা ঢাকার চারদিকে ছয়টি স্থানে অবরোধের আয়োজন করে। অবরোধ কর্মসূচি পালনের একদিন পূর্বে ০৪ মে শনিবার তারা পূর্ব ঘোষিত কর্মসূচি সংক্ষিপ্তকরণের কথা বলে ০৫ মে বেলা ২টা থেকে শাপলা চত্বরে তাদের নেতা হাটহাজারী মাদরাসার অধ্যক্ষ আহমদ শফির নেতৃত্বে দোয়া কর্মসূচি পালনের অনুমতি চায়। পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে ঢাকা শহরের ভেতরে কোন সভা-সমাবেশ করার কার্যক্রম না থাকলেও সরকার গণতান্ত্রিক উদারতার পরিচয় দিয়ে হেফাজতে ইসলামকে শর্তাধীনে সন্ধ্যার পূর্ব পর্যন্ত দোয়া কর্মসূচি প্রতিপালনের অনুমতি প্রদান করে।
    কিন্তু ০৫ মে অবরোধ কর্মসূচির প্রথম থেকেই হেফাজতে ইসলাম ঢাকার চারপাশে ০৬টি পয়েন্টে অবরোধ স্থাপন করে শহরে ঢুকে এবং শাপলা চত্বরে অবস্থান নিতে থাকে। সেই সাথে বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হয়ে কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উচ্ছৃঙ্খল কর্মীরা নাশকতামূলক কর্মকা- চালাতে থাকে। এক পর্যায়ে তারা ব্যাপক জমায়েত করে লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুরে লিপ্ত হয়তারা নির্বিচারে গাড়ি পোড়াতে থাকে, পুরানা পল্টন সড়কে অবস্থিত কমিউনিস্ট পার্টির অফিসে অগ্নিসংযোগ করে। অতঃপর পাশেই মুক্তি ভবনে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয়। হকারদের দোকানসমূহ লুটপাট করে, বইয়ের দোকানসমূহ তছনছ করে এবং পবিত্র কুরআন শরীফের স্টল বিভিন্ন দিক থেকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। উন্মত্ত হেফাজত কর্মীরা ফুটপাতে স্থাপিত জায়নামাজ, তসবি ও টুপির দোকান এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিয়ে শত শত নিরীহ কর্মজীবী মানুষকে সর্বস্বান্ত করে।
    হেফাজতের লোকজন হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাদের ১১টি মূল্যবান গাড়িতে অগ্নিসংযোগ করে । এ সময়ে দমকল বাহিনীর লোকজন আগুন নিভাতে গেলে তাদেরকে মারধর ও আহত করে তাড়িয়ে দেয়। দুপুরের পর অবরোধ স্থলসমূহে আন্দোলনরত লোকজন শাপলা চত্বর ও বায়তুল মোকাররম এলাকায় হাজির হলে হেফাজতি কর্মীরা উন্মত্ত হয়ে ডিসি (ট্রাফিক) পূর্ব জোন অফিসে বাইরে থেকে তালা লাগিয়ে অগ্নিসংযোগ করে। এতে ডিসি মতিঝিলসহ একজন পুলিশ আগুনে পুড়ে আহত হয়।
    দুপুরের দিকে একপর্যায়ে তারা গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগ অফিসে হামলা চালাতে উদ্যত হয় এবং গোলাপশাহ মাজারে ব্যাপক ভাঙচুর চালায়। তারা জনতা ব্যাংকের করপোরেট শাখায় হামলা চালায় এবং লুটপাটের চেষ্টা করে এবং নিচতলায় অবস্থিত এটিএম বুথ ভেঙে গুড়িয়ে দেয়। তাছাড়া ইস্টার্ন ব্যাংক ও ব্যাংক এশিয়ায় হামলা চালিয়ে ভাঙচুর করে। উচ্ছৃঙ্খল কর্মীরা মতিঝিলে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের বাস ডিপোতে ঢুকে সরকারি কর্মচারী পরিবহনের কয়েক ডজন বাস পুড়িয়ে ধ্বংস করে দেয়। তাদের তা-ব থেকে রক্ষা পায়নি আন্তর্জাতিক মানে সজ্জিত স্টেডিয়াম, রাস্তায় লাগানো বৃক্ষরাজি, রাস্তা বিভাজক, লাইট পোস্ট ও বিভাজকে স্থাপিত স্টিল স্ট্রাকচার। এমনকি সৌর বিদ্যুৎ পোস্টও ভেঙে গুড়িয়ে দেয়।
    রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্রে যখন নজিরবিহীন লুটপাট ও অগ্নিসংযোগ চলছে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে হেফাজতে ইসলামকে সত্বর নৈরাজ্য বন্ধ করে সন্ধ্যার পূর্বেই তাদের প্রতিশ্রুতি মত শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সরে যাবার জন্য আহ্বান জানানো হয়। কিন্তু হেফাজতের নেতৃবৃন্দ তাতে কর্ণপাত করেনি বরং তাদের বেআইনি অবস্থান কার্যক্রম বেপরোয়াভাবে চালিয়ে যেতে থাকে। শেষ বিকেলে তাদের নেতা আহমদ শফি তার অবস্থানস্থল লালবাগ মাদরাসা থেকে শাপলা চত্বরের সমাবেশস্থলে রওয়ানা হন। কিন্তু কিছু দূর এসেই তিনি বিএনপির নেতৃপর্যায় থেকে ফোন পেয়ে শাপলা চত্বরে না এসে ফিরে যান। এদিকে নৈরাজ্যকর পরিস্থিতির ব্যাপকতাও বাড়তে থাকে। রাত এগিয়ে এলে বিএনপি নীতি-নির্ধারকদের নিয়ে জরুরি বৈঠক করে। বৈঠক শেষে মাননীয় নেত্রী বেগম খালেদা জিয়া তাদের নেতাকর্মীদেরকে হেফাজতে ইসলামের কর্মসূচিতে সক্রিয় অংশ গ্রহণের আনুষ্ঠানিক নির্দেশ দেন এবং ঢাকা নগরবাসীকে হেফাজত কর্মীদের সহায়তা প্রদানের জন্য আহ্বান জানান। অবশ্য ঘটনার সূচনা থেকেই বিএনপি ও জামায়াত শিবির কর্মীরা নৈরাজ্যকর কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছিল বলে জানা যায়।
    হেফাজত কর্মীরা ডিভাইডারের মাঝে থাকা গাছগুলো কেটে রাস্তায় বেরিকেড দেয়, ডিভাইডার ভেঙে দেয় এবং নির্বিচারে গাড়িতে অগ্নিসংযোগ করতে থাকে। লোহার ডিভাইডার ও কাঁটাতার উপড়ে ফেলে দেয়। রাস্তায় বড় বড় অগ্নিকা- ঘটিয়ে গণআতঙ্কের সৃষ্টি করে। রাত বাড়ার সাথে সাথে কতিপয় গণমাধ্যমে তাদের এহেন বিভীষিকাময় কর্মকা- ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করতে থাকলে নগরবাসী আতঙ্কিত হন। ফলে দেশবাসী চরম উদ্বিগ্ন অবস্থায় সময় কাটাতে থাকেন।
    দেশ যখন মহাদুর্যোগের দ্বারপ্রান্তে, তখন জনগণের নির্বাচিত সরকার দেশ ও জনগণের নিরাপত্তা ও সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য থেকে দেশকে রক্ষার নিমিত্তে এবং নগরবাসীর জানমাল রক্ষার্থে উচ্ছৃঙ্খল ও উন্মত্ত ধ্বংসযজ্ঞে লিপ্ত হেফাজত কর্মীদের নিরাপদে সরিয়ে দেবার সিদ্ধান্ত গ্রহণ করে। নৈরাজ্য প্রতিরোধ, গণতন্ত্র রক্ষা, আইনের শাসন সুরক্ষা, গণনিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই এই অভিযান অপরিহার্য হয়ে উঠে। অনন্যোপায় হয়ে রাত প্রায় ২টায় ঢাকা মহানগর পুলিশ, র‌্যাব ও বিজিবি-র যৌথ অভিযান শুরু হয়। অভিযানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করা হয়। অভিযানের শুরুতেই মাইকে একাধিকবার সতর্ক করে সকলকে চলে যাবার জন্য আহ্বান জানানো হয়। আরামবাগ ও দৈনিক বাংলা মোড় থেকে শাপলা চত্বরমুখী সড়ক দিয়ে নিরাপত্তা বাহিনী আস্তে আস্তে এগুতে থাকে এবং ইত্তেফাক মোড় অভিমুখী রাস্তা খোলা রেখে জনতাকে নিরাপদে সরে যাবার সুযোগ করে দেয়। অভিযান শুরুর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে অবস্থানরত জনতা শাপলা চত্বর ছেড়ে সায়দাবাদ-যাত্রাবাড়ীর পথে সরে যায়। অভিযানকালে মঞ্চের পাশে কাফনের কাপড়ে মোড়ানো ০৪টি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা যায় সারাদিন বিভিন্ন পর্যায়ের সংঘাতে ০৩ জন পথচারী একজন পুলিশ সদস্যসহ মোট ১১ জন নিহত হন
    এ ঘটনায় হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে বলে অবাস্তব ও ভিত্তিহীন গুজবের পরিপ্রেক্ষিতে জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত গুজবসমূহ সম্পূর্ণ অসত্য, মনগড়া ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। কেননা:
    (ক) অবাধ তথ্যপ্রবাহ ও ব্যাপক তথ্যপ্রযুক্তির এই যুগে হাজার হাজার লোক হত্যা করে লাশ গুম করা কোনভাবেই সম্ভব নয়। মোবাইল ফোন, ই-মেইল, ইন্টারনেটের এই যুগে এটি নিতান্তই অবিশ্বাস্য।
    (খ) এত প্রাণহানি হয়ে থাকলে নিশ্চয়ই নিহতদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব প্রিয়জনদের সন্ধানে তৎপরতা চালাতেন এবং গণমাধ্যমে তা প্রকাশ পেত। কিন্তু এ ক্ষেত্রে একটি উদাহরণও কোন মহল থেকে হাজির করা হয়নি। এতেই প্রমাণ হয় ব্যাপক লোক হননের বিষয়টি অসত্য ও পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত গুজব।
    (গ) অভিযান কার্যক্রম পরিচালনার সময় টিভি ও স্টিল ক্যামেরাসহ বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন, যারা ঘটনা অণুপুঙ্খ পর্যবেক্ষণ ও সম্প্রচার করেছেন। উঁচু ভবন থেকে বহু লোকজন ঘটনাক্রম অবলোকন করেছেন ও ছবি ধারণ করেছেন। কিন্তু কোথাও মারাত্মক আগ্নেয়াস্ত্র ব্যবহারের চিত্র পাওয়া যায়নি, দৃশ্য দেখা যায়নি। কাজেই বিপুল প্রাণহানির গুজব ছড়ানোর বিষয়টি অশুভ মহলের অসৎ উদ্দেশ্যমূলক অপপ্রচার। বরং বাস্তবতা হলো সুশৃঙ্খল আইন-শৃঙ্খলা বাহিনী সুচিন্তিত পরিকল্পনা অনুযায়ী অপরিসীম ধৈর্য ও কঠোর সংযমের সাথে পুরো অভিযান পরিচালনা করেছে। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন গলিতে ও ভবনের ফাঁকে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে অভয় দিয়ে যতেœর সাথে উদ্ধার করে নিরাপদে সরে যাবার ব্যবস্থা করে দিয়েছে। এদের মধ্যে প্রচুর কিশোর ও তরুণ ছিলো যারা প্রথমবার ঢাকা মহানগরীতে এসেছে, তাদেরকে তাদের গন্তব্যস্থল সম্পর্কে পথ নির্দেশ দিয়ে চলে যেতে সহায়তা করেছে যা টিভি সম্প্রচারে দেখা গেছে। পুরো অভিযান পরিচালনাকালে কারোর প্রতি কোন নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছে মর্মে কোথাও কোন সংবাদ বা ছবিও দেখা যায়নি।
    (ঘ) পুলিশ ও বিজিবির তরফ থেকে সংবাদ মাধ্যমে 'অসংখ্য জনগণের মৃত্যু সম্বলিত অপপ্রচার' অসত্য, যুক্তিবিহীন এবং উদ্দেশ্যমূলক বলে চিহ্নিত করা হয়।
    শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের লোকজনকে সরিয়ে দিলে তারা ঢাকা-চট্টগ্রাম সড়কে আবারও জমায়েত হতে থাকে। পরদিন ০৬ মে ভোর থেকেই তারা রাস্তায় ব্যারিকেড বসায়। সেই সাথে নির্বিচারে রাস্তার পাশে রাখা গাড়িতে অগ্নিসংযোগ করতে থাকে। এরই মধ্যে পূর্ব নির্দেশমত বিএনপি-জামায়াত কর্মীরাও ধ্বংসযজ্ঞে যোগ দেয়। নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর, সাইনবোর্ড, শিমরাইল, সানারপাড়, কোয়েত মার্কেট ও মাদানীনগর এলাকায় উন্মত্ত ভাঙচুর, অগ্নিসংযোগ ভয়াবহ রূপ ধারণ করে। তারা মাদানীনগর মাদরাসাকে কেন্দ্র করে আশপাশের মসজিদের মাইক ব্যবহার করে চরম উত্তেজনাকর গুজব ছড়িয়ে লোক জড়ো করে কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের পরিকল্পিত সংঘবদ্ধ আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে ২ জন পুলিশ, যথাক্রমে নায়েক ফিরোজ ও কনস্টেবল জাকারিয়া এবং ২ জন বিজিবি সদস্য যথাক্রমে শাহআলম ও লাভলু গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে এবং হাসপাতালে মৃত্যুবরণ করে। সেই সাথে বিভিন্ন পর্যায়ে উন্মত্ত সহিংসতার ফলশ্রুতিতে ১৩ জন মৃত্যুবরণ করেছে মর্মে জানা যায়। ঘটনা আরও চরম আকার ধারণ করতে থাকলে অধিক সংখ্যক ফোর্স সমাবেশ ঘটিয়ে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


    __._,_.___


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




    Your email settings: Individual Email|Traditional
    Change settings via the Web (Yahoo! ID required)
    Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
    Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

    __,_._,___

    [mukto-mona] Re: Brutal Massacre of Islamic Scholars and Devotees in Deep Darkened Night of May 5 2013 in Dhaka by the Fascist Awami League Govt. / Video Footage!!



    Mr. M: Your mail is disturbing, because you are disturbed by the fact that, Hefajot, BNP-Jamat' s day dream to go to power on 6th may has been foiled by the Mohajot government. How many times you uttered, 'Hindu Police'?  Name of Bangladesh Police force is not 'Hindu Police', and number of Hindu Police is minimal. There was no massacre in Shapla Chattar, no comparison is valid. People are seeing Hefazat or Jamati revenge everyday and that will over with the execution of those war criminals. Believe me, those whom you are calling 'Athests' are better element than Mollahs who had supported Pakistan in the name of Islam and still creating trouble in the name of religion! How you are so sure that those who died while trying to create intolerance will go to 'Zannatul Ferdaus'? I guess they will burn in the 'hell', because they may create anarchy in heaven too!

     

    You know that, nothing moves without Allah's wish; it is also Allah's wish that Mohajote government will beat Hefajot-BNP-Jamat and will try and execute the war criminals! If you fear your Allah, then don't go beyond His wish!



    On Fri, May 10, 2013 at 11:24 PM, Mohiuddin Anwar <mohiuddin@netzero.net> wrote:
    The Shapla massacre was more brutal Than infampous 'Jaliwanwala Bagh' massacre by British soldiers. Hefazati Ulemas will take revenge in coming days make no doubt about it at all.
    Athests can't be protected by ultra-secularist Hasina for long. Islam will win over Athiests make no doubt about it. Those Ulemas who lost their lives due to Hindu
    Police/RAB firing became Shahid and now in Zannatul Ferdaus, I have no doubt about it at all. Athists and their protectors will pay heavy price in coming days. Islam will be winner over
    Athiesm. Gonojagoronis may smile now,  that over thousand of Hefazatis were killed by communal Hindu Police/RAb members but the day is coming when those criminal communal  Hindu Police/RAB killers will be prosecuted Islamically. Allah's Gozob is coming for them.


    ---------- Original Message ----------
    From: hathajari <hathajari@gmail.com>
    To: undisclosed-recipients:;
    Subject: Brutal Massacre of Islamic Scholars and Devotees in Deep Darkened Night of May 5 2013 in Dhaka by the Fascist Awami League Govt. / Video Footage!!
    Date: Fri, 10 May 2013 14:22:49 +0300

    The govt. made preemptive statements (Dhaka Metropolitan Police Commissioner, Prime Minister, Ministers, Awami League party leaders and leaders of the ruling alliance in press conferences) that there was no casualties. Then why the night was darkened deep right after sunset by cutting all electricity lines off in entire greater Matijheel area at the center of which is the Shapla Square where the gathering took place? What these videos tell your good conscience about what happened that night and what the fascist ultra-secular fundamentalist government is telling to hide the heinous crime? This extremely poor country and its hard-working poor people deserve your attention, help and action.�
     


    ____________________________________________________________
    Political system upset?
    Democrats BIG advantage in America about to completely vanish
    stansberryresearch.com



    __._,_.___


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




    Your email settings: Individual Email|Traditional
    Change settings via the Web (Yahoo! ID required)
    Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
    Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

    __,_._,___

    [mukto-mona] Fwd: FW: Controvesial imam of Darul Uloom masjid



    Just now I got this disturbing mail from a reliable source: 
    From:
    Date: Fri, 10 May 2013 15:43:38 -0400
    Subject: Controvesial imam of Darul Uloom masjid
    To:

    May 10, 2013, Jumma prayer at Darul Uloom masjid at 8774 150th St # 1E Jamaica, NY 11435-3515, Imam of jumma prayer is misleading public gathering by given aggregated faulty numbers of killed people in Bangladesh (1000 people) at Shapla Chattor. Imam is doing nasty politics in the masjid. He should abstain from politics in masjid by giving unauthenticated figure of dead bodies. Masjid should not have controversial imam who misleads people in the Masjid. Managements of the Masjid should look into this.




    __._,_.___


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




    Your email settings: Individual Email|Traditional
    Change settings via the Web (Yahoo! ID required)
    Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
    Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

    __,_._,___

    [mukto-mona] We want exemplary punishment (24 people died in accordance with the Press Note)



    Dear Readers,

    My salam / nomosker / good morning to all of you (in accordance with your religious believe / priority). Would you please join me to to say?

    1. Why Bangladesh lost this 24 precious lives? Who are responsible for this?
    2. There is simply no space to tolerate this huge loss - any human life is equally valuable to his/her family and the Nation.
    3. The government must find out the culprits (whoever they are) and ensure exemplary punishment for everyone responsible for this unbearable loss.

    With best regards,
    Em Pannah (a.k.a. Muktijodha Emarat Hossain Pannah)
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Dr. Em Pannah
    Doctor of Management (Cybersecurity, Privacy, and Identity Theft), MS, MSc., CISSP, CAP, CISM, NSA-IAM, NSA-IEM, Foundations of Cybersecurity
    Cybersecurity Professional, Textbook Writer/Publisher, and Adjunct Assistant Professor in USA
    Primary email: epannah@yahoo.com | Secondary email: em.pannah@faculty.umuc.edu
    Primary phone: (443) 690-3955 | Secondary phone: (301) 358-9232
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    ঘটনার ৫ দিন পর
    সরকারের প্রেস নোট
    স্টাফ রিপোর্টার : গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ এবং রাতে যৌথ বাহিনীর অভিযান প্রসঙ্গে প্রেস নোট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার ৫ দিন পরে দেয়া এই প্রেস নোটে বলা হয়। ৫ মে রাতে যৌথ বাহিনীর শাপলা চত্বর অভিযানে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে বলে বিভিন্ন মহল থেকে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। সেই অভিযানে প্রাণঘাতী কোন কিছুর ব্যবহার করা হয়নি। যৌথ বাহিনী সুচিন্তিত পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়েছে। নিচে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস নোটের পূর্ণবিবরণ দেয়া হলো ঃ
    গত ০৫ মে ২০১৩ তারিখ হেফাজতে ইসলাম কর্তৃক ঢাকা অবরোধ এবং তৎপরবর্তী শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে বিভিন্ন মহল কর্তৃক কতিপয় মিডিয়ায় প্রচারিত/প্রকাশিত কথিত গণহত্যা/লাশ গুম ইত্যাদি ধরনের গুজবকে কেন্দ্র করে জনমনে বিরাজমান বিভ্রান্তি নিরসনের জন্য প্রকৃত সত্য উন্মোচনকল্পে সরকার সংশ্লিষ্ট প্রকৃত তথ্যাদি প্রকাশ করা প্রয়োজন বলে মনে করছে।
    হেফাজতে ইসলাম নামে একটি অনিবন্ধিত সংগঠন। গত ০৬ এপ্রিল ঢাকার শাপলা চত্বরে সমাবেশ করে ০৫ মে ঢাকা অবরোধের কর্মসূচি ঘোষণা করে। পূর্ব ঘোষিত এ কর্মসূচি অনুসারে তারা ঢাকার চারদিকে ছয়টি স্থানে অবরোধের আয়োজন করে। অবরোধ কর্মসূচি পালনের একদিন পূর্বে ০৪ মে শনিবার তারা পূর্ব ঘোষিত কর্মসূচি সংক্ষিপ্তকরণের কথা বলে ০৫ মে বেলা ২টা থেকে শাপলা চত্বরে তাদের নেতা হাটহাজারী মাদরাসার অধ্যক্ষ আহমদ শফির নেতৃত্বে দোয়া কর্মসূচি পালনের অনুমতি চায়। পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে ঢাকা শহরের ভেতরে কোন সভা-সমাবেশ করার কার্যক্রম না থাকলেও সরকার গণতান্ত্রিক উদারতার পরিচয় দিয়ে হেফাজতে ইসলামকে শর্তাধীনে সন্ধ্যার পূর্ব পর্যন্ত দোয়া কর্মসূচি প্রতিপালনের অনুমতি প্রদান করে।
    কিন্তু ০৫ মে অবরোধ কর্মসূচির প্রথম থেকেই হেফাজতে ইসলাম ঢাকার চারপাশে ০৬টি পয়েন্টে অবরোধ স্থাপন করে শহরে ঢুকে এবং শাপলা চত্বরে অবস্থান নিতে থাকে। সেই সাথে বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হয়ে কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উচ্ছৃঙ্খল কর্মীরা নাশকতামূলক কর্মকা- চালাতে থাকে। এক পর্যায়ে তারা ব্যাপক জমায়েত করে লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুরে লিপ্ত হয়তারা নির্বিচারে গাড়ি পোড়াতে থাকে, পুরানা পল্টন সড়কে অবস্থিত কমিউনিস্ট পার্টির অফিসে অগ্নিসংযোগ করে। অতঃপর পাশেই মুক্তি ভবনে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয়। হকারদের দোকানসমূহ লুটপাট করে, বইয়ের দোকানসমূহ তছনছ করে এবং পবিত্র কুরআন শরীফের স্টল বিভিন্ন দিক থেকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। উন্মত্ত হেফাজত কর্মীরা ফুটপাতে স্থাপিত জায়নামাজ, তসবি ও টুপির দোকান এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিয়ে শত শত নিরীহ কর্মজীবী মানুষকে সর্বস্বান্ত করে।
    হেফাজতের লোকজন হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাদের ১১টি মূল্যবান গাড়িতে অগ্নিসংযোগ করে । এ সময়ে দমকল বাহিনীর লোকজন আগুন নিভাতে গেলে তাদেরকে মারধর ও আহত করে তাড়িয়ে দেয়। দুপুরের পর অবরোধ স্থলসমূহে আন্দোলনরত লোকজন শাপলা চত্বর ও বায়তুল মোকাররম এলাকায় হাজির হলে হেফাজতি কর্মীরা উন্মত্ত হয়ে ডিসি (ট্রাফিক) পূর্ব জোন অফিসে বাইরে থেকে তালা লাগিয়ে অগ্নিসংযোগ করে। এতে ডিসি মতিঝিলসহ একজন পুলিশ আগুনে পুড়ে আহত হয়।
    দুপুরের দিকে একপর্যায়ে তারা গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগ অফিসে হামলা চালাতে উদ্যত হয় এবং গোলাপশাহ মাজারে ব্যাপক ভাঙচুর চালায়। তারা জনতা ব্যাংকের করপোরেট শাখায় হামলা চালায় এবং লুটপাটের চেষ্টা করে এবং নিচতলায় অবস্থিত এটিএম বুথ ভেঙে গুড়িয়ে দেয়। তাছাড়া ইস্টার্ন ব্যাংক ও ব্যাংক এশিয়ায় হামলা চালিয়ে ভাঙচুর করে। উচ্ছৃঙ্খল কর্মীরা মতিঝিলে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের বাস ডিপোতে ঢুকে সরকারি কর্মচারী পরিবহনের কয়েক ডজন বাস পুড়িয়ে ধ্বংস করে দেয়। তাদের তা-ব থেকে রক্ষা পায়নি আন্তর্জাতিক মানে সজ্জিত স্টেডিয়াম, রাস্তায় লাগানো বৃক্ষরাজি, রাস্তা বিভাজক, লাইট পোস্ট ও বিভাজকে স্থাপিত স্টিল স্ট্রাকচার। এমনকি সৌর বিদ্যুৎ পোস্টও ভেঙে গুড়িয়ে দেয়।
    রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্রে যখন নজিরবিহীন লুটপাট ও অগ্নিসংযোগ চলছে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে হেফাজতে ইসলামকে সত্বর নৈরাজ্য বন্ধ করে সন্ধ্যার পূর্বেই তাদের প্রতিশ্রুতি মত শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সরে যাবার জন্য আহ্বান জানানো হয়। কিন্তু হেফাজতের নেতৃবৃন্দ তাতে কর্ণপাত করেনি বরং তাদের বেআইনি অবস্থান কার্যক্রম  বেপরোয়াভাবে চালিয়ে যেতে থাকে। শেষ বিকেলে তাদের নেতা আহমদ শফি তার অবস্থানস্থল লালবাগ মাদরাসা থেকে শাপলা চত্বরের সমাবেশস্থলে রওয়ানা হন। কিন্তু কিছু দূর এসেই তিনি বিএনপির নেতৃপর্যায় থেকে ফোন পেয়ে শাপলা চত্বরে না এসে ফিরে যান। এদিকে নৈরাজ্যকর পরিস্থিতির ব্যাপকতাও বাড়তে থাকে। রাত এগিয়ে এলে বিএনপি নীতি-নির্ধারকদের নিয়ে জরুরি বৈঠক করে। বৈঠক শেষে মাননীয় নেত্রী বেগম খালেদা জিয়া তাদের নেতাকর্মীদেরকে হেফাজতে ইসলামের কর্মসূচিতে সক্রিয় অংশ গ্রহণের আনুষ্ঠানিক নির্দেশ দেন এবং ঢাকা নগরবাসীকে হেফাজত কর্মীদের সহায়তা প্রদানের জন্য আহ্বান জানান। অবশ্য ঘটনার সূচনা থেকেই বিএনপি ও জামায়াত শিবির কর্মীরা নৈরাজ্যকর কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছিল বলে জানা যায়।
    হেফাজত কর্মীরা ডিভাইডারের মাঝে থাকা গাছগুলো কেটে রাস্তায় বেরিকেড দেয়, ডিভাইডার ভেঙে দেয় এবং নির্বিচারে গাড়িতে অগ্নিসংযোগ করতে থাকে। লোহার ডিভাইডার ও কাঁটাতার উপড়ে ফেলে দেয়। রাস্তায় বড় বড় অগ্নিকা- ঘটিয়ে গণআতঙ্কের সৃষ্টি করে। রাত বাড়ার সাথে সাথে কতিপয় গণমাধ্যমে তাদের এহেন বিভীষিকাময় কর্মকা- ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করতে থাকলে নগরবাসী আতঙ্কিত হন। ফলে দেশবাসী চরম উদ্বিগ্ন অবস্থায় সময় কাটাতে থাকেন।
    দেশ যখন মহাদুর্যোগের দ্বারপ্রান্তে, তখন জনগণের নির্বাচিত সরকার দেশ ও জনগণের নিরাপত্তা ও সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য থেকে দেশকে রক্ষার নিমিত্তে এবং নগরবাসীর জানমাল রক্ষার্থে উচ্ছৃঙ্খল ও উন্মত্ত ধ্বংসযজ্ঞে লিপ্ত হেফাজত কর্মীদের নিরাপদে সরিয়ে দেবার সিদ্ধান্ত গ্রহণ করে। নৈরাজ্য প্রতিরোধ, গণতন্ত্র রক্ষা, আইনের শাসন সুরক্ষা, গণনিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই এই অভিযান অপরিহার্য হয়ে উঠে। অনন্যোপায় হয়ে রাত প্রায় ২টায় ঢাকা মহানগর পুলিশ, র‌্যাব ও বিজিবি-র যৌথ অভিযান শুরু হয়। অভিযানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করা হয়। অভিযানের শুরুতেই মাইকে একাধিকবার সতর্ক করে সকলকে চলে যাবার জন্য আহ্বান জানানো হয়। আরামবাগ ও দৈনিক বাংলা মোড় থেকে শাপলা চত্বরমুখী সড়ক দিয়ে নিরাপত্তা বাহিনী আস্তে আস্তে এগুতে থাকে এবং ইত্তেফাক মোড় অভিমুখী রাস্তা খোলা রেখে জনতাকে নিরাপদে সরে যাবার সুযোগ করে দেয়। অভিযান শুরুর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে অবস্থানরত জনতা শাপলা চত্বর ছেড়ে সায়দাবাদ-যাত্রাবাড়ীর পথে সরে যায়। অভিযানকালে মঞ্চের পাশে কাফনের কাপড়ে মোড়ানো ০৪টি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা যায় সারাদিন বিভিন্ন পর্যায়ের সংঘাতে ০৩ জন পথচারী একজন পুলিশ সদস্যসহ মোট ১১ জন নিহত হন
    এ ঘটনায় হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে বলে অবাস্তব ও ভিত্তিহীন গুজবের পরিপ্রেক্ষিতে জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত গুজবসমূহ সম্পূর্ণ অসত্য, মনগড়া ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। কেননা:
    (ক) অবাধ তথ্যপ্রবাহ ও ব্যাপক তথ্যপ্রযুক্তির এই যুগে হাজার হাজার লোক হত্যা করে লাশ গুম করা কোনভাবেই সম্ভব নয়। মোবাইল ফোন, ই-মেইল, ইন্টারনেটের এই যুগে এটি নিতান্তই অবিশ্বাস্য।
    (খ) এত প্রাণহানি হয়ে থাকলে নিশ্চয়ই নিহতদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব প্রিয়জনদের সন্ধানে তৎপরতা চালাতেন এবং গণমাধ্যমে তা প্রকাশ পেত। কিন্তু এ ক্ষেত্রে একটি উদাহরণও কোন মহল থেকে হাজির করা হয়নি। এতেই প্রমাণ হয় ব্যাপক লোক হননের বিষয়টি অসত্য ও পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত গুজব।
    (গ) অভিযান কার্যক্রম পরিচালনার সময় টিভি ও স্টিল ক্যামেরাসহ বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন, যারা ঘটনা অণুপুঙ্খ পর্যবেক্ষণ ও সম্প্রচার করেছেন। উঁচু ভবন থেকে বহু লোকজন ঘটনাক্রম অবলোকন করেছেন ও ছবি ধারণ করেছেন। কিন্তু কোথাও মারাত্মক আগ্নেয়াস্ত্র ব্যবহারের চিত্র পাওয়া যায়নি, দৃশ্য দেখা যায়নি। কাজেই বিপুল প্রাণহানির গুজব ছড়ানোর বিষয়টি অশুভ মহলের অসৎ উদ্দেশ্যমূলক অপপ্রচার। বরং বাস্তবতা হলো সুশৃঙ্খল আইন-শৃঙ্খলা বাহিনী সুচিন্তিত পরিকল্পনা অনুযায়ী অপরিসীম ধৈর্য ও কঠোর সংযমের সাথে পুরো অভিযান পরিচালনা করেছে। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন গলিতে ও ভবনের ফাঁকে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে অভয় দিয়ে যতেœর সাথে উদ্ধার করে নিরাপদে সরে যাবার ব্যবস্থা করে দিয়েছে। এদের মধ্যে প্রচুর কিশোর ও তরুণ ছিলো যারা প্রথমবার ঢাকা মহানগরীতে এসেছে, তাদেরকে তাদের গন্তব্যস্থল সম্পর্কে পথ নির্দেশ দিয়ে চলে যেতে সহায়তা করেছে যা টিভি সম্প্রচারে দেখা গেছে। পুরো অভিযান পরিচালনাকালে কারোর প্রতি কোন নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছে মর্মে কোথাও কোন সংবাদ বা ছবিও দেখা যায়নি।
    (ঘ)  পুলিশ ও বিজিবির তরফ থেকে সংবাদ মাধ্যমে 'অসংখ্য জনগণের মৃত্যু সম্বলিত অপপ্রচার' অসত্য, যুক্তিবিহীন এবং উদ্দেশ্যমূলক বলে চিহ্নিত করা হয়।
    শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের লোকজনকে সরিয়ে দিলে তারা ঢাকা-চট্টগ্রাম সড়কে আবারও জমায়েত হতে থাকে। পরদিন ০৬ মে ভোর থেকেই তারা রাস্তায় ব্যারিকেড বসায়। সেই সাথে নির্বিচারে রাস্তার পাশে রাখা গাড়িতে অগ্নিসংযোগ করতে থাকে। এরই মধ্যে পূর্ব নির্দেশমত বিএনপি-জামায়াত কর্মীরাও ধ্বংসযজ্ঞে যোগ দেয়। নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর, সাইনবোর্ড, শিমরাইল, সানারপাড়, কোয়েত মার্কেট ও মাদানীনগর এলাকায় উন্মত্ত ভাঙচুর, অগ্নিসংযোগ ভয়াবহ রূপ ধারণ করে। তারা মাদানীনগর মাদরাসাকে কেন্দ্র করে আশপাশের মসজিদের মাইক ব্যবহার করে চরম উত্তেজনাকর গুজব ছড়িয়ে লোক জড়ো করে কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের পরিকল্পিত সংঘবদ্ধ আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে ২ জন পুলিশ, যথাক্রমে নায়েক ফিরোজ ও কনস্টেবল জাকারিয়া এবং ২ জন বিজিবি সদস্য যথাক্রমে শাহআলম ও লাভলু গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে এবং হাসপাতালে মৃত্যুবরণ করে। সেই সাথে বিভিন্ন পর্যায়ে উন্মত্ত সহিংসতার ফলশ্রুতিতে ১৩ জন মৃত্যুবরণ করেছে মর্মে জানা যায়। ঘটনা আরও চরম আকার ধারণ করতে থাকলে অধিক সংখ্যক ফোর্স সমাবেশ ঘটিয়ে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


    __._,_.___


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




    Your email settings: Individual Email|Traditional
    Change settings via the Web (Yahoo! ID required)
    Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
    Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

    __,_._,___