Banner Advertiser

Thursday, February 28, 2013

[mukto-mona] জামায়াত-শিবিরের সহিংসতা : স্বচক্ষে দেখা কাঁটাবন সংঘর্ষ



জামায়াত-শিবিরের সহিংসতা : স্বচক্ষে দেখা কাঁটাবন সংঘর্ষ  

আনিস রায়হান

শুক্রবার বেলা বারোটা। গিয়েছিলাম পল্টন এলাকায়। জামায়াত-শিবির ও অন্য ধর্মভিত্তিক দলগুলো জুমার নামাজের পর মাঠে নামবে, বিক্ষোভ দেখাবে, এটা জেনেই বের হয়েছিলাম স্বচক্ষে পরিস্থিতি দেখতে। পল্টনে তখন কয়েক হাজার লোক সমবেত হয়েছে। আরও মানুষ আসছে। বায়তুল মোকাররম থেকে একটু দূরে পুলিশ ও সাংবাদিকদের অবস্থান করতে দেখা যায় তখন। এরপর পল্টন ঘুরে শাহবাগে চলে আসি।
শাহবাগে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কে সামিয়ানার নিচে গণজাগরণ মঞ্চে কিছু তরুণ সেøাগান দিচ্ছিল। সংখ্যায় তারা ৫০ এর বেশি ছিল না। সেখানে তখন চলছিল গণস্বাক্ষর অভিযান। আগের দিন, বৃহস্পতিবার রাতেই আনুষ্ঠানিক টানা ১৭ দিনের অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে নতুন কর্মসূচি দেয় গণজাগরণ মঞ্চের নেতারা। তাই স্বাভাবিকভাবেই সেদিন উপস্থিতি ছিল কম।
বেলা বেড়ে তখন ১টা ১৫। হঠাৎ দেখা গেল শাহবাগ থানা থেকে পুলিশের কয়েকটি গাড়ি এলিফ্যান্ট রোডের দিকে ছুটছে। খোঁজ নিয়ে জানা যায়, কাঁটাবনে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ সেদিক যাচ্ছে। কাঁটাবন মসজিদ মিশন এলাকায় জামায়াত-শিবির কর্মীরা জড়ো হচ্ছে। এ খবর শুনে মঞ্চ থেকে ২০ জনের মতো একটি ছোট্ট দল এগিয়ে যায় পুলিশের গাড়ির পিছু পিছু। এগিয়ে চলি তাদের সঙ্গে। পুলিশ কাঁটাবন গিয়েই প্রথম মসজিদ গেটের বিপরীত প্রান্তে অবস্থান নেয়। কাঁটাবন মোড়ের যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। চার পাশে পুলিশ সদস্যরা ছড়িয়ে থাকে।
নামাজ শেষ হওয়া মাত্রই শোনা যায় হ্যান্ডমাইকে করে মিছিলে অংশ নিতে মুসল্লিদের ডাকা হচ্ছে। মুসল্লিদের উত্তেজিত করার জন্য পুলিশকে লক্ষ্য করে সেøাগান দেয়া হচ্ছে। প্রথমেই বেরিয়ে যায় সাধারণ কিছু মুসল্লি। তাদের হাতে লিফলেট দেখা যায়। হেফাজতে বিসমিল্লাহ কমিটির প্রচারকৃত এ লিফলেট ছিল শাহবাগের আন্দোলন নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে ভরপুর।
মুসল্লিদের বেরিয়ে যেতে দেখলে তখন হ্যান্ডমাইকধারীরা কৌশল পাল্টায়। তারা পুলিশকে লক্ষ্য করে ভাষণ দিতে শুরু করে এবং পুলিশের দিকে জুতা ও ঢিল নিক্ষেপ করতে শুরু করে। সাধারণ মুসল্লিরা তখন মসজিদ কম্পাউন্ডে আটকা পড়ে যায়। একপর্যায়ে পুলিশের রমনা অঞ্চলের এসি শিবলী নোমান, শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলামসহ দুইজন এসআই এবং কয়েকজন পুলিশ সদস্য মসজিদ কম্পাউন্ডের দিকে এগিয়ে যায় আলাপ করে তাদের শান্ত করার জন্য।
কিন্তু জামায়াত-শিবির কর্মীরা আগে থেকেই প্রস্তুত ছিল সহিংসতা ঘটানোর জন্য। মসজিদ কম্পাউন্ডের দিকে এগিয়ে আসতে দেখেই তারা এসি ও ওসির ওপর হামলা চালায়। সরাসরি ওসি সিরাজুল ইসলামের মাথায় লাঠি দিয়ে বাড়ি দেয় তারা। এসি শিবলী নোমানও বেধড়ক পিটুনির শিকার হন। এ সময় সরাসরি পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের হাতাহাতির মতো অবস্থা হয়। পুলিশ মিশন কম্পাউন্ডে টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
হুড়োহুড়ির মধ্য দিয়ে কাঁটাবন ঢালের দিকে কিছুটা হটে পুলিশ ও গণজাগরণ মঞ্চের কর্মীদের লক্ষ্য করে ঢিল মারতে শুরু করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা বেশ কয়েকটি ককটেল ফাটায়। একপর্যায়ে আরও পুলিশ ও জল কামানের গাড়ি এসে সেখানে এসে পৌঁছালে জামায়াত-শিবির কর্মীরা কাঁটাবন ঢালের গলির দিকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় শিবিরের তিনজন আটক হয়।
এদিকে কাঁটাবন মসজিদ মিশন থেকে তখনই দেখা যায় একটি অ্যাম্বুলেন্স বের হওয়ার চেষ্টা করছে। পুলিশ এবং জাগরণ মঞ্চের কর্মীরা অ্যাম্বুলেন্সটি আটকাতে গেলে অ্যাম্বুলেন্সের দরজা খুলে পুলিশকে লক্ষ্য করে লাঠি চালাতে শুরু করেন দুজন। এতে দুজন এসআই আহত হন। একপর্যায়ে অ্যাম্বুলেন্সসহ ভেতরে থাকা দুইজন আটক হয়। অ্যাম্বুলেন্সটি আটকানোর পর দেখা যায় এর গায়ে জেহাদি পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে লেখা আছে, শাহজালালের তলোয়ার, গর্জে উঠুক আরেকবার। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। প্রয়োজনে হাসতে হাসতে শাহাদাতের নাযরানা পেশ করব। পোস্টারের মধ্যে আধ্যাত্মিক রাজধানী সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মূর্তি নির্মাণের গর্হিত পদক্ষেপ রুখতে জান কোরবান করার আহ্বান জানানো হয়। অ্যাম্বুলেন্সের মধ্যে আরও অনেক ব্যাগভর্তি লিফলেট, পুস্তিকা পাওয়া যায়। দুটি ব্যাগ পাওয়া যায়, যা পুলিশ বিস্ফোরক বিশেষজ্ঞ ছাড়া খুলতে অস্বীকৃতি জানায়।
ঘটনার এই পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা মিছিল নিয়ে কাঁটাবনে জড়ো হতে শুরু করে। একপর্যায়ে উত্তেজিত ছাত্ররা ওই অ্যাম্বুলেন্সটির কাঁচ ভাংচুর করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং গাড়িটি রেকারের সাহায্যে থানার দিকে টেনে নিয়ে যাওয়া হয়।
কাঁটাবনে জড়ো হওয়া ছাত্ররা তখন কাঁটাবন মিশনের দোকানগুলো ভাংচুর করতে চাইলে কয়েকটি হলের ছাত্রলীগ নেতারা তাদের বাধা দেন। তারা ভাংচুরের দায়দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। এতে স্থানীয় কয়েকজন মানুষ ক্ষুব্ধ হয়ে বলে ওঠে, এই মসজিদের পাশের দোকানগুলোতে শিবিরের সিলেবাস, বই ও অন্যান্য কাগজপত্র বিক্রি হয়। এখানে প্রায়ই সাঈদীর ওয়াজের সিডি বাজাতে শোনা যায়। এই দোকানগুলোকে কেন্দ্র করে কাঁটাবন ঢালে বেশ কয়েকটি মেসের মাধ্যমে শিবির একটা নেটওয়ার্ক গড়ে তুলেছে। ওইসব শিবিরকর্মী এই দোকানগুলোতেই সব সময় আড্ডা দেন। কিন্তু ছাত্রলীগ নেতারা এসব কথায় কান না দিয়ে মিছিল করে শাহবাগের দিকে ফেরত যান।
মিছিলের সঙ্গে সঙ্গে শাহবাগ থানায় পৌঁছে দেখি, অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আটক একজন নিজের পরিচয় দিচ্ছেন তিনি নাকি মৌলভীবাজারের কোনো এক পীরের ছেলে। নিজের সম্পর্কে তিনি বলেন, আমি মাওলানা নূরে আলম হামিদী। হেফাজতে বিসমিল্লাহ কমিটির লন্ডন শাখার সভাপতি। অথচ তার কাছে প্রাপ্ত লিফলেটে দেখা যায়, মাওলানা নূরে আলম হামিদীর পরিচয় লেখা আছে মৌলভীবাজারের সভাপতি হিসেবে। পুলিশ তাকে এবং আটককৃত অন্যদের শাহবাগ থানার একটি সেলে ঢুকিয়ে বাকিদের থানা প্রাঙ্গণ থেকে বের করে দেয়।
এই ঘটনা যখন ঘটছিল তখন বায়তুল মোকাররম এলাকায় চলছিল তুমুল সংঘর্ষ। পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হচ্ছিল গুলি। সারা দেশে ভাংচুর হচ্ছিল গণজাগরণ মঞ্চ। এ থেকে বোঝা যায়, জামায়াত-শিবির পরিকল্পনামাফিক জেএমবির মতো করে সারা দেশে হামলা চালানোর নজির তৈরি করতে চেয়েছে ওই দিন। তাদের এই তৎপরতা নির্দেশ করে নীলনকশা নিয়েই মাঠে নেমেছে তারা।

http://www.shaptahik.com/v2/?DetailsId=7862



দেশজুড়ে জামায়াত-শিবিরের তাণ্ডব

সাঈদীর ফাঁসি, সহিংসতায় নিহত ৩৭

প্রথম আলো ডেস্ক | তারিখ: ০১-০৩-২০১৩

- See more at: http://prothom-alo.com/detail/date/2013-03-01/news/333012#sthash.3qQsKC89.dpuf





নাটোরে আ'লীগ কর্মী জবাই, অস্ত্র ছিনতাই পুলিশের


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর খায়রুল বাশার নামে এক আওয়ামী লীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় শিবিরের হামলায় ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এছাড়াও পুলিশের গাড়িতে আগুন, দু'টি শটগান ছিনতাই, পুলিশ ফাঁড়িতে হামলা ও গুদরা গ্রামের আ'লীগ কর্মী মোহাম্মদ মজনুর বাড়িসহ অন্তত ১০ বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতির বিকেলে নাটোরের লালপুরে এ ঘটনা ঘটে। নিহত খায়রুল গুদরা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর নাটোরের লালপুরের গুদরায় জামায়াত-শিবির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা গুদরা গ্রামের আ'লীগ কর্মী খায়রুলকে গলা কেটে হত্যা করে।  
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলে বাধা দিলে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় শিবির কর্মীরা। এ সময় পুলিশের ২টি শটগান ছিনিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতেও হামলা চালায় তারা। এ সময় ফাঁড়ির ইনচার্জ আব্দুর রউফসহ ৭ পুলিশ সদস্য আহত হন। 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর/জেডএম

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=8412c11b6bec3eb687b327da192bb9ae&nttl=28022013177855

মিরপুরে জামায়াত-শিবিরের হামলার চেষ্টা:

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=adc76b62987ed123ce5d90f5e3193075&nttl=28022013177953







__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] গণজাগরণ - শাহবাগকে জেগে থাকতেই হবে



গণজাগরণ

শাহবাগকে জেগে থাকতেই হবে

মামুনুর রশীদ | তারিখ: ০১-০৩-২০১৩

শাহবাগকে জেগে থাকতে হবে। দৃশ্যত শাহবাগ ঢাকা শহরের কেন্দ্রস্থলের একটি স্থানের নাম, কিন্তু তার ডালপালা সারা দেশে। তারুণ্যের অন্তরে। তারুণ্য যেখানে, সেখানেই শাহবাগ। ট্রাইব্যুনাল শুরুর সময়ই আমি একটি নাটক লিখেছিলাম। নাটকের নাম আগুনের ডালপালা। নাটকটি একটি কাল্পনিক ট্রাইব্যুনাল নিয়ে। ট্রাইব্যুনালের বিচারের শেষ প্রান্তে বিচারক রায় দেওয়ার আগেই প্রসিকিউশন দর্শকদের প্রশ্ন করেন, 'বিচারক এখনো রায় দেননি কিন্তু দর্শক, আপনাদের রায় কী?' দর্শক একযোগে সবাই বলে উঠত, 'ফাঁসি', 'ফাঁসি চাই'। আমাদের তাই সব সময়ই মনে হতো, যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো বিকল্প নেই।
শাহবাগ চত্বরে যে তারুণ্যের জাগরণ ঘটেছে, সেখানেও একই কথা, মৃত্যুদণ্ড। কাদের মোল্লার রায়ের পর আমরা সবাই কেমন কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলাম। অগ্র-পশ্চাৎ ভাবনা চলছিল আমাদের মধ্যে। কিন্তু তারুণ্য তাদের স্বতঃস্ফূর্ততা দিয়ে আমাদের ভাবনাকে ছিন্নভিন্ন করে জাগিয়ে দিল জাতিকে। রাতদিন পাহারা দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে। গত ৪২ বছরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হয়েছে এবং সেসব ষড়যন্ত্র কখনো সাফল্যও পেয়েছে। আজ যাঁরা কারাগারে বসে যুদ্ধাপরাধী হিসেবে বিচারের অপেক্ষা করছেন, তাঁরা একসময় রাষ্ট্রক্ষমতার অধিকারী হয়েছিলেন। ইতিহাস প্রবলভাবে পরিবর্তিত হয়েছিল। 
পঁচাত্তর-পরবর্তীকালে এ দেশটাকে পাকিস্তান বানানোর প্রক্রিয়া ১৫ বছর ধরে চলছিল। এ সময় সংস্কৃতিকর্মী, ছাত্র, জনতা, পেশাজীবীদের প্রবল বিরোধিতা ও আন্দোলন চলেছে। এই আন্দোলনের পেছনের দিক থেকে যুদ্ধাপরাধীরাও যুক্ত হয়েছে। এবং একটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে চিরতরে ক্ষমতার অংশ হয়েছে। আবার বাদ সেধেছে জনগণ। বিচারের দাবি এসেছে। বিচার হচ্ছে, সে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে। দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপক্ষের তদন্তের মাধ্যমে শেষ পর্যন্ত রায় শুরু হয়েছে।
সমাজ কখনো জড়তন্ত্রে আক্রান্ত হয়। কোনো ঢেউ ওঠে না, তরুণেরাও যেন বৃদ্ধ হয়ে যায়। অচলায়তনে পরিণত হয় দেশ। ষাটের দশকেও সে রকম হয়েছে মাঝেমধ্যে। আবার উনসত্তরে এসে উত্তাল হয়ে পড়েছে। সেই থেকে একাত্তর। এটা বোধ হয় সব দেশেই, সর্বকালেই হয়েছে।
শাহবাগ বিষয়টি তেমনি একটি বিস্ফোরণ, তারুণ্যের যৌক্তিক দাবির বিস্ফোরণ। এই তরুণদের অধিকাংশ মুক্তিযুদ্ধ দেখেনি, রাজাকার, আলবদরদের কর্মকাণ্ড চাক্ষুষ করার সুযোগ পায়নি। নানা বিভ্রান্তির মধ্য দিয়ে তারা ইতিহাস পড়েছে ও শুনেছে। আমরাও নাটকে, কাব্যে, সাহিত্যে, চলচ্চিত্রে এসব সত্য কাহিনি বলতে চেয়েছি। একুশে ফেব্রুয়ারি, ছাব্বিশে মার্চ, ষোলোই ডিসেম্বর পালন করেছি। সে-ও যেন এক নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। কিন্তু এর মধ্যে তারুণ্যের যে প্রতিনিয়ত ঝলক, তা দেখতে পাইনি। অনেক রাজনৈতিক বিভ্রান্তির মধ্যে জনগণও বিভ্রান্ত হয়ে পড়েছিল। যেসব মুক্তিযোদ্ধা যুদ্ধ করতে করতে বা যুদ্ধাহত অবস্থায় নির্মম-নিপীড়নে নিহত হয়েছিলেন, তাঁদের কথাও বিভ্রান্তির দৃষ্টিতে দেখা হতো। এ কি সত্য? শহীদ পরিবারের সদস্যরা একসময় ভীত হয়ে উঠেছিলেন। তাঁদের বসতবাড়ি থেকে উচ্ছেদ একটা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। মুক্তিযুদ্ধবিরোধী কিছু পত্রপত্রিকার জন্ম হলো। উদ্দেশ্য, ভুলিয়ে দাও সেসব দিনের কথা। শহীদজননী জাহানারা ইমামকে নিয়েও নানা কটূক্তি করত এরা। সাঈদী তো তাঁকে 'জাহান্নামের ইমাম' বলত। ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনকে তীব্র ভাষায় এরা ব্যঙ্গ করত। তখনকার ক্ষমতাসীন দলও প্রবলভাবে প্রশ্রয় দিত। এভাবেই আঁধার নেমে এসেছিল আমাদের জীবনে। সেসব অন্ধকারের দিনগুলোতেই এই তরুণদের জন্ম, তারা যে এই আঁধারকে মেনে নেয়নি, তার স্বাক্ষরই ঘোষিত হয়েছে শাহবাগে। শাহবাগের আন্দোলনের সূচনালগ্নে চট্টগ্রামে গিয়েছিলাম। সেখানেও দেখেছি একই চিত্র, একই ক্ষোভ। প্রতিশোধস্পৃহায় ফেটে পড়েছে তারুণ্য।
এ এক অন্য রকম তারুণ্য, ২২ দিন অবস্থানের এমন শান্তিপূর্ণ উদাহরণ আর কোথাও আছে কি না, আমার জানা নেই। জামায়াতের প্রত্যাখ্যাত হরতালের দিনেও যখন অতর্কিত হামলা হলো মসজিদের সামনে, তখন এক ধর্মপ্রাণ মুসল্লি বলছিলেন, 'ছেলেরা ১৮ দিন কাটিয়ে দিল, একটা ঘটনা হলো না, কোনো ভাঙচুর, মারামারি না, আর দেখেন, ধর্মের নাম নিয়ে এরা কী করছে? ভয় দেখিয়েই কি সবকিছু হয়?' এটা প্রমাণিত হলো, মানুষকে চাপের মধ্যে রেখে রাজনীতিকেরা নানা সময় নানা আন্দোলনে নিজেদের ফায়দা লুটতে চান, তাতে দেশ এগোয় না, মনুষ্যত্বের বিকাশ হয় না। গণতন্ত্র কায়েম হয় না। পাকিস্তান আমলে, বাংলাদেশের ইতিহাসের একটা দীর্ঘ সময়ে তা-ই ঘটেছে। তাতে পাকিস্তান আজ কোথায় দাঁড়িয়ে আছে। শাহবাগের তারুণ্য এ-ও বলেছে, এ দেশকে আমরা ব্যর্থ রাষ্ট্র হতে দেব না, জঙ্গিদের আশ্রয়স্থল করতে দেব না। আর সেই ফরাসি বিপ্লবের স্লোগান বারবার ফিরে এসেছে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এসব জায়গা থেকে পিছু ফেরা যাবে না। শাহবাগে যে তারুণ্যের নতুন মুখগুলো দেখেছি, সেই নতুন মুখ দেখেছিলাম একাত্তরের রণাঙ্গনে, প্রতিরোধে। তাঁদের মধ্যে অনেকেই বেঁচে নেই। আমরা যখন ষাটের দশকের আন্দোলন করেছি, অনেকেই বলেছে, এসব হঠকারী, বেয়াদব, উদ্ধত, অদূরদর্শী এবং শেষ কথাটি, বোকা। এসব গুণের অধিকারীই হয় তরুণেরা। বেশি চালাক, দূরদৃষ্টিসম্পন্ন অন্ধ চতুরেরা কিন্তু কখনোই জননায়ক তো দূরের কথা, সমাজকে পাল্টায় না। তাই তারুণ্য যখন একবার জেগে উঠেছে, তাদের জাগরণকে অনুপ্রাণিত করে, আশ্রয়-প্রশ্রয় দিয়ে এগিয়ে যেতে দিতে হবে। গত ৪২ বছরে সমাজে আরও একটি বড় সংকট সৃষ্টি হয়েছে, তা হলো নেতৃত্ব। একটি সৎ নেতৃত্বের পথও খুলে দিতে হবে।
তরুণ প্রজন্ম সুযোগ পেলে অনেক নতুন ভাবনার জন্ম দিতে পারে। যেমন আকাশের ঠিকানায় তারা চিঠি লিখেছে, আলো জ্বালিয়েছে পর্ণ কুটির থেকে অট্টালিকায়, রাজপথ থেকে গলিতে—সারা দেশ থমকে দাঁড়িয়েছে কয়েক মিনিটের জন্য। আবার মিছিল করে হরতালের বিরোধিতা করেছে। শান্তিপূর্ণ মিছিলে অন্ধকারের প্রাণীরা পালিয়ে গেছে। 
আমাদের স্বীকার করতেই হবে, একাত্তরের বিজয়ী শক্তি নানা রাজনৈতিক পালাবদলে কখনো ভ্রষ্ট হয়েছে, নষ্ট রাজনীতি, নষ্ট মানুষের জন্ম দিয়েছে, আজ সেই জীর্ণ পুরোনো অচলায়তনকে ভেঙে দিতে যে তারুণ্য জেগেছে, তাদের জাগতে দিতে হবে। একবার জেগে আবার ঘুমিয়ে গেলে লাভ নেই।
যে আশায় মানুষ বুক বেঁধেছে, তাকে অনেক দূর যেতে দিতে হবে। তাই ঘুমিয়ো না বন্ধু, জেগে থাকো শাহবাগ, জেগে থাকো সারা দেশের তারুণ্যের দীপশিখা। তাহলে জ্ঞান-বিজ্ঞানে, রাজনীতিতে স্বচ্ছতা আসবে। জনগণ বিভ্রান্ত হবে না। আমিও তোমাদের সঙ্গে জেগে থাকব।
মামুনুর রশীদ: নাট্যব্যক্তিত্ব।



http://prothom-alo.com/detail/date/2013-03-01/news/332823


Also Read:


01 Mar 2013   06:56:02 AM   Friday BdST   

গণজাগরণ চত্বর: জাতীয় সঙ্গীতে শুরু ২৫তম দিন

 

Day 21, Shahbag Movement : Protesters successfully led rally at Mirpur

Mon, 25/02/2013 - 6:34pm | by Shakera Jahan

PROJONMO CHATTAR

Related Contents

Day 20, Shahbag Movement : Anti-Hartal Procession Brought Forth By Projonmo Chottor (Video)

Sun, 24/02/2013 - 11:32am BdST

The Shahbag movement is witnessing its twentieth day since its starting, the demonstrators emerged at the hotspot on sunday around 07.00 AM in the morning. Today's activity took off with the national anthem.

http://news.priyo.com/2013/02/25/shahbag-movement-day21.html


__._,_.___

সাঈদীর ফাঁসির রায়ে দেশব্যাপী আনন্দ মিছিল





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] PLAINTIFF ON SAYDEE'S TRIALVERDICT : আমাকে কিনতে চেয়েছে : ভয়ভীতিও দেখানো হয়েছে ..



বাদীর প্রতিক্রিয়া : আমাকে কিনতে চেয়েছে : ভয়ভীতিও দেখানো হয়েছে 
প্রতিনিধি, পিরোজপুর
সাক্ষীদের কেনার জন্যে ঘরে ঘরে গিয়েছে জামায়াতের লোকজন। অর্থের লোভ দিয়েছে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তাও পর্যাপ্ত নয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী মাহবুবুল আলম হাওলাদার একথা বলেছেন।
তিনি বলেন, 'অনেক হুমকি এসেছে, এখনও ভয়ভীতি দেখানো হচ্ছে। বিদেশ থেকেও ফোনে হুমকি আসছে। তবে আমি বিচলিত হয়নি।' সাঈদীর ফাঁসির রায়ে মাহবুবুল আলম খুশি হয়েছেন। 
তিনি বলেন, '১০০ বার ফাঁসি দিলেও তার অপরাধের শাস্তি হবে না।' তবে কাদের মোল্লার রায়ে হতাশা প্রকাশ করে ট্রাইব্যুনালের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
শাহবাগের গণজাগরণের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, 'সব যুদ্ধাপরাধীর ফাঁসি না হওয়া পর্যন্ত শাহবাগ যেন ছেড়ে না যায় তরুণরা।' মুক্তিযুদ্ধে স্বচক্ষে সাঈদীর অপকর্ম দেখেছেন বলেই নিজের দায়িত্ব থেকে মামলা করেছেন বলে জানান তিনি। জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহবুবুল আলম বলেন, তিনি '৭১-এ সুন্দরবন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সংবাদ দিতেন। তিনি নিজে দেখেছেন পারেরহাটে সাঈদীর নেতৃত্বে বন্দরে লুটপাট হতো। এছাড়াও যুদ্ধের সময় পারেরহাটের মদন সাহার ঘর লুটপাট করে বড়লোক হয়েছেন সাঈদী।
মাহবুবুল আলম হাওলাদার বলেন, সাঈদীর নেতৃত্বে সশস্ত্র দল উমেদপুর গ্রামের হিন্দুপাড়ার ২৫টি ঘরে আগুন ধরিয়ে দেয়। সাঈদীর ইন্ধনে বিসাবালী নামে একজনকে নারকেল গাছের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন, সাঈদী আমাদের বাড়িতেও পাকিস্তানি সেনাদের নিয়ে যায়। সেখানে বড় ভাই আবদুল মজিদ হাওলাদারকে ধরে নির্যাতন করা হয়। এরপর সাঈদী নগদ টাকা লুট ও মূল্যবান জিনিস নিয়ে যান। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এছাড়া সাঈদীর নেতৃত্বে শান্তি কমিটির একটি দল পাকিস্তানি সেনাদের নিয়ে পারেরহাট বাজারের আওয়ামী লীগ, হিন্দু সম্প্রদায় এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাড়িঘর ও দোকান চিনিয়ে দেয়। এসব দোকান ও বাড়িতে লুটপাট করা হয়। সাঈদীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল পারেরহাট বাজারের ১৪ জন হিন্দুকে ধরে দড়ি দিয়ে বেঁধে পাকিস্তানি সেনাদের কাছে নিয়ে যায়। পরে তাদের গুলি করে লাশ নদীতে ফেলে দেয়া হয়। সাঈদীর নেতৃত্বে ১০-১২ জনের রাজাকার দল পারেরহাট বন্দরের গৌরাঙ্গ সাহার বাড়ি থেকে তার তিন বোন মহামায়া, অন্ন রানী ও কমলা রানীকে ধরে পাকিস্তানি সেনা ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তিনদিন ধরে ধর্ষণ করে পরে তাদের ছেড়ে দেয়া হয়। সাঈদী প্রভাব খাটিয়ে পারেরহাটসহ অন্য গ্রামের ১০০-১৫০ জন হিন্দুকে ইসলাম ধর্মে রূপান্তর করেন। তাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে বাধ্য করেন।
মামলার বাদী আরও বলেন, সাঈদীর নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী ইন্দুরকানি গ্রামের তালুকদার বাড়িতে আক্রমণ চালায়। ৮৫ জন ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে মালামাল কেড়ে নেয়া হয়। ১০-১২ জন বাদ দিয়ে বাকিদের কাছ থেকে ঘুষ নিয়ে ছেড়ে দেয়া হয়।
তিনি বলেন, 'মামলা দায়েরের পর জামায়াতের লোকজন আমাকে কিনতে চেয়েছিল, কিন্তু আমি টাকার কাছে আদর্শ বিক্রি করিনি।' মাহবুবুল আলম হাওলাদারের চার ছেলেমেয়ে। পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। তার নিরাপত্তায় বাড়ির সামনে পুলিশের পাহারা রয়েছে।
মাহবুবুল আলম হাওলাদার বলেন, একাত্তরে মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, লুণ্ঠনকারী, ধর্ষণকারী, লাখ লাখ নিরীহ মানুষ হত্যাকারীদের বিচারের জন্য বিগত দিনে কোন সুযোগ ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব অপরাধের বিচার চেয়ে আমি পিরোজপুরের আদালতে মামলা করি। মামলার রায়ে সাঈদীকে সর্বোচ্চ শাস্তি দেয়ায় আমি মহান সৃষ্টিকর্তার কাছে শোকরানা আদায় করছি।
উল্লেখ্য, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর প্রথম অভিযোগ দাখিল করেছিলেন পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামের মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদার। পরবর্তী সময়ে ২০১০ সালের ২০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি স্থানান্তর করা হয়। এ অভিযোগের ভিত্তিতে সাঈদীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেই মাহবুবুল আলম হাওলাদার ২০১১ সালের ৭ ডিসেম্বর সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। তিনি মুক্তিযোদ্ধা কমান্ডার এবং স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের পক্ষে পিরোজপুরে গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালন করেছেন।


2013/2/28 Abid Bahar <abid.bahar@gmail.com>

VERDICT ON SAYDEE: WAS HE A TRUE WAR CRIMINAL?

1. আমার স্বামী হরলাল মালাকারকে সাঈদী সাহেব হত্যা করে নাইঃ ঊষা রানী

Usha Rani Malaka
http://www.youtube.com/watch?v=DaCBP0XlYnA&feature=youtu.be

সাঈদী সাহেবের বিরুদ্ধে অন্যতম অভিযোগ মদন সাহা হত্যা। তার স্ত্রী ঊষা রানী মালাকার সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় লিখিত জবানবন্দী লিখে তার নামে জমা দেয় তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।

অথচ তিনি নিজেই স্বীকার করলেন, তার স্বামী হরলাল মালাকারকে মদন সাহা লেখা হয়েছে। তাকে হত্যাকরী রাজ্জাক মোল্লাকে যুদ্ধের পরেই মেরে ফেলে মুক্তিযোদ্ধারা।তার স্বামী হত্যার সাথে মাওলানা সাঈদীর কোন সম্পর্ক নেই।

সাক্ষী নিজেই বলার পর কিভাবে চলে এই বিচার। আমি আর সহ্য করতে পারছি না। আপনারা আর চুপ করে ঘরে বসে থাকবেন না। গর্জে উঠুন।


------------------------------------------------------------------------------------------------------

2. মাওলানা সাইদীর মামলা নিয়ে একটি প্রতিবেদন

https://www.facebook.com/photo.php?v=4343165659228&set=vb.127302910779675&type=2&theater

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

3. SAYDEE WITNESS

https://www.facebook.com/photo.php?v=413830515377597&set=vb.381996038561045&type=2&theater

টাকার জন্য মামলার বাদী হইছেঃ চান মিয়া পসারি
আমার ভাই মানিক পসারি টাকার জন্য মামলার বাদী হইছেঃ রাষ্ট্র পক্ষের সাক্ষী চান মিয়া পসারি।

চান মিয়া পসারি রাষ্ট্রপক্ষের সাক্ষী। সাঈদীর বিরুদ্ধে অন্যতম অভিযোগ ১৯৭১ এর ৮ মে বেলা তিনটার দিকে সাঈদী ও তার দলের সদস্যরা চিথলিয়া গ্রামের মানিক পসারির বাড়ি লুট করেন। এখানে পাঁচটি ঘরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। মানিক পসারির ভাই মফিজুদ্দিন ও ইব্রাহিমকে ধরে সেনাক্যাম্পে ফিরে যাওয়ার সময় সাঈদীর প্ররোচনায় পাকিস্তানী সেনারা ইব্রাহিমকে গুলী করে হত্যা করে। মফিজকে সেনাক্যাম্পে নিয়ে নির্যাতন করা হয়।

এই অভিযোগের বাদী মানিক পসারির ভাই চান মিয়া পসারিকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। কিন্তু মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় লিখিত জবানবন্দী লিখে তার নামে জমা দেয় তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।
অথচ চানমিয়া পসারি বললেন যে তার ভাই মানিক ৫ লক্ষ টাকা ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য স্থানীয় এমপি আউয়ালের কথায় মিথ্যা বাদী হয়েছে।
তিনি বলেন তার ভাই মফিজুদ্দিন ও ইব্রাহিম ওরফে কুট্টিকে দানেশ মোল্লা, সেকেন্দার হাজী, মোসলেহ মাওলানা এবং মোমিন ধরে নিয়ে যায়, হত্যা, নির্যাতন ও আগুন দেয়। এর সাথে সাঈদীর কোন সম্পর্ক নেই।
এর মধ্যে মোসলেহ মাওলানা ও মোমিন বেঁচে থাকলেও তাদের বিচারের আওতায় না এনে সাইদীর প্রতি জুলুম করা হচ্ছে।

----------------------------

4. BNP CHAIRPERSON এর উপদেষটা দুলূ.

https://www.facebook.com/photo.php?v=4337617000515&set=vb.127302910779675&type=2&theater

-------------------------------------------------------------------

5. শুধুমাত্র হিন্দুস্থানের রাজাকাররাই আমাকে রাজাকার বলতে পারে

https://www.facebook.com/photo.php?v=2961406649744&set=vb.535719869792163&type=2&theater

-------------------------------------------------------------------------------------------------------------
6. ইসলাম নিয়ে সরকার যে ষড়যন্ত্র করছে তা রুখে দিনঃ চরমোনাই পীর সাহেব
ইসলাম নিয়ে সরকার যে ষড়যন্ত্র করছে তা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
 
https://www.facebook.com/photo.php?v=118321305018353&set=vb.535719869792163&type=2&theater

7.
রাজিবের ব্লগের সব তথ্য "দৈনিক ইনকিলাব" প্রথম প্রকাশ করে

https://www.facebook.com/photo.php?v=118306868353130&set=vb.535719869792163&type=2&theater

রাজিবের ব্লগের সব তথ্য "দৈনিক ইনকিলাব" প্রথম প্রকাশ করে।তবে "আমার দেশের "বিরুদ্ধে কেন ব্যাবস্থা নেওয়া হবে -বলেছেন দৈনিক ইত্তেফাক এর সিনিয়র সাংবাদিক মনির হায়দার


8. ভারতের সহায়তায় শাহবাগ জমায়েত : মির্জা ফখরুল
https://www.facebook.com/photo.php?v=118396475010836&set=vb.535719869792163&type=2&theater

"বাবা, মানুস দিয়ে নাস্তা করে কীভাবে"?

9. শাহবাগে বেড়াতে যেয়ে বাবার কাছে কিশোরের প্রশ্ন "বাবা, মানুস দিয়ে নাস্তা করে কীভাবে"?এতে শিশুরা কি শিকছে?
 
https://www.facebook.com/photo.php?v=118319991685151&set=vb.535719869792163&type=2&theater

10. সরকারের প্রতিবাদ করলে বন্দুক ঠেকিয়া গুলি করা হয়।
আমরা কোন দেশে বাসকরি যেখানে সরকারের প্রতিবাদ করলে বন্দুক ঠেকিয়া গুলি করা হয়।

https://www.facebook.com/photo.php?v=118316755018808&set=vb.535719869792163&type=2&theater

11. আমি কোরআন, হাদীসের কথা বলি এটাই আমার অপরাধ
আমি কোরআন, হাদীসের কথা বলি, এই জন্য দেশের মানুষ আমাকে ভালোবাসে। সরকার এটা সহ্য করতে পারেনি।

https://www.facebook.com/photo.php?v=118278145022669&set=vb.535719869792163&type=2&theater

12.আবারও ১/১১ ঘটতে পারে বলে আশংঙ্খা প্রকাশ করেছেন টিআইবি
রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে আবারও ১/১১ ঘটতে পারে বলে আশংঙ্খা প্রকাশ করেছেন টিআইবি
https://www.facebook.com/photo.php?v=118275211689629&set=vb.535719869792163&type=2&theater

13. দিনের পর দিন আদালত অবমাননা আর সন্ত্রাসীপনার বৈধতা ওদের কে দিল?
শহবাগ দিনের পর দিন আদালত অবমাননা করছে, সন্ত্রাসী শ্লোগান দিচ্ছে, কিন্তু তাদেরকে সরকার কিছুই বলছেনা। তাইলে কি শাহবাগিদের প্রতি সরকারের কোন ক্ষমতা নেই?
https://www.facebook.com/photo.php?v=496842430351035&set=vb.535719869792163&type=2&theater

14.সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে ।
BBC সংলাপে প্রশ্ন -সরকার মানবতা বিরোধী অপরাধ করছে তারও বিচার করতে হবে ।
https://www.facebook.com/photo.php?v=117885651728585&set=vb.535719869792163&type=2&theater

15. শাহবাগ থেকে prosecution change করার কোন প্রশ্ন আসলনা কেন?
রায় প্রত্যাশা অনুযায়ী না হলে শাহবাগ থেকে prosecution change করার কোন প্রশ্ন আসলনা কেন-- বলেছেন বিকল্প ধারার মহাসচিব মাহি বি.চৌ.
https://www.facebook.com/photo.php?v=117923115058172&set=vb.535719869792163&type=2&theater




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] Re: এই জলে আগুন জ্বলে



1. The concept of "complete code of life" stretched beyond personal religious life is nothing but a political slogan by those who want to capture the state power. Religious values (obviously after being reinterpreted in the light of the new social realities) can be a good foundation for moral and ethical values for a practicing believer. These people are not dangerous for the society, but those who use religion to capture power absolutely are. These people are divisive. They are so much obsessed with their own version of religion that they discriminate against and persecute those whom they think are heretics. Jamat is a prime example. It is not possible for them to offer a peaceful and cooperative pluralistic society. They have other vices too. 
 
2. A perfect theocratic state is a utopia. Even a near perfect one has hardly earned much respect. The era of Khulafa-e-Rashedeen ( or Kingdom of Ashoka to take as another example) may be an exception although that period was also not free from internal conflicts. That was very natural as the affairs were run by humans with human limitations in the name of God. You will probably never aspire to live in an Islamic theocratic state like Talibani Afghanistan, Saudi Arabia, or even Iran (don't take this personally as this applies to anybody who believes and loves theocracy.) You will probably prefer your kid being in Harvard to being in a world renowned madrasah. 
 
3. I hope you have heard about Kautilya's "Arthashastra" and "Manusanhita" both of which were writeen about 2000-2500 years ago. These two and many others (Dharmashastra is good compilation from different sources including the Mahabharata) constitute the complate code for the society in the field of ethics, moral values, politics, social issues, and so on. But it would have been quite wrong for the founding fathers of India to include them in the Indian constitution. That was the right spirit. 
 
4. We need to shun our religious ego and be pragmatic. Religions through new interpretations can be made universally appealing. 
 
5. A religion (like any other human identity---linguistic, tribal, national, etc.) can well be a basis for organizing a group for social upliftment or even for economic, social or political emancipation, but the ultimate must goal must not be a theocracy to be run by religious zealots. Unfortunately because of the failures of the secualr and democratic forces to organize the oppressed people, leadership is sometimes being given by the religious zealots.   

From: QR <qrahman@netscape.net>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Thursday, February 28, 2013 4:06 AM
Subject: Re: [mukto-mona] Re: এই জলে আগুন জ্বলে
 
These political Islamists are tarnishing the image of Islam as a complete code of life. 

>>>>>>>>>>> Politics can be for good and it can also bring bad results. In our country frequently it brings bad results, so there is a negative connotation  to the term "Politics". It is true Islam offered solution to most problems we face and give us "Hints" to solve rest of the problem we have.

It is the ONLY religion which has well preserved codified laws which other faith traditions had to "Invent" or copy from others.

For example, Muslims were the first civilization which introduced large scale pluralistic societies to the world. When it was "Dark Ages" for Europeans, Muslims lead the way and established the most progressive community in Spain and creators of modern Europe took inspiration from it.

Since Islam is a global religion, it has some local issues. To me, the top issue for our area is lack of Islamic education. For example, member Ahmed said,

There are many intellectual discussion/opposition against Islam/Muslim and that is fine. Go ahead and do that as much as you wish. He made a very acceptable point of view. He did NOT shun criticism but reminded us that, prophet Muhammad (PBUH) has a very special place in our heart and requested not to throw slander or libel in his way.

Albeit I have a different way of handing ignorant idiots who love to insult without knowing much about the noble prophet (PBUH) himself.

For example, if I go and slaughter a big cow in a main street of Kolkata, I might not violated any laws but I would manage to hurt a lot of people. Among those hurt, if even 1% react in a violent way that can cause a lot of havoc in that city and even in the whole region.

Similarly most Muslims are VERY tolerant of criticism but even if 1% cannot handle their emotion that can cause a lot of problem. Member Ahmad probably requested in that line. If you look at the post positively, you can find of a lot of sympathy and concern for atheist and non-Muslims in it.

The problem ALSO lies within some members of the forum, who quickly take all post by theist members as negative. Which shows a little intolerance.


In Islam, a Muslim is prohibited from insulting other faiths

>>>>>>>> Absolutely. We Muslims have to do a better job of reminding this to our fellow Muslims about this aspect of Islam. It is written in the Qur'an and more we learn about Islam, we'll have more peace and harmony among all people of faiths/tradition.

Shalom!
-----Original Message----- From: Subimal Chakrabarty <subimal@yahoo.com> To: mukto-mona <mukto-mona@yahoogroups.com> Sent: Thu, Feb 28, 2013 5:11 am Subject: Re: [mukto-mona] Re: এই জলে আগুন জ্বলে
 
The meaning of the term "complete code of life" has been over stretched by the over enthusiastic propounders of  theories on political Islam. This new interpretation seems to be not even a hundred years old. Many Great teachings of Islam (charity, regularity and cleanliness involving daily prayers, restraints that come with annual fasting, compassion, respect, encouragement to acquire knowledge, savings, etc.) can easily constitute a complete code of life to any practicing nonpolitical Muslim. As a matter of fact in my life I have been in close touch with many Muslins like this. Political Islam is ruining every thing. This new trend needs to be resisted. These political Islamists are tarnishing the image of Islam as a complete code of life.  Sent from my iPhone
On Feb 26, 2013, at 7:11 PM, Kamal Das <kamalctgu@gmail.com> wrote:
 
"Islam is a complete code of life."- If so, why even bother to learn or use anything that is not Islamic in origin?
2013/2/26 Mir Ahmad <mirahmadf@hotmail.com>
 
Please read it carefully and get it clear - in Islam religion and politics are not separate as the west separates. Islam is a complete code of life. I hope you understand what it means.
 
If anyone (no matter where s/he live or ethnicity/nationality) insults/ridicules Islam and the Prophet (pbuh), a person who cares least (like me who is a non-political person) about BD (because it's already a DEAD COUNTRY) will protest against it in the strongest possible terms. We'll unfold the faces of these culprits and ask the authority for severe punishment for such provocative behavior. There are many intellectual discussion/opposition against Islam/Muslim and that is fine. Go ahead and do that as much as you wish. BUT PLEASE DO NOT INSULT our faith and our Prophet (pbuh). Our Prophet (pbuh) is much dearer to us then our own lives. In Islam, a Muslim is prohibited from insulting other faiths. For better harmony, I hope you could do the same.
 
Sent: Monday, February 25, 2013 6:04 PM
Subject: Re: এই জলে আগুন জ্বলে
 
LOL! Empty vessels make the most sound! Leave Islam alone and do your fascist politics as much you can. Islam does not need you and nor I see anything that is remotely Islamic with you. Bloggers have not destroyed any religion as far as we know. Now, if you want your pure Wahabi version of Islam, you should start chopping some bloggers' heads to quench your blood thirst. We will see whether Jamatis can rule with their daggers in the East? -SD   
2013/2/25 Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>
আওয়ামী লীগ  ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা এবারে ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থার বানি সরিয়েছে। শুধু সে টুকুতে তারা খুশি নয়। এবার চায়,দেশ থেকে ইসলাম নির্মূল। আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে মুসলিম নামধারি কোন ব্যক্তি কিছু লিখলে বা বললে সে আর মুসলমান থাকে না। সে পরিণত হয় মুরতাদে। ইসলামের বিরুদ্ধে প্রচণ্ড ঘৃনা নিয়ে বহুকাল ধরে ইন্টারনেটে লেখালেখি করেছে রাজীব নামের এক ব্লগার। শাহবাগ সমাবেশের একজন অন্যতম আয়োজক।ব্লগারদের সাথে আওয়ামী লীগ সরকারের যোগসূত্র যে কতটা গভীর তার একটি তথ্যবহুল রিপোর্ট ছেপেছে দৈনিক আমার দেশ তার ২২/০২/২০১৩ তারিখের সংখ্যায়। নিম্নে তা থেকে কিছু উদ্ধৃতি দেয়া হলোঃ "গত ২০১২ সালে ২১ মার্চ হাইকোর্ট ধর্মদ্রোহী মুরতাদদের ব্লগারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও তাতে পাত্তা দেয়নি হাসিনার সরকার। বরং উচ্চ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাহবাগের কথিত প্রজন্ম চত্বরের নেতৃত্বদানকারী ব্লগার আসিফ মহিউদ্দীন লিখেছে,'সম্পূর্ণ সজ্ঞানে সচেতনভাবে ঐ যুক্তিহীন অন্ধ ষাঁড়ের মতো উৎকট দুর্গন্ধময় ধর্মীয় অনুভূতি এবং ঐ যুক্তিহীন ধর্মীয় অনুভূতির রক্ষক আদালত,দুই জিনিসেরই অবমাননা করলাম।"  
Date: Mon, 25 Feb 2013 12:00:51 -0800 From: bazlul@yahoo.com Subject: Re: এই জলে আগুন জ্বলে To: kazi4986@yahoo.com; mirahmadf@hotmail.com; faiz208@hotmail.com; golardho@yahoo.com; munir1062@yahoo.com; bangladeshiamericans@googlegroups.com
I have the following question:
 
হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার জন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন সময়ে। আর আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে অসংখ্য ব্লগ লেখার পরও কাউকে গ্রেফতার করা তো হলনা বরং একজন নাস্তিককে শহীদ বলে ঘোষণা করা হল। বাংলাদেশী মুসলিমদের জন্য Prophet Muhammad (pbuh) চেয়ে কি হাসিনা, বঙ্গবন্ধু বড়?
 
I want to clarify one thing. I've been writing about current govt's failures and because of that I heard some are branding me as 'pro BNP'. Actually only blind AL supporters would think that way, as they don't like to hear about the govt's failures. To them, AL is above the interest of Bangladesh. When BNP was in power, I was very vocal against some BNP activities. Whoever knows me well are aware of this. Of course, at that time, I was not part of google group. I try my best to see the interests of Bangladesh ahead of AL, BNP petty politics. People of Bangladesh are much more important tha


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] গণজাগরণ চত্বর: জাতীয় সঙ্গীতে শুরু ২৫তম দিন ...




01 Mar 2013   06:56:02 AM   Friday BdST   

গণজাগরণ চত্বর: জাতীয় সঙ্গীতে শুরু ২৫তম দিন

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিদিনের মতো জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শাহবাগের গণজাগরণ চত্বরে চলমান গণআন্দোলনের ২৫তম দিনের কর্মসূচি। 

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে জাতীয় সঙ্গীতের মাধ্যমে যথারীতি কর্মসূচি শুরু হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে আন্দোলনকারীদের বজ্র কণ্ঠে 'জয় বাংলা' স্লোগান উচ্চারিত হয়।

শুক্রবার আন্দোলনের কর্মসূচিতে রয়েছে, বাদ জুম্মা মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও সন্ধ্যায় অন্যান্য ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনা এবং বিকেল ৩টায় গণজাগরণ মঞ্চের উদ্যোগে জেলা, উপজেলায় জনসমাবেশ। এদিন পুর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগের গণজাগরণ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়।
 
শনিবার সকাল থেকে দেশের সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি ও সব ধরনের যানবাহনে জাতীয় পতাকা উত্তোলন এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। ওই দিন বিকেল থেকে শাহবাগের গণজাগরণ চত্বরে কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে টানা গণআন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজারো মানুষ।

বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩

এসএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

Day 21, Shahbag Movement : Protesters successfully led rally at Mirpur

Mon, 25/02/2013 - 6:34pm | by Shakera Jahan

PROJONMO CHATTAR

Related Contents

Day 20, Shahbag Movement : Anti-Hartal Procession Brought Forth By Projonmo Chottor (Video)

Sun, 24/02/2013 - 11:32am BdST

The Shahbag movement is witnessing its twentieth day since its starting, the demonstrators emerged at the hotspot on sunday around 07.00 AM in the morning. Today's activity took off with the national anthem.

http://news.priyo.com/2013/02/25/shahbag-movement-day21.html


__._,_.___

সাঈদীর ফাঁসির রায়ে দেশব্যাপী আনন্দ মিছিল




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___