Banner Advertiser

Wednesday, September 18, 2013

[mukto-mona] কালের পুরাণ :নরেন্দ্র মোদি আসছেন?



কালের পুরাণ

নরেন্দ্র মোদি আসছেন?

সোহরাব হাসান | আপডেট: ০০:০৩, সেপ্টেম্বর ১৭, ২০১৩ প্রিন্ট সংস্করণ

কার্টুন: তুলিগত রোববার রাতে দিল্লির জওহরলাল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী এসেছিলেন আমাদের অস্থায়ী আবাস হোটেল সাংগ্রিলায়। তাঁদের জিজ্ঞেস করলাম ভারতের রাজনীতির হালফিল সম্পর্কে। তাঁরা জানান, এক ভারতের মধ্যে রয়েছে বহু ভারত। এই ভারতেরই একটি শক্তি কয়েক দিন আগে মুজাফফরনগরে সাম্প্রদায়িক সংঘর্ষ লাগিয়ে ৪০ হাজারেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। আবার এই ভারতেরই বহু শুভবোধসম্পন্ন মানুষ সেই মানবসৃষ্ট বিপর্যয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তাঁদের প্রতিবাদের কারণেই উত্তর প্রদেশ সরকার বিলম্বে হলেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী মুজাফফরনগর গিয়েছেন। উত্তর প্রদেশ সরকার নিহত ব্যক্তিদের পরিবারগুলোর সদস্যদের সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব উপদ্রুত এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন।
ভারতের রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, মুজাফফরনগরে এই সাম্প্রদায়িক উসকানির পেছনেও ভোটের রাজনীতি কাজ করেছে। দাঙ্গার উসকানিদাতারা বুঝিয়ে দিয়েছেন, বর্তমানে যাঁরা কেন্দ্রে ও উত্তর প্রদেশে ক্ষমতায় আছেন, তাঁরা সংখ্যালঘু মুসলমানের নিরাপত্তা বিধান করতে পারছেন না। অতএব, নিরাপত্তা চাইলে বিরোধী দলকেই ক্ষমতায় আনতে হবে। মুসলিম-অধ্যুষিত মুজাফফরনগর এলাকায় ১২টি লোকসভা আসন আছে। বর্তমানে সেখানে মুলায়ম সিং যাদবের সমাজবাদী দল ক্ষমতায় আছে, যারা কেন্দ্রে ইউপিএ সরকারকে সমর্থন করছে।
এক ভারতের মধ্যে বহু ভারতের আরেকটি চিত্র তুলে ধরলেন দিল্লির কয়েক সাংবাদিক বন্ধু। আলাপচারিতায় তাঁরা জানান, কয়েক দিন আগে নয়াদিল্লি ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি-সমর্থিত ছাত্রসংগঠন। কিন্তু জওহরলাল ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে ঠিক এর বিপরীত ফল ঘটবে বলে আশা করছেন তাঁরা। সেখানে বিজেপি কিংবা কংগ্রেস-সমর্থিত নয়, বরং বামফ্রন্ট-সমর্থিত ছাত্রসংগঠনই অনেক দিন ধরেই আধিপত্য বিস্তার করে আছে।
বাংলাদেশ সম্পর্কে দিল্লির ধারণা কী, জানতে চাইলে তাঁরা আরও অনেক ভারতীয়র মতো জানান, বাংলাদেশ সম্পর্কে এখানকার মানুষ তেমন জানে না। পত্রপত্রিকায় কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় বাংলাদেশের খবর তেমন প্রচার হয় না, বরং পাকিস্তান সম্পর্কে তাঁরা অনেক বেশি জানেন। এই না-জানার জন্য বাংলাদেশ নাকি ভারতের দায় বেশি, সে সম্পর্কে পরে লিখব। আপাতত ২০১৪ সালের নির্বাচন সামনে রেখে ভারতের কেন্দ্রীয় রাজনীতির গতি-প্রকৃতির ওপর কিছুটা আলোকপাত করা যেতে পারে। বিশেষ করে, ১৩ সেপ্টেম্বর গুজরাটের তিনবারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিজেপি আগামী নির্বাচনে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করার পর দিল্লিতে বিরোধী শিবিরে যেমন জয়োল্লাস লক্ষ করা গেছে, তেমনি ক্ষমতাসীন শিবিরে একধরনের শঙ্কা ও অস্থিরতা কাজ করছে। অনেকে বলেন, মোদি আসছেন। মোদির আসা মানে সাম্প্রদায়িকতার পুনরুত্থান।
বিজেপিতে নরেন্দ্র মোদিকে নিয়ে যে বিতর্ক চলছিল, তা তিনি নিজেই অনেকটা সামাল দিয়েছেন। দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর ক্ষোভ প্রশমনের চেষ্টা চালাচ্ছেন। দলের প্রধান রাজনাথ সিংসহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাও আদভানিকে বোঝাতে চাইছেন যে কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হলে নরেন্দ্র মোদির বিকল্প নেই।
ক্ষমতাসীন শিবিরে অস্থিরতার বড় কারণ, প্রধানমন্ত্রী পদে উপযুক্ত প্রার্থী নেই। মনমোহন সিং ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে লড়বেন না। সে ক্ষেত্রে তিনিসহ দলের একাংশ সোনিয়া-তনয় রাহুল গান্ধীর নাম প্রস্তাব করলেও দলের সভানেত্রী এখনো তাঁর ব্যাপারে মনস্থির করতে পারছেন না। প্রথমত, নরেন্দ্র মোদিকে মোকাবিলা করার মতো অভিজ্ঞতা ও ভাবমূর্তি তৈরি করতে পারেননি রাহুল। দ্বিতীয়ত, মনমোহন সিং নিজে শতভাগ সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী হলেও, তাঁর সরকারের আমলে বড় বড় কয়েকটি আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে এবং একটিরও বিচার হয়নি। বিজেপি স্বাভাবিকভাবেই বিষয়টি নির্বাচনী ইস্যু করবে। তৃতীয়ত, সাম্প্রতিক কালে অর্থনৈতিক মন্দা, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও ডলারের বিপরীতে রুপির দাম কমে যাওয়ায় সরকার ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। বিশাল দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্যনিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে সরকার অতি সম্প্রতি সংসদে খাদ্যনিরাপত্তা বিল পাস করলেও এর সুফল তো জনগণ এখনই পাচ্ছে না। ফলে ভোটের রাজনীতিতে তার ফায়দা তোলাও সম্ভব হবে না।
অন্যদিকে, সাংগঠনিকভাবেও কংগ্রেস বেশ নাজুক অবস্থায় আছে। দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে বামফ্রন্টের দুর্গ ভেঙে পড়লেও তার ফায়দা নিয়েছে তৃণমূল, কংগ্রেস নিজের ঘরে ফসল তুলতে পারেনি। ত্রিপুরার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের আসনসংখ্যা আরও কমেছে। একদা শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত অনেক রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি ঘটেছে। রাহুল-ম্যাজিক কোনো কাজে লাগেনি।
দুর্নীতির ভয়াবহ থাবা যখন কংগ্রেস রোধ করতে পারেনি, তখন তার হাতে যে মোক্ষম অস্ত্রটি আছে, তা হলো প্রগতির পতাকা এগিয়ে নেওয়া, অসাম্প্রদায়িক ভারত প্রতিষ্ঠার স্লোগান। মোদি রোববার হরিয়ানায় দলের এক জনসভায় ইউপিএ সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, 'আমরা তাদের ধর্মনিরপেক্ষতার প্রমাণ পেয়েছি মুজাফফরনগরের দাঙ্গায়।' তিনি পুরো নির্বাচনী প্রচারণায় নেমেছেন। ওই জনসভায় একজন সাবেক সেনাপ্রধানসহ অবসরপ্রাপ্ত বেশ কিছু সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তা বিজেপিতে যোগ দিয়েছেন। এবারে বিজেপির নির্বাচনী স্লোগান হলো 'এক নম্বরে ভারত'। আগের স্লোগান ছিল 'শাইনিং ইন্ডিয়া'। মোদি ভারতে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের জন্য ইউপিএ সরকারকে অভিযুক্ত করেছেন। একই সঙ্গে তিনি মুজাফফরনগরের ঘটনা ও দিল্লির আইনশৃঙ্খলার অবনতির জন্য সমালোচনা করেছেন উত্তর প্রদেশ সরকার ও দিল্লি সরকারের। মোদি যদিও সংখ্যালঘুদের ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য ইউপিএকে অভিযুক্ত করেছেন, তাঁর দলও তাদের সেই একইভাবে ব্যবহার করতে চাইছে। গুজরাটের দাঙ্গায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির পক্ষে এত দিন আইনি লড়াই চালিয়ে গেলেও, এখন সরাসরি এই বিচারের বিরোধিতা করছে গুজরাট সরকার।
তবে বিজেপি বা মোদির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে জোটগত শক্তির ওপর। দিল্লির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো আসন পাবে না। বিজেপির আসন বাড়লেও ১৭০ থেকে ১৮০-এর ওপরে উঠবে না। ৫৪২ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও প্রায় ১০০ আসনের প্রয়োজন হবে। সে ক্ষেত্রে আঞ্চলিক দলগুলোর ওপরই দুই প্রধান দলকে নির্ভর করতে হবে। আগামী নির্বাচনের আগে দুই জোটেই অনেক ভাঙাগড়া হবে।
সে ক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে যায়, বলা মুশকিল। বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ইতিমধ্যে এনপিএ জোট ছাড়লেও ইউপিএ জোটে যোগ দেননি। সেখানকার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রীয় জনতা দলের লালু প্রসাদ। একইভাবে উত্তর প্রদেশে মুলায়ম সিং যাদবের প্রতিদ্বন্দ্বী মায়াবতী। যাদব ইউপিএ জোটে গেলে মায়াবতী এনডিএ জোটেই নিজেকে দেখতে চাইবেন। তামিলনাড়ুতে ডিএমকে ও আন্না ডিএমকের পরস্পরবিরোধী জোটে যাওয়ার নজির দুই দশক ধরে। এখানে নীতি ও আদর্শের চেয়ে ক্ষমতা ও আঞ্চলিকতাই মুখ্য ভূমিকা পালন করে থাকে। পশ্চিমবঙ্গে তৃণমূলের বিজেপির সঙ্গেই জোট বাঁধার সম্ভাবনা বেশি।
সে ক্ষেত্রে ভারতে আগামী নির্বাচনে যে জোটই সরকার গঠন করুক না কেন, বাংলাদেশের সঙ্গে ঝুলে থাকা সমস্যাগুলো শিগগির সমাধানের সম্ভাবনা কম।
নয়াদিল্লি থেকে
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrab03@dhaka.net

http://www.prothom-alo.com/opinion/article/47895/%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0_%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%BF_%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Muzaffarnagar Violence-Polarization with a Difference ISP III Sept 2013



Polarization with a difference: Muzaffarnagar Violence

 

Ram Puniyani

 

Communal violence has been the bane of Indian society, more so from last three decades. One can see its coming up prominently from 1893 to begin with and then it went through different phases. It became stronger after 1937, peaked in 1946 and then the post partition holocaust shattered the lives of lakhs of people. After a gap of a decade it started coming up again from 1961, Jabalpur violence, later anti Sikh violence of 1984 was not just violence, it was genocide. At different levels after this we see the big surge, Meerut,  Maliana, Bhagalpur, Mumbai, Gujarat (post Godhra) being the worst of them. Pre partition it was both communal parties Muslim League-Hindu Mahasabah, and the communal patriarch RSS, which were major players in this dastardly game. This phenomenon led to the polarization along religious lines. This polarization was the hallmark of this violence which kept going up. The stereotypes about 'other' community kept worsening up; still the intercommunity rupture was not total or complete. The intensity about adverse sentiments about 'the other' went going up gradually, remaining at subcritical level till probably 1992, after which the ghettoisation of minorities started becoming a prominent urban phenomenon, and the misconceptions about minorities became a major part of social common sense. The other observation was that the communal violence, which is the superficial manifestation of politics in the name of religion, is predominantly and urban phenomenon. Many a social scientists made it the fulcrum of their understanding and blamed urbanization as the bane of our society, which was responsible for this type of violence.

 

As the matters stand after the recent Muzaffarnagar violence, it is clear that communal violence being a major phenomenon in urban areas was just a phase of this process. Having polarized the urban populations, the agenda of communal outfits has now targeted the rural areas. Its implications surely are going to be more disastrous for our nation as a whole and it is time that the dangers are assessed of the trajectory of this process. There are many factors about Muzaffarnagar violence, which should make us sit up and take notice. So far the communal violence in different parts of the country benefitted the RSS-BJP in a major way and the litmus test of this was the increased social presence of RSS affiliates in those areas affected by violence and increase in political strength of BJP in electoral arena. Gujarat is a classic case where after the post Godhra violence, BJP has dug its heels in the state, and RSS affiliates are ruling the streets.

 

As the political players calculate on the political chess board, this time there were two players who thought they will benefit. On one side from the usual beneficiary, the BJP associates, which in the aftermath of 84 Kosi Parikrama, activated its workers in this game of polarization. The other player the Samajvadi party probably calculated on the similar lines, if Hindu polarization benefits BJP, Muslim polarization should benefit Samajvadi party was their thinking, which let the violence happen. It is also true that since Samajvadi party came to power a year and a half ago, communal violence has gone up in Uttar Pradesh.

 

In this case of Muzaffarnage violence as the three boys got killed on the pretext of teasing of the girl or a skirmish on the road (there are two versions of the beginning of the episode). There was enough time to see the dangers of such an inter-religious violence and control the same. But that was not to be. The officers in violation of the rules and even the imposition of 144 in the area let the Mahapanchayat of over a lakh people take place. The caste-communal outfits are patriarchal to the core and slogan-theme 'Bahu Beti Bachao' (save daughters and daughters-in-laws) was enough for the village Jats to turn up in large numbers with weapons. Communal propaganda is taken to the higher pitch. And so the communal violence enters the villages. And here the BJP communalizes the social space. Though it did not have much base amongst Jats, this occasion was cleverly manipulated to introduce divisive politics. Two factors were made use of. One the image of Modi as the savior of Hindus. Now Jat goes from the caste identity to Hindu identity. In communal politics religious identity is the foremost. The Muslim crowds also confront, play some role in violence but as is the usual case the partisan police machinery does not do its job in an objective manner and the result is a lopsided violence more against minorities, displacement and increase in the sense of insecurity amongst minorities follows.

 

The Samajvadi party's gamble will pay or not, time alone will tell. During the reign of Samajvadi party the monster of communal violence has been permitted to come out as is obvious from the observations that during Akhilesh Government every month nearly two acts of violence have taken place. How come during previous regime of BSP, the monster of communal violence had been restrained? Same officers, same people. Surely it is up to the ruling Government to let the violence take place or not. Communal forces, BJP and company, always keep instigating it and looking for opportunity to unleash violence. In UP the additional factor of course has been the presence of Amit Shah, who is on bail and who has the experience of Gujarat carnage, his role will have to be watched, but as such the RSS-combine machinery is in place and can take such assignment on the drop of a hat. While at one level, the instigation used was to propagate that 'our' daughters, daughters-in-laws are not safe, on the other hand a BJP MLA uploaded a video clip showing some people dressed like Muslims killing two young men brutally. This was a video shot few years ago in Pakistan when two young persons were lynched by the mob with the suspicion that they are dacoits. It went viral on the social media, which is reaching villages in good measure, and created a hostile atmosphere.

 

As such earlier Jats and Muslim has affable relations, but from some years few tensions cropped up and the recent violence drove a deep wedge amongst these two communities and violence could spread to the villages. The tragic factor is the propagation of Modi, as a 'strong' leader who can save us (Hindus). The major back up of communal forces is to promote an autocrat, on the backdrop of the massive propaganda that majority community is not safe due to the miniscule minority. So Modi is supposed to fill the gap of a powerful leader which can protect the majority community. All this is far from true but popular perceptions have gone on and on and the contestation to these misconceptions has neither been effective nor far in reach.

 

Lesser said about the role of police and administration the better. The administration has powers enough to ensure that such violence does not take place and if at all it takes place, it can control it in a day or two. Many of those in top echelons of administration-police have a biased mindset, and this if supplemented by the calculating Government, that violence will benefit their electoral prospects, the tragedy takes no time to flare up. UPA Government had promised to bring a Communal Violence Prevention bill. The subcommittee of NAC did lot of home work has submitted a draft of the bill. Surely there may not be a consensus on the draft, but probably by putting it to the grill of different mechanisms, the grain of the draft can be saved from the chaff to ensure that the officers and those in seats of power who do not do their job as per the norms of Constitution are punished. The provision for punishment to the officers guilty of dereliction of their duties, acts of commission and omission are a must. The political leadership has to be taken to the task for its inaction at the crucial time. The communal forces have to be combated at ideological, social and political level if we wish to have the country with communal peace and amity. 



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] যুদ্ধাহতের ভাষ্য-৫ ‘‘কাদের মোল্লার হত্যাযজ্ঞের সাক্ষী আমি’’



সালেক খোকন

যুদ্ধাহতের ভাষ্য-৫ ''কাদের মোল্লার হত্যাযজ্ঞের সাক্ষী আমি''

সেপ্টেম্বর ১৭, ২০১৩

Salek_Khokon_22ed1''দিনটি ছিল ২৩ মার্চ ১৯৭১। মধ্যরাত। কালসী আহুরা গ্রামে আগুন দেয় বিহারিরা। আগুনে পুড়ে ছাই হয় এক মাস্টারের বাড়ি। শুরু হয় লুটপাট। পরের দিনই দুয়ারীপাড়ায় আগুন দেয় তারা। প্রাণভয়ে আমরা চলে যাই তুরাগ নদীর ওপারে। আশ্রয় নিই বিরুলিয়া গ্রামে।

ঢাকায় আর্মি নামে ২৫ মার্চ রাতে। লোকমুখে সে খবর ছড়িয়ে পড়ে। সবার মধ্যে তখন আতঙ্ক। অজানা ভয়। আর্মি আসার শঙ্কা নিয়েই কাটতে থাকে আমাদের দিনগুলো…

২৩ এপ্রিল সকাল। ঘরে কোনো খাবার নেই। বাবা বললেন, 'চল, লাল ধান কেটে আনি'। গাঙের পাড়ে ছিল আমাদের জমি। বিকেল পর্যন্ত ধান কেটে আমরা তা মাঠেই স্তূপ করে রাখি। ধান নিতে নৌকা নিয়ে আসবে ছোটভাই আমজাদ মোল্লা। আমরা তার অপেক্ষায় থাকি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। তবুও আমজাদের দেখা নেই।

পাশেই ছিল আলব্দী গ্রাম। আমার বাবা ও মায়ের নানাবাড়ি। গ্রামের প্রায় সকলেই নিকটাত্মীয়। আমরা রাতটা ওইগ্রামেই কাটানোর সিদ্ধান্ত নিই। উঠি আমার খালু রোস্তম বেপারির বাড়ি।

আলব্দী গ্রাম তখন নারী ও শিশুশূন্য। বাড়িগুলোর পাহারায় পুরুষরা। সময়টা ধান কাটার। তাই বিভিন্ন জায়গা থেকে আসা কৃষাণরাও আশ্রয় নেয় গ্রামে।

২৪ এপ্রিল ১৯৭১। ভোর তখনও হয়নি। আলব্দী গ্রামের পশ্চিমে তুরাগ নদীর পাড়ে পাকিস্তানি সেনাদের হেলিকপ্টার নামে। দূর থেকে আমরা তা স্পষ্ট দেখি। নেমেই তারা এলোপাতাড়ি গুলি চালায়। আগুন ধরিয়ে দেয় বাড়িগুলোতে।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আমির হোসেন মোল্লা নিজে দেখেছেন কাদের মোল্লার হত্যাযজ্ঞ

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আমির হোসেন মোল্লা নিজে দেখেছেন কাদের মোল্লার হত্যাযজ্ঞ

গ্রামে ঢোকার একমাত্র পথটি ছিল কাদের মোল্লা ও বিহারি আক্তার গুণ্ডা, নেওয়াজ ও ডোমাদের দখলে। তারাও দলবল নিয়ে আলব্দী গ্রামে ঢোকে সশস্ত্র অবস্থায়। পাকিস্তানি সেনাদের সঙ্গে অংশ নেয় হত্যাযজ্ঞে। গ্রামের নিরীহ, নিরপরাধ মানুষকে হত্যা করে নির্বিচারে। পাশাপাশি চলে বাড়ি বাড়ি লুটতরাজ।

খালুকে পালিয়ে যাওয়ার অনুরোধ করলেন বাবা। কিন্তু তিনি যেতে রাজি হন না। বাবা তখন আমাকে নিয়ে বেরিয়ে পড়েন। উত্তরদিকে ক্ষেতের পাশে ছিল একটি ছোট্ট খাল। খালের কচুরিপানার মধ্যে লুকিয়ে থেকে আমরা তাদের হত্যাযজ্ঞ দেখি।

সকাল তখন আনুমানিক ৯টা। কুয়াশা পুরোপুরি কেটে গেছে। খালের ৫০ গজ দূরে ধরে আনা হয় ৫০-৬০ জনকে। তাদের লাইন ধরে দাঁড় করায় কাদের মোল্লার লোকেরা। হঠাৎ গুলির শব্দ। একে একে মাটিতে লুটিয়ে পড়ে লাইনের সবাই। পড়েই ছটফট করতে থাকেন। মা গো, বাবা গো– আর্তচিৎকারে ভারি হয়ে উঠে আলব্দী গ্রামের বাতাস।

লাশগুলো পরে ফেলে দেওয়া হয় গ্রামেরই তিনটি কূপে। কিছু লাশ ভাসিয়ে দেওয়া হয় তুরাগে। আমার খালুর লাশ পড়েছিল বারান্দাতে। বাড়িটি পুড়িয়ে দেয় পাকিস্তানি সেনা ও কাদের মোল্লার লোকেরা। আগুনে ঝলসে গিয়েছিল খালুর শরীরের অর্ধেকটা।

কাদের মোল্লার হত্যাযজ্ঞ দেখেছি আমি। ওইদিন তারা হত্যা করে ৩৪৪ জনকে। ৬৪ জন গ্রামের স্থানীয় লোক। বাকিরা বিভিন্ন জায়গা থেকে আসা কৃষাণ। স্থানীয়দের মধ্যে ২১ জনই ছিলেন আমার নিকটাত্মীয়। তারা হলেন– রুস্তম আলী, সলিমউল্লাহ, আ. আউয়াল মোল্লা, সুলেমান মোল্লা, করিম মোল্লা, জয়নাল মোল্লা, কাশেম মোল্লা, বদরুদ্দিন, জোরা মোল্লা, বিশু মোল্লা, অজল হক, ফজল হক, রহমান বেপারী, নবী মোল্লা, আলামত মিয়া, ধনা মৌলভী, ফুলচান, নওয়াব মিয়া, ইয়াছিন বানু, লালু চান ও সুনু মিয়া।

কাদের মোল্লাকে কীভাবে চিনলেন ?

''মুক্তিযুদ্ধের আগেই আক্তার গুণ্ডা, ডোমা, নেওয়াজ ও কাদের মোল্লাকে চিনতাম। মিরপুরে বিহারি রিফিউজিদের সংখ্যা ছিল বেশি। মাত্র পঞ্চাশটির মতো পরিবার ছিল বাঙালি। ওরা নির্ভরশীল ছিল সরকারি রিলিফের ওপর। বাঙালিদের গাছ থেকে ওরা আম-কাঁঠাল চুরি করে নিত। এ নিয়ে বহুবার তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব হয়েছে। কখনও-কখনও তা রূপ নিয়েছে হাতাহাতিতে।

এছাড়া সত্তরের নির্বাচনে আমরা ছিলাম বঙ্গবন্ধুর পক্ষে। জামায়াতে ইসলামের দাড়িপাল্লার পক্ষে ছিল ওরা। মিরপুরে বিহারিদের নেতৃত্ব দিত আক্তার গুণ্ডা। তাদের সঙ্গে যুক্ত ছিল তৎকালীন ইসলামী ছাত্র সংঘের নেতা ও রাজাকার বাহিনীর অন্যতম সংগঠক কাদের মোল্লা। স্থানীয় মেম্বার লতিফও ছিল তাদের পক্ষে সক্রিয়। মিরপুর ১০ নম্বরে তাদের একটি কার্যালয় ছিল। ওখানে নিয়মিত যাতায়াত ছিল জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, কামরুজ্জামান, মীর আবুল কাশেম, সরদার আবদুস সালাম প্রমুখের।''

১৯৭১ এ কাদের মোল্লার হত্যাযজ্ঞের কথা এভাবেই বলছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মোল্লা। মিরপুরে আলব্দী গ্রামের গণহত্যায় অংশ নেওয়ার অভিযোগে ২০০৮ সালে ২৩ জানুয়ারিতে তিনিই প্রথম জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাসহ দশজনের বিরুদ্ধে আদালতে একটি পিটিশন দায়ের করেন। আদালতের নির্দেশে ওই পিটিশনটি পল্লবী থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ডভুক্ত হয় ২৫ জানুয়ারি তারিখে। মামলার নং ৬০।

হাঁটুর উপরের ক্ষত দেখাচ্ছেন মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্রা

হাঁটুর উপরের ক্ষত দেখাচ্ছেন মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্রা

মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লার বাড়ি ঢাকা মহানগরের পল্লবী থানার দুয়ারীপাড়ায়। বর্তমান বয়স ৬৭ বছর। তার বাবার নাম সুরজত আলী মোল্লা ও মা রাহিমা খাতুন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। শিক্ষাজীবনের শুরু মিরপুরের সিন্তাত হাই স্কুলে। ১৯৭১ সালে তিনি ছিলেন মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের গুলির আঘাতে তার ডানপায়ের হাঁটুর ওপরে ও ডানহাতে মারাত্মক জখম হয়।

আলাপচারিতায় কথা উঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে। মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা বলেন, ''ওইদিন আমরা প্রায় তিনশ জন গিয়েছিলাম রেসকোর্স ময়দানে। সবার হাতে হাতে ছিল বাঁশের লাঠি। মিরপুরে আমাদের নেতৃত্ব দেন মান্নান খান ও আক্কাস মেম্বার। বঙ্গবন্ধু বললেন, 'রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব। তবু এ দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।' শুনেই লাঠি উঁচিয়ে আমরা 'জয় বাংলা' শ্লোগান তুললাম। সেদিন দেশের জন্য অন্যরকম এক অনুভূতি নিয়ে ফিরছিলাম। বুঝেছিলাম সংগ্রাম ছাড়া মুক্তি নেই।''

আপনারা তখন কী করলেন?

উত্তরে তিনি বলেন, ''ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে সাতদিনের ট্রেনিং দেওয়া হয় আমাদের। মন্টু ভাই ছিলেন ট্রেনার। ফিরে এসে নিজ উদ্যোগে বোটানিক্যাল গার্ডেনের ভেতর আমি ২৭ জনকে কাঠের রাইফেল দিয়ে ট্রেনিং করাই।''

মুক্তিযুদ্ধে যাওয়ার কারণ উল্লেখ করতে গিয়ে আমির হোসেন বলেন, ''আলব্দী গ্রামের হত্যাযজ্ঞ আমাকে প্রবলভাবে নাড়া দেয়। তখনই সিদ্ধান্ত নিই মুক্তিযুদ্ধে যাওয়ার। কিন্তু বাবা-মা টের পেয়ে যান। আমাকে আটকে রাখতে তারা আমায় বিয়ে করিয়ে দেন। কিন্তু সে মায়ার বাঁধনও আমাকে আটকাতে পারেনি। বিয়ের সতের দিনের মাথায় আমি গোপনে বাড়ি ছাড়লাম। মায়ের কোমরের বিছা আর ৫৬ টাকা ছিল সম্বল।''

কোথায় ট্রেনিং করলেন?

''সময়টা মে মাসের মাঝামাঝি। মহির উদ্দিন, আবু নাসের, আবদুল হালিম, ফজল হক ও সাত্তারসহ নৌকাযোগে আমরা আমিনবাজার হয়ে আসি কেরানিগঞ্জে। সেখানে আওয়ামী লীগ নেতা মান্নান আমাদেরকে একটি চিঠি লিখে দেন। কামারের দোকানে রুপার একটা তাবিজ বানিয়ে তার ভেতর রাখি ওই চিঠি। তাবিজটি আমার গলায় ছিল। সদরঘাট থেকে কুমিল্লা দশআনির মোহরপুর হয়ে আমরা পৌঁছি কুমিল্লা কাইতলায়। চিঠি দেখিয়ে ও মাথাপিছু ৬ টাকার বিনিময়ে সেখানে ওদুদ মিয়া নামে এক লোক আমাদের পৌঁছে দেয় ভারতের আগরতলায়।

খয়েরপুর দুর্গা চৌধুরীপাড়া ইছামতি বিজনা ক্যাম্পে নাম লেখাই আমরা। সেখান থেকে আমাদের পাঠিয়ে দেওয়া হয় আসামের কাছাড় জেলার লায়লাপুর ট্রেনিং ক্যাম্পে। সেখানে ছিল তিনটি ক্যাম্প। এম উইং, এন উইং ও টি উইং। এম (মুজিব) উইং-এ আমি ছিলাম ৬ নং স্কোয়াড আলফা কোম্পানিতে। আমাদের ট্রেনিং হয় ২৮ দিন। ২১ দিন অস্ত্র ও ৭ দিন গেরিলা ট্রেনিং। আমার এফএফ নাম্বার ছিল ৯১৯৯৭। ট্রেনিং শেষে মেলাঘরে আমাদের শপথ করান কর্ণেল আতাউল গনি ওসমানী।''

কোথায় কোথায় যুদ্ধ করলেন?

মুক্তিযোদ্ধা আমির হোসেন বলেন, ''আমরা ছিলাম গেরিলা। আক্রমণ করেই সরে পড়তাম। ২১ জনের দলে আমাদের কমান্ডার ছিলেন মো. হানিফ। সহকারী কমান্ডার মো. রফিক। আমি ছিলাম উত-কমান্ডার (অস্ত্র রাখার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার)। অস্ত্র জমা রাখা হত আমার কাছে। ২ নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর এ টি এম হায়দারের নির্দেশে আমরা যুদ্ধ করি মিরপুর ও মোহাম্মদপুর এলাকায়। সাদুল্লাপুর বাজার, বাটুলিয়া গ্রাম, আরিচা থেকে আমিনবাজার ব্রিজ পর্যন্ত রাস্তা দখল, নতুন বিমানবন্দর এলাকায় ২৮ রাজাকার আটক প্রভৃতি অপারেশনের কথা আজও মনে পড়ে।''

গুলিবিদ্ধ হলেন কোন অপারেশনে?

প্রশ্ন শুনে মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা আবেগাপ্লুত হন। অতঃপর বলতে থাকেন, ''১৮ ডিসেম্বর ১৯৭১। মিরপুর তখনও স্বাধীন হয়নি। আমরা ছিলাম বিরুলিয়ার একটি বাড়িতে। ত্রিশ-বত্রিশজন। রাত তখন ২ টা। হঠাৎ খবর আসে বিরুলিয়া ঘাটে পাঞ্জাবি আসার। আমরা দ্রুত সেখানে পজিশন নিই।

ঘন কুয়াশা। কিছুই দেখা যাচ্ছিল না। ভোর হতেই দেখলাম নদীর দিকে কুয়াশাভাঙা রাস্তা। জেলেরাও বলল, ওই পথেই গেছে ৭ জন পাঞ্জাবি। নদীর তে-মোড়ায় (ত্রিমোহনা) গিয়ে আমরা তাদের অ্যাটাক করব, এমনটাই ছিল পরিকল্পনা। তুরাগ পার হয়ে আমরা চকের মধ্যে চলে আসি। আমাদের নেতৃত্বে সহকারী কমান্ডার রফিক। তিনটি দলে আমরা তিনদিকে এগোই। আমি পূর্বপার্শ্বে। সঙ্গে সাত্তার ও মহিউদ্দিন। পাঁচজন গেল পশ্চিম পাশ দিয়ে। রফিক কমান্ডার চারজনকে নিয়ে এগোয় মাঝ বরাবর।

আমরা পাঞ্জাবিদের ১৫০ গজের মধ্যে চলে আসি। হঠাৎ পূর্বদিকের বোটানিক্যাল গার্ডেনের শেষ অংশে জন্দী রাডার ক্যাম্প থেকে বৃষ্টির মতো গুলি আসতে থাকে। পাকিস্তানি সেনা, রাজাকার ও বিহারিদের শক্তিশালী ঘাঁটি ছিল সেটি। আমাদের লক্ষ্য করে তারা মর্টার নিক্ষেপ করে। আমরাও গুলি ছুঁড়ি। কিন্তু তোপের মুখে টিকতে পারি না।

ঘণ্টাদুয়েক চলে গোলাগুলি। হঠাৎ পেছন দিকে 'মাগো' বলে পানিতে ছিটকে পড়ে সাত্তার। তাকে সাহায্যের জন্য এগিয়ে যায় মহিউদ্দিন। আমি তখনও কাদার মধ্যে লাইন পজিশনে। গুলি ছুঁড়ছি। ক্রলিং করে মহিউদ্দিন সামনে আসে। জানায় সাত্তারের মৃত্যুসংবাদটি। মাথায় গুলি লেগেছিল তার।

আমি মহিউদ্দিনকে পজিশন নিতে বললাম। হঠাৎ সে চিৎকার দিয়ে বলে, 'তোর হাঁটুতে রক্ত।' কখন যে গুলি লেগেছে টেরই পাইনি। গুলিটি আমার ডানপায়ের হাঁটু দিয়ে ঢুকে উরু দিয়ে বের হয়ে ডানহাতের বাহু ভেদ করে রেরিয়ে যায়। দেখলাম, রক্তে ভিজে গেছে গোটা পা। হাড়ের হলুদ মজ্জাগুলো বেরোচ্ছিল তখন। আমি স্থির হয়ে যাই। মনে তখন মৃত্যুভয়। অবশ হয়ে যাচ্ছিল ডানহাত। ডানপাও নাড়াতে পারছিলাম না। শরীর শুধুই ঘামছিল। ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে চোখদুটো।

নৌকায় করে আমাকে নেওয়া হয় বিরুলিয়ায়। নবীউল্লাহ নামে এক গ্রাম্য ডাক্তার কাঁথা সেলাইয়ের সুই দিয়ে আমার পা সেলাই করে। আমি তখনও অজ্ঞান। জ্ঞান যখন ফিরল তখন ঢাকা মেডিকেলে। ওই অপারেশনে দুজন পাঞ্জাবি নিহত এবং ৫ জন সারেন্ডার করেছিল।''

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আদালতে পিটিশন

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আদালতে পিটিশন

বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার বিষয়ে মুক্তিযোদ্ধা হিসেবে আমির হোসেন নিজের মতামতটি তুলে ধরেন অকপটে। তিনি বলেন, ''যুদ্ধক্ষেত্রে কেউ সারেন্ডার করলে তাকে ক্ষমা করা হয়। সে হিসেবে ছোট ছোট অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা করেছিলেন। কিন্তু তিনি ক্ষমা করলেও তারা তো বঙ্গবন্ধুকে ক্ষমা করেননি। তাই আমি মনে করি বঙ্গবন্ধু ভুল করেছিলেন। এই ভুলের মাসুল তাকে দিতে হয়েছে।''

তিনি আরও বলেন, ''জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন সত্যি। কিন্তু স্বাধীন দেশের রাজনীতিতে রাজাকারদের প্রতিষ্ঠিত করার জন্য তিনি কোনোদিনও জাতির কাছে ক্ষমা পাবেন না। তার দলের হাত ধরেই এদেশের রাষ্ট্রপতি ও মন্ত্রী হয়েছে রাজাকাররা। জাতির জন্য ওটা ছিল কলঙ্কজনক অধ্যায়।''

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা বর্তমানে ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, ''যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তারা নিশ্চয়ই কোথাও না কোথাও অস্ত্র জমা দিয়েছেন। স্বাধীনের পরেই ওই তালিকা নিয়েই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যেত। যারা প্রশিক্ষণ নেয়নি কিন্তু মুক্তিযোদ্ধাদের সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের অবদানও কম ছিল না। তাই তালিকা না বাড়িয়ে তাদের আলাদা তালিকা তৈরি করা যেত।''

তিনি মনে করেন মুক্তিযোদ্ধাদের তালিকা নয়, বরং স্বাধীনতার পরেই রাজাকারদের তালিকা করা উচিত ছিল।

এদেশের সন্তানরা যখন সারা পৃথিবীতে সফল হিসেবে মাথা তুলে দাঁড়ায় তখন আনন্দে মন ভরে যায় এ বীর মুক্তিযোদ্ধার। খারাপ লাগার অনুভূতি জানাতে তিনি বলেন, ''ক্ষমতার জন্য যখন রাজনীতিবিদরা হানাহানিতে লিপ্ত হয়, দেশের বিরুদ্ধে যখন তারা কথা বলে, তাতে দেশেরই ক্ষতি করে– তখন খুব খারাপ লাগে।''

কথা ওঠে তরুণ প্রজন্মের জেগে ওঠা নিয়ে। মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা বলেন, ''কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়েছে। এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে এমনটাই আশা সবার। কিন্তু বিচারের রায় যখন অন্যদিকে যাচ্ছিল তখনই জেগে ওঠে তরুণরা। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা গড়ে তুলে গণজাগরণ মঞ্চ। বিচার না হওয়া পর্যন্ত নিশ্চয়ই এ তরুণরা সজাগ থাকবে।''

মুক্তিযোদ্ধা হিসেবে নতুন প্রজন্মের উদ্দেশে আশা নিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা বলেন, ''তোমরা অন্যায়ের কাছে মাথা নত কর না। ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে থেক। তোমরা দেশের প্রতি থেক আস্থাশীল। দেশ হল মা। মায়ের মতোই তাকে ভালোবেস।''

সংক্ষিপ্ত তথ্য

নাম : যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মোল্লা

ট্রেনিং নেন : আসামের কাছাড় জেলার লায়লাপুর ট্রেনিং ক্যাম্পে। এম (মুজিব) উইং-এ তিনি ছিলেন ৬নং স্কোয়াড আলফা কোম্পানিতে

এফএফ নং : ৯১৯৯৭

যুদ্ধ করেছেন : ২ নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেন মিরপুর ও
মোহাম্মদপুর এলাকায়

যুদ্ধাহত : ১৮ ডিসেম্বর ১৯৭১। সকালে। বোটানিক্যাল গার্ডেনের শেষ অংশে জন্দী রাডার ক্যাম্প থেকে আসা পাকিস্তানি সেনাদের একটি গুলি তার ডানপায়ের হাঁটু দিয়ে ঢুকে উরু দিয়ে বের হয়ে ডানহাতের বাহু ভেদ করে রেরিয়ে যায়।

ছবি : সালেক খোকন

সালেক খোকন : লেখক, গবেষক ও প্রাবন্ধিক।

http://opinion.bdnews24.com/bangla/2013/09/17/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF-%E0%A7%AB-%E2%80%98%E2%80%98%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6/

যুদ্ধাহতের ভাষ্য-৪ ''পরের যুদ্ধটা ছিল আরও কঠিন''

সেপ্টেম্বর ৩, ২০১৩
সালেক খোকন
যুদ্ধাহতের ভাষ্য-৪ ''পরের যুদ্ধটা ছিল আরও কঠিন''

''২৬ মার্চ, ১৯৭১। ভোরবেলা। লোকমুখে খবর আসে ঢাকায় আর্মি নেমেছে। গ্রামের সবার মনে আতঙ্ক। পাকিস্তানি সেনারা এই বুঝি এসে পড়ে! ভয়ে তটস্থ সবাই। এভাবেই কেটে যায় দিন দুয়েক। এক দুপুরে চলে আসে পাকিস্তানি সাঁজোয়া বাহিনী। 
Read more »

Tags: 
Posted in মুক্তিযুদ্ধ | ২৩ টি মন্তব্য »

যুদ্ধাহতের ভাষ্য-৩: ''রাজাকারের শাস্তি হলে শান্তি পেতাম''

জুলাই ২১, ২০১৩
সালেক খোকন
যুদ্ধাহতের ভাষ্য-৩: ''রাজাকারের শাস্তি হলে শান্তি পেতাম''

লোকটির নাম নসু পাগলা। গ্রামের সবাই তাকে এ নামেই চেনে। বড় সংসার তাদের। সাত ভাই ও আট বোন। নসু চতুর্থ। বাবা হাফিজ আশিম উল্লাহ রেশনের ডিলারশিপ চালান। কিন্তু মা খোদেজা বিবি অতিসাধারণ গৃহিণী। 
Read more »

Tags: 
Posted in মুক্তিযুদ্ধ | ৪ টি মন্তব্য »

যুদ্ধাহতের ভাষ্য-২: 'নতুন প্রজন্ম সত্য জানতে চায়'

জুন ২৮, ২০১৩
সালেক খোকন
যুদ্ধাহতের ভাষ্য-২: 'নতুন প্রজন্ম সত্য জানতে চায়'

''ট্রেনিং তখন শেষ। এবার রণাঙ্গনে যাওয়ার পালা। কে কোন এলাকায় যুদ্ধ করবে? আমরা নিজ এলাকায় যাওয়ার ইচ্ছার কথা বলি। অপারেশনের সময় ওই এলাকার রাস্তাঘাট চেনা থাকলে খুব সহজেই আক্রমণ করে সরে পড়া যায়। এতে অপারেশনে সফলতা আসে। আমাদের যুক্তিটা বিফলে গেল না। ৫ নং সেক্টরের অধীনে আমাদের তিনটি দলে ভাগ করা হল। দলগুলোর নামকরণ...
Read more »

Tags: 
Posted in মুক্তিযুদ্ধ | ১৩ টি মন্তব্য »

'রাজাকার তো রাজাকারই থাকে'

জুন ১৫, ২০১৩
সালেক খোকন
'রাজাকার তো রাজাকারই থাকে'

ছোটবেলা থেকেই ফরিদ মিয়া ছিলেন দুরন্ত প্রকৃতির। স্কুল পালিয়ে ফুটবল খেলা আর পথে-ঘাটে ঘুরে বেড়ানোতেই ছিল তার আনন্দ। বড় সন্তান হওয়ায় বাবা-মায়ের আদর ছিল আকাশচুম্বী। কবজি-ডুবানো দুধ-ভাত খেয়ে জীবন কাটত তার। কিন্তু সে জীবনের ছন্দপতন ঘটে যখন তার বয়স সতের। ওই সময়ই মারা যান বাবা ওয়াজ উদ্দিন। পাঁচ ভাই ও এক বোনের বড় সংসার।...
Read more »

Tags: 
Posted in মুক্তিযুদ্ধ | ৬ টি মন্তব্য »



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] RE: সরকার প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে আধুনিক মসজিদ নির্মাণ করবে : প্রধানমন্ত্রী



I know it would be really hard for a moderator to read all these posts and publish only suitable and interesting ones. A quick review might unjustifiably block few infamous characters but something has to be done before Muktomona looses its clout locally and globally. It is not only the Jamatis that are the problem, some posts from some diehard Awamis are obnoxiously bad and very monotonic. These people have chosen the quantity of their posts than the quality of their postings.

 
"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss



From: Jiten Roy <jnrsr53@yahoo.com>
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Sent: Wednesday, September 18, 2013 8:35 PM
Subject: Re: [mukto-mona] RE: সরকার প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে আধুনিক মসজিদ নির্মাণ করবে : প্রধানমন্ত্রী

 
I agree with you that these are garbage, and should not be circulated. But, they are the BNP/Jamat supporters, nonetheless, and these are their way of communication. If they are blocked, there will be no circulars at all from the BNP/Jamat camp. That may be the reason for getting some of these circulars. What are we going to do?

Jiten Roy

    



From: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>
To: mukto-mona@yahoogroups.com
Cc: Tareque Ahmed <tareque7@gmail.com>; Tareque Ahmed <tarequea@hotmail.com>; "gholam.mostofa@smec.com" <gholam.mostofa@smec.com>; mahmud rahman <mahmudur@hotmail.com>; Rezaul Karim <rezaulkarim617@gmail.com>; Salim Afsar <salimafsar@gmail.com>; "nuruzzaman.syed@gmail.com" <nuruzzaman.syed@gmail.com>; syed margoob <smargoob@yahoo.com>; "smahmood0@msn.com" <smahmood0@msn.com>; "smahmood20@yahoo.com" <smahmood20@yahoo.com>; Syed Asif <syedasif007@yahoo.com>; rehana rahman <rehana.rahman@comcast.net>; Akram Bhuyian <abhuiya@comcast.net>; "apurba01@gmail.com" <apurba01@gmail.com>; enayet ullah <maenayetullah@gmail.com>; a rahman <aarahman@msn.com>; Apu Ashab <apuashab@gmail.com>; Zainul Abedin <zainul321@yahoo.com>; Nakib Uddin <md.uddin@comcast.net>; Abdul Hamid <sahamid@gmail.com>; firoz rahman <firozur@gmail.com>; khan boston <khanboston@gmail.com>; Mir Ahmed <mirahmadf@hotmail.com>; Fazlul Karim <azadkk@gmail.com>; nrgis nasrin <nnasrin11@gmail.com>; shahriyar alam <alamshahriar@yahoo.com>; Nazda Alam <alamnazdak@comcast.net>; Mohammed Alam <jalamb.desh@gmail.com>; shahin khan <shahinkhan58@hotmail.com>; Mohamed Habibullah <zarfzahra@yahoo.com>; Zarf Yahoo <zarf200@yahoo.com>; a habib <habibma@yahoo.com>; Munir <munir1062@yahoo.com>; Munir Ahmed <munirr54@yahoo.com>; Quazi Nuru <quazinuru@yahoo.com>; Ojana Pothik <pothik2302@yahoo.com>; zubair rana <ranakohi@gmail.com>; kalim ullah <kullah@camsys.com>; Tanvir Nowaz <tanvirnowaz@yahoo.com>; Rokeya <rokeya_mahmood1@yahoo.com>; Abdul Momen <abdul_momen@hotmail.com>; Mukul City <mukulcity@gmail.com>; Khondoker Ahmed <khandokerb@yahoo.com>; alema karim <alemakarim@gmail.com>; Mohammad Aleem <aleem53@yahoo.com>; omtajul haq <omtajul@yahoo.com>; Kazi Jalal <drkazijalal@hotmail.com>; sajed kamal <arskamal@verizon.net>; "prof.yunus@gmail.com" <prof.yunus@gmail.com>; shafiqul 76 <shafiqul76@gmail.com>; "anis.ahmed@netzero.com" <anis.ahmed@netzero.com>; Sayeda Haq <sayedahaq@yahoo.com>; sharif ahmed <banglaway@hotmail.com>; rakhal Bondhu <rakhalbandho@gmail.com>; kazi belal <kbelal@sbcglobal.net>; Mizan Mizan <mizanur6813@yahoo.com>; Sohrab Khan <sohrabkhan16@yahoo.com>; "darulkabab@gmail.com" <darulkabab@gmail.com>; Iqbal Hassan <ihassan@sbcglobal.net>; Haris Awal <hawal.gnrl@gmail.com>; Rashed Haq <rashed54@gmail.com>; "drmohsinali@yahoo.com" <drmohsinali@yahoo.com>; "khabor@yahoogroups.com" <khabor@yahoogroups.com>; chottala yahoogroups <chottala@yahoogroups.com>; alochona <alochona@yahoogroups.com>; bangladesh-progressives googlegroups <bangladesh-progressives@googlegroups.com>; saokot hossain <saokot_nccbl@yahoo.com>; Farzana Ahmed <farzana.ahmed48@yahoo.com>
Sent: Wednesday, September 18, 2013 8:01 PM
Subject: Re: [mukto-mona] RE: সরকার প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে আধুনিক মসজিদ নির্মাণ করবে : প্রধানমন্ত্রী

 
Few weeks back, Muktomona moderator(s) wanted to sanitize the forum from messages that are totally irrelevant and have zero value for the members and yet it has gone unabated with no scrutiny from moderator's side. Would not it be better to draw some line in regards to what is allowed and what is not? I understand the forum's scope and grand goal but this is maddening. Why these posts need to forwarded to the members? What have we learned from this garbage post?   
 
"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss



From: Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>
To: mukto-mona@yahoogroups.com
Cc: Tareque Ahmed <tareque7@gmail.com>; Tareque Ahmed <tarequea@hotmail.com>; "gholam.mostofa@smec.com" <gholam.mostofa@smec.com>; mahmud rahman <mahmudur@hotmail.com>; Rezaul Karim <rezaulkarim617@gmail.com>; Salim Afsar <salimafsar@gmail.com>; "nuruzzaman.syed@gmail.com" <nuruzzaman.syed@gmail.com>; syed margoob <smargoob@yahoo.com>; "smahmood0@msn.com" <smahmood0@msn.com>; "smahmood20@yahoo.com" <smahmood20@yahoo.com>; Syed Asif <syedasif007@yahoo.com>; rehana rahman <rehana.rahman@comcast.net>; Akram Bhuyian <abhuiya@comcast.net>; "apurba01@gmail.com" <apurba01@gmail.com>; enayet ullah <maenayetullah@gmail.com>; a rahman <aarahman@msn.com>; Apu Ashab <apuashab@gmail.com>; Zainul Abedin <zainul321@yahoo.com>; Nakib Uddin <md.uddin@comcast.net>; Abdul Hamid <sahamid@gmail.com>; firoz rahman <firozur@gmail.com>; khan boston <khanboston@gmail.com>; Mir Ahmed <mirahmadf@hotmail.com>; Fazlul Karim <azadkk@gmail.com>; nrgis nasrin <nnasrin11@gmail.com>; shahriyar alam <alamshahriar@yahoo.com>; Nazda Alam <alamnazdak@comcast.net>; Mohammed Alam <jalamb.desh@gmail.com>; shahin khan <shahinkhan58@hotmail.com>; Mohamed Habibullah <zarfzahra@yahoo.com>; Zarf Yahoo <zarf200@yahoo.com>; a habib <habibma@yahoo.com>; Munir <munir1062@yahoo.com>; Munir Ahmed <munirr54@yahoo.com>; Quazi Nuru <quazinuru@yahoo.com>; Ojana Pothik <pothik2302@yahoo.com>; zubair rana <ranakohi@gmail.com>; kalim ullah <kullah@camsys.com>; Tanvir Nowaz <tanvirnowaz@yahoo.com>; Rokeya <rokeya_mahmood1@yahoo.com>; Abdul Momen <abdul_momen@hotmail.com>; Mukul City <mukulcity@gmail.com>; Khondoker Ahmed <khandokerb@yahoo.com>; alema karim <alemakarim@gmail.com>; Mohammad Aleem <aleem53@yahoo.com>; omtajul haq <omtajul@yahoo.com>; Kazi Jalal <drkazijalal@hotmail.com>; sajed kamal <arskamal@verizon.net>; "prof.yunus@gmail.com" <prof.yunus@gmail.com>; shafiqul 76 <shafiqul76@gmail.com>; "anis.ahmed@netzero.com" <anis.ahmed@netzero.com>; Sayeda Haq <sayedahaq@yahoo.com>; sharif ahmed <banglaway@hotmail.com>; rakhal Bondhu <rakhalbandho@gmail.com>; kazi belal <kbelal@sbcglobal.net>; Mizan Mizan <mizanur6813@yahoo.com>; Sohrab Khan <sohrabkhan16@yahoo.com>; "darulkabab@gmail.com" <darulkabab@gmail.com>; Iqbal Hassan <ihassan@sbcglobal.net>; Haris Awal <hawal.gnrl@gmail.com>; Rashed Haq <rashed54@gmail.com>; "drmohsinali@yahoo.com" <drmohsinali@yahoo.com>; "khabor@yahoogroups.com" <khabor@yahoogroups.com>; chottala yahoogroups <chottala@yahoogroups.com>; alochona <alochona@yahoogroups.com>; mokto mona <mukto-mona@yahoogroups.com>; bangladesh-progressives googlegroups <bangladesh-progressives@googlegroups.com>; saokot hossain <saokot_nccbl@yahoo.com>; Farzana Ahmed <farzana.ahmed48@yahoo.com>
Sent: Wednesday, September 18, 2013 10:09 AM
Subject: [mukto-mona] RE: সরকার প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে আধুনিক মসজিদ নির্মাণ করবে : প্রধানমন্ত্রী

 
Bravo! Shaheen
 

Date: Wed, 18 Sep 2013 07:01:04 -0700
From: bazlul@yahoo.com
Subject: Re: সরকার প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে আধুনিক মসজিদ নির্মাণ করবে : প্রধানমন্ত্রী
To: mgani69@gmail.com; kazi4986@yahoo.com
CC: tareque7@gmail.com; tarequea@hotmail.com; Gholam.Mostofa@smec.com; mahmudur@hotmail.com; rezaulkarim617@gmail.com; salimafsar@gmail.com; nuruzzaman.syed@gmail.com; smargoob@yahoo.com; smahmood0@msn.com; smahmood20@yahoo.com; syedasif007@yahoo.com; rehana.rahman@comcast.net; abhuiya@comcast.net; apurba01@gmail.com; maenayetullah@gmail.com; aarahman@msn.com; apuashab@gmail.com; zainul321@yahoo.com; md.uddin@comcast.net; sahamid@gmail.com; firozur@gmail.com; khanboston@gmail.com; mirahmadf@hotmail.com; azadkk@gmail.com; nnasrin11@gmail.com; shahadathussaini@hotmail.com; alamshahriar@yahoo.com; alamnazdak@comcast.net; jalamb.desh@gmail.com; shahinkhan58@hotmail.com; zarfzahra@yahoo.com; zarf200@yahoo.com; habibma@yahoo.com; munir1062@yahoo.com; munirr54@yahoo.com; quazinuru@yahoo.com; pothik2302@yahoo.com; ranakohi@gmail.com; kullah@camsys.com; tanvirnowaz@yahoo.com; rokeya_mahmood1@yahoo.com; abdul_momen@hotmail.com; mukulcity@gmail.com; khandokerb@yahoo.com; alemakarim@gmail.com; aleem53@yahoo.com; omtajul@yahoo.com; drkazijalal@hotmail.com; arskamal@verizon.net; prof.yunus@gmail.com; shafiqul76@gmail.com; anis.ahmed@netzero.com; sayedahaq@yahoo.com; banglaway@hotmail.com; rakhalbandho@gmail.com; kbelal@sbcglobal.net; mizanur6813@yahoo.com; sohrabkhan16@yahoo.com; darulkabab@gmail.com; ihassan@sbcglobal.net; hawal.gnrl@gmail.com; rashed54@gmail.com; drmohsinali@yahoo.com

Someone (not me) wrote the following poem. Hope you like it.
 
Shaheen
 
-----------------------------------------------------------
 
             পদ্মা সেতু

Clear Cut Talk, No Hidden Talk

আমাদের পদ্মা নদী চলে বাঁকে বাঁকে ,
সেতু করার আশা দিয়ে বিশ্ব ব্যাংক ডাকে ।...

গাড়ী নিয়ে যাবে আবুল কালকিনি বাড়ী ,
সিনা উঁচু করে দিবে পদ্মা সেতু পাড়ি ।

পার হয়ে যায় দিন পার হয় রাত ,
আচমকা বিনা মেঘে যেন বজ্রপাত ।

কমিশন চেয়ে আবুল করল কি ভুল ,
টাকা দেয়না বিশ্বব্যাংক একি হুল স্থুল ।

গ্যাঁক গ্যাঁক করে উঠে সুরন্জিতের ঝাঁক ,
রাতে উঠে থেকে থেকে ওবায়দুলেয় হাঁক ।

তীরে তীরে ছেলমেয়ে টিফিনের কালে ,
গামছায় সূধা ভরি সদনেতে ঢালে ।

সকালে বিকালে কভু বাজার হলে পরে ,
আঁচল ছাড়িয়ে তারা চাঁদার টাকা তোলে ।

সারা দেশে লীগে লীগে পড়ে যায় সাড়া ,
প্রয়োজনে কিডনী নাকী বেঁচে দিব তারা ।

পেটের শিশুটিও কান করে খাড়া ,
ভূমিস্ঠ হইয়া বলে , এ কোন ফাঁড়া !!
 

From: Mohammad Gani <mgani69@gmail.com>
To: Muazzam Kazi <kazi4986@yahoo.com>
Cc: Tareque Ahmed <tareque7@gmail.com>; Tareque Ahmed <tarequea@hotmail.com>; GholamMostofa <Gholam.Mostofa@smec.com>; mahmud rahman <mahmudur@hotmail.com>; Rezaul Karim <rezaulkarim617@gmail.com>; Salim Afsar <salimafsar@gmail.com>; "nuruzzaman.syed@gmail.com" <nuruzzaman.syed@gmail.com>; Syed Margoob <smargoob@yahoo.com>; "smahmood0@msn.com" <smahmood0@msn.com>; "smahmood20@yahoo.com" <smahmood20@yahoo.com>; Syed Asif <syedasif007@yahoo.com>; Shilpy <rehana.rahman@comcast.net>; Akram Bhuiya <abhuiya@comcast.net>; Mahbubur Rahman <apurba01@gmail.com>; Mohammad Enayetullah <maenayetullah@gmail.com>; Ayubur Rahman <aarahman@msn.com>; Apu Ashab <apuashab@gmail.com>; zainul abedin <zainul321@yahoo.com>; Bazlul Sunny <bazlul@yahoo.com>; "md.uddin@comcast.net" <md.uddin@comcast.net>; "sahamid@gmail.com" <sahamid@gmail.com>; Firozur Rahman <firozur@gmail.com>; Firoze Khan <khanboston@gmail.com>; mirahmadf <mirahmadf@hotmail.com>; Mir Karim <azadkk@gmail.com>; nnasrin11 <nnasrin11@gmail.com>; Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>; shahriyar alam <alamshahriar@yahoo.com>; Nazda <alamnazdak@comcast.net>; Mohammed Alam <jalamb.desh@gmail.com>; Shahinkhan Khan <shahinkhan58@hotmail.com>; m.habibullah <zarfzahra@yahoo.com>; Seheli H <zarf200@yahoo.com>; a habib <habibma@yahoo.com>; Munir Chowdhury <munir1062@yahoo.com>; Munir Rahman <munirr54@yahoo.com>; Kazi Nuru <quazinuru@yahoo.com>; Ojana pothik <pothik2302@yahoo.com>; Abul Zubair <ranakohi@gmail.com>; Kazi Ullah <kullah@camsys.com>; Tanvir Nowaz <tanvirnowaz@yahoo.com>; Rokeya <rokeya_mahmood1@yahoo.com>; abdul momen <abdul_momen@hotmail.com>; Zahirul Bhuiyan <mukulcity@gmail.com>; Balayet Khandoker <khandokerb@yahoo.com>; alema karim <alemakarim@gmail.com>; M. Aleem <aleem53@yahoo.com>; Omtajul Haque <omtajul@yahoo.com>; "drkazijalal@hotmail.com" <drkazijalal@hotmail.com>; Sajed Kamal <arskamal@verizon.net>; "prof.yunus@gmail.com" <prof.yunus@gmail.com>; Shafiqul Islam <shafiqul76@gmail.com>; "anis.ahmed@netzero.com" <anis.ahmed@netzero.com>; Milli <sayedahaq@yahoo.com>; Sharif Ahmed <banglaway@hotmail.com>; Rakhal Bandho <rakhalbandho@gmail.com>; Kazi Belal Shahjahan <kbelal@sbcglobal.net>; Mizanur Rahman <mizanur6813@yahoo.com>; Sohrab Khan <sohrabkhan16@yahoo.com>; "darulkabab@gmail.com" <darulkabab@gmail.com>; Iqbal Hassan <ihassan@sbcglobal.net>; Haris Awal <hawal.gnrl@gmail.com>; Rashed Ahmed <rashed54@gmail.com>; Dr. M. Mohsin Ali <drmohsinali@yahoo.com>
Sent: Wednesday, September 18, 2013 9:27 AM
Subject: Re: সরকার প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে আধুনিক মসজিদ নির্মাণ করবে : প্রধানমন্ত্রী

Br. Masum;
 
I fully agree with you but at this moment, I am extremely busy and shall let him go (for another time)!
This "Opodartho" shall never recover from "TYPE Hasina-HIV".
 
"Bangladesh" is globally infested by these pernicious Indian Razakars like Go-lam gangs. These global Awami terrorists were the "legitimate Breeds" of Imam Hasina's father "Micro-phone-lover, Chunga-Baz Mujib" who had to absorb bullets, sat dead unattended and no one came forward for his Janaza! All these jerks have now become national "Hero"s today! What a great nation!
 
 
Regards.
 
Gani Bhai
Baltimore/Cambridge
 
[You may still be receiving his e-mails for few days, then his ugly face will surely disappear].
 
 
 
*************************************************************************************************************************
 


 
2013/9/18 Muazzam Kazi <kazi4986@yahoo.com>
Only thing Mostofa knows abusive word. I don't know how this angry guy deals with his family. Please delete this uncultured, illiterate guy from our mailing list.
--------------------------------------------
On Tue, 9/17/13, Mostofa, Gholam <Gholam.Mostofa@smec.com> wrote:

 Subject: RE: সরকার প্রতিটি জেলা-উপজেলা সদরে একটি করে আধুনিক মসজিদ নির্মাণ করবে : প্রধানমন্ত্রী
 To: "Tareque Ahmed" <tareque7@gmail.com>, "Tareque Ahmed" <tarequea@hotmail.com>
 Cc: "mahmud rahman" <mahmudur@hotmail.com>, "Rezaul Karim" <rezaulkarim617@gmail.com>, "Mohammad Gani" <mgani69@gmail.com>, "Salim Afsar" <salimafsar@gmail.com>, "nuruzzaman.syed@gmail.com" <nuruzzaman.syed@gmail.com>, "Syed Margoob" <smargoob@yahoo.com>, "smahmood0@msn.com" <smahmood0@msn.com>, "smahmood20@yahoo.com" <smahmood20@yahoo.com>, "Syed Asif" <syedasif007@yahoo.com>, "Shilpy" <rehana.rahman@comcast.net>, "Akram Bhuiya" <abhuiya@comcast.net>, "Mahbubur Rahman" <apurba01@gmail.com>, "Mohammad Enayetullah" <maenayetullah@gmail.com>, "Ayubur Rahman" <aarahman@msn.com>, "Apu Ashab" <apuashab@gmail.com>, "zainul abedin" <zainul321@yahoo.com>, "Bazlul Sunny" <bazlul@yahoo.com>, "md.uddin@comcast.net" <md.uddin@comcast.net>, "sahamid@gmail.com" <sahamid@gmail.com>, "Firozur Rahman" <firozur@gmail.com>, "Firoze Khan" <khanboston@gmail.com>, "mirahmadf" <mirahmadf@hotmail.com>, "Mir Karim" <azadkk@gmail.com>, "nnasrin11" <nnasrin11@gmail.com>,
 "Shahadat Hussaini" <shahadathussaini@hotmail.com>, "shahriyar alam" <alamshahriar@yahoo.com>, "Nazda" <alamnazdak@comcast.net>, "Mohammed Alam" <jalamb.desh@gmail.com>, "Shahinkhan Khan" <shahinkhan58@hotmail.com>, "m.habibullah" <zarfzahra@yahoo.com>, "Seheli H" <zarf200@yahoo.com>, "a habib" <habibma@yahoo.com>, "Munir Chowdhury" <munir1062@yahoo.com>, "Munir Rahman" <munirr54@yahoo.com>, "Kazi Nuru" <quazinuru@yahoo.com>, "Ojana pothik" <pothik2302@yahoo.com>, "Abul Zubair" <ranakohi@gmail.com>, "Kazi Ullah" <kullah@camsys.com>, "Tanvir Nowaz" <tanvirnowaz@yahoo.com>, "Rokeya" <rokeya_mahmood1@yahoo.com>, "abdul momen" <abdul_momen@hotmail.com>, "Zahirul Bhuiyan" <mukulcity@gmail.com>, "Balayet Khandoker" <khandokerb@yahoo.com>, "alema karim" <alemakarim@gmail.com>, "M. Aleem" <aleem53@yahoo.com>, "Omtajul Haque" <omtajul@yahoo.com>, "drkazijalal@hotmail.com" <drkazijalal@hotmail.com>, "Sajed Kamal" <arskamal@verizon.net>, "prof.yunus@gmail.com"
 <prof.yunus@gmail.com>, "Shafiqul Islam" <shafiqul76@gmail.com>, "anis.ahmed@netzero.com" <anis.ahmed@netzero.com>, "Milli" <sayedahaq@yahoo.com>, "Sharif Ahmed" <banglaway@hotmail.com>, "Rakhal Bandho" <rakhalbandho@gmail.com>, "Kazi Belal Shahjahan" <kbelal@sbcglobal.net>, "Mizanur Rahman" <mizanur6813@yahoo.com>, "Sohrab Khan" <sohrabkhan16@yahoo.com>, "darulkabab@gmail.com" <darulkabab@gmail.com>, "Iqbal Hassan" <ihassan@sbcglobal.net>, "Haris Awal" <hawal.gnrl@gmail.com>, "Kazi Masum" <kazi4986@yahoo.com>, "Rashed Ahmed" <rashed54@gmail.com>, "Dr. M. Mohsin Ali" <drmohsinali@yahoo.com>
 Date: Tuesday, September 17, 2013, 9:07 PM

 Nothing to reply to this
 foolish Paki Razakar Tareque.  From: Tareque Ahmed [mailto:tareque7@gmail.com]
 Sent: Wednesday, September 18, 2013 4:58 AM
 To: Tareque Ahmed
 Cc: mahmud rahman; Mostofa, Gholam; Rezaul Karim;
 Mohammad Gani; Salim Afsar; nuruzzaman.syed@gmail.com; Syed
 Margoob; smahmood0@msn.com; smahmood20@yahoo.com; Syed Asif;
 Shilpy; Akram Bhuiya; Mahbubur Rahman; Mohammad Enayetullah;
 Ayubur Rahman; Apu Ashab; zainul abedin; Bazlul Sunny;
 md.uddin@comcast.net; sahamid@gmail.com; Firozur Rahman;
 Firoze Khan; mirahmadf; Mir Karim; nnasrin11; Shahadat
 Hussaini; shahriyar alam; Nazda; Mohammed Alam; Shahinkhan
 Khan; m.habibullah; Seheli H; a habib; Munir Chowdhury;
 Munir Rahman; Kazi Nuru; Ojana pothik; Abul Zubair; Kazi
 Ullah; Tanvir Nowaz; Rokeya; abdul momen; Zahirul Bhuiyan;
 Balayet Khandoker; alema karim; M. Aleem; Omtajul Haque;
 drkazijalal@hotmail.com; Sajed Kamal; prof.yunus@gmail.com;
 Shafiqul Islam; anis.ahmed@netzero.com; Milli; Sharif Ahmed;
 Rakhal Bandho; Kazi Belal Shahjahan; Mizanur Rahman; Sohrab
 Khan; darulkabab@gmail.com; Iqbal Hassan; Haris Awal; Kazi
 Masum; Rashed Ahmed; Dr. M. Mohsin Ali
 Subject: Re: সরকার
 প্রতিটি জেলা-উপজেলা
 সদরে একটি করে আধুনিক
 মসজিদ নির্মাণ করবে :
 প্রধানমন্ত্রী
  Quote for Golam
 and other Indian Rajakars traitors    It is unlawful for a believer
 to kill another believer, accidents excepted. He that
 accidently kills a believer must free one Muslim slave... He
 that kills a believer by design shall burn in Hell for ever.
 He shall incur the wrath of God, who will lay His curse on
 him and prepare for him a mighty scourge.  Quran 4:92-93  

 On Tuesday, September 17, 2013, Tareque Ahmed
 wrote:We
 should not waste our time and energy responding to this
 scoundrel Golam. You should not expect civility from
 these dogs.
  From: mahmudur@

 To: gholam.mostofa@smec.com; rezaulkarim617@gmail.com; mgani69@gmail.com
 CC: salimafsar@gmail.com; nuruzzaman.syed@gmail.com; smargoob@yahoo.com; smahmood0@msn.com; smahmood20@yahoo.com; syedasif007@yahoo.com; rehana.rahman@comcast.net; abhuiya@comcast.net; apurba01@gmail.com; maenayetullah@gmail.com; aarahman@msn.com; apuashab@gmail.com; tarequea@hotmail.com; zainul321@yahoo.com; bazlul@yahoo.com; md.uddin@comcast.net; sahamid@gmail.com; firozur@gmail.com; khanboston@gmail.com; mirahmadf@hotmail.com; azadkk@gmail.com; nnasrin11@gmail.com; shahadathussaini@hotmail.com; alamshahriar@yahoo.com; alamnazdak@comcast.net; jalamb.desh@gmail.com; shahinkhan58@hotmail.com; zarfzahra@yahoo.com; zarf200@yahoo.com; habibma@yahoo.com; munir1062@yahoo.com; munirr54@yahoo.com; quazinuru@yahoo.com; pothik2302@yahoo.com; ranakohi@gmail.com; kullah@camsys.com; tanvirnowaz@yahoo.com; rokeya_mahmood1@yahoo.com; abdul_momen@hotmail.com; mukulcity@gmail.com; khandokerb@yahoo.com; alemakarim@gmail.com; aleem53@yahoo.com; omtajul@yahoo.com;
 drkazijalal@hotmail.com; arskamal@verizon.net; tareque7@gmail.com; prof.yunus@gmail.com; shafiqul76@gmail.com; anis.ahmed@netzero.com; sayedahaq@yahoo.com; banglaway@hotmail.com; rakhalbandho@gmail.com; kbelal@sbcglobal.net; mizanur6813@yahoo.com; sohrabkhan16@yahoo.com; darulkabab@gmail.com; ihassan@sbcglobal.net; hawal.gnrl@gmail.com; kazi4986@yahoo.com; rashed54@gmail.com; drmohsinali@yahoo.com
 Subject: RE: সরকার
 প্রতিটি জেলা-উপজেলা
 সদরে একটি করে আধুনিক
 মসজিদ নির্মাণ করবে :
 প্রধানমন্ত্রী
 Date: Thu, 12 Sep 2013 02:18:18 +0000Golam  - You don't
 know Karim Bhai. He is a man of principal and a solid
 Bangladeshi. He is an MBA from IBA and DU
 graduate. You are a Indian Razakar.
  From: Gholam.Mostofa@smec.com
 To: rezaulkarim617@gmail.com;
 mgani69@gmail.com
 CC: salimafsar@gmail.com;
 nuruzzaman.syed@gmail.com;
 smargoob@yahoo.com;
 smahmood0@msn.com;
 smahmood20@yahoo.com;
 syedasif007@yahoo.com;
 rehana.rahman@comcast.net;
 abhuiya@comcast.net;
 apurba01@gmail.com;
 maenayetullah@gmail.com;
 mahmudur@hotmail.com;
 aarahman@msn.com; apuashab@gmail.com;
 tarequea@hotmail.com;
 zainul321@yahoo.com;
 bazlul@yahoo.com; md.uddin@comcast.net;
 sahamid@gmail.com;
 firozur@gmail.com;
 khanboston@gmail.com;
 mirahmadf@hotmail.com;
 azadkk@gmail.com; nnasrin11@gmail.com;
 shahadathussaini@hotmail.com;
 alamshahriar@yahoo.com;
 alamnazdak@comcast.net;
 jalamb.desh@gmail.com;
 shahinkhan58@hotmail.com;
 zarfzahra@yahoo.com;
 zarf200@yahoo.com;
 habibma@yahoo.com;
 munir1062@yahoo.com;
 munirr54@yahoo.com;
 quazinuru@yahoo.com;
 pothik2302@yahoo.com;
 ranakohi@gmail.com;
 kullah@camsys.com;
 tanvirnowaz@yahoo.com;
 rokeya_mahmood1@yahoo.com;
 abdul_momen@কে
 এই শালা রাজাকারের
 বাচ্চা রেজাউল
 করিম। From: Rezaul Karim [mailto:rezaulkarim617@gmail.com]
 Sent: Wednesday, September 11, 2013 8:40 AM
 To: Mohammad Gani
 Cc: Salim Afsar; nuruzzaman.syed@gmail.com; Syed Margoob;
 smahmood0@msn.com; smahmood20@yahoo.com; Syed Asif; Shilpy;
 Akram Bhuiya; Mahbubur Rahman; Mohammad Enayetullah; mahmud
 rahman; Ayubur Rahman; Apu Ashab; Ruban Ruban; zainul
 abedin; Bazlul Wahab; md.uddin@comcast.net; Shaikh Hamid;
 Firozur Rahman; Firoze Khan; mirahmadf; Mir Karim;
 nnasrin11; Shahadat Hussaini; shahriyar alam; Nazda;
 Mohammed Alam; Shahinkhan Khan; m.habibullah; Seheli H; a
 habib; Munir Chowdhury; munirr54@yahoo.com; Kazi Nuru; Ojana
 pothik; Abul Zubair; Kazi Ullah; Tanvir Nowaz; Rokeya; abdul
 momen; Zahirul Bhuiyan; Balayet Khandoker; alema karim;
 Aleem Bhai; Omtajul Haque; drkazijalal@hotmail.com; Sajed Kamal;
 Tareque Ahmed; prof.yunus@gmail.com;
 Shafiqul Islam; anis.ahmed@netzero.com; Milli; Sharif
 Ahmed; Rakhal Bandho; Kazi Belal Shahjahan; Mizanur Rahman;
 Sohrab Khan; darulkabab@gmail.com;
 Iqbal Hassan; Haris Awal; Kazi <Masum>; Rashed Ahmed;
 Dr. M. Mohsin Ali; Mostofa, Gholam
 Subject: Re: সরকার
 প্রতিটি জেলা-উপজেলা
 সদরে একটি করে আধুনিক
 মসজিদ নির্মাণ করবে :
 প্রধানমন্ত্রী ভূতের
 মুখে রাম রাম, আর কি
 !  জয় তু
 হাসিনাএইবার
 পার
 পাবিনা। Hasina-
  'You can fool some for all time, all for some
 time, but not all for all time."Your
 time is
 over.   2013/9/6
 Mohammad Gani <mgani69@gmail.com>06September2013Forwarded
 by:Mohammad
 GaniBaltimore/Cambridge
 ****************
 My comment: Re-defining Islam, 
 আওয়ামী
 জঙ্গী   or
 fooling her own nation
 ??????????                        
 What a superior jerk number ONE!



 ************************************************************************************************************************       
 সরকার
 প্রতিটি
 জেলা-উপজেলা সদরে একটি
 করে
          
 আধুনিক
 মসজিদ
 নির্মাণ
 করবে :
 প্রধানমন্ত্রী


 ঢাকা : প্রধানমন্ত্রী
 শেখ হাসিনা ঘোষণা
 করেছেন যে, তাঁর
 সরকার শান্তির
 ধর্ম
 ইসলাম
 প্রচার ও সম্প্রসারণের
 লক্ষ্যে দেশের প্রতিটি
 জেলা-উপজেলা সদরে
 একটি
 করে
 আধুনিক সুযোগ-সুবিধা
 সম্বলিত মসজিদ নির্মাণ
 করবে।আজ সকালে
 উত্তরার
 আশকোনায়
 এ বছরের হজ কর্মসূচির
 উদ্বোধনকালে
 প্রধানমন্ত্রী
 বলেন, 'পর্যায়ক্রমে
 প্রতিটি উপজেলাতেও এই
 ধরনের মসজিদ নির্মাণের
 পরিকল্পনা
 আমাদের
 রয়েছে এবং একইভাবে
 জাতীয় মসজিদ বায়তুল
 মোকাররমও সংস্কার
 করা
 হচ্ছে।'শেখ
 হাসিনা বলেন, বর্তমান
 সরকার দায়িত্ব
 গ্রহণের পর জাতীয়
 মসজিদ
 বায়তুল
 মোকাররমের উন্নয়নে
 এবং মিনার নির্মাণে
 পদক্ষেপ গ্রহণ করে এবং
 এ
 ব্যাপারে
 সৌদি বাদশাহকে সহায়তা
 করার অনুরোধ
 জানায়।

 তিনি
 বলেন, আমাদের
 অনুরোধের
 পরিপ্রেক্ষিতে সৌদি
 বাদশাহ জাতীয় মসজিদ
 সংস্কারে
 আর্থিক
 সহায়তা প্রদানে
 এগিয়ে আসেন। যার ফলে
 একটি সেরা ও সুন্দর
 মসজিদ
 হিসেবে
 বর্তমানে বায়তুল
 মোকাররম মসজিদ
 প্রতিষ্ঠিত
 হয়েছে।জাতীয়
 মসজিদ
 সংস্কারে
 আর্থিক সহায়তার জন্য
 সৌদি বাদশাহ ও সে দেশের
 সরকারকে
 প্রধানমন্ত্রী
 ধন্যবাদ জানিয়ে জেলা
 সদর ও উপজেলা সদরে
 উন্নত মসজিদ
 নির্মাণেও
 সৌদি সরকারের আর্থিক
 সহায়তা কামনা
 করেন।শেখ হাসিনা
 বলেন, 'তারা
 সাহায্যের
 হাত বাড়ালে প্রতিটি
 জেলা ও উপজেলা সদরে
 আমাদের উন্নত
 মসজিদ
 নির্মাণ
 সহজ হবে।'

 _____________________________________________________________________

 This e-mail has been scanned for viruses by
 Symantec.Cloud.

 _____________________________________________________________________


 This e-mail has been scanned for viruses by Symantec.Cloud.














__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___