Banner Advertiser

Tuesday, February 7, 2017

[mukto-mona] একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেয়াতে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে।



একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেয়াতে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে। আশা করছি নতুন দ্বায়িত্ব পাওয়া সিইসি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে তার উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব যথাযথ ভাবেই সম্পাদন করতে সক্ষম হবেন এবং ২০১৯ সালের জাতীয় নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য ভাবে অনুষ্ঠানের মাধ্যমে নিজের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তুলবেন। আসুন এক নজরে দেখে নেই নতুন দ্বায়িত্ব পাওয়া সিইসি নরুল হদুর জীবন বুত্তান্ত।
-------------------------------------------------------------------------------------
১৯৭৩ ব্যাচের কর্মকর্তা ৬৯ বছর বয়সী নূরুল হুদা দেশের শ্রেষ্ট সন্তান একজন বীর মুক্তিযোদ্ধা। নূরুল হুদা ১৯৪৮ সালে পটুয়াখালী জেলার বাউফলে জন্ম গ্রহন করেন। এক যুগ আগে চাকরি থেকে অবসরে যাওয়া নেওয়া নূরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যা বিভাগে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি ও সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে তিনি উচ্চতর ডিগ্রি নেন। নূরুল হুদা ১৯৭২-৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল আবাসিক ছাত্র সংসদে সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই বরিশাল অঞ্চলে মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন নূরুল হুদা। মুক্তিযোদ্ধের সময় ৯ নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নিয়ে ৯ ডিসেম্বর পটুয়াখালী জেলা পাক হানাদার মুক্ত করতে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছিলেন তিনি। মুক্তিযুদ্ধের পরে আবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরেন এবং ১৯৭৩ সালে মুক্তিযোদ্ধা হিসাবে সরকারি কর্মকমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই বছরের ৩০ জুলাই প্রশাসন ক্যাডারে যোগ দেন। চাকরিজীবনে তিনি ফরিদপুর ও কুমিল্লার জেলা প্রশাসক ছাড়াও কিছু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কুমিল্লার জেলা প্রশাসক থাকার সময়ে ১৯৯৬ সালের ১৫ ফেরুয়ারি এবং ১২ জুলাই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন নূরুল হুদা। এছাড়া তিনি এরশাদ আমলে ১৯৮৫ সালে উপজেলা নির্বাচন এবং ১৯৮৬ সালের সংসদ নির্বাচনেও নির্বাচনী দায়িত্ব পালন করেন নুরুল হুদা। ২০০১ সালের ২৪ জুলাই বিএনপি ক্ষমতায় এসে কিছু কর্মকর্তার সঙ্গে নূরুল হুদাকে বাধ্যতামূলক অবসর দেয়। সর্বোচ্চ আদালতের রায়ে বিএনপি সরকারের ওই আদেশ তখন বেআইনি ঘোষণা হলে নুরুল হুদা ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে সচিব হন এবং সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা লাভ করেন। সরকারি চাকরি শেষে ২০১০ সালে যোগ দেন বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এর ব্যবস্থাপনা পরিচালক পদে। ওই পদে তিনি ৫ বছর কর্মরত ছিলেন। নুরুল হুদা বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সঙ্গেও যুক্ত ছিলেন।


নব গঠিত নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির ক্ষোভ হতাশার কারণ জানিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রধান নির্বাচন কমিশনারকে জনতার মঞ্চের সংগঠক বলছে। তাহলে কি বিএনপি জনতার বিরুদ্ধে?

ওবায়দুল কাদের বলেন, বিএনপির একটি পুরানো অভ্যাস হলো সালিশ মানি তবে তালগাছটা আমার। নির্বাচন কমিশনে তাদের একজন আমাদের একজন। বিএনপিকে এখন পুরো লিস্ট ধরিয়ে দিলেও বলতো আমরা মানি না মানবো না।


http://sheershamedia.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/

sheershamedia.com
বিএনপি প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জনতার মঞ্চের সংগঠক বলছে। তাহলে কি বিএনপি জনতার বিরুদ্ধে? বি...





__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] পড়ুন-প্রকাশ করুন।




http://www.bhorerkagoj.net/print-edition/2017/02/08/130985.php

'সুরিঞ্জিত সেনগুপ্তের মৃত্যু: নক্ষত্রের পতন'
সুরঞ্জিত সেনগুপ্ত। নামেই তিনি সমধিক পরিচিত। চলে গেলেন সবাইকে ছেড়ে। আর ফিরবেন না। আমাদের হাসাবেন না। তার কথায় কেউ রাগ করবেন না। এখন তিনি শুধুই স্মৃতি। বেদনাদায়ক স্মৃতি। মৃত্যুর পর তার সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনছি। বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, তুখোড় বক্তা, স্পষ্টভাষী, সাতবারের সংসদ সদস্য, মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা এবং আরো কত কি। সবই ভালো। এরসাথে আমি শুধু একটু যোগ করতে চাই, তা হলো: সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একজন সজ্জন ও পারফেক্ট জেন্টেলম্যান। তিনি ছিলেন রাজনৈতিক। বড়মাপের নেতা। বিদ্যা-বুদ্ধি, মেধা, পড়াশোনা, সংসদীয় রীতিনীতির চুলচেরা বিশ্লেষণ, রাজনৈতিক প্রজ্ঞার এক অপূর্ব সংমিশ্রণ ছিলেন তিনি। সুরঞ্জিত সেনগুপ্ত শুধু নানা গুনে গুণান্বিত ছিলেন তা-ই নয়, বরং সেই গুণকে মাধুর্যময় ডেলিভারি দিতেও তিনি ছিলেন ওস্তাদ। বক্ত্রিতায় তিনি ছিলেন 'এন এক্সপার্ট হেডমাস্টার'; আর টেবিল টকে 'হিরো'। তাকে 'রাজনৈতিক কথাশিল্পী' বললে বেশি বলা হবেনা।

সুরঞ্জিত সেনগুপ্ত ভালো মানুষ ছিলেন। দেবতা ছিলেন না। মানুষ ভুল করে, তিনিও ভুল করেছেন। দোষেগুণে মানুষ ছিলেন তিনি। রাজনীতি করতেন, তাই সুনাম ও দুর্নাম দু'টিই ছিলো। সামান্য ত্রূটি-বিচ্যুতি বাদ দিলে এক বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন তিনি। মানুষের সাথে মিশেছেন। মানুষকে ভালোবেসেছেন। মানুষ তাকে ভালোবেসেছে। শ্রদ্ধার আসনে বসিয়েছে। মানুষই আবার তাকে বিপদে ফেলেছে। অভিযোগ করেননি কারো বিরুদ্ধে। রেগেছেন, আবার সামলে নিয়েছেন। কারো ক্ষতি করেননি। তবে কথা বলতে ছাড়েননি। কথার শক্তি অসীম। কথা মানুষকে ওপরে ওঠায়, নীচেও নামায়। কথাই দাদাকে ওপরে উঠিয়েছে, সম্ভবত: যেটুকু তিনি নীচে নামতে বাধ্য হয়েছেন তাও কথারই জন্যে। কারণ সত্যকথা প্রায়শ: অপ্রিয় হয়। কঠিন হয়। আর এই কঠিন কথা সুরঞ্জিত সেনগুপ্ত সহজ করে সহজ ভঙ্গিমায় প্রকাশ্যে সবার কাছে প্রকাশ করে দিতেন। বড় উঁচুমাপের মানুষ ছিলেন তিনি। তার ওপর সুদর্শন। অভিনয় করলে নায়কদের ভাত মারা যেতে পারতো।ওপথে যাননি। রাজনীতি ছিলো তার নেশা, পেশা।

মন্ত্রী হবার আগে তিনি নিউইয়র্কে এসেছিলেন। তখন শোনা যাচ্ছিলো তিনি মন্ত্রী হচ্ছেন। আমরা ক'জনা তাকে নিয়ে বসেছিলাম। আমাদের মাঝে কেউ কেউ চাচ্ছিলো না যে তিনি মন্ত্রীত্ব গ্রহণ করুন। কারণ দলের মধ্যে তিনি বিদ্রোহী। ভয় হচ্ছিলো তিনি বিপদে পড়তে পারেন। আমরা কিছু একটা বলেছিলাম যা অনেকটা এরকম যে, মন্ত্রীত্ব হয়তো পাবেন, নিবেন কিনা সেটা আপনি জানেন। আমরা জানতাম, তিনি নেবেন। কারণ দীর্ঘদিন রাজনীতি করছেন, কখনো মন্ত্রী হ'ননি। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সবকিছুই পেয়েছেন, মন্ত্রীত্ব বাদে। আর তাছাড়া ২০০৯-এর মত একটি গণতান্ত্রিক সরকারে মন্ত্রী হওয়া তো লোভনীয়। দাদা মন্ত্রী হলেন, তার কপাল পুড়লো। তার স্বল্পকালীন মন্ত্রী থাকাকালীন সময়ে ঢাকা গিয়েছিলাম। রেলভবনে মন্ত্রীর সাথে দেখা করি। ব্যস্ত ছিলেন, বসতে বললেন, বসলাম। শুনলাম, আলোচনা করছেন রেলের ভাড়া বাড়ানোর নিয়ে। লোকজন বাইরে গেলে টুকটাক কথা হলো। বললাম, দয়া করে ট্রেনের ভাড়া বাড়িয়ে বদনাম কুড়াবেন না!    

এরপর মাস খানেকের মাথায় তিনি কুপোকাৎ। রেলমন্ত্রী হবার সময় তিনি বলেছিলেন, 'রেলের কালো বিড়াল' ধরবেন। ভাগ্যের নির্মম পরিহাস, তাকেই 'কালো বিড়াল' হয়ে বেরিয়ে যেতে হয়েছে। দাদা নেই, কিন্তু কালো বিড়াল ঘটনাটি এখনো পরিষ্কার নয়। দাদা পরিষ্কার করেননি। করলেও হয়তো মানুষ বিশ্বাস করতো না। এখন একমাত্র জননেত্রী শেখ হাসিনা পারেন, ওই অধ্যায়ের মোড়ক উন্মোচন করতে। করা উচিত। পাগলেও বোঝে দাদাকে ফাঁসানো হয়েছে। মৃত্যুর পর একটি টিভি দেখলাম বলছে, 'সহকর্মীর দুর্নীতির বোঝা কাঁধে নিয়ে তিনি মন্ত্রীত্ব ছাড়েন'। যাই হোক, সত্যটা প্রকাশ হওয়া দরকার। সুরঞ্জিত সেনগুপ্ত মহাপুরুষ ছিলেন না বটে, কিন্তু চোর ছিলেন না। অথচ একটা সময় এমন একটা ধারণা দেয়া হয়েছিলো যে, তিনি ছাড়া দেশে আর কোন দুর্নীতিবাজ নেই? অনেক প্রশ্নের উত্তর জানা দরকার: তার ড্রাইভার কেন বিডিআর ক্যাম্পে ঢুকলো? এই ড্রাইভার তো বিএনপি'র এক নেতার ড্রাইভার ছিলেন! বিএনপি নেতা ইলিয়াস নিখোঁজের সাথে এঘটনার কি কোন সম্পর্ক আছে?

আরো আছে, অন্তত: দু'টি টিভি কিভাবে আগেভাগেই খবর পেলো? প্রকাশ্য দিবালোকে পুলিশ সাঁওতাল পল্লীতে আগুন দেয় টিভি দেখেনা, অথচ মধ্য রাতে মন্ত্রীর গাড়িতে টাকা যাচ্ছে সেই খবর ঠিকই পেয়ে যায়? যেই পুলিশ সার্জেন্ট মন্ত্রীর গাড়িটি সার্চ করেছিলেন তিনি ঐ সাহস পেলেন কোত্থেকে? পুলিশ মন্ত্রীর গাড়ি তল্লাশি করে এমন রেকর্ড কি আমাদের দেশে আছে? সামাজিক মিডিয়া বলছে, ঘটনাটি সাজানো। দলীয় কোন্দলের জের। আবার কেউ বলছে, সরকারকে বিপাকে ফেলতে এই অপকর্ম। কারো কারো মতে দাদা বেশি বেড়ে গিয়েছিলেন। হিন্দুদের কণ্ঠস্বর স্তব্দ করতেই এ ষড়যন্ত্র যুক্তি সংখ্যালঘু'র। তারা প্রায় সমসাময়িক সময়ে অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের দৃষ্টান্ত দেন। জানুয়ারি ২০১৫-তে ঢাকা থেকে দিল্লি হয়ে নিউইয়র্ক ফেরার পথে আমাদের দিল্লির বাসস-এর প্রতিনিধি বাদল বলেছিলোঃ মনীষা কৈরালার সাথে ওর দেখা হয়েছে এবং মনীষা রাষ্ট্রদূত নিম ভৌমিককে চেনেই না, নামও শুনেনি। অথচ আমরা কত রোমান্টিক গল্প শুনেছি।

সুরঞ্জিত সেনগুপ্ত কি দুর্নীতিবাজ ছিলেন? পাল্টা প্রশ্ন করা যায়, দেশে দুর্নীতিবাজ নয় কে? অথবা মন্ত্রী হবার আগে দাদার বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ ছিলো? তবে দাদা ধরা খেয়েছেন। আবার দাদার গাড়িতে যখন টাকা পাওয়া গেলো তখন তিনি গাড়িতে ছিলেন না, বলা হলো টাকা মন্ত্রীর বাড়িতে যাচ্ছিলো। গাড়ি কি আসলেই মন্ত্রীর বাড়ি যাচ্ছিলো? বলা হলো, ভাগের টাকা। তাহলে অন্য ভাগগুলো গেল কোথায়? এসব প্রশ্নের জবাব মেলাটা আসলেই জরুরি। দাদার জন্যে নয়, জাতির জন্যে, রাজনীতিকে কলংকমুক্ত রাখার জন্যে। নইলে ভবিষ্যতে যেকেউ ধরা খেতে পারেন। দাদা মারা যাবার পর বহু মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। তার এলাকায় জনতার ঢল নেমেছে। তারপরও বলতে হয়, ঢাকায় যত মানুষ হওয়া উচিত ছিলো, তা হয়নি। তাকে শহীদ মিনারে নেয়া হয়নি। তার চিতাভস্ম কোথায় রাখা হবে তা আমরা জানিনা। ভিনদেশের অত্যাচারী বাদশা মারা গেলে আমরা 'জাতীয় শোক দিবস' পালন করি, কিন্তু নিজ দেশের 'জাতীয় বীর' মরলে কোথায় যেন বাধে!

কুয়ার ব্যাঙের পক্ষে যেমন সমুদ্রের বিশালতা মাপা সম্ভব নয়, তেমনি ক্ষুদ্র মনমানসিকতা নিয়ে সুরঞ্জিত সেনগুপ্তের মত বড় মাপের নেতাকে মাপা কঠিন। মাঝে মধ্যে মনে হয় এতবড় নেতাকে 'ধারণ ক্ষমতা' আমাদের নেই। এটা কি এজন্যেই যে তার নামটি সুরঞ্জিত? রাজনীতি দাদাকে ভাসিয়েছে। রাজনীতিই ডুবিয়েছে। সত্তরে নৌকার দাপটের মধ্যে বিজয়ী একমাত্র বামনেতা সুরঞ্জিত সেনগুপ্ত। একাত্তরে ৫নং সেক্টরে সাব-কমান্ডার। ৭২-এ সংসদে একমাত্র বিরোধী সদস্য। কিন্তু একাই একশ। বঙ্গবন্ধুর মত নেতার সামনে সুরঞ্জিত সেনগুপ্তের উত্থান। যোগ্যতার বলে। স্বাধীনতার পর তিনি উদ্ভাসিত। এমনকি বঙ্গবন্ধু পর্যন্ত বলেছেন, সুরঞ্জিত একা হলেও তার আনীত সংশোধনী যথার্থ হলে তা গৃহীত হবে। কথাগুলো হয়তো হুবহু ওরকম নাও হতে পারে, কিন্তু অর্থটা একই। বঙ্গবন্ধুর আমলেই দেশের মানুষ দাদাকে জানতো। জানতো দক্ষ পার্লামেন্টারিয়ান হিসাবে। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, দাদাকে চিনতাম না, কিন্তু নাম জানতাম। জানতাম তার কীর্তির কথা।

সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। সংবিধানে ক্ষুদ্র ও নৃতাত্বিক গোষ্ঠীর স্বার্থরক্ষায় তিনি ফাইট করেছেন, পারেননি। তাই খসড়া সংবিধানে স্বাক্ষরও করেননি। তখনকার সব বামনেতাই পড়াশোনা করতেন, দাদারও বেশ পড়াশোনা ছিলো, তার কথাবার্তা, রেফারেন্স, বক্তব্য থেকে সেটা স্পষ্ট। ১৯৯৬-এ আওয়ামী লীগে যোগদানের পর তিনি সত্যিকার আওয়ামী লীগ হয়ে যান। অর্থাৎ আওয়ামী লীগ নেতা 'ন্যাপের মহিউদ্দিনের' মত দাদা 'ন্যাপের সুরঞ্জিত' ছিলেন না। আমার ধারণা, আওয়ামী লীগ তাকে পেয়ে লাভবান হয়েছে, দাদা লাভবান হয়েছেন বলে মনে হয়না। ঠিক একইভাবে মন্ত্রী নাহলে দাদার আসন আরো উচ্চ হতো। দাদা ছিলেন অমায়িক ভদ্রলোক। আমাদের দেশের অনেক নেতার মধ্যে এই গুণটির যথেষ্ট অভাব আছে।

আওয়ামী লীগ বড় দল, সবাই নেতা। তবু, সুরঞ্জিত সেনগুপ্ত ছোট দল থেকে এসেও হারিয়ে যাননি। কিন্তু সংস্কারপন্থী হিসাবে 'উপাধি মিললে দলে কোনঠাসা হয়ে পড়েন। ঐসময় একটি ছোট্ট ঘটনা বলি। দাদা ছেলের কাছে ভ্যাংকুভারে এসেছেন। একদিন কল দিলাম। অনেকক্ষন কথা হলো, বললাম আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা, তাকে বাদ দিয়ে আওয়ামী লীগ করবেন সেটা অসম্ভব। রাজ্জাক ভাইয়ের বাকশাল প্রসঙ্গ টানলাম। তিনি ক্ষেপলেন। তারপর কথা শেষ। পরদিন তিনি আবার কল দিলেন, বললেন, গতকাল সারাদিন তোমার কথাটা ভেবেছি, তুমি রাইট, ফরাসত আলীও (এনআরবি ব্যাংকের চেয়ারম্যান) তাই বললো। বললাম, দাদা, সংস্কার ঠিক আছে, সংস্কারও চান, নেত্রীও চান। পরে তিনি তাই চেয়েছেন, কিন্তু তখন দেরি হয়ে গিয়েছিলো। ২০১৬-তে তিনি দু'বার আমেরিকা আসেন। শেষেরবার নিউইয়র্ক আসেননি। প্রথমবার একান্তে ডেকেছিলেন। একটি কাজ দিয়েছিলেন, সেটা সম্পন্ন করেছিলাম। সাক্ষী, দাদার একান্ত সচিব, কামরুল। কামরুলকে বলেছিলেন, আমাদের দুই কাপ চা দাও, তারপর যাও।

যেকেউ সুরঞ্জিত সেনগুপ্তকে পছন্দ নাও করতে পারেন, গালিগালাজ করতে পারেন, কিন্তু তাকে উপেক্ষা করার উপায় নেই। তিনিই বলতে পারেন, 'বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়েনা। আবার তারই উক্তি, 'শুটকীর হাটে বিড়াল চৌকিদার'।শেষবার তিনি আমাকে বলেছিলেন, শেখ হাসিনা একজনই, তার জায়গাটি তিনি নিজেই তৈরী করে নিয়েছেন, তার সমকক্ষ বাংলাদেশে আর কিছুই নেই। দাদার হৃদয়ে বঙ্গবন্ধুর আসনটি যেমন ছিলো সু-উচ্চ, তেমনি নেত্রীর প্রতি শ্রদ্ধার কোন ঘাটতি ছিলোনা। তবে দাদার আরো কিছুটা সন্মান প্রাপ্য ছিলো, আমরা তা দিতে ব্যর্থ হয়েছি। মারা যাবার পর দাদার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে যত কুৎসা রটনা হয়েছে, সেটা লজ্জাস্কর।  এমনকি সরকারের একজন জয়েন্ট সেক্রেটারি জাকিরুল ইসলাম এক স্ট্যাটাসে 'বিড়াল ও লবন' নিয়ে একটি গল্প ফেঁদেছেন। অবশ্য ফেইসবুকে সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে কটাক্ষ করায় গৌরনদীতে পুলিশ যুবলীগ কর্মী হাবুল খলিফাকে গ্রেফতার করেছে। 

আসলে দাদা চলে যাবার পর অনেক কথাই মনে পড়ছে। সেসব লিখতে গেলে মহাভারত হয়ে যাবে। দাদাকে কখনো ধর্ম নিয়ে কথা বলতে দেখিনি। যদিও বৌদি সারাক্ষন 'সন্তোষী মা'র' পুজো নিয়ে ব্যস্ত ছিলেন। 'হয়তো সতীর পুণ্যে পতির পুন্য' নীতি মেনেই বৌদি তা করতেন। মিডিয়ায় দেখলাম, তার লাগানো গাছ কেটেই তাকে দাহ করা হয়েছে। আমরা ক'জন গাছ লাগাই? মাটির সাথে এই নেতার সংযোগ নিবিড়। বাংলার মাটিতেই তিনি মিশে গেছেন। তার মৃত্যু 'নক্ষত্রের পতন'। এ শূন্যস্থান অপূর্ণই থেকে যাবে? শেষ করবো দাদার একটি ভাষণের কিয়দংশ শুনিয়ে, যেটি আমি প্রায়শ: বলে থাকি: এরশাদ তখন ক্ষমতাসীন। একদিন বায়তুল মোকাররমে এক সভা হচ্ছিলো। ভাষণ দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলছিলেন: নির্বাচন হলো ডাঃ কামাল ও বিচারপতি সাত্তারের মধ্যে। জনগণ ভোট দিলো ডাঃ কামালকে। জিতলেন বিচারপতি সাত্তার। আর--ক্ষমতায় বসলেন হুসাইন মোহাম্মদ এরশাদ--। এই হলো, সবার প্রিয় সুরঞ্জিতদা। 

শিতাংশু গুহ, কলাম লেখক।
৬ ফেব্রূয়ারি ২০১৭। নিউইয়র্ক।  



Another artical: 

মানুষকে এনালগে রেখে দেশ ডিজিটাল হলে লাভ কি?








__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] China takes side with a notorious Pakistani terrorist!



A marriage of convenience? Can it really justify such stupidity? Would China follow Pakistan until it gets hit by its own indigenous actors?


__._,_.___

Posted by: DeEldar <shahdeeldar@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Re: {PFC-Friends} Re: {NA Bangladeshi Community} Re: Islamic Sharia and Sharia law




"সাম্প্রদায়িকতা দূরীকরণে সবাইকে আন্দোলনে নামা উচিত"
ড. আবুল বারকাত।

কোন পথে বাংলাদেশ? যদি বলি, বাংলাদেশ ভুল পথে তাহলে কি আমার ভুল হবে? বাংলাদেশে সাম্প্রদায়িকতা আছে কি নেই এই বিতর্কের চেয়ে বড় প্রশ্নÑ এদেশে যদি সাম্প্রদায়িকতা না থাকত তাহলে সাম্প্রদায়িক হামলাগুলো হয় কি করে? কে করে, কারা করে, কী উদ্দেশ্য এই হামলাগুলো করে? এখানে সাম্প্রদায়িকতা নিজেই একটা বড় সমস্যা। আবার আছে উগ্রপন্থি। কেন আমরা মুক্তিযুদ্ধ করেছি, কেন এই দেশটিকে স্বাধীন করেছিলাম? এই সমাজকে বৈষম্যমুক্ত করব বলে। এখানে একটি অসাম্প্রদায়িক সমাজ হবে এই প্রত্যাশায় আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। এখানে হয়েছে অসাম্প্রদায়িক সমাজ? বৈষম্যমুক্ত সমাজ এখানে এখনো প্রতিষ্ঠিত হয়নি। হয়নি অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইচ্ছে পূরণও।

এদেশের অর্থনীতির পুরোটাই দুর্বৃত্তায়িত। রাষ্ট্রীয় মালিকানা বলে এখন কিছু নেই এখানে। কোনোকিছু করা হলেই এখানে প্রাইভেটাইজেশন করার জন্য উঠেপড়ে লেগে যাওয়া হয়। বাংলাদেশ এখন ভুল পথে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ এখন আর নেই। আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক হওয়ার চেষ্টা করেছিল। আওয়ামী লীগ কি এখন সেই পথে আছে?

পাঠ্যপুস্তকে আমরা এখন কি দেখি? ভুল, অশুদ্ধ, সাম্প্রদায়িকতা। পাঠ্যপুস্তক থেকে সাম্প্রদায়িকতা দূর করতে হলে, প্রতিরোধ করতে হলে গণজাগরণ মঞ্চসহ সকল ছাত্রসংগঠনের আন্দোলনে নামা উচিত। কারণ এই সাম্প্রদায়িকতা থাকলে পাঁচবছর পর আমরা শিশুদের মুক্তিযুদ্ধের কথা বলতে পারব না। বৈষম্যমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে জেগে উঠতে হবে।

 
এদেশের অর্থনীতির পুরোটাই দুর্বৃত্তায়িত। রাষ্ট্রীয় মালিকানা বলে এখন কিছু নেই এখানে। কোনোকিছু করা হলেই এখানে প্রাইভেটাইজেশন করার জন্য উঠেপড়ে লেগে যাওয়া হয়। বাংলাদেশ এখন ভুল পথে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ এখন আর নেই।  - - ->>>




From: mukto-mona@yahoogroups.com <mukto-mona@yahoogroups.com> on behalf of Sitangshu Guha guhasb@gmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>
Sent: Monday, February 6, 2017 10:04 AM
To: mukto-mona@yahoogroups.com
Subject: Re: [mukto-mona] Re: {PFC-Friends} Re: {NA Bangladeshi Community} Re: Islamic Sharia and Sharia law
 
 

শেখ হাসিনা আমাদের দেবী না, তিনি দেশের প্রধানমন্ত্রী। 
আমি স্বীকার করছি, আমি অনেক কিছু নাও জানতে পারি, তবে যে বিষয়ে কথা বলছি, সেটি আমি জানি এবং বেশ ভালোই জানি। বাদবাকি আপনি যা লিখেছেনা, ওসব অর্থহীন। সওগাত আলী সাগরের মত চিন্তা করতে শিখুন। একটু ভাবুন, অন্যরা কেমন করে শুধু আপনাদেরই সন্ত্রাসী বানাতে পারে, কিন্তু আমাদের পারেনা কেন? ধন্যবাদ। 


On Sun, Feb 5, 2017 at 3:01 PM, zainul abedin zainul321@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:
 
[Attachment(s) from zainul abedin zainul321@yahoo.com [mukto-mona] included below]

Nomoshker, Sitangshu Da,"

THanks,


"...কুয়েতকে নিয়ে নয় কেন? .... জনাব সাগর এরপর প্রশ্ন রেখেছেন, আচ্ছা বাংলাদেশে বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে, সরকার বা বিরোধীরা কি কখনো তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে? কঠিন প্রশ্ন!" Please ask your Devi Hasina!

"সওগত আলী সাগরের মিলিয়ন ডলার প্রশ্নের সদুত্তর দেয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেয়, তা বলার অপেক্ষা রাখে না। পরদিন তার পোস্টিংয়ের ওপর একজন জাহিদ আল-আমিন প্রশ্ন তুলেছেন যে, কুইবেক ঘটনার জন্য দায়ী সন্ত্রাসীকে কেন খ্রিস্টান বা শ্বেতাঙ্গ সন্ত্রাসী বলা হচ্ছে না, অথচ মুসলমানদের ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই সেটা বলা হয়ে থাকে? সওগত আলী সাগর এর উত্তরে বলেছেন, মুসলমানদের নামে ইসলাম ধর্মের বেশ কটি চরমপন্থী গ্রুপ আছে। তারা একটি আদর্শ প্রচার করছে। দেশে দেশে সেই আদর্শে উদ্বুদ্ধ হচ্ছে মানুষ। প্রায় সব হামলায় এরা দায় স্বীকার করছে। মুসলমানরা যে কয়টি স্থানে হামলা করেছে, সেগুলো সুনির্দিষ্ট একটি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে করেছে। এরপর তিনি প্রশ্ন করছেন, অন্যদিকে খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীদের কি কোথাও কোনো উগ্রপন্থি সংগঠন আছে? তারা কি কোনো উগ্রপন্থি আদর্শ প্রচার করছে? তাদের সেই আদর্শে কি অন্যরা উদ্বুদ্ধ হচ্ছে? তিনি নিজেই আবার এর উত্তর দিয়েছেন এবং বলেছেন, মুসলমানদের বাইরে এ পর্যন্ত অন্য ধর্মাবলম্বীরা যে কয়টি হামলা করেছে কোনোটার সঙ্গেই উগ্রপন্থি বা ধর্মীয় গ্রুপের সংশ্লিষ্টতা ছিল না। দুর্ভাগ্য হচ্ছে, মুসলমানদের নামে কিছু সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়েছে, অন্য ধর্মের নামে সেটি হয়নি।"
You are a media man! What's the size and impact of Kuwait (as tiny as your one county where you live in)! I am not a fan of these sold-outs/servants, who have "ropes" fastened around their necks! I know some Kuwaitis/Saudis, I tell them that!
You ("do not!") know the charisma of the worldwide media controlled by whom. I/we are against the so-called Muslim terrorists. You "do not" know how many million dollars were spent (in US-UK joint sponsorship) to exaggerate (or even make fake scenarios) some of the "radical events/crimes."
When governments are in action with radical programs why do you need radical groups in other religions (who elected Trump?). They have done their part, now he is and has to be in action. Even then, some groups are in actions--killings, burning!
Bhalo Thakun!
Zainul Abedin



On Sunday, February 5, 2017 1:24 PM, Sitangshu Guha <guhasb@gmail.com> wrote:



On Sun, Feb 5, 2017 at 1:52 PM, 'zainul abedin' via PFC-Friends <pfc-friends@googlegroups.com> wrote:
Salam,

Hindus, Buddhists also have better rights/position in Bangladesh, except some sporadic problems created by mostly Awamis!

Zainul Abedin


On Sunday, February 5, 2017 10:44 AM, 'javed helali' via PFC-Friends <pfc-friends@googlegroups.com> wrote:


Christians have more rights in BD than Muslims in Israel, Chechnya, China,Thailand,BURMA,etc etc.
 



From: Sitangshu Guha <guhasb@gmail.com>
To: pfc <pfc-friends@googlegroups.com>
Cc: zainul abedin <zainul321@yahoo.com>; BANGLADESH C.FORUM <bdesh_cul.forum@yahoo.com>; Bangla Press <banglapress@gmail.com>; Bangladesh Environment Network <BEN@listserv.cc.emory.edu>; Bangladesh Progressives <bangladesh-progressives@ googlegroups.com>; Bangladeshi Americans <bangladeshiamericans@ googlegroups.com>; Muazzam Kazi' via BDPANA <bdpana@googlegroups.com>; New England Bnp <bnp.newengland@yahoo.com>; "bisneboston@gmail.com" <bisneboston@gmail.com>; "nabdc@googlegroups.com" <nabdc@googlegroups.com>; "ne_awamileague@yahoo.com" <ne_awamileague@yahoo.com>
Sent: Sunday, February 5, 2017 9:21 AM
Subject: Re: {PFC-Friends} Re: {NA Bangladeshi Community} Re: Islamic Sharia and Sharia law

Inline image 1

On Sat, Feb 4, 2017 at 11:26 PM, Rezaul Karim <rezaulkarim617@gmail.com> wrote:
  • Dear Zainul Bhai,
  • I thought it was pretty convincing. 
  • According to the author, Sharia didn't come from any references of Hadith or the holy Quran but it's based on them.  He convincingly stated how it came about when the  early Islamic scholars gave legal rulings using Ijtihad   by interpreting the two legal sources , the Quran & the Sunnah..
  • Here is his contact info if you would like to refer your observation directly to him
  • Email: aannaim@emory.edu
  • Phone: 404.727.1198

On Sat, Feb 4, 2017 at 8:25 PM, 'zainul abedin' via North America Bangladeshi Community <nabdc@googlegroups.com> wrote:
Salam, Karim bhai,

I am not convinced. This article did not consult the very basics of authentic (Sahih) Hadis and other scholars.

Khoda Hafez,

Zainul Abedin



On Saturday, February 4, 2017 12:48 PM, Rezaul Karim <rezaulkarim617@gmail.com> wrote:


Dear All,

I found this, an excellent article on Islamic Sharia and Sharia law
InsaAllah, it would clarify many of the apprehensive uneasiness that many of us, Muslims or Non Muslims have.
I hope it would help us  to have a better understanding of not only Sharia, but about other distinct characteristics of Islam as well.. 
Thank You.

Rezaul karim


--
--
* Disclaimer: You received this message because you had subscribed to the Google Groups "Bangladeshi-Americans Living in New England". Any posting to this group is solely the opinion of the author of the messages to BangladeshiAmericans@googlegro ups.com who is responsible for the accuracy of his/her information and the conformance of his/her material with applicable copyright and other laws where applicable. The act of posting to the group indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator(s). To post to this group, send email to BangladeshiAmericans@googlegro ups.com.
To unsubscribe from this group, send email to BangladeshiAmericans-unsubscri be@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/ group/BangladeshiAmericans?hl= en ].

---
You received this message because you are subscribed to the Google Groups "Bangladeshi-Americans Living in New England" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangladeshiamericans+unsubscri be@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/op tout.


--
You received this message because you had subscribed to the Google Groups "North America Bangladeshi Community forum". Any posting to this group is solely the opinion of the author of the messages to nabdc@googlegroups.com who is responsible for the accuracy of his/her information and the conformance of his/her material with applicable copyright and other laws where applicable. The act of posting to the group indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator(s). To post to this group, send email to nabdc@googlegroups.com.
---
You received this message because you are subscribed to the Google Groups "North America Bangladeshi Community" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nabdc+unsubscribe@googlegroups .com.
Visit this group at https://groups.google.com/grou p/nabdc.
For more options, visit https://groups.google.com/d/op tout.

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@ googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/ optout.



--
Sitanggshu Guha
--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@ googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/ optout.


--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@ googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/ optout.


--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@ googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/ optout.



--
Sitanggshu Guha
--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.





--
Sitanggshu Guha



__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {PFC-Friends} সুরঞ্জিত সম্বন্ধে ফখরুল ও খালেদার বক্তব্য



Farida Majid

 কখনও, মূহুর্তের জন্যেও, আমি সুরঞ্জিত দা'র নামে "ট্রেনের কালোবিড়াল" কুৎসা বিশ্বাস করিনি। 

 I loved and admired Suranjit da.!  

He too appreciated my patriotic writings published in journals. 

May his soul rest in peace. 




From: pfc-friends@googlegroups.com <pfc-friends@googlegroups.com> on behalf of RANU CHOWDHURY <ranu51@hotmail.com>
Sent: Tuesday, February 7, 2017 2:10 AM
To: Rezaul Karim; pfc-friends@googlegroups.com
Cc: LA Discussion; nabdc@googlegroups.com; Bangladeshi Americans; Bangladesh Progressives; Muazzam Kazi' via BDPANA; bangla-vision@yahoogroups.com; BANE EC; Bangla Press; BANGLADESH C.FORUM
Subject: Re: {PFC-Friends} সুরঞ্জিত সম্বন্ধে ফখরুল ও খালেদার বক্তব্য
 

I understand the frustration of Mr. Qamaruddin Chowdhury. He is not alone.


BNP has many weaknesses and committed umpteen blunders (non participation of January 5 farce is not one). We in this forum have been pointing out over and over again those issues with concrete suggestions to fix them, but with no avail. I believe Jalal Khan's has been one such forceful voice. Even on the late Suranjit, he commented: "BNP statements were too innocent, too dull n docile, servile n slavish." However, I at times cannot go with his strong loyalty to KZ and TZ.


Whether we like it or  not, BNP still remains the only alternative, and potentially the potent force, to the BAKSALi fascism. It's grass root support is strong. But the problem is in its leadership, that includes Begum Khaleda Zia. It has waned, deteriorated. KZ is no more the uncompromising leader people had seen in the late 1980s and early 1990s. Her physical condition does not seem to be conducive either to undertake very dynamic political activities. It is pointed out that her loss of husband and one son and near loss of the other might have made her mind and resolve weak, and that she was not expected to "swim with her hands and feet tied." Frankly, I don't agree with these arguments. If one is a leader, one needs to rise above those handicaps. Recently, Mina Farah wrote a very strong piece suggesting that KZ should have taken those personal losses or impediments as challenge to face the ruling fascism, and I agree. Alas, that does not seem to be coming. KZ should also remember that she is facing a leader who has not been seen sneezing even once since her release from "Jail" in 2008, and has remained omni visible. As such, I am coming close to Mr. Gani who strongly advocate "Minus Two." We also need to come out of the notion of "indispensability" factor. To me, while indispensability of the party (BNP) is true, its leadership is not.  



From: 'qamruddin chowdhury' via PFC-Friends <pfc-friends@googlegroups.com>
Sent: Monday, February 6, 2017 6:41 PM
To: pfc-friends@googlegroups.com; Rezaul Karim; pfc-friends@googlegroups.com
Cc: LA Discussion; nabdc@googlegroups.com; Bangladeshi Americans; Bangladesh Progressives; Muazzam Kazi' via BDPANA; bangla-vision@yahoogroups.com; BANE EC; Bangla Press; BANGLADESH C.FORUM
Subject: Re: {PFC-Friends} সুরঞ্জিত সম্বন্ধে ফখরুল ও খালেদার বক্তব্য
 
'Beimaan'  BNP should be rejected by all its timid followers, dr jalaluddin included in spite of his patriotism, for this very conciliatory BNP position on the truth.  Truth is bitter but swallowing bitter truth is infinitely better than hypocracy and false so called diplomacy.  Muslims are destroyed for their support of all falsehood and hypocracy.


On Mon, Feb 6, 2017 at 12:59 PM, Rezaul Karim
<rezaulkarim617@gmail.com> wrote:

Assalamualaikum, Brothers & sisters;

Let's see what our holy Quran says about someone who was not Muslim & who was hateful of Islam & Muslims;

Sura At-Tawba, (9) Ayat 80: Ask forgiveness for them, [O Muhammad], or do not ask forgiveness for them. If you should ask forgiveness for them seventy times - never will Allah forgive them. That is because they disbelieved in Allah and His Messenger, and Allah does not guide the defiantly disobedient people.

9-84; And do not pray [the funeral prayer, O Muhammad], over any of them who has died - ever - or stand at his grave. Indeed, they disbelieved in Allah and His Messenger and died while they were defiantly disobedient.

Please open the following link to learn more,
May Allah Guide us all to know his Deen. Ameen

https://quran.com/9/80


~ Rezaul Karim

2017-02-06 11:24 GMT-05:00 Outlook Team <zoglul@hotmail.co.uk>:

From: Zoglul Husain (zoglul@hotmail.co.uk)


সুরঞ্জিত সম্বন্ধে ফখরুল ও খালেদার বক্তব্য 

(আমার মন্তব্য)


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের জীবনাবসানে, মরদেহে শ্রদ্ধা জানানোর সময় ফখরুল, সুরঞ্জিতকে "সৎ ও নিষ্ঠাবান" বলে আখ্যায়িত করেন। অপর দিকে, খালেদা এক বিবৃতিতে বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য সুরঞ্জিত সেনগুপ্ত যে অবদান রেখেছেন, তা জাতি কোনোদিন ভুলবে না। 


এ বক্তব্য দুটি, বিরোধীমহলের কেউ কেউ রাজনৈতিক সৌজন্য ও মহানুভবতার বিরল দৃষ্টান্ত হিসাবে দেখেন, আবার অনেকে বলেন তা অন্য কাউকে সন্তুষ্টির প্রচেষ্টা। 


সুরঞ্জিতের "সততা" প্রসঙ্গেঃ সুরঞ্জিত রেলমন্ত্রী থাকা কালীন ৪০০ কোটি টাকা দুর্নীতির খবর কাগজে বেরিয়েছিল, এবং তার নিজের ভাগের এক দফায় ৭০ লাখ টাকা, ঢাকার জিগাতলায় তার বাসার কাছে, হাতে নাতে ধরা পড়ায় তার রেলমন্ত্রীত্ব যায়, যদিও বাইরের প্রভাবে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা হয়। তখন থেকে তিনি জাতীয়ভাবে 'কালো বিড়াল' বলে পরিচিত হন। কারো কারো মতে এই দুর্নীতি ধামাচাপা দেবার অপচেষ্টায় ইলিয়াস আলীকে গুম করা হয়। সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, তিনি কয়েকশ' একর জমি দখল করে আত্মসাত করেছিলেন এবং দখলকৃত একটি জমিতে 'সেন মার্কেট' নামক একটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করেছেন। তা ছাড়া তার বক্তব্যঃ "মসজিদ মাদ্রাসা বন্ধ না করলে অরাজকতা থামবেনা", "ধার্মিক হলে এদেশ ছেড়ে সৌদি আরব চলে যান" ইত্যাদি খুবই নিন্দনীয়, এবং তা কোনোক্রমেই সমর্থন করা যায় না। তার দুর্নীতি সম্বন্ধে ভারত-বাকশাল কাগজ 'সমকাল'-এ দেখুনঃ সাবেক সাংসদের সংবাদ সম্মেলনঃ   

ওয়াকফ ও অর্পিত সম্পত্তি দখলের অভিযোগ সুরঞ্জিতের বিরুদ্ধে 

http://archive.samakal.net/pri nt_edition/details.php?news=17 &action=main&menu_type=&option =single&news_id=251880&pub_no= 1023&type=&view=archiev&y= 2012&m=04&d=14 


স্বাধীনতা সংগ্রামে সুরঞ্জিতের ভূমিকা প্রসঙ্গেঃ আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রধানতঃ তিনটি রাজনৈতিক শক্তিবর্গ কাজ করেছেঃ

 

(১) পাকিস্তান-আমেরিকাঃ যারা সামরিক অভিযান ও গণহত্যার মাধ্যমে বিদ্রোহ দমন করতে চেয়েছিল, (২) ভারত-সোভিয়েত রাশিয়াঃ যারা পাকিস্তান বিভক্ত করে বাংলাদেশকে ভারত-রাশিয়ার অধীন একটি করদ রাজ্য বানাতে চেয়েছিল, এবং (৩) বাংলাদেশের ব্যাপক জনগণ ও দেশপ্রেমিক সেনাবাহিনী যারা উপরের দুই পক্ষের কাছে নতি স্বীকার না করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে সকল দেশের সঙ্গে বিজয়-বিজয় সম্পর্ক রাখতে চেয়েছিল।  

 

ভাসানী ও জিয়া সহ বাংলাদেশের সকল দেশপ্রেমিক উপরোক্ত ৩য় শক্তিবর্গে অবস্থান করেন। সুরঞ্জিত ছিলেন উপরোক্ত ২য় শক্তিবর্গে, যার আজীবন লক্ষ্য ছিল বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানো। 


আওয়ামী ফ্যাসীবাদ সম্পর্কেঃ হাসিনা সরকারের তিনটি বড় হত্যাকাণ্ড (বিডিআর, জামাত ও হেফাজাতের উপর), নির্বিচার হত্যা, সন্ত্রাস, গুম, নির্যাতন, নিপীড়ন, হামলা-মামলা, সীমাহীন দুর্নীতি, ইত্যাদি এবং সর্বোপরি বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়া, - এগুলি গণতন্ত্র নয়, বরং এগুলি অত্যন্ত বর্বর ও নগ্ন ফ্যাসিবাদ এবং নিখাদ তাঁবেদারি।  

গত ১৯ মার্চ ২০১৬ বিএনপি কাউন্সিলে ফখরুল বলেন, "গত কয়েক বছরে সরকারের দমন-পীড়ন ও পুলিশ এবং সরকারি দলের সন্ত্রাসীদের গুলিতে বিএনপির ৫০২ জন নেতা-কর্মী নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে ২২৩ জন নেতা-কর্মী অপহৃত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চার হাজার। জেল খেটেছেন প্রায় ৭৫ হাজার। প্রায় ২৪ হাজার মামলা হয়েছে এবং এতে চার লাখ ৩০ হাজার জনকে আসামি করা হয়েছে। মিথ্যা মামলায় ৫০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।" 





--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@google groups.com.
For more options, visit https://groups.google.com/d/op tout.

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___