Banner Advertiser

Tuesday, March 24, 2015

[mukto-mona] সহিংসতায় ছয়মাসে ক্ষতি ৪৯ হাজার কোটি টাকা



bangla

সহিংসতায় ছয়মাসে ক্ষতি ৪৯ হাজার কোটি টাকা

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2014-01-25 21:02:05.0 BdST Updated: 2014-01-25 21:13:56.0 BdST


রাজনৈতিক সহিংসতায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থনীতিতে ৪৯ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ।

শনিবার ধানমণ্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা ক্ষতির এই হিসাব তুলে ধরেছে সিপিডি।

এছাড়া অর্থবছর শেষে দেশের জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশের বেশি হবে না বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে সিপিডির পর্যালোচনা প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয়মাসে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতায় অর্থনীতির চার খাতে মোট ৪৯ হাজার ১৮ কোটি টাকার ক্ষতি হয়েছে, যা মোট দেশজ আয়ের চার দশমিক ৭ শতাংশ।

এই সময়ে দেশে ৫৫ দিন হরতাল ও অবরোধ পালিত হয়েছে বলে জানান তিনি।

জুলাই-ডিসেম্বর সময়ের তথ্য উপাত্তের ভিত্তিতে 'বাংলাদেশ অর্থনীতি-২০১৩-১৪' শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, অর্থবছর শেষে দেশে ৫ দশমিক ৬ থেকে ৫ দশমিক ৮ শতাংশ জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি অর্জিত হবে।

বিশ্ব ব্যাংক বলেছে, এবার বাংলাদেশে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতে, ৫ দশমিক ৫ শতাংশ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অবশ্য জোর দিয়ে বলেছেন, নানা বাধা-বিপত্তি সত্ত্বেও চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশের কম হবে না। যদিও ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ ধরা আছে।

অর্থবছরের প্রথমার্ধে চার খাতের আর্থিক ক্ষতির যে হিসাব সিপিডি তুলে ধরেছে, তাতে রেল ও সড়ক যোগাযোগ খাতে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি; ১৬ হাজার ৬৮৯ কোটি টাকা।

বাকি তিন খাতের মধ্যে কৃষি ও কৃষিজাত শিল্প খাতে ১৫ হাজার ৮২৯ কোটি টাকা, রপ্তানিমুখী বস্ত্রশিল্পে ১৩ হাজার ৭৫০ কোটি এবং পর্যটন খাতে দুই হাজার ৭৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এসময় আরো উপস্থিত ছিলেন গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন, পরিচালক (সংলাপ ও যোগাযোগ) আনিসাতুল ফাতেমা ইউসুফ, অতিরিক্ত গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম ও রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

মোস্তাফিজুর রহমান বলেন, "জনপ্রত্যাশা ও অর্থনীতির শক্তির ভিত্তিতে উচ্চ প্রবৃদ্ধির যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল সেটি হারিয়ে গেছে। উচ্চ প্রবৃদ্ধির সেই ধারা ফিরিয়ে আনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।"

প্রতিবেদনে স্বল্পমেয়াদে অর্থনীতিকে গতিশীল করতে সিপিডির পক্ষ থেকে চার দফা সুপারিশ তুলে ধরা হয়।

এগুলো হল- সরকারের আয়-ব্যয়ের কাঠামো দ্রুত ও বাস্তবতার ভিত্তিতে পুনঃনির্ধারণ করা, বোরো চাষ ও ক্ষতিগ্রস্ত গ্রামীণ অর্থনীতিকে প্রণোদনা প্রদান, রপ্তানিমুখী শিল্পসহ রাজনৈতিক সহিংসতায় যেসব শিল্প লোকসানে পড়েছে সেগুলোকে সহায়তা এবং বিনিয়োগকে উৎসাহিত করতে নীতি অনিশ্চতয়তা দূর করা।

বিনিয়োগ বাড়াতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রাজস্ব খাত

সংস্থাটির পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, অর্থবছরের প্রথমার্ধে রাজনৈতিক সহিংসতায় শিল্প, অর্থনীতি ও সেবা খাতের কর্মকাণ্ডের শ্লথ গতির কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি বছর ২৫ দশমিক ৩ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরলেও প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ১৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

একারণে বছর শেষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না উল্লেখ করে বলে প্রতিবেদনে বলা হয়, "এনবিআরের লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করতে হলে বছরের বাকি সাত মাসে প্রায় ৩১ শতাংশ হারে প্রবৃদ্ধি ঘটাতে হবে, যা অত্যন্ত দুরূহ কাজ।"

সিপিডির মতে, রাজস্ব আদায় কমার পাশাপাশি সরকারি ব্যয়ও হ্রাস পেয়েছে। আর তাই সরকারের আয়-ব্যয় কাঠামোটি বাস্তবতার ভিত্তিতে দ্রুত পুনঃনির্ধারণ করতে হবে। উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে বড় ও এবছর সমাপ্য প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

কৃষি খাত

আউশ ও আমনের প্রবৃদ্ধিকে সন্তোষজনক উল্লেখ করলেও বোরোতে প্রবৃদ্ধি অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সিপিডি। কিছুটা বিলম্বে শুরু হওয়া বোরো বপন বা রোপণের কাজটি এখনও চলমান। এখন প্রয়োজনীয় উপকরণ যথাযথ ও সঠিক সময়ে সরবরাহের মাধ্যমে চাষের নিশ্চয়তা দিতে হবে।

"সেসঙ্গে ক্ষতিগ্রস্ত গ্রামীণ অর্থনীতির সহায়তায় প্রণোদনার ব্যবস্থা করতে হবে। পোলট্রি শিল্পের ক্ষতি পোষাতে এ খাতের ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা দিতে হবে," বলা হয় প্রতিবেদনে।

ব্যাংক খাত

সংস্থাটির পর্যালোচনায় আরো বলা হয়, ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বা অলস অর্থের পরিমাণ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টাকা নিয়ে ব্যাংকগুলো বসে আছে।

গত অক্টোবর শেষে ব্যাংক খাতে ৮৬ হাজার কোটি টাকা উদ্বৃত্ত তারল্য রয়েছে। এর ফলে ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনার ব্যয় (কস্ট অব ফান্ড) বেড়ে যাচ্ছে, যা সুদের হারে প্রভাব ফেলছে।

বিভিন্ন খাতে প্রণোদনা দিতে গিয়ে দায় যেন ব্যাংকের ওপর এসে না পড়ে সেজন্য আলাদা তহবিল গঠনের পরামর্শ দিয়েছে সিপিডি।

রপ্তানি খাত

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হলেও রপ্তানির ক্ষেত্রে সরকারের বাজারভিত্তিক নজরদারি প্রয়োজন বলে মনে করে সিপিডি।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হলেও সেটির কোনো নেতিবাচক প্রভাব প্রবৃদ্ধিতে পড়েনি। ব্যয় বাড়লেও এ খাতের ব্যবসায়ীরা আকাশপথে পণ্য সরবরাহের মাধ্যমে রপ্তানির বাজার ধরে রেখেছে। এতে তাদের লাভের পরিমাণ কমেছে।














__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

FW: [mukto-mona] Fw: [KHABOR] "বাংলাদেশকে হারানো হয়েছে" - প্রধানমন্ত্রী



You must read these comments those who are undermining our strong team and our gallant golden boys.. Come on wake up. Break the prison of your inferiority complex for your own freedom.  Don't worry about the team- the team is born free and with wide open wings.
 
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এবার বিশ্বকাপে বাংলাদেশ অসাধারণ খেলেছে। সিডনিতে গতকাল অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি বাংলাদেশের সাংবাদিকদের এ কথাই বললেন। ভারত-অস্ট্রেলিয়ার সেমিতে কার জেতার সম্ভাবনা রয়েছে, এ প্রসঙ্গে ব্রেটলি বলেন, দুই দলের শক্তি প্রায় সমান। এমন টেনশনপূর্ণ ম্যাচে কে যে জিতবে বলা মুশকিল। বাংলাদেশের কথা উঠতেই তিনি বলেন, ক্রিকেটে দেশটি আগে থেকেই ভালো খেলছে। তারপরও কোনো ধারাবাহিকতা ছিল না। দেখা যেত এক ম্যাচ ভালো খেললেও পরের ম্যাচে শোচনীয় হার মানছে। কার্ডিফে আমরা বাংলাদেশের কাছে হেরেছিলাম। সেই ম্যাচে আশরাফুলের অসাধারণ ব্যাটিং এখনো মনে রয়েছে। বাংলাদেশের কাছে সব শক্তিশালী দলই হার মেনেছে। কিন্তু এবারে বিশ্বকাপে মাশরাফিরা যে নৈপূণ্য প্রদর্শন করেছে তা সত্যিই অসাধারণ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে দক্ষতার স্বাক্ষর রেখেছে। ভারতের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেছে। ম্যাচে আম্পায়ারিং নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেছে। আমি এ নিয়ে কিছুই বলব না। কারণ ভুল বা ইচ্ছাকৃত মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে এটা বলব বাংলাদেশ যদি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে শেষ আটে শেষ নয়। বাংলাদেশ সামনে বিশ্বকাপ জয় করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। - See more at: http://www.bd-pratidin.com/sports/2015/03/25/70571#sthash.q8oDvJFv.dpuf
 

From: mushrafi@hotmail.com
To: mukto-mona@yahoogroups.com
Subject: RE: [mukto-mona] Fw: [KHABOR] "বাংলাদেশকে হারানো হয়েছে" - প্রধানমন্ত্রী
Date: Tue, 24 Mar 2015 22:55:03 +0000

Here you again defending the rigging and corruption in recent cricket which was pretty obvious in Bangladesh -India game in Melbourne on 19 March. Those were present in the MCG on the day they felt it very strongly. No matter from which country he or she from. I met an Japanese-American in Melbourne who was watching the cricket on the day in the MCG. He did not know initially from which country I am from. He expressed his experience this way, " the entire stadium and the environment was set for Indians."
 
Moreover, Ricky Pontine and one  of the cricket Vattern of Srilankan have clearly criticized the umpiring and the outcome. Ricky Pontine even said that if there will be a game again Bangladesh will wine. There are many more such comments in the cricket world currently.
 
Therefore, here is the old problem. Some one become expert of everything and passing comments without the base of it. An  inferiority complex is another issue here which defies even the reality of the day. nobody mind if some one has for himself such complex. But for the nation? and on the world stage?  No way.....man.
 

 

From: mukto-mona@yahoogroups.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Tue, 24 Mar 2015 00:12:19 +0000
Subject: Re: [mukto-mona] Fw: [KHABOR] "বাংলাদেশকে হারানো হয়েছে" - প্রধানমন্ত্রী

 
If you think that the game is already rigged, why bother playing the game? Let Indians bake their cake and eat? Who cares? But we all love to make some money from playing cricket? Don't we? Umpire errors are not uncommon in a match.and this one is not going to be last one. If we have to believe that money is in play, then Indians have already paid handsomely to all other teams to advance to the semifinal? You think that is what has been going on with the cricket for last thirty years? Why would Australia, England, Pakistan, Srilanka, South Africa and Kiwis would agree with such notorious scheme? This is another ludicrous conspiracy theory.
Let face it, Bangladesh is not major cricketing country yet by any standard if we go by the stat. It has very poor record against all major cricketing teams. As Bangladeshi, we do not need to be too emotional about our capability. Bangladesh has played better but not good enough to win any world cup yet.
FYI, there will be no replay of any game. Umpires are Gods of cricket. Indians might get the same unfavorable decisions against them as it has happened before. No team is immune from poor umpiring. That is cricket life!




On Sunday, March 22, 2015 8:37 PM, "Subimal Chakrabarty subimal@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
It has been proved that the umpires did injustice to Bangladesh team. 
Bangladesh defeated india, Pakistan, and England. Bangladesh had been playing well pretty consistently. Probably money talked. I hope there would be an investigation and Bangladesh would be given an opportunity to play again against India. 

Sent from my iPhone

On Mar 22, 2015, at 12:10 PM, Shah Deeldar shahdeeldar@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 
Please stop being such deaf, dumb and blind. Qualitatively, Bangladesh has been a weak team and barely could win one or two games by pure luck against the top teams. Never seen much consistency with Bangladesh batting or bowling and suddenly Indians needed to arrange a Bangladeshi defeat with Indian money? I am sorry Sir, I do not believe in such outlandish theory. We should be patriotic but not to this extent that PM has shown. Pretty idiotic statement as far as I can judge. Bangladesh team has long way to go. It needs to play far better than finding excuses with the others.
 




On Sunday, March 22, 2015 12:48 PM, "Muhammad Ali man1k195709@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 


On Sunday, March 22, 2015 12:14 PM, "Gonojagoron Moncho projonmochottar@gmail.com [khabor]" <khabor@yahoogroups.com> wrote:


 
বিশ্বের সকল ক্রিকেট-প্রেম দেশের সকল পত্রিকার প্রথম পৃষ্ঠায় সংবাদ শিরোনামা " বাংলাদেশকে হারানো হয়েছে" - বাংলাদেশের প্রধানমন্ত্রী। আম্পায়াররা ভুল সিদ্ধান্ত না দিলে বাংলাদেশ ভারতকে হারাতে পারতো বলে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে যেভাবে হারানো হয়েছে তা সবাই বিশ্ববাসী দেখেছে বলে ক্রিকেট দলের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন তিনি। "তোমরা মন খারাপ করবে না। ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ জিতবে। বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে।" একেই বলে বঙ্গবন্ধু কন্যা, আমাদের আপা - আমাদেরই নেত্রী। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্য কথা বলতে একটুও শঙ্কিত হননি , সহসাই বলেছেন : "বাংলাদেশকে হারানো হয়েছে।" এই ছলনার জিতাতে ইন্ডিয়া কি খুশি ? বাংলাদেশ কি হারলো না জিতলো ? বরং হেরে গেল ক্রিকেট। এখন বার বার মনে পরছে সেই গানটি আর তাই গেয়ে উঠলাম "যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।"
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু , জয় বঙ্গবন্ধু কন্যা, জয় হোক বাংলার টাইগারদের ।











__._,_.___

Posted by: Mohammad Mushrafi <mushrafi@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] অবরোধ–হরতালে পেট্রলবোমা হামলা : দগ্ধ মানুষের সীমাহীন কষ্ট .....



অবরোধ–হরতালে পেট্রলবোমা হামলা
দগ্ধ মানুষের সীমাহীন কষ্ট
নিজস্ব প্রতিবেদক | আপডেট:  | প্রিন্ট সংস্করণ

চলমান অবরোধ-হরতালে সহিংসতায় নিহত ১২৮ জনের মধ্যে ৭২ জনই পেট্রলবোমা ও আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। আর দগ্ধ হয়ে যাঁরা বেঁচে আছেন, তাঁরাও দীর্ঘ মেয়াদে চিকিৎসার ব্যয়ভার নিয়ে চিন্তিত। কষ্টে আছেন নিহত ব্যক্তিদের স্বজনেরাও। সব মিলিয়ে তাঁরা এখন অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় দিন কাটাচ্ছেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধের ৭৯তম দিন আজ বুধবার। এর পাশাপাশি বিরতি দিয়ে হরতাল। পেট্রলবোমায় দগ্ধ হয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন ১৮১ জন। মারা গেছেন ১৯ জন। এখনো চিকিৎসাধীন ২৮ জন। তাঁদের মধ্যে সাতজন নিবিড় পরিচর্যা কেন্দ্র ও সার্বক্ষণিক পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। চিকিৎসাধীন দগ্ধ রোগীদের পাশেই তাঁদের স্বজনদের চোখেমুখে এখন উদ্বেগ-উৎকণ্ঠা ও অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা।

ভাগ্য ফেরাতে কাতার যাওয়ার জন্য কক্সবাজার থেকে ঢাকায় আসছিলেন রাশেদুল ইসলাম (২৮)। টাকা জোগাড় করেছিলেন ভিটা বন্ধক রেখে। পথে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলা কেড়ে নিয়েছে তাঁকেই। তাঁকে হারিয়ে স্ত্রী, দুই ছেলে আর বিধবা মায়ের দিন কাটছে চরম কষ্টে।

মানবেতর দিন কাটছে সিলেটের নিহত ট্রাকচালক বকুল দেবনাথ, কুড়িগ্রামের বাদাম-বিক্রেতা রহিম বাদশা, বগুড়ার জাহাঙ্গীরের পরিবারেরও। নিহত ব্যক্তিদের বেশির ভাগের পরিবারের অবস্থা একই রকম। শোকের ভারের মতো কোনো কোনো পরিবারে চেপে বসেছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার বোঝাও।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জুলফিকার আলী বলেন, পেট্রলবোমায় দগ্ধদের চিকিৎসার দায়দায়িত্ব সরকার নিয়েছে। ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। এ টাকা ব্যাংকে জমা থাকবে এবং মাসে মাসে সবাই নির্দিষ্ট একটা অঙ্কের টাকা হাতে পাবেন। এ ছাড়া দগ্ধ হওয়ার পরপরই প্রত্যেককে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে, চিকিৎসাও বিনা মূল্যে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পর্যন্ত প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকার সঞ্চয়পত্র হাতে পেয়েছেন ৩৬ জন। চিকিৎসাধীন ব্যক্তিদের প্রায় প্রত্যেকে হাসপাতালে থাকার সময় লাখ খানেক টাকা হাতে পেয়েছেন। চিকিৎসা বিনা মূল্যে হলেও দগ্ধ মানুষদের সেরে উঠতে প্রচুর পুষ্টিকর খাবার খেতে হয়। একেকজন রোগীকে কেবল ডিমই খেতে হয় ৬ থেকে ২০টি পর্যন্ত। এক মাসেরও বেশি সময় রোগীর সঙ্গে হাসপাতালে থাকতে হয়েছে বা হচ্ছে স্বজনদের। এই থাকার খরচ জোগাতে দানের টাকা ভাঙতে হয়। ফলে তাঁরা যখন হাসপাতাল ছাড়ছেন, তখন অবশিষ্ট থাকছে কম টাকাই। অথচ চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়া এসব রোগীকে দু-তিন বছর পর্যন্ত নিয়মিত চিকিৎসা নিতে হবে। দরিদ্র এবং পেট্রলবোমায় কর্মক্ষমতা হারিয়ে ফেলা মানুষের পক্ষে এত দিন চিকিৎসার খরচ জুগিয়ে চলাও অসম্ভব বলে জানান স্বজনেরা।

কষ্টে আছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা: কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হন কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রাশেদুল ইসলাম। পরদিন তিনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান। গত রোববার গোবিন্দপুর গ্রামে গিয়ে কথা হয় তাঁর স্ত্রী সুমি আক্তারের (২২) সঙ্গে। তিনি বলেন, গ্রামে খেতমজুরি করতেন রাশেদুল। ওই আয়ে মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পাঁচজনের সংসার ঠিকমতো চলত না বলে ভাগ্য ফেরাতে কাতার যাওয়ার সিদ্ধান্ত নেন রাশেদুল।

রাশেদুলের স্বজনেরা জানান, কাতার যেতে রাশেদুল ৩ লাখ ৩০ হাজার টাকা জোগাড় করেন। এর মধ্যে জমানো ছিল ৬০ হাজার টাকা। ভিটা বন্ধক রেখে জোগাড় করেছিলেন বাকিটা। সুমি জানান, কখনো ভাবতেও পারেননি স্বামীহারা হবেন। তাঁর চার ও দুই বছর বয়সী ছেলেদের কাছে আর কখনো জীবিত ফিরবে না তাদের বাবা। রাশেদুল যাওয়ার আগে খেতে মরিচ বুনেছিলেন, সেই মরিচ বিক্রি করে সংসার চলছে। সামনের দিন কীভাবে কাটবে, তা জানেন না তিনি। ঘরভিটা বন্ধক, এটি হারালে কোথায় যাবেন, তা-ও অজানা।

সুমি বলেন, 'প্রধানমন্ত্রী পেট্রলবোমায় নিহত প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ টাকা দেবেন বলেছেন। এখনো ওই টাকা পাইনি।'

রাশেদুলের সঙ্গে পেট্রলবোমা হামলার ঘটনায় প্রাণ হারান একই গ্রামের আবু ইউছুফ ও একই উপজেলার হারবাং ইউনিয়নের গাইনাকাটা গ্রামের আবু তাহের। তাঁরাও কাতার যাচ্ছিলেন। তাঁদের পরিবারও অভাব-অনটনে জর্জরিত। বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়া উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলে পেট্রলবোমায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে দিয়েছেন।

ঋণের ভারে জর্জরিত সিলেটে পেট্রলবোমায় নিহত ট্রাকচালক বকুল দেবনাথের (৩৫) পরিবার। সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় গত ১৯ জানুয়ারি রাতে পেট্রলবোমা হামলায় দগ্ধ হন তিনি। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৭ জানুয়ারি।

বকুল দেবনাথের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার শশারকান্দি গ্রামে। অন্তঃসত্ত্বা স্ত্রী নীলিমা দেবনাথ, ছেলে নিলয় দেবনাথ ও ছোট ভাই রন্টু দেবনাথকে নিয়ে ছিল তাঁর সংসার। তিনিই ছিলেন পরিবারের চালিকাশক্তি। তাঁকে অকালে হারানোর শোক আর অর্থসংকটে দিন কাটছে পরিবারটির। রন্টু জানান, ভাই মারা যাওয়ার পর সাকল্যে ৪২ হাজার টাকা পেয়েছিলেন। আর ট্রাক কিনতে ভাই ঋণ নিয়েছিলেন ৩৫ লাখ টাকা। সেই ঋণের সুদও রয়েছে, রয়েছে পরিবারের সদস্যদের খরচ। ট্রাকটি এখনো পোড়া অবস্থায় রয়েছে। দেনা নিয়ে ওসমানীনগরের ইউএনও বরাবর লিখিত আবেদন করেছেন তাঁরা। শেষ পর্যন্ত ঋণ মওকুফ হবে কি না, জানেন না। রাজনৈতিক পরিস্থিতি ভালো হলে ছেলেকে স্কুলে পাঠাবেন বলেছিলেন বকুল। সেই কথা মনে হলে কাঁদেন নীলিমা। নীলিমা বলেন, 'এই রাজনীতি আর কাটবনি, কাটলেও বা আমার ছেলে তো আর তার বাপরে ফিইরা পাইত না।'

ভালো নেই কুড়িগ্রামের উলিপুরের বাদাম-বিক্রেতা রহিম বাদশার (৪৮) পরিবারও। ১৩ জানুয়ারি মা রহিমা বেগমকে (৬৮) সঙ্গে করে বিশ্ব ইজতেমায় আসছিলেন। মা-ছেলে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। তিন সন্তানের বাবা রহিম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর স্ত্রী নিলুফা বেগম বলেন, 'খুব কষ্টে চলছি। জানি না কী করব। সরকার থেকে ৭০ হাজার টাকা দিয়েছিল। লাশ আনা, দাফন ও অন্যান্য বাবদ ২০ হাজার টাকা খরচ হয়। স্বামীর দেনা ছিল ৪০ হাজার টাকা, তা শোধ করেছি। বাকি টাকায় কোনোরকমে চলছি।'

আর্থিক সংকটে আছে বগুড়ার কাহালুর ট্রাকচালকের সহকারী জাহাঙ্গীরের পরিবারও। ২৩ জানুয়ারি ভগ্নিপতি মাসুদের সঙ্গে বেরিয়েছিলেন জাহাঙ্গীর। মাসুদ বার্ন ইউনিটে চিকিৎসাধীন। জাহাঙ্গীর মারা গেছেন।

জাহাঙ্গীরের স্ত্রী বিউটি বেগম জানান, প্রধানমন্ত্রীর দেওয়া ১০ লাখ টাকার সঞ্চয়পত্র থেকে এখনো কোনো টাকা পাননি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ লাখ টাকা পেয়েছিলেন, তাই দিয়ে সংসার চালাচ্ছেন। অভাবের কারণে পঞ্চম শ্রেণিপড়ুয়া ছেলে আর স্কুলে যাচ্ছে না। প্রথম আলোকে তিনি বলেন, 'দেকার তো কোনো মানুষ নেই। ঘরে ওর বুন আছে, মা, দাদা-দাদি। পড়বে, লেকবে ক্যামনে?'

সাতজনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র ও সার্বক্ষণিক পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন সাতজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। এঁদের ছয়জন মাগুরার মঘিরঢালে পেট্রলবোমায় গুরুতর দগ্ধ হন। অন্যজন যশোরের ঝিকরগাছার।

নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ইয়াদুল ও খোরশেদ। ইয়াদুল মাগুরার মঘিরঢালের বাসিন্দা, শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। ঝিকরগাছার খোরশেদ, পেশায় রাখাল। তাঁর সহযাত্রী দুজন মারা গেছেন, একজন চাঁদপুরের চান্দ্রায় ১৯ মার্চ রাতে পেট্রলবোমা হামলায় ঘটনাস্থলে, অন্যজন ২১ মার্চ। সার্বক্ষণিক পরিচর্যা কেন্দ্রে মঘিরঢালের ইমরানসহ অন্যরা রয়েছেন। ৫০ শতাংশ পুড়ে গেছে ইমরানের।

ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান আবুল কালাম বলেন, ভর্তি হওয়া রোগীদের অবস্থা স্থিতিশীল। এখন যাঁরা হাসপাতালে আছেন তাঁদের ২০ জনের অস্ত্রোপচার করতে হবে। ছাড়া পাওয়া ৩০ জনের দুই থেকে তিনটি করে অস্ত্রোপচার হয়েছে। তবে তাঁদের কেউ কেউ ভয়ে অস্ত্রোপচার করাতে চাইছেন না। তাঁদের অভয় দিতে আজ বুধবার মেডিকেল বোর্ড বসছে।

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন উজ্জ্বল মেহেদী, সিলেট; সফি খান, কুড়িগ্রাম; এস এম হানিফ, চকরিয়া (কক্সবাজার)।}

Prothom Alo

Also read:
শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন
কালের কণ্ঠ অনলাইন




পেট্রোলবোমানির্ভর আন্দোলন
Published : Tuesday, 24 March, 2015 at 9:43 PM
  
পেট্রোলবোমানির্ভর আন্দোলনওয়াহিদ নবি

- See more at: http://www.manobkantha.com/2015/03/25/22131.php#sthash.x5Pgin7J.dpuf




সোমবার, ২৩ মার্চ ২০১৫ ১৭:০৭

অবরোধ: ৭৭ দিনে পুড়ে মরেছেন ৭৪ জন

ফুয়াদ হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বাংলামেইল২৪ডটকম

BURNING



__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Fw: [KHABOR] "বাংলাদেশকে হারানো হয়েছে" - প্রধানমন্ত্রী



To those who watched the game and the replay carefully it should be crystal clear that there was misjudgment by the umpires. 

I don't know how Prof. Das has determined that I did not watch the match. Does he know that international cricket tournaments are festivals in America for cricket lovers?They miss office and jobs to watch the game whole night. They party that night. 

This is not the first time that Mr. Das has called me Maulana Chakrabarty. Any time I find some thing praiseworthy in Islam and among the Muslim rulers and Muslim contribution to Islam, he used to call me Maulana. This time I gave opinion that injustice had been done to Bangladesh to favor india. Looks like  if a Hindu raises such an issue, he is nothing but a Maulana to Das. In both the cases he has proved himself to be a communalist. A lot of staunch atheists are communalists. 



Sent from my iPhone

On Mar 23, 2015, at 10:32 PM, Kamal Das kamalctgu@gmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 

Mawlana Chakrabarty says,"It has been proved..." This blockhead didn't watch the match and is swamped by Bangladeshi propaganda!

Sent from my iPad

On Mar 23, 2015, at 8:33 AM, Shah Deeldar shahdeeldar@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 

We as people need to grow up and behave like adults. We are one of the worst corrupt countries in the world and yet we complain about being cheated? This is hilarious. Only thing people can learn from this is that to blame others for our problems. And now, PM has joined the team?
"



On Sunday, March 22, 2015 10:00 PM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
 
In the national elections, losers right away declare that – they lost due to vote rigging and unfair treatment. The fact is - we haven't learned to praise others and accept loss gracefully.
While I was watching the reception of the Bangladesh Team at the airport, I thought, maybe, we have won, and I got the wrong news. Then, I saw the statement of the Prime Minister – Bangladesh was forced to lose the game.
When such allegation is heard from the Prime Minister, it must be true. Bangladesh should file a legal action to review all allegations of unfair treatments. If not, we should assume that these allegations are baseless, and we are just trying to cover the loss with false allegations, which will be a national disgrace. May be we should just accept the loss gracefully, without making water murky.
Jiten Roy

 

From: "Shah Deeldar shahdeeldar@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Sunday, March 22, 2015 12:10 PM
Subject: Re: [mukto-mona] Fw: [KHABOR] "বাংলাদেশকে হারানো হয়েছে" - প্রধানমন্ত্রী

 
Please stop being such deaf, dumb and blind. Qualitatively, Bangladesh has been a weak team and barely could win one or two games by pure luck against the top teams. Never seen much consistency with Bangladesh batting or bowling and suddenly Indians needed to arrange a Bangladeshi defeat with Indian money? I am sorry Sir, I do not believe in such outlandish theory. We should be patriotic but not to this extent that PM has shown. Pretty idiotic statement as far as I can judge. Bangladesh team has long way to go. It needs to play far better than finding excuses with the others.
 




On Sunday, March 22, 2015 12:48 PM, "Muhammad Ali man1k195709@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 


On Sunday, March 22, 2015 12:14 PM, "Gonojagoron Moncho projonmochottar@gmail.com [khabor]" <khabor@yahoogroups.com> wrote:


 
বিশ্বের সকল ক্রিকেট-প্রেম দেশের সকল পত্রিকার প্রথম পৃষ্ঠায় সংবাদ শিরোনামা " বাংলাদেশকে হারানো হয়েছে" - বাংলাদেশের প্রধানমন্ত্রী। আম্পায়াররা ভুল সিদ্ধান্ত না দিলে বাংলাদেশ ভারতকে হারাতে পারতো বলে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে যেভাবে হারানো হয়েছে তা সবাই বিশ্ববাসী দেখেছে বলে ক্রিকেট দলের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন তিনি। "তোমরা মন খারাপ করবে না। ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ জিতবে। বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে।" একেই বলে বঙ্গবন্ধু কন্যা, আমাদের আপা - আমাদেরই নেত্রী। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্য কথা বলতে একটুও শঙ্কিত হননি , সহসাই বলেছেন : "বাংলাদেশকে হারানো হয়েছে।" এই ছলনার জিতাতে ইন্ডিয়া কি খুশি ? বাংলাদেশ কি হারলো না জিতলো ? বরং হেরে গেল ক্রিকেট। এখন বার বার মনে পরছে সেই গানটি আর তাই গেয়ে উঠলাম "যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।"
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু , জয় বঙ্গবন্ধু কন্যা, জয় হোক বাংলার টাইগারদের ।











__._,_.___

Posted by: Subimal Chakrabarty <subimal@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Fw: [KHABOR] "বাংলাদেশকে হারানো হয়েছে" - প্রধানমন্ত্রী



I will request Dr. Roy to google a little bit on the topic 'corruption in cricket matches'. Betting is a $50 billion industry. In the past  many players have been convicted and punished. There is huge materials in the Internet. Cricket fans know about all this. 

Sent from my iPhone

On Mar 24, 2015, at 6:34 PM, Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 

  
Blaming others for one's misfortune is the sign of immaturity. Bangladesh has shown world-class immaturity in this case.
Only one party will win in a game, and the norm is - losing team must show sportsmanship by accepting the loss gracefully. I don't think Bangladesh has done that.
I do not know why we stooped so low to allege India of bribing the umpire. I don't think - this allegation will tarnish the image of India or their world-class cricket team a bit, but it will surely show our lack of sportsmanship. Do you think this game could have generated such enthusiasm throughout the world, if it was that easy to fix the game. Am I wrong?
Jiten Roy

 

From: "Sukhamaya Bain subain1@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Monday, March 23, 2015 5:48 PM
Subject: Re: [mukto-mona] Fw: [KHABOR] "বাংলাদেশকে হারানো হয়েছে" - প্রধানমন্ত্রী

 
This is what I said today to an American friend after he talked to me about the BD PM's complaint on BD losing the World Cup: "I have seen this news; and my sense is that the Bangladesh PM is doing a cheap stunt for her people to like her. This is not the worst that she has done. She is building a mosque in every sub-district to please people who want to go backward in time, which unfortunately is the kind that she needs votes from if and when there is any kind of electioneering."
 



On Monday, March 23, 2015 5:52 PM, "Subimal Chakrabarty subimal@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
It has been proved that the umpires did injustice to Bangladesh team. 
Bangladesh defeated india, Pakistan, and England. Bangladesh had been playing well pretty consistently. Probably money talked. I hope there would be an investigation and Bangladesh would be given an opportunity to play again against India. 

Sent from my iPhone

On Mar 22, 2015, at 12:10 PM, Shah Deeldar shahdeeldar@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 
Please stop being such deaf, dumb and blind. Qualitatively, Bangladesh has been a weak team and barely could win one or two games by pure luck against the top teams. Never seen much consistency with Bangladesh batting or bowling and suddenly Indians needed to arrange a Bangladeshi defeat with Indian money? I am sorry Sir, I do not believe in such outlandish theory. We should be patriotic but not to this extent that PM has shown. Pretty idiotic statement as far as I can judge. Bangladesh team has long way to go. It needs to play far better than finding excuses with the others.
 




On Sunday, March 22, 2015 12:48 PM, "Muhammad Ali man1k195709@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 


On Sunday, March 22, 2015 12:14 PM, "Gonojagoron Moncho projonmochottar@gmail.com [khabor]" <khabor@yahoogroups.com> wrote:


 
বিশ্বের সকল ক্রিকেট-প্রেম দেশের সকল পত্রিকার প্রথম পৃষ্ঠায় সংবাদ শিরোনামা " বাংলাদেশকে হারানো হয়েছে" - বাংলাদেশের প্রধানমন্ত্রী। আম্পায়াররা ভুল সিদ্ধান্ত না দিলে বাংলাদেশ ভারতকে হারাতে পারতো বলে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে যেভাবে হারানো হয়েছে তা সবাই বিশ্ববাসী দেখেছে বলে ক্রিকেট দলের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন তিনি। "তোমরা মন খারাপ করবে না। ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ জিতবে। বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে।" একেই বলে বঙ্গবন্ধু কন্যা, আমাদের আপা - আমাদেরই নেত্রী। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্য কথা বলতে একটুও শঙ্কিত হননি , সহসাই বলেছেন : "বাংলাদেশকে হারানো হয়েছে।" এই ছলনার জিতাতে ইন্ডিয়া কি খুশি ? বাংলাদেশ কি হারলো না জিতলো ? বরং হেরে গেল ক্রিকেট। এখন বার বার মনে পরছে সেই গানটি আর তাই গেয়ে উঠলাম "যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।"
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু , জয় বঙ্গবন্ধু কন্যা, জয় হোক বাংলার টাইগারদের ।











__._,_.___

Posted by: Subimal Chakrabarty <subimal@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___