Banner Advertiser

Friday, November 22, 2013

[mukto-mona] ভালোবাসার টানে বাধা হতে পারেনি কাঁটাতার - ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলার মানুষের মিলনমেলা



ভালোবাসার টানে বাধা হতে পারেনি কাঁটাতার

ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলার মানুষের মিলনমেলা

তানভীর হাসান তানু, ঠাকুরগাঁও প্রতিনিধি

কাঁটাতারের বেড়ার এপারে কয়েক হাজার বাংলাদেশি, ওপারে কয়েক হাজার ভারতীয় বাঙালি। তারা পরস্পরের সঙ্গে কথা বলছেন, কুশল বিনিময় করছেন। কেউ কাঁটাতারের ওপর দিয়ে বিস্কুট, চানাচুর ছুঁড়ে দিচ্ছেন একে অপরকে। কেউবা স্বজনদের দেয়ার জন্য ঠাণ্ডা পানীর বোতল ছুঁড়ে দিচ্ছেন। এমন আবেগঘন পরিবেশে স্বজন ও পরিচিতদের দেখে অনেকেই কেঁদে ফেলছেন। তবে সেই কান্না বিরহের নয়, মধুর মিলনের।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এমন দৃশ্য চোখে পড়েছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে নাগর নদীর পাড়ে। প্রতিবছরের ন্যায় এবারও সীমান্তের এই জিরো লাইনে বসেছিল দুই বাংলার মানুষের মিলনমেলা। 

স্থানীয়রা জানান, ১৯৪৭ সালে দেশ ভাগের পর এদেশের অনেক আত্মীয়-স্বজন ভারতীয় অংশে পড়ে। ফলে অনেকেরই যাতায়াত বন্ধ হয়ে যায়। এ কারণে তারা উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর অলিখিত সম্মতিতে প্রতি বছর এই সীমান্তবর্তী এলাকায় এসে দেখা-সাক্ষাত্ করার সুযোগ পান। তারা আরো জানান, ভারত আর বাংলাদেশের যেসব সাধারণ মানুষ অর্থাভাবে পাসপোর্ট-ভিসা করতে পারেন না, তারা এ দিনটির অপেক্ষায় থাকেন। এই দিনে তারা ভারতে থাকা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাত্ করেন। গতকাল বেতনা সীমান্তে গিয়ে দেখা গেছে, ভোর থেকে দুই দেশের বিভিন্ন প্রান্তের লোকজন এসে কাঁটাতারের দুই পাশে জড়ো হচ্ছেন। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা দুই দেশের লোকজন একে অপরের সঙ্গে সাক্ষাত্ করছেন। কাঁটাতারের অস্তিত্ব ভুলে জড়িয়ে ধরছেন একে অপরকে। কাঁটাতার আলাদা করতে পারেনি দুই দেশের মানুষের ভালোবাসার টান। ভালোবাসা আর মমতায়, সম্প্রীতির উচ্ছ্বাসে মানুষের এ মিলনমেলায় এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।

রানীশংকৈল উপজেলার বাচোর থেকে মাধবী রানী এসেছেন ভারতের কাকরমনি গ্রামে থাকা মায়ের সঙ্গে দেখা করতে। মাধবী বলেন, বিয়ের পর এই প্রথম মাকে দেখলাম। তবে তেমন কথা হয়নি। অসুস্থ মাকে একনজর দেখে এলাম। এখন একটু ভালো লাগছে। হরিপুর আমগাঁও থেকে ওপারে থাকা ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন ইছাহাক আলী। তিনি জানান, ২২ বছর পর দু'জনের দেখা হলো। 

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়ির তনজিনা এসেছেন হরিপুরে তার বোন তাসলিমা বেগমের সঙ্গে দেখা করতে। যখন দেখা হলো দু'জনের চোখ বেয়ে গড়িয়ে এলো পানি। তারপর দু'জন দু'জনার খোঁজ-খবর নিলেন। দিনাজপুরের দলুয়া থেকে চঞ্চলা রানী এসেছেন মেয়ে-জামাইকে দেখতে। মা-বাবাকে দেখতে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থেকে এসেছেন চম্পা। স্বজনদের সঙ্গে দেখা করতে পেরে সকলেই খুশি।

হরিপুর উপজেলা চেয়ারম্যান শাহীন ফেরদৌস টগর বলেন, হরিপুর উপজেলার অধিকাংশ এলাকা পাকিস্তান-ভারত বিভক্তির আগে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার অধীনে ছিল। এ কারণে দেশ বিভাগের পর আত্মীয়-স্বজনেরা দুই দেশে ছড়িয়ে পড়ে। সারাবছর এদের মধ্যে দেখা-সাক্ষাত্ হয় না। সকলেই অপেক্ষা করে থাকে এই দিনের জন্য।

ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আলমগীর হোসেন জানান, স্থানীয় মানুষের অনুরোধে এবং বিএসএফের সঙ্গে আলোচনা করে স্বল্প সময়ের জন্য দুই বাংলার মানুষের এই দেখা-সাক্ষাতের উদ্যোগ নেয়া হয়েছে।

পাথারকালীর মেলায় মানুষের ঢল

রাণীশংকৈল সংবাদদাতা জানান, জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী ভাতুরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কালীপূজা উপলক্ষে গতকাল শুক্রবার দিনব্যাপি বাংলাদেশ-ভারত মিলন উত্সব ও পাথারকালীর মেলা অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দু' দেশের সীমান্তবর্তী গ্রাম ও দূর-দূরান্ত থেকে সকল ধর্মের হাজার হাজার মানুষ মেলায় আসেন। পূজা অর্চনা, রকমারি খেলনা বেচাকেনা ছাড়াও দু' দেশের মানুষ পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাত্ ও কুশল বিনিময় করেন।

একটি কাঁটাতারের বেড়া এবং দুই বাংলার মানুষের মিলনমেলা

in জাতীয় খবরপ্রধান খবর April 15, 2013 Comments Off 5 Views

নিউজডেস্ক, বাংলাদেশনিউজ২৪x৭.কম

http://m.bdn24x7.com/একটি-কাঁটাতারের-বেড়া-এবং/



Saturday, November 19, 2011
Front Page

Woman in tears...

A woman is in tears seeing her mother on the other side of the fence at the Bangladesh-India border in Haripur of Thakurgaon yesterday. Over the years, the Pathar Kali fair, which has been held on the Kulik river, has been giving people the opportunity to meet their loved ones living on the other side. Photo: STARhttp://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=210762


A 'different' border hurts their fraternal feeling

Thousands not allowed to meet their near and dear ones during Pathar Kali Mela at Gobindapur


A woman talks over cellphone to her relative across the border from Gobindapur village in Haripur upazila of Thakurgaon district on Friday as the Indian Border Security Force, unlike other years, declined to give permission for face-to-face meeting on the border.




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] মার্ক্সবাদীদের প্রতি



Dear Farida:
Thanks for the article on Hobsbawm, a hot favourite, and  a legendary historian but not a great Marxist. Did you find any reference on two of the greatest Marxists of the 20th Century - M Rubel and Anton Pannenko? They and Riazanov were unquestionably the 3 greatest Marx scholar, much much above Lenin, Trotsky, Bukharin and even Lukacs and Gramsci.

About Rabindranath. Please read Paresh Chattopadhyay's Manusher Mukti-Marx in Saradiya Anustup of 1417. PC, drew parallel between Rabindranath and Marx. BS. Rabindranath understood alienation as the fall-out of aggressive capitalism in not only essays of co-operation but in Raktakarabi.
Farida, kindly read communism of Marx and Engels. Marx called of 'collective self-authority'.. Rabindranath- sammilito atmokortritwa.Marx and Rabindranath had different world outlook but they had no difference on the dangers of State and society of free and mutually cooperative society unlike Lenin,Stalin,Mao and Trotsky too.

I think moderrators too did not read the papers I sent. I am helpless. I maintain that Amra Sabai Raja encapsulates the essence of communist or socialist society. 

Best,
Sankarda




From: Farida Majid <farida_majid@hotmail.com>
Sent: Sat, 23 Nov 2013 04:22:29
To: mukto-mona@yahoogroups.com
Subject: Re: [mukto-mona] মার্ক্সবাদীদের প্রতি
 

  Sankar da,
                     Don't be fooled with "amra sobai raja".  It is a stunt! I have never reconciled with Rabindranath's Raja-preeti.  Here is an article on Eric Hobsbaum that I think you will enjoy.

http://www.thenation.com/print/article/177135/man-who-knew-almost-everything

 

 

 

The Nation

Published on The Nation (http://www.thenation.com)


The Man Who Knew Almost Everything

Ramachandra Guha | November 12, 2013


CC: bangladesh-progressives@googlegroups.com
From: shahdeeldar@yahoo.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Wed, 20 Nov 2013 18:27:42 -0800
Subject: Re: [mukto-mona] মার্ক্সবাদীদের প্রতি

 

I am not sure what these people are humping on but this quiz show might help some of our diehards to alleviate their gas and other ailments. Enjoy! 
-SD

http://www.youtube.com/watch?v=vZ9myHhpS9s

 
"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss



On Wednesday, November 20, 2013 6:40 PM, Jiten Roy <jnrsr53@yahoo.com> wrote:
 
"Marx had a Math Manuscripts, one Manuscript on chemistry, several on geology and ethnology."

Mr. Ray, what does the above statement mean?

You said Marxism is a jungle; I think your above statement reflect that jungle. It appears to me that - you have been spending enormous amount of your time and effort studying and promoting Marxism. What's the objective? Do you see Marxism is coming back slowly, and it will be fully implemented someday? Or, you see a new social philosophy is being born in America, China, Russia, and Europe out of fusion of Capitalism and Marxism. I see the latter scenario; what say you?

Jiten Roy




On Wednesday, November 20, 2013 6:07 PM, Sankar Kumar Ray <sankarray62@rediffmail.com> wrote:
 

Dr Subimal Chakrabarty has very correctly stated that Marxism should not be the state principle. Marx, Rabindranath Tagore too, had been opposed to state.In a letter to Dr Ludwig Kugelman, he wrote on 12/4/1871,"If you look at the last chapter of my Eighteenth Brumaire you will find that I say that the next attempt of the French revolution will be no longer, as before, to transfer the bureaucratic-military machine from one hand to another, but to smash it, and this is essential for every real people's revolution on the Continent. And this is what our heroic Party comrades in Paris are attempting." Rabindranath's ideation of coveted social order is encapsulated in his lyric- "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে/নইলে মোদের রাজার সনে মিলব কি সত্বে?

And Marx's works are a jungle. From the IISH, Amsterdam 114 volumes of works of Marx and Engels, their notes, letters (to and fro) in original languages (Marx wrote one of the manuscripts of Capital Vol II in French); 57 of them have been published. In fact, I too have written an introductory on the project MEGA in kafila.org, I wrote in one of the mails here.
Marx had a Math Manuscripts, one Manuscript on chemistry, several on geology and ethnology.
Here is one on Math Manuscripts by Pradip Baksi (http://cfcul.fc.ul.pt/varios/Karl_Marx_small.pdf) , one of the most erudite scholars in not only on Marx and Engels, but linguistics, philosophy. He was the first to translate Math Manuscripts into Bengali and English. Interested members/netizens may write to Pradip - pradipbaksi@gmail.com -asking for his papers, although that's a huge repository.
Best,
SR





From: Subimal Chakrabarty <subimal@yahoo.com>
Sent: Wed, 20 Nov 2013 04:57:59
To: mukto-mona@yahoogroups.com
Subject: Re: [mukto-mona] মার্ক্সবাদীদের প্রতি
 
One may preach some thing and practice some thing else. It applies to any political ideology. Marxism and a Marxist are not synonymous in the same way as Islam and an Islamist are not. It would be illogical to blame Islam if an Islamist Madrassa principal rapes a young boy. The question that should be asked is if Marxism teaches a Marxist to mock the poverty of the poor by building a palace near a slum. 

I don't think any one in this forum wants Marxism to be the state principle. The primary objective here is to engage in intellectual intellectual exercise which is not easy at all as the Marxist literature is a vast jungle. 

Sent from my iPhone

On Nov 18, 2013, at 4:07 AM, QR <qrahman@netscape.net> wrote:

 
I got a great Marxist friend  in Kolkata, who built his three story building some ten years ago next to a slum and loves to display his wealth and affluence as his great achievement.


>>>>>>>>>>> (Except a tiny percentage) Leftists of Bangladesh are no different. They "sell" idea to make money and it is probably the "Best sounding idea" of our time. A nice debate can take place if we should focus on "Equal treatment" or "Justified treatment" of all people.

Status of people can be equal but talent/skills/knowledge varies with people and even societies.

Shalom!



-----Original Message-----
From: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Cc: bangladesh-progressives <bangladesh-progressives@googlegroups.com>
Sent: Sun, Nov 17, 2013 5:49 pm
Subject: Re: [mukto-mona] মার্ক্সবাদীদের প্রতি

 
With no malice to Marx or his philosophy, I was only trying mock some diehard clowns, who still love to cling onto the ideas that have been rejected and discarded by the ordinary people and naive proletariat. I am sure there are some intrinsic academic values in Marx's economical philosophy and that is truly great for the development of our human society. But, I would not stretch it beyond that. Marxists should practice their philosophy  as much as they want but I do not want that POS to be applied in my backyard. I got a great Marxist friend  in Kolkata, who built his three story building some ten years ago next to a slum and loves to display his wealth and affluence as his great achievement.
 -SD

"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss


Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email.  
Know More >






Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email.  
Know More >


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] মার্ক্সবাদীদের প্রতি



I am amazed, bewildered, put into incessant laugh[lol] and so very amused to see some creatures [ hindu and muslim - fortunately for us and unfortunately for these bangladeshee tiny fraction, whose brains do not go beyond the scrottal region in identifying people] from Bangladesh endevour to shoot from their fundaments. Their paltry reading, challenging erudition and charming comprehension coupled with myopic frog like observation is now declaring prophesies on Marxism. And there is one [some Deeldar- so inimical to the meaning of his name] now fishes out one anonymous from Kolkata [he has done so with very understandable old rationale of the jamatis & Muslim leaguers] who ostensibly has a multi-storeyed house beside a slum.... that ostensibly is touted here as a proof of "something"] who now is another "philosophers".. 

Some what distantly I am tempted to quote an adage here "A martyr sacrifices his/her life for his people and country, a refugee sacrifices his country for his life". We find some Bangladeshi intellectuals happily taking refuge abroad with citizenships of multiple countries and then happily write about the "people back home" with american and jewish doughnuts in hand for breakfast..... These are the NRBs from which we are supposed to learn philosophy and politics.  It is good and magnanimous that people like Farida apa still exists in Bangladesh [even with her citizenship of US which she was thrust upon in her young days]. From whom should we learn??????

Anyway this RAJA concept has to be seen in perspective where the meaning is not Kingly but as per the upanishadic definition of decider of one's will. Being not so enamoured with Rabi Thakur's ideas and Gandhi's and Halden's, I must say this concept mean differently with nuances in the context. BTW, Farida Apa, why have you quoted Ram Guhan [ he is not Guha actually]. He is a prolific writer on anything and everything, from cricket to science to philosophy to what not.... such a huge expanse loose the weight of his comments.... Habsbawm had his greatness expressed in a different space not where Ram mentions on Habsbawm. I would enthusiastically and bemusingly [ however queer I actually would look forward to that] wait and attend [in the french, latin connotation] for a long discourse on Habsbawm.


On 23 November 2013 02:46, Farida Majid <farida_majid@hotmail.com> wrote:
  Sankar da,
                     Don't be fooled with "amra sobai raja".  It is a stunt! I have never reconciled with Rabindranath's Raja-preeti.  Here is an article on Eric Hobsbaum that I think you will enjoy.

http://www.thenation.com/print/article/177135/man-who-knew-almost-everything

 

 

 

The Nation

Published on The Nation (http://www.thenation.com)


The Man Who Knew Almost Everything

Ramachandra Guha | November 12, 2013


CC: bangladesh-progressives@googlegroups.com
From: shahdeeldar@yahoo.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Wed, 20 Nov 2013 18:27:42 -0800
Subject: Re: [mukto-mona] মার্ক্সবাদীদের প্রতি

 

I am not sure what these people are humping on but this quiz show might help some of our diehards to alleviate their gas and other ailments. Enjoy! 
-SD

http://www.youtube.com/watch?v=vZ9myHhpS9s

 
"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss



On Wednesday, November 20, 2013 6:40 PM, Jiten Roy <jnrsr53@yahoo.com> wrote:
 
"Marx had a Math Manuscripts, one Manuscript on chemistry, several on geology and ethnology."

Mr. Ray, what does the above statement mean?

You said Marxism is a jungle; I think your above statement reflect that jungle. It appears to me that - you have been spending enormous amount of your time and effort studying and promoting Marxism. What's the objective? Do you see Marxism is coming back slowly, and it will be fully implemented someday? Or, you see a new social philosophy is being born in America, China, Russia, and Europe out of fusion of Capitalism and Marxism. I see the latter scenario; what say you?

Jiten Roy




On Wednesday, November 20, 2013 6:07 PM, Sankar Kumar Ray <sankarray62@rediffmail.com> wrote:
 

Dr Subimal Chakrabarty has very correctly stated that Marxism should not be the state principle. Marx, Rabindranath Tagore too, had been opposed to state.In a letter to Dr Ludwig Kugelman, he wrote on 12/4/1871,"If you look at the last chapter of my Eighteenth Brumaire you will find that I say that the next attempt of the French revolution will be no longer, as before, to transfer the bureaucratic-military machine from one hand to another, but to smash it, and this is essential for every real people's revolution on the Continent. And this is what our heroic Party comrades in Paris are attempting." Rabindranath's ideation of coveted social order is encapsulated in his lyric- "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে/নইলে মোদের রাজার সনে মিলব কি সত্বে?

And Marx's works are a jungle. From the IISH, Amsterdam 114 volumes of works of Marx and Engels, their notes, letters (to and fro) in original languages (Marx wrote one of the manuscripts of Capital Vol II in French); 57 of them have been published. In fact, I too have written an introductory on the project MEGA in kafila.org, I wrote in one of the mails here.
Marx had a Math Manuscripts, one Manuscript on chemistry, several on geology and ethnology.
Here is one on Math Manuscripts by Pradip Baksi (http://cfcul.fc.ul.pt/varios/Karl_Marx_small.pdf) , one of the most erudite scholars in not only on Marx and Engels, but linguistics, philosophy. He was the first to translate Math Manuscripts into Bengali and English. Interested members/netizens may write to Pradip - pradipbaksi@gmail.com -asking for his papers, although that's a huge repository.
Best,
SR





From: Subimal Chakrabarty <subimal@yahoo.com>
Sent: Wed, 20 Nov 2013 04:57:59
To: mukto-mona@yahoogroups.com
Subject: Re: [mukto-mona] মার্ক্সবাদীদের প্রতি
 
One may preach some thing and practice some thing else. It applies to any political ideology. Marxism and a Marxist are not synonymous in the same way as Islam and an Islamist are not. It would be illogical to blame Islam if an Islamist Madrassa principal rapes a young boy. The question that should be asked is if Marxism teaches a Marxist to mock the poverty of the poor by building a palace near a slum. 

I don't think any one in this forum wants Marxism to be the state principle. The primary objective here is to engage in intellectual intellectual exercise which is not easy at all as the Marxist literature is a vast jungle. 

Sent from my iPhone

On Nov 18, 2013, at 4:07 AM, QR <qrahman@netscape.net> wrote:

 
I got a great Marxist friend  in Kolkata, who built his three story building some ten years ago next to a slum and loves to display his wealth and affluence as his great achievement.


>>>>>>>>>>> (Except a tiny percentage) Leftists of Bangladesh are no different. They "sell" idea to make money and it is probably the "Best sounding idea" of our time. A nice debate can take place if we should focus on "Equal treatment" or "Justified treatment" of all people.

Status of people can be equal but talent/skills/knowledge varies with people and even societies.

Shalom!



-----Original Message-----
From: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Cc: bangladesh-progressives <bangladesh-progressives@googlegroups.com>
Sent: Sun, Nov 17, 2013 5:49 pm
Subject: Re: [mukto-mona] মার্ক্সবাদীদের প্রতি

 
With no malice to Marx or his philosophy, I was only trying mock some diehard clowns, who still love to cling onto the ideas that have been rejected and discarded by the ordinary people and naive proletariat. I am sure there are some intrinsic academic values in Marx's economical philosophy and that is truly great for the development of our human society. But, I would not stretch it beyond that. Marxists should practice their philosophy  as much as they want but I do not want that POS to be applied in my backyard. I got a great Marxist friend  in Kolkata, who built his three story building some ten years ago next to a slum and loves to display his wealth and affluence as his great achievement.
 -SD

"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss


Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email.  
Know More >








__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Differences!



In one hand we are sending unmanned interplanetary space mission more than a billion kilometer away  and collecting scientific data; on the other hand we hear the debate in a national TV in some part of the globe, arguing whether "The Earth is flat and the Sun is half the size of the Earth and rotates around the Earth or not"!

----------------------------------------------

Saturn's Moon Titan - A Place Like Home

"Over a billion kilometers away, Saturn's largest moon, Titan, holds tantalizing clues to how life began here on Earth. In the most ambitious and expensive interplanetary space mission of all time, the Cassini-Huygens spacecraft made a seven-year trek across the Solar System to attempt first contact with the Earth-like moon of Titan by landing a probe on its unseen surface.--"

http://www.youtube.com/watch?v=eWY8N00QaCM

Iraqi TV Debate: Is the Earth Flat?

"A debate between an Iraqi "Researcher on Astronomy" and a physicist on Iraqi television."


https://www.youtube.com/watch?v=wppjYDj9JUc



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] FW: মিল-অমিলঃ তারেক-জয়



To paraphrase a Brook Shield ad:- What comes between her hijab and herself?  Nothing!  Such dress is really more attractive and revealing than nudity.  If anyone here has witnessed "Salome" drama by Oscar Wilde, he she might be aware of the dance of the seven veils and how it brought about the death of John the Baptist.


2013/11/23 GT International <gti82@hotmail.com>
 

Mr. Shadat Hussaini,
You people are the real hypocrite. why are you prpomoting your wife'e undesirable picture here with millions of people. She has a HIJAB and I respect it sincerely; then show is showing her cheast with a GLOWING picture and you are posing as you are so proud of showing her breast. It's called hypocrisy...
-Russel
 

From: shahadathussaini@hotmail.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Wed, 20 Nov 2013 08:19:28 -0500
Subject: [mukto-mona] FW: মিল-অমিলঃ তারেক-জয়


 

 

Date: Wed, 20 Nov 2013 06:22:32 -0500
Subject: Re: মিল-অমিলঃ তারেক-জয়
From: bostonian.bd@gmail.com
To: mgani69@gmail.com; sohrabkhan16@yahoo.com; darulkabab@gmail.com; ihassan@sbcglobal.net; hawal.gnrl@gmail.com; kazi4986@yahoo.com; rashed54@gmail.com; sinha102@verizon.net; syedbalam1968@hotmail.com; mkashab@yahoo.com; mohabbat_begum@yahoo.com; Bostonian.bd@gmail.com; salimafsar@gmail.com; nuruzzaman.syed@gmail.com; smargoob@yahoo.com; smahmood0@msn.com; smahmood20@yahoo.com; syedasif007@yahoo.com; rehana.rahman@comcast.net; abhuiya@comcast.net; apurba01@gmail.com; maenayetullah@gmail.com; mahmudur@hotmail.com; aarahman@msn.com; apuashab@gmail.com; zainul321@yahoo.com; bazlul@yahoo.com; md.uddin@comcast.net; sahamid@gmail.com; firozur@gmail.com; mirahmadf@hotmail.com; azadkk@gmail.com; nnasrin11@gmail.com; shahadathussaini@hotmail.com; alamshahriar@yahoo.com; alamnazdak@comcast.net; jalamb.desh@gmail.com; zarfzahra@yahoo.com; zarf200@yahoo.com; habibma@yahoo.com; munir1062@yahoo.com; munirr54@yahoo.com; quazinuru@yahoo.com; pothik2302@yahoo.com; ranakohi@gmail.com; rezaulkarim617@gmail.com; kullah@camsys.com; tanvirnowaz@yahoo.com; rokeya_mahmood1@yahoo.com; abdul_momen@hotmail.com; mukulcity@gmail.com; khandokerb@yahoo.com; alemakarim@gmail.com; aleem53@yahoo.com; omtajul@yahoo.com; drkazijalal@hotmail.com; arskamal@verizon.net; tareque7@gmail.com; prof.yunus@gmail.com; shafiqul76@gmail.com; anis.ahmed@netzero.com; sayedahaq@yahoo.com; banglaway@hotmail.com; rakhalbandho@gmail.com; kbelal@sbcglobal.net; mizanur6813@yahoo.com; tarequea@hotmail.com

Mr. Mohammad Gani


Thank you so much for presenting such an informative article with solid references. I greatly appreciate your efforts, time and your contribution. Thank you again.


With utmost admiration.


Bostonian



2013/11/19 Mohammad Gani <mgani69@gmail.com>
20131120
Forwarded by:
Mohammad Gani
Baltimore/Cambridge
*****************
                মিল-অমিলঃ তারেক-জয়


Written by:
শামস মোহাম্মদ
 

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সম্প্র্রতি জাতির সামনে একটি গুরুত্বপূর্ণ বিতর্কের সূত্রপাত করেছেন। তিনি অভিযোগ করেছেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান এবং পরমাণু বিজ্ঞানী ডঃ ওয়াজেদ মিয়া ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে রাজনীতি থেকে একসাথে মাইনাস করার চক্রান্ত চলছে। আর এ বিতর্ক ডালপালা বিস্তার করেছে দেশ হতে দেশান্তরে। সম্প্রতি মার্কিন মুল্লুকে এসে সরকারের আরেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ঘোষণা করেছেন, ‌‌'বঙ্গবন্ধুর দৌহিত্র চাঁদের মত পবিত্র'। আজকের নিবন্ধ এ আলোচনার মধ্যে রাখার চেষ্টা করব।

তারেক আর জয়। বাংলাদেশের দুই রাজনৈতিক পরিবারের এ উত্তরাধিকারদের মধ্যে মিল-অমিল খুঁজে বেড়ান অনেকেই। আসলেই কি এরা একে অপরের তুল্য নাকি প্রতিপক্ষ। স্বল্প পরিসরে ও কষ্টে এটা নির্ণয় করার চেষ্টায় কতটুকু কেষ্ট মিলবে সেটা বিচারের ভার পাঠকদের ওপরই ছেড়ে দিলাম।

প্রথমেই আসা যাক দুজনের পারিবারিক একটি মিল নিয়ে। আর তা হলো- দুজনেরই মা একাধিকবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, হয়েছেন জাতীয় সংসদের সংসদ নেতা, বিরোধী দলের নেতা, আর দেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান এবং একমাত্র কান্ডারী। - - - -
 

এরপরে আসা যাক, তারেক ও জয়ের রাজনীতি নিয়ে। তারেক রহমান রাজনীতিতে এসেছেন ১৯৯২ সালে গাবতলী বিএনপি-র প্রাথমিক সদস্য থেকে, এর পরে বগুড়া জেলা বিএনপির সদস্য; ১৯৯১, ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে তার মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সারাদেশে নির্বাচনী সফর করে রাজনৈতিক জ্ঞান অর্জন; ২০০১ সালের নির্বাচনের আগে বহুল আলোচিত হাওয়া ভবনে চেয়ারপার্সনের জন্য তথ্য ও গবেষণা সেল স্থাপন করে তথ্য-উপাত্ত-কৌশল দিয়ে দলকে সহায়তা করেন, যার বদৌলতে সে নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্টতা লাভ করে সরকার গঠন করে বিএনপি। এরপরে গ্রামে-গঞ্জে সফর করে রাজনৈতিক সংশ্লেষ, উপজেলা সম্মেলন, বিভাগীয় সম্মেলন, ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন, তৃণমূল সম্মেলন, ছাত্রদল পূনর্গঠন ও মূলদলের কর্মকান্ড জোরদার ও ডাটাবেজ তৈরী সহ ব্যাপক অবদানের স্বীকৃতি স্বরূপ বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নিয়োগ করে ২০০২ সালে। সর্বশেষে গত ৮ ডিসেম্বর ২০০৯ জাতীয় কাউন্সিলে দলীয় কাউন্সিলারদের ভোটে তারেক নির্বাচিত হন দলের ২য় কান্ডারী- সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে। 

অন্যদিকে জয়ের রাজনৈতিক অন্তর্ভুক্তি নিয়ে দলীয়ভাবে তেমন কিছু জানা যায় না। সেক্ষেত্রে বলা যায়, কাউকে মাইনাস করতে হলে আগে তো তাকে প্লাস হতে হবে। তবে ওয়েবসাইটের কল্যাণে জয়ের কিছু রাজনৈতিক সংশ্লিষ্টতাও দৃশ্যমান। World Economic Forum-এর Young Global Leaders Nominees-2007 ব্রোশিওরে Wazed Sajib Joy (Name), Awami League (company), Member (position), Bangladesh (country), Political (stake holder) থেকে এটি পরিস্কার দৃশ্যমান, সজীব ওয়াজেদ জয় নিজেকে আওয়ামী লীগের সদস্য হিসাবেই বিশ্ববাসীর কাছে পরিচিত করেছেন। এমনকি এ ফোরামে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক স্টেকহোল্ডার কোম্পানী হিসাবে তুলে ধরেছেন, এর জন্য দলীয় অনুমতি লাভ করুন বা নাই করুন। তাছাড়া বছর কয়েক আগে স্বস্ত্রীক ঢাকায় এলে জিয়া বিমানবন্দর থেকে শোভাযাত্রাসহ স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের অনুষ্ঠানাদিতে তার সরব উপস্থিতিকে যে কেউ তারেকের পদাঙ্ক অনুসরণের চেষ্টা বলে চালিয়ে দিতে পারে। এর বাইরে ১৯৯৬-২০০১ সালের ক্ষমতাকালে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ দূতাবাসের বেতন-যানবাহন নিয়ে উপদেষ্টার কাজও করেছেন কিছুকাল। অনেকের কাছে জয়ের সে সময়কার বিজনেস কার্ড পাওয়া যাবে বলেই বিশ্বাস। অবশ্য চলতি রাজত্বে সজীব ওয়াজেদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যা পরে সংশোধন করে দলীয় প্রধান শেখ হাসিনার উপদেষ্টা হিসাবে এখনও কর্মরত। .......................

২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে ঢাকায় প্রথম সফরে সজীব ওয়াজেদ ব্যবসায়ী শিল্পপতিদের সাথে বৈঠক করে দেশের উন্নয়নে তার আগ্রহ ও পরিকল্পনার কথা জানিয়েছেন। একই কাজ তারেক রহমান করেছেন অনেকবার। তাছাড়া গত অক্টোবরে প্রধানমন্ত্রী হাসিনার যুক্তরাষ্ট্র সফরকালে বাংলাদেশের ভিশন ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সজীব ওয়াজেদ সরকারি উপস্থাপনা করেছেন। এছাড়া কার্ল সিভাক্কোর সাথে `Stemming the Rise of Islamic Extremism in Bangladesh' শীর্ষক গবেষণা করে দেখতে পেয়েছেন বাংলাদেশে আগের চেয়ে ৩০% বেশী মাদ্রাসার ছাত্র সেনাবাহিনীতে ভর্তি হয়েছে, যাতে তার উদ্বেগ প্রকাশ পেয়েছে। তারেক রহমানও তার মায়ের প্রধানমন্ত্রীত্বকালে যুক্তরাষ্ট্র সফর করেছেন ষ্টেট ডিপার্টমেন্ট, মাইক্রোসফটের কার্যালয়ে দেখে এসেছেন। এরপরে বিল গেটসও বাংলাদেশে গেছেন, সেখানে তাদের সাথে দেখা এবং কথাও হয়েছে।
 
২৩ মে ২০০৯ সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার পুত্র ববি কয়েকটি জাতীয় দৈনিক ও বেসরকারি টিভি চ্যানেলের কিছু সাংবাদিকের সাথে বৈঠক করেছেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে প্রায় দুই ঘন্টার বৈঠকে সরকারের কর্মকাণ্ডে সংবাদপত্র ও রেডিও-টেলিভিশনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়। কিভাবে প্রচার মাধ্যমে সরকারের বেশি বেশি খবর প্রকাশ করা যায় এবং কিভাবে সরকারবিরোধী খবর প্রচার বন্ধ করা যায় সেসব বিষয়ও আলোচনায় স্থান পায়। এ সময় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সেকশনের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। একই রকমভাবে তারেক রহমানও বিভিন্ন জুনিয়র মন্ত্রীদের সাথে করে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরেছেন, রাজনৈতিক কর্মকান্ড চালিয়েছেন।


এবার আসা যাক ব্যক্তিগত বিষয় নিয়ে। ১৯৭৫ সালে জয়ের নানা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নিহত হবার পরে সজীব ওয়াজেদ মায়ের সাথে জার্মানী-লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ হতে গ্রাজুয়েশন করে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সে গ্রাজুয়েশন করেন, এবং পরে হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে মাষ্টার্স করেন। তবে নিজেকে আইটি প্রফেশনাল পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করেন জয়। তার পুরো জীবন ও শিক্ষা লাভ ঘটেছে বাংলাদেশের বাইরে। ভারতে অধ্যয়নকালে এক শিখ নারীর সাথে প্রণয় ঘটিত রটনা রয়েছে বেশ। তবে পরে Richard D Loomis এর সাবেক স্ত্রী মার্কিন এটর্নী ক্রিস্টিনা ওভারমায়ার নামে জনৈক ভিনধর্মের নারীর পাণি গ্রহণ করেছেন ২০০২ সালে।

অন্যদিকে তারেক রহমান বাংলাদেশেই আজীবন কাটিয়েছেন। রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক শেষ করে আদমজী ক্যান্টনমেন্টে কলেজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেন। ১৯৯৪ সালে সাবেক নৌবাহিনী প্রধান, ডিসিএমএলএ ও সাবেক মন্ত্রী রিয়ার এডমিরাল এম এ খানের কন্যা ডাঃ যুবাইদা খানকে বিবাহ করেন।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তারেক রহমানের বিরুদ্ধে মোট ১৩টি মামলা হয়েছে। এর মধ্যে কেবল ২টি মামলায় চার্জ গঠন হয়েছিল সে আমলে। এনবিআরের করা ট্যাক্স ফাঁকির মামলার বিচার শুরুর আগেই স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়া দিনকাল প্রকাশনা লিমিটেডের বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল সংক্রান্ত মামলা খারিজ (কোয়াশ) করেছেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে মামলা কোয়াশ করার আবেদনে গত অক্টোবরে সরকারকে কারণ দর্শাতে নির্দেশ দেয়। চাঁদাবাজি সংক্রান্ত ৮ টি মামলার সবগুলোতেই উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন, সেই সাথে মামলাগুলো স্থগিতও করেছেন উচ্চ আদালত। এসব চাঁদাবাজির মামলাগুলোর মধ্যে তিনটিতে তাকে সরাসরি আসামি করা হয়েছে। বাকি মামলাগুলো গিয়াস উদ্দিন আল মামুনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে।

তারেকের বিরুদ্ধে প্রথম মামলা হয় ২০০৭ সালের ৮ মার্চ গুলশান থানায়। ব্যবসায়ী ও বিএনপি নেতা আমিন আহমেদ ভূইয়া ১ কোটি টাকা চাঁদা নেয়ার অভিযোগে এ মামলা করেন। মামলা করার আগের রাতেই তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ঢাকার গুলশান থানায় চাঁদাবাজির দ্বিতীয় মামলা দায়ের করেন মার্শাল ডিস্টিলারিজের মালিক হারুন ফেরদৌস। এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে ৮০ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। তৃতীয় মামলাটি হয় কেরানীগঞ্জ থানায় গরু ব্যবসায়ী জনৈক আদম আলীর আবেদনে। এ মামলায় কোকো-৩ লঞ্চ দিয়ে ১৩টি গরু ডুবিয়ে মারার অভিযোগ আনা হয়। গুলশান থানায় ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী আবু শাহেদ সালেহের করা মামলা, ধানমন্ডি থানায় ৫ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে ঠিকাদার মীর জহির হোসেনের করা মামলা এবং ব্যবসায়ী খান মোহাম্মদ আফতাব উদ্দিনের কাছ থেকে ১ কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় করা মামলা।

এ মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে তারেক রহমানের সহযোগী আসামি করা হয়েছে। বাকী মামলাগুলো হলো- বসুন্ধরা গ্রুপের সাব্বির হত্যা মামলা ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের বিনিময়ে ধামাচাপা দেয়ার অভিযোগ, যা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে তারেক রহমানকে সম্পৃক্ত করা হয়। এ ছাড়াও মামুনের সঙ্গে তারেক রহমানকে যৌথভাবে আসামি করা হয়েছে যেসব মামলায় সেগুলো হলো- চীনের হারবিন পাওয়ার কোম্পানির বাংলাদেশের প্রতিনিধি খাদিজা ইসলাম ৫ কোটি টাকা চাঁদা নেয়ার অভিযোগে মামলা। জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের কাছ থেকে ব্যবসা করার উদ্দেশ্যে ৪০ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করে মামুন। ২০০৭ সালের বছরের ৫ জুন ঢাকার শাহবাগ থানায় এ মামলা করা হয়। সবগুলো মামলাই এখন উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।



এপর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সজীব ওয়াজেদ জয়ও যুক্তরাষ্ট্রে নানাবিধ আইন লঙ্ঘন ও অনৈতিক কাজে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হন। এর কয়েকটি উল্লেখযোগ্যঃ

২০০৮: ভার্জিনিয়া কোর্টে: OPER UNINSPECTED VEHICLE অপরাধে সজিব ওয়াজেদের বিচার হয়। কোর্ট রেকর্ডঃ State of Virginia Criminal Detail Defendant Name WAZED, SAJEEB AHMED Date of Birth Jul 27 1971 Sex M Race A Court Falls Church GD & JDR Case Number 610GT0800799400 Document Number Disposition Code NP Offense Date Oct 3 2008 Arrest Date Filing Date Oct 6 2008 Disposition Date Nov 19 2008 I Charge OPER UNINSPECTED VEHICLE Code Section A.46.2-1157

২০ মে ২০০৪ আরলিংটন কাউন্টিতে আইন ভঙ্গের অপরাধে সজীব ওয়াজেদকে শাস্তি দেয়া হয়।
২০০১ সালের ২৯ এপ্রিল ভার্জিনিয়ার রাপহ্যানোক কাউন্টিতে জয় আটক হন এবং দন্ডিত হন।

১৯ মার্চ ২০০০ ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে আবার গ্রেফতার হন তিনি। এবারো অভিযোগ প্রমাণিত হলে তাকে ৩০ দিনের জেল, ১২ মাস প্রবেশন, ৪০০ ডলার জরিমানা করা হয়। কোর্ট রেকর্ডঃ State of Virginia Criminal Detail Defendant Name WAZED,SAJEEB AHMED Date of Birth Jul 27 1971 Sex M Race W Court Hanover Circuit Case Number 085CR0000017400 Document Number Disposition Code G Offense Date Feb 6 2000 Feb 6 2000 Filing Date Mar 10 2000 Disposition Date May 8 2000 Def. Status RECKLESS DRIVING 100/65 Code Section A.46.2-862

৬ ফেব্রুয়ারী ২০০০ জয় ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে আটক হন এবং রাডার ডিটেক্টরসহ বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে দণ্ডপ্রাপ্ত হন। কোর্ট রেকর্ডঃ Defendant Name WAZED, SAJEEB AHMED Date of Birth Jul 27 1971 Sex M Race W Court Hanover Circuit Case Number 085CR0000017400 Document Number Disposition Code G Offense Date Feb 6 2000 Arrest Date.

১৪ জুন ১৯৯৮ জয় টোসের টরেন্টো কাউন্টিতে গ্রেফতার হন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১২০ দিন কারাবাস, দুই বছরের প্রোবেশন ও ৫০০ ডলার জরিমানা করে। কোর্ট রেকর্ডঃ ID No. 6091439 Date of Birth Jul 27 1971 Type Code, Individual ID No. 5703475 DPS ID No. 06101867, TRN ID No. 12452324 Date of Arrest Jun 14 1998 Sequence Code A Tracking Incident Number 0209195886 Arresting Agency ARLINGTON PD Offense Code 54040009 Offense Description DRIVING WHILE INTOXICATED Level and Degree of Offense MISDEMEANOR - CLASS B Statute Citation of Disposed COUNTY CRIMINAL COURT 6 FORT WORTH Court Offense 54040009 Court Disposition CONVICTED.

দুজনের লেখাপড়ার বিষয় নিয়ে আগেই আলোচনা হয়েছে। জয়ের ভাষায় `I have a Bachelor of Science with a triple major in Physics, Mathematics and Computer Science from St. Joseph's College, an affiliate of Bangalore University. I am also a graduate of the University of Texas in Arlington, Texas with a Bachelor of Science in Computer Engineering. I am currently back in school, working towards a Masters in Public Administration at the John F. Kennedy School of Government at Harvard University.'
 

জয়ের এই পড়ালেখার পেছনে তার অর্থায়নের বিষয়টিও আলোচনার দাবী করে। পকেটের পয়সায় যারা বিদেশে পড়াশুনা করেন তাদের প্রতি বছর টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি যোগাতে অমানবিক পরিশ্রম করতে হয় ভ্যাকেশনে ও টার্ম টাইমে। সেখানে একজন প্রধানমন্ত্রীর পুত্র টেক্সাস, হার্ভার্ড, ব্যাঙ্গালোর থেকে ডিগ্রী নিচ্ছেন এটা যেমন গর্বের কথা তেমনি ভাবনার বিষয়- এত খরচের টাকা আসে কোত্থেকে? টেক্সাস ও হার্ভার্ডের একটা খরচের হিসাব বের করা যাক। টেক্সাস ইউনিভার্সিটির মোটামুটি খরচ প্রতি বছর ১৩৫২০-২৪৬০৯ মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৯-১৭ লাখ টাকার সমান। অন্যদিকে হার্ভাডের এমসি/এমপিএ প্রোগামে এক বছরের খরচ ৭৬৪১১ মার্কিন ডলার [Tuition $37576 + Summer Session $6611+ Activity Fee $150+ Emergency on campus health services Fee $1,126+ Health/Hospital Insurance (BC/BS) $1714+ Room and Board $21530+ Personal/Travel $5,266+ Books and Supplies $2,438= Total (Direct and Indirect Costs) $76,411. যা প্রায় ৫২ লক্ষ টাকার সমান। অর্থাৎ গ্রাজুয়েজন ও মাষ্টার্স মিলিয়ে খরচ বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ কোটি টাকার মত হবে।

২০০১-২০০৬ সময়ে শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা ছিলেন, মন্ত্রীর সমপরিমাণ বেতন পেতেন। বাংলাদেশে একজন মন্ত্রীর বেতন ৩২,০০০ টাকা মিনিষ্টার্স প্রিভিলেজ এ্যাক্ট ২০০৫ অনুযায়ী। ডঃ ওয়াজেদ মিয়াও একজন নামকরা পরমাণু বিশেষজ্ঞ ছিলেন, তিনিও উপার্জনক্ষম ছিলেন। দুজনের উপার্জন থেকে পারিবারিক খরচ বাদ দিয়ে কত সাশ্রয় করা সম্ভব? ওয়াজেদ সাহেব মৃত্যুকালে ৩০ লাখ টাকা রেখে গেছেন, যা একজন সরকারী উচ্চপদস্থ কর্মকর্তার সদুপায়ের সাথে সঙ্গতিপূর্ণ। জয়ের হার্ভার্ডের গ্রাজুয়েশন পরবর্তী সময়কার মন্তব্য শুনে এটা পরিস্কার বোঝা যায়, ঐসময়ে তার কোন কাজ ছিলো না।

বাংলা পত্রিকার সাথে আলাপকালে সজীব ওয়াজেদ জয় বলেন, ‍''আমার মায়ের স্বপ্ন ছিল হার্ভার্ড থেকে আমি গ্রাজুয়েশন করি। তাঁর এই স্বপ্ন পূরণে সফল হতে পেরে ধন্য মনে করছি। এছাড়াও আরো অনেক কিছুই করার আছে। তার সবটাই চেষ্টা করবো পূরণ করতে। তিনি বলেন, আমি এখন চাকুরী খুঁজছি। যে কোন প্রাইভেট কোম্পানীতে কনসালটেন্ট হিসেবে কাজ করতে চাই। এজন্য আবেদন পাঠাচ্ছি বিভিন্ন জায়গায়। এজন্য তিনি দেশবাসীর দোয়া প্রার্থী বলে জানান।'' আরেকটি ব্যাপার এখানে গূরুত্বপূর্ণ যে, এটর্নী ক্রিস্টিনা ওভারমায়ারকে জয় বিয়ে করেছেন ২০০২ এর ২৬শে অক্টোবর। সেক্ষেত্রে যদি যুক্তির খাতিরে ধরে নেয়া যায় তার স্ত্রী তাকে অর্থ সাহায্য করেছেন তাতেও বৃহদ দুটি বিশ্ববিদ্যালয়ের উপরে উল্লিখিত অর্থের অর্থের সংস্থান পরিস্কার হয় না। ২০০৮ সালের নির্বাচনকালে জয়ের মাতা শেখ হাসিনা তার সম্পত্তির যে হিসাব দিয়েছেন, তাতে ৩,৬৫,০২,৯০৪ টাকার সম্পদের বিপরীতে ২০০৭-০৮ বছরে পারিবারিক খরচ ছিল ২ লাখ টাকা। এতে করে শেখ হাসিনার স্থায়ী সম্পত্তি ও অপারপর হিসেব বিবেচনা করেও জয়ের এ সব শিক্ষাখরচের অর্থের উৎস খুঁজে পাওয়া যায় না।



অন্যদিকে প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে পরিবারের আর্থিক সঙ্গতির কথা বিবেচনা করে ৩১শে মার্চ ১৯৮২ এক সরকারী প্রজ্ঞাপনমূলে তারেক ও আরাফাত দুইভাইয়ের পড়াশুনার ব্যয়ভারের জন্য বাংলাদেশ সরকার এককালীন ১০ লাখ টাকা মঞ্জুর করে।


এবার কার কত সম্পদ এবং এর উৎস কি তা নিয়ে খানিকটা আলোচনা করা যাক। সজীব ওয়াজেদ জয় ইকোনোমিক ফোরামের ইয়ং গ্লোবাল লিডার ২০০৭ প্রোফাইলে তার সম্পদ ডিকেয়ার করেন তা এ রকম, 'Wazed, Sajeeb YGL 2007 Member, Awami League, Bangladesh, Bangladesh: Sajib Wazed Joy is a member of the Awami League, the oldest and largest political party in Bangladesh. He currently manages the communication and lobbying efforts of the Awami League in Washington, D.C., working directly with the US Administration. Previously, he served under the former Prime Minister of Bangladesh, Sheikh Hasina. After moving to the US, he founded Mvion Inc., a startup company through which he developed prototype software and raised US$ 8 million in venture capital. Mvion eventually brought in revenues of approximately US$ 2,00,000 per month and was evaluated at US$ 80-90 million. Sajib also founded the Bongobondhu Foundation of US, which provides basic healthcare and immigration assistance to needy expatriate Bangladeshis in the US. He also raises funds for its sister organization, the Bongobondhu Trust in Bangladesh, and promotes democracy and human rights issues there in partnership with the US Administration.'


অর্থাৎ, জয়ের মালিকানাধীন প্রতিষ্ঠানের সম্পদের পরিমান বাংলাদেশী মুদ্রায় ৫৪৪-৬১২ কোটি টাকা এবং প্রতি মাসে তার আয় ১ কোটি ৩৬ লাখ টাকা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ অন্যান্য প্রতিষ্ঠানের জন্য তহবিল যোগাড় করে থাকেন তিনি। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদও গত সপ্তাহে অভিযোগ করেছিলেন, ২০০৭ সনে সজিব ওয়াজেদ জয় কিভাবে গ্লোবাল এওয়ার্ড পেল তা তদন্ত করলে হাজার কোটি টাকার দুর্নীতি প্রকাশ পাবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় জয় ৫শত কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেন মর্মে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় খবরও প্রকাশিত হয়েছিল। লসএঞ্জেলেস টেক্সাসে জয় একাধিক কোম্পানি গঠন করেছিলেন যা বর্তমানে ক্লোজ করে রাখা হয়েছে। জনাব গিয়াস আহমেদ বলেন, খোঁজ নিয়ে দেখা গেছে ওয়াল্ড ইকোনোমি ফোরামে জয় বার্ষিক ৯০ মিলিয়ন ডলার ইনকাম দেখিয়ে সত্যায়নপত্র জমা দিয়েছেন।


পত্রিকান্তরে জয়ের যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের বর্ণনা পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্যঃ
টেক্সাস ভিত্তিক ইনফোলিংক ইন্টারন্যাশনাল (নভেম্বর ৯৮ থেকে মার্চ ২০০১)

নোভা বিডি ইন্টারন্যাশনাল এলএলসি (মে ৯৮ থেকে আগস্ট ২০০১)
টাইকো কমিউনিকেশন ইউএসএ-র সাথে ঘনিষ্ঠ বন্ধু মাহবুবুর রহমানের সঙ্গে সম্পৃক্ত হন তিনি।

২০০৫ সালের মার্চে তিনি জয় ওয়াজেদ কনসাল্টিং ও সিম গোবাল সার্ভিস নামে আরো দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই দুই কোম্পানির বার্ষিক বিক্রির পরিমাণ ও লেনদেন তখন ঘোষনা করা হয়েছিল ৬১ হাজার ও ৩৫ হাজার ডলার।
২০০৬ সালের ১২ মে নিজের নামে ৩৮১৭ বেলম্যানর, ফলস চার্চ ভার্জিনিয়ায় ১০ লাখ ডলার দামের একটি বাড়ি কিনেন। এর আগে যুক্তরাষ্ট্রে জয় ও তার স্ত্রীর যৌথ মালিকানাধীন আর একটি বাড়ি ৭ লাখ ৪৯ হাজার ডলার দিয়ে কিনেছিলেন।


এছাড়া সজীব আহমেদ ওয়াজেদের ঠিকানা সম্পর্কে গুগল সার্চে পাওয়া তথ্যগুলো নিম্নরূপ। এ থেকেও জয়ের বাড়িঘর সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে।

SAJEEB A WAZED Check for Email Address Google
912 TWIN CREEK DR
Neighborhood & Property Report Record Created: 05/2001
DESOTO, TX 75115 Confirm Current Phone & Address

Background Check on SAJEEB A WAZED
SAJEEB A WAZED Born 1971 Check for Email Address Google
4823 MARTIN ST Neighborhood & Property Report Record Created: Unknown
ALEXANDRIA, VA 22312 Confirm Current Phone & Address

Background Check on SAJEEB A WAZED
SAJEEB A WAZED Born 1971 Check for Email Address Google
5907 HIGHDALE CIR Neighborhood & Property Report Record Created: 07/2003
ALEXANDRIA, VA 22310 Confirm Current Phone & Address


অন্যদিকে তারেক রহমান নব্বইয়ের দশক থেকে জাহাজ ও ডান্ডি ডায়িং ব্যবসার সাথে জড়িত ছিলেন, পরে দিনকাল পত্রিকাটি পরিচালনা করেন কয়েক বছর। স্থাবর সম্পদের মধ্যে তিনি মইনুল রোডের বাড়ির এক তৃতীয়াংশের মালিক। এ ছাড়া সব মিলিয়ে তারেক ১ কোটি ৩৭ লাখ টাকার সম্পদের হিসাব দিয়েছেন দুদকে। তার বিরুদ্ধে মামলা হয়েছে ৩৭ লক্ষ টাকার হিসাব বহির্ভুত সম্পদ গোপন করার, এই টাকা তারেক রহমানের স্ত্রী তার মায়ের কাছ থেকে নিয়ে এফডিআর করেছিলেন বলে ঘোষনা করেছেন। কিন্তু এর যথাযথ ট্যাক্স দেয়া হয়নি অভিযোগ এনে এটাকে অবৈধ সম্পদ গন্য করে মামলা করা হয়।

অন্যদিকে জয় ২০০৯ সালে বসুন্ধরার কর্নধার শাহআলম শতকোটি টাকার বিনিময়ে দেশে ফেরার ব্যবস্থা করেছেন- এটা পত্রিকান্তরে প্রকাশ। জড়িতদের কেউ কেউ ঘটনার সাথে তেমন জড়িত নন মর্মে দাবী করলেও জয়ের পক্ষ থেকে এ পযন্ত কোন প্রতিবাদ আসে নি।

হাওয়া ভবনের দুর্নীতির অভিযোগ নিয়ে এবারে কথা বলা যাক। ২০০৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে বিএনপি সরকার উৎখাতের জন্য ট্রামকার্ডের ঘোষনা দেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল জলিল। এর ১০ দিন আগে ২১ শে এপ্রিল আওয়ামীলীগ হাওয়া ভবনের দুর্নীতির অভিযোগ তুলে হাওয়া ভবন ঘেরাও কর্মসূচী দেয়। এ ঘটনার ঠিক ৩ দিন আগে আওয়ামীলীগের অভিযোগের সমর্থনে তারেক রহমানসহ বিভিন্ন মন্ত্রীদের নিয়ে একটি দরখাস্ত তদন্তের জন্য ৫টি মন্ত্রণালয়ে পত্র দেন তৎকালীন প্রধানমন্ত্রীর সচিব নূরুল ইসলাম। একটি বেনামী দরখাস্তের ওপর ভিত্তি করে এ পত্রটি আবদুল জলিলের ট্রামকার্ডে রসদ হিসাবে সরকারের নিকট প্রতীয়মান হয়, যদিও পরে সরকারী তদন্তে ওই সকল অভিযোগ ভূয়া হিসেবে প্রমানিত হয়। চাঁদাবাজি ও মুদ্রাপাচারের অভিযোগ করা হয় বন্ধু মামুনের বিরুদ্ধে এবং প্রচারের সময় তারেককে জড়িত করা হয় এতে। কিন্তু তারেক রহমান বিদেশে কোথাও কোনো সম্পদ লুকিয়েছেন- এরূপ প্রমানভিত্তিক কোনো তথ্য সরকারের কোনো কতৃপক্ষ অদ্যাবধি হাজির করতে পারেনি। এর প্রেক্ষিতে হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতির রটনা সম্পর্কে ৭ সেপ্টেম্বর ২০০৮ তারিখে দৈনিক আমাদের সময়ের সম্পাদক নিজ নামে লিখেছেন, হাওয়া ভবনকে দুর্নীতির কেন্দ্র হিসেবে উল্রেখ করা এবং সেটা প্রতিষ্ঠিত করার একটি চেষ্টা ২০০১ সালের নির্বাচনের কিছুকাল পর থেকেই লক্ষ্য করা গেছে। হাওয়া ভবন সংশ্লিষ্টদের ২০০১ সালের নির্বাচনে ভূমিকা এবং বিপুল সফলতা হাওয়া ভবনকে টার্গেট হওয়ার কারণ হিসেবে দেখা যেতে পারে। হাওয়া ভবন সংশ্লিষ্ট অনেকের সামাজিক প্রভাব এবং দ্রুত বর্ধিত বিত্ত-বৈভব ও বাণিজ্যিক সাফল্য হাওয়া ভবনকে দুর্নীতির প্রতীক হিসেবে মেনে নিতে অনেক সরল মানুষকেও উৎসাহিত করে।

প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয় এবং সরকারের জ্বালানী উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরীকে নিয়ে ঠিক একই রকমের দুর্নীতির অভিযোগ উঠে ২০০৯ সালের ডিসেম্বরে। পেট্রোবাংলার প্যাডে লিখিত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে আবু সিদ্দিকী সাক্ষরিত দরখাস্তে অভিযোগ করা হয় বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকার কাজ পাইয়ে দেবার বিনিময়ে জয়-তৌফিক ৫ মিলিয়ন ডলার উৎকোচ নিয়েছেন মার্কিন কোম্পানী শেভরনের কাছ থেকে যা বাংলাদেশী মুদ্রায় ৩৫ কোটি টাকার সমান। ঢাকার দৈনিক আমার দেশ এ সংক্রান্তে একটি প্রতিবেদন প্রকাশ করে ২৯ ডিসেম্বর। এর আগে এ অভিযোগ নিয়ে জ্বালানী মন্ত্রণালয় ও পেট্রোবাংলার মধ্যে চিঠি চালাচালি হয়, বিষয়টি তদন্তনাধীন ছিল। কিন্তু পত্রিকায় খবর প্রকাশের সঙ্গে সঙ্গে সরকারীদল গর্জে ওঠে। দলীয় সভা করে সরকারের মন্ত্রীরা ঘোষনা দিলেন পত্রিকার সম্পাদক-সাংবাদিককে রাস্তায় চলতে দেয়া হবে না। সঙ্গে সঙ্গে সে হুকুম তামিলও হয়ে গেলো। সাংবাদিককে রাস্তায় পেটানো হলো আর সম্পাদককে সারা দেশে হাজার হাজার কোটি টাকার মানহানির মামলা দেয়া হলো অন্তত ২০ জেলায়। অবশ্য এবারে বিএনপি দুর্নীতির অভিযোগে সুধাসদন বা জয়ের বাড়িঘর ঘেরাও করার দু:সাহস করেনি।

২০০৭-০৮ ফখরদ্দিন-মইনউদ্দিনের দুই বছরের শাসনামলে সজীব ওয়াজেদের রাজনৈতিক কর্মকান্ড চলছিল প্রবাসে- গোপনে। সেনাপ্রধান মইন উ আহমদের সাথে সাক্ষাৎ করে, বিভিন্ন মাধ্যমে লবিইং করে, ওয়াশিংটনে ষ্টেট ডিপার্টমেন্টে প্রকাশ্যে মায়ের নেগোসিয়েশনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে, নিজের বাসায় কেয়ারটেকার সরকারের ব্যক্তিবর্গের সাথে আলোচনা থেকে শুরু করে আওয়ামীলীগকে ক্ষমতায় আনার জন্য যা করা দরকার তাই তিনি করেছেন। এর স্বীকৃতিও পাওয়া যায় ইকোনোমিক ফোরামের ইয়ং গ্লোবাল লিডার ২০০৭ প্রোফাইলে। এতে উল্লেখ করা হয়, ÔSajib Wazed Joy is a member of the Awami League, the oldest and largest political party in Bangladesh. He currently manages the communication and lobbying efforts of the Awami League in Washington, D.C., working directly with the US Administration. এমনকি যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে কিছু শ্লোগান দেশে পাঠিয়ে সফল ভাবেই তা কাজে লাগিয়েছেন। এক কথায়, আওয়ামীলীগের ডিজিটাল রাজনীতির প্রবক্তাও তিনি।

অন্যদিকে এ সময়ে রিমান্ডে-গোয়েন্দা হেফাজতে মেরুদন্ডের হাড় ভেঙ্গে বিনা চিকিৎসায় কারান্তরীণ ছিলেন তারেক রহমান। গ্রেফতারপূর্ব তার রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে দীর্ঘকাল পেশাগত কাজ করার সুবাদে কাছ থেকে দেখা সাংবাদিক সালেহ বিপ্লব (যিনি এক সময় ছাত্রইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন) হতে ধারনা পাওয়া যেতে পারে। তার ভাষায়, রাজনীতির দলীয় বিতর্কে যাব না। কিন্ত বুকে হাত দিয়ে বলতে পারি, বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছেন তারেক রহমান। কোনো অনুষ্ঠানে দেরি করে যাওয়ার নজির তার নেই। শুধু নিজের সময়ানুবর্তিতাই নয়, নেতাকর্মীদেরও সেভাবে পরিচালনা করেছেন তিনি। বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভা কোনটি কতক্ষণ হবে, কতজন বলবেন- সব ছিল পূর্বনির্ধারিত। অনুষ্ঠানের শুরু থেকে শুরু করে খাওয়া-দাওয়া, থাকার জায়গা, ঢাকায় ফেরার সময়ঃ সব কিছু ছিল ঘড়ি-ধরা নিয়মে। ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন উপলক্ষে তারেক রহমানের সঙ্গে প্রায় নয় হাজার কিলোমিটার ভ্রমণ করেছি। এতগুলো দিনে, এতটা পথে কখনোই তাকে দেরি করতে দেখিনি। এটি তাঁর ক্যারিশমার একটি দিক। আরো দিক আছে। তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব হলেন, দলীয় চেয়ারপারসনের সচিবালয় হাওয়া ভবনের কোঅর্ডিনেটরের দায়িত্ব পেলেন। এরপর কী হলো? শুনলে অনেকে অবাক হবেন, আমাদের জানা মতে, হাওয়া ভবনই একমাত্র রাজনৈতিক অফিস, যেখানে দলের সব নেতার ছবিসহ জীবনবৃত্তান্ত ছিল।

ধরুন আপনি জানতে চান, ছাত্রদলের কোনো এক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের পিতামহের পেশা কী ছিল। হাওয়া ভবন থেকে সেটা জানা সম্ভব ছিল। ক্লিক করলেই কম্পিউটার তা জানিয়ে দিচ্ছে। তারেক রহমান চেয়েছিলেন, দলের সব নেতাকর্মীর তালিকা থাকবে, ছবিসহ এবং পারিবারিক তথ্যাবলিসহ। শুরু করেছিলেন ছাত্রদল দিয়ে, সেটা করাও হয়েছিল। সাধারণ কর্মীর বাইরে, শুধুমাত্র বিভিন্ন কমিটিতে যারা সদস্য, তাদের সচিত্র জীবনবৃত্তান্ত নিয়ে ডাটাবেইস করেছিল হাওয়া ভবন। লক্ষ্য ছিল এরপর যুবদলের ডাটাবেইস করা হবে। কিন্তু আমরা অবাক হই এসব কথা ভেবে। ক্যারিশমাটিক একজন নবীন নেতা, এভাবেই তাকে দেখার সুযোগ হয়েছে আমাদের। এতটা ভিশনারি একজন নেতার বিরুদ্ধে ওয়ান ইলেভেনের পর যেসব অভিযোগে মামলা হলো, তা দেখে আমরা কাছ থেকে দেখা মানুষটার সঙ্গে মেলাতে পারি না। কষ্ট হয়। অনেকের সঙ্গে কথা বলেছি। অনেকের মতামত নিয়েছি। বুঝতে চেষ্টা করেছি, তারেক রহমানকে ঘিরে এত নিন্দার ঝড় কেন?

এখানে বিএনপিবিরোধী রাজনৈতিক শিবিরের একটা বিশাল অবদান রয়েছে। হাওয়া ভবন, তারেক রহমান আর দুর্নীতি- তিনটি বিষয়কে সমার্থক করে দেয়ার একটা জোরালো প্রচেষ্টা সব সময় ছিল। আমাদের ভুললে চলবে না, ২০০১ থেকেই হাওয়া ভবন তুমুল ব্যস্ত ছিল। বিএনপির নির্বাচনি কর্মকাণ্ড, কৌশল নির্ধারণ, প্রচার-প্রচারণা- সব কিছুই হাওয়া ভবনে ডিজাইন করা। ২০০১ সালের নির্বাচনের পর থেকেই বিএনপির বিরোধী শক্তি হাওয়া ভবনকে নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা করেছে। তারা স্পষ্টই উপলব্ধি করেছিল, তারেক রহমান খুব ধীরে হলেও দাঁড়িয়ে যাচ্ছেন বিএনপির পরবর্তী কাণ্ডারী হিসেবে। বিপরীতে দাঁড় করানোর মতো কাউকে তখনো পাওয়া যায়নি। পাওয়া যাক বা না যাক, তারেক রহমানের ইমেজ নষ্ট করতে হবে, এই পরিকল্পনার অংশ হিসেবেই বিএনপিবিরোধী শিবির নিয়মিত বিষোদগার করে গেছে। এই কৌশল কাজে লেগেছে কি? লেগেছে। দুর্নীতি কোন সরকার করেনি? এরশাদ স্বৈরাচারকে উৎখাতের পর ক্ষমতায় এসেছে বিএনপি আর আওয়ামী লীগ। আওয়ামী আমলে কি দুর্নীতি হয়নি? হয়েছে। দেশের মানুষ সব জানে, বোঝে। কিন্তু বিএনপি যখন দ্বিতীয় দফা সরকারে এলো, তার আগেই হাওয়া ভবন আর তারেক রহমান সম্পর্কে নেতিবাচক প্রচারণায় জয়ী হয়ে গেছে বিএনপিবিরোধীরা।
 
আওয়ামী লীগ আমলে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তার হিসাব করতে হলে দলের অনেক নেতা-মন্ত্রীর দুর্নীতির যোগফল বের করতে হবে। কিন্তু বিএনপি আমলের দুর্নীতির কথা বলতে গেলে সবাই হাওয়া ভবন আর তারেক রহমানের কথাই বলবে, এমন একটি মানসিক অবস্থা সফলভাবেই তৈরি করতে পেরেছে বিএনপিবিরোধী মহলটি। এটা পারার একটি বড় কারণ, বিএনপির মিডিয়া উইং বরাবরই দুর্বল, অন্তত প্রতিপক্ষের তুলনায়। ২০০১ সালে সরকার গঠনের পর বিএনপির মিডিয়া উইং অনেকটা জোরদার হয়েছে নিঃসন্দেহে, তবে এখনো প্রতিপক্ষকে ডিঙ্গাতে পারেনি। এসব কথা থাক। এসব কথায় রাজনৈতিক বিরোধ জন্ম নেবে, ব্যক্তিগতভাবে এখন আর কোনো দলের সঙ্গে যুক্ত নই, তাই রাজনৈতিক বিষয় থেকে বের হয়ে আসাই ভালো।‌‌‌‌‍‍‌ ........................................



**************************************************************************************





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___