Banner Advertiser

Tuesday, April 21, 2015

[mukto-mona] Call for Tolerance and Peace



We are winning in the game of cricket with Pakistan, whose cricket team had been in dominant position in all the past years. After the tremendous  progress Bangladesh has made over Pakistan in all the indicators of economic and human developments, are we going to slip behind in our national attitude of intolerance and COMMUNALISM? ~ ~ Farida Majid


<< RIYADH — Pakistani Ambassador Manzoor Ul Haq said that tolerance and the spirit of peaceful co-existence remained our hallmark for centuries and would return to our lands eventually. He was speaking as Chief Guest at a National Day celebration hosted by Pakistan Culture Group (aka: PCG) – a social & welfare organization in Riyadh. "Ours was a beautiful country with peace & tranquility everywhere. We were tolerant to each other's view points and people of all sects, political leanings and cast & creed lived peacefully. However, it is unfortunate to see intolerance creeping in our society during the recent past, "Haq remarked. He also added that this was a passing phase and our lands would see the return of the golden era of tolerance and peaceful co-existence all over again. >>

URL Link:
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20150421241136


The tone of truth and moderation
SAUDIGAZETTE.COM.SA|BY SAUDI GAZETTE



__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] City Election



কাওরান বাজারের ঘটনা ও রঞ্জিত প্রচারণা

তারিখ: ২২/০৪/২০১৫
  • আবদুল গাফ্ফার চৌধুরী
সিটি কর্পোরেশনের নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচার চালানোর জন্য বিএনপি নেত্রী গত সোমবার (২০ এপ্রিল) ঢাকার কাওরান বাজারে গিয়েছিলেন। নিজস্ব সিকিউরিটি পরিবেষ্টিত তার জাঁকজমকপূর্ণ গাড়িবহরে স্থানীয় লোকজন, বিশেষ করে ব্যবসায়ীদের একটা অংশ ঢিল পাটকেল মেরেছে। তাদের অভিযোগ, যে নেত্রী গত তিন মাস যাবত তাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখেছেন, তাদের আয় উপার্জনে বিরাট লোকসান ঘটিয়েছেন, নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছেন, তিনি এত শীঘ্র সেই ব্যবসায়ী ও মানুষজনের কাছে ভোট চাইতে আসেন কিভাবে? 
এটা বিএনপি সম্পর্কে দেশের মানুষের একটা বিরাট অংশের মনের ক্ষোভ। বিএনপির নেতা-নেত্রীরা এই মুহূর্তে ভোট চেয়ে রাজপথে নামলে সেই ক্ষোভের কিছুটা বহিঃপ্রকাশ ঘটতেই পারে। এই ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ পাকিস্তান আমলেও ঘটেছে। মুসলিম লীগের অপশাসনে বিরক্ত বিক্ষুব্ধ মানুষ ওই দলের নেতাদের সভা-সমিতিতে গেলেই কালো পতাকা দেখিয়েছে, ইট পাটকেল মেরেছে। আইয়ুব খানের গবর্নর হিসেবে মোনায়েম খান এতই জনধিকৃত হয়েছিলেন যে, গবর্নরগিরি ছাড়ার পর তিনি একদিন ঢাকার সদরঘাটে যেতেই ক্রুদ্ধ জনতা তার গাড়ি বেষ্টন করে তাকে অপদস্ত করেছিল। 
এগুলো করেছে সাধারণ মানুষ। কোন দল, বিশেষ করে আওয়ামী লীগ বা কোন রাজনৈতিক দল পরিকল্পনামাফিক করেনি। কোন মিডিয়াও তখন সে অভিযোগ তোলেনি। নিরপেক্ষতার নামে চরম ভ-ামি তখনও আমাদের সাংবাদিকতার একটা অংশকে এত কলুষিত করেনি। এই কলুষেরই এখন প্রকাশ দেখছি প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো স্বঘোষিত কিছু নিরপেক্ষ পত্রিকায়। কাওরান বাজারের ঘটনাটিকে এই দুটি পত্রিকা শুধু ফলাও করে প্রচার করেনি, এমনভাবে প্রচার করেছে যাতে মনে হতে পারে আওয়ামী লীগ সমর্থকরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে এবং আওয়ামী লীগ সরকারও চান না, বিএনপি অবাধে ও স্বাভাবিকভাবে তাদের নির্বাচন প্রচারণা চালাক। 
এই প্রচারণাটিকে যদি প্রতিষ্ঠা দেয়া যায়, তাহলে বিএনপি নির্বাচনে হারলে বলা যাবে সরকার বিএনপিকে অবাধে নির্বাচন প্রচার চালাতে দেয়নি এবং বিএনপির ভোটদাতারা অবাধে ভোট দিতেও পারেনি। সুতরাং এই নির্বাচনের রায় গ্রহণযোগ্য নয়। আর যদি বিএনপি নির্বাচনে জেতে, তাহলে বিএনপির নেতা-নেত্রীরা যতো জোরে বগল বাজাবেন, তার চাইতেও জোরে বগল বাজাবেন এই দুটি পত্রিকা। বলবেন, আওয়ামী লীগের হামলা, সরকারী বাধা উপেক্ষা করে জনগণ বিএনপির পক্ষে ভোট দিয়েছে, এখন এই সরকারের উচিত অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে খালেদা জিয়ার দাবি মোতাবেক নতুন সাধারণ নির্বাচনের ব্যবস্থা করা। এই দাবিকে সমর্থন দেয়ার জন্য তো তথাকথিত সুশীল সমাজ ও ড. কামাল হোসেন অধীর আগ্রহে ঘরে বসে প্রহর গুনছেন এবং ড. ইউনূসও কখন তার আকাশ ভ্রমণ স্থগিত রেখে বাংলাদেশের মাটিতে নামবেন সেজন্য অপেক্ষা করছেন। 
হুজুগে না মেতে একটু ঠা-া মাথায় কাওরান বাজারের ঘটনাটি পর্যবেক্ষণ করলে বোঝা যাবে, সেখানে খালেদাবিরোধী বিক্ষোভে স্থানীয় কিছু আওয়ামী লীগ সমর্থক-ব্যবসায়ী ও লোকজন অংশ নিতে পারে; কিন্তু বিক্ষোভটি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের। গত তিন মাসে যাদের গাড়ি পুড়েছে, পরিবার পরিজন মারা গেছে, তারা বিএনপি নেত্রীকে দেখে আনন্দে বগল বাজাতে বাজাতে রাস্তায় নামবে এটা আশা করা যায় না। পরিস্থিতি বিবেচনায় বেগম জিয়ার উচিত ছিল শুধু নিজস্ব সিকিউরিটি নয়, সরকারী নিরাপত্তা ব্যবস্থাও চাওয়া এবং সরকারেরও উচিত তাকে এই নিরাপত্তা দেয়া। 
গত পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচনের মতো বর্তমানের তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচন যাতে সুষ্ঠু ও স্বাভাবিক হয় সেদিকে হাসিনা সরকারের কঠোর দৃষ্টি রাখার কথা, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে সরকারের ক্রেডিবিলিটি বাড়বে এবং এই সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন যে ফ্রি এবং ফেয়ার হবে সে সম্পর্কে দেশের এবং দেশের বাইরের লোকের কোন সন্দেহ থাকবে না। আবার তত্ত্বাবধায়ক সরকারের মতো বাতিল ও ব্যর্থ ব্যবস্থা পুনঃপ্রবর্তন দ্বারা নির্বাচন অনুঠানের জন্য বিএনপির দাবিটি মাঠে মারা যাবে। এই অবস্থায় বেগম জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ পরিকল্পনা করে দু-চারটি ইট পাটকেল মেরে নিজেদের নাক কাটবে এটা কোন সুস্থ মস্তিষ্কের লোক বিশ্বাস করতে পারে না। প্রথম আলো এবং ডেইলি স্টার তা যতই তাদের পাঠকদের বিশ্বাস করানোর চেষ্টা করুক না কেন!
সাধারণত স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচনে জয়-পরাজয় কোন সরকারের ভাগ্য নির্ধারণ করে না। ধরে নেয়া হয় এটা সরকারের পক্ষে বা বিপক্ষে ভোটদাতাদের কোন চূড়ান্ত রায় নয়। সেজন্যই ব্রিটেনে মার্গারেট থ্যাচারের টোরি সরকারের আমলে টোরিদের ঘোর রাজনৈতিক শত্রু কেন লিভিংস্টোন গ্রেটার লন্ডন কাউন্সিলের নির্বাচনে বার বার টোরি প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হওয়া সত্ত্বেও থ্যাচার সরকারের আসন নড়াতে পারেননি। কিন্তু বাংলাদেশের তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচনের ব্যাপারে একথা এখন বলা যাবে না। এমনিতেই গত সাধারণ নির্বাচনের বৈধতা নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে। গত ৫ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি জিতেছে। এরপর আগামী ২৮ এপ্রিলের নির্বাচনেও যদি বিএনপি জেতে, তাহলে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তাদের দাবি অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াবে। এই সত্যটা নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে রাখা উচিত।
আওয়ামী লীগের সামনে এখন উভয় সঙ্কট। আওয়ামী লীগ যদি স্বাভাবিকভাবেই তিনটি সিটি কর্পোরেশনের মেয়র পদে জেতে, তাহলে বিএনপি ও তাদের সমর্থক সুশীল গোষ্ঠী ও দুটি 'নিরপেক্ষ' দৈনিক প্রচার চালাবে, নির্বাচন অবাধ হয়নি। বিএনপির জয় ছিনিয়ে নেয়া হয়েছে। আবার আওয়ামী লীগ যদি তিনটি আসনেই হারে, তাহলে সরকারের পদত্যাগ ও নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি এবং দাবি মানা না হলে আন্দোলনের হুমকিতে দেশ গরম করে তোলা হবে।
কেউ কেউ আমাকে বলেছেন, এই নির্বাচনে যদি আওয়ামী লীগ দুটি আসনে জেতে এবং একটিতে হারে, তাহলে সম্ভবত নির্বাচন সুষ্ঠু হয়নি বিএনপি এই দাবিটি তুলতে পারবে না। আমার ধারণা, তাহলেও তারা তুলবে। দুটি আসনেও আওয়ামী লীগের জয়কে তারা প্রশ্নবিদ্ধ করবে এবং আবার আন্দোলনে নামার জন্য হুমকি-ধমকি দেবে। ক্ষমতা দখল না করা পর্যন্ত তাদের ছলচাতুরির রাজনীতির অবসান হবে না।
এই অবস্থায় আওয়ামী লীগের উচিত হবে কে কি ভাববে বা না ভাববে তার পরোয়া না করে তিনটি মেয়র পদেই জয়ী হওয়ার চেষ্টা করা। কেবল ভাল প্রার্থী দিয়ে বা সরকারের উন্নয়ন কাজের ফিরিস্তি দেখিয়ে এই জয় অর্জন করা যাবে না। ১৯৪৫ সালে দ্বিতীয় মহাযুদ্ধের পর চার্চিল যুদ্ধ জয়ের জন্য সেভিয়ার অব দ্য নেশন (জাতির ত্রাণকর্তা) খেতাব পেয়েছিলেন এবং ধরেই নিয়েছিলেন কৃতজ্ঞ জাতি তার দলকে নির্বাচনে বিপুল ভোটে জেতাবে। সে আশায় ওই বছরেই তিনি সাধারণ নির্বাচন দিয়েছিলেন। কৃতজ্ঞ জাতি তাকে ভোট দেয়নি। নির্বাচনে তার দলের ভরাডুবি হয়েছিল।
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগেরও সতর্ক হওয়া উচিত। হাসিনা সরকার গত কয়েক বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন সেজন্যে কৃতজ্ঞ জাতি দলে দলে আওয়ামী লীগকে ভোট দেবে এই আশায় বসে থাকলে দলটি ভুল করবে। খালেদা জিয়ার গাড়িতে ইটপাটকেল মারা হলেও তাতে কোন লাভ হবে না। আওয়ামী লীগকে প্রতিটি ভোটদাতার দুয়ারে দুয়ারে যেতে হবে। আওয়ামী লীগ সম্পর্কে তাদের পারসেপসন বদলাতে হবে। বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি এবং মানুষ পুড়িয়ে মারার বর্বরতার ছবি তাদের কাছে আরও স্পষ্ট করে তুলতে হবে। ভোটদাতাদের এ কথাটি বোঝাতে হবে, বিএনপিকে ভোট দিলে এই নিষ্ঠুর ঘাতকের দলকেই ক্ষমতা দখলের পথ করে দেয়া হবে। দেশে শুরু হবে ধর্মান্ধতার রাজনীতি। যা পরিণামে বাংলাদেশেও ইরাক ও সিরিয়ার পরিস্থিতি সৃষ্টি করবে।
'অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না।'- আমাদের সুশীল সমাজও আওয়ামী লীগ ও হাসিনা বিদ্বেষে অন্ধ হয়ে থাকলে ধর্মান্ধতার প্রলয় বন্ধ করতে পারবেন না। বেগম জিয়া নির্বাচনী প্রচারে নেমেছেন। কিন্তু একটিবার তার তথাকথিত আন্দোলনে দেশে যে অসংখ্য নর-নারী ও শিশুর মৃত্যু হয়েছে, তাদের জন্য শোক প্রকাশ ও তাদের হতভাগ্য পরিবার পরিজনের জন্য একটি সান্ত¡নার বাণী উচ্চারণ করেননি। অথচ নিজের দ্বিতীয় পুত্র কোকো, যার স্বাভাবিক মৃত্যু হয়েছে, তার কবরে গিয়ে ক্যামেরার সামনে কেঁদেছেন।
বাংলাদেশ কোন্ পথে, এই সিটি কর্পোরেশনের নির্বাচনে তার কিছুটা জবাব পাওয়া যাবে। বাংলাদেশের মানুষ দেশের সঙ্কটে অনেক সময় রাজনৈতিক ম্যাচুরিটির পরিচয় দিয়েছে। এবারেও যদি দেয় এবং ধর্মান্ধতা, উগ্র মৌলবাদ ও অসত্য প্রচারণার রাজনীতিকে প্রত্যাখ্যান করে তাহলে ভবিষ্যতের সঙ্কটগুলো সে এড়াতে সক্ষম হবে। কিন্তু সেজন্য আওয়ামী লীগকে আরও তৎপর হতে হবে এবং দেশের মানুষকে সঠিক পথ নির্দেশ করতে হবে।
এই নির্বাচনকে তাই গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। এর ফলাফলের ওপর বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতও অনেকটা নির্ভর করছে।
লন্ডন, ২১ এপ্রিল, মঙ্গলবার, ২০১৫



__._,_.___

Posted by: Nurul Bachchu <bachchuhaq13@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] RE: {NA Bangladeshi Community} Re: [chottala.com] ছি ছাত্রলীগ!



What is the purpose of posting these old East Pakistan-era photos of political meetings between Sheikh Mujib with Z A Bhutto?  

The incredibly anachronistic answer: 

৩০ লক্ষ শহীদের সাথে
                   মুজিবের বিশ্বাসঘাতকতা   
That's the IQ level of Abid Bahar, Md. Gani, Shahadat, Zag the Jackal and the rest of the hukka-hua khyank-sheyals howling BAKSHAL BAKSHAL
bT
Th



Date: Tue, 21 Apr 2015 20:47:35 -0400
Subject: Re: {NA Bangladeshi Community} Re: [chottala.com] ছি ছাত্রলীগ!
From: mgani69@gmail.com
To: nabdc@googlegroups.com
CC: saokot_nccbl@yahoo.com; farzana.ahmed48@yahoo.com; zoglul@hotmail.co.uk; faruquealamgir@gmail.com; farahmina@gmail.com; farida_majid@hotmail.com; farhadmazhar@hotmail.com; americamyland@gmail.com; drmohsinali@yahoo.com; asifnazrul@gmail.com; malik.law.associates@hotmail.com; serajurrahman34@gmail.com; srbanunz@gmail.com; khondkar.saleque@gmail.com; nurannabi@gmail.com; akhtergolam@gmail.com; mostofadrgholam@gmail.com

Thank you কবিরাজ (ডাক্তার ) Golam Mostafa! 
I see your perfect "original mother language", not so unexpected! 

Keep it up, can you please?
Aren't you the "same Golam" who led the recent "sexual assaults" on the female students at the Holy Dhaka Awami League University? 
How was it?
                            ********************************************************


                    ৩০ লক্ষ শহীদের সাথে
                   মুজিবের বিশ্বাসঘাতকতা


                              Z A Bhutto visits Sheikh Mujib in Dhaka, 1974



#Mujib hugging the Bengali killer #Bhutto who saved Mujib in West #Pakistan. #SaveBangladesh #Shahbag @basherkella http://t.co/OH1owam84q




                Choking Democracy to death!

            Lord Mujib addresses the foundation

                  meeting of BAKSAL (1975).  

 

 

     

                   Carnage of Mujib family

                            Not enough

                   to take Lesson from?

১৫ই আগষ্ট

***************************************************************************************************************************************************
       

2015-04-21 19:32 GMT-04:00 Dr.Gholam Mostofa <mostofadrgholam@gmail.com>:
শুওরের বাচ্চা পাঞ্জাবির গর্ভজাত মোহাম্মদ গনি

Sent from my iPhone

On Apr 22, 2015, at 2:34 AM, Mohammad Gani <mgani69@gmail.com> wrote:

Legitimate "Father of the Nation" is India that actually fathered this new nation (Bangaldesh) and also accommodated 10 million refugees.

If you still love Sk. Mujib, you may call him "Step-Father of the Nation" who abandoned his then 75 million Bangals of the East.


2015-04-21 16:09 GMT-04:00 Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>:
Abid bhai just expelled, expelled for life. And was not withdrawn while he was alive. 
 

Date: Sat, 18 Apr 2015 13:39:51 -0400
Subject: {NA Bangladeshi Community} Re: [chottala.com] ছি ছাত্রলীগ!
From: abid.bahar@gmail.com
To: chottala@yahoogroups.com; shahadathussaini@hotmail.com; mukto-mona@yahoogroups.com; bangladesh-progressives@googlegroups.com; nabdc@googlegroups.com; alochona@yahoogroups.com; mgani69@gmail.com; saokot_nccbl@yahoo.com; notun_bangladesh@yahoogroups.com; bazlul@yahoo.com; farzana.ahmed48@yahoo.com; reform-bd@yahoogroups.com; BDPANA@yahoogroups.com; Ovimot@yahoogroups.com; zoglul@hotmail.co.uk; faruquealamgir@gmail.com; farukhchowdhury@gmail.com

Mujib was the first student leader to be expelled from Dhaka University for his non student like behavior. Now he is the "father of the nation." Are students following him enough?

2015-04-15 17:22 GMT-04:00 Shahadat Hussaini shahadathussaini@hotmail.com [chottala] <chottala@yahoogroups.com>:
 

ছি ছাত্রলীগ!

15 Apr, 2015
আরিফুজ্জামান তুহিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগেও নারীরা লাঞ্ছিত হয়েছেন। ভীষণভাবে অপমানিত হয়েছেন। টিএসসিতে বাধনের কথা ভুলে যায়নি বাংলাদেশ। কী ভয়ঙ্কর অপমান।

এরপর ২০০২ সালে ২৩ জুলাই গভীর রাতে পুরুষ পুলিশ শামসুন্নাহার হলে প্রবেশ করে বেধড়ক পিটুনি ও অপমানের ঘা আজও দগদগ করছে। তবুও বাঙালি হোক আদিবাসী হোক কী এক প্রাণের টানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। জানে এখানে পুরুষ নামের শ্বাপদেরা যে কোন সময় হামলে উঠতে পারে, তারা অবশ্য গোটা বাংলাদেশেই পারে এবং পারছে; তবুও ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমাদের জাতীয় জীবনের উৎসবগুলো হয়ে উঠে রঙ্গিন।

হতে পারে এই বিশ্ববিদ্যালয়টি থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল, এ কারণে জন্মের নাড়ির টানে ঢাকা বিশ্ববিদ্যালয়েই যায় মানুষ। সেই প্রাণের ক্যাম্পাসে আবারো বাঙলা বর্ষবরণের দিনে ভয়ঙ্করভাবে অপমানীত হলেন নারী। এবারো কি পার পেয়ে যাবে পশুর দল?

কবে কোন কালে সেই ১৫ বছর আগে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। বিশ্ববিদ্যালয় ছেড়েছিও কবে কোনকালে। কিন্তু যতবারই বিশ্ববিদ্যালয়ের প্রাচীর ঘেষে রাত করে কারখানা থেকে বাসায় ফিরে, মনে হয় বাড়ির পাশ দিয়ে ফিরছি। সে এক আজব অনুভূতি। মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গাজুড়ে একদিন আমি ছিলাম। এই অস্তিত্ব এতো প্রগাঢ় যে আমার খুব ভেতরে তা অনুভব করি।

বাধনের কথা ভোলেনি বাংলাদেশ, সেই অপকর্মের হোতা ছিল তৎকালিন শাসক সরকারী ছাত্রসংগঠন ছাত্রলীগের গুণ্ডারা। আবার ছাত্রদলের অছাত্র নেতা লুসিকে রক্ষা করার জন্য ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ড. আনোয়ার উল্লাহ পুরুষ পুলিশ মধ্যরাতে পাঠিয়েছিল ছাত্রী হল শামসুন্নাহারে। ২৩ জুলাইয়ের ওই রাতের বিভীষিকার পর আগুনে দ্রোহে জ্বলে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিসি আনোয়ার উল্লাহকে আন্দোলনের মুখে বিদায় নিতে হয়।

বাঙলা বর্ষবরণের দিনে যে নারীকে ভয়ঙ্করভাবে টিএসসির সামনে সোহরাওয়ার্দীর গেটে লাঞ্ছিত করা হলো সেটাও প্রাণের সেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। হাজার হাজার পুরুষতো সেখানেও ছিল। কেউ কি এগিয়ে যেতো পারলো না মেয়েটিকে রক্ষা করতে?

পুলিশের কথা বলছি না এ কারণে, যেখানে মেয়েটিকে লাঞ্ছিত করা হয়েছে, সেখানে গতবারও পুলিশের কনট্রোলরুম ছিল। ওখানের সব জায়গাতেই সিসি ক্যামেরা। কিন্তু পুলিশ এগিয়ে আসবে না এটাই ঠিক। কারণ ঠিক ওই জায়গার একটু পাশেই বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎকে হত্যা করেছিল। তখনো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। পুলিশের কাজ দেখা। আর প্রয়োজনে যদি সরকার বিরোধী কেউ হয় তাহলে তাকে ক্রসফায়ারে দেওয়া।

যদি ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি লিটন নন্দী এগিয়ে না আসতেন? যদি লিটন তার গায়ের পাঞ্জাবি দিয়ে নারীটির লজ্জা ঢেকে না দিতেন? তাহলে কি লাঞ্ছিত হোত বাংলাদেশ? তাহলে কি লাল সবুজের পতাকা অর্ধ নমিত হয়ে যেত লজ্জায়? এসবের কিছুই হোত না। কারণ যিনি লাঞ্ছিত হয়েছেন তার কোন খেতাব নেই। খেতাব ছাড়া, পদবী ছাড়া মানুষ শুধু সংখ্যাতত্ত্বেরর হিসেব নিকেশ।

ছি ছাত্রলীগ!

টিএসসির সামনে বর্ষবরনের দিনে নারীদের লাঞ্ছিত করার অভিযোগ সরকারি দল ছাত্রলীগের বিরুদ্ধে যাচ্ছে। এটা প্রমাণ করা কঠিন কিছু নয়। সব ভিডিও আছে সিসি ক্যামেরায়। প্রত্যেককে সনাক্ত করা সম্ভব। যদি পুলিশ সিসি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ না মুছে ফেলে।

আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা লাঞ্ছিত করেছে নারী শিক্ষার্থীদের। তাদেরকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে ছাত্রলীগ হিসেবে। ছাত্রলীগ তুমি আর কত নীচ হবে। কত নিচে নামলে তোমার নিচে নামার ইচ্ছে বন্ধ হবে?

এরপর এইসব অপরাধীদের সাজা হবে না জানি। কিন্তু এদের প্রত্যেকের ছবিগুলো ছেপে দেওয়া উচিত সবগুলো জাতীয় দৈনিকে। এদের বাবা মা বোন ভাই জানুক, মানুষ নামের কোন জানোয়ারের সঙ্গে তারা একই ছাদের নিচে থাকে। সরকার যদি তাদের বিচারও না করে তাহলে এটা করতে পারলে তাদের বিচার হয়ে যাবে।

সংখ্যালঘুরাই লড়ে, সংখ্যাগুরুরা ভয়ে মরে

বামপন্থিরা বাংলাদেশে প্রান্তিক, সংখ্যালঘু। তবে তাদের সামনে ঘটে যাওয়া অনাচারের প্রতিবাদ তারাই করে। ইতিহাসজ্ঞান মাত্রই আপনি স্বীকার করবেন সারা পৃথিবীতেই লড়াইটাই এমন। সুন্দরের জন্য, আগামির জন্য, জীবনের জন্য খুব কম মানুষ লড়ে। আর আমরা তাবৎ লোকেরা তা ভোগ করি।

এই যে ছাত্র ইউনিয়নের সভাপতি কমরেড লিটন আমাদেরকে রক্ষা করলেন, ভয়ঙ্কর লজ্জার হাত থেকে রক্ষা করলেন। অথচ সেখানেও পুরুষ ছিলো ঢের, কাতারে কাতারে। কেউ এগিয়ে আসেনি। লিটনেরা ইতিহাসে বরাবরই সংখ্যালঘু ছিলেন।

এই যে আমাদের মুক্তিযুদ্ধ। এখন কাতারে কাতারে যোদ্ধা বের হচ্ছে। অথচ যুদ্ধের নিদান কালে কজনে গেছিল সেদিনে রণে? ইতিহাস তা জানে।

বলছি না, যারা যুদ্ধে যায়নি তারা সবাই রাজাকার। যারা যায়নি তারা আসলে ভীতু মানুষ। তারা কেউ লিটন হতে পারে না। তারা রুমি হতে পারে না। তারা রুমির ইতিহাস পড়ে।

তবে এই সুযোগে যারা বাঙালীর বর্ষবরণ নিয়ে নানান ধরনের নেতিবাচক বক্তব্য ছড়াচ্ছে তারাও ওই নারীকে লাঞ্ছিত করা নপুংসকদের মতই। মঙ্গলযাত্রা করা হয় এইসব অশুভ শক্তির বিরুদ্ধাচারণ করেই।

আসছে নববর্ষবরণে নারী তুমি বহ্নিশিখা হও। দ্বিধাহীন তোমার কণ্ঠ উৎগত কর। দেবী দুর্গার মত ১০ হাতে তুমি অসুরকে ধ্বংস কর।

আরিফুজ্জামান তুহিন: তরুণ কমিউনিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও কবি

উৎসঃ   বাংলা অনলা





--
You received this message because you had subscribed to the Google Groups "North America Bangladeshi Community forum". Any posting to this group is solely the opinion of the author of the messages to nabdc@googlegroups.com who is responsible for the accuracy of his/her information and the conformance of his/her material with applicable copyright and other laws where applicable. The act of posting to the group indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator(s). To post to this group, send email to nabdc@googlegroups.com.
---
You received this message because you are subscribed to the Google Groups "North America Bangladeshi Community" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nabdc+unsubscribe@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/nabdc.
For more options, visit https://groups.google.com/d/optout.




__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Fw: COMING SOON ON SUNDAY, AUGUST 16, 2015 IS THE PERFORMANCE OF SAAT BHAI CHOMPA [1 Attachment]

[Attachment(s) from Bulbul Akhter singer_bulbul@yahoo.com [mukto-mona] included below]



On Wednesday, April 1, 2015 6:33 AM, Bulbul Akhter <singer_bulbul@yahoo.com> wrote:


Yes, the date has been changed and the official address has been decided and is on the flyer !
Please do join us



Inline image




__._,_.___

Attachment(s) from Bulbul Akhter singer_bulbul@yahoo.com [mukto-mona] | View attachments on the web

1 of 1 Photo(s)


Posted by: Bulbul Akhter <singer_bulbul@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Fw: হে প্রানের স্বাধীনতা , ক্রিকেটে তুমি বাংলাদেশকে করেছ সারা বিশ্বে মহীয়ান !!!!!!





On Tuesday, April 21, 2015 9:12 PM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


ব্যাপারটাই বুঝলাম না ! বাংলাদেশে আসার আগে এই দলকে নিয়ে পাকিস্তানি খেলোয়াড় , মিডিয়া সহ অন্যরা খুবই আশাবাদী ছিল। বাংলাদেশকে সহজেই হারিয়ে দেবে এমন হুংকার দিয়েছিল। শোচনীয়ভাবে সিরিজ হারিয়ে ওদের কথার সুর পাল্টে গেছে। এখন ড্রামা কুইনের মত বলছে এটা একটা নতুন দল। এদের আরো সময় দেওয়া উচিত। বাংলাদেশ অনেক পরিনত দল। অথচ এই পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় বাসিত আলী এক সময় কটাক্ষ করে বলেছিল "প্লিজ তোমরা ক্রিকেট খেইলনা , ক্রিকেটে তোমাদের মানায়না" ! আর ধারাভাস্যে রমিজ রাজা এই সেদিনও বাংলাদেশকে হেয় করে কথা বলেছে।
আজ যদি স্বাধীন না হতাম কয়টা বাঙালি পাকিস্তান টিমে জায়গা পেতো ? সাকিব-মাশরাফিদের মফস্বলে থেকে ক্রিকেটের বদলে 'ডান্ডা গুলি' খেলতে হত ! আর যারা চ্যান্স পেত তাদেরকে রকিবুল হাসানের মত 'পানি টেনেই' সময় কাটাতে হত।
তাই হে প্রানের স্বাধীনতা , ক্রিকেটে তুমি বাংলাদেশকে করেছ সারা বিশ্বে মহীয়ান।
 
Muhammad Ali Manik's photo.





__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] DDD 285. খালেদার পথসভা ও গাড়িবহরে হামলা



DDD 285. খালেদার পথসভা গাড়িবহরে হামলা
Dhaka Daily Dish, 285th Issue, 21st April '15
 
Dear All
Countrymen are acquiring newer knowledge about Awami Amal
where newer sensational subjects are created to suppress the old
one.  In the process – opponents are oppressed with new spirit and
countrymen are fooled with new game.  Countrymen silently see
BAL policy to protect party perpetraters, using, misusing govt organs.
 
Today's DDD is on one such subject.  News media, including social
ones, covered this subject widely.  But today's DDD is prepared with
pictures and news from only Prothom Alo and Jugantor – very widely
known to be inclined to 'progotishil Awami gharana'.  In this occasion
I humbly remind readers that, this subject successfully suppressed
the immediate past sensation of 'Pahela Baishak Scandal'.  Thanks.
Haque, Lowell, MA, USA.
 
খালেদার পথসভা গাড়িবহরে হামলা
নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ২১, ২০১৫ | Prothom Alo                                             
রাজধানীর কারওয়ান বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পথসভা গাড়িবহরে
হামলা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায়
সরকারি দলের কর্মী-সমর্থকেরা হামলা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খালেদা জিয়া
তখন মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান,
জয় বাংলা স্লোগান দিয়ে সরকার-সমর্থকেরা খালেদা জিয়ার গাড়ি, পেছনে থাকা চেয়ারপারসনের
অতিরিক্ত গাড়ি (স্পেয়ার কার) ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) তিনটি গাড়ি এলো-
পাতাড়ি ভাঙচুর করেন। ছাড়া সেখানে রাখা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
হামলায় খালেদার দুজন নিরাপত্তাকর্মী ফজলুল করিম ফারুক হোসেন, একান্ত সচিব আবদুস
সাত্তার খালেদা জিয়ার একজন গাড়িচালক শাহজাদা শাহেদ এবং সাংবাদিকসহ অন্তত ১০ জন
আহত হন। খালেদা জিয়ার গাড়ির সামনের অংশে রক্তের দাগ দেখা গেছে। ………..

নাটক করছেন খালেদা জিয়া
যুগান্তর রিপোর্ট, ২১ এপ্রিল ২০১৫
মানুষকে যন্ত্রণা দিতে খালেদা জিয়া আবার মাঠে নেমে নাটক শুরু করেছেন বলে মন্তব্য করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নাটক বন্ধ করার জন্য আহবান জানিয়েছেন তিনি। ……….
 
কারও ওপর হামলা করা হয়নি - স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী :
যুগান্তর রিপোর্ট, ২১ এপ্রিল ২০১৫
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর হামলার মুখে পড়লেও কারও ওপর হামলা
করা হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার রাতে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেনস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের কানে
এসেছে ঘটনাটি অন্য রকম। কারও ওপর হামলা করা হয়নি বরং অন্যদের ওপর বিএনপির
লোকজন চড়াও হয়েছিল। এখনই বিষয়ে কোনো মন্তব্য করছি না। ………….
 
জনগণের রাগ তো নিয়ন্ত্রণ করা যায় না : জয়
২১ এপ্রিল, ২০১৫, Jugantor
কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িতে হামলা জনগণের ক্ষোভের বহির্প্রকাশ বলে মন্তব্য
করেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ধরনের হামলা সমর্থন না
করলেও জনগণের রাগকে তো সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। …………
 

পুলিশ জানত না খালেদা আসবেন

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ২১, ২০১৫, Prothom Alo
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল কারওয়ান বাজারে আসবেন এটা পুলিশ
জানত না বলে দাবি করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার
সরকার। আজ মঙ্গলবার দুপুরে নিজের কার্যালয়ে তিনি প্রথম আলোর কাছে এমনটা ……

খালেদার গাড়িবহরে হামলা: . লীগ নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ২১, ২০১৫, Prothom Alo
রাজধানীর কারওয়ান বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পথসভা গাড়ি
বহরে হামলার ঘটনায় দলটির অজ্ঞাত ১০০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন
আওয়ামী লীগের স্থানীয় এক নেতাগতকাল সোমবার দিবাগত রাত পৌনে ……..



__._,_.___

Posted by: mk haque <mk_haque@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Newer Posts Older Posts Home