Banner Advertiser

Saturday, December 7, 2013

[mukto-mona] নির্বাচনকেন্দ্রিক সংকট - কে জিতবে কে হারবে?



নির্বাচনকেন্দ্রিক সংকট

আনু মুহাম্মদ | আপডেট: ০০:০৪, ডিসেম্বর ০৮, ২০১৩ প্রিন্ট সংস্করণ

     

আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকার কেন সব দৃঢ়তা আর প্রশাসনিক শক্তি নিয়ে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে? এর কারণ হতে পারে একটাই, আওয়ামী লীগ ধারণা করছে, যদি তারা সবার অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করার জন্য কোনো আপসে যায়, তাহলে অন্তত প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনাকে সরে যেতে হবে। এটা মেনে নিতে আওয়ামী লীগের অসুবিধা কী? অসুবিধা একটাই, সে রকম পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচনে জিতে আসার ব্যাপারে ভরসা পাচ্ছে না। যদি জনসমর্থন অটুট থাকে, আওয়ামী লীগ বিভিন্ন বিলবোর্ডের এবং টিভি বিজ্ঞাপনের মাধ্যমে যে উন্নয়ন প্রচার করছে, তাতে জনগণের যদি আস্থা থাকে, তাহলে নির্বাচনে বিজয় তো নিশ্চিত হওয়ার কথা। তা ছাড়া যুদ্ধাপরাধীর বিচার শুরু তো আওয়ামী লীগের বড় সাফল্যের বিষয়। তাহলে? না, আওয়ামী লীগ কোনো ঝুঁকি নিতে রাজি নয়।
অন্যদিকে বিএনপিও নিশ্চিত, শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকেন, তাহলে তাদের জয়লাভের সম্ভাবনা নেই। কিন্তু যদি আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা থাকেন, যদি মিডিয়া সতর্ক থাকে, তাহলে আওয়ামী লীগের পক্ষে কি ইচ্ছা করলেই কারচুপি করা সম্ভব হবে? না, কোনোভাবেই এই ঝুঁকি বিএনপি নিতে রাজি নয়। কেউ পরাজয় তো নয়ই, তার ঝুঁকিও নিতে রাজি নয়।
নির্বাচন-প্রক্রিয়ায় কখনো জয় কখনো পরাজয়ের মধ্য দিয়ে সরকার গঠনই তো নিয়ম। কিন্তু বাংলাদেশে দুই পক্ষ কেউ যদি পরাজয়ে রাজি না থাকে, তাহলে নির্বাচন-প্রক্রিয়া কীভাবে কাজ করবে? দুই পক্ষই নির্বাচনে অংশ নিতে চায়, তবে নিশ্চয়তা দিতে হবে, জিতবে শুধু তারাই। এর ফলাফল দেশ অচল। প্রতিদিন গুলি-সংঘর্ষে মানুষ মরছে, ছোড়া ককটেলে পুড়ছে, মরছে! চারদিকে রক্ত, আগুনপোড়া মানুষ, ধ্বংসপ্রাপ্ত গাড়ি, রেলের বগি, টেম্পো। যাঁরা মারা যাচ্ছেন, জীবনের তরে পঙ্গু হচ্ছেন তার বেশির ভাগ মানুষ শুধু বেঁচে থাকার তাগিদেই বের হয়েছিলেন রাস্তায়। কতজন পঙ্গু হচ্ছেন তার হিসাবও পাওয়া যাবে না। বাংলাদেশে ক্ষমতার যাঁরা থাকেন বা যাঁরা যেতে চান, তাঁদের কাছে যে মানুষের জীবন তুচ্ছ, দেশের ভবিষ্যৎ অর্থহীন, এগুলো তারই একেকটি চিহ্ন!
সরকার মাঝেমধ্যেই বিএনপির নেতাদের গ্রেপ্তার ও দমন-পীড়ন করে উসকানি দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের হয়তো ধারণা যে এভাবে বিএনপি-জামায়াত যত অবরোধ হরতাল দিতে থাকবে, যত জ্বালাও-পোড়াও করবে, বোমা-গুলি-সংঘর্ষে যত মানুষ মারা যাবে, যত মানুষ কাতরাবে যন্ত্রণায়, যত মানুষ জীবনের অনিশ্চয়তায় ধুঁকবে, ততই বিএনপি জনধিক্কৃত হবে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে। ১৯৯৬ সালে বিএনপি সরকারেরও নিজের সম্পর্কে এই একই ধারণা ছিল, যখন আওয়ামী লীগ-জামায়াত দিনের পর দিন হরতাল অবরোধ দিয়েছিল। ইতিহাসের কী নিষ্ঠুর পুনরাবৃত্তি!
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর থেকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করছে। বিএনপিসহ চারদলীয় জোট যখন সরকারে ছিল তখন তো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছিল, কিন্তু বিএনপি প্রথম থেকেই এই সরকার যাতে তার আজ্ঞাবহ হয়, সে জন্য তোড়জোড় শুরু করল এবং ২০০৬ সালে দেশকে ঠেলে দিল গভীর সংকটে। এর মাধ্যমে বিএনপি নিজেই প্রমাণ করেছে, তত্ত্বাবধায়ক সরকার থাকাই সমস্যার সমাধান নয় ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন নামের কেন্দ্র খুলে দুর্নীতি আর দখল-লুণ্ঠনের বিস্তার অন্যদিকে চিহ্নিত যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তোলার ব্যবস্থা করে বিএনপি জোট জনধিক্কৃত হয়েছে এবং জনগণের ভোটে বিতাড়িত হয়েছে। বাংলাদেশে এখনো কেউ কাজ করে জনপ্রিয় হয়ে ক্ষমতায় আসেনি। অকাজ করার কারণে যারা জনধিক্কৃত হয়েছে, তাদের ক্ষমতা থেকে বিতাড়ন করেছে মানুষ। অন্য পক্ষ তখন ক্ষমতায় এসেছে।
শেখ হাসিনা খুবই সঠিক, যখন তিনি বলেন যে অনির্বাচিত ব্যক্তিদের হাতে তিনি ক্ষমতা ছেড়ে দিতে পারেন না। ঠিক যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন কোনো স্থায়ী সমাধান হতে পারে না। তাহলে স্থায়ী সমাধানের দিকে কি শেখ হাসিনা সরকার গেছেন? স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন? স্বাধীন বিচারব্যবস্থা? স্বাধীন প্রশাসন? না।
আসলে দুটো কারণ প্রধান, যার জন্য এই দুই পক্ষের কাছে জীবনমরণ প্রশ্ন হলো রাষ্ট্রক্ষমতা। এর একটি হলো, রাজনৈতিক ক্ষমতা খুব দ্রুত সম্পদ আহরণ ও কেন্দ্রীভবনের প্রধান মাধ্যম। ওয়ার্ল্ড আলট্রাওয়েলথ রিপোর্ট ২০১৩ অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ন্যূনতম প্রায় ২৫০ কোটি টাকার সম্পদের মালিকদের সংখ্যা এখন ৯০। ২০০৯ সালে তাঁদের সংখ্যা ছিল ৫০ জন। বর্তমানে এই ৯০ জনের হাতে সম্পদ আছে এক হাজার ৫০০ কোটি ডলার, বা প্রায় এক লাখ ২০ হাজার কোটি টাকা। (বণিক বার্তা, ৩ ডিসেম্বর ২০১৩)। জমিসহ দেশের সম্পদ দখল, লুণ্ঠনের পাশাপাশি কমিশন ও দুর্নীতির মাধ্যমে কিছু লোকের মহাধনী হওয়ার এই উন্নয়ন ধরনই ক্ষমতা নিয়ে এই উন্মাদনার প্রধান কারণ। এদের কাছে তাই জনগণের জীবন, হাহাকার আর দেশের সর্বনাশ কোনো আবেদনই সৃষ্টি করে না।
আর দ্বিতীয়ত, যারা ক্ষমতা থেকে ছিটকে পড়ে, তাদের অপর পক্ষের হিংস্র প্রতিহিংসার মুখোমুখি হতে হয়। দমন-পীড়ন হয়রানি পাঁচ বছরের নিত্যসঙ্গী থাকে। অনেক ক্ষেত্রে ঐক্য থাকলেও ক্ষমতা থেকে দূরত্ব তাদের বিশাল সুযোগ থেকে বঞ্চিত করে, বরং অনিশ্চয়তায় নিক্ষেপ করে।
সংবিধান কী বলে? প্রকৃতপক্ষে আমাদের সংবিধান শুধু যে সাম্প্রদায়িক ও জাতিবিদ্বেষী তা-ই নয়, এখানে গণতন্ত্রেরও কার্যকর হওয়ার বা নড়াচড়ার সুযোগ নেই। বিধান অনুযায়ী সাংসদেরা নিজের কোনো মত ব্যক্ত করতে পারবেন না। প্রধানমন্ত্রীর একক ক্ষমতার স্থান সংসদ কার্যত একটি ব্যয়বহুল আনুষ্ঠানিকতা। হাত তোলা এমপি দিয়ে গণতান্ত্রিক সংসদ হয় না, হাত তোলা কর্মী দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দল হয় না। সুতরাং জমিদারি ব্যবস্থাই অবধারিত পরিণতি। দেশ তাই এখন দেশ নয়, জমিদারি।
তাহলে মানুষ এখন কোথায় যাবে? কী সমাধান? তৃতীয় শক্তি হিসেবে সামরিক বাহিনীর কথা মাঝেমধ্যে শোনা যায়। সামরিক বাহিনীর ক্ষমতা দখলের অভিজ্ঞতা আমাদের আছে। প্রতিবারেই নতুনভাবে আবার একই দুষ্টচক্রের যাত্রা শুরু হয়েছে। অন্য কোনো রাজনৈতিক শক্তি, যারা জমিদারি ব্যবস্থার বাইরে দেশকে নিতে চায়, সে রকম কেউ? না, সে রকম সম্ভাবনা এখন নেই। সে কারণে দুই দলের সমঝোতা ছাড়া এ মুহূর্তের আগ্নেয়গিরির হাত থেকে উদ্ধার নেই। না হলে পতন কোথায় নিয়ে যাবে, আমরা কেউ জানি না।
আওয়ামী লীগ যদি একতরফা নির্বাচন নিয়েই এগিয়ে যেতে থাকে, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন, সম্পদ ও কাজের নিরাপত্তাও তাদের নিশ্চিত করতে হবে। পারবে? ঘটনাবলি প্রমাণ, পারবে না। না পারলে তাদের সমঝোতার পথেই আসতে হবে। সেখানে একটা স্বচ্ছ চুক্তিতে আসতে হবে দুই পক্ষকেই, যেখানে ভবিষ্যৎ অচলাবস্থা ঠেকানোর জন্য দুটো বিষয় সুনির্দিষ্টভাবে থাকতে হবে: ১. সবাই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে, তার রায় কার্যকর করতে নিজ নিজ ভূমিকা পালনে বাধ্য থাকবে। ২. যেই জয়লাভ করুক না কেন, কোনো পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কোনো ব্যবস্থা নেবে না।
স্বাধীনতার ৪২ বছরের মাথায় আমরা রক্তাক্ত, দিশাহীন, উদ্ভ্রান্ত। এই দেশ নিয়ে নিজেদের জীবন নিয়ে মানুষ নতুন কোনো উচ্চতার স্বপ্ন দেখবে কি, এখন শুধু বেঁচে থাকার জন্যই সবার আর্তনাদ। এত বছরে রাজনীতি আর অর্থনীতির কী ঘটল যে আমাদের শুনতে হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়োগের সম্ভাবনার কথা, আন্তর্জাতিক অপরাধ আদালতের নড়াচড়ার কথা, বাংলাদেশের বিরুদ্ধে অবরোধ আরোপের চিন্তার কথা। আমাদের উন্নয়নের ধরন আর রাজনীতির মধ্যে বড় ধরনের অসংগতি ছাড়া এ রকম একটি পরিস্থিতি কীভাবে সৃষ্টি হতে পারে? আমরা জানি, দেশের স্বাধীনতার জন্য এত ত্যাগ আর এত জীবন উৎসর্গ খুব কম দেশের মানুষই করেছে। অথচ সেই স্বাধীনতা লাভের পর তৈরি হয়েছে জনগণের পরাজয়ের দীর্ঘ ইতিহাস। আজকের ঘটনাবলি সেই পরাজয়ের অংশ। আক্রান্ত দেশ, আক্রান্ত জনগণ।
বড় অনিশ্চয়তার মধ্যে বাস করে যে জনগোষ্ঠী, তার কাছে বড় পরিবর্তনের তুলনায় আপাত-স্বস্তি পাওয়ার জন্য খড়কুটোর সন্ধানে অস্থির হওয়াই স্বাভাবিক। সেই খড়কুটোও এখন পাওয়া যাচ্ছে না। সবার অংশগ্রহণে নির্বাচন হলে এখন দেশ একটু স্বস্তি পাবে। তবে তাতে জনগণের পরাজিত অবস্থার যে পরিবর্তন হবে তা নয়। দুই জমিদারি গোষ্ঠীর বিষচক্র থেকে মুক্তির চিন্তা ও শক্তির বিকাশ ছাড়া বারবার এই খাদে পতন থেকে যে উদ্ধার নেই, সেটাও তাই আমাদের মনে রাখতে হবে।
আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

http://www.prothom-alo.com/opinion/article/92854/কে_জিতবে_কে_হারবে




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] Re: [notun_bangladesh] Indian Navy concerned over Bangladesh's decision to buy submarines from China




"Reality is China has done a much better job as a friend than India."- QR.



Really? As I said before, numerous times, if you indulge in too much religion, it will destroy normal thinking ability of your brain. A shining example is QR, who believes - China did a better job for Bangladesh than India did. How is this possible? He has forgotten everything that happened in the past. Let me help him - China opposed liberation of Bangladesh, and India liberated Bangladesh. Also, he should learn about the treatment of Muslims in China. It may not take long for China to bring the same treatment in Bangladesh. Also, he should Ask Buddhists in Tibet about Chinese treatment. I do not expect that any of these arguments will ever register in his brain as he judges everything with his Islamist frame of mind.


Jiten Roy



On Saturday, December 7, 2013 9:42 PM, Kamal Das <kamalctgu@gmail.com> wrote:
 
"Reality is China has done a much better job as a friend than India."- QR.
e.g., (i) Bangladesh got its independence with Chinese help(?)!;
(ii) Bangladesh nationals go to pilgrimage in a Chinese city called Azmeer Sharif.
(iii) They celebrate qurbani mostly with Chinese cattle.;
(iv)  Most commodities consumed in Bangladesh actually come from China....etc.

When would such idiots as QR develop a sense of shame?  Being descendants of those who could not protect their identity earlier, it is not expected that they would have any idea on anything.


On Sat, Dec 7, 2013 at 3:47 PM, QR <qrahman@netscape.net> wrote:
 
Member Saha,

I actually like to see India become prosperous. As a neighbor we are all connected. A lot of Indians and Bangladeshi speak the same language we love. We are probably more "Connected" to India (IN many dimensions) than any other nations.

However we are an free nation. Which paid heavy prices to get to this status. So when we discuss policies, we have make an attempt to be dispassionate. Your posts does not contain any original thought but your illogical and passionate words against anyone who disagrees with Indian policies towards Bangladesh.

While as a bengali I'll be probably more "At home" inside India than any other nations I do not have an illusion where my preference lies if I have to pick between Bangladesh and India.

Therefore my analogy was based on which policy is more supportive of our existence and which country is trying our slow destruction (At least with policy).

India and many Indians have the SAME problem which was once shown by some Pakistani (A superiority complex).

India may be prosperous but they are ALSO (Like USA) heavily indebted nation. Inside India it has been depriving poor Indians (Low caste, minority, tribal etc) and enhancing people from certain class and background. Therefore India has major flaws at policy level and social inequity is the biggest threat against long term survival of India. Instead of focusing on that, (Like Pakistan) India chose to blame her neighbors for most of her problem. Even statistically INDIAN Maoists are the biggest threat against stability of India but India media reflect a distorted reality. Half of Indians are not so happy with the federal union (seven sisters, south, Khalistanis etc).

Personally I am not in love with China or any other nation than my own. However truth has to be told when we discuss. If a nation like Bangladesh can freely criticize Saudi Arabia, Pakistan etc why NOT India?

I am inspired by Netaji Shubash Chandra Bose who NEVER gave up honor and dignity in exchange of friendship.

As I said earlier, India should be our "Natural friend" but sadly India wishes to be our boss!

As a nation which frequently speak about "Spirit of liberation" like it happened few weeks ago, we do not wish to replace Pakistan with India. Though the present looks difficult but we'll survive. We'll also thrive. Some of our political leaders disappointed us but our people are very aware of realities and I put my faith on them.

If we can become the second largest garment producer in two decades, we can do a lot of things if we are "Allowed" to focus on them.

India and China are welcome to be our friends. Reality is China has done a much better job as a friend than India. But India is always welcome to join the party. Since we live in the same region, we are not going anywhere.

Hope India realizes it before it is too late.

Shalom!


-----Original Message-----
From: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Fri, Dec 6, 2013 8:53 pm
Subject: Re: [mukto-mona] Re: [notun_bangladesh] Indian Navy concerned over Bangladesh&#39;s decision to buy submarines from China

 
Look, India has managed to prosper without Pakistani and Bangladeshi help. It has become a great soft power in the world whether we Bangladeshis/ Pakistanis like or not. The country is not going to be held back by its two neighbors whether we love them more or less. They are just big enough go it alone. It is already obvious why Indians would never be good friends with these two countries. For that very reason, they do not want the free flow of population from these two countries in their territory.  These two countries are not even India's  significant trading partners ( http://en.wikipedia.org/wiki/List_of_the_largest_trading_partners_of_India).

I understand your love for China. Enemy's enemy is a friend! China is a truly benevolent country and that can be easily validated by Tibetians, Japanese, Koreans, Vietnamese and Filipinos. :-) I do not think you need to be really sharp to understand why China is ready spend money in Pakistan, Bangladesh and Srilanka. Do you think that would be a free lunch for us in the long run? My dear friend, the recipient countries would have spread their legs soon or later. Chinese dick could be far sticker than our dearest Uncle Sam's because you would be dealing with stingy proletariat's money. Is that a great option? Maybe? These are basically strategic games that are being played and smaller countries would be used as worthless pawns, not really as equals.  Because, we got nothing to offer to our all weather friend except our superfluous illiterate population. Would China grant us visas to settle in China? If yes, I say more power to us! And, if China ever takes over India, then that will be a great beginning for the India neighbors?
-SD



 
"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss






__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] Re: [notun_bangladesh] Indian Navy concerned over Bangladesh's decision to buy submarines from China



"Reality is China has done a much better job as a friend than India."- QR.
e.g., (i) Bangladesh got its independence with Chinese help(?)!;
(ii) Bangladesh nationals go to pilgrimage in a Chinese city called Azmeer Sharif.
(iii) They celebrate qurbani mostly with Chinese cattle.;
(iv)  Most commodities consumed in Bangladesh actually come from China....etc.

When would such idiots as QR develop a sense of shame?  Being descendants of those who could not protect their identity earlier, it is not expected that they would have any idea on anything.


On Sat, Dec 7, 2013 at 3:47 PM, QR <qrahman@netscape.net> wrote:
 

Member Saha,

I actually like to see India become prosperous. As a neighbor we are all connected. A lot of Indians and Bangladeshi speak the same language we love. We are probably more "Connected" to India (IN many dimensions) than any other nations.

However we are an free nation. Which paid heavy prices to get to this status. So when we discuss policies, we have make an attempt to be dispassionate. Your posts does not contain any original thought but your illogical and passionate words against anyone who disagrees with Indian policies towards Bangladesh.

While as a bengali I'll be probably more "At home" inside India than any other nations I do not have an illusion where my preference lies if I have to pick between Bangladesh and India.

Therefore my analogy was based on which policy is more supportive of our existence and which country is trying our slow destruction (At least with policy).

India and many Indians have the SAME problem which was once shown by some Pakistani (A superiority complex).

India may be prosperous but they are ALSO (Like USA) heavily indebted nation. Inside India it has been depriving poor Indians (Low caste, minority, tribal etc) and enhancing people from certain class and background. Therefore India has major flaws at policy level and social inequity is the biggest threat against long term survival of India. Instead of focusing on that, (Like Pakistan) India chose to blame her neighbors for most of her problem. Even statistically INDIAN Maoists are the biggest threat against stability of India but India media reflect a distorted reality. Half of Indians are not so happy with the federal union (seven sisters, south, Khalistanis etc).

Personally I am not in love with China or any other nation than my own. However truth has to be told when we discuss. If a nation like Bangladesh can freely criticize Saudi Arabia, Pakistan etc why NOT India?

I am inspired by Netaji Shubash Chandra Bose who NEVER gave up honor and dignity in exchange of friendship.

As I said earlier, India should be our "Natural friend" but sadly India wishes to be our boss!

As a nation which frequently speak about "Spirit of liberation" like it happened few weeks ago, we do not wish to replace Pakistan with India. Though the present looks difficult but we'll survive. We'll also thrive. Some of our political leaders disappointed us but our people are very aware of realities and I put my faith on them.

If we can become the second largest garment producer in two decades, we can do a lot of things if we are "Allowed" to focus on them.

India and China are welcome to be our friends. Reality is China has done a much better job as a friend than India. But India is always welcome to join the party. Since we live in the same region, we are not going anywhere.

Hope India realizes it before it is too late.

Shalom!


-----Original Message-----
From: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Fri, Dec 6, 2013 8:53 pm
Subject: Re: [mukto-mona] Re: [notun_bangladesh] Indian Navy concerned over Bangladesh&#39;s decision to buy submarines from China

 
Look, India has managed to prosper without Pakistani and Bangladeshi help. It has become a great soft power in the world whether we Bangladeshis/ Pakistanis like or not. The country is not going to be held back by its two neighbors whether we love them more or less. They are just big enough go it alone. It is already obvious why Indians would never be good friends with these two countries. For that very reason, they do not want the free flow of population from these two countries in their territory.  These two countries are not even India's  significant trading partners ( http://en.wikipedia.org/wiki/List_of_the_largest_trading_partners_of_India).

I understand your love for China. Enemy's enemy is a friend! China is a truly benevolent country and that can be easily validated by Tibetians, Japanese, Koreans, Vietnamese and Filipinos. :-) I do not think you need to be really sharp to understand why China is ready spend money in Pakistan, Bangladesh and Srilanka. Do you think that would be a free lunch for us in the long run? My dear friend, the recipient countries would have spread their legs soon or later. Chinese dick could be far sticker than our dearest Uncle Sam's because you would be dealing with stingy proletariat's money. Is that a great option? Maybe? These are basically strategic games that are being played and smaller countries would be used as worthless pawns, not really as equals.  Because, we got nothing to offer to our all weather friend except our superfluous illiterate population. Would China grant us visas to settle in China? If yes, I say more power to us! And, if China ever takes over India, then that will be a great beginning for the India neighbors?
-SD



 
"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Bangaqbandhu , We salute you !!!




১৯৭২   সালের ৪ নভেম্বর গণপরিষদে (জাতীয় সংসদে) বঙ্গবন্ধুর ভাষণ :    জনাব স্পিকার সাহেব, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। বাংলার সাড়ে সাত কোটি মানুষের ধর্মকর্ম করার অধিকার থাকবে। আমরা আইন করে ধর্মকে বন্ধ করতে চাই না এবং করবও না। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, তাদের বাঁধা দেওয়ার ক্ষমতা এই রাষ্ট্রের কারো নেই। হিন্দু তাদের ধর্ম পালন করবে, কারো বাঁধা দেওয়া ক্ষমতা নেই। বৌদ্ধরা তাদের ধর্ম পালন   করবে, তাদের কেউ বাঁধাদান করতে পারবে না। খ্রীস্টানরা তাদের ধর্ম পালন করবে, কেউ তাদের বাঁধা দিতে পারবে না। আমাদের শুধু আপত্তি হলো এই যে, ধর্মকে কেউ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।     ২৫ বছর আমরা দেখেছি ধর্মের নামে জুয়াচুরি, ধর্মের নামে শোষণ, ধর্মের নামে বেঈমানি, ধর্মের নামে অত্যাচার, ধর্মের নামে খুন, ধর্মের নামে ব্যাভিচার- এই বাংলাদেশের মাটিতে এসব চলেছে।     ধর্ম অত্যন্ত পবিত্র জিনিস। পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না। যদি কেউ বলে ধর্মীয় অধিকার খর্ব করা হয়েছে, আমি বলবো, ধর্মীয় অধিকার খর্ব করা হয়নি, সাড়ে সাত কোটি মানুষের ধর্মীয় অধিকার রক্ষার ব্যবস্থা করছি। যদি কেউ বলে গণতান্ত্রিক মৌলিক অধিকার নাই, আমি বলবো সাড়ে সাতকোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যদি গুটি কয়েক লোকের অধিকার হরণ করতে   হয়, তাহলে তা করতে হবে।    জয় বাংলা... জয় বঙ্গবন্ধু...  —সংগ্রহীত
১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে (জাতীয় সংসদে) বঙ্গবন্ধুর ভাষণ : জনাব স্পিকার সাহেব, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। বাংলার সাড়ে সাত কোটি মানুষের ধর্মকর্ম করার অধিকার থাকবে। আমরা আইন করে ধর্মকে বন্ধ করতে চাই না এবং করবও না। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, তাদের বাঁধা দেওয়ার ক্ষমতা এই রাষ্ট্রের কারো নেই। হিন্দু তাদের ধর্ম পালন করবে, কারো বাঁধা দেওয়া ক্ষমতা নেই। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, তাদের কেউ বাঁধাদান করতে পারবে না। খ্রীস্টানরা তাদের ধর্ম পালন করবে, কেউ তাদের বাঁধা দিতে পারবে না। আমাদের শুধু আপত্তি হলো এই যে, ধর্মকে কেউ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না। ২৫ বছর আমরা দেখেছি ধর্মের নামে জুয়াচুরি, ধর্মের নামে শোষণ, ধর্মের নামে বেঈমানি, ধর্মের নামে অত্যাচার, ধর্মের নামে খুন, ধর্মের নামে ব্যাভিচার- এই বাংলাদেশের মাটিতে এসব চলেছে। ধর্ম অত্যন্ত পবিত্র জিনিস। পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না। যদি কেউ বলে ধর্মীয় অধিকার খর্ব করা হয়েছে, আমি বলবো, ধর্মীয় অধিকার খর্ব করা হয়নি, সাড়ে সাত কোটি মানুষের ধর্মীয় অধিকার রক্ষার ব্যবস্থা করছি। যদি কেউ বলে গণতান্ত্রিক মৌলিক অধিকার নাই, আমি বলবো সাড়ে সাতকোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যদি গুটি কয়েক লোকের অধিকার হরণ করতে হয়, তাহলে তা করতে হবে। জয় বাংলা... জয় বঙ্গবন্ধু... —সংগ্রহীত


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] Beloved Symbol of Freedom and Humanism, Nelson Mandela, Dies at the Age of 95



Actually for all the readers of the forum, I must criticize myself by using the proverb, "great haste makes great waste."
 
Let me make some clarifications of my last lost.
 
Prior to 1947, Hindus were not the real rulers of India, the British were.
 
Prior to 1947, Muslims were not ruled by the Hindus; they were ruled by the British. Hindus were ruled by the British as well.
 
The Hindu community as a whole did not oppress the Muslim community as a whole. Both Hindu and Muslim aristocrats oppressed the grass root population as a whole irrespective of religion. From the Hindu Roy Bahadurs, the Shudra Hindus did not get any better treatment than what the Muslim peasants got. Similarly, from the Muslim Khan Bahadurs, the Muslim peasants did not get any better treatment than what the Shudra Hindus got.
 
Obviously, because of their better education, there were more Hindu aristocrats than Muslim aristocrats. Looking at the world even today, Muslims, on an average, are likely to continue to be an underclass because of their excessive religiosity, as opposed to emphasis on real education.
 
Because of the false perception of the Hindus as a whole oppressing the Muslims as whole, the revenge taking and barbaric atrocities were carried out mostly by the Muslims around 1947. Hindus also did carry out retributory barbaric atrocities on the Muslims around 1947. However, in both Pakistan and Bangladesh the barbaric atrocities on the Hindus have continued with impunity, and are going on even today; and they are not communal fights, they are one-sided offences by Muslim criminals. These atrocities are going on all Hindus, including the ones that never had any power to oppress anyone.
 
In contrast, occasional communal fights do happen in India, where both Hindus and Muslims are offenders, and where Hindu criminals in action do get shot dead by the police. The state does punish the criminals from all religious groups, albeit with typical imperfection there.
 
Well, thanks to QR for asking the questions. But the answers are really for people who have an open mind.
 
Sukhamaya Bain 
 
==================================================
From: QR <qrahman@netscape.net>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, December 7, 2013 4:57 AM
Subject: Re: [mukto-mona] Beloved Symbol of Freedom and Humanism, Nelson Mandela, Dies at the Age of 95

 
Prior to 1947, Hindus were not the real rulers of India, and Muslims were not the ruled; although the hate-mongers of the sub-continent (as opposed to the British) have done a lot of complaining about the oppression of Muslims by Hindus. Post-1947 Indian subcontinent, specifically the eastern and western parts, has been witnessing barbarian atrocities, with occasional excuse of revenge-taking, on the Hindus


>>>>>>>>>> Help me to understand your post....

If Muslims were "Not the ruled", what were they doing? Did you forget the British colonial masters?

Are you saying Hindus did not oppress the Muslim population?

Did the revenge taking was done by ONE group of people?


Generally our politicians are known for telling us one sided stories/history. So before I say anything, I like to UNDERSTAND your sentiment on your last post. Thanks.


 

Shalom!


-----Original Message-----
From: Sukhamaya Bain <subain1@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Fri, Dec 6, 2013 5:48 pm
Subject: Re: [mukto-mona] Beloved Symbol of Freedom and Humanism, Nelson Mandela, Dies at the Age of 95

 
Sorry for the typo error on the headline in my earlier post.
 
Let me make a few comments on why I have high regards for Nelson Mandela and the state of South Africa.
 
Apartheid was a horribly unjust system of oppressing the black majority of South Africa. However, ending of that horrible system did not see the country taking any revenge on the former oppressors. To me, taking revenge is a barbarian concept. Seeking justice and correcting past mistakes are what civilized human beings would do; they would not take revenge.
 
While I do realize that it would be utterly wrong, from many perspectives, to compare the pre- and post-apartheid South Africa with the pre- and post-partition Indian Subcontinent, let me do a little bit of that inappropriate exercise.
 
Prior to 1947, Hindus were not the real rulers of India, and Muslims were not the ruled; although the hate-mongers of the sub-continent (as opposed to the British) have done a lot of complaining about the oppression of Muslims by Hindus. Post-1947 Indian subcontinent, specifically the eastern and western parts, has been witnessing barbarian atrocities, with occasional excuse of revenge-taking, on the Hindus. From that perspective, the state of South Africa, under the leadership of Nelson Mandela and his followers, has proven to be a really just and civilized nation.
 
Sukhamaya Bain
=================================
From: Sukhamaya Bain <subain1@yahoo.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Thursday, December 5, 2013 8:01 PM
Subject: [mukto-mona] Beloved Symbol of Freedom and Humanism, Nelson Mandela, Dies at the Age of 95

 
I liked the Washington Post's front page headline, "Beloved symbol of freedom."
 
 
 
I have added the adjective "humanism" to the title of this mokto-mona post. I salute the great humanist, Nelson Mandela.
 
Sukhamaya Bain






__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] অতঃপর বাংলাদেশ এখন আফগানিস্তান!



অতঃপর বাংলাদেশ এখন আফগানিস্তান!
আবদুল মান্নান
লেখার শুরুতেই বর্তমান সময়ের শেষ স্টেট্সম্যান দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি গভীর শ্রদ্ধা। বৃহস্পতিবার রাতে তিনি তার নিজ বাসভবনে ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সারাবিশ্বের মানুষ এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। ১৯৯৭ সালে বাংলাদেশের স্বাধীনতার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ম্যান্ডেলা একবারই এই দেশে এসেছিলেন। আরও এসেছিলেন ইয়াসির আরাফাত আর তুরস্কের প্রেসিডেন্ট সুলেমান ডেমিরিল। স্বাধীনতার পঁচিশ বছর পূর্তি আগের বছর হলেও সেটি নির্বাচনের বছর ছিল বলে সে বছর অনুষ্ঠানটি আয়োজন করা যায়নি। এক বছর পরে হয়েছিল। এই তিনজন রাষ্ট্রনেতাকে শেখ হাসিনা সরকারের পক্ষ হতে ২৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছিল। সেদিন আবার কি কারণে বিএনপি বিক্ষোভ পালন করছিল। অনুষ্ঠান শেষে অতিথিরা ফিরে যাওয়ার সময় বিক্ষোভকারীদের মিছিল হতে হোটেল শেরাটনের সামনে কেউ একজন গাড়ি বহর লক্ষ্য করে ছেঁড়া স্যান্ডেল নিক্ষেপ করেছিল। এতে নিঃসন্দেহে বাংলাদেশ অপমানিত হয়েছিল। এমন একটি কাজ বিএনপি নামক দলটির পক্ষেই করা সম্ভব। 
ম্যান্ডেলা যখন শ্বেতাঙ্গদের কারাগারে তখন সারা বিশ্বের মানুষ তার মুক্তি ও দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অবসানের জন্য প্রতিবাদ বিক্ষোভ করেছে। ১৯৮৯ সালে লন্ডনের কেন্দ্রস্থল ট্রাফালগার স্কয়ারে তাঁর মুক্তির দাবিতে বছরব্যাপী ম্যারাথন প্রতীকী অনশন কর্মসূচী চলছিল। সুযোগ হয়েছিল সেই কর্মসূচীতে অংশ নেয়ার। ঘণ্টা দু'এক সেই কর্মসূচীতে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করেছিলাম। একইভাবে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আউন সান সুচি'র মুক্তির দাবিতে জাতিসংঘের মহাসচিবকে দেয়ার জন্য সারাবিশ্বে আবেদনপত্রে গণস্বাক্ষর অভিযান চলছিল। বাংলাদেশেও এই স্বাক্ষর অভিযান চলে এবং নিজেরা উদ্যোগী হয়ে হাজার দু'এক স্বাক্ষর সংগ্রহ করেছিলাম। এই দু'জন যখন নোবেল শান্তি পুরস্কার পায়, তখন বেশ স্বস্তি বোধ করেছিলাম। কিন্তু পরবর্তীকালে রোহিঙ্গা ইস্যুতে সুচির অবস্থান দেখে মনে হয়েছে এই পুরস্কারটি একেবারেই অপাত্রে দান করা হয়েছে। পরে মনে মনে সান্ত¡না পেয়েছি যে ১৯৩৯ সালে হিটলারকেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। গান্ধী পাঁচবার শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন কিন্তু অনেকের মতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের আশীর্বাদ না থাকাতে তার ভাগ্যে এই পুরস্কার জোটেনি। নেলসন ম্যান্ডেলা ইতিহাসের বরপূত্র হয়ে থাকবেন আর গান্ধীকে তিনি তাঁর গুরু মনে করতেন। 
সারা বিশ্বের অকুণ্ঠ শ্রদ্ধার পাত্র শান্তির দূত নেলসন ম্যান্ডেলার যখন মহাপ্রয়াণ হলো তখন বিশ্বের বিভিন্ন প্রান্তে অশান্তির আগুন জ্বলছে এবং আগুনের সর্বশেষ তাপ লেগেছে বাংলাদেশে। এই দেশে অশান্তির আগুনটা লেগেছে ২০১০ হতে; যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে একাত্তরের ঘাতকদের বিচার শুরু হয়। তারপর আসে দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়। সেই রায়ে সংবিধান হতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়। কিন্তু বিরোধী দল বিএনপি মনে করে এমন একটি সরকার ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে অতীতের এত পাপের বোঝা নিয়ে পুনরায় ক্ষমতায় ফেরা তাদের পক্ষে সহজ হবে না। এই ব্যবস্থা বাতিল হওয়ার বিরুদ্ধে বিএনপি জামায়াতকে নিয়ে আন্দোলনে নামে এবং পরে সারা দেশে চরম নৈরাজ্য বাস্তবায়নের কর্মসূচী হাতে নিয়ে দেশে অশান্তির আগুন ছড়িয়ে দেয়। যতই দিন যেতে থাকে ততই তাদের এই কর্মসূচী চরম প্রাণঘাতী হয়ে ওঠে। বর্তমানে তা এক ভয়াবহ আকার ধারণ করেছে এবং এর প্রধান কারণ বিএনপির প্রধান মিত্র জামায়াত এবং সন্ত্রাস সৃষ্টি ও নরহত্যায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত তাদের ঘাতক বাহিনী ছাত্র শিবির। 
বিএনপি-জামায়াতের যৌথ উদ্যোগে বর্তমানে দেশে যে ভয়ঙ্কর এক সন্ত্রাস চলছে তাতে পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ হয়ে এই মুহূর্তে দেশের হাসপাতালগুলোর বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন শ'খানেক নিরীহ মানুষ, যাদের প্রায় সকলেই নিম্নবিত্ত পরিবারের। মৃত্যু হয়েছে ষাটজনের মতো। এদের মধ্যে শিশু, কিশোর, মহিলা, প্রতিবন্ধী আর বৃদ্ধ রয়েছে । দশজন পুলিশ সদস্য, দু'জন বিজিবি আর একজন সেনা সদস্যকে এই দুর্বৃত্তদের হাতে প্রাণ দিতে হয়েছে। এরই মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করলে এই সন্ত্রাসের মাত্রা বহুগুণ বৃদ্ধি পায় এবং দেশের কিছু সুশীল ব্যক্তি এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মদদ যোগাতে এগিয়ে আসেন, যার মধ্যে একশ্রেণীর মিডিয়া আর মধ্যরাতের টকশোতে অংশ গ্রহণকারীদের নাম সকলের আগে নিতে হয়। কোন কোন বিজ্ঞ টকশো অংশগ্রহণকারী নির্র্দ্বিধায় বলেন, বিরোধী দলকে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করতে না দিলে তারা তো সহিংসতার আশ্রয় নিতেই পারে। গত তিন বছরে বিরোধী দলের কয়টি মিছিল- সমাবেশ শান্তিপূর্ণভাবে হয়েছিল এমন প্রশ্নের জবাব কিন্তু তাদের কাছে নেই। এসব সমাবেশে বিরোধী পক্ষের কেউ না থাকলেও নিজেরাই সংঘাত-সংঘর্ষে লিপ্ত হয়ে অশান্তি সৃষ্টি করে আর মিছিল নিয়ে যাওয়ার সময় সড়কের দু'পার্শ্বে দোকানপাট আর গাড়ি ভাংচুর তো একটা নিয়মিত ঘটনা। 
এক বর্ষীয়ান সাংবাদিক, যিনি এক সময় বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ বলে নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন, তিনি শেখ হাসিনাকে জানি দুশমন মনে করেন। কারণ তিনি তারেক জিয়ার বন্ধুর হয়ে একটি টিভি লাইসেন্স চেয়ে পাননি। তিনি প্রায় প্রতিরাতে একটি বিশেষ টিভি চ্যানেলে এসে বিনা কারণে শেখ হাসিনার প্রতি কামান দাগেন। ক'দিন আগে বেশ ফুর্তির সঙ্গে বললেন শেখ হাসিনা তো এখন শুধু ঢাকার প্রধানমন্ত্রী, বাংলাদেশ তাঁর হাতছাড়া হয়ে গেছে। একজন সম্পাদক আওয়ামী লীগকে রীতিমতো ঘৃণাই করেন। প্রতিরাতে কোন না কোন টিভি টকশোতে থাকেন। কথা বলার সময় শারীরিক কসরত করে নেন। সেদিন বললেন, এই মুহূর্তে দেশে সবচেয়ে ঘৃণিত দল আওয়ামী লীগ। কারণ তারা বাংলাদেশকে এখন ভারতের একটি আজ্ঞাবহ দেশে পরিণত করেছে। গত ৫ মে হেফাজতের বিরুদ্ধে সরকারের ব্যবস্থাকে তিনি একটি চরম গর্হিত কাজ বলে মনে করেন এবং বলেন এর ফলে এখন দেশের সব ধর্মভিত্তিক দল একত্রিত হয়ে গেছে। 
একবার আমি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে একটি মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম। আমার প্রতিবেদনের মূল বিষয় ছিল বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানের সরকার ও সাধারণ মানুষের অবস্থানের কোন পরিবর্তন হচ্ছে কি-না সেই প্রসঙ্গ। লেখাটি আমি দেশের একটি প্রধান শ্রেণীর ইংরেজী দৈনিকে পাঠাই। এই দৈনিকে আগেও আমার অনেক ক'টি লেখা প্রকাশিত হয়েছে। কয়েকদিন অপেক্ষা করার পর যখন জানলাম লেখাটি সেই পত্রিকায় প্রকাশিত হবে না, তখন আমি এই সম্পাদককে ব্যক্তিগতভাবে ফোন করি এবং লেখাটি সম্পর্কে অবহিত করি। তিনি বলেন, অসুবিধা নেই পাঠিয়ে দিন। পাঠানোটাই সার হয়েছিল তা আর কখনও ছাপা হয়নি। পরে অবশ্য একটি নতুন দৈনিকে লেখাটি প্রকাশিত হয়েছিল। দেশের মিডিয়াগুলোর অভ্যন্তরীণ অবস্থা আর তাদের নিজস্ব রাজনীতি সম্পর্কে যদি দেশের মানুষ জানত, তাহলে এসব অনেক মিডিয়ার ব্যাপারে মানুষের ধারণা পাল্টে যেত। 
প্রায় পাঁচ বছর পর সেদিন আমি নিজে এক টিভির টকশোতে অংশগ্রহণ করতে গিয়েছিলাম। অন্য চ্যানেলে গেলেও এই চ্যানেলটিকে এড়িয়ে চলি। তাদের কাছে জানতে চাই আর কে থাকবেন। প্রযোজক জানালেন, সেই সম্পাদকের কথা আর বললেন একজন ব্যারিস্টার। বলি, ভাই মাফ চাই। এই দুই জনের সঙ্গে মধ্যরাতে বাহাসে লিপ্ত হওয়া সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। সেই ব্যারিস্টার আবার উত্তর ঢাকার মেয়র হওয়ার খায়েস জানিয়ে কিছুদিন আগে পোস্টারে-পোস্টারে শহর ছেয়ে ফেলেছিলেন। তিনি আবিষ্কার করেছিলেন ঢাকার জনগণ নাকি তাকে চায়। তিনি ঢাকার অবতারের ভূমিকায় অবতীর্ণ হতে ইচ্ছুক। কিছু পরে প্রযোজক আবার ফোন করে জানালেন তিনি অংশগ্রহণকারী পরিবর্তন করেছেন। এখন থাকবেন বেগম জিয়ার একজন উপদেষ্টা এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পরের জনকে অনেকেই মনে করেন বেগম জিয়ার অঘোষিত উপদেষ্টা। রাজি হই। 
আলোচনার একপর্যায়ে যখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কথা আসে তখন উপদেষ্টা মহোদয় বলেন, ওখানে একজন মহিলা আছে যিনি বাড়ির চুলার আগুনে অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে বলি ঠিক আছে, বাকি ত্রিশজন যে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের কি হবে, তখন তিনি নিশ্চুপ। 
বর্তমান চলমান সন্ত্রাস আর নৈরাজ্য নিয়ে কথা উঠলে পুলিশের ভূমিকাও উঠে আসে। সঞ্চালক জানতে চান পুলিশ কি জনগণের বন্ধু? সেই শিক্ষক বেশ উচ্চকণ্ঠে বলেন 'কখনই না।' আমি বলি, হ্যাঁ, আমাদের পুলিশের অনেক দুর্বলতা আর প্রশিক্ষণের ঘাটতি আছে, তবে তাদের জনগণের শত্রু ভাবার তো কোন কারণ নেই। টিভির ক্যামেরাম্যানরা পুলিশের সঙ্গে থেকে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছুঁড়ছে তা দেখায় কিন্তু কদাচিৎ তারা কি অবস্থায় পুলিশ এ্যাকশনে যায় তা দর্শকদের সামনে তুলে ধরে। পুলিশ যদি কোন ব্যবস্থা না নেয়, তা হলে বলে পুলিশ বা সরকার জনগণের জানমালের হেফাজত করতে ব্যর্থ হয়েছে। আর যদি ব্যবস্থা নেয়, তখন বলে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে। বাড়িতে ডাকাত পরলে বাড়ির মালিক তো তার জানমালের নিরাপত্তার জন্য যা যা করার প্রয়োজন তা করবেনই। এতে দুর্বৃত্তদের প্রাণহানিও হতে পারে। তাতে বিচলিত হওয়া সব সময় যৌক্তিক নয়। 
এখন দেশে যে রেললাইন তুলে নিরপরাধ যাত্রী হত্যা করা হচ্ছে তা বন্ধ করতে যদি পুলিশ গুলি চালায় এবং তাতে যদি কোন দুর্বৃত্তের প্রাণহানি হয়, তা হলে এটি কি বলা সমীচীন হবে যে পুলিশ বেশি বাড়াবাড়ি করেছে? গত শুক্রবার কোন রাজনৈতিক দলের কর্মসূচী ছিল না। জুমার নামাজ শেষে উত্তর বাড্ডায় জামায়াত-শিবির কর্মীরা ব্যাপক নাশকতা চালিয়েছে। পুলিশের পিকআপ ভ্যানসহ চারটি গাড়িতে আগুন দিয়েছে, দশ-পনেরোটি গাড়ি ভাংচুর করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। এই অবস্থায় পুলিশের এ্যাকশনে যদি ঘটনাস্থলে কোন ক্ষয়ক্ষতি হতো তা হলে পুলিশকে কতটুকু দায়ী করা যেত? 
শমশের মুবিন চৌধুরী বিএনপির অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ নেতা। বেগম জিয়ার সর্বক্ষণিক সঙ্গী। একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। পরে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে চলে যান। একাত্তরে ২৬ মার্চ চট্টগ্রামে ছিলেন। চট্টগ্রামের কালুরঘাট যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন এবং আহত হন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্তীকরণ হন। বেগম জিয়ার শাসনামলে তিনি পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত হন। বঙ্গবন্ধুর হত্যাকা-ের পর ঘাতকরা চার জাতীয় নেতাকে কারাগারে হত্যা করার পর ব্যাঙ্ককে পালিয়ে গেলে তিনি সেখানে গিয়ে তাদের পাসপোর্টসহ প্রয়োজনীয় অর্থ ও অন্যান্য কাগজপত্র পৌঁছে দেন। গত মঙ্গলবার তিনি বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে বললেন, বাংলাদেশে এখন যে সংঘাত-সন্ত্রাস হচ্ছে, তা যুদ্ধের চেয়ে কম নয় এবং যুদ্ধে নিরপরাধ মানুষের মৃত্যু হতেই পারে। তিনি আফগানিস্তান প্রসঙ্গ টেনে এনে বলেন আফগানিস্তানে পশ্চিমাশক্তি কত নিরপরাধ মানুষকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশে এমন সব হত্যাকা- ঘটলে তাতে এত হৈচৈ করার কী আছে? এটি শুনে ব্যক্তিগতভাবে আমি স্তম্ভিত। কার বিরুদ্ধে শমশের মুবিনের সৈন্যরা যুদ্ধ করছে? তা হলে সত্যি সত্যি বাংলাদেশ কি আফগানিস্তান হয়ে গেল? সার্বিক অবস্থা বিচার করলে, তা মনে হওয়ার যথেষ্ট কারণ আছে। ইদানীং মোল্লা ওমর আর ওসামা বিন লাদেনের মতো বিএনপির নেতারা গোপন আস্তানা হতে ভিডিও টেপ পাঠিয়ে তাদের মানুষ হত্যার কর্মসূচী ঘোষণা করেন। এতদিন কক্সবাজারের গরম মিয়া নামে পরিচিত বেগম জিয়ার একদা প্রটোকল অফিসার সালাহউদ্দিন এমন প্রচার করতেন। শুক্রবার বিএনপির ঢাকা মহানগর মহাসচিব আবদুস সালাম একইভাবে অজ্ঞাত স্থান হতে ঘোষণা দিয়ে জানালেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার সকাল হতে সোমবার সকাল ছ'টা পর্যন্ত ঢাকা শহরে হরতালের আড়ালে নৈরাজ্য সৃষ্টি করা হবে। অবরোধের ভেতর হরতাল। এটা সম্ভবত ঢাকায় সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি অস্কার ফার্নান্দেজকে তাদের ধ্বংসাত্মক শক্তি প্রদর্শনের একটি মহড়া। সাদেক হোসেন খোকা কোরবানির ঈদের আগে 'জনগণের' উদ্দেশে কোরবানির পর দা-ছুরি নিয়ে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন; যা ছিল একটি চরম দায়িত্বহীন ফৌজদারি অপরাধ। বহুদিন ধরে জামায়াত-শিবির সেøাগান দিত 'আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান।' এখন তো বলতে হয়, তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে। এখন দেখার অপেক্ষায় বিএনপি-জামায়াত-শিবির-কথিত সুশীল আর একশ্রেণীর মিডিয়ার সম্মিলিত প্রচেষ্টায় লাখো প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কত দ্রুত আফগানিস্তানে পরিণত হবে।

লেখক : শিক্ষাবিদ ও বিশ্লেষক। 
ডিসেম্বর ৭, ২০১৩



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___