Banner Advertiser

Tuesday, February 14, 2017

[mukto-mona] বিশ্ব ডারউইন দিবস - ১২ই ফেব্রুয়ারী



বিশ্ব ডারউইন দিবস  - ১২ই ফেব্রুয়ারী



      
জীববিজ্ঞানে চার্লস ডারউইন এর অবদানের স্মরণে তার জন্মদিনকে ডারউইন দিবস হিসেবে উদযাপন করা হয়।

১৯৯৩ সালে প্রথম ডারউইন দিবস উদযাপন করা হয়। অধ্যাপক ডোনাল্ড জনসনের নেতৃত্বে ক্যালিফোর্নিয়ার প্যালো এল্টোর মানবতাবাদী সম্প্রদায়ের আয়োজন করে।

বর্তমানে সারা বিশ্বের সহস্রাধিক সংগঠন ডারউইন দিবস পালন করে থাকে। বাংলাদেশে মুক্তমনা ব্লগ, শিক্ষা আন্দোলন মঞ্চ এবং বিজ্ঞানচেতনা পরিষদসহ বেশ কিছু সংগঠন বিগত কয়েক বছর ধরে স্যেকুলার উৎসব হিসেবে ডারউইন দিবস পালন করে আসছে।

চার্লস ডারউইন ঊনিশ শতকের একজন ইংরেজ জীববিজ্ঞানী। তিনিই প্রথম প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দেন। তিনিই সর্বপ্রথম অনুধাবন করেন যে সব প্রজাতিই কিছু সাধারণ পূর্বপুরুষ হতে উদ্ভূত হয়েছে।

এ পর্যবেক্ষণটি তিনি প্রমাণসহ প্রতিষ্ঠা করেন। তার জীবদ্দশাতেই বিবর্তনবাদ একটি তত্ত্ব হিসাবে বিজ্ঞানী সমাজ ও অধিকাংশ সাধারণ মানুষের কাছে স্বীকৃতি লাভ করে।

১৮৫৩ সালে রয়েল মেডেল, ১৮৫৯ সালে ওলাস্টন মেডেল, ১৮৬৪ সালে কপলে মেডেল ছিল তার উল্লেখযোগ্য পুরষ্কার।

বিজ্ঞানী হিসেবে খ্যাতির কারণে তিনি ছিলেন ১৯ শতকের মাত্র পাঁচজনের একজন যিনি রাজপরিবারের বাইরের ব্যক্তি না হয়েও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সম্মান লাভ করেন। ডারউইনকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে সমাহিত করা হয়। তার সমাধি হয় বিজ্ঞানী জন হার্শেল ও আইজ্যাক নিউটনের পাশে।

১৮৮২ সালের ১৯ এপ্রিল ৭৩ বছর বয়সে তিনি মারা যান।

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:  
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

ডারউইন দিবস - উইকিপিডিয়া

https://bn.wikipedia.org/wiki/ডারউইন_দিবস
বিজ্ঞানী চার্লস ডারউইন-এর সামগ্রিক বৈজ্ঞানিক অবদান এবং সমাজে তার বিবর্তন তত্ত্বের প্রভাব স্মরণ করে সারা বিশ্বে ডারউইনের জন্মবার্ষিকীতে (১২ই ফেব্রুয়ারী) ডারউইন দিবস পালন করে থাকে বিভিন্ন বৈজ্ঞানিক এবং মানবতাবাদী সংগঠন। অধ্যাপক ডোনাল্ড জনসনের নেতৃত্বে ক্যালিফোর্নিয়ার প্যালো এল্টোর মানবতাবাদী সম্প্রদায় ১৯৯৩ সালে ...

বাংলাদেশে ডারউইন দিবস উদযাপন - মুক্তমনা বাংলা ব্লগ - Mukto-mona

https://blog.mukto-mona.com/2009/02/13/965/
Feb 13, 2009 - বাংলাদেশে ডারউইন দিবস. ডারউইনের দুশ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও কর্মশালা. প্রকৃতিবিদ ও জীববিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তনতত্ত্ব কেবল ...

বিবর্তন তত্ত্ব - মুক্তমনা বাংলা ব্লগ - Mukto-mona

https://blog.mukto-mona.com/.../বিবর্তন-তত্ত্...
.
২০০৯|বিষয়: উদযাপন, জৈব বিবর্তন, ডারউইন দিবস, মুক্তমনা|ট্যাগ: আধুনিক চিন্তাধারায় ডারউইনের প্রভাব, ডারউইনডারউইন দিবস,ডারউইন দিবস ২০০৯, বিবর্তন তত্ত্ব|২ টি মন্তব্য|.

অনন্ত বিজয় দাশ - মুক্তমনা বাংলা ব্লগ - Mukto-mona

https://blog.mukto-mona.com/author/ananta/
(২) ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা, (সম্পাদিত), অবসর, ঢাকা, ২০১১। ..... ২০১১|বিষয়: ই-বই, উদযাপন, জৈব বিবর্তন,ডারউইন দিবস, বই, বিজ্ঞান বার্তা, ব্লগাড্ডা, ...
                          
                        


__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] ভণ্ড পীরের ফাঁদ, নারীদের সম্ভ্রমহানি, কোটি টাকা লোপাট



                          

ভণ্ড পীরের ফাঁদ, নারীদের সম্ভ্রমহানি, কোটি টাকা লোপাট

প্রথম পাতা

মহিউদ্দিন অদুল | ১৫ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার

তিন জিন। একজন বৃদ্ধ। ৭০০ থেকে ৮০০ বছর বয়সী 'জিন'। তার নাম মোল্লা ভাই। অপর দু'জন নারী 'জিন'। অবিবাহিতা তরুণী সহোদর। উচ্চ শিক্ষিতা। একজন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়ুয়া। ফাতেমা ও মাহিয়া মাহী। এই তিন 'জিন' আবুল কালাম আজাদ খন্দকারের (৪২) বশ মানানো। তার ওপর ভর করা। তাদের দিয়েই চলে আসছিল এই স্বঘোষিত ভণ্ডপীরের চিকিৎসা।
জিন হাজির। তন্ত্র-মন্ত্র। কিংবা অসাধ্য সাধন।   
তার প্রধান টার্গেট অসুস্থ বা সমস্যাগ্রস্ত ধনাঢ্য সহজ-সরল নারী। বহু শিকারই লন্ডন প্রবাসী। তারা তার কথিত এই জিনের ফাঁদে হারিয়েছে কোটি টাকা। হারিয়েছে সম্ভ্রম। তার জন্য পাগল হয়ে বিয়ে করতে যুক্তরাজ্য থেকে ছুটে এসেছে বৃদ্ধা অন্ধ নারী ভক্ত। সে নিজ কণ্ঠ নকল ও বিকৃত করেই জিনের নামে কথা বলতো। ব্যবহার করতো অন্যদের কণ্ঠও। জিন হাজিরার আসরে এক ভুক্তভোগীর কাছে ধরা পড়ে বিষয়টি। মুখ ঘুরিয়ে নারী কণ্ঠ নকল করতেই তিনি ধরে ফেলেন ভণ্ডপীরের ভণ্ডামি। এর জের ধরে অবশেষে সে এখন কারাগারে। গত ৭ই জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এর ১৩ নম্বর রোডের এক ভক্তের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজের পাতা ভয়াবহ জিনের ফাঁদের কথা স্বীকার করে সে। তবে তার সহযোগী ও একাধিক অন্ধ ভক্ত জামিন নিতে মরিয়া।
তার তেমনই এক শিকার আফিয়া বেগম (ছদ্মনাম)। ৫৫ বছর বয়সী এই নারী যুক্তরাজ্য প্রবাসী। সে দেশের নাগরিকও। থাকেন লন্ডন সিটিতে। কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা যান। সে গাড়িতে তখন তিনিও ছিলেন। ওই দুর্ঘটনার পর থেকে তার কিছুটা মানসিক অস্থিরতা ছিল। একই সঙ্গে অহেতুক অসুস্থতা বোধের মধ্য দিয়ে দিন কাটছিল তার। কিন্তু সে দেশের চিকিৎসকরা আফিয়া পুরো সুস্থ বলেই জানান বার বার। ২০১২ সালে একমাত্র উচ্চ শিক্ষিত কন্যা সাবিহা রহমানের (ছদ্মনাম) বিয়ে দিতে তাকে নিয়ে দেশে আসেন। নিকুঞ্জের ওই বাসায় ভাড়ায় উঠেন। সেখানে অন্য এক আত্মীয়ের মাধ্যমে ওই ভণ্ডপীরের চিকিৎসা নিতে শুরু করেন ওই বয়স্ক নারী। এরপর মেয়ের বিয়ে হয়। সেখানে একদিন চিকিৎসার জন্য জিন হাজিরের কথা বলে আসর বসায় আবুল কালাম আজাদ। ওই জলসায় নারী জিনের কণ্ঠ নকল করার বিষয়টি মেয়ে সাবিহার কাছে ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাকে বাসা থেকে তাড়িয়ে দেন তিনি। কিন্তু ভক্ত মা নাছোড়বান্দা। অন্ধ বিশ্বাসে মশগুল। তাকে জিনের সঙ্গে মোবাইলে কথা বলিয়ে দেয়ার নামে দেশে ও লন্ডনে অবস্থানকালে দফায় দফায় আদায় করতে থাকে বড় অঙ্কের টাকা। ২, ৫ ও ১০ লাখ টাকা করে আদায় করে। এছাড়া সম্প্রতি এক আর্থিক প্রতিষ্ঠানের এফডিআর ভাঙিয়ে লভ্যাংশসহ ৩০ লাখ টাকা তার হাতে তুলে দেয়ার কথা জানিয়েছেন ওই নারীর জামাতা। ওই নারীর কাছ থেকে আদায় করে একটি প্রাইভেট কারও। ভণ্ডপীরের প্রভাব থেকে মাকে মুক্ত করার চেষ্টা বার বার ব্যর্থ হয়। মেয়ের সে চেষ্টায় কাল হয়ে দাঁড়ায় তার জন্য। আপন মা-ই আবুল কালামের কথা মতো নিজের গর্ভবতী মেয়েকে মানসিকভাবে বিপর্যস্ত করার অপচেষ্টায় নামে। তার দেয়া বিষাক্ত ওষুধ ও মাদক গোপনে মেয়ের খাবারে মিশিয়ে খাওয়াতে শুরু করে। এসব ঘটনার একপর্যায়ে অনুসন্ধানে নামে মেয়ের স্বামী। তার বসানো গোপন ক্যামেরায় তা ধরাও পড়ে। সর্বশেষ গত ৬ই জানুয়ারি ওই বৃদ্ধা ভণ্ডপীরকে বিয়ের জন্য দেশে চলে আসেন। এর পরদিন গোপনে দেশে আসেন তার মেয়ের স্বামী। তিনি পুলিশকে জানালে গত ৭ই জানুয়ারি নিকুঞ্জের ওই বাসা থেকে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। এরপর তার স্বীকারোক্তিতে বেরিয়ে আসে ফাঁদের চাঞ্চল্যকর নানা তথ্য।
তার প্রতারণার আরেক শিকার লন্ডন প্রবাসী ছালেহা খাতুন। ছেলের বউয়ের সঙ্গে তার মিলমিশ হচ্ছিল না। এই সমস্যা সমাধানের জন্য আফিয়াই লন্ডন প্রবাসী সালেহা খাতুনকে ওই পীরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এই পীর তার বশ করা জিন ফাতেমা ও মাহিয়া মাহীর সঙ্গে আফিয়ার মতোই মোবাইলে কথা বলিয়ে দেয়। 'জিনেরা' মোবাইলে বলে, 'লন্ডনের বাসার  চারদিকে মাটিতে তাবিজ পোঁতা আছে। সে তাবিজ তুলতে হবে। যেতে হবে যুক্তরাজ্যে। এক বোন যুক্তরাজ্যে পড়ে। সেখানকার সব কিছু চেনাজানা। সে পোল্যান্ড হয়ে যাবে যুক্তরাজ্যে। লাগবে প্লেন ভাড়া ও অন্যান্য খরচ।' এছাড়া উপঢৌকন হিসেবেও দু'লন্ডন প্রবাসীর কাছ থেকে আদায় করে লাখ লাখ টাকা। সেই আলাপচারিতায় জিন ফাতেমা বলে, 'আমার ছোট বোন মাহিয়া মাহীকে আগে বিয়ে দেবো। তার বিয়ের জন্য ৩০০ থেকে ৪০০ ফুট লম্বা স্বর্ণের খাট দিতে হবে। দিতে হবে একই দৈর্ঘ্যের স্বর্ণের চেনও। লাগবে বহু টাকা।' এসব কথা সরল বিশ্বাসে মেনে নেয় ওই দু'নারী। তার হাতে তুলে দেয় লাখ লাখ টাকা। ছালেহা খাতুন দফায় দফায় ২০১৬ সালের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তার কাছ থেকে হাতিয়ে নেয় ১১ লাখ টাকা।
আরেক ভুক্তভোগী ঢাকা মোহাম্মদপুরের শাহজাহান রোডের এক ফ্ল্যাটের বাসিন্দা মধ্যবয়সী রহিমা খাতুন অস্থির ছিলেন নিজের বিবাহিত মেয়ের সমস্যা নিয়ে। মেয়ের শ্বশুর বাড়ির লোকজন তাকে পছন্দ করতো না। নির্যাতন করতো। সেও ওই সমস্যার সমাধানের উপায় খুঁজতে থাকেন। একপর্যায়ে ব্রাক্ষণবাড়িয়ার এই জিন কবিরাজের সন্ধান পান। ওই জিন কবিরাজ জিনের মাধ্যমে চিকিৎসার জন্য তার কাছ থেকে ২০১৫ সালের ২৬শে আগস্ট হাতিয়ে নেয় ১ লাখ ১ হাজার টাকা। কিছুদিন পর আরো ৫০ হাজার টাকা। পরের মাসের ২৪ তারিখ নেয় আরো ২ লাখ টাকা। কিন্তু জিনের চিকিৎসায় কোনো কাজ হয়নি। অবশেষে সংসার ভাঙে মেয়ের। কাজ না হওয়ায় টাকা ফেরত চান তিনি। তখন সে বলে জিনের কৈফিয়ত আদায় এবং জিনের মাধ্যমে কাজ আদায় করিয়ে নেয়ার জন্য খালি বাসায় জিন হাজিরা বসাতে হবে। আগর ও মোমবাতিসহ বসাতে হবে জিন হাজিরার আসর। বাসায় রহিমা ও আবুল কালাম ছাড়া আর কেউ থাকতে পারবে না। সেই আয়োজনও হলো। একপর্যায়ে সে বললো, 'আমার ওপর এখন জিন ভর করেছে। আমি যাই করি তার সবই করছে জিনই। খারাপ কিছু মনে করা যাবে না। রহিমাকে সব মেনে নিতে বলে। এরপর সে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ধর্ষণে উদ্ধত হয়। ধস্তাধস্তিতে ছিঁড়ে ফেলে পরনের কাপড়। ওই নারী বাথরুমে ঢুকে হুক লাগিয়ে সম্ভ্রম রক্ষা করেন।' পরে সে ডাকাডাকি শুরু করে দিলে দ্রুত পালিয়ে যায় আবুল কালাম। এই ঘটনার পরই গত ২১শে জানুয়ারি তাকে আসামি করে ৩ লাখ ৫১ হাজার টাকা হাতিয়ে নেয়া ও শ্লীলতাহানির অভিযোগ রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী রহিমা বলেন, সে জিনের নামে আমার স্পর্শকাতর অঙ্গে হাত দিলে আমি তার ভণ্ডামি বুঝতে পারি। তারপর কোনোমতে বাথরুমে ঢুকে নিজেকে রক্ষা করি। অথচ দীর্ঘদিন তার কথায় মজে গিয়েছিলাম। রহিমা তার এই ভণ্ডামি থেকে আত্মরক্ষা করতে পারলেও ব্রাক্ষণবাড়িয়াসহ বিভিন্ন অঞ্চলের বহু নারী নিজেকে রক্ষা করতে পারেনি। টাকা ও স্বর্ণালংকারের সঙ্গে হারিয়েছেন সম্ভ্রমও। ব্রাক্ষণবাড়িয়ার একটি বাড়িতে কয়েক বছর আগে সে একই অবস্থায় ধরা পড়ে। পরে গ্রামবাসীর কাছে মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার পর উল্টো তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। এরপর গ্রামবাসীরাও তার সহযোগীদের কাছ থেকে দূরে থাকে।
খোঁজ নিয়ে জানা যায়, আবুল কালাম আজাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া সদরের শ্রীরামপুর গ্রামে। তার পিতার নাম মন মিয়া। তার দু'স্ত্রী। অক্ষরজ্ঞানহীন আবুল কালাম দীর্ঘদিন এই প্রতারণা চালিয়ে যাচ্ছেন। তার বিয়ের আগে থেকেই সে জিনের ফাঁদ পেতে মানুষের সর্বস্ব হাতিয়ে নিচ্ছিল। তার অন্য কোনো আয়ের উৎসও নেই। সে ব্রাক্ষণবাড়িয়ার দয়াল বাবা গণি শাহ নামে এক মাজারের কামেল পীর বলে নিজেকে পরিচয় দিয়ে আসছিল। তার এ পরিচয়ের স্বীকৃতি আদায়ের চেষ্টাও করে। বিদেশ থেকে ফোন করার নামে ওই মাজারের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে। নিজেকে ওই পীরের মুরিদ বলে দাবি করে। কিন্তু সংশ্লিষ্টরা গণি শাহর ভক্ত ছাড়া কোনো মুরিদ থাকার কথা জানা নেই বলে জানালে সে আর তাদের সঙ্গে সাক্ষাৎ করেনি। তবে ওই মাজারের কামেল পীর বলে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে জিনের ফাঁদ পেতে মানুষের সর্বস্ব হাতিয়ে নিচ্ছিল। ঢাকা ও ব্রাক্ষণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় আরো বহু লোক তার জিনের ফাঁদে সর্বস্ব হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লন্ডন প্রবাসী আফিয়ার মেয়ের জামাই মানবজমিনকে বলেন, ওই ভণ্ডপীর জিনের কথা বলে সহজ-সরল নারীদের ভুলিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে আসছিল। আমার স্ত্রী প্রথমেই বিষয়টি বুঝতে পারলেও আমার স্বল্প শিক্ষিত শাশুড়িকে বিরত রাখা যায়নি। তিনি লাখ লাখ টাকা তাকে দেয়ার পরও ৭০ লাখ টাকার এফডিআর ভেঙে শেষে লাভসহ ৩০ লাখ টাকা তার হাতে তুলে দিয়েছেন। গোপন ক্যামেরায় ও মোবাইলের রেকর্ডে তার ভণ্ডামি ধরা পড়ার পর অবশেষে তাকে আটক করা সম্ভব হয়েছে। আদালতে জবানবন্দিতেও তা স্বীকার করেছে। তিনি বলেন, আর কাউকে যেন এমন ভণ্ডপীরের কাছে সর্বস্ব হারাতে না হয়।  
http://www.mzamin.com/article.php?mzamin=53593&cat=2/ভণ্ড-পীরের-ফাঁদ,-নারীদের-সম্ভ্রমহানি,-কোটি-টাকা-লোপাট
   ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার    
নায়িকা পরীমনিকে নিয়ে ভন্ডপীরের ভণ্ডামি দেখুন! পরীমনিকে নিয়ে যা বল্লো ভন্ড পীর   https://www.youtube.com/watch?v=Q2IQe2wjlTAhttps://www.youtube.com/watch?v=s7Bez1ro_aQ
   
নাফরমান ভণ্ড দেওয়ানবাগীর নতুন ভণ্ডামী! দেখুন মেয়েদের সাথে কি করে এবং কি বলে! Vondo dewanbagi  :      https://www.youtube.com/watch?v=s7Bez1ro_aQ



__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] একজনের কারণে ঝুঁকিগ্রস্ত এনআরবিসি ব্যাংক



 
It looks like, Banking System in Bangladesh is under Mafia control. Mafias are draining Banks through gigantic loans using false identities and starting business ventures abroad. These loans are never paid back. It appears that - they have cornered Mr. Farasat Ali , and I am really worried about his future there.
__________________________________________________________________________


 একজনের কারণে ঝুঁকিগ্রস্ত এনআরবিসি ব্যাংক

ফখরুল ইসলাম ও সানাউল্লাহ সাকিব | আপডেট: | প্রিন্ট সংস্করণ




ফরাসত আলী ও শহীদুল আহসান
ফরাসত আলী ও শহীদুল আহসাননতুন প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংককে 'ঝুঁকিগ্রস্ত' ব্যাংকে পরিণত করেছেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহীদুল আহসান একাই। তিনি এনআরবিসি বা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের একজন গ্রাহক মাত্র। কিন্তু নিজ ব্যাংক পরিচালনার পাশাপাশি শহীদুল আহসান পুরো এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার করে চলেছেন।
এনআরবিসি ব্যাংকের ওপর করা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়, এনআরবিসি ব্যাংক আইন না মেনে শহীদুল আহসানকে ঋণ দিয়েছে, আইন লঙ্ঘন করে বেনামি শেয়ার কিনেছেন শহীদুল আহসান এবং অবৈধভাবে তিনি ব্যাংকটির পর্ষদ সভায়ও অংশ নিয়েছেন।
শহীদুল আহসানের কার্যকলাপ-গুলোকে আলাদাভাবে বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় সহায়ক জামানত ছাড়াই তাঁর স্বার্থসংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানকে এনআরবিসি ব্যাংক ৩০১ কোটি টাকা ঋণ দিয়েছে, যা ব্যাংকটির মূলধনের ৫৬ শতাংশ। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের 'একক গ্রাহকের ঋণসীমা' নীতির লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। তাঁর বেনামি শেয়ার বাজেয়াপ্ত হওয়ার যোগ্য।
আওয়ামী লীগ সরকার সর্বশেষ যে নয়টি ব্যাংকের লাইসেন্স দেয়, এনআরবিসি ব্যাংক তারই একটি। ২০১২ সালের ১৭ এপ্রিল এ ব্যাংকের ইচ্ছাপত্র (এলওআই) দেওয়া হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক নেতা ফরাসত আলীর নামে। তবে প্রতিষ্ঠাকালে ব্যাংকটিতে ২০ জন পরিচালকের নাম থাকলেও নানা কৌশলে ৫ জনকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা হলেন জার্মানপ্রবাসী প্রকৌশলী আবু মোহাম্মদ তুষার ইকবাল রহমান, কানাডায় একটি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফিরোজ হায়দার খান, ফিনল্যান্ডে একটি কোম্পানির সিইও তমাল এস এম পারভেজ, রাশিয়ায় তিনটি কোম্পানির অন্যতম মালিক রফিকুল ইসলাম মিয়া আরজু এবং যুক্তরাজ্যে তিনটি কোম্পানির এমডি মোহাম্মদ আদনান ইমাম।
সার্বিক পরিস্থিতি নিয়ে গত ৫ জানুয়ারি এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ফরাসত আলী প্রথম আলোকে বলেন, 'আগে যে যা কথা বলত, সব বিশ্বাস করতাম। ৩০ থেকে ৩৫ বছর দেশের বাইরে ছিলাম বলে শুরুর দিকে অনেক কিছু বুঝতে পারিনি।' এ কারণেই কিছু ভুলভ্রান্তি হয়েছে বলে জানান তিনি।
তার আগে ৩ জানুয়ারি নিজের মালিকানাধীন মহাখালীর আহসান টাওয়ারে বসে শহীদুল আহসান প্রথম আলোকে বলেন, 'ব্যাংকের ভেতরে ফরাসত আলীর বিরুদ্ধে একটা দল আছে। দলটি পর্ষদ সভায় অস্ত্র নিয়ে তাঁকে মারতেও গিয়েছিল। আমরা তাঁকে সাহায্য করতে চেয়েছি।' পর্ষদ সভায় অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'একটা সভায় ফরাসত আলী আমাকে ডেকেছিলেন বলে গিয়েছিলাম। এটা তো আমার দোষ না।'
নানা অনিয়ম-দুর্নীতির কারণে এনআরবিসি ব্যাংকে গত ডিসেম্বরে পর্যবেক্ষক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিজে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেও এনআরবিসি ব্যাংকে পর্যবেক্ষক বসানো নিয়ে আপত্তি তাঁর। শহীদুল আহসান বলেন, সতর্কতামূলক চিঠি দেওয়ার আগেই এনআরবিসি ব্যাংকে সরাসরি পর্যবেক্ষক নিয়োগ দেওয়াটা বাংলাদেশ ব্যাংকের ঠিক হয়নি।
শহীদুল আহসান সম্প্রতি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ভাইস চেয়ারম্যান হয়েছেন। জানতে চাইলে বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, 'বিএবির এক সভায় ২২-২৩টি ব্যাংকের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। শহীদুল আহসানকে ভাইস চেয়ারম্যান করার ব্যাপারে কেউ বিরোধিতা করেননি।'
এজি এগ্রোকে ঝুঁকিপূর্ণ ঋণ
..শহীদুল আহসানের ব্যবসায়িক গ্রুপের নাম আহসান গ্রুপ (এজি)। এনআরবিসি ব্যাংক এ গ্রুপের প্রতিষ্ঠান এজি এগ্রোকে বাংলাদেশ ব্যাংকের আপত্তি সত্ত্বেও ১৮৩ কোটি টাকা ঋণ দিয়ে আমানতকারীদের অর্থ ঝুঁকিগ্রস্ত করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। একাধিক ব্যাংক থেকে আগেও বিপুল অঙ্কের ঋণ নেওয়া আছে এজি এগ্রোর।
ঋণের বিপরীতে এজি এগ্রো যে কিস্তি দিয়ে যাচ্ছে, তার উৎস নিয়েও প্রশ্ন রয়েছে বাংলাদেশ ব্যাংকের। কারণ, কিস্তির অর্থ এসেছে এনআরবিসি ব্যাংকের উত্তরা শাখার গৃহনির্মাণ ঋণগ্রহীতা আজিজ চৌধুরী, তাঁর পুত্র সালাউদ্দিন চৌধুরী ও তারেক চৌধুরী এবং এ পরিবারেরই মালিকানাধীন স্টাইলিশ গার্মেন্টসের ঋণ হিসাব থেকে। বাংলাদেশ ব্যাংকের সন্দেহ, এজি এগ্রো কিস্তি দিচ্ছে বিভিন্ন নামে নেওয়া তাঁরই ঋণের অর্থ থেকে।
এনআরবিসি ব্যাংকের পরিচালক কামরুন নাহার ওরফে সাখীর বিকল্প পরিচালক এ কে এম শফিকুল ইসলাম এবং এ বি এম আবদুল মান্নানের বিকল্প পরিচালক সৈয়দ গোলাম ফারুক। বিকল্প দুই পরিচালকই এজির পরিচালক ও উপদেষ্টা। নিয়ম লঙ্ঘন করে তাঁদের উপস্থিতিতেই এজি এগ্রোর ঋণ অনুমোদন করে পর্ষদ।
এজি এগ্রোকে ঋণ দেওয়ার ব্যাপারে ফরাসত আলী তাঁর অসহায়ত্বের কথা জানিয়েছিলেন পরিচালক আবু বকর চৌধুরী ও তমাল এস এম পারভেজকে। ২০১৫ সালের ৩ জুন এক ই-মেইল বার্তায় তিনি জানিয়েছিলেন, 'এক মাস আগেই ৮০ কোটি টাকা হয়েছে, শহীদুল আহসান এখন এসেছেন ১৫০ কোটি টাকার ঋণ প্রস্তাব নিয়ে।'
ফরাসত আলী অবশ্য প্রথম আলোর কাছে সম্পূর্ণ উল্টো বক্তব্য দেন। বলেন, 'এজি এগ্রোকে আরও ঋণ দিতে পারলে আমাদেরই ভালো হতো, ব্যাংকের মুনাফা বাড়ত।'
জমির অতিমূল্যায়ন
আহসান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেগমগঞ্জ ফিড মিলকে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ১১৮ কোটি টাকা ঋণ দেয় ব্যাংকটির নোয়াখালীর চন্দ্রগঞ্জ শাখা। বাংলাদেশ ব্যাংক দেখেছে, ঋণ আবেদনপত্রে সিল, স্বাক্ষর ও তারিখ নেই। ঋণ দিতে শাখা সুপারিশও করেনি।
এ নিয়ে ব্যাংকের তৎকালীন বিকল্প পরিচালক এ এম সাইদুর রহমান এক চিঠিতে এনআরবিসি ব্যাংককে জানিয়েছিলেন, 'নোয়াখালীর এক প্রত্যন্ত এলাকায় জমির যে মূল্য দেখানো হয়েছে, তা শুধু অতিমূল্যায়ন নয়, একে অদ্ভুতুড়ে কাণ্ডকারখানা হিসেবে চিহ্নিত করা যায়।'
বেগমগঞ্জ ফিডকে এজির স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলে স্বীকার করতে চান না শহীদুল আহসান। তবে বাংলাদেশ ব্যাংক বলেছে, এজি এগ্রো ও বেগমগঞ্জ ফিডের ঠিকানা একই অর্থাৎ ৭৬, মহাখালী। বেগমগঞ্জ ফিডের নামে নেওয়া ঋণের ছদ্মাবরণে সুবিধাভোগী হচ্ছে এজি এগ্রো। শহীদুল আহসানের ভাই শফিকুল আহসান ও মিরাজুল আহসান বেগমগঞ্জ ফিডের পরিচালক। দুই প্রতিষ্ঠানই একে অন্যের হিসাবে বিপুল অর্থ স্থানান্তর করেছে।
আবার এজির মালিকানাধীন মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ওয়েবসাইটে বেগমগঞ্জ ফিডকে এজির সহযোগী প্রতিষ্ঠান দেখানো হয়েছে। মেরিডিয়ান ফাইন্যান্সে এজির মনোনীত পরিচালক শফিকুল আহসান। তিনি বেগমগঞ্জ ফিডের এমডি ছিলেন। কেউ যাতে বেগমগঞ্জ ফিডকে সহজে এজির সহযোগী প্রতিষ্ঠান মনে না করতে পারে, সে জন্য ঋণ অনুমোদনের পরই ২০১৬ সালের ১৫ ডিসেম্বর শফিকুল আহসানকে এমডি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
শহীদুল আহসান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, 'বেগমগঞ্জ ফিড আমার কোম্পানি না।' বেগমগঞ্জ ফিড এজির সহযোগী এবং আপনার ভাই এতে এমডি ছিলেন—এ তথ্য তুলে ধরলে তিনি বলেন, 'এটা আমার ভাই, না কালা চোরার, তা আমি জানি না।'
বেনামি শেয়ার
এনআরবিসি ব্যাংকে শহীদুল আহসানের বেনামি শেয়ারও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, কামরুন নাহার, এ বি এম আবদুল মান্নান ও আমির হোসেন—এনআরবিসি ব্যাংকে এ তিন পরিচালকের বিনিয়োগের টাকা এসেছে মার্কেন্টাইল ব্যাংকের গুলশান শাখা থেকে। এ শাখায় তাঁদের নামে সঞ্চয়ী ও ফরেন কারেন্সি (এফসি) হিসাব খোলা হয় তাঁদের অনুপস্থিতিতে। কামরুন নাহারের হিসাব খোলার পরিচয়দানকারী শহীদুল আহসান ও অন্য দুজনের পরিচয়দানকারী আহসান গ্রুপের কর্মকর্তা ওমর ফারুক।
দেশের নয়টি ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশ ছেড়েছেন চট্টগ্রামের দুই ভাই মিজানুর রহমান শাহীন ও মজিবুর রহমান মিলন। কামরুন নাহার সেই মিজানুর রহমান শাহীনের স্ত্রী এবং নিজেও একজন ঋণখেলাপি। তাঁদের কাছে মার্কেন্টাইল ব্যাংকেরই পাওনা ৩০০ কোটি টাকা। অথচ খেলাপি ঋণের তথ্য গোপন রেখে ব্যাংক কোম্পানি আইনের ১৫(৬)(ঊ) ধারার লঙ্ঘন করে কামরুন নাহার এনআরবিসি ব্যাংকের পরিচালক হন।
কামরুন নাহার ২০০৯ সালের পর থেকে দেশে ছিলেন না। কানাডা থেকে দেশে এসেছেন তিনি গত মাসে। দেশে না থাকলেও কামরুন নাহারের সই জাল করে আটটি পর্ষদ বৈঠকে তিনি এবং এ বি এম আবদুল মান্নান উপস্থিত ছিলেন বলে দেখানো হয়। আবার কামরুন নাহারের পক্ষে ২০১৬ সালের ১৮ এপ্রিল অনুষ্ঠিত এনআরবিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নেন শহীদুল আহসান।
কামরুন নাহার এবং এ বি এম আবদুল মান্নানের ২০১৫ সালের লভ্যাংশের অর্থ ২০১৬ সালের ২ মে তাঁদের সঞ্চয়ী হিসাবে জমা হয়। একই দিন দুজনের টাকা তুলে নেন এজির কর্মকর্তা ওমর ফারুক। তুলে কামরুন নাহারের অংশ শহীদুল আহসানের ব্যক্তিগত হিসাবে এবং এ বি এম আবদুল মান্নানের অংশ এজির আরেক সহযোগী প্রতিষ্ঠান গ্রিন প্রোপার্টি ডেভেলপমেন্টের হিসাবে জমা দেন। দুই দিন পরই কামরুন নাহারের হিসাব থেকে আসা টাকা তুলে নেন শহীদুল আহসান।
বাংলাদেশ ব্যাংক বলেছে, কামরুন নাহার এবং এ বি এম আবদুল মান্নানের ছদ্মাবরণে তাঁদের নামে ৪৩ কোটি ৭১ লাখ টাকায় কেনা শেয়ারের মালিক মূলত শহীদুল আহসান; যা ব্যাংক কোম্পানি আইনের ১৪ক (২) ধারার লঙ্ঘন এবং ১৪ক(৩) ধারা অনুযায়ী এ শেয়ার বাজেয়াপ্ত হওয়ার যোগ্য।
বেনামি শেয়ার সম্পর্কে শহীদুল আহসান বলেন, 'মান্নান সাহেব আমার মামা। মামাকে ব্যাংকে বিনিয়োগ করতে বলেছিলাম। এটা কি আমার দোষ?'
টাকা তুলে নেওয়া প্রসঙ্গে শহীদুল আহসান বলেন, 'ওমর ফারুককে ক্ষমতা দেওয়া হয়েছিল বলেই না টাকা তুলতে পেরেছে। আর পাওনা বা প্রয়োজনে ওমর ফারুক আমাকে টাকা দিয়েছে। এখানে তো অনিয়মের কিছু নেই।'
শেয়ার হস্তান্তরেও অনিয়ম
প্রতিবেদন মতে, ২০১৬ সালের ২৪ জুলাই অনুষ্ঠিত এনআরবিসি ব্যাংকের পর্ষদ সভায় কামরুন নাহারের অনুপস্থিতিতে তাঁর শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত হয়। তার এক সপ্তাহ আগে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলীর কাছে কামরুন নাহারের নামে একটি আবেদন আসে, যাতে দুবাইপ্রবাসী ব্যবসায়ী মো. হারুনের নামে কামরুন নাহারের শেয়ার হস্তান্তরের কথা বলা হয়।
আবেদনে মো. হারুনের ঠিকানা দেওয়া হয় মহাখালীর আহসান টাওয়ার। ফরাসত আলী পর্ষদ সচিবের কাছে এই আবেদনের উৎস জানতে চেয়েও জবাব পাননি। তবে এনআরবিসি ব্যাংক সূত্রে জানা গেছে, এটা ভুয়া আবেদন।
কামরুন নাহারের ব্যক্তিগত ই-মেইল ঠিকানা থেকে ফরাসত আলীর কাছে ২০১৬ সালের ৪ ও ৫ অক্টোবর পাঠানো একাধিক ই-মেইল বার্তা পরীক্ষা করেছে বাংলাদেশ ব্যাংক। কামরুন নাহার এসব বার্তায় তাঁর সশরীরে উপস্থিতি অথবা কানাডার বাংলাদেশ হাইকমিশনের লিখিত নিশ্চয়তা ছাড়া শেয়ার হস্তান্তর না করার আবেদন জানান।
মো. হারুনের নামে কামরুন নাহারের শেয়ার হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে শহীদুল আহসান বলেন, 'মো. হারুন দুবাইয়ের এক ভদ্রলোক। তার শেয়ার কেনার বিষয়টি চূড়ান্ত হয়েছিল। মনে হয় কামরুন নাহারকে দিয়ে কেউ অভিযোগ করিয়েছে।'
টিভি চ্যানেলে তিন কোটি টাকা
এনআরবিসি ব্যাংক থেকে পাওয়া কাগজপত্রে দেখা গেছে, ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস চ্যানেলের (ডিবিসি) আয়ের অন্যতম জোগানদাতা শহীদুল আহসান। চ্যানেলটির এমডি তিনি এবং এর স্টেশনও আহসান টাওয়ারে।
চ্যানেলটির সঙ্গে বছরে ৩ কোটি ১০ লাখ টাকা বিজ্ঞাপন দেওয়ার চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। বিজ্ঞাপন বাবদ প্রতি মাসে ব্যাংকটি ২২ লাখ ৫০ হাজার টাকা খরচ করবে। এর সঙ্গে থাকবে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও অন্যান্য খরচ। চলতি বছরের জানুয়ারি থেকে বিজ্ঞাপন চলছে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবিসির চেয়ারম্যান। আর ডিবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মনজুরুল ইসলাম—যিনি এনআরবিসি ব্যাংকেরও পরিচালক। বিজ্ঞাপন চেয়ে গত ৪ ডিসেম্বর ডিবিসি আবেদন করলে ব্যাংকের পর্ষদ দুই দিন পরই তা অনুমোদন করে দেয়।
গত ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রকাশ অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকে শহীদুল আহসানের নানা অনিয়মের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চাইলে গভর্নর ফজলে কবির জবাব দেওয়ার দায়িত্ব দেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীকে। সুর চৌধুরী তখন বলেন, 'এনআরবিসি ব্যাংকের অবস্থা সত্যিই ভালো না। এ কারণেই পর্যবেক্ষক নিয়োগ দিতে হয়েছে।'


__._,_.___

Posted by: Jiten Roy <jnrsr53@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Why some Muslims hate Valentine day? Why showing love is a bad thing?



Are love and sex  taboo for us mortals? How would life be sustained without love and sex? What is there to be afraid of? God's dislike of love?


__._,_.___

Posted by: DeEldar <shahdeeldar@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___