Banner Advertiser

Saturday, September 3, 2016

[mukto-mona] ছয় যুদ্ধাপরাধীর বিচার, ইতিহাসের দায়মুক্তি



ছয় যুদ্ধাপরাধীর বিচার, ইতিহাসের দায়মুক্তি
অনলাইন ডেস্ক
Published : Sunday, 4 September, 2016 at 10:17 AMUpdate: 04.09.2016 10:23:12 AM
  
বাংলাদেশে ৬ যুদ্ধাপরাধীর বিচার, ইতিহাসের দায়মুক্তিযাঁরা মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি দেখিয়েছেন বুড়ো আঙুল। সেই তারাই মন্ত্রী হয়ে গাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন, ছিলেন অনেক বছর বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রেবিন্দুতে। তাদের পালের গোদা গোলাম আজম সংবাদমাধ্যমে এক সাক্ষাত্কারে বলেছিলেন, তাঁরা একাত্তরের সময় কোনও ভুল করেননি। 
বঙ্গবন্ধু হত্যার পরে থেকেই তাঁদের আগমন হয় মন্ত্রিসভায়। এরশাদের শাসন আমলেও তাঁরা ছিলেন মন্ত্রী, শেষে ২০০১ সালে চার দলীয় জোটের আমলে তাঁরা দলীয়ভাবে রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয়েছিলেন। জামায়াত নেতা মতিউর রহমান নিজামি এবং আলি আহসান মুজাহিদ— দু'জনেই মন্ত্রী হয়ে দেখিয়েছেন তাঁদের দাপট। জেএমবি যখন দেশজুড়ে তাণ্ডব তৈরি করেছে, তখন এই জামায়াত নেতা মতিউর রহমান নিজামি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, বাংলাভাই নামের কেউ নেই, বাংলাভাই মিডিয়ার সৃষ্টি। 
এরপর সময় গড়িয়েছে। ২০০৮ সালে নির্বাচনে জয় লাভ করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তাদের অন্যতম নির্বাচনী অঙ্গীকার যুদ্ধাপরাধের বিচার। তরুণ প্রজন্ম, যাঁরা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের আবেগ স্পর্শ করেছিল সেই নির্বাচনী ইস্তেহার। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোট পেয়েছিল সেই নির্বাচনে। জনগণের সেই প্রত্যাশার বাস্তবায়ন করতেই পদক্ষেপ নেয় শেখ হাসিনার সরকার। বাংলাদেশের স্বাধীনতার ৩৯ বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইবুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। শুরু হয় মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার প্রক্রিয়া।

কাদের মোল্লার মৃত্যুদণ্ড
২০১০ সালের ১৩ জুলাই কাদের মোল্লাকে গ্রেফতার করা হয়। তদন্ত শুরু হয় ২১ জুলাই। ২০১২ সালের ২৮ মে অভিযোগ গঠন করা হয়। ৩ জুলাই থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। যুক্তিতর্ক শেষে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনায় ট্রাইবুনাল-২। এই যাবজ্জীবন দণ্ডের আদেশে সাধারণ মানুষ ও তরুণদের মধ্যে প্রচণ্ড প্রতিক্রিয়া হয়। ক্ষুব্ধ মানুষ সে দিন বিকেল থেকে জড়ো হতে থাকে রাজধানীর শাহবাগে। গড়ে ওঠে শাহবাগে প্রতিবাদী গণজাগরণ মঞ্চ। গণদাবির এক পর্যায়ে সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটি) আইন সংশোধন করে। ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনালস) সংশোধন বিল, ২০১৩ জাতীয় সংসদে পাশ করা হয়। সংশোধনের ফলে আসামী পক্ষের মতো রাষ্ট্রপক্ষও রায়ের বিরুদ্ধে আপিল করার সমান সুযোগের অধিকারী হয়। এর আগের আইনে দণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার সুযোগ ছিল না।
আইন সংশোধনের পরে ৩ মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আর সাজা থেকে অব্যাহতি চেয়ে পর দিন ৪ মার্চ আপিল করেন কাদের মোল্লা। ১ এপ্রিল আপিলের শুনানি শুরুর ৫৫ দিন পরে ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। ১২ ডিসেম্বর ২০১৩ রাতে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার মৃত্যুদণ্ডই বাংলাদেশে প্রথম কার্যকর হওয়া যুদ্ধাপরাধীর শাস্তি।

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড
একাত্তরে শেরপুর জেলার সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ বিচারকের মত অনুযায়ী কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখে আপিল বিভাগ। ১১ এপ্রিল, ২০১৫ কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়।

সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলি আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলি আহসান মোহাম্মদ মুজাহিদ— এই দু'জনকে ২২ নভেম্বর ২০১৫ শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাশাপাশি দু'টি মঞ্চে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১৩ সালের ১৭ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল আলি আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। তাঁর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ-সহ সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়। গত বছর ১৬ই জুন আলি আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ।
অন্যদিকে, গত বছর ২৯ জুলাই সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক আনীত অভিযোগগুলোর অন্যতম ১৯৭১ সালের ৪-৫ এপ্রিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের ৭ জনকে অপহরণ এবং তাঁদের মধ্যে ৬ জনকে হত্যা করা। ১৩ এপ্রিল রাউজানের মধ্য গহিরা হিন্দু পাড়ায় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মিলিতভাবে গণহত্যা চালানো হয়। ১৩ এপ্রিল কুণ্ডেশ্বরী ওষুধালয়ের মালিক নতুনচন্দ্র সিংহকে হত্যা। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মিলে ৩২ জনকে হত্যা, বাড়িতে আগুন লাগিয়ে দেয়া ও ধর্ষণের অভিযোগ। ১৪ এপ্রিল সতীশচন্দ্র পালিত হত্যা, তাঁর বাড়িতে আগুন ও পরিবারের সদস্যদের ধর্মান্তরে বাধ্য করা। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মিলে বোয়ালখালির শাখাপুর হিন্দু অধ্যুষ্যিত অঞ্চলে হামলা করে ৭৬ জনকে হত্যা।

মতিউর রহমান নিজামির মৃত্যুদণ্ড
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির ও একাত্তরের বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ১১ মে ২০১৬ রাত ১২টা ১ মিনিটে।
আপিল বিভাগ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে নিজামিকে বলা হয়েছে, একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নকশাকার। বিএনপি-র নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি প্রথমে কৃষি ও পরে শিল্পমন্ত্রী হন। এ নিয়ে ট্রাইবুনাল রায়ে বলা হয়েছে, নিজামিকে এ দেশের মন্ত্রী করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও সম্ভ্রমহারা ২ লাখ নারীর গালে চড় মারা হয়েছে। এটা জাতির জন্য লজ্জা, অবমাননা। ২০১৪ সালের ২৯ অক্টোবর ট্রাইবুনাল নিজামির বিরুদ্ধে মামলায় ফাঁসির রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামি। চলতি বছরের ৬ জানুয়ারি আপিল বিভাগেও নিজামির ফাঁসির রায় বহাল থাকে। এরপর ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন নিজামী। ৫ মে প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ নিজামির আবেদন খারিজ করে দেন। প্রধান বিচারপতি মাত্র এক শব্দের আদেশে বলেন, 'ডিসমিসড।' অন্যদিকে, চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলাতেও নিজামির মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছিল।

মীর কাসেম আলির মৃত্যুদণ্ড
৩ সেপ্টেম্বর ২০১৬ রাতে কার্যকর হলো 'চট্টগ্রামের কসাই' খ্যাত মীর কাসেম আলির ফাঁসি। জামায়াতের প্রধান অর্থ যোগানদাতা মীর কাসেম আলির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ১৪টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। এরমধ্যে ট্রাইবুনালের দেয়া রায়ে ১০টি অভিযোগ প্রমাণিত হয়। মৃত্যুদণ্ড হয়েছে দু'টি অভিযোগে। প্রথম অভিযোগ, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ করে আলবদর সদস্যরা। মীর কাসেমের নির্দেশে তাঁকে চট্টগ্রামের ডালিম হোটেলের নির্যাতনকেন্দ্রে নিয়ে হত্যা করা হয়। পরে সেখানে নির্যাতনের শিকার আরও পাঁচজনের মরদেহের সঙ্গে জসিমের দেহ কর্ণফুলি নদীতে ফেলে দেয়া হয়। দ্বিতীয় অভিযোগ, মীর কাসেমের নির্দেশে আলবদররা চট্টগ্রামের হাজারি গলির ১৩৯ নম্বর বাড়ি থেকে রঞ্জিত দাস ও টুন্টু সেনকে অপহরণ করে ডালিম হোটেলে নিয়ে যায়। পরে তাঁদের হত্যা করে লাশ গুম করা হয়েছিল। 

মানবকণ্ঠ/এনএস
- See more at: http://www.manobkantha.com/2016/09/04/153992.php#sthash.12rM7cvS.dpuf


আরও পড়ুন:

'চট্টগ্রামের জল্লাদ' মীর কাসেমের ফাঁসি কার্যকর

চ্যানেল আই অনলাইন

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর ২০১৬, ২২:৪৬
'চট্টগ্রামের জল্লাদ' মীর কাসেমের ফাঁসি কার্যকর

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাত ১০টা ৩০ মিনিটে কাশিমপুর কারাগারে তার মত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। এরমধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দিয়ে কলঙ্কমোচনের পথে এগিয়ে গেল দেশ। details at: http://www.channelionline.com/news/details/%E2%80%98%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E2%80%99-%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0/34693



















'মৃত্যুঘর' ডালিম হোটেল সুনসান
 
'মৃত্যুঘর' ডালিম হোটেল সুনসান

  মিঠুন চৌধুরী, চট্টগ্রাম ব‌্যুরো  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2016-08-30 16:59:18.0 BdST Updated: 2016-08-30 17:19:12.0 BdST

http://bangla.bdnews24.com/ctg/article1206503.bdnews

মীর কাসেমের ফাঁসি বহাল : ডালিম হোটেলের নির্যাতিতরা যা বললেন


ডালিম হোটেল আর মীর কাসেম অবিচ্ছেদ্য - Prothom-Alo

www.prothom-alo.com/.../ডালিম-হোট...
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রামের ডালিম হোটেল ও মীর কাসেম আলী হয়ে ওঠে অবিচ্ছেদ্য অঙ্গ। ডালিম হোটেলের আলবদর ক্যাম্প ছিল সব অপরাধের কেন্দ্রবিন্দু। সব আটক, নির্যাতন ও হত্যার ঘটনা এখানেই ঘটেছে। এই ডালিম হোটেলের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বে ছিলেন মীর কাসেম আলী। তাঁর পরিকল্পনা ও নির্দেশনায়...

একাত্তরে ডালিম হোটেল ছিল মৃত্যুর কারখানা - Prothom-Alo

www.prothom-alo.com › ... › বিবিধ



ডালিম হোটেল জাদুঘর করার দাবি চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের - bdnews24.com

9 hours ago - মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ইসলামী ছাত্রসংঘের নেতা মীর কাসেমের নির্দেশেই চট্টগ্রাম টেলিগ্রাফ অফিসসংলগ্ন এলাকায় হিন্দু মালিকানাধীন মহামায়া ভবন দখল করে নাম দেওয়া হয় ডালিম হোটেল। সেখানে গড়ে তোলা হয় বদর বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের ঘাঁটি এবং বন্দিশিবির। ট্রাইব্যুনালের রায়ের পর্যবেক্ষণে এই ডালিম হোটেলকে ...

যেভাবে কাসেমের 'ডালিম হোটেল' টর্চার সেল হয়ে ওঠে | জাতীয় | ঢাকা টাইমস

6 hours ago - একাত্তরে চট্টগ্রামের আলবদর কমান্ডার মীর কাসেম আলীর বানানো টর্চার সেল 'ডালিম হোটেলকে' মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর বানানোর দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য এবং গণজাগরণ মঞ্চের চট্টগ্রামের নেতাকর্মীরা। এ লক্ষ্যে হোটেলটি অধিগ্রহণ করারও দাবি জানান তারা। রিভিউ খারিজের পর আজও ...

নৃশংসতার নির্মম সাক্ষী ডালিম হোটেল | 131618 | Bangladesh Pratidin

Mar 9, 2016 - মুক্তিযুদ্ধ শুরুর কয়েক মাসের মধ্যেই হিন্দু মালিকাধীন মহামায়া ভবন দখল করেন মীর কাসেম আলী। নিয়ন্ত্রণে নেওয়ার পর আলবদর বাহিনী ভবনটির নাম দেয় 'ডালিম হোটেল'। এ হোটেলে চলতে থাকে মুক্তিকামী মানুষদের নির্যাতন। প্রতিদিন প্রায় অর্ধশত বাঙালিকে ডালিম হোটেলে ধরে এনে নির্যাতন করা হতো। এদের বেশির ভাগই ছিলেন ...

চট্টগ্রামে ডালিম হোটেল জামায়াতি টর্চার সেল - জিন্দা লাশ এর বাংলা ...

আলবদর বাহিনীর টর্চার সেল ডালিম হোটেল ১৯৭১ সালে ডালিম হোটেলে বাঙালিদের নির্যাতন নিয়ে একটি সক্ষাৎকার দিয়েছিলেন গণতন্ত্রী পার্টির প্রয়াত নেতা সাইফুদ্দিন খান। ২০০৬ সালের ৯ ডিসেম্বর দৈনিক সংবাদে সেটি প্রকাশিত হয়। ডালিম ভবনে নিয়ে যাওয়ার সময় 'জয় বাংলা' সেস্নাগান দিয়েছিলেন সাইফুদ্দিন খান মুক্তিযুদ্ধের সময় সাইফুদ্দিন ...

৭১'র ডালিম হোটেলের 'ঘাতক' থেকে 'মিডিয়া টাইকুন' মীর কাসেম | www ...

coxbangla.com/.../৭১র-ডালিম-হোটেলের-ঘাতক/
3 hours ago - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভয়াবহ নাৎসি অত্যাচার কেন্দ্রগুলি নির্বিচারে খুন ও অত্যাচারের নিদর্শন হয়ে রয়েছে৷ আর চট্টগ্রামবাসীর কাছে ডালিম হোটেল সেরকমই অত্যাচারের কেন্দ্র৷ যাকে একবার এই হোটেলে নিয়ে যাওয়া হত তার বেঁচে ফেরার সম্ভাবনা থাকত না৷ এই বাড়ির বিভিন্ন ঘর ছিল বিভিন্নরকম টর্চার সেল৷ আদতে বাড়িটির ...




__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {PFC-Friends} Khaleda posts her first tweet



very interesting, the lady has supported whom? Mir Quasim?

2016-09-04 5:20 GMT+05:30 Farida Majid <farida_majid@hotmail.com>:

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আর নয়!!!
.................................................................
গতকাল ৩ সেপ্টেম্বর ২০১৬ শনিবার রাত ১০টা ৩০ মিনিটে গাজিপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধী কুখ্যাত বদর নেতা মীর কাসেম আলী'র ফাঁসি কার্যকর হয়েছে। জামায়াত নেতা মীর কাসেমের ফাঁসি কার্যকর করায় জামায়াতের পরম বন্ধু একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তান আবারো ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এক প্রেস রিলিজে পাকিস্তান দাবি করেছে- ''ত্রুটিপূর্ণ বিচারে ১৯৭১ এর ডিসেম্বরের আগে অপরাধ সংঘটনের অভিযোগে বাংলাদেশের জামায়াতে ইসলামীর 'প্রখ্যাত' নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান গভীরভাবে মর্মাহত। ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে বিরোধীদের দমন পুরোপুরি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।

বাংলাদেশ সরকারের প্রতি ১৯৭৪ সালের ভারত-পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপক্ষীয় চুক্তি অনুসরণের আহ্বান জানিয়ে পাকিস্তান দাবি করেছে, ক্ষমার আওতায় বিচার না করার সিদ্ধান্ত হয়েছিল ওই চুক্তিতে। পাকিস্তান ওই ত্রিপক্ষীয় চুক্তির বিপরীতে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। যা রক্ষা করা বাংলাদেশের কর্তব্য।''

পাকিস্তান সুস্পষ্টভাবে আবারো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে। একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের এ পর্যন্ত যাদেরই বিচারের রায় যখনই কার্যকর হয়েছে, তখন থেকে প্রতিবারই একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের বারবার এই অনাকাঙ্খিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ একটি রীতিতে পরিণত হয়েছে। সর্বশেষ একাত্তরের কুখ্যাত বদর নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের পর পাকিস্তান আবারো আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার লংঘন করলো।

বাংলাদেশ সরকারের উচিত ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনারকে ডেকে এই শিষ্টাচার লংঘনের বিষয়ে কড়াভাবে জবাব চাওয়া। পাকিস্তান যে এখনো সেই একাত্তরের পুরানো মিত্রদের ভুলতে পারেনি, এখনো যে তারা বাংলাদেশের বিরুদ্ধে সেই পুরানো মিত্রদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি তারই সুস্পষ্ট উদাহরণ।

বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের ৯৩ হাজার প্রশিক্ষিত সেনা ঢাকার রেসকোর্স ময়দানে বীর বাঙ্গালীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল। সেই পরাজয়ের স্মৃতি পাকিস্তান কোনোদিন ভুলতে পারবে না। একাত্তরের পরাজিত শত্রু পাকিস্তান সেই কষ্টের ভার এখনো বহন করে বলেই জামায়াত ও নিজেদের সেই ভয়ংকর অপরাধকে এখনো মেনে নিতে পারেনি।

এমন কি আজ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের কাছে, বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায়নি। একাত্তরের সেই ঘৃর্ণ্য অপরাধের জন্য পাকিস্তানকে নিঃশর্তভাবেই ক্ষমা চাইতে হবে। যতদিন পাকিস্তান ক্ষমা না চাইবে ততদিন পাকিস্তানের সঙ্গে আর কোনো সম্পর্ক নয়।

পাকিস্তান আবারো যে ধৃষ্টতা দেখিয়েছে, এখন বাংলাদেশের উচিত ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনকে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা। আর যদি সঠিক জবাব পাওয়া না যায়, তাহলে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। পাকিস্তান তাদের আচরণ দিয়েই বারবার বুঝিয়ে দেয় তারা কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না, ভবিষ্যতেও বন্ধু হতে পারবে না। বরং তারা কূটনৈতিক সম্পর্কের আড়ালে বাংলাদেশে নানান ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে।

চব্বিশ ঘণ্টার মধ্যে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে যথাযথ জবাব না পেলে তাকে বরখাস্ত করাই হবে বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে যথার্থ সিদ্ধান্ত। একটি স্বাধীন দেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিয়ে পাকিস্তানের মিথ্যাচারকে হজম করা বাংলাদেশের জন্য মোটেও উচিত কাজ হবে না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আজই পাকিস্তানের এই ধৃষ্টতার তীব্র প্রতিক্রিয়া দিতে হবে।

পাকিস্তান সরকারের এই ঘৃর্ণ্য ধৃষ্টতার জন্য তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানাই। পাকিস্তানের সঙ্গে আর কোনো বন্ধুত্ব আমরা দেখতে চাই না। পাকিস্তান কার্যত একটি ব্যর্থ রাষ্ট্র। আর সেই ব্যর্থ রাষ্ট্রের এমন ধৃষ্টতা বাংলাদেশ মোটেও মেনে নিতে পারে না।





From: pfc-friends@googlegroups.com <pfc-friends@googlegroups.com> on behalf of Shah DeEldar <shahdeeldar@gmail.com>
Sent: Friday, September 2, 2016 1:17 AM
To: pfc-friends@googlegroups.com; bangladesh-progressives googlegroups; mukto-mona@yahoogroups.com
Subject: {PFC-Friends} Khaleda posts her first tweet
 
I wonder whether the lady understands the concept of tweeting, let alone composing it independently?

"Founding Day Call – Let us unite to defeat authoritarianism, win democracy and freedom."

— Begum Khaleda Zia (@BegumZiaBD) September 1, 2016


--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



__._,_.___

Posted by: Soumitra Bose <soumitrabose@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] RE: Use of A-Bomb over Japan by the allied force in 1945.



"Hiroshima and Nagasaki bombs remain the worst terrorist acts in the history of the world. Targeting civilian population at their homes with powerful weapons is terrorism, pure and simple, unless if that population directly sheltered the active enemy fighters at their homes."

 

Wow! Wow! Wow!  What a lively discussion with this historical event which has happened almost 70 years ago. As I have said: commenting about WWII is sort of Bengali adage: "Kaanar hathi Dhekha" story indeed!

Let me extend my thanks to all who have participated in this discussion.  I almost agreed with most of the comments made by all the respectful participants except the comment made by Mr. Sukhamaya Bain. First of all, A-Bomb dropping was not any act of terrorism per se. Because, A-Bomb was dropped after stern warning (Declaration) by the Allied Forces who were extremely sick and tired of this deadly war devastations for five long years of human tragedy worldwide. So, unlike clandestine and deceptive act of terrorism, this was an open declaration of danger for Japanese stubborn war-mongers. In fact, there was a brief debate amongst the Allied Force and after the final decision A-Bomb was dropped. Again, Allied Force gave the Japanese Imperial crazy generals the threat of second A-Bomb, yet they did not hid the dangerous warning and declared to fight to the last man. Then came the second A-Bomb over Nagasaki and only after that—crazy Japanese agreed to surrender unconditionally. Everything cannot be called terrorism by definition. We must define war and terrorism correctly. Mr. Bain is absolutely wrong here calling the dropping of A-bomb an act of terrorism. WWII was not any act of terrorism. A-Bomb was dropped after stern warnings to the Japan given by the Allied Force. And Bomb was the result of not respecting the warning. Terrorists never give you any warning. Period.

 

Let me define what is terrorism:

 

War/battle cannot be compared with terrorism at all. Each has a definite style and definition. War/battle is open and declared and has two or more known parties of warriors who mostly targets soldiers only with some exceptions. But, terrorism is act of clandestine and mostly targeting civilians indiscriminately. Terrorists are killing innocent people mostly for some ideological objectives.  Any 'war monger' is clearly identified and has his own state; but terrorists are mostly unidentified and always stateless vagabonds. Most importantly—WWII was not any act of terrorists and WWII was not any terrorism either. This was known as World war two and never was called world terrorism! Americans were not any terrorists. But, Japanese attacked Pearl harbor just like the terrorist.

On the other hand, no terrorist ever give any such declaration at all. In fact, in many cases, we can never know who was the real perpetrator of the act of terrorism at all.  "Terrorism" is always clandestine and deceptive and secretive attack. Consider, Islamic terrorism is going on non-stop for long 30 years now killing tens of thousands of innocent people all over the world. Yet, most Muslim leaders as well as majority Muslims and non-Muslim PC infected leaders are in total denials that 'Islam has anything to do with terrorism! In fact, "Islam has nothing to do with terrorism" is very common slogans everywhere. Every people with conscience must know what our President Obama exactly says about Islamic terrorism frequently: "ISIL is not Islamic !!!",  Remember?

 

Terrorism is a total deception but war or battle is not any deception at all. From the day one—entire world can know which parties are engaged in a war/battle. Most importantly, war/battle is not any terrorism; nor any terrorism is an act of war or battle, though both kills innocent or non-innocent human beings and destroys properties etc.

 

Please read this quote from the attached article:

 

"Thus, it becomes clear that United States was a totally reluctant partner in the WW-II. Neither did they declare the war against Japan or Germany, until both of them either attacked USA or declared war on her. And the United State's joining the war was critical in deterring tyrants and saving the world from slavery of the Nazis and the Communists. Germany surrendered unconditionally on 7 May, 1945 following Hitler's committing suicide on 30 April, 1945. Although the victory was achieved in Europe (Victory in Europe day on 8 May, 1945), Japan resisted a similar surrender and promised fight to the end (Japanese Premier Suzuki, June 9, 1945) and the war continued in the pacific against Japan.

US approved the invasion of Japanese mainland, termed Operation Olympic on May 25, 1945 to begin on November 1 and President Truman order one million troop to prepare for the assault. However, the Japanese warriors were so hardy and obstinate that it took 6 months and 19 days (3 Jan – 22 June) for the US to capture the tiny Island of Okinawa far off the mainland at the cost of more than 12000 soldiers. Since, the mainland was much more fortified and equipped with 2.5 million soldiers, there arose a rethinking about the invasion. Truman wrote: "I asked General Marshall what it would cost in lives to land on the Tokyo plain and other places in Japan. It was his opinion that such an invasion would cost at a minimum a quarter of a million American casualties." As United States successfully tested the first atomic bomb in the desert of New Mexico on July 16, 1945, the ground invasion with a likely cost of 250,000 soldiers and still no certainty for a win, Truman approved dropping the atomic bomb. First bomb fell on Hiroshima on August 6 and the second 3 days later on Nagasaki. The Japanese took another five days to declare unconditional surrender like the Germans on 14 August ending the war."

 

Conclusion: If it took 6 and a half Months to take just the tiny lsland of Okinawa  near Tokyo sacrificing 150,000 American soldiers then it probably would have taken several years of conventional fight by the Allied Force to take just Tokyo from the hands of 1 million strong Japanese crazy soldiers guarding Tokyo. Who knows how many more millions of Allied soldiers would have lost their lives? Again I must remind everybody that—America was the Champion of saving humanity from the sure perils by WWII.  Criticizing giant American sacrifice (losing: 500,000 dead and almost two millions injured and maimed, tens of billions of dollars lost etc, etc,) is the tantamount to cruel jokes and that amounts to pure hypocrisy and anti-Americanism zealotry for sure.  My personal opinion is: nobody should show any sympathy or empathy to those aggressors (German, Japan and Italy) of Second World War, period. WWII caused deaths of at least 60-70 millions innocent humans.


Entire world was sick and tired of this devastating war and people were anxiously waiting for Japanese surrender. At the end, it was Americans who made it happened by dropping A-bomb and surrendered those reluctant vicious Japanese war mongers. That decision only saved at least half a million allied soldiers and also another million of Japanese soldiers from the sure destruction. I see nothing wrong in it. This is my world view about the history

 

 

Regards,

 

 

KAC

 

 

 

From: Sukhamaya Bain [mailto:subain1@yahoo.com]
Sent: Tuesday, August 30, 2016 9:11 PM
To: Shah DeEldar; Msa40
Cc: bangladesh-progressives googlegroups; mukto-mona@yahoogroups.com; pfc-friends@googlegroups.com; ANISUR RAHMAN; Razzak Syed; zainul abedin; Mahfuzur Rahman; Abul Kasem; Sitangshu Guha; Suhas Barua; KANIZ SHIREEN; Akm Khairuzzaman; A Hossain; Khurshed Chowdhury; Syed Mirza
Subject: Re: Use of A-Bomb over Japan by the allied force in 1945.

 

Hiroshima and Nagasaki bombs remain the worst terrorist acts in the history of the world. Targeting civilian population at their homes with powerful weapons is terrorism, pure and simple, unless if that population directly sheltered the active enemy fighters at their homes.



SuBain



========================================

 

On Tuesday, August 30, 2016 7:48 PM, Shah DeEldar <shahdeeldar@gmail.com> wrote:

 

War is a necessary evil. Sometimes, good forces prevailed and sometimes they did not. Our primal instinct of fighting has not been tamed yet with further knowledge and sophistication. It has just taken a different form. We do not fight hand to hand combat but we destroy our enemy with far lethal methods.

There is no way to answer how many civilians would have died if bombs had not been dropped. My good guess is that.. probably not many.... since Japanese could not fight two strong war machines simultaneously on two fronts. It would have given up very soon despite emperor's  last-man standing rhetoric. To me, the bombs were only for the show....exclusively for the Russian bear. 

-SD 

 

On Tue, Aug 30, 2016 at 4:55 PM, Msa40 <msa40@aol.com> wrote:

 

I don't support violence in any form nor do I support war, no matter where it is taking place in the world!

 

That said, I want to know:

 

-Suppose America had not dropped two atom bombs on Japan and it was able to continue the war for two or three more years, how many civilians

would have stood to lose their lives as a result of gun, mortar, machine-gun fire and aerial bombings that the parties to the war would have carried

out during this period?

 

 

-MA 

 

 

-----Original Message-----
From: Shah DeEldar <shahdeeldar@gmail.com>
To: bangladesh-progressives googlegroups <bangladesh-progressives@ googlegroups.com>; mukto-mona <mukto-mona@yahoogroups.com>; pfc-friends <pfc-friends@googlegroups.com>
Cc: ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com >; Razzak Syed <amsmel@aol.com>; Msa40 <msa40@aol.com>; zainul abedin <zainul321@yahoo.com>; Mahfuzur Rahman <mahfuzur@aol.com>; Abul Kasem <abul88@hotmail.com>; Sitangshu Guha <guhasb@gmail.com>; Suhas Barua <suhasboston@gmail.com>; subain1 <subain1@yahoo.com>; KANIZ SHIREEN <kanizs@hotmail.com>; Akm Khairuzzaman <akhairuzzaman@gmail.com>; A Hossain <alamgir1971@gmail.com>; Khurshed Chowdhury <chowdhuryk@gmail.com>; Syed Mirza <skmirza.mirza@gmail.com>
Sent: Mon, Aug 29, 2016 7:05 pm
Subject: Re: Use of A-Bomb over Japan by the allied force in 1945.

Yes, you make some good points. We all agree that the good force had prevailed at the end. Had Germans/Japanese taken over the world, the rest of 20th century would have been totally different and disastrous. The question is whether Germany and Japan could have tamed the whole world with oppression? Most likely not! The war would have lingered to another decade or so wiping out half of world human populations?

Did atomic bombs do the trick? There, I am not so sure. Since Germans capitulated unconditionally, it was only matter of time that Japanese would have taken the same route with Russians knocking at their door. Russians were also holding half of European landmass with the aim of establishing new Soviet satellites right at the heart of Europe. I think, US strategy was to kill two birds with single stone. Dismantle the Japanese war machine with a stern warning towards the resurgent communist Russia. Do not mess with us!

We all know what followed. Who could make bigger bombs? Who could land on the moon?

Chilling powerful video!

 

On Mon, Aug 29, 2016 at 7:40 PM, Khurshed Chowdhury <chowdhuryk@gmail.com> wrote:

To All: Our subject of discussion is a 70 year old historical event. This intellectual discussion will help us to learn about this giant human historical event happened during the middle of 20th Century time. I urge you to stay in the subject matter only, and please do not engage in any sorts of personal attacks to anybody. Thanks.

 

Gist of our discussions:  "Hiroshima Atom-bombings by USA successfully stopped the WWII and saved the humanity of entire world. In fact, America along with allied forces saved the humanity in 1945. Fact is: Japan never asked for any apology from America, period."

 

Historical background: Use of A-Bomb over Japan to stop the WWII was necessary, though, to many people, this action by the Allied Force remains still highly controversial which has generated many conspiracy theories as usual! I do believe this is mainly because of ignorance about the correct knowledge about the WWII, and also due to the unnecessary suspicions/doubts about the only civilized American super power in the history of our planet earth. WWII happened almost 70 years back and this a history now. This subject will be very difficult to discuss because, most of our generations either did not yet born, or were a baby at that time of mid-twentieth Century time. Actually, talking about WWII is somewhat like the Bengali adage: Kanar Hathi Dhekha [Seeing Elephant by some blind-men]. Therefore, we shall have to talk about WWII from the real Historical sources only.

 

 

Why America Nuked Japan in 1945: 

 

Now why America had to drop A-Bomb over Japan?  Briefl History: Hitler's Germany, Japan, and Italy together wanted to take entire world and rule it by themselves. A living hell was created by these three invaders and they have occupied almost entire world. America was not at war at the beginning until Japan attacked Pearl Harbor in Hawaii. America was actually forced to join the WWII. America, Britain, France and rest of the world formed coalition against these three aggressors, which was known as Allied Force (AF). This AF Force has saved the world and mankind from sure slavery. By 5 long years of bloody resistance by the Allied Force—Germany and Italy was defeated and both Italy and Germany were surrendered to the Allied Force. But, Japan was still fighting in South East Asia. America and rest of the world was already tired of this war (America already lost half a million soldiers (dead), and another I million injured or maimed) but Japan was still killing tens of thousands of Allied soldiers by Kama Kazi suicide pilots in the pacific ocean, sinking dozens of Allied ships daily. America was giving stern warning to Japan but they never hid and continued their Kamakazi actions. Finally, Allied commander agreed to punish Japan and dropped just two A-Bombs only to stop Japan. Japan was so crazy war-mongering nation that, even after the devastation of Hiroshima by the first A-bomb, the Japan Imperial Army was adamant to continue their fight to the last man. Only it was civilians who wanted to surrender immediately. But, Imperial Army were still continued their Kamkazi Suicide Bombings in the pacific ocean sinking dozens of Allied battle ships daily. Finally, just after one week, second A-Bomb was dropped over Nagashai after which Japan surrendered immediately and unconditionally. 

 

Now, is there any difference between the death of human beings by A-Bombs vs, loosing human lives by the other weapons of war? Below is one such summarized comment from another good article. Let us examine: This is a quote from one article: "The WWII resulted in 55-60 millions deaths (Italy/Germany/Japan ~9-10 millions), mostly from those countries that were absolutely innocent. To me, killing 50 millions – by knife, gassing, daisy-cutters, atomic bomb or by whatsoever manner – means 50 millions. No more and no less. So death of ~220,000 during and in the aftermath of Hiroshima bombing means just 220,000 – not more, nor less. This 220,000 is a "tiny figure" as compared to the 55-60 millions. As a human being I definitely have lot more sympathy for those absolutely innocent 45-50 millions of people who were brutally murdered by the murderous tyrants in WWII. I also could not have a lot of sympathy for those tiny 220,000 Japanese who were cheering the Japanese army to go around the Asia-Pacific region to murder and rape millions of absolutely innocent people. On the other hand, the US's conventional bombing killed ~150,000 people in a single night's bombing in Tokyo. I have exactly the same amount of sympathy for those 150,000 and the ~150,000 that were killed in Hiroshima atom bombing and in its aftermath. I probably have more empathy for those killed in Tokyo which may have been more agonizing than the split-second actions of the atom bomb. Indeed, it is the more agonizing, conventional bombing which killed tens of millions of absolutely innocent people – there aren't many sympathizers for the agonizing deaths amongst the so-called humanists who come in the forms of Islamists, leftists/communists and of course, many Desi patriots. There is no dearth of over-enthusiastic respondent to call me a sick person. But I surely see an infantile sickness in those people."

 

Now two quotes from the article attached:

"If someone would question me: Was it more supportable for the US to go for the ground invasion? I will say a "no" – if not an "emphatic no". As a Bangladeshi (then Indian), I would say "no" because the Japanese had just started bombing parts of Bengal including Calcutta and Chittagang. I feel chillingly terrified when I hear that the German invasion of France resulted in 200,000 illegitimate children born out of the massive rapes of French women by the German army."

 

"Ignoring whatsoever might have been the consequence of our own contribution in the WW-II, it is the American's landing in the Asia pacific which saved our mothers and sisters from mass rapes, saved us from loss of lives of our countrymen and from destruction of our country. I say, "Thank you America" on this very day of the 60th anniversary of Hiroshima bombing."

 

 

My conclusionI do agree 100% with the above quotes on this complex issue of WWII devastations. Last year, I have watched 10 parts series of real authentic and original documentaries of WWII  . I saw the dreadful devastations of both properties and human lives. It was unbelievable human miseries in the history of mankind. In Germany—Berlin, Hamburg, and many other big cities were simply flattened and pulverized to the ground by continuous carpet bombings. Nothing was standing in those German cities not even any trees. Human miseries were unbelievable. Those concentration camps were heart-breaking to see. The total devastations of properties and loss of  almost 70 Millions human-lives were much bigger loss then the loss of just two hundred and fifty thousand human lives lost by two A-bombs in Japan. Now my questions: when the world lost almost 55-70 millions of human lives and Billions of trillions worth properties were lost by the 5 year long WWII affecting the entire world, then why should anybody bother about the loss of just couple hundreds of human-lives by the A-bomb? After all A-bombs were able to stop this madness of Japan's crazy warmongering generals abruptly.  World should remain thankful to America for making A-bomb at that critical juncture. Besides, using A-bomb in 1945 actually has established a well-proven 'deterrent' for all ultra ambitious leaders to our crazy world which will stay as the Red flag for many years to come.  

 

Now about American super power: Most importantly, historically America was never as the occupied force anywhere. In brief—America never ever colonized any nation. America fought wars mostly to liberate and protect people's freedom and never in the history America ever took any country as their colony. America mostly fought the war only to protect people's freedom all over the world because America is the Super Power and protects Democratic rights of mankind. America liberates oppressed nations and also does the Nation Building. Nation Building worked very well for Japan, South Korea, Germany and many other European nations. But, nation building will never work for any Muslim nation at all. That is why Republican Presidential Nominee Mr. Donad Trump ask not to do anymore Nation-building anywhere in future.  Consider, we the immigrant Americans are getting maximum rights here in America but we even do not get same rights in our own home country we left behind. The conspiracy theory that—America did not drop A-Bomb over Germany because Germany was a European Nation is utter nonsense. Because, United States had successfully tested the Atom bomb only on 16 July, 1945, which was more than two months after the surrender of the Germans to the Allied Force.

 

Finally, we must admit that—America was the Champion of saving humanity from the sure perils by WWII.  Criticizing giant American sacrifice (losing: 500,000 dead and almost two millions injured and maimed, tens of billions of dollars lost etc, etc,) is the tantamount to cruel jokes and that amounts to pure hypocrisy and anti-Americanism bigotry for sure.  My personal opinion is: nobody should show any sympathy or empathy to those aggressors (German, Japan and Italy) of Second World War, period. WWII caused deaths of at least 60-70 millions innocent humans. To this end, killing 2 or 3 hundreds thousands Japanese people due to A-bombs should not be considered a big-deal, to my opinion. After all Japanese were stern aggressors to this human misery without a question. That was the valid reason why Japan Govt. never demanded any sort of apology from America as of today. Instead, all the victims (China, Korea, Singapore and many other South-East Asian nations) still demanding apology from the Japanese Government instead.

 

Entire world was sick and tired of this devastating war and people were anxiously waiting for Japanese surrender. At the end, it was Americans who made it happened by dropping A-bomb and surrendered those reluctant vicious Japanese war mongers. That decision only saved at least half a million allied soldiers and also another million of Japanese soldiers from the sure destruction. I see nothing wrong in it. This is my world view about the history. Thanks.

 

 

 

Khurshed Alam Chowdhury

 

Please read attached one good article on this subject of WWII and also read this marvelous article here: Surrender of Imperial Japan: http://www.theatlantic.com/inf ocus/2011/10/world-war-ii-the- fall-of-imperial-japan/100175/  

 

 

 

 

 

 

 

.

--
--
Disclaimer: All content provided on this discussion forum is for informational purposes only. The owner of this forum makes no representations as to the accuracy or completeness of any information on this site or found by following any link on this site. The owner will not be liable for any errors or omissions in this information nor for the availability of this information. The owner will not be liable for any losses, injuries, or damages from the display or use of this information.
This policy is subject to change at anytime.

---
You received this message because you are subscribed to the Google Groups "Bangladesh Progressives" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangladesh-progressives+unsubs cribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/op tout.

 

 

 



__._,_.___

Posted by: "Khurshed Chowdhury" <chowdhuryk@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___