Banner Advertiser

Friday, June 30, 2017

[mukto-mona] এম আর আখতার মুকুলের শেষ পাণ্ডুলিপি - স্বদেশ রায় (জনকন্ঠ)



এম আর আখতার মুকুলের শেষ পাণ্ডুলিপি -স্বদেশ রায়


চরমপত্র শব্দটি বাংলাভাষার অনেক পুরনো শব্দ। সুনীতি চট্টোপাধ্যায় হলে এই শব্দের পুরো ঠিকুজি জানাতে পারতেন। আমাদের জানার পরিধি কয়েকটি অভিধান মাত্র। তবে আজ সুনীতি চাটুজ্জ্যে থাকলে অবশ্যই তিনি চরমপত্র শব্দটির অর্থ বদল করতেন। চরমপত্রের সাধারণ ব্যুৎপত্তিগত অর্থ বদলে অভিধানে লেখা হতো, 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি বিশেষ অনুষ্ঠান, যার লেখক ও পাঠক ছিলেন এম আর আখতার মুকুল।' বাংলাভাষায় এখন এ ছাড়া চরমপত্রের অর্থ অন্য কিছু হতে পারে না।

এম আর আখতার মুকুলকে যদি আমরা শুধু একজন বড় সাংবাদিক বলি তাহলে ভুল বলা হবে। বড় সাংবাদিক সব সময় জম্মায়। প্রতিটি প্রজন্মে থাকে। কিন্তু এম আর আখতার মুকুল বহু প্রজন্ম পরে একজন আসেন। সাংবাদিক শফিক রেহমান তখন বদলে যাননি। তিনি তখন সাঈদুর রহমানের যোগ্য সন্তান হিসেবে গণতন্ত্রের জন্যে এরশাদবিরোধী আন্দোলনের একজন প্রতীক হতে চলেছেন। এ সময়ে এক আড্ডায় তিনি বলেন, বাংলাদেশে একটা লোকের যথার্থ মূল্যায়ন হলো না এক মাত্র কারণে, এ দেশে 'টকার' কাকে বলে তা কেউ চেনে না। কথা বলতে পারা যে একটি শিল্প তা এ দেশের মানুষ জানে না। এম আর আখতার মুকুল যদি ইউরোপে জন্মাতেন তাহলে তিনি একাই একটি রেডিও চালাতেন এবং তিনি সারাক্ষণ নানান বিষযে কথা বলতেন। আর লোকে তাই শুনত।

জীবনের দেড় দশকের বেশি সময় এম আর আখতার মুকুল ভাইয়ের আড্ডায় কেটেছে। বাস্তবে কথা বলার আর্ট যাকে বলে, মানুষ যা শুনতে বাধ্য হবে তা সত্যি যদি কারও ভিতর দেখে থাকে তবে সেটা এম আর আখতার মুকুলের ভিতর। এম আর আখতার মুকুলের চরমপত্র নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুধু মাত্র এখন নতুন প্রজন্মকে বলতে হবে, যদি তোমরা না শুনে থাক, তাহলে এখনই শোন। আর মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির এই সরকারের ব্যর্থতা হলো তার তথ্য মন্ত্রণালয় গত আট বছরের বেশি সময়ের মধ্যে গোটা সিডিটি ইউ টিউবে ছাড়তে পারল না বা সহজে সকলের কাছে পৌঁছে দিল না।

একজন বড় সাংবাদিকের সব থেকে বড় গুণটি হলো তার একটি নিউজ নোজ। যার ভিতর দিয়ে তিনি সংবাদের গন্ধ পাবেন। তার পরে খুঁজে খুঁজে সেই সংবাদে তিনি পৌঁছে যাবেন। এই নাকটি সর্বোচ্চ ছিল এম আর আখতার মুকুলের, যা বিস্ময়কর এক নাক। চরমপত্রে তিনি যুদ্ধের প্রয়োজনে কিছু অতিরঞ্জিত করেছেন মাঝে মাঝে তবে সব কিছুই কিন্তু খবর নির্ভর ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে ওই সময়ে যে বিশ্ব নন্দিত মুক্তিযোদ্ধার আবির্ভাব ঘটে-তিনি টাইগার সিদ্দিকী বা বাঘা সিদ্দিকী। এই নামটি এম আর আখতার মুকুলেরই দেয়া। তাঁর চরমপত্রের মাধ্যমে কাদের সিদ্দিকী বাঘা সিদ্দিকী বা টাইগার সিদ্দিকী হিসেবে বিশ্ববুকে পরিচিত হন। কাদের সিদ্দিকী পাকিস্তান হানাদার বাহিনীর জন্যে এক মূর্তিমান আতঙ্ক ছিলেন মুক্তিযুদ্ধের সময়। এই কাদের সিদ্দিকীকে টাইগারে অভিহিত করেন এম আর আখতার মুকুল। ইয়াহিয়ার মন্ত্রী মালেককে ঠ্যাটা মালেক্কা নামেই তিনিই পরিচিত করে দেন। আসলে চরমপত্র নিয়ে লিখতে গেলে আবার আরেকটি বই লিখতে হয়। এ লেখা বাস্তবে গঙ্গা জলে গঙ্গা পূজার জন্যে। অর্থাৎ ২৬ জুন ছিল মুকুল ভাইয়ের মৃত্যু দিন। তাঁকে স্মরণ করার জন্যে তাঁর জীবন ও কর্মের কিছু তথ্য মনে করা মাত্র। তাছাড়া তাঁকে শ্রদ্ধা জানানোর মতো ব্যক্তি আমি নই। তিনি ইতিহাসের ও সাংবাদিকতার যে রাজপাটে বসে আছেন সেখানে উঠে প্রণাম করার মতো দীর্ঘ শরীর আমি আমার কাজ দিয়ে এখনও তৈরি করতে পারিনি। তবে তার পরেও তাঁর যে স্নেহ এ জীবনে পেয়েছি, যে উপদেশ পেয়েছি তাতে দুর্বল কলম ও ক্ষীণযোগ্যতা দিয়ে হলেও তাঁর মৃত্যুদিন উপলক্ষে তাঁকে স্মরণ করা। তবে তাঁর স্নেহই আমাকে বাধ্য করে প্রতিদিন তাঁকে স্মরণ করতে।

এম আর আখতার মুকুলের নিউজ নজের কথা উল্লেখ করেছি একটু আগেই। ছোট্ট একটি ঘটনা, আমরা অনেকই বসে ও দাঁড়িয়ে সাগর পাবলিশার্সে তার কথা শুনছি। এমন সময় আমাদের সকলের স্নেহভাজন গুণী অভিনেত্রী আফসানা মিমি ঢুকেছে সেখানে। মিমি সব দিন অনেক বই পড়ে। প্রায়ই সে বই কেনে। তাই তার এখানে আসার ভিতর আমরা নতুন কিছু লক্ষ্য করেনি। মিমি সবাইকে সালাম দিয়ে কিছু বই কিনে নিয়ে চলে যায়। মিমি বের হতেই মুকুল ভাই একটা ছেলেকে ডেকে বলেন, এই দেখত নাটক পাড়ায় মিমিকে নিয়ে কিছু হয়েছে কিনা? তখনও আমরা মুকুলভাইয়ের কথায় অত গুরুত্ব দেইনি। আমরা আড্ডায় মেতে আছি। কিছুক্ষণ পরে ওই ছেলেটি ফিরে এসে বলে, রক্তকরবীর নন্দিনী হিসেবে আজ থেকে অভিনয় করছে অপি করিম, মিমি বাদ পড়েছে। মুকুল ভাই বললেন, তাইত আজ ওর মুখে কোথায় যেন একটা ছায়া দেখতে পেলাম। আমারও সাংবাদিকতার বয়স তখন একেবারে কম নয় অর্থাৎ আর যাই হোক নবিস নই। কিন্তু বুঝলাম এম আর আখতার মুকুলের সামনে এখনও আমি নবিসই আছি। কই, সাংবাদিক হিসেবে আমার চোখে তো তা পড়েনি। মুকুল ভাই অবশ্য বলতেন, দেখ আমি চরমপত্র করা লোক। আমি গন্ধ হুঁকেই বলতে পারি, কী ঘটবার লাগছে।

বিএনপি আমলের তথ্যমন্ত্রী শামসুল ইসলাম তাঁর বিশেষ বন্ধু ছিলেন। বিশেষ বন্ধু ছিলেন বিচারপতি হাবিবুর রহমান শেলী। একদিন দুজনই এক সঙ্গে বই কিনতে ঢুকেছেন। ইসলাম ভাই বিএনপি করলেও এখনকার বিএনপির মতো নয়, তিনি সবার সঙ্গে মিশতেন, পড়াশোনার বিষয় নিয়ে আলাপ করতেন। নতুন কোন বইয়ের খোঁজ আছে কিনা আমাকে ফোন করে খবর নিতেন। আর বিচারপতি হাবিবুর রহমানের সঙ্গে সম্পর্কটি অনেকখানি পারিবারিকে গিয়ে দাঁড়ায়। যা হোক সেদিন তাঁরা দুজন আসাতে আড্ডা বেশ মেতে উঠেছে। এর ভিতর এক পর্যায়ে শামসুল ইসলাম ভাই বললেন, আরে আপনারা রাজাকার বলেন সবুর খানকে- কিন্তু তাকেই তো আপনাদের জয়বাংলার পতাকা দিয়ে মুড়িয়ে সম্মান জানানো হয়েছে জানাযার আগে। মুকুল ভাই এক সেকেন্ডের কয়েক ফ্রাকশান সময় না নিয়েই বললেন, আরে, এ অবস্থা হবে বলেই তো আমরা আগেই জয়বাংলার পতাকা জাদুঘরে রেখে দিয়েছি। দেশ স্বাধীনের পর আলাদা পতাকা বানিয়েছি। জয়বাংলার পতাকা রাজাকাররা পায়নি। আজ কেন যেন লিখতে বসে মনে হচ্ছে, এখন মুক্তিযোদ্ধারা মারা গেলে আমরা পতাকা মুড়িয়ে সম্মান দেই, ওই পতাকা আমাদের একাত্তরের পতাকাটাই হওয়া উচিত।

মুকুলভাই দুরারোগ্য ক্যান্সারে মারা গিয়েছিলেন। কিন্তু অচেতন হওয়ার আগ অবধি কখনই তাঁর প্রাণচাঞ্চল্যের কমতি দেখিনি। জীবনের শেষ কয়েকদিন তিনি আর সাগর পাবলিশার্সে যেতেন না। তাই দিনে অন্তত একবার হলেও বাসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসতাম। সে সময়ে তিনি তাঁর জীবনের শেষ কাজটিতে হাত দিয়েছেন। তিনি তখন '৭১-এর নয় মাসের ও বাংলাদেশ হওয়ার পরের অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে যাওয়ার জন্যে একটা বই লিখছেন। বইটির বড় অংশ জুড়ে যেহেতু তাজউদ্দীন আহমদ, তাই তিনি বইটির নাম দিয়েছিলেন 'দুর্দিনের প্রধানমন্ত্রী'। এই পা-ুলিপিটি কেন হারিয়ে গেল তা আমার কাছে সব সময়ই রহস্যজনক মনে হয়। প্রতিদিনই তিনি তাঁর ওই লেখার কিছু অংশ হয় টেলিফোনে না হয় সামনাসামনি বসে পড়ে শোনাতেন।

তাঁর ওই পা-ুলিপিতেই তিনি লিখেছিলেন, কিভাবে এনায়েতুল্লাহ খান সিক্সটি মিলিয়ন কলাবরেটর লিখলেন। এম আর আখতার মুকুল ওই সময়ে ইনফরমেশন মিনিস্ট্রির ডিজি। ডিজি হিসেবে তিনি পাকিস্তান রেডিওতে ও টেলিভিশনে যে সব শিল্পী নয় মাস কাজ করেছেন, তাদের রেডিও এবং টেলিভিশনে নিষিদ্ধ করেছেন। সাংবাদিক এ বি এম মূসা তখন টেলিভিশনের ডিজির দায়িত্ব নিয়েছেন। ডিজির দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি ওই নিষিদ্ধ শিল্পীদের টেলিভিশনে সুযোগ দেয়ার চেষ্টা করতে থাকেন। এম আর আখতার মুকুলকে বার বার অনুরোধ করেন, ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য। এম আর আখতার মুকুল নারাজ। তাই এবিএম মূসা তখন এনায়েতুল্লাহ খান ও আরেকজন সাংবাদিককে ডেকে গোপনে বলেন, দেখ আমি তো এদের কাজ করাতে পারছি না। এম আর আখতার মুকুলও চরমপত্র করে এমন অবস্থানে চলে গেছে তাঁর বিরুদ্ধে সরাসরি কথা বলাও মুশকিল। তাছাড়া এরা পাকিস্তানীদের হয়ে কাজও করেছে। তাই তোমরা বরং একটা বিতর্ক সৃষ্টি কর। লিখে দেও যে ছয় কোটি মুজিবনগরে যায়নি তারা সবাই কি কলাবরেটর। আর এভাবেই লেখা হয় ওই লেখা, ওটাই ছিলো বাংলাদেশে প্রথম রাজাকারদের একটি স্থান দেয়ার লেখা, 'সিক্সটি মিলিয়ন কলাবরেটর'।

মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তীতে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার কাজ করেছেন তাদের সবার কীর্তিকলাপ লেখা ছিল ওই পা-ুলিপিতে। বড়ই প্রয়োজনীয় এ পাণ্ডুলিপিটি আমাদের ইতিহাসের জন্যে। কোন উপায় কি নেই এ পাণ্ডুলিপিটি উদ্ধার করার। এ পা-ুলিপিটি উদ্ধার করে বই আকারে প্রকাশ করলে আমরা আরেকটি চরমপত্র পেতাম। আর যদি না পাই তাহলে আমাদের ইতিহাসে অন্তত একটি লাইন লিখতে হবে-এম আর আখতার মুকুলের আরেকটি চরমপত্র হারিয়ে গেছে।

swadeshroy@gmail.com





__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: Why Muslims are so delusional?



Agreed.

For whom it may concern 
আপনার শরীরের কোথাও চুলকালে যদি আরাম লাগে, তাহলে বুঝবেন,আপনার চর্মরোগ হয়েছে।
আপনার নিজের ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের নেতিবাচক কিছু শুনলে যদি আপনার ভাল লাগে,তাহলে বুঝবেন, আপনার মানসিকতায় সাম্প্রদায়িকতা আছে।
চর্মরোগ একটি শারীরিক অসুস্থতা
সাম্প্রদায়িকতা একটি মানসিক অসুস্থতা।
অপরিচ্ছন্ন পরিবেশ বা আক্রান্ত ব্যক্তির থেকে চর্মরোগ বিস্তৃত হয়।অসুস্থ সমাজ বা সাম্প্রদায়িক ব্যক্তির থেকে সাম্প্রদায়িকতা বিস্তৃত হয়।
অসুস্থ হলে চিকিৎসা নিন,নিজের সুরক্ষা নিশ্চিত করুন।
নইলে চর্মরোগ আপনার শান্তি ধ্বংস করবে,আর সাম্প্রদায়িকতা ধ্বংস করবে পুরো মানব সভ্যতাকে।

Collected!


Sent from my iPhone

On Jun 30, 2017, at 5:45 PM, ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com> wrote:

Mr Guha: what you said only goes to prove my hypothesis that delusion in human beings is caused primarily by persistent reinforcement of a message over and over again. In the case of Islam, it is the Islamic message that is reinforced five times a day, 365 days a year. 

Remember that the Nazi Propaganda Minister, Joseph Goebbels, famously said: "Let me control the media and I will turn any nation into a herd of pigs" and he applied his hypothesis so aptly that even the German nation was more than happy to die to establish the Third Reich! 

- AR
   


On Friday, 30 June 2017, 21:53, Sitangshu Guha <guhasb@gmail.com> wrote:


Lucky that you are not in Bangladesh or in any other Muslim countries! 
You know that our peace loving brothers are too much tolerant(!) and never lies (or full of lies?). 
And understanding? Those who understands don't belong there! 

Sent from my iPhone

On Jun 30, 2017, at 3:40 PM, DeEldar <shahdeeldar@gmail.com> wrote:

Boxbe This message is eligible for Automatic Cleanup! (shahdeeldar@gmail.com) Add cleanup rule | More info
Islam is rather a closed book. Accept it without any preconditions... whether you understand it or not. It promises some great things like sex, drugs and heavenly bit-coins after one crosses the line but that is only a verbal promise with no way to verify that damn promise. As far as we know, nobody has testified from the other side of world whether they are in the right place and having fun?

People like Tagore and other great intellectuals did not say much about Islam and that tells me that Islam stands for mediocrity and poor illiterate masses. Everybody can join the gang but nobody can exit and badmouth it. Just gang up and have your way.

Do Muslims really fear God? I think... not!
--
--
Disclaimer: All content provided on this discussion forum is for informational purposes only. The owner of this forum makes no representations as to the accuracy or completeness of any information on this site or found by following any link on this site. The owner will not be liable for any errors or omissions in this information nor for the availability of this information. The owner will not be liable for any losses, injuries, or damages from the display or use of this information.
This policy is subject to change at anytime.

---
You received this message because you are subscribed to the Google Groups "Bangladesh Progressives" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangladesh-progressives+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.




__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: Why Muslims are so delusional?



Islam is rather a closed book. Accept it without any preconditions... whether you understand it or not. It promises some great things like sex, drugs and heavenly bit-coins after one crosses the line but that is only a verbal promise with no way to verify that damn promise. As far as we know, nobody has testified from the other side of world whether they are in the right place and having fun?

People like Tagore and other great intellectuals did not say much about Islam and that tells me that Islam stands for mediocrity and poor illiterate masses. Everybody can join the gang but nobody can exit and badmouth it. Just gang up and have your way.

Do Muslims really fear God? I think... not!


__._,_.___

Posted by: DeEldar <shahdeeldar@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Is Trump "Objectively Progressive?" by Graham E. Fuller



 Is Trump “Objectively Progressive?”

 Is Trump “Objectively Progressive?”

Graham E. Fuller (grahamefuller.com)

28 June 2017

What on earth does “objectively progressive” mean—and how could Donald Trump be viewed as a “progressive” of any kind?

It may have been Karl Marx who first used the term—in a way that turns reality upside down. Basically it means that a leader or a political trend that clearly is reactionary, might unintentionally but “objectively” have a progressive impact on the course of politics and history.  In other words, a seemingly negative course of events of the moment can, in the end, have unintended, unexpected, but important longer term progressive impact.

So the real question is not “how bad is everything under Trump,”  but rather, four years down the road and looking back, how will Trump have changed America? 

At first glance it’s easy to say that his administration will simply have produced an unmitigated disaster on all fronts. He is reversing virtually every single step that Obama and others before him took to move the nation in a more progressive direction. Trump’s efforts—and those of his truly depressing appointees—are trying to roll back abortion rights, attack the public school system, deny climate change, gut environmental regulations, reverse Obamacare, lower taxes for the rich and for corporations, denigrate LGBT individuals, pursue a sexist approach towards women, promote general xenophobia and especially hostility towards Muslims and immigrants, and lavish more money on the military—the list goes on. 

The foreign policy outlook is no better: hobble or kill the JCPOA nuclear agreements with Iran, support Saudi Arabia to throw its weight around regionally, step back from the Paris Climate Treaty, embrace torture in fighting terrorism, build a wall with Mexico, grant greater autonomy for the military greater in determining war initiatives, offend a growing list of foreign leaders, leave the world questioning what is really going on in Washington, accede to Israeli occupation of Palestinian lands now heading into its second half-century—the list is well-known. Ironically, one of Trump’s early stated intentions was to improve ties with Russia, one which in my view is quite sensible. But that goal it is now under fierce assault by the Washington elite that is still invested in the psychology, culture, budget and hardware of the Cold War. Trump’s approach to China is still in formation, but will likely also be more aggressive if his advisors have their way.  And his diplomacy by Tweets is  loose-cannonmanship personified.

But then, look at it this way: what if these reactionary trends are now actually serving to spark reactions and a pushback that end up greatly strengthening the progressive agenda? And doing so faster and more vigorously than would have occurred if we had not had Trump? 

For starters, Trump is destroying the Republican Party as it stands today. In my view that is an progressive development. The party is devoid of principle except what serves big business that in turn has bought off the party. The party seems utterly isolated from all reality, domestic and foreign. Foreigners shake their heads.

Trump is not truly even a Republican himself. The damage he is inflicting on the party may—just may—in the end serve as catalyst to reinvent the party, to bring it back to genuine conservative values, conservative with a small “c,” instead of the party of big business. The party right now has little in common with what a truly conservative agenda might support—above all its lack of concern for conserving society, our planet, and public well-being. And support for the intrusive security state couldn’t be less of a conservative value—it’s a Big State value.

So Trump may actually be in the process of doing something long overdue—putting the present lost and floundering Republican party out of its misery. That is probably not Trump’s intention, but it may well be the upshot. And that would be truly significant turning point for American politics.

Similarly, the pressures Trump is kindling may also be destroying the mainstream Democratic Party establishment as well—a party hidebound, moribund, out of touch, lazy, compromised. Sorry folks, although Hillary would have been a less damaging president than Trump, with Hillary we would also have been in for four more years of same old same old—pro-Wall St, pro-war policies. Yes, her administration would have been more intelligent and professional than Trump’s, and it certainly would not have caused so many to rise up in passionate response for change and reform. The US frog would have been that much closer to being boiled without fully realizing the temperature around it was still rising. 

But instead we have a Trump who is energizing the progressive wing of the Democratic Party, against its sclerotic status-quo establishment leadership. More Democrats now want Bernie—or at least his ideas—more than ever before, as the party struggles to find its soul outside of Wall Street and the Pentagon. Under Trump new found activism is on the rebound. Marches are increasing, women, workers, gays, ethnic minorities, Muslims, minimum wage, Black Lives Matter, scientists—all of these and other segments are now being galvanized against Trumpist outrages. Trump has at last let us behold the true face of Republican (and even some Democratic) policies pushed to their limits. Indeed, Trumpist health care follies are now actually pushing the country to consider, just maybe, a single-payer plan (gulp).

Abroad Trump may now be sowing the seeds of the beginning of the end of our imperial foreign policy. Foreign statesmen who have indulgently looked the other way at the massive US foreign policy blunders of the last two decades or longer seem now with Trump to have reached the breaking point. He has set off a long overdue foreign push-back to American adventurism, exceptionalism, to our right to break the international rules because we write them all, to the search for enemies and the military solution to global problems. Yes, the result of Trump’s policies is indeed damaging “American leadership” because American leadership has been off the rails since the fall of the USSR, when we thought we could do anything. Trump is making this disastrous “leadership” ever clearer to the world. And they’re not buying.

The harsh fact is, that pursuit of modern American imperial dominance and global empire is what is now destroying America. Empires in the end always come back to destroy the center. Trillions for defense but nothing for health, infrastructure, living wages, or science.

So it may be good that Europe is now assuming greater independence in defense and security affairs, including in its dealings with Russia. Europe knows the Russians first hand and it doesn’t necessarily want to be tied to Washington’s global confrontational strategy.

Lest all of this simply sound like dancing around the bonfires of destruction, let’s not forget another Marxist concept—that of the dialectic (actually it was Hegel’s first): an action sparks a reaction, and soon a synthesis emerges between the two. Trump is sparking the reaction, by deepening and widening discontent, from which a new synthesis will emerge. It is this rising discontent, domestic and international, that ultimately can serve a more progressive agenda, a spark, a moment of clarity, a wake-up call to greater domestic political activism, regional responsibilities, a renewed “Yes we can!”  

If it were not for Trump, an America long off course could have lazily and thoughtlessly plodded on for four more years along the same damaging course. Now maybe it is reaching a boiling point. 

Could be I’m whistling in the dark. Some may legitimately fear that after four years of Trump we may simply all be worse off, period. But I suspect the latent outrage that is now becoming manifest and accumulating in so many quarters just might create the foundation—for the first time since when?—when the American political spectrum rebalances with a genuine Left as well as a Right, with a much more impassioned and activist public speaking out against the corrupted system of the present US political order. 

Something has to give.  

Graham E. Fuller is a former senior CIA official, author of numerous books on the Muslim World; his latest book is “Breaking Faith: A novel of espionage and an American’s crisis of conscience in Pakistan.” (Amazon, Kindle) grahamefuller.com

25

Graham E. Fuller

 



__._,_.___

Posted by: "darmanar" <darmanar@darmanar.org>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Still long way from civilized world

Cherry picking news may install false pride, but doesn't change the fact. But, that's what extremist do to recruit. We have seen Taliban, Isis , rss, Shib Shena and other have fooled there compatriots to waste their children's oppurtunity to progress, it is no different than what recreational do to society. Extreme nationalism or religion are like drugs, social scientists and political made that observation. But constant propaganda by eccentric sometimes fool large group and change natural characteristic for worse.

http://www.jugantor.com/online/international/2017/06/30/50768/ভারতে-নারী-শিক্ষা-দিতে-ধর্ষিত-৭০-বছরের-ফরাসি-নারী


------------------------------------
Posted by: Khoniker Othithee <khoniker.othithee@yahoo.com>
------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190
------------------------------------

Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/

Thursday, June 29, 2017

[mukto-mona] মুসলিম হত্যার বিরুদ্ধে প্রতিবাদ ভারতে কেন এত জনপ্রিয় হলো ?



মুসলিম হত্যার বিরুদ্ধে প্রতিবাদ ভারতে কেন এত জনপ্রিয় হলো?

মিজানুর রহমান - ২৯ জুন, ২০১৭

(প্রিয়.কম) গরুর মাংস খারওয়ার 'অপরাধে' গত দু'বছর ধরে ভারতজুড়ে মুসলমানদের উপর নির্যাতনের খরব দিনকে দিন বাড়ছে। 

নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বেশ কয়েকজন মুসলমানকে এ 'অপরাধে' পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব নিয়ে মুসলমানরা যেমন 

আতঙ্কিত দিন পার করছে, সামাজিক স্থিতিশিলতা নষ্ট হয়ে যাওয়ায় উদ্বেগে আছে সাধারণ অনেক হিন্দুরাও। সর্বশেষ ২৮ জুন মঙ্গলবার 

হরিয়ানার ১৬ বছর বয়সী এক কিশোরকে একই 'অভিযোগে' ট্রেনের মধ্যে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপরই সারা ভারতে 

'নট ইন মাই নেম' নামের একটি নাগরিক বিক্ষোভটি দানা বেঁধে উঠেছে। 

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির 'গো-মাংসভোজী' প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করার ছবি পোস্ট করেও অনেকে 

বলছেন, মোদির দল গো-মাংস ভক্ষণের তীব্র বিরোধী। অথচ মোদিই যখন গো-মাংসভোজী একজনকে এভাবে আলিঙ্গন করতে পারলেন, 

তাইলে আমাকে কেন পারবেন না?

একটি বেসরকারি সংস্থার হিসাবে বলা হচ্ছে ২০১৫ থেকে এখন পর্যন্ত অন্তত ১৩টি এ ধরনের ঘটনা ঘটেছে, যেখানে মুসলমান কোনো 

ব্যক্তিকে 'গো-মাংস বহন বা ভক্ষণের অভিযোগে মারধর করা হয়েছে।'

গত তিনমাসে এ ধরনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে অন্তত ৬জন মুসলমানের। এ ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধেই আজ দিল্লিসহ ভারতের 

নানা জায়গাতেই সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে দিয়ে 'নট ইন মাই নেম' নাম দিয়ে প্রতিবাদে নেমেছিলেন সাধারণ মানুষ। প্রতিবাদ 

সমাবেশ হয়েছে কলকাতাতেও।

নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই গরুর মাংসকে কেন্দ্র করে অসহিষ্ণুতা ও তীব্র হিন্দুত্ববাদীদের দাপট কীভাবে বেড়েছে, 

দাদরির মহম্মদ আখলাখ থেকে আলওয়ারের পেহলু খানের গণপিটুনিতে মৃত্যুর ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে। সর্বশেষ হরিয়ানসার 

ঘটনাটা 'নট ইন মাই নেম' স্লোগানকে আরও উস্কে দিয়েছে। তথ্যচিত্র পরিচালক সাবা দেওয়াই তার ফেসবুক ওয়ালে প্রথম এ প্রতিবাদের 

ডাকটা দিয়েছিলেন। দিল্লির যন্তর-মন্তরে উপস্থিত হয়ে নীরব প্রতিবাদে শামিল হতে বলেছিলেন বন্ধুদের। সেই প্রতিবাদই ছড়িয়ে গিয়েছে দেশ জুড়ে। 

কলকাতা, ইলাহাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, জয়পুর, হায়দরাবাদ, কোচি, লখনউ, পটনা, পুণে, চেন্নাই, প্রতিবাদ ছড়িয়েছে সর্বত্র। দিল্লির কলেজ ছাত্রী 

নির্ভয়ার করুণ মৃত্যুর পর দেশ জুড়ে সাধারণ নাগরিকের এমন অরাজনৈতিক প্রতিবাদ এবারই প্রথম। 

কলকাতার প্রতিবাদে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সম্রাট সেনগুপ্ত। মাসলমানদের উপর এ ধরনের হামলার ব্যাপারে তিনি বলেন, একটা শ্রেণির 

মানুষের হাতে একরকম ক্ষমতায়ন হয়েছে, যাদের মধ্যে প্রচণ্ড শক্তিশালী মুসলিম বিদ্বেষ আগে থেকেই ছিল। কেন্দ্রে যে দল এখন ক্ষমতায় রয়েছে, 

তাদের বলে বলীয়ান হয়ে ওই শ্রেণির মানুষ নিজেদের বিদ্বেষটাকে উগরে দিতে শুরু করেছে। 

মঙ্গলবারের এ প্রতিবাদ সমাবেশগুলো কোনো রাজনৈতিক অথবা অরাজনৈতিক সংগঠন আয়োজন করেনি। কোথাও কোনো সংগঠনের প্রতিনিধিত্বকারী 

ব্যানার পোস্টারও ছিল না। প্রতিবাদে শামিল হওয়া মানুষের হাতে একটাই প্ল্যাকার্ড ছিল- 'নট ইন মাই নেম'। 

যুক্তরাষ্ট্রে ভিয়েতনাম যুদ্ধবিরোধী প্রতিবাদ সভাগুলিতেও এক সময় একই স্লোগান দেওয়া হতো। 

প্রিয় সংবাদ/আশরাফ


Video:
মুসলিম হত্যার বিরুদ্ধে ভারত জুড়ে নাগরিক বিক্ষোভ 'নট ইন মাই নেম' | Bangla News


'নট ইন মাই নেম':মুসলিম হত্যার বিরুদ্ধে ভারত জুড়ে নাগরিক বিক্ষোভ

'নট ইন মাই নেম' হ্যাশট্যাগে অনলাইনে এই প্রতিবাদের ডাক দেয়া হয়
Image caption'নট ইন মাই নেম' হ্যাশট্যাগে অনলাইনে এই প্রতিবাদের ডাক দেয়া হয়

সম্পর্কিত বিষয়






__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Newer Posts Older Posts Home