Banner Advertiser

Monday, January 26, 2015

[mukto-mona] ‘মানুষ আমাক পুড়া দিছে’



'মানুষ আমাক পুড়া দিছে'

শরীফ সুমন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/360916.html#sthash.TgcldQuj.dpuf

ঢাকা : 'আমি কিচু করেনি। দাদীর সাথ বাসে করি আসতি লাগি, মানুষ আমাক পুড়া দিছে। খুব কষ্ট, ঘুম আসতি প্যারছিনা। খালি জইলা যাছি, পুড়্যা যাছি। চোখও খ্যুইলতে পারছিনি। আমার জ্বলা কখন বন্ধ হবি; কখন আমি দুই চোখদি দ্যেখতি পাইরবো। মানুষ আমাক কেন পুড়াইলো?' অধো আধো বোলে এভাবেই দুঃসহ যন্ত্রণার কথা বলছিল পাঁচ বছরের শিশু ফারজানা আক্তার। এ সময় তার নিষ্পাপ চোখের পানি গড়িয়ে মুখের এক পাশ ভিজে যাচ্ছিল। দুর্বৃত্তদের আগুনে মুখের বাম পাশ পুড়ে গেছে ফারজানার। আঘাতে বাম চোখ ফুলে বন্ধ হয়ে গেছে। চোখের নিচ থেকে থুঁতনি পর্যন্ত দগদগে ঘা। পোড়ার যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি দিতে দেওয়া হচ্ছে ঘুমের ইনজেকশন। কিন্তু ঘুম ভাঙলেই অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে অবুঝ ফারজানা। তার অনেক প্রশ্ন, যার উত্তর নেই কারও কাছেই।

01252015_09_CHILD_BURNING

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ ফারজানার সঙ্গে কথা বলতে গেলে এমনই দৃশ্যের অবতারণা হয়। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজশাহীর তানোর থেকে বাসে করে দাদীর সঙ্গে রাজশাহী আসছিল ফারজানা। উদ্দেশ্য, ঢাকা যাবে। কিন্তু এর আগেই দুর্বৃত্তদের দেওয়া আগুনে নির্মম বর্বরতার শিকার হয় ফারজানা (৫) ও তার দাদী জুলেখা বেগম (৪০)। ওয়ার্ডে গিয়ে দেখা যায়, অগ্নিদগ্ধ নাতনিকে কোলে নিয়ে বসে আসছেন দাদা মজিবর রহমান। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতেই হুহু করে কেঁদে উঠলেন তিনি। তার কান্না দেখে পাশের বেডে থাকা যন্ত্রণাকাতর জুলেখা বেগমও আর না কেঁদে থাকতে পারলেন না। এরপর কয়েক মিনিটের নিরবতায় বার্ন ইউনিটে থাকা অন্যদের চোখও ভিজে গেলো। এমন সহিংসতায় তারা সবাই হতভম্ব। কেঁদে কেঁদে জুলেখা বেগম বলেন, 'আমরা গরীব মানুষ। রাজনীতি বুঝিনি। আমার এ অবুঝ নাতনিটা কি করিছে। কেনবা তারা আমাদের এভাবে পেট্রোল দি পুড়াইলো?'বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুই হাতই পুড়ে গেছে জুলেখা বেগমের। পুড়েছে কপাল ও মুখের বাম দিকটাও। তা নিয়ে অসহ্য যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জুলেখা বেগম।

দগ্ধ জুলেখা বেগম জানান, তাদের গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের পাকচাঁনপুর গ্রামে। তিনি ঢাকার গাজীপুরের কোনাবাড়িতে ভাড়া থাকেন। স্বামী মজিবর কাশিমপুর নয়াপাড়ায় মণ্ডল গার্মেন্টসে কাজ করেন। আর তিনি ডেল্টা স্পিনিংয়ে বুয়ার কাজ করেন। তাদের এক ছেলে, এক মেয়ে। ছেলে-মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে রিকশা চালায়। ছেলের চার মাস বয়সী আরেকটি মেয়ে থাকায় বড় নাতনি ফারজানাকে তারাই লালন-পালন করছেন। দুই বছর আগে বোন মারা যাওয়ায় বোনের মেয়ের বাচ্চা দেখতেই গ্রামে এসেছিলেন। তাদের দেখে ঢাকার গাজীপুরে ফেরার উদ্দেশে বাসে উঠেই ঘটনার শিকার হন জুলেখা বেগম ও নাতনি ফারজানা। খবর পেয়ে শনিবার সকালে ছুটে এসেছেন স্বামী মজিবর রহমানও।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে জুলেখা বেগম জানান, ঠিক চালকের পেছনের সিটেই ছিলাম আমরা। চলন্ত বাসে যাত্রীবেশে ৩/৪ জন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে দিলে মুহূর্তের মধ্যেই দাওদাও করে গোটা বাসে আগুন জ্বলে ওঠে। নোভাবে তার শরীরের চাদর দিয়ে নাতনি ফারজানাকে জড়িয়ে বাস থেকে নেমে যান। এতে শরীরে আঘাতও পান। আর নাতনিকে তুলতে গিয়ে তার দুই হাত ও মুখ পুড়ে যায় আগুনে। এছাড়া ফাজানার বাম হাত ও মুখের বাম পাশ পুড়ে যায়। এ সময় আছিয়া নামের আরেক শিশুকেও আগুন থেকে বাঁচান তিনি। তবে সাত বছরের ওই শিশুর গোটা মুখই পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার সকালে তাকে বার্ন ইউনিটের ১৭নং বেড থেকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসার ব্যয় বহন করলেও ভবিষ্যতে দুই হাত দিয়ে কাজ করতে না পারলে কিভাবে বাঁচবেন, এই চিন্তা এখন কুঁড়ে খাচ্ছে জুলেখা বেগমকে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ইনচার্জ ডা. মনোয়ারা জানান, শুক্রবারের ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে বর্তমানে সাতজন চিকিৎসাধীন রয়েছে। দু'জনকে শনিবার ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সাতজনের মধ্যে কেবল শিশু আছিয়াকে শনিবার ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তার ৬% ফেসিয়াল বার্ন রয়েছে।হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের নির্দেশে নাশকতার ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসা খরচ তাদের পক্ষ থেকেই বহন করা হচ্ছে বলে জানান ডা. মোনোয়ারা।শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজশাহীর তানোর উপজেলার সদরের ব্র্যাক অফিসের সামনে যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় অবরোধকারীরা। এতে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হন।

http://khabor.com/archives/42487



  • Avatar
    Khundkar Aminul Huque  2 days ago

    শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজশাহীর তানোর উপজেলার সদরের ব্র্যাক অফিসের সামনে যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় অবরোধকারীরা। এতে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হন। Ugly blood sucker BNP's Khaleda Zia & 20 Party Alliance are responsible and must pay for the consequence and loss. kah 012515.

    বাংলাদেশ সময়:০৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

    - See more at: http://www.banglanews24.com/be...

    • 2  
    • Reply
    • Share › 
        Avatar
        M.i. Khan  2 days ago

        খালেদাপুত্র কোকোর লাশ আধপোড়া করে খালেদার সামনে আনা হোক, তারপর হয়ত এই মহিলা বুঝবে অন্যের সন্তান পোঁড়ানোর বেদনা।

        • 1  
        • Reply
        • Share › 
            Avatar
            Khundkar Aminul Huque  2 days ago

            কেঁদে জুলেখা বেগম বলেন, 'আমরা গরীব মানুষ। রাজনীতি বুঝিনি। আমার এ অবুঝ 
            নাতনিটা কি করিছে। কেনবা তারা আমাদের এভাবে পেট্রোল দি পুড়াইলো
            ?' Simply heart rending. kah 012515.



          __._,_.___

          Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


          ****************************************************
          Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
          Call For Articles:

          http://mukto-mona.com/wordpress/?p=68

          http://mukto-mona.com/banga_blog/?p=585

          ****************************************************

          VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

          ****************************************************

          "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                         -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





          __,_._,___

          [mukto-mona] [মুক্তমনা বাংলা ব্লগ] 'আল্লাহ হাফিজের দেশে'

          মুক্তমনা বাংলা ব্লগ has posted a new item,
          'আল্লাহ হাফিজের দেশে'


          আল্লাহ হাফিজের দেশে


          আকাশ মালিক




          (প্রায় আট বছর পূর্বের অসমাপ্ত
          এই লেখাটির প্রাসঙ্গীকতা
          অনেকটাই এখন হারিয়ে গেছে।
          পরিবেশ, পরিস্থিতি ও সময়ের
          পরিবর্তনে কাহিনির আকর্ষণ, তার
          আবেদন অনেকটা হারিয়ে যায়।
          সিরিজটি শেষ করবো বলে একদিন
          যাদেরকে কথা দিয়েছিলাম তাদের
          সম্মানার্থে কিছুটা পরিবর্তন
          পরিবর্ধন করে আজকের এই লেখাটি।
          )


          দ্বিতীয়বারের মত বাংলাদেশে
          যাবো। এবার স্ত্রী-সন্তান
          নিয়ে। এর আগে একবার [...]


          You may view the latest post at
          http://mukto-mona.com/bangla_blog/?p=44285


          You received this e-mail because you asked to be notified when new updates are
          posted.


          Best regards,
          মুক্তমনা বাংলা ব্লগ ।




          ------------------------------------

          ------------------------------------

          ****************************************************
          Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
          Call For Articles:

          http://mukto-mona.com/wordpress/?p=68

          http://mukto-mona.com/banga_blog/?p=585

          ****************************************************

          VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

          ****************************************************

          "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
          -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190
          ------------------------------------

          Yahoo Groups Links

          <*> To visit your group on the web, go to:
          http://groups.yahoo.com/group/mukto-mona/

          <*> Your email settings:
          Individual Email | Traditional

          <*> To change settings online go to:
          http://groups.yahoo.com/group/mukto-mona/join
          (Yahoo! ID required)

          <*> To change settings via email:
          mukto-mona-digest@yahoogroups.com
          mukto-mona-fullfeatured@yahoogroups.com

          <*> To unsubscribe from this group, send an email to:
          mukto-mona-unsubscribe@yahoogroups.com

          <*> Your use of Yahoo Groups is subject to:
          https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/

          Re: [mukto-mona] Not by bread alone: Russians urged to go without for Putin



          Remember few years back when people were speculating oil price to hit 200 because China and India were gobbling up whatever they could get in the market? Now, suddenly the very opposite is true? Look, this is how the options games are being played in the market. When oil was about to hit 200, people were buying options who never really used oil but to sell the option to another person at a higher price. The very same game is being played now with the put options. If you are a trader, you know what I mean.
          Oil price can go up to 60-70 at any time when Saudis cuts the production. But it wants to please US by not cutting the production. This is a punishment for Russians and many US fracking companies which might go belly up if price declines further. I think this oil supply and demand is totally man manufactured and the good time is going to end very soon with huge upswing. World oil resource is not unlimited. There is not good substitute for it......not at this moment.
          -SD

           



          On Sunday, January 25, 2015 8:16 PM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


           
          Reduction in oil price is less to do with speculation this time; it's mostly due to extra oil production in USA, and less demand in other parts of the world due to economic slowdown.
          As I hear, Russia will need oil at $100.00 a barrel to get even with the cost of production, which is far from where it is today (<$50). That's why Putin said, it will take a few years, which is too long for ordinary people. Political condition may not give Putin that time.
          West cannot engage in direct fight with Russia over Ukraine and Crimea; so it did what it needed to do – Economic Embargo.
          Jiten Roy 
           

          From: "Shah Deeldar shahdeeldar@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
          To: mukto-mona@yahoogroups.com
          Sent: Sunday, January 25, 2015 5:45 PM
          Subject: Re: [mukto-mona] Not by bread alone: Russians urged to go without for Putin

           
          Putin is no good but west is equally guilty for this awful situation. Ukraine is bankrupt and virtually losing its eastern part as we speak. Was it worth waking up the Russian bear? Probably not! Once oil price speculation stops, Russians will be back with full force with no debt. Meanwhile, Chinese mafias will dictate the terms. China has become the real winner here.
          -SD



          On Sunday, January 25, 2015 12:56 PM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


           
           

          Not by bread alone: Russians urged to go without for Putin

          AFP
          By Anna Smolchenko 3 hours ago
          People buy foodstuff at a marketpalce in Russian southern city of Stavropol, on December 19, 2014
          View photos
          Moscow (AFP) - Eat less, use beetroot instead of lipstick, swap French lingerie for Russian-made cotton panties and remember that hardships are a test from God.
          These and other tips are being offered to Russians by lawmakers, top policy makers and the Russian Orthodox Church as the gravity of the economic crisis sinks in and prices soar.
          The country pulled through great hardships before, officials say, and people should tighten their belts for their leader Vladimir Putin and a great Russia amid the confrontation with the West over Ukraine.
          "I lived both under Gorbachev and Yeltsin but Putin is the first president for whom I am being asked to eat less," one Russian, Andrey Kozenko, said on Twitter.
          His quip would be funny if it were not sad.
          Government members openly admit they lack a plan to tackle the crisis brought on by falling oil prices and Western sanctions and warn it may last for years.
          From affluent Moscow to the far-flung regions, Russians are feeling the pain: with some foregoing foreign travel while others pinch pennies to buy food.
          Last week lawmaker Ilya Gaffner was monitoring price hikes at a grocery store in the Urals city of Yekaterinburg when an elderly woman told him she could no longer afford sugar for her disabled son.
          His advice to her? Eat less.
          View photos
          People queue to buy tokens at an underground station …
          People queue to buy tokens at an underground station in St. Petersburg, on December 26, 2014 (AFP Ph …
          "If there is not enough money you have to remember that we are Russians, we survived hunger and cold, we have to think about our health and eat less," said the deputy in the Sverdlovsk region legislative chamber, who sports a double chin.
          His remarks caused outrage -- and a barrage of unprintable online comments -- forcing a senior ruling party lawmaker to recommend that Gaffner think twice before speaking next time.
          - 'Eat less for Putin' -
          The deputy had no sooner apologised for his faux pas than a top Putin ally told the world Russians indeed were ready for sacrifices, especially when their leader was under pressure.
          "We will withstand all hardships in this country, eat less food, use less electricity," First Deputy Prime Minister Igor Shuvalov told Davos elites at the World Economic Forum.
          "If a Russian feels external pressure, he will never give his leader up," said Shuvalov, who is believed to be one of the wealthiest government officials.
          Patriarch Kirill also called for modesty as he addressed millions on January 7 when Orthodox Christians celebrate Christmas.
          "During crisis we overcome evil," the powerful head of the Russian Orthodox Church said in televised remarks. He added that those who are thinking of starting a family should not put their plans on hold due to the crisis because Russians were never rich.
          View photos
          Russian President Vladimir Putin has warned the ecoomic …
          Russian President Vladimir Putin has warned the ecoomic crisis may last for several years (AFP Photo …
          "This prosperity brought on by the froth of petrodollars, it really came just recently."
          A senator from the parliament's upper house also chimed in, suggesting that women can use natural colours from vegetables to paint their faces like their foremothers did in ancient times.
          "If they must use makeup on their lips -- no problem there is beet, it's natural and chemicals would not enter the body," Igor Chernyshev, deputy head of the social policies committee, said in December.
          "And our women look better in lingerie made at a Moscow factory than that made in France."
          - Price of Crimea -
          Online newspaper Gazeta.ru said officials made it increasingly clear to ordinary Russians that the crisis was a shared responsibility.
          "The question is, are those who yesterday enthusiastically supported the takeover of Crimea ready to pay for it with a sharp decline in living standards?"
          Whether they are ready or not, Russians now spend more on food after inflation reached double digits and the ruble lost half its value against the dollar.
          According to pollsters Synovate Comcon, 55 percent of residents of cities with a population of over 1 million saved on food for their New Year's table, up 12 percentage points compared to the first quarter of 2009 when Russians struggled with the effects of the global financial crisis.
          Many say they don't mind making sacrifices.
          "Figuratively speaking, I am ready to use beet instead of makeup for my lips," said Tatyana Khrolenko, 75.
          "We must help Donetsk and Lugansk," she said, referring to east Ukrainian rebel strongholds battling Ukrainian forces.
          Putin remains Russia's most popular politician.
          When he banned EU and US food imports in retaliation for Western sanctions in August, many reacted with bravado, saying they would get by without French cheese or Spanish ham.
          But as the crisis deepens, anger grows.
          "I absolutely don't trust our corrupt authorities," said Yulia Galich, 43. "And since there's no trust, there's no desire to endure this. For whom? For Putin or Shuvalov?"








          __._,_.___

          Posted by: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>


          ****************************************************
          Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
          Call For Articles:

          http://mukto-mona.com/wordpress/?p=68

          http://mukto-mona.com/banga_blog/?p=585

          ****************************************************

          VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

          ****************************************************

          "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                         -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





          __,_._,___

          [mukto-mona] রাজনীতির নামে নাশকতা কি অপরাধ নয়



          রাজনীতির নামে নাশকতা কি অপরাধ নয়

          রাজনীতির নামে নাশকতা কি অপরাধ নয়

          ডা. ওয়াহিদ নবি
          বেগম জিয়া চলমান অবরোধের ডাক দিয়েছিলেন বর্তমান সরকারকে তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য। উদ্দেশ্যটা শতকরা ১০০ ভাগ রাজনৈতিক। আরো সঠিকভাবে বলতে গেলে বলতে হয় যে, এই রাজনীতি ক্ষমতা দখল করার রাজনীতি। অবরোধ বলতে সাধারণ মানুষ যা বোঝে তা অবশ্য হচ্ছে না। অবরোধ বলতে সাধারণ মানুষ বোঝে বেষ্টন করে রাখা বা আরো সোজা ভাষায় ঘেরাও করে রাখা। অবরোধের নামে যা হচ্ছে তা হচ্ছে সন্ত্রাস। এই সন্ত্রাসের সবচেয়ে ভয়াবহ রূপ হচ্ছে অগ্নিকাণ্ড। আর এই অগ্নিকাণ্ডের প্রধান শিকার হচ্ছে যানবাহন। সবচেয়ে অমানবিক দিক হচ্ছে যানবাহনের সঙ্গে সঙ্গে নিরপরাধ মানুষ পুড়ে মরছে। সংবাদমাধ্যমে যে ছবিগুলো আমরা দেখছি, সেগুলো দেখলে শিউরে উঠতে হয়। মনে প্রশ্ন জাগে এসব ছাই হয়ে যাওয়া মানুষের দিকে তাকিয়ে অবরোধের আহ্বানকারীরা কি ভাবছেন? এসব অসহায় মানুষের দগ্ধ দেহ কি তাদের সাফল্য মাপার পরিমাপক? আর সাধারণ মানুষ কি ভাবছে এসব ভস্মীভূত মানবদেহ দেখে? আন্দাজ করি তারা যে কত অসহায় সে কথাই তারা ভাবছে। আর সরকার কি ভাবছে? মনে প্রশ্ন জাগে সরকারের বর্তমান ভাবনা কি গুণগতভাবে সাধারণ মানুষের মতোই অর্থাৎ অসহায়বোধ?
          অবশ্য অবরোধের নামে যে শুধু যানবাহন আর মানুষ পুড়ছে তা নয়। পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছে বিপথগামীরা, যা পুড়ে পুড়ুক। তাদের কাছে এটা একটা অগ্ন্যুৎসবের মতো। দুর্বৃত্তরা উত্তেজনায় এসব উপভোগ করছে। আপনজনহারা অন্য মানুষের বুকফাটা ক্রন্দন তাদের কর্ণকুহরে প্রবেশ করছে না। ভস্ম হয়ে যাওয়া অন্য মানুষের সারা জীবনের সঞ্চয় তাদের মনে কোনো রেখাপাত করছে না। যাদের আদেশে আর ইঙ্গিতে তারা এসব করছে তাদের মনে নিজেদের ছাড়া অন্য কারোর কথা স্থান পায় না। যারা পুড়ে মরছে তারা রাজনৈতিক দুর্বৃত্তদের আপনজন নয়। যা কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেগুলো তাদের নিজেদের নয়। 
          শুধু অগ্নিসংযোগ নয়, সব রকমের ধ্বংসাত্মক কার্য চলছে অবরোধের নামে। ভাঙচুর, বলপ্রয়োগ, বোমা নিক্ষেপ এসব তারা করছে সুযোগ পেলেই। এই যে কর্মগুলো তারা করছে সাধারণভাবে এর সবই আইনের চোখে অপরাধ। এর সবই আইনের চোখে দণ্ডনীয়, কিন্তু কিছুই তাদের হচ্ছে না। কেউই বিচারের সম্মুখীন হয়নি। কেউই দণ্ডিত হয়নি। কেউই  শাস্তি পাচ্ছে না। কাজেই সমানে চলছে এই অপকর্ম। এই অপকর্ম শুধু যে দুষ্কর্ম তা-ই নয়, এগুলো আইনের চোখে গুরুতর অপরাধ। আর তাই এগুলো যারা করবে তাদের শাস্তি পাওয়ার কথা; কিন্তু তারা শাস্তি পাচ্ছে না। এর কারণ কি? কারণ হচ্ছে এই যে, এই অপকর্ম করা হচ্ছে রাজনীতির নামে।
          রাজনীতির নামে করা হচ্ছে বলে যারা এই অপকর্ম করছে তারা নিজেদের অপরাধী বলে মনে করছে না। তারা অনুশোচনা বোধ করছে না। তারা বরং গর্ববোধ করছে এই ভেবে যে, তারা রাজনীতির জন্য এসব করছে। তারা মনে করছে যে, একটা ভালো আদর্শের জন্য তারা এসব করছে। কেউ কেউ ভাবছে যে নেত্রীর আদেশে তারা এসব করছে এবং নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী। কাজেই তিনি জানেন কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। নেত্রীর আদেশ মতো কাজ করতে ভাবার দরকার কি? সব দায়িত্ব তো নেত্রীর। তাদের তো কোনো দায়িত্ব নেই। মিলগ্রাম এক্সপেরিমেন্টের কথা তো আমরা জানি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অধ্যাপকের আদেশে মানুষদের মাত্রাতিরিক্ত বিদ্যুৎ দিয়েছিল।
          দেখা যাচ্ছে, বিপথগামীরা নিজেদের দায়ী মনে না করলেও কেউ না কেউ দায়ী থাকছেন। আর এক্ষেত্রে দায়ী হচ্ছেন যিনি বা যারা আদেশ দিয়েছেন। নুরেমবার্গ ট্রাইব্যুনালের কথা মনে করা যাক। যারা দোষী সাব্যস্ত হয়েছিলেন তারা কি নিজের হাতে কাউকে মেরেছিলেন? গোয়েরিং বা রবিনট্রপ কি নিজের হাতে কাউকে খুন করেছিলেন? তবে তারা দোষী সাব্যস্ত হয়ে ফাঁসির দড়িতে ঝুললেন কেন? তারা ফাঁসিকাষ্ঠে ঝুলেছিলেন এজন্য যে, যারা এমন নীতি প্রণয়ন করেছিলেন এবং এর ফলে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। ফাঁসিকাষ্ঠে যারা ঝুলেছিলেন তাদের আদেশেই নাৎসিরা অগণিত মানুষকে হত্যা করেছিল। 
          আমরা সাধারণেরা চাই রাজনীতির নামে নৃশংস হত্যাকাণ্ড বন্ধ হোক। গণতান্ত্রিক রাজনীতি যেভাবে চলা উচিত সেভাবে চলুক। আমরা কোনো অজুহাতে সন্তুষ্ট নই। বেগম জিয়া বলতে চান যে, বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্য আওয়ামী লীগের কর্মীরাই নাশকতা করছে। এমন কথা বলে  নাশকতার ব্যাপারে বিএনপি দায়িত্ব এড়াতে পারে না। আজকাল টিভি ক্যামেরায় আগুন লাগানো দুর্বৃত্তদের ছবি দেখা যায়। আর তাছাড়া এই পরিস্থিতি তাদের কারণেই সৃষ্টি হয়েছে। আমরা যারা আইন বুঝি না তাদের আইন বোঝা মানুষেরা বোঝান যে, বিশৃঙ্খল অবস্থায় নাশকতা হলে সেগুলো আদালতে প্রমাণ করা কঠিন। তবে কি আমাদের মেনে নিতে হবে যে, নাশকতা থামানো যাবে না? তবে কি মেনে নিতে হবে যে, নাশকতা সৃষ্টিকারীরা মানুষ পুড়ে মারতেই থাকবে? তবে কি মেনে নিতে হবে যে, আমাদের রাজনীতি বলপ্রয়োগের দ্বারা নিয়ন্ত্রিত হতেই থাকবে?
          বিএনপি নেতৃত্বাধীন জোটের সহিংস আন্দোলনের কারণ আবার নির্বাচন আদায় করা। তারা তত্ত্ব¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তত্ত্বাবধায়ক সরকার হলেই যে নিরপেক্ষ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বিএনপি নিজেরাই দাবি করে যে, ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ ছিল না। ২০০১ সালের নির্বাচনের সময় বিচারপতিদের অবসরের সময়সীমা বাড়ানো নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করেছে। ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকার এমন অনেক কাজ করেছে, যেগুলো আইনসম্মত ছিল না। কাজেই একটা অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া অনেকেই পছন্দ করেন না। ২০০৬ সালে যা ঘটেছিল তা ঘটতেই থাকবে ভাবা উচিত নয়। বিএনপি যেভাবে চাইবে সেভাবে নির্বাচন হবে, এটা ভাবার কোনো কারণ নেই।  বিদেশিরা আমাদের সব ব্যাপারে নাক গলাবে এটা বিএনপি ভাবতে পারে আর কেউ সেটা চাইবে না। ভারত আর মার্কিন রাজনীতিবিদদের নিয়ে বিএনপি যে মিথ্যাচার করেছে তাতে বিশ্বাস করাই মুশকিল হয়েছে কোনটা তারা সত্য বলছে আর কোনটা তারা মিথ্যা বলছে। সবচেয়ে বড় কথা বিএনপি তো আগে ক্ষমতায় ছিল। তারা সে সময় কি এমন করেছে যে জন্য তাদের ক্ষমতায় আনার জন্য মানুষ হরতাল-অবরোধ পালন করবে?
          লেখক: রয়াল কলেজ অব সাইকিয়াট্রিসের ফেলো
          - See more at: http://www.manobkantha.com/2015/01/26/209052.html#sthash.WqERzvnx.dpuf



          __._,_.___

          Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


          ****************************************************
          Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
          Call For Articles:

          http://mukto-mona.com/wordpress/?p=68

          http://mukto-mona.com/banga_blog/?p=585

          ****************************************************

          VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

          ****************************************************

          "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                         -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





          __,_._,___

          [mukto-mona] আওয়ামীলীগ এবং বিএনপিতে উগ্রবাদিতার উৎস!



          আওয়ামীলীগ এবং বিএনপিতে উগ্রবাদিতার উৎস!

          আমরা আগে দেখতাম বাংলাদেশের প্রধান দুটি দল আওয়ামীলীগ এবং বিএনপির সম্পর্ক এত খারাপ ছিল না।  উভয় দলেই যথেস্ট সংখ্যক প্রকৃত ধার্মিক, প্রগতিশীল এবং উদারপন্থি লোক ছিল। কিন্তু সাম্প্রতিক কালে  আওয়ামীলীগ এবং বিএনপি প্রগতিশীল এবং উদার ভাবধারা থেকে সরে এসেছে এবং উভয় দলই এখন কট্টরপন্থা এবং পোড়ামাটির নীতি গ্রহন করেছে। এর কারনটা কি? কারনটা আসলে খুবই পরিস্কার যদি একটু তলিয়ে দেখা যায়। আওয়ামীলীগ ক্ষমতায় যাওয়ার জন্য কিছু উগ্রপন্থি তথাকথিত দল যেমন জাসদ (হাসানুল হক ইনু)  এর মতকট্টরপন্থির সাথে হাত মিলিয়েছে যেটা  আওয়ামীলীগ এর মত একটা প্রতিস্টিত দলের জন্য আত্বহত্যার সামিল।
          হাসানুল হক ইনু আমাদের এলাকায় এক সমাবেশে একদিন বলেছিলেন বংগবন্ধু রাজাকারদের মাফ করলেও আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে রাজাকারদের মাফ করব না! কত বড় ধৃস্টতাপুর্ন কথা। বংগবন্ধু রাজাকারদের মাফ করেছিলেন কারন তিনি মহান, ক্ষমাশীল এবং দয়ালু ব্যক্তি ছিলেই তাই এবং তিনি বুঝেছিলেন এ নিয়ে বেশি বাড়াবাড়ি করে শুধু অশান্তিই বাড়বে। অনেক বড় মাপের মানুষই মানুষকে সহজে ক্ষমা করতে পারেন। ক্ষমা করাটা সহজ কাজ না মি. ইনু! কাজেই অতীতের দুঃখজনক সৃতি ভুলে যেয়ে সামনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ এটাই ছিল বংগবন্ধুর প্রজ্ঞা এবং নীতি।

          কিন্তু মি. ইনুদের মত পাতিনেতাদের (নিরেপেক্ষ নির্বাচন হলে আপনার দলের যে অবস্থা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হতে পারবেন না!)বংগবন্ধুর বিচক্ষনতা বোঝার ক্ষমতা নেই। ওনারা "জালাও-পোড়াও ধংশ কর" নীতির সমর্থক। ওনাদের মত নেতারাই দেশে আন্ডারগ্রাউন্ড পার্টির বিস্তার  ঘটিয়েছেন; এখনও কুস্টিয়া এবং তার আশপাশের জেলাতে আন্ডারগ্রাউন্ড পার্টির দৌরাত্ব দেখা যায় জাসদ, পুর্ববাংলা কমনিস্ট পার্টি, সর্বহারা পার্টি ইত্যাদি সব উদ্ভট নামে এবং ওরা নিজেরাই নিজেদের অনেক সময় হত্যা করে এবং আইন সৃংখলার মারাত্বক অবনতি ঘটায় ওসব অঞ্চলে।

          বিএনপির অবস্থাও অনেকটা একই! বিএনপি র মধ্যেও প্রচুর প্রকৃত ধার্মিক, প্রগতিশীল এবং উদারপন্থি লোক ছিল এবং আছে কিন্তু যেদিন থেকে বিএনপি জামাত এবং অন্যান্য তথাকথিত ইসলামী দলের সাথে হাত মিলিয়েছে সেদিন থেকেই সেই আগের বিএনপি আর নেই! ইসলাম ধর্মের অপব্যাখা করাতে জামাত, এবং অন্যান্য জংগিরা চ্যাম্পিয়ন! ফলে ওদের সাথে থাকার ফলে সরল মনা অনেক বিএনপি  নেতা কর্মীদের মগজ ধোলাই হয়েছে। ধর্মের নামে মানুষকে বিপথগামী করা অনেক সহজ কারন ধর্ম খুব জটিল একটি বিষয় এবং প্রকৃত ধর্ম বোঝা কোন সহজ কাজ না। ফলে আওয়ামীলীগ বা বিএনপির মধ্যে দুরত্ব এবং অবিশ্বাস বেড়েছে যার মারাত্বক ফল দেশের ১৭ কোটি সাধারন মানুষ এখন ভোগ করছে।

          আওয়ামীলীগ এবং বিএনপি উভকেই "একলা চলার নীতি" গ্রহন করা উচিত তাহলে আদর্শগত ভাবে তাদেরকে কেউ অহেতুক প্রভাবিত করতে পারবে না। আওয়ামীলীগ বা বিএনপি এককভাবেই ক্ষমতাই যেতে পারে। কোন বার আওয়ামীলীগ ক্ষমতায় যাবে বিএনপি থাকবে অপোজিশনে আবার অন্য বার বিএনপি ক্ষমতায় যাবে আওয়ামীলীগ থাকবে অপোজিশনে। নির্দিস্ট সময় পর পর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগন তা ঠিক করবে।
          গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোন দলই সব সময় ক্ষমতায় যাওয়ার আসা করতে পারে না বা তার প্রয়োজনও নেই। মাঝে মাঝে অপোজিশনে থেকে রেস্টও নেওয়া যায় আবার দেশের স্বার্থে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া এবং গঠনমুলক সমালোচনা করে দেশের ও মানুষের খেদমতও করা যায়। বিরোধী দলে প্রতি মন্ত্রনালয়ের বিপরীতে ছায়ামন্ত্রীও থাকতে পারে। সব সময় ক্ষমতায় থাকা একটা বোরিং ব্যাপার, নই কি?! ধন্যবাদ। ডঃ মুসা আলী, 24 জানুয়ারী 2015
           
          Copyright © www.QuranResearchBD.org
          Link: www.quranresearchbd.org/Sources-of-extremism-in-Awamileague-and-BNP.htm



          To learn the True Islam, our cordial invitation

          www.progressive-muslim.org (English in general)
          www.QuranResearchBD.org (Bangla in general)
          ------------------------------------------------------
          "Our inherited beliefs are entrenched in our psyche and emotions like idols.  The shaking or breaking of these idols is no less a calamity in whatever form they exist [Dr. A. N. Whitehead]."


          __._,_.___

          Posted by: Koutuhol <conf12000@yahoo.co.uk>


          ****************************************************
          Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
          Call For Articles:

          http://mukto-mona.com/wordpress/?p=68

          http://mukto-mona.com/banga_blog/?p=585

          ****************************************************

          VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

          ****************************************************

          "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                         -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





          __,_._,___