Banner Advertiser

Wednesday, June 3, 2015

Re: [mukto-mona] ইতিহাস-বিকৃৃতিরোধে আইন করার এখনই সময়



Why is this not done already?

It is hard to understand - why Bangladesh is still allowing these anti-liberation ideological parties and their supporters and collaborators to voice their opinions in the name of democracy and freedom of speech.

If this is not stopped immediately, those weed-ideology will devour the ideology of our liberation struggle. 

2015-06-03 19:25 GMT-05:00 SyedAslam Syed.Aslam3@gmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>:
 

ডা. নুজহাত চৌধুরী

ইতিহাস-বিকৃৃতিরোধে আইন করার এখনই সময়

জুন ৩, ২০১৫

Nuzhat Chowdhuryঅনেক দিন ধরেই বলছি, কেউ যেন একাত্তরের মহান স্বাধীনতার যুদ্ধের ইতিহাস বিকৃত করতে না পারে অথবা সর্বজনস্বীকৃত ইতিহাস যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য জার্মানির 'হলোকস্ট ডিনায়াল' আইনের আদলে মুক্তিযুদ্ধের ইতিহাস-বিকৃতির বিরুদ্ধে একটি আইন আমাদেরও প্রয়োজন। দেয়ালে পিঠ ঠেকে না গেলে যেন আমাদের বোধোদয় হয় না। জাতির সবচেয়ে মূল্যবান রক্তে লেখা যে গর্বিত ইতিহাস তা হারিয়ে যাক, তা ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হোক– আমাদের পরাজিত শক্তি এর চেয়ে বেশি আর কী চাইতে পারে!

প্রশ্ন হল, আমরা কেন সেটা হতে দিচ্ছি? দিচ্ছি বলেই কি আজ ঘৃণ্য যুদ্ধাপরাধী গোলাম আযমের ছেলের স্পর্ধা হয় ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার।

পঁচাত্তরের পর থেকেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জয় বাংলা, চার মূল নীতি, সব মুছে দেবার চেষ্টা হয়েছে। শহীদ ও বীরাঙ্গনাদের সংখ্যা নিয়ে বার বার বিভ্রান্তি তৈরির চেষ্টা দেখছি আমরা। নিজামী, মুজাহিদ শহীদের রক্তে রাঙানো লালসবুজ পতাকা গাড়িতে লাগিয়ে দম্ভভরে বলেছে, 'কীসের গণহত্যা!' তারা বলার সাহস করেছে যে, একাত্তরে নাকি কোনো গণহত্যাই হয়নি। পাকিস্তানিরা যেমন বলে, তেমনি তাদের দালালের দল রাজাকাররা এমন পর্যন্ত বলতে সাহস করেছে যে, একাত্তরে এদেশে কোনো ধর্ষণ হয়নি। অথচ আজও এদেশে বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধা, শহীদজায়ারা বেঁচে আছেন। তাঁরা সাক্ষ্য দিচ্ছেন আদালতে। তার ভিত্তিতে শাস্তি পাচ্ছে যুদ্ধাপরাধীরা। কী বিচিত্র এই দেশ!

আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দিতে না চাইলে 'হলোকস্ট ডিনায়াল আইন'এর আদলে আমাদের দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস-বিকৃতি রোধে আইন করা জরুরি। চার মুলনীতি, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্ব, জয় বাংলা শ্লোগান, শহীদের পরিসংখ্যান, বীরাঙ্গনাদের আত্মত্যাগ, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা– এ সব বিষয় শ্রদ্ধার সঙ্গে সবাইকে মেনে নিতে হবে। যে স্বীকার করবে না, এই দেশে তার রাজনীতি করা তো দূরে থাক, তার এ দেশের নাগরিকত্ব থাকাও উচিত নয়। আমার দেশের মুক্তিযোদ্ধার রক্তে রাঙানো মাটিতে এদেশের জন্মের ইতিহাস স্বীকার করতে হবে। তা না হলে জেলে যাওয়া অনিবার্য, এমন আইন করতে হবে।

অনেকের কাছেই আমাদের এই দাবিটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে না বা তারা গ্রাহ্য করছেন না। ফলে গোলাম আযমের মতো যুদ্ধাপরাধীর ছেলে সেনাবাহিনীর উচ্চপদের চাকরি হারানোর পর এখন মিডিয়ায় ও ফেসবুকে দেশবিরোধী কথা বলছে, মুক্তিযোদ্ধার ছেলেকে দালাল বলার ধৃষ্টতা দেখাচ্ছে। সেনাবাহিনীতে থেকে দেশবিরোধী কার্যক্রম সে চালিয়েছিল কিনা সে প্রশ্নও থেকে যায়। শুনতে পাই আরেক যুদ্ধাপরাধী মুজাহিদের ছেলে গ্রামীণ ফোনে উচ্চ পদে চাকরি করে। যেখানে দেশের তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি রয়েছে বলে অনেকেই মনে করছেন। আমরা দেখেছি কীভাবে যুদ্ধাপরাধী কামারজ্জামানের ছেলে মুক্তিযুদ্ধ ও আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অবমাননাকর কথা বলেছে। কীভাবে গোলাম আযমের নাতি জনতার হাতে ধোলাই খেয়েছে মুক্তিযুদ্ধ, ট্রাইব্যুনাল ইত্যাদি নিয়ে মিথ্যাচার করতে গিয়ে।

শুধু এটাই নয়, সম্প্রতি দেখেছি সিলেটের এক এমপি শহীদ সন্তান মোহাম্মদ জাফর ইকবালকে চাবুক মারার কথা বলার ধৃষ্টতা দেখাচ্ছেন। যে মানুষটির মেধা, মনন ও যোগ্যতার ক্ষুদ্র অংশও সে এমপি নিজে অর্জন করতে পারেননি। শুধু শ্লোগান দিলেই মুক্তিযুদ্ধের পক্ষের লোক হওয়া যায় কি? জাফর ইকবাল তাঁর লেখনীর মাধ্যমে কত কিশোরের বুকে মুক্তিযুদ্ধের প্রতি আবেগের জন্ম দিয়েছেন, শহীদদের জন্য চোখে পানি এনে দিয়েছেন। ওই এমপির বাবাও রাজাকার ছিল বলে শুনেছি। মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল করলেই যে রাজাকারের ছেলের ভিতরের রূপটা বদলে যায় না তার প্রমাণও এই এমপি।

এরা যে যে দলই করুক, যে পদেই চাকরি করুক, এরা বাংলাদেশবিরোধী কাজই করবে। উইপোকার মতো আমাদের অজান্তেই আমাদের এত কষ্টে অর্জিত দেশের ভিত কুরে কুরে খেয়ে নষ্ট করে দিচ্ছে এ রকম কিছু মানুষ। বড় বড় অনেক পদে এরা বসে আছে। আমাদের আশেপাশে আমরা সবাই নিজ নিজ পেশায় এমন রাজাকার পুত্রকন্যাদের অবস্থান জানি। অস্বীকার করার জো নেই।

সমস্যা হল, এসব কথা বললে অনেক 'নিরপেক্ষ' সুশীল আছেন যারা বলেন, বাবার কর্মদোষে ছেলে কেন ভুক্তভোগী হবে? তর্কের খাতিরে ধরে নিলাম যে এটা ঠিক, কিন্তু স্বাধীনতাবিরোধীরা যখন দেশের ক্ষমতায় ছিল, তখন মুক্তিযোদ্ধা পিতার কারণে কত কত পরিবার ধ্বংস করে ফেলা হয়েছে। তখন কিন্তু এই 'সুশীলদের' কেউ এটা বলতে আসেননি যে, এসব অন্যায়। সুশীলদের নিরপেক্ষতা কীভাবে কীভাবে যেন কেবল স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিরুদ্ধে। এটাই যেন বাকস্বাধীনতা, গণতন্ত্র, নিরপেক্ষতার প্রতীক।

আমরা এটাও বলতে চাচ্ছি না যে, একজন অন্য কারো দোষের জন্য দায় বহন করবে। কিন্তু যখন যুদ্ধাপরাধীর সন্তানরা তাদের কথা ও কাজের মধ্য দিয়ে প্রমাণ করে দেয় যে, তারা তাদের ঘৃণিত পূর্বপুরুষদেরর অপরাজনীতিরই ধারক ও বাহক, তখন কি কিছু করা বাঞ্ছনীয় নয়? লক্ষণীয় যে, এদের কেউ কিন্তু তাদের পূর্বপুরুষদের দোষ স্বীকার করেনি বা তাদের অনুসৃত রাজনীতির পথ পরিহার করেনি, বরং একই বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে প্রজন্মান্তরে। তাই এরাও আমাদের ক্ষমাসুলভ দৃষ্টি পাবার অযোগ্য।

গণতন্ত্র আর বাকস্বাধীনতার ছুতোয় এবং তথাকথিত নিরপেক্ষতার ধোঁয়া তুলে আমাদের ভিতরের কিছু মানুষও এসবের প্রচারে ও প্রকাশে সাহায্য করছেন। তথাকথিত কিছু সুশীল, মানবাধিকারকর্মী, সাংবাদিক, মিডিয়া, রাজনীতিবিদ– অনেকেই অজান্তে এমন কিছু লিখছেন বা করছেন যা প্রকারান্তরে দেশবিরোধীদের উদ্দেশ্য সিদ্ধ করতে পারে।

তাদের অনুরোধ জানাই, নিজেদের কাজের ফল একবার ঠাণ্ডা মাথায় বিবেচনা করে দেখুন। অন্যায়ের ব্যাপারে নিরপেক্ষতা বলে কিছু কি থাকা সম্ভব? হয় আপনি ন্যায়ের পক্ষে না হয় বিপক্ষে। আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে না পারলে বিপক্ষের লোক বলে বিবেচিত হবেন। যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে অথবা বিপক্ষে, এটাই সরল হিসাব। এসব ক্ষেত্রে 'কিন্তু', 'তবে' ইত্যাদির কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে, অন্যায়ের ক্ষেত্রে আপনি যখন নিরপেক্ষ থাকবেন তখন প্রকারান্তরে আপনি কিন্তু অন্যায় সমর্থন করছেন।

জার্মানিসহ ১৬ট দেশে 'হলোকস্ট ডিনায়াল ল' আছে। এই আইন প্রয়োগের ব্যাপারে তারা খুব তৎপর। শুধুমাত্র জোক হিসেবে নাৎসিদের ভঙ্গিতে হাত তুলে দাঁড়িয়ে ছবি তোলার জন্য শাস্তি হয়েছে একজন পর্যটকের। গ্যাস চেম্বার অস্বীকার করায় প্রখ্যাত লেখকের সাজা হয়েছে সেখানে। আর আমাদের এখানে স্বাধীনতার ঘোষণার ইতিহাসের মিথ্যা ব্যাখ্যা দিয়ে একটি বৃহৎ দল তাদের পুরো রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছে। কী আশ্চর্য!

যারা এই ঘটনাগুলোর নায়ক তারা এখনও অনেকেই বেঁচে আছেন, বই লিখেছেন, বার বার সঠিক ইতিহাস বলছেন– তাও কাজ হচ্ছে না। মিথ্যাচার চলছেই। জীবন্ত সাক্ষীরা যেদিন থাকবেন না তখন মুক্তিযুদ্ধের ইতিহাস এই মিথ্যাবাদীদের হাত থেকে কে রক্ষা করবেন? কীভাবে? এসব ভেবে ভয় ধরে যায়। সে জন্যই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস-বিকৃতির বিরুদ্ধে একটি আইন করে তা সুরক্ষিত করে যাওয়া খুব জরুরি।

মোদ্দা কথা হল, রাজাকারের সন্তান হোক, নব্য রাজাকার হোক বা তাদের সহযোগী– মিডিয়াই হোক বা 'অতিনিরপেক্ষ' সুশীল– কাউকেই বাংলাদেশের স্বাধীনতাবিরোধী কোনো কথা বলতে বা কাজ করতে দেওয়া যাবে না, রাজনীতি করতে দেওয়ার তো প্রশ্নই আসে না। স্বাধীনতার ঘোষণা নিয়ে যে কনফিউশন বিএনপি তৈরি করেছে এবং তাকে পুঁজি করে রাজনীতি করছে, তার থেকে পরিত্রাণ পাবার উপায়ও হতে পারে স্বাধীনতাযুদ্ধের ইতিহাস-বিকৃতির বিরুদ্ধে আইন। মুক্তিযুদ্ধের চেতনা সকল বিভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করে এ আদর্শ টিকিয়ে রাখার বড় উপায় এ আইন।

আজ এ আইন করতে আমরা ব্যর্থ হলে সব গর্বিত অর্জনের ইতিহাস হারিয়ে যাবে। মুছে যাবে আমাদের জাতিপরিচয়, জাতিসত্তা। এখনই এ আইন প্রণয়নের পদক্ষেপ নেওয়া তাই খুব জরুরি। মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের বয়স বেড়ে যাচ্ছে। তাঁরা আর কত দিন আছেন আমাদের মাঝে কে জানে। ভয় হয়, শম্বুক গতিতে চলতে চলতে এই সময়টা না আবার হাতছাড়া হয়ে যায়। সময় কিন্তু কারও জন্য বসে থাকে না।

ডা. নুজহাত চৌধুরী: সহযোগী অধ্যাপক (চক্ষু), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

http://opinion.bdnews24.com/bangla/archives/28077

৬ প্রতিক্রিয়া - " ইতিহাস-বিকৃৃতিরোধে আইন করার এখনই সময় "

  1. মোহাম্মদ মোক্তার হোসেন on জুন ৩, ২০১৫ at ৭:০৫ অপরাহ্ণ

    অবশ্যেই আমাদের মুক্তিযুদ্দ্বের ইতিহাস কে,যাতে বিকৃত না করতেপারে,সেজন্য সরকার কে এখন আইন তৈয়ার করতে হবে। এখনি উপযুক্ত সময় বলে আমি মনেকরি। বর্তমানে মুক্তিযুদ্দ্বও স্বাধীন্তার পক্ষের শক্তিক্ষমতায়, এখন নাহলে সামনে কোন দিন সরকার পরিবর্তন হলে,আর সুযোগ পাওয়া যাবেনা। ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্দে কঠিন আইন তৈয়ারী করতে,কমপক্ষে যাবতজীবনকারাদণ্ডের বিধান রাখতে হবে।মুক্তিযুদ্দের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তারা ইতিহাস বিকৃত,করার সাহস কিক্রে পাই। তা ভাবনার বিষয়,১৯৭১সালের স্বাধীন্তার মুক্তির সংগ্রামে,৩০লাখ,বাংগালী জীবন দিয়েছে,দুইলাখ,মা,বোন ইজ্জত এর বিনিময়ে,এই দেশ স্বাধীন হয়েছে, আর আজ স্বাধীন্তার ৪৩বছর যুদ্দাপরাধীদের ছেলেও ভাই বাদারদের কাছ থেকে আমাদের নতুন করে ইহাস শিখতে ববে। আজ থেকে আমাদের শপথ নিতে হবে,মুক্তিযুদ্দের পক্ষের লোক দের,শহিদপরিবারের সন্তান,মুক্তিযোদ্বাজীবিত যারা আছেন ,মুক্তযুদ্দার সন্তান্ রা বর্তমান প্রযন্মের ছেলে,মেয়েরা, কবি,লেখক,সাংবাদিক,সাহিত্যক,কলামিস্ট,সবাইকে,এক কাতারে এসে, এই ইতিহাস বিকৃতকারীদের প্রতিরোধ করতে হবে। এবং বিকৃতকারীদের বিরুদ্দে যাতে সরকার কঠোর আইন করে,সেজন্য সরকার কে চাপ দিতে হবে।

  2. R. Masud on জুন ৩, ২০১৫ at ১:৩২ অপরাহ্ণ

    মনের কথাটা বলেছ দিদি।
    তোমার সাথে একমত, স্বাধীনতার মূলমন্ত্র ডিনায়াল আইন করার পক্ষ্‌ আর তা অতি শীগ্রই–
    তবে তার জন্য স্বাধীনতার পক্ষের লেবাস পরা কৃত্রিম উপাদান গুলোকে (যেমন সিলেটের তথাকথিত এমপি টি) বেছে বের করা জরুরি।
    তানা হলে শিগ্রই তো দূরে থাক আদতেই হবেনা।

  3. arif on জুন ৩, ২০১৫ at ১:২৫ অপরাহ্ণ

    Law can be passed to protect history.but " razakarer chele" can not be an identity of a perso. Using such a term to one is against humanity.if u are against humanity; then how can u make proper judgement for humanity.inorder to purify your country and history;at first u judgement;sentence should be pure.otherwise you are also against humanity like a "razakar".

    • yhoque on জুন ৩, ২০১৫ at ৬:৩৩ অপরাহ্ণ

      Ahhare, your heart bleeds that the son of a rajakar, is being called as such. I wonder where your humanity was when this rajakar er baccha's father was endorsing the killing of millions during 1971. It is for people like you that such a law is required to preserve history from.

    • ইকবাল on জুন ৩, ২০১৫ at ৬:৫১ অপরাহ্ণ

      সমস্ত হিউমিনিটি রাজাকারদের (দুঃখিত) বেলায়, অত্যাচারীর বেলায়। তাদেরকে শাস্তি দিলেই মানবতার কথা আসে, কিন্তু তারা যখন অপকর্ম করেন তখন কোথায় থাকে মানবতাবাদ। দেশবিরোধীদের বেলায় মানবতা, নিরপেক্ষতা শব্দ ব্যবহার না করাই শ্রেয়। আর একজন অপরাধীর সন্তান কিংবা পরিবার যদি সেই অপরাধকে সমর্থন করেন তবে তাদেরও শাস্তি হওয়া উচিত। আর সকল যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্ত করা জরুরী। আর যারা এদেশের স্বাধীনতাকে অস্বীকার করে তাদের এদেশে থাকার কোনো অধিকারই নেই।

    • R. Masud on জুন ৩, ২০১৫ at ৭:০০ অপরাহ্ণ

      To Mr. Arif
      When son/daughter of Rajakar talks like a Rajakar he or she deserved to call that way.
      Ms. Nujhat also mentioned the same; you better re-read her article one more time or more and try to understood the core concept of this article.







__._,_.___

Posted by: Dristy Pat <dristypat5@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Manufacturing and Undermining National Icons ISP I June 2015



Manufacturing and Undermining National Icons: RSS Style

Ram Puniyani

 

Many a social and political processes related to projection of some icons and undermining of the others have intensified during last few years. Even during the last regime of NDA led BJP rule from 1998, Savakar's portrait was unveiled in the Parliament. At one level the game of undermining some icons and projecting icons is a part of various political streams and RSS seems to be the past master in the same. One recalls its machinery has been putting forward some names. bypassing others and undermining some others. Since the time Modi has come to power as Prime Minister Mahatma Gandhi's assassin Nathuram Godse is being upheld by many from RSS combine. One BJP MP called him a patriot and other BJP MP said that Godse chose the wrong target, instead of Gandhi; he should have chosen Nehru as his target. There are demands from various quarters to allot land for raising his statues in different places.

 

Times and over again Sardar Patel is projected vis a vis Nehru. In one of the speeches Modi said Patel should have been the first Prime minister of India instead of Nehru. Various 'word of mouth' propaganda to denigrate Nehru has been the consistent activity of many. Again to undermine Nehru Modi said something which was not true. He said that Nehru did not attend the funeral of Sardar Patel. This again is a blatant lie. As far as Mahatma Gandhi is concerned this present ruling dispensation has projected him but only for the values of cleanliness. One knows that the stature of Mahatma is such that even those who do not believe in his inclusive nationalism have also to pay obeisance to him at home as well as abroad. To circumvent this problem while the core essence of Gandhi's struggle for Hindu Muslim unity is sidelined, the teachings of the Mahatma for National Integration are give a go bye and he is projected for only for swachhta abhiyan (cleanliness drive).

 

Currently major concerted efforts are being made to highlight Ambedkar. There are statements that Ambedkar and Hedgewars' (The founder and first supreme leader of RSS) values were similar, both were against untouchability for example. RSS mouthpiece Organiser (English) and Panchjanya (Hindi) have come out with the special supplements on the life of Ambedkar, presenting his teachings in a distorted manner to create the illusion that there was similarity between the teachings of RSS ideology of HIndutva and Ambedkars values. Ambedkar had contributed in various ways for social justice and democratic values and struggle for annihilation of caste was the foremost amongst the movements launched by him.  Incidentally one need to recall that in contrast to Ambedkars Annihilation of caste, RSS has floated and organization called 'Samajik Samrasta Manch' (Social Harmony Forum) which works for bringing harmony between castes without challenging the very existence of caste, which was the prime motive of Ambedkar.

One can see two trends in the exercise being done by the RSS combine. On one hand since RSS never participated in the freedom struggle as an organization, it has no icon to present as a freedom fighter. This is why they have to stretch their myth making to project Savarkar as being a freedom fighter. The case of Savarkar is peculiar. He was initially working against the British rule but after he was jailed in Andaman's, he buckled under pressure and turned from anti British revolutionary to the one who apologized to British and later never participated in any anti British agitation. That's all RSS combine has to show for their participation in freedom struggle. Even Savarkar was not the part of RSS, but ideologically Savarkar and RSS both held Hindutva, Hindu nation as their goals.

As many in the RSS combine revere Godse, he always slips in as the major icon for them. Godse was initially trained in RSS Shakhas and later he went onto become the Secretary of Pune Branch of Hindu Mahasabha. Since many BJP leaders have background in RSS shakhas, and are on same page as Godse as far as Hindu Nationalism is concerned, they do come out to praise Godse. These two, Savarkar and Godse are projected to show their allegiance to the ideology of Hindu nationalism in contrast to Indian nationalism, which is the core part of Indian Constitution. This is necessary for them as they are projecting themselves as biggest nationalists unmindful of the fact that their nationalism is Hindu Nationalism and not Indian Nationalism. They want to derive legitimacy from Savarkars' initial anti British role. The later part of Savarkar where he kept aloof from freedom movements is the exact way in which RSS also kept aloof from freedom movement.

At another level they want to contrast Patel with Nehru. It is meant to undermine Nehru. Patel and Nehru, both were close allies on most of the issues related to freedom movement, both were the major followers of Gandhi, who was their mentor and they were collaborating with each other in the national movement and later as part of the first Cabinet of Independent India. RSS combine cannot swallow the uncompromising stand taken by Nehru during his long years of Prime Minister-ship on the issues of secularism and his long association with these principles in a forthright way so they want to contrast him with Patel, who was also a deeply secular person.

At another level there are some in-house icons which are propped up or are undermined. RSS second Sarsanghchalak Golwalkar has been a great influence on generations of RSS workers. His book, 'We or Nationhood defined', shaped the thought process of many of them. He went to the extent of upholding Hitler's method and type of nationalism expounded by him. His book used to be available in RSS shops for long time. One of his quotes sums up the RSS ideology very well, writes Golwalkar "German national pride has now become the topic of the day. To keep up the purity of nation and its culture, Germany shocked the world by her purging the country of semitic races-The Jews. National pride at its highest has been manifested here. Germany has also shown how neigh impossible it is for races and cultures, having differences going to the root, to be assimilated into one united whole, a good lesson for us in Hindustan to learn and profit by. (We or Our nationhood Defined P. 27, Nagpur 1938). From more than a decade ago RSS started feeling embarrassed about this due to electoral-political compulsions and started making arguments that this book was not written by Golwalkar. It was withdrawn from market. Here electoral expediency shaped their decision.

 

At another level they have been projecting Deendayal Upadhayay as the major figure. Deendayal Upadhdyay is the ideologue who had coined "integral humanism' as the concept, this essentially talks about upholding status quo of social relations of caste in particular. This is done to give a subtle message of deeper agenda of the RSS politics. The play with the icons goes with the long term program of the cultural and social manipulation for building a society with the hegemony of Hindutva politics, a politics which derives its name from a religion but at core is the political agenda of elite of the Hindu society, irrespective of the fact that some from the lower strata of society are also co-opted for this political agenda. It's due to this that RSS focuses a lot on propagating the culture of a variety which is sectarian and backward looking, the agenda of Hindu Nationalism.

 

 

 



__._,_.___

Posted by: ram puniyani <ram.puniyani@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] For publication



The truth is – the so called religion has been directing people into wrong path, and instructing people to do wrong things in the name of religion. The heart of a religious people is filled with hatred for others who are not of his/her own kind. These people read mostly the so called religious texts, and spend most of their time thinking about some imaginary world. As a result, they remain mostly ignorant. They invest most of this life just preparing for the imaginary world of afterlife. In that process, they waste this life, accomplishing nothing. So, these are the most unaccomplished people, and they are the greatest losers of this world.
But, those who are irreligious, they try to do the right things. They lead a life, filled with enjoyment, joy, love and compassion for all creations, and do necessary things to accomplish something in this world.

We all have special traits that no one else has, and no one should waste it; every life on this earth has a purpose, and no one has the right to waste it, as religious people always do, which is a cardinal sin, I believe.
It reminds me a story, I heard, during the hurricane Katrina (2005) in Louisiana. While most of New Orleans was being submerged under water during that storm, rescuers were going door to door to pick people up to bring them to the shelters. A church was going under water; water was rising in the church, and the Priest was deeply engaged in prayer to God.
Rescuers knocked at the Church door, but the priest did not come to the door; he believed God will save him somehow. After all, he has invested his whole life in God's works, so, God must save his life to continue His works.
Rescuers came back twice again, and knocked on the door repeatedly just to make sure no one is inside the church. The whole church slowly went under water.
When the priest finally met the God in the afterlife, he inquired about why God did not come forward to save his life. God said – "I sent rescuers 3 times to the church to pick you up, but you did not want to be rescued."
I think - religious people will get the same answer from the God for wasting this God-given life.

On the contrary, irreligious people will get something unexpected, since they have done everything right in their life, except praying 4-5 times per day. Tell me why God should punish them.

Jiten Roy
  
 

From: "Saikot Hossain saikotbd@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Cc: mukto-mona-owner@yahoogroups.com
Sent: Wednesday, June 3, 2015 12:27 AM
Subject: [mukto-mona] For publication

 
Does hell exits?????
Many times when I discuss religion with the religious, some form of Pascal's Wager tends to come up. Frequently, the religious person will ask me where I think I will end up after I die. The implication of the question is typically that I will go to Hell to be tortured for all eternity. The religious person will then inform me that if I accept Jesus Christ as my Lord and savior, I will not be tortured for all eternity. To me, this sounds like a terroristic threat.
When I call attention to the threatening nature of the religious person's insinuation that I will be tortured for all eternity (which is a surprisingly long time) if I don't worship their deity, the believer backs off a little bit by shifting the blame on to their deity. They often insist that they aren't threatening me, God is. They are just passively informing me about an eminent threat. But it really isn't that simple. They aren't just passively informing me about a necessary consequence to my action or in this case inaction, they are making a value judgment about that consequence.
The believer isn't just warning me about Hell, they are making a claim that I deserve to be tortured for all eternity in Hell if I don't worship their deity. It is this value judgment that I find so disturbing. To the believer, God can do no wrong and as a result the nature of the system which believers refer to as "God's Justice" is not just some random cause and effect scenario, but rather they see it as the best and most perfect system. You would be hard pressed to find a Christian who is willing to stand up to their deity and denounce God's divine justice as barbaric and immoral.
By contrast, any warning I give about the consequence of an on coming storm would be devoid of value judgments. If I were to warn someone about in imminent storm, it would be immoral to root for the storm and yet this is precisely what believers do when it comes to the eternal torture of Hell.
A closter analogy would be a bank robber who puts a gun to the head of the teller while his accomplice "warns" that if the teller refuses to hand over all the money the teller would get shot in the face. The accomplice insists that it isn't a threat; it is just a natural consequence of the bank teller's inaction. While this analogy is extremely violent, it isn't nearly as violent as the religious assertion that non-believers will be and ought to be tortured for all eternity in Hell.
Fortunately, Hell is imaginary!

Regards,
Md. Hossain




__._,_.___

Posted by: Jiten Roy <jnrsr53@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] ইতিহাস-বিকৃৃতিরোধে আইন করার এখনই সময়



ডা. নুজহাত চৌধুরী

ইতিহাস-বিকৃৃতিরোধে আইন করার এখনই সময়

জুন ৩, ২০১৫

Nuzhat Chowdhuryঅনেক দিন ধরেই বলছি, কেউ যেন একাত্তরের মহান স্বাধীনতার যুদ্ধের ইতিহাস বিকৃত করতে না পারে অথবা সর্বজনস্বীকৃত ইতিহাস যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য জার্মানির 'হলোকস্ট ডিনায়াল' আইনের আদলে মুক্তিযুদ্ধের ইতিহাস-বিকৃতির বিরুদ্ধে একটি আইন আমাদেরও প্রয়োজন। দেয়ালে পিঠ ঠেকে না গেলে যেন আমাদের বোধোদয় হয় না। জাতির সবচেয়ে মূল্যবান রক্তে লেখা যে গর্বিত ইতিহাস তা হারিয়ে যাক, তা ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হোক– আমাদের পরাজিত শক্তি এর চেয়ে বেশি আর কী চাইতে পারে!

প্রশ্ন হল, আমরা কেন সেটা হতে দিচ্ছি? দিচ্ছি বলেই কি আজ ঘৃণ্য যুদ্ধাপরাধী গোলাম আযমের ছেলের স্পর্ধা হয় ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার।

পঁচাত্তরের পর থেকেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জয় বাংলা, চার মূল নীতি, সব মুছে দেবার চেষ্টা হয়েছে। শহীদ ও বীরাঙ্গনাদের সংখ্যা নিয়ে বার বার বিভ্রান্তি তৈরির চেষ্টা দেখছি আমরা। নিজামী, মুজাহিদ শহীদের রক্তে রাঙানো লালসবুজ পতাকা গাড়িতে লাগিয়ে দম্ভভরে বলেছে, 'কীসের গণহত্যা!' তারা বলার সাহস করেছে যে, একাত্তরে নাকি কোনো গণহত্যাই হয়নি। পাকিস্তানিরা যেমন বলে, তেমনি তাদের দালালের দল রাজাকাররা এমন পর্যন্ত বলতে সাহস করেছে যে, একাত্তরে এদেশে কোনো ধর্ষণ হয়নি। অথচ আজও এদেশে বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধা, শহীদজায়ারা বেঁচে আছেন। তাঁরা সাক্ষ্য দিচ্ছেন আদালতে। তার ভিত্তিতে শাস্তি পাচ্ছে যুদ্ধাপরাধীরা। কী বিচিত্র এই দেশ!

আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দিতে না চাইলে 'হলোকস্ট ডিনায়াল আইন'এর আদলে আমাদের দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস-বিকৃতি রোধে আইন করা জরুরি। চার মুলনীতি, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্ব, জয় বাংলা শ্লোগান, শহীদের পরিসংখ্যান, বীরাঙ্গনাদের আত্মত্যাগ, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা– এ সব বিষয় শ্রদ্ধার সঙ্গে সবাইকে মেনে নিতে হবে। যে স্বীকার করবে না, এই দেশে তার রাজনীতি করা তো দূরে থাক, তার এ দেশের নাগরিকত্ব থাকাও উচিত নয়। আমার দেশের মুক্তিযোদ্ধার রক্তে রাঙানো মাটিতে এদেশের জন্মের ইতিহাস স্বীকার করতে হবে। তা না হলে জেলে যাওয়া অনিবার্য, এমন আইন করতে হবে।

অনেকের কাছেই আমাদের এই দাবিটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে না বা তারা গ্রাহ্য করছেন না। ফলে গোলাম আযমের মতো যুদ্ধাপরাধীর ছেলে সেনাবাহিনীর উচ্চপদের চাকরি হারানোর পর এখন মিডিয়ায় ও ফেসবুকে দেশবিরোধী কথা বলছে, মুক্তিযোদ্ধার ছেলেকে দালাল বলার ধৃষ্টতা দেখাচ্ছে। সেনাবাহিনীতে থেকে দেশবিরোধী কার্যক্রম সে চালিয়েছিল কিনা সে প্রশ্নও থেকে যায়। শুনতে পাই আরেক যুদ্ধাপরাধী মুজাহিদের ছেলে গ্রামীণ ফোনে উচ্চ পদে চাকরি করে। যেখানে দেশের তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি রয়েছে বলে অনেকেই মনে করছেন। আমরা দেখেছি কীভাবে যুদ্ধাপরাধী কামারজ্জামানের ছেলে মুক্তিযুদ্ধ ও আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অবমাননাকর কথা বলেছে। কীভাবে গোলাম আযমের নাতি জনতার হাতে ধোলাই খেয়েছে মুক্তিযুদ্ধ, ট্রাইব্যুনাল ইত্যাদি নিয়ে মিথ্যাচার করতে গিয়ে।

শুধু এটাই নয়, সম্প্রতি দেখেছি সিলেটের এক এমপি শহীদ সন্তান মোহাম্মদ জাফর ইকবালকে চাবুক মারার কথা বলার ধৃষ্টতা দেখাচ্ছেন। যে মানুষটির মেধা, মনন ও যোগ্যতার ক্ষুদ্র অংশও সে এমপি নিজে অর্জন করতে পারেননি। শুধু শ্লোগান দিলেই মুক্তিযুদ্ধের পক্ষের লোক হওয়া যায় কি? জাফর ইকবাল তাঁর লেখনীর মাধ্যমে কত কিশোরের বুকে মুক্তিযুদ্ধের প্রতি আবেগের জন্ম দিয়েছেন, শহীদদের জন্য চোখে পানি এনে দিয়েছেন। ওই এমপির বাবাও রাজাকার ছিল বলে শুনেছি। মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল করলেই যে রাজাকারের ছেলের ভিতরের রূপটা বদলে যায় না তার প্রমাণও এই এমপি।

এরা যে যে দলই করুক, যে পদেই চাকরি করুক, এরা বাংলাদেশবিরোধী কাজই করবে। উইপোকার মতো আমাদের অজান্তেই আমাদের এত কষ্টে অর্জিত দেশের ভিত কুরে কুরে খেয়ে নষ্ট করে দিচ্ছে এ রকম কিছু মানুষ। বড় বড় অনেক পদে এরা বসে আছে। আমাদের আশেপাশে আমরা সবাই নিজ নিজ পেশায় এমন রাজাকার পুত্রকন্যাদের অবস্থান জানি। অস্বীকার করার জো নেই।

সমস্যা হল, এসব কথা বললে অনেক 'নিরপেক্ষ' সুশীল আছেন যারা বলেন, বাবার কর্মদোষে ছেলে কেন ভুক্তভোগী হবে? তর্কের খাতিরে ধরে নিলাম যে এটা ঠিক, কিন্তু স্বাধীনতাবিরোধীরা যখন দেশের ক্ষমতায় ছিল, তখন মুক্তিযোদ্ধা পিতার কারণে কত কত পরিবার ধ্বংস করে ফেলা হয়েছে। তখন কিন্তু এই 'সুশীলদের' কেউ এটা বলতে আসেননি যে, এসব অন্যায়। সুশীলদের নিরপেক্ষতা কীভাবে কীভাবে যেন কেবল স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিরুদ্ধে। এটাই যেন বাকস্বাধীনতা, গণতন্ত্র, নিরপেক্ষতার প্রতীক।

আমরা এটাও বলতে চাচ্ছি না যে, একজন অন্য কারো দোষের জন্য দায় বহন করবে। কিন্তু যখন যুদ্ধাপরাধীর সন্তানরা তাদের কথা ও কাজের মধ্য দিয়ে প্রমাণ করে দেয় যে, তারা তাদের ঘৃণিত পূর্বপুরুষদেরর অপরাজনীতিরই ধারক ও বাহক, তখন কি কিছু করা বাঞ্ছনীয় নয়? লক্ষণীয় যে, এদের কেউ কিন্তু তাদের পূর্বপুরুষদের দোষ স্বীকার করেনি বা তাদের অনুসৃত রাজনীতির পথ পরিহার করেনি, বরং একই বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে প্রজন্মান্তরে। তাই এরাও আমাদের ক্ষমাসুলভ দৃষ্টি পাবার অযোগ্য।

গণতন্ত্র আর বাকস্বাধীনতার ছুতোয় এবং তথাকথিত নিরপেক্ষতার ধোঁয়া তুলে আমাদের ভিতরের কিছু মানুষও এসবের প্রচারে ও প্রকাশে সাহায্য করছেন। তথাকথিত কিছু সুশীল, মানবাধিকারকর্মী, সাংবাদিক, মিডিয়া, রাজনীতিবিদ– অনেকেই অজান্তে এমন কিছু লিখছেন বা করছেন যা প্রকারান্তরে দেশবিরোধীদের উদ্দেশ্য সিদ্ধ করতে পারে।

তাদের অনুরোধ জানাই, নিজেদের কাজের ফল একবার ঠাণ্ডা মাথায় বিবেচনা করে দেখুন। অন্যায়ের ব্যাপারে নিরপেক্ষতা বলে কিছু কি থাকা সম্ভব? হয় আপনি ন্যায়ের পক্ষে না হয় বিপক্ষে। আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে না পারলে বিপক্ষের লোক বলে বিবেচিত হবেন। যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে অথবা বিপক্ষে, এটাই সরল হিসাব। এসব ক্ষেত্রে 'কিন্তু', 'তবে' ইত্যাদির কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে, অন্যায়ের ক্ষেত্রে আপনি যখন নিরপেক্ষ থাকবেন তখন প্রকারান্তরে আপনি কিন্তু অন্যায় সমর্থন করছেন।

জার্মানিসহ ১৬ট দেশে 'হলোকস্ট ডিনায়াল ল' আছে। এই আইন প্রয়োগের ব্যাপারে তারা খুব তৎপর। শুধুমাত্র জোক হিসেবে নাৎসিদের ভঙ্গিতে হাত তুলে দাঁড়িয়ে ছবি তোলার জন্য শাস্তি হয়েছে একজন পর্যটকের। গ্যাস চেম্বার অস্বীকার করায় প্রখ্যাত লেখকের সাজা হয়েছে সেখানে। আর আমাদের এখানে স্বাধীনতার ঘোষণার ইতিহাসের মিথ্যা ব্যাখ্যা দিয়ে একটি বৃহৎ দল তাদের পুরো রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছে। কী আশ্চর্য!

যারা এই ঘটনাগুলোর নায়ক তারা এখনও অনেকেই বেঁচে আছেন, বই লিখেছেন, বার বার সঠিক ইতিহাস বলছেন– তাও কাজ হচ্ছে না। মিথ্যাচার চলছেই। জীবন্ত সাক্ষীরা যেদিন থাকবেন না তখন মুক্তিযুদ্ধের ইতিহাস এই মিথ্যাবাদীদের হাত থেকে কে রক্ষা করবেন? কীভাবে? এসব ভেবে ভয় ধরে যায়। সে জন্যই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস-বিকৃতির বিরুদ্ধে একটি আইন করে তা সুরক্ষিত করে যাওয়া খুব জরুরি।

মোদ্দা কথা হল, রাজাকারের সন্তান হোক, নব্য রাজাকার হোক বা তাদের সহযোগী– মিডিয়াই হোক বা 'অতিনিরপেক্ষ' সুশীল– কাউকেই বাংলাদেশের স্বাধীনতাবিরোধী কোনো কথা বলতে বা কাজ করতে দেওয়া যাবে না, রাজনীতি করতে দেওয়ার তো প্রশ্নই আসে না। স্বাধীনতার ঘোষণা নিয়ে যে কনফিউশন বিএনপি তৈরি করেছে এবং তাকে পুঁজি করে রাজনীতি করছে, তার থেকে পরিত্রাণ পাবার উপায়ও হতে পারে স্বাধীনতাযুদ্ধের ইতিহাস-বিকৃতির বিরুদ্ধে আইন। মুক্তিযুদ্ধের চেতনা সকল বিভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করে এ আদর্শ টিকিয়ে রাখার বড় উপায় এ আইন।

আজ এ আইন করতে আমরা ব্যর্থ হলে সব গর্বিত অর্জনের ইতিহাস হারিয়ে যাবে। মুছে যাবে আমাদের জাতিপরিচয়, জাতিসত্তা। এখনই এ আইন প্রণয়নের পদক্ষেপ নেওয়া তাই খুব জরুরি। মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের বয়স বেড়ে যাচ্ছে। তাঁরা আর কত দিন আছেন আমাদের মাঝে কে জানে। ভয় হয়, শম্বুক গতিতে চলতে চলতে এই সময়টা না আবার হাতছাড়া হয়ে যায়। সময় কিন্তু কারও জন্য বসে থাকে না।

ডা. নুজহাত চৌধুরী: সহযোগী অধ্যাপক (চক্ষু), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

http://opinion.bdnews24.com/bangla/archives/28077

৬ প্রতিক্রিয়া - " ইতিহাস-বিকৃৃতিরোধে আইন করার এখনই সময় "

  1. মোহাম্মদ মোক্তার হোসেন on জুন ৩, ২০১৫ at ৭:০৫ অপরাহ্ণ

    অবশ্যেই আমাদের মুক্তিযুদ্দ্বের ইতিহাস কে,যাতে বিকৃত না করতেপারে,সেজন্য সরকার কে এখন আইন তৈয়ার করতে হবে। এখনি উপযুক্ত সময় বলে আমি মনেকরি। বর্তমানে মুক্তিযুদ্দ্বও স্বাধীন্তার পক্ষের শক্তিক্ষমতায়, এখন নাহলে সামনে কোন দিন সরকার পরিবর্তন হলে,আর সুযোগ পাওয়া যাবেনা। ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্দে কঠিন আইন তৈয়ারী করতে,কমপক্ষে যাবতজীবনকারাদণ্ডের বিধান রাখতে হবে।মুক্তিযুদ্দের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তারা ইতিহাস বিকৃত,করার সাহস কিক্রে পাই। তা ভাবনার বিষয়,১৯৭১সালের স্বাধীন্তার মুক্তির সংগ্রামে,৩০লাখ,বাংগালী জীবন দিয়েছে,দুইলাখ,মা,বোন ইজ্জত এর বিনিময়ে,এই দেশ স্বাধীন হয়েছে, আর আজ স্বাধীন্তার ৪৩বছর যুদ্দাপরাধীদের ছেলেও ভাই বাদারদের কাছ থেকে আমাদের নতুন করে ইহাস শিখতে ববে। আজ থেকে আমাদের শপথ নিতে হবে,মুক্তিযুদ্দের পক্ষের লোক দের,শহিদপরিবারের সন্তান,মুক্তিযোদ্বাজীবিত যারা আছেন ,মুক্তযুদ্দার সন্তান্ রা বর্তমান প্রযন্মের ছেলে,মেয়েরা, কবি,লেখক,সাংবাদিক,সাহিত্যক,কলামিস্ট,সবাইকে,এক কাতারে এসে, এই ইতিহাস বিকৃতকারীদের প্রতিরোধ করতে হবে। এবং বিকৃতকারীদের বিরুদ্দে যাতে সরকার কঠোর আইন করে,সেজন্য সরকার কে চাপ দিতে হবে।

  2. R. Masud on জুন ৩, ২০১৫ at ১:৩২ অপরাহ্ণ

    মনের কথাটা বলেছ দিদি।
    তোমার সাথে একমত, স্বাধীনতার মূলমন্ত্র ডিনায়াল আইন করার পক্ষ্‌ আর তা অতি শীগ্রই–
    তবে তার জন্য স্বাধীনতার পক্ষের লেবাস পরা কৃত্রিম উপাদান গুলোকে (যেমন সিলেটের তথাকথিত এমপি টি) বেছে বের করা জরুরি।
    তানা হলে শিগ্রই তো দূরে থাক আদতেই হবেনা।

  3. arif on জুন ৩, ২০১৫ at ১:২৫ অপরাহ্ণ

    Law can be passed to protect history.but " razakarer chele" can not be an identity of a perso. Using such a term to one is against humanity.if u are against humanity; then how can u make proper judgement for humanity.inorder to purify your country and history;at first u judgement;sentence should be pure.otherwise you are also against humanity like a "razakar".

    • yhoque on জুন ৩, ২০১৫ at ৬:৩৩ অপরাহ্ণ

      Ahhare, your heart bleeds that the son of a rajakar, is being called as such. I wonder where your humanity was when this rajakar er baccha's father was endorsing the killing of millions during 1971. It is for people like you that such a law is required to preserve history from.

    • ইকবাল on জুন ৩, ২০১৫ at ৬:৫১ অপরাহ্ণ

      সমস্ত হিউমিনিটি রাজাকারদের (দুঃখিত) বেলায়, অত্যাচারীর বেলায়। তাদেরকে শাস্তি দিলেই মানবতার কথা আসে, কিন্তু তারা যখন অপকর্ম করেন তখন কোথায় থাকে মানবতাবাদ। দেশবিরোধীদের বেলায় মানবতা, নিরপেক্ষতা শব্দ ব্যবহার না করাই শ্রেয়। আর একজন অপরাধীর সন্তান কিংবা পরিবার যদি সেই অপরাধকে সমর্থন করেন তবে তাদেরও শাস্তি হওয়া উচিত। আর সকল যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্ত করা জরুরী। আর যারা এদেশের স্বাধীনতাকে অস্বীকার করে তাদের এদেশে থাকার কোনো অধিকারই নেই।

    • R. Masud on জুন ৩, ২০১৫ at ৭:০০ অপরাহ্ণ

      To Mr. Arif
      When son/daughter of Rajakar talks like a Rajakar he or she deserved to call that way.
      Ms. Nujhat also mentioned the same; you better re-read her article one more time or more and try to understood the core concept of this article.






__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {PFC-Friends} Re: [notun_bangladesh] Re: {NA Bangladeshi Community} বাংলাদেশের ‍মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর অবদানের কথা স্মরণ করে মনুমেন্ট তৈরী করা জরুরী, তবে .........................



মোদির সাক্ষাত পাচ্ছেন না খালেদা

তারিখ: ০৪/০৬/২০১৫

স্টাফ রিপোর্টার ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ইতোমধ্যেই ভারতীয় বিভিন্ন সূত্র বিএনপিকে এ বিষয়টি জানিয়ে দিয়েছে। তবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিভিন্ন মাধ্যমে এখনও মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন যাতে কয়েক মিনিটের জন্য হলেও তিনি বাংলাদেশ সফরে আসা মোদির সঙ্গে সাক্ষাত করতে পারেন। 
জানা যায়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এখন সরকার বা জাতীয় সংসদে বিরোধী দলের নেতা না থাকায় মোদির সঙ্গে সাক্ষাতের কোন সুযোগ নেই। তারপরও আগে থেকেই খালেদা জিয়ার পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে লবিং করা হয় যাতে তিনি সাক্ষাতের সুযোগ পান। এ জন্য ভারত সরকারের কাছে খালেদা জিয়া একটি আবেদনও করেছিলেন। এমনকি ভারতের সাউথ ব্লকের সঙ্গেও বিএনপির পক্ষ থেকে দেনদরবার করা হয়। কিন্তু তাতে কোন কাজ হয়নি। ভারত সরকার খালেদা জিয়ার আবেদন বিবেচনায় নেয়নি।
অভিজ্ঞ মহলের মতে, মোদির সঙ্গে খালেদা জিয়া সাক্ষাত না পাওয়ার পেছনে কাজ করছে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ঢাকা সফরের সময় বিএনপি চেয়ারপার্সনের সাক্ষাত না করার ঘটনাটি। এ ছাড়া টানা অবরোধ কর্মসূচী চলাকালে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ খালেদা জিয়াকে ফোন করেছেন বলে তার গুলশান কার্যালয় থেকে যে মিথ্যা প্রচার চালানো হয় তাকেও ভারত সরকার ভালভাবে নেয়নি। আর এরই খেসারত দিতে হচ্ছে খালেদা জিয়াকে।
৬ জুন ঢাকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরটি দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ সফরেই দুই দেশের মধ্যে বিরাজমান বেশ কয়েকটি সমস্যার সমাধানের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে। তাই নরেন্দ্র মোদির এ সফর নিয়ে সরকার ও আওয়ামী লীগ রাজনৈতিকভাবে লাভবান হবেÑ এমনটিই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এ কারণেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও মোদির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে কিছুটা সুবিধাজনক অবস্থানে যেতে চেয়েছিলেন। কিন্তু তার সে আশায় গুড়েবালি পড়েছে। 
প্রসঙ্গত, প্রণব মুখার্জীর সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সাক্ষাত করতে না যাওয়ার বিষয়টিকে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলসহ সে দেশের মানুষ ভালভাবে নেননি। তবে খালেদা জিয়া মনে করেছিলেন যেহেতু কংগ্রেস সরকারের সময় এ ঘটনাটি ঘটেছিল তাই বিজেপি সরকার হয়ত এ ঘটনাকে খুব বেশি মনে রাখবে না। কিন্তু নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্য চেষ্টা করতে গিয়ে বিএনপি নেতারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সে সময় খালেদা জিয়া কী ভুল করেছিলেন। আর এ ভুলের মাসুল আরও অনেক দিন বিএনপিকে গুনতে হবে। 
২০১৩ সালের ৪ মার্চ বাংলাদেশ সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সোনারগাঁও হোটেলে গিয়ে সাক্ষাত করার কথা ছিল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। সেদিন ছিল ২০ দলীয় জোট বিএনপির শরিক দল জামায়াতের ডাকা হরতাল কর্মসূচী। হরতালের মধ্যে গাড়িবহর নিয়ে গুলশানের বাসা থেকে সোনারগাঁও হোটেলে গেলে হরতাল ভঙ্গ করা হবে এবং এ জন্য দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াত নাখোশ হবে বলে সেদিন খালেদা জিয়া প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাত করতে না গিয়ে শিষ্টাচারবহির্ভূত কাজ করেন। তবে খালেদা জিয়ার এ অবস্থানে খোদ বিএনপির একাংশের নেতাকর্মীরা নাখোশ হলেও জামায়াতের নেতাকর্মীরা বেজায় খুশি হন। প্রণব মুখার্জীর সঙ্গে পূর্বনির্ধারিত সাক্ষাত অনুষ্ঠানে না গিয়ে খালেদা জিয়া যে অসৌজন্যতা দেখিয়েছেন, সে সময় তা নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়। 
আরও একটি কারণে বিএনপি ও খালেদা জিয়ার প্রতি বিজেপি ক্ষুব্ধ। আর তা হচ্ছে বাসা ছেড়ে গুলশান কার্যালয়ে অবস্থানকালে ৭ জানুয়ারি রাত সাড়ে ১০টায় বিজেপি সভাপতি অমিত শাহ খালেদা জিয়াকে ফোন করেছেন বলে বিএনপির পক্ষ থেকে ফলাও করে প্রচার করা হয়। পরদিন দেশ-বিদেশের মিডিয়ায়ও এ খবর গুরুত্ব দিয়ে প্রচার করা হয়। কিন্তু পরবর্তীতে অমিত শাহর পক্ষ থেকে এ খবর ডাহা মিথ্যা বলে জানালে খালেদা জিয়া ও বিএনপি রাজনৈতিকভাবে চরম বেকায়দায় পড়ে। খালেদা জিয়া ও বিএনপির পক্ষ থেকে অমিত শাহকে নিয়ে এভাবে মিথ্যাচার করার বিষয়টিকে বিজেপি, নরেন্দ্র মোদির সরকার এবং ভারতবাসী ভালভাবে নেয়নি। তাই এবার নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে খালেদা জিয়া যখন তার সঙ্গে সাক্ষাত পাওয়ার চেষ্টা চালান তখনই পূর্বের বিষয়গুলো সামনে চলে আসে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, খালেদা জিয়া মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন কিনা এ বিষয়টি আমার জানা নেই। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সেলফোনে বার বার কল করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


১ জুন, ২০১৫ ৬:২০ pm এ তে, 'zainul abedin' via PFC-Friends <pfc-friends@googlegroups.com> লিখেছে:
Salam Manik sir,

You are a great good person to support Indian ploys. USA, the largest (neo) empire of the world, has bases in more countries (about 150 countries) than you mentioned. That does not mean that India as a neo-power needs to have some bases somewhere, as your proposition looks like.

Please disprove that India did not had have its own interest to support the freedom of Bangladesh and was not conspiring against Pakistan throughout its history. Please tell that how have they helped build war-damaged Bangladesh. Everybody knows that it was the Indian Army which had taken away every pieces they captured from the Pak Army. Since Major Jalil protested that looting by the Indian Army, he lost his job. Now, Bangladesh is a eco-political-cultural colony of India!

Thanks,

Zainul Abedin

India did not/does not need to have (armed forces)  bases in Bangladesh, because Indian agents (locally and globally) have been serving its interests.

--------------------------------------------
On Mon, 6/1/15, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:

 Subject: Re: [notun_bangladesh] Re: {NA Bangladeshi Community} বাংলাদেশের ‍মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর অবদানের কথা স্মরণ করে মনুমেন্ট তৈরী করা জরুরী, তবে .........................
 To: "notun_bangladesh@yahoogroups.com" <notun_bangladesh@yahoogroups.com>
 Cc: "nabdc group" <nabdc@googlegroups.com>, "farida" <farida_majid@hotmail.com>, "chottala yahoogroups" <chottala@yahoogroups.com>, "Mohammad Gani" <mgani69@gmail.com>, "bangladesh-progressives@googlegroups.com" <bangladesh-progressives@googlegroups.com>, "alochona" <alochona@yahoogroups.com>, "Zainul Abedin" <ZAINUL321@yahoo.com>, "pfc-friends@googlegroups.com" <pfc-friends@googlegroups.com>, "la-discussion@googlegroups.com" <la-discussion@googlegroups.com>, "ovimot yahoogroups" <Ovimot@yahoogroups.com>, "reform-bd@yahoogroups.com" <reform-bd@yahoogroups.com>, "BANGLADESH C.FORUM" <bdesh_cul.forum@yahoo.com>, "mukto-mona" <mukto-mona@yahoogroups.com>
 Date: Monday, June 1, 2015, 7:41 AM

 India is
 the only Country in the history that didn't stay with a
 base in a liberated country like others . Look at US , they
 still have their presence in Germany , Korea , Iraq ,
 Afghanistan , Thailand ,Phillipine . We should thank India
 to leave our land just after liberation . Also we are
 grateful to India for support to build the war damaged
 Bangladesh . 


      On Monday, June 1, 2015 3:26 AM, "Abid
 Bahar abid.bahar@gmail.com [notun_bangladesh]"
 <notun_bangladesh@yahoogroups.com> wrote:



  









        INDIAN LOOTING OF
 BANGLADESHI MOVABLE PROPERTIES IN 1971 AND THE SHATTERING OF
 THE MORAL HIGH GROUND Abid
 Bahar
 While Bangladeshis fought
 against Pakistan for independence, India helped the
 Bangladeshi freedom fighters for its own interest- to weaken
 the enemy Pakistan.  Additionally, there shouldn't be
 any honor or excuse for Indian looting of  Bangladeshi
 movable properties.
 Syeda
 Umm-e-Habiba says
 "The loot was partly
 planned and
 organized for the benefit of Indian industrialists who
 wanted to acquire jute
 machinery installed in East Pakistan since 1947" The Story
 of Pakistan, <http://www.storyofpakistan.com/profile.>
 Also see Dewan Azraf,
 "Smritir Aloke Mauana
 Bhasani", (Mawlana Bhasani in my memory) in
 Azad Sultan (ed.)
 Mawlana
 Bhasani Saranika 91,
 Santosh, Mawlana Bhasani Academy, 1991, p.17.
 The Indian army
 immediately after the independence of Bangladesh started
 plunder of much needed
 resources (industrial parts, vehicles, armours, gold etc.)
 from Bangladesh.
 This is a normal thing by any greedy army to loot movable
 properties of a country to take home after the end of a
 war. However, looting is not an acceptable norm
 in a civilized warfare, which actually shatters the moral
 high ground,
 It is reported that
 there were standoffs
 in the Western sector between Bengali freedom fighters with
 the Indian army. One significant one was with a Bengali
 freedom fighter popularly known as Major Jalil in the Josore
 front when he opposed the Indian army carry machinary
 parts over to
 India. However, it is not clear if this was an
 Indian government policy. For details see
 "Mujibur Rahman" in Mofizul Islam (ed.) Upmohadesher Rajniti O
 Baikthitto
 (Politics and Personalities
 of the Subcontinent),
 p.
 49.
 In December 1971, I
 personally witnessed empty farriers travelling from Demagri
 of Mizooram in India to Rangamati of Bangladesh, each time
 returning to Demagri loaded with army truck, jeep, cars and
 other movable properties. The commander of the ferry was an
 Indian Sikh officer. Surely, if Mujib didn't surrender,
 the war could have been fought with better show of respect
 by Indian soldiers to the integrity of Bangladesh. (Abid
 Bahar, Surrender at Midnight- The Dilemmas and the Death of
 Mujib, 2015).  (Dr. Abid Bahar is a
 playwright and public speaker now teaches in
 Canada)
 2015-06-01 0:06 GMT-04:00
 Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>:



 বাংলাদেশের
 ‍মুক্তিযুদ্ধে ভারতীয়
 বাহিনীর অবদানের কথা
 স্মরণ করে মনুমেন্ট
 তৈরী করা জরুরী, তবে
 .........................সম্প্রতি
 বাংলাদেশের টিভি
 উপস্থাপক অঞ্জন রায়
 মুক্তিযুদ্ধে ভারতীয়
 বাহিনীর অবদানের জন্য
 মনুমেন্ট নির্মাণের
 দাবি করেছে। তার মতে,
 বাংলাদেশের
 মুক্তিযুদ্ধে প্রায় ৪
 হাজার ভারতীয় সেনা নিহত
 এবং ১০ হাজার আহত
 হয়েছে।
 খুব ভালো
 কথা। আসুন এবার দেখি
 বাংলাদেশের
 মুক্তিযুদ্ধের সময়
 ভারতীয় সেনাবাহিনীর
 অবদান কোন অংশে ছিলো---না
 আমার মুখে নয়, ঐতিহাসিক
 ও মুক্তিযোদ্ধাদের
 মুখেই শুনি।১) সূত্র: বই:
 'বাংলাদেশ পাস্ট এন্ড
 প্রেজেন্ট', লেখক:
 সালাহউদ্দিন আহমদ----
 "যুদ্ধ শেষ হয়ে
 যাবার পর ভারতীয়
 সৈন্যরা পার্বত্য
 চট্টগ্রামে অধিক সময়
 অবস্থান করতে থাকায়
 ভারত সমালোচিত হতে
 থাকে। অভিযোগ উঠে যে,
 ভারতীয় সেনাবাহিনী
 ট্রাক বহরে করে
 বাংলাদেশ থেকে বিপুল
 পরিমাণ অস্ত্রশস্ত্র ও
 সাজসরঞ্জাম সরিয়ে নিয়ে
 যাচ্ছে। পরিণামে
 বাংলাদেশকে
 আত্মমর্যাদাশালী
 রাষ্ট্রের পরিবর্তে
 ভারত একটি তাঁবেদার
 রাষ্ট্রে পরিণত করতে
 চায় এমন একটি আশঙ্কা
 দেখা দেয়। তাতে ভারতীয়
 নীতির বিরুদ্ধে
 উত্তেজনা ও সংশয় সৃষ্টি
 হয়।" (বইটি কিনতে
 পারেন: http://goo.gl/koedZE)২) সূত্র: বই: 'র
 অ্যান্ড বাংলাদেশ',
 লেখক: মুক্তিযোদ্ধা
 জয়নাল আবেদীন-----
 "পাকিস্তানি
 সৈন্যদের
 আত্মসমর্পণের পর
 ভারতীয় সৈন্যদের
 ব্যাপক লুটতরাজ দেখতে
 পেয়ে ভারতের প্রকৃত
 চেহারা আমার কাছে
 স্পষ্টভাবে ফুটে উঠে।
 ভারতীয় সৈন্যরা যা কিছু
 দেখতে পেতো তার উপর
 হুমড়ি খেয়ে পড়তো এবং
 সেগুলো ভারতে বহন করে
 নিয়ে যেতো। লুটতরাজ
 সহজতর করার জন্য তারা
 আমাদের শহর, শিল্প
 স্থাপনা, বন্দর,
 সেনানিবাস, বাণিজ্যিক
 কেন্দ্র এমনকি আবাসিক
 এলাকায় কারফিউ জারি
 করে। তারা সিলিং ফ্যান
 থেকে শুরু করে সামরিক
 সাজসরঞ্জাম, তৈজষপত্র ও
 পানির ট্যাপ পর্যন্ত
 উঠিয়ে নিয়ে যায়।
 লুণ্ঠিত মালামাল ভারতে
 পরিবহনের জন্য হাজার
 হাজার সামরিক যান
 ব্যবহার করা হয়।" ('র
 অ্যান্ড বাংলাদেশ'
 বইটি ১৯৯৫ সালে মদীনা
 পাবলিশার থেকে বের
 হয়)৩) সূত্র বই: 'র
 অ্যান্ড বাংলাদেশ',
 লেখক: মুক্তিযোদ্ধা
 জয়নাল আবেদীন---
 "বাংলাদেশের
 মুক্তিযুদ্ধের মধ্য
 দিয়ে ভারত অর্থনৈতিক,
 সামরিক, কৌশলগত ও
 আন্তর্জাতিকভাবে
 ব্যাপক লাভবান হয়েছে। এ
 কারণে দেশটি তার নিজের
 স্বার্থে আমাদের
 মুক্তিযুদ্ধে
 সম্পৃক্ত হয়, আমাদের
 স্বার্থে নয়।"৪) সূত্র: আট
 নম্বর সেক্টরের
 সেকেন্ড লেফটেন্যান্ট
 হিসাবে অংশগ্রহণকারী
 মেজর জেনারেল খোন্দকার
 মুহম্মদ নূরন্নবী (অব.)
 এর লেখা 'ঢাকা
 স্টেডিয়াম থেকে সেক্টর
 আট' নামক বইয়ের ১৬৪/১৬৫
 পৃষ্ঠা, সাহাদত হোসেন
 খান লিখিত 'ভারতের
 রাজনৈতিক ও সামরিক
 হস্তক্ষেপ' বইয়ের
 পৃষ্ঠা: ৩০২-৩০৪--------------
 "সীমান্ত খোলা
 পেয়ে ভারতীয় মাড়োয়ারী
 ব্যবসায়ীরা বিভিন্ন
 এলাকায় ঢুকে পড়ে এবং
 স্থানীয় বাজার ও
 দোকানপাট থেকে সব
 বিদেশী মালামাল বিশেষ
 করে রেডিও, টেলিভিশন,
 খুচরা যন্ত্রাংশ,
 বিদেশী ওষুধপত্র
 অর্থাৎ যা কিছু বিদেশী
 সব কিনে নিচ্ছিল। এমনকি
 পাকিস্তানি
 ধাতবমুদ্রাও। এটা
 আমাদের জন্য একটা
 সমস্যা হয়ে দাঁড়ায়।
 এসময় সেক্টর কমান্ডার
 মেজর এমএ মঞ্জুর আমাদের
 এলাকায় এলেন। আমরা তাকে
 এ বিষয়ে অবহিত করলাম।
 তিনি জানালেন যশোরেও
 একই অবস্থা। সেক্টর
 কমান্ডার মেজর এমএ
 মঞ্জুর ভারতীয়
 মাড়োয়ারীদের এ ব্যবসার
 ব্যাপারে ভারতের
 চতুর্থ মাউন্টেন
 ডিভিশনের জিওসি মেজর
 জেনারেল ব্রারের
 দৃষ্টি আকর্ষণ করেন।
 ভারতীয় জেনারেল ব্রার
 সে সেক্টর কমান্ডার
 মেজর এমএ মঞ্জুরকে
 জানায় যে, এদের নিয়ে
 সবাই অতিষ্ঠ।"
 (বই দুটি রকমারি
 থেকে কিনতে পারবেন, http://www.rokomari.com/book/76916,http://www.rokomari.com/book/48389)------------------------------------------------------------------------------
 এটা সবাই জানে
 বাংলাদেশে ভারতীয়
 মিত্রবাহিনী প্রবেশ
 করেছিলো ৩রা ডিসেম্বর,
 অথচ তখন যুদ্ধ প্রায়
 সবটাই শেষ এবং অধিকাংশ
 এলাকা স্বাধীন হয়ে
 গেছে।
 এখন প্রশ্ন
 জাগে, ৩রা ডিসেম্বর
 ভারতীয় বাহিনী কি
 বাংলাদেশকে সহযোগীতা
 করতে ঢুকেছিলো, নাকি
 অরক্ষিত দেশে লুটপাট
 করতে ঢুকেছিলো ??অঞ্জন রায়
 দাবি করেছে, যুদ্ধে
 নাকি ১৪ হাজার ভারতীয়
 সেনা হতাহত হয়েছে (নিহত
 ৪ হাজার, আহত ১০ হাজার)।
 কিন্তু ইতিহাস তো বলে ঐ
 সময় যুদ্ধই নেই, তাহলে
 এত লোক হতাহত হলো
 কিভাবে ??অঞ্জন রায়ের
 কথা যদি সত্য হয়, তবে ১৪
 হাজার ভারতীয় বাহিনী
 পাকিস্তানী বাহিনীর
 সাথে যুদ্ধ করতে নয়, বরং
 বাংলাদেশে চুরি করতে
 গিয়ে পাবলিকের হাতে
 পিটুনি খেয়ে মারা
 পরেছিলো।তাই বলছিলুম
 কি, বাংলাদেশের
 মুক্তিযুদ্ধে ভারতীয়
 বাহিনীর অবদানের কথা
 স্মরণ করে একটা
 মনুমেন্ট তৈরী করা
 জরুরী, তবে সেটা
 যুদ্ধক্ষেত্রে
 অবদানের জন্য নয়, চুরির
 অবদানের জন্য......





 --

 You received this message because you had subscribed to the
 Google Groups "North America Bangladeshi Community
 forum". Any posting to this group is solely the opinion
 of the author of the messages to nabdc@googlegroups.com
 who is responsible for the accuracy of his/her information
 and the conformance of his/her material with applicable
 copyright and other laws where applicable. The act of
 posting to the group indicates the subscriber's
 agreement to accept the adjudications of the moderator(s).
 To post to this group, send email to nabdc@googlegroups.com.

 ---

 You received this message because you are subscribed to the
 Google Groups "North America Bangladeshi
 Community" group.

 To unsubscribe from this group and stop receiving emails
 from it, send an email to nabdc+unsubscribe@googlegroups.com.

 Visit this group at http://groups.google.com/group/nabdc.

 For more options, visit https://groups.google.com/d/optout.









     



 #yiv1501620123   --
   #yiv1501620123ygrp-mkp {
 border:1px solid #d8d8d8;font-family:Arial;margin:10px
 0;padding:0 10px;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-mkp hr {
 border:1px solid #d8d8d8;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-mkp #yiv1501620123hd {
 color:#628c2a;font-size:85%;font-weight:700;line-height:122%;margin:10px
 0;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-mkp #yiv1501620123ads {
 margin-bottom:10px;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-mkp .yiv1501620123ad {
 padding:0 0;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-mkp .yiv1501620123ad p {
 margin:0;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-mkp .yiv1501620123ad a {
 color:#0000ff;text-decoration:none;}
 #yiv1501620123  #yiv1501620123ygrp-sponsor
 #yiv1501620123ygrp-lc {
 font-family:Arial;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-sponsor
 #yiv1501620123ygrp-lc #yiv1501620123hd {
 margin:10px
 0px;font-weight:700;font-size:78%;line-height:122%;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-sponsor
 #yiv1501620123ygrp-lc .yiv1501620123ad {
 margin-bottom:10px;padding:0 0;}

 #yiv1501620123  #yiv1501620123actions {
 font-family:Verdana;font-size:11px;padding:10px 0;}

 #yiv1501620123  #yiv1501620123activity {
 background-color:#e0ecee;float:left;font-family:Verdana;font-size:10px;padding:10px;}

 #yiv1501620123  #yiv1501620123activity span {
 font-weight:700;}

 #yiv1501620123  #yiv1501620123activity span:first-child {
 text-transform:uppercase;}

 #yiv1501620123  #yiv1501620123activity span a {
 color:#5085b6;text-decoration:none;}

 #yiv1501620123  #yiv1501620123activity span span {
 color:#ff7900;}

 #yiv1501620123  #yiv1501620123activity span
 .yiv1501620123underline {
 text-decoration:underline;}

 #yiv1501620123  .yiv1501620123attach {
 clear:both;display:table;font-family:Arial;font-size:12px;padding:10px
 0;width:400px;}

 #yiv1501620123  .yiv1501620123attach div a {
 text-decoration:none;}

 #yiv1501620123  .yiv1501620123attach img {
 border:none;padding-right:5px;}

 #yiv1501620123  .yiv1501620123attach label {
 display:block;margin-bottom:5px;}

 #yiv1501620123  .yiv1501620123attach label a {
 text-decoration:none;}

 #yiv1501620123  blockquote {
 margin:0 0 0 4px;}

 #yiv1501620123  .yiv1501620123bold {
 font-family:Arial;font-size:13px;font-weight:700;}

 #yiv1501620123  .yiv1501620123bold a {
 text-decoration:none;}

 #yiv1501620123  dd.yiv1501620123last p a {
 font-family:Verdana;font-weight:700;}

 #yiv1501620123  dd.yiv1501620123last p span {
 margin-right:10px;font-family:Verdana;font-weight:700;}

 #yiv1501620123  dd.yiv1501620123last p
 span.yiv1501620123yshortcuts {
 margin-right:0;}

 #yiv1501620123  div.yiv1501620123attach-table div div a {
 text-decoration:none;}

 #yiv1501620123  div.yiv1501620123attach-table {
 width:400px;}

 #yiv1501620123  div.yiv1501620123file-title a,
 #yiv1501620123  div.yiv1501620123file-title a:active,
 #yiv1501620123  div.yiv1501620123file-title a:hover,
 #yiv1501620123  div.yiv1501620123file-title a:visited {
 text-decoration:none;}

 #yiv1501620123  div.yiv1501620123photo-title a,
 #yiv1501620123  div.yiv1501620123photo-title a:active,
 #yiv1501620123  div.yiv1501620123photo-title a:hover,
 #yiv1501620123  div.yiv1501620123photo-title a:visited {
 text-decoration:none;}

 #yiv1501620123  div#yiv1501620123ygrp-mlmsg
 #yiv1501620123ygrp-msg p a span.yiv1501620123yshortcuts {
 font-family:Verdana;font-size:10px;font-weight:normal;}

 #yiv1501620123  .yiv1501620123green {
 color:#628c2a;}

 #yiv1501620123  .yiv1501620123MsoNormal {
 margin:0 0 0 0;}

 #yiv1501620123  o {
 font-size:0;}

 #yiv1501620123  #yiv1501620123photos div {
 float:left;width:72px;}

 #yiv1501620123  #yiv1501620123photos div div {
 border:1px solid
 #666666;height:62px;overflow:hidden;width:62px;}

 #yiv1501620123  #yiv1501620123photos div label {
 color:#666666;font-size:10px;overflow:hidden;text-align:center;white-space:nowrap;width:64px;}

 #yiv1501620123  #yiv1501620123reco-category {
 font-size:77%;}

 #yiv1501620123  #yiv1501620123reco-desc {
 font-size:77%;}

 #yiv1501620123  .yiv1501620123replbq {
 margin:4px;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-actbar div a:first-child
 {
 margin-right:2px;padding-right:5px;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-mlmsg {
 font-size:13px;font-family:Arial, helvetica, clean,
 sans-serif;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-mlmsg table {
 font-size:inherit;font:100%;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-mlmsg select,
 #yiv1501620123  input, #yiv1501620123  textarea {
 font:99% Arial, Helvetica, clean, sans-serif;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-mlmsg pre, #yiv1501620123
  code {
 font:115% monospace;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-mlmsg * {
 line-height:1.22em;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-mlmsg #yiv1501620123logo
 {
 padding-bottom:10px;}


 #yiv1501620123  #yiv1501620123ygrp-msg p a {
 font-family:Verdana;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-msg
 p#yiv1501620123attach-count span {
 color:#1E66AE;font-weight:700;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-reco
 #yiv1501620123reco-head {
 color:#ff7900;font-weight:700;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-reco {
 margin-bottom:20px;padding:0px;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-sponsor #yiv1501620123ov
 li a {
 font-size:130%;text-decoration:none;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-sponsor #yiv1501620123ov
 li {
 font-size:77%;list-style-type:square;padding:6px 0;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-sponsor #yiv1501620123ov
 ul {
 margin:0;padding:0 0 0 8px;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-text {
 font-family:Georgia;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-text p {
 margin:0 0 1em 0;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-text tt {
 font-size:120%;}

 #yiv1501620123  #yiv1501620123ygrp-vital ul li:last-child {
 border-right:none !important;}
 #yiv1501620123




--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



__._,_.___

Posted by: Borakh Bash <borakhbash@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___