Banner Advertiser

Sunday, January 31, 2016

[mukto-mona] বিএনপির জন্ম যেভাবে সেনানিবাসে: ৩ : সেনাছাউনিতে বিএনপির জন্মকে ষড়যন্ত্রমূলক বলেন আইজেনব্রাউন



বিএনপির জন্ম যেভাবে সেনানিবাসে: ৩

সেনাছাউনিতে বিএনপির জন্মকে ষড়যন্ত্রমূলক বলেন আইজেনব্রাউন

মিজানুর রহমান খান | তারিখ: ২১-০৯-২০১০

স্টিফেন আইজেনব্রাউন জিয়াউর রহমানের নেতৃত্ব সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও সেনাছাউনিতে বিএনপির জন্মকে ষড়যন্ত্রমূলক বলেই মনে করেন। কারণ মওদুদ আহমদকে তিনি ষড়যন্ত্রকারীদের অন্যতম বলে উল্লেখ করেন।
আইজেনব্রাউন মার্কিন কথ্য ইতিহাসবিদ চার্লস স্টুয়ার্ট কেনেডিকে মশিউর রহমান যাদু মিয়ার সঙ্গে তাঁর বৈঠকের বিবরণ দেন এভাবে, 'সপ্তাহের পর সপ্তাহ কাটতে লাগল। আমাদের রাষ্ট্রদূত তত দিনে আরও কিছু তথ্য জোগাড় করলেন। এমনকি তৎকালীন মার্কিন পলিটিক্যাল কাউন্সেলর ক্রেইগ বেক্সটারের কানেও কিছু কথা ভেসে আসতে লাগল। কিন্তু আমি বিএনপির জন্ম-প্রক্রিয়া সম্পর্কে অব্যাহতভাবে তথ্য দিয়ে গেছি। কী পরিকল্পনা নেওয়া হবে, সে-সংক্রান্ত কোনো গুজবের ধার আমি ধারতাম না। গুজব সম্পর্কে দূতাবাসকে কোনো ধারণাই দিতাম না। সেই সময় ঢাকার অন্যতম বিশিষ্ট একজন তরুণ ব্যারিস্টার ছিলেন মওদুদ আহমদ। তিনি পরে বিভিন্ন সরকারের সময় প্রধানমন্ত্রী হয়েছিলেন। যা হোক, জেনারেল জিয়ার নতুন রাজনৈতিক দল গঠনে মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম ছিলেন মওদুদ। আমাকে বলা হয়েছিল, মওদুদ দলের গঠনতন্ত্র প্রণয়নের কাজে নেতৃত্ব দিয়েছিলেন।'
প্রশ্নের জবাবে মওদুদ আহমদ এই প্রতিবেদককে নিশ্চিত করেন, বিএনপি ও তার আগে গঠিত জাগদলের (জাতীয় গণতান্ত্রিক দল) গঠনতন্ত্রের রূপকার তিনিই।
জিয়া-যাদু চুক্তি: মওদুদ আহমদ নিশ্চিত করেন, সংবিধানে ক্ষমতার বণ্টন প্রশ্নে জিয়াউর রহমান ও যাদু মিয়ার মধ্যে একটা মতানৈক্য দেখা দেয়। মোখলেসুর রহমান সিধু মিয়াও বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, এ নিয়ে পরে জিয়া-যাদু লিখিত চুক্তি হয়েছিল। সিধু মিয়ার কথায়, 'আমি বলেছিলাম জিয়াকে এ রকমভাবে সমর্থন দেওয়ার আগে তাঁর সঙ্গে যাদু মিয়ার একটা চুক্তি হতে হবে এবং সেটা হতে হবে সংবিধানের ওপর ভিত্তি করে। সেই চুক্তিপত্রে যাদু মিয়া ও জিয়াউর রহমান দুজনেরই সই ছিল। চুক্তিপত্রটির দুটি কপি ছিল। একটা ছিল যাদু মিয়ার কাছে, আর একটা জিয়াউর রহমানের কাছে। তৃতীয় একটা কপিও থাকতে পারে। খুব সম্ভব সেটা ছিল মেজর জেনারেল নুরুল ইসলামের কাছে। আমি দেখেছি, সেই কপিটায় ১২-১৩টা প্রস্তাব লেখা ছিল। তাতে সংসদের এবং প্রেসিডেন্টের ক্ষমতা কতটুকু থাকবে, তার বিবরণ ছিল। মোটামুটি একটা গণতান্ত্রিক সংবিধানের রূপরেখাই তাতে তুলে ধরা হয়েছিল। তবে ওটার প্রথম খসড়াটা কার করা ছিল, সেটা আমি জানি না।' মওদুদ জানান, পঞ্চম সংশোধনীর খসড়া করেছিলেন আবদুল কুদ্দুস চৌধুরী। পরে তিনি বিচারপতি হন।
জিয়া-যাদু চুক্তির কপি কোথায় আছে, জানতে চাইলে যাদু মিয়ার ছেলে আনোয়ারুল গনি বলেন, 'এটা আমরাও অনেক খুঁজেছি, পাইনি। এটা ছিল ইংরেজিতে, এপিঠ-ওপিঠ হাতে লেখা। এক পৃষ্ঠা। এক বা দুটি বাক্য বাংলায় ছিল। চুক্তিতে জিয়া ও বাবার সই ছিল। এই চুক্তি আমি দেখেছি। আমার বোন রিতার কাছে একসময় ছিল।' এ বিষয়ে সিধু মিয়া '৮৫ সালে তাঁর সাক্ষাৎকারে বলেন, 'যাদুর মৃত্যুর পর আমি ওই চুক্তির কপি খোঁজ করেছি। যাদুর শোবার ঘরে আলমারির ওপর একটা স্যুটকেসের মধ্যে ওটা রাখা ছিল। কিন্তু এত খুঁজেও ওটা পাইনি।'
বাহাত্তরের সংবিধান নয়: সিধু মিয়ার কথায়, 'একদিন যাদু মিয়া আমার কাছে একটা জরুরি চিঠি পাঠায়। এতে বলা হয়, সংবিধান ও অন্যান্য ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। আমি তো একা সামাল দিতে পারছি না। আপনি তাড়াতাড়ি আসেন। আমি তাড়াতাড়িই গেলাম। অবশ্য আমি যাওয়ার আগেই জিয়াউর রহমান সাহেবের সঙ্গে যাদু মিয়ার নানা রকমের আলোচনা হয়ে গেছে। বাহাত্তরের সংবিধানে তিনি ফিরবেন না। তাঁর হাতে একচ্ছত্র ক্ষমতা চাই। জিয়ার প্রথম কথা, তাঁকে নির্বাচিত প্রেসিডেন্ট করা হোক। প্রেসিডেন্ট এবং সংসদের ক্ষমতা কেমন হবে, তা নিয়েও কথা হলো। ফরাসি, জার্মানি ও পাকিস্তানের সংবিধান ইত্যাদি নিয়েও আলাপ হয়।' মওদুদ আহমদও জানান, তখন এসব দেশের সংবিধান, বিশেষ করে ফরাসি ও তুরস্কের সংবিধানের মডেল নিয়ে আলোচনা হয়েছিল।
এ বিষয়ে মওদুদের সঙ্গে কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হলো।
প্রথম আলো: সংবিধান নিয়ে কী ঘটেছিল?
মওদুদ: আমি ও যাদু ভাই সংকল্পবদ্ধ ছিলাম, দেশকে তাড়াতাড়ি গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে যাব। সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করব। সুতরাং আমরা যখন প্রস্তাব দিলাম, দলের সব কমিটি চেয়ারম্যানই (জিয়া) ঠিক করবেন, তখন যাদু ভাই এটা পছন্দ করেননি। তাঁর অপছন্দ এতটাই ছিল যে এ জন্য তিনি মন্ত্রিসভার তিনটি বৈঠকে আসেননি।
প্রথম আলো: কোন বিষয়টি তিনি পছন্দ করেননি?
মওদুদ: পুরো নির্বাহী ক্ষমতা জিয়াকে দেওয়া। আমি জিয়ার হাতে সব ক্ষমতা দেওয়ার পক্ষে ছিলাম। কারণ জিয়াকে দিয়েই তো আমাদের গণতন্ত্রটা ফিরিয়ে আনতে হবে। সুতরাং তাঁর অবস্থানটি নিরাপদ রাখতে হবে। আমি তাঁকে প্রশ্ন করি, দলে গণতন্ত্র আগে, না দেশের গণতন্ত্র আগে? দেশে গণতন্ত্র আগে চাইলে জিয়াকে আত্মবিশ্বাস দিতে হবে। তিনি উর্দি ছাড়বেন। তাই তাঁর ভরসা চাই।
এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, রাষ্ট্রপতি ও সংসদের ক্ষমতার ভারসাম্য প্রশ্নে যাদু মিয়ার সঙ্গে যে সমঝোতা হয়েছিল, তা পরে রক্ষা করা হয়। যাদু মিয়ার পারিবারিক সূত্র বলেছে, সেটা করা হয়নি। স্থানীয় সরকার শক্তিশালী করার কথাও ছিল। এরশাদ পরে উপজেলা করেন। আর সেটা ওই চুক্তির আলোকেই। তবে '৯১ সালে সংসদীয় ব্যবস্থায় ফেরার সময় জিয়া-যাদু চুক্তির কথা উঠেছিল।
উল্লেখ্য, জিয়া পঞ্চম সংশোধনীর মাধ্যমে ৯২(ক) অনুচ্ছেদ যুক্ত করেন। এটা '৯১ সালে বিলোপ হয়। এই অনুচ্ছেদটি দিয়ে জিয়া সংসদকে পদানত রাখেন। বিচারপতি এ বি এম খায়রুল হকের রায় থেকে দেখা যায়, এতটা বেপরোয়া স্বৈরতান্ত্রিক ক্ষমতা ভোগের চিন্তা মধ্যযুগীয় ইংল্যান্ডের নিকৃষ্ট স্বৈরশাসকেরাও করেননি।
বিরোধী দল সৃষ্টি: সিধু মিয়ার দাবি, গণতন্ত্রে বিরোধী দল রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি পরামর্শ দেন। তাঁর বর্ণনায়, 'তারা আমার কথাটা খুব ভালোভাবে নিয়েছিল। কিছু কিছু লোক সংসদে এসেছিলেন নিজেদের জোরে। আর কিছু কিছু জায়গায় ব্যাপারটা একটু অন্যভাবে ঘটেছিল। যেমন, সবুর সাহেবের কথাই ধরুন। তিনি মুসলিম লিগার। তাঁর সঙ্গে এ রকমের চুক্তি হয়েছিল, তাঁকে তিন জায়গা থেকে পাস করিয়ে আনতে হবে। সেটা রক্ষা করা হয়েছিল। রংপুরে মুসলিম লীগের কাজী আবদুল কাদেরের কথাই ধরা যাক। সেখানে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন যিনি, তিনিই আমাকে বলেছিলেন, তাঁকে টাকা দেওয়া হয়নি। শুধু তা-ই নয়, তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তারা পর্যন্ত কাজ করেছেন। আওয়ামী লীগের কিছু লোক নিজেদের শক্তির বলেই এসেছেন। ফলে একটা উল্লেখযোগ্যসংখ্যক বিরোধীদলীয় সদস্য সংসদে আসার সুযোগ পেয়েছিলেন। তাঁদের সংখ্যা ছিল ৮০ জনের মতো।
সিনিয়র মিনিস্টার যেভাবে: যাদু মিয়াকে প্রধানমন্ত্রী না করা এবং তাঁর আকস্মিক মৃত্যুর যোগসূত্র সম্পর্কে ওই সময়ই রাজনীতিতে একটা গুঞ্জন তৈরি হয়। এমনকি যাদু মিয়ার চিকিৎসা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল। প্রথম আলোর অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই প্রশ্ন যাদু মিয়ার পরিবারের কাছে এখনো রয়েছে। অনেকে মনে করেন, জিয়ার কাছে ওই সময় কট্টর ইসলামপন্থীদের খুশি রাখার প্রশ্ন ছিল বড়। সে জন্য শাহ আজিজের গ্রহণযোগ্যতা ছিল বেশি। যাদু মিয়া ছিলেন ভাসানী অনুসারী পিকিংপন্থী। জানা যায়, আতাউর রহমান খানও যাদু মিয়ার সঙ্গে সেনানিবাসের বাড়িতে বৈঠক করেছেন। তবে তিনি দলে যোগ দেননি। আতাউর রহমান খান পরে লিখেছেন, 'জিয়া আমাকে দলে ভেড়াতে এক বছর চেষ্টা চালান। যাদু মিয়া আমাকে ফুসলিয়েছিলেন। সংসদীয় গণতন্ত্র সম্পর্কে খুবই শক্ত থাকতে বলেন। শক্ত ছিলাম। তারপর জিয়াকে বাগিয়ে তিনি মন্ত্রিত্বে ঢুকে পড়েন।'
যাদু মিয়াকে কেন প্রধানমন্ত্রী করা হলো না? জবাবে মওদুদ বলেন, তিনি জ্যেষ্ঠ মন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন। কথা ছিল '৭৯ সালের নির্বাচনের পর তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তিনি তা হতেনও, যদি তাঁর মৃত্যু না ঘটত। 
অন্য কারণ ছিল নাকি? মওদুদের জবাব, 'না অন্য কারণ ছিল না। তাঁর মৃত্যু না ঘটলে তিনি প্রধানমন্ত্রী হতেন। তাঁর প্রটোকল ছিল সিনিয়র মিনিস্টারের। শুধু নির্বাচনের কারণে তাঁকে প্রধানমন্ত্রী করা হয়নি। সংবিধানে সিনিয়র মিনিস্টার বলতে কিছু ছিল না। সংবিধান ফিরে এলে তিনি প্রধানমন্ত্রী হবেন। এটাই ছিল কথা।' মওদুদ এ বিষয়ে তাঁর দুটি বইয়ে দুই রকম ব্যাখ্যা দিয়েছেন।
২০০১ সালে মওদুদ লিখেন, 'মশিউর রহমানকে প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু পরে জিয়া মত পাল্টান। অনেক প্ররোচনার পর জেনারেল নুরুল ইসলাম (শিশু) যাদু মিয়াকে সিনিয়র মিনিস্টার পদ গ্রহণে সম্মত করান।' উল্লেখ্য, সেনাছাউনিতে বিএনপি গঠনে অগ্রণী ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্র-প্রবাসী জেনারেল নুরুল ইসলাম। সম্প্রতি ঢাকা সফরে আসেন। এ সময় তিনি তাঁর বাড়ি বিক্রি করেন বলেও জানা যায়। যাদু মিয়ার পারিবারিক সূত্র বলেছে, নওরতন কলোনির এক বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে শিশু যাদু মিয়াকে জিয়ার প্রস্তাব পৌঁছে দিয়েছিলেন।
সিধু মিয়া তাঁর সাক্ষাৎকারে বলেন, 'একদিন যাদু মিয়া আমাকে দুঃখ করে বলেছিল, "আমি তো শাহ আজিজকে নিয়ে গেলাম সংসদ আর প্রেসিডেন্টের ক্ষমতা কী হবে, কতটুকু হবে, সে ব্যাপারে সাহায্য করার জন্য। এ রকমের একটা ধারা ছিল যে প্রেসিডেন্টই প্রধানমন্ত্রী মনোনীত করবেন; কিন্তু সংসদে গিয়ে তাঁকে ৩০ দিনের মধ্যে আস্থা ভোট নিতে হবে। শাহ আজিজ ওখানে বসে ছিলেন। তিনি জিয়াকে লক্ষ্য করে বলেছিলেন, স্যার, এর আবার কী দরকার? আপনি নমিনেট করবেন, আস্থা ভোটের কী দরকার? ইয়োর নমিনেশন ইজ এনাফ।" যাদু বলল, "তাঁকে নিয়ে গেলাম আমি, আর সে গিয়ে কিনা আমার বিরুদ্ধেই কথা বলতে শুরু করল জিয়ার কাছে।" এসব ব্যাপার নিয়ে যাদু মিয়া শাহ আজিজ সম্পর্কে হতাশা বোধ করতে শুরু করে। কিন্তু তখন আর উপায় ছিল না।'
সিধু মিয়া বলেন, 'নির্বাচনের পর জিয়া অন্যদের দ্বারা প্রভাবিত হন। যাদুর কাছে ভাইস প্রেসিডেন্ট হওয়ার অফার আসে। কিন্তু যাদু বলছিল, সে অন্য কিছু নেবে না। এ নিয়ে খুব গোলমাল হলো। যাদু মিয়ার মৃত্যুর কিছুদিন আগে টঙ্গীতে একটা সভা ছিল। সেখানে সে বক্তৃতা করেছিল। সেই সভা চলার সময়ই সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তার খুব উচ্চ রক্তচাপ ছিল। মানসিক উত্তেজনা থেকেই সেটা আরও বেড়েছিল।'
অভিনন্দন জানাতে পারিনি: আইজেনব্রাউন তাঁর সাক্ষাৎকারে বলেন, '১৯৭৮ সালের জুনের কথা। জিয়ার নতুন রাজনৈতিক দল গঠনের গুজব শহরময় রটে গেছে। আর আমি তখনো যাদু মিয়ার কাছ থেকে ভেতরের স্কুপ পেয়েই চলেছিলাম। এক কিংবা দুই সপ্তাহ আগে যাদু মিয়া আমাকে বললেন, জিয়াউর রহমান একটি মন্ত্রিসভা, একটি রাজনৈতিক দল গঠন ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছেন। যাদু মিয়ার কাছ থেকেই অধিকাংশের নাম জানলাম, কারা মন্ত্রিসভায় থাকছেন এবং তাঁদের কাকে কী দায়িত্ব দেওয়া হবে। তিনি আমাকে বলেননি, কে হতে চলেছেন প্রধানমন্ত্রী। আমি এ বিষয়ে যাদু মিয়াকে জিজ্ঞেস করলাম। কিন্তু যাদু মিয়া বললেন, জিয়া এখনো সিদ্ধান্ত নেননি, কে হবেন মন্ত্রিসভার নেতা? একদিন দিল্লিমুখী দুপুরের ফ্লাইট ধরতে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেব। যাওয়ার আগে আমি সংবাদপত্রের দিকে নজর দিচ্ছিলাম। দেখলাম, বড় হরফে শিরোনাম—জেনারেল জিয়া একটি নতুন রাজনৈতিক দল ও মন্ত্রিসভা গঠন করেছেন। শিগগিরই সংসদ নির্বাচনের অঙ্গীকার করেছেন। চিফ মিনিস্টার যাদু মিয়া। আমি কখনো তাঁকে অভিনন্দন জানাতে পারিনি। তবে আমি শুনেছিলাম, কয়েক মাস পর যাদু মিয়ার স্ট্রোক হয়। ১৯৭৯ সালের মার্চে তিনি মারা যান।' মৃত্যুর পর অবশ্য প্রধানমন্ত্রীর মর্যাদায় তাঁর দাফন হয়েছিল।
ব্যারাকে ফেরা নয়: পঁচাত্তরের ৭ নভেম্বরের 'সিপাহি-জনতার বিপ্লবে' জিয়ার উত্থান। পঁচাত্তরের নভেম্বরে দেওয়া ভাষণে জিয়া বলেছিলেন, 'সামরিক বাহিনী রাজনীতির ঊর্ধ্বে থাকবে, সামরিক সরকার কোনো রাজনৈতিক দলের নয়।' এর পর থেকেই অন্যদের মতো মার্কিন কূটনীতিকেরাও নজর রাখছিলেন, '৭৭ সালের ফেব্রুয়ারির প্রতিশ্রুত সংসদ নির্বাচন জিয়া করবেন কি না। '৭৬-এর ডিসেম্বরে তিনি হঠাৎ নির্বাচন স্থগিত করেন। এর অনেক আগ থেকেই তিনি মোশতাক-ফারুক-রশীদের ধারাবাহিকতায় মার্কিন সরকারের সঙ্গে দোস্তি গড়ে তোলেন। মার্কিনদের কাছে তাই স্পষ্ট ছিল যে, জিয়া রাজনীতিতে আসছেন। জিয়ার ক্যান্টনমেন্টের বাড়িতে ওই সময়ে মার্কিন কূটনীতিকদের বেশ যাতায়াত ('৭৬-এর ২৪ নভেম্বরের এক সন্ধ্যাকালীন বৈঠকে এরশাদ ও রওশন এরশাদকেও দেখা যায়) ছিল। 
আরভিং চেসল ছিলেন আইজেনব্রাউনের অন্যতম বস। মার্কিন দূতাবাসের তখনকার ডেপুটি চিফ অব মিশন। ২৮ অক্টোবর, ১৯৭৬ চেসল ওয়াশিংটনে বার্তা পাঠান: গত জুনে জিয়া একবার আমন্ত্রণ জানান। এবারে আরও অনানুষ্ঠানিকতায় গত রাতে আমি ও আমার স্ত্রী এক চা-চক্রে জিয়ার ক্যান্টনমেন্টের বাড়িতে গেলাম। জোড়া দম্পতির সম্মিলন। আমরা ছাড়া জিয়া ও বেগম জিয়া। ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে এল আমেরিকান ক্লাব স্যান্ডউইচ। আন্তরিকতার ছোঁয়া ছিল। আলোচনা হলো সাড়ে চার ঘণ্টা। 
চেসল লিখেছেন, 'সবশেষে বললাম, আমি যদি এখন শহরময় রটে যাওয়া এই শখের প্রশ্নটা না করি, তাহলে আপনি হয়তো বেজার হবেন। প্রশ্নটি হলো, আপনি দেশের রাজনৈতিক অবস্থা কেমন দেখছেন? নির্বাচনের সম্ভাবনা কতটুকু? জিয়া বললেন, আপনাকে গোপনীয়তার সঙ্গে বলছি, সারা দেশ সফর করে বুঝতে পারছি যে, অধিকাংশ জনগণ ও রাজনীতিক এখনই নির্বাচন চায় না। তবে তিনি নিশ্চিত নন যে, নির্বাচন স্থগিত করা হলে তার ফল কী দাঁড়াবে? জিয়া কৌতুকভরে জানতে চাইলেন, আমার কোনো পরামর্শ আছে কি না? আমি কৌতুক না করে বললাম, এ ধরনের উচ্চমাত্রার জটিল বিষয়ে আমি কোনো ধারণামূলক উত্তর দেব না। আমি পত্রিকান্তরে প্রকাশিত ইউপি নির্বাচনের প্রসঙ্গ টানলাম। জিয়া এ বিষয়ে অত্যন্ত উচ্চ আশাবাদ ব্যক্ত করলেন। বললেন, এর মাধ্যমে বিরাট সুফল মিলবে। তবে জিয়া এ কথাও বললেন যে, তিনি নিশ্চিত নন যে ইউপি নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন চার থেকে পাঁচ মাসের বেশি (জিয়া সম্পূর্ণ অনুকূল পরিবেশে দুই বছর পরে '৭৯ সালে নির্বাচন দেন। পঞ্চম সংশোধনী পাস করেন) স্থগিত করা যাবে কি না।
চেসল মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো ওই বার্তায় (নম্বর ১৯৭৬ ঢাকা এ০৫৫৪৫) মন্তব্য করেন, 'এর আগে ও গত রাতে জিয়ার সঙ্গে আলোচনার মধ্যে একটা বড় ফারাক ঘটে গেছে। তাঁকে আগের চেয়ে অনেক কম সেনা অধিনায়ক মনে হলো। তিনি এখন অনেক বেশি নিরুদ্বেগ, সংকল্পবদ্ধ, আত্মবিশ্বাসী ও পেশাদার রাজনৈতিক নেতা। এই নতুন লোকটি আর ব্যারাকে ফিরে যাচ্ছেন বলে আমি মনে করি না।'
দেলোয়ার যখন একান্তে: আইজেনব্রাউন তাঁর সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, '৯৬ সালে আমি দ্বিতীয়বার চাকরির সুবাদে ঢাকা যাই। রাষ্ট্রদূত আয়োজিত এক নৈশভোজে বিএনপির কতিপয় জ্যেষ্ঠ নেতার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে। আমি সিদ্ধান্ত নিই, তাঁদের দল গঠনে আমার জানা সেই ইতিহাস আমি তাঁদের কাছে ব্যক্ত করব। তবে ১৮ বছর পরও এ বিষয়ে ঢাকার রাজনীতিতে একটা রাখঢাক ভাব আমি লক্ষ করেছিলাম। সে কারণে আমি একজন ভদ্রলোককে বেছে নিলাম। মনস্থির করলাম, তাঁর কাছেই সব খুলে বলব। তিনি খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি একাগ্রতার সঙ্গে মনঃসংযোগ করলেন। কোনো প্রশ্ন না তুলে আমার কথা শুনে গেলেন। আমি যখন বলা শেষ করলাম, তখন মন্তব্য করলেন, আপনার বিবরণ সঠিক। আপনি যেভাবে বলেছেন, সেভাবেই সবকিছু ঘটেছিল।' (শেষ)

http://archive.prothom-alo.com/detail/news/95186

ঢাকা, শনিবার, ৩১ আগস্ট ২০১৩, ১৬ ভাদ্র ১৪২০, ২৩ শাওয়াল ১৪৩৪

বিএনপির জন্ম যেভাবে সেনানিবাসে: ১

মার্কিন দূতাবাসকে গোপন বৈঠক সম্পর্কে জানাতেন যাদু মিয়া

মিজানুর রহমান খান | তারিখ: ১৯-০৯-২০১০

http://archive.prothom-alo.com/detail/date/2010-09-19/news/94638

বিএনপির জন্ম যেভাবে সেনানিবাসে: ২

জিয়া রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণে যাদু মিয়াকে ব্যবহার করেছিলেন

মিজানুর রহমান খান | তারিখ: ২০-০৯-২০১০

http://archive.prothom-alo.com/detail/date/2010-09-20/news/94920



__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Surgery for Bangladesh's 'Tree Man' to remove warts




Health

Surgery for Bangladesh's 'Tree Man' to remove warts

AFP 10 hours ago 

A Bangladeshi father dubbed "Tree Man" for massive bark-like warts on his hands and feet will finally have surgery to remove the growths that first began appearing 10 years ago, a hospital said Sunday.

Abul Bajandar, from the southern district of Khulna, was undergoing preparations for the surgery to cut out the growths weighing at least five kilogrammes (11 pounds) that have smothered his hands and feet.

"Initially, I thought that they're harmless," the 26-year-old told AFP at the Dhaka Medical College Hospital (DMCH).

"But slowly I lost all my ability to work. There are now dozens of two to three inch roots in both my hands. And there are some small ones in my legs," said Bajandar who was forced to quit working as a bicycle puller.

A team of doctors has been formed to perform the operation at DMCH, Bangladesh's largest state-run hospital, which has decided to waive costs of the treatment.

Tests are underway to ensure Bajandar's root-like warts can be removed surgically without damaging major nerves or causing any other health problems.

The massive warts, which first started appearing when he was a teenager but began spreading rapidly four years ago, have been diagnosed as epidermodysplasia verruciformis, an extremely rare genetic skin disease that makes the person susceptible to skin growths.

"Popularly it is known as tree-man disease," DMCH director Samanta Lal Sen told AFP.

"As far as we know there are three such cases in the world including Abul Bajandar. It is the first time we have found such a rare case in Bangladesh," he said.

An Indonesian villager with massive warts all over his body underwent a string of operations in 2008 to remove them.

Bajandar's elder sister, Adhuri Bibi, said hundreds of people have visited their home in Khulna over the years to see the "Tree Man".

"Even here at the hospital, hundreds have already gathered," she told AFP.

Bajandar, a father of one, said he tried cutting the warts when they first appeared, but it was extremely painful.

"After that I went to a village homeopath and herbal specialist. But those medicines only worsened my condition."

He also consulted doctors in neighbouring India, but he and his family could not afford the cost of the operation there.



Abul Bajandar preparing for operation to remove extremely rare epidermodysplasia ...




বিরল এই বৃক্ষ মানব রোগ হয়েছে বাংলাদেশে একজনেরই

বিরল 'বৃক্ষ মানব' রোগী আবুল বাজানদার ঢাকা মেডিকেলে (ভিডিও সহ)


Video:
দেশের খবর// দেশে এই প্রথম অজানা এক রোগে আক্রান্ত হয়েছেন আবুল বাজানদার (২৫)। অনেকে যাকে বৃক্ষমানব বলছেন। আর চিকিৎসকরা এখনো নির্ণয় করতে পারেননি রোগটির নাম। তবে রোগীর প্রাথমিক লক্ষণ দেখে চিকিৎসকরা মনে করছেন হিউম্যান পারপোরিয়াস ভাইরাসে আক্রান্ত হতে পারেন তিনি। কঠিন এই রোগে ভোগা আবুল বাজানদার তার ছোট্ট মেয়ে তাহেরার জন্য  ...




__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] When Karnataka faced its own refugee crises and rose to occasion



It's the people who can make a difference and succeed if they are provided right environment. It's good to see refugees from East Pakistan and Bangladesh leading successful, peaceful and integrated life in their adopted land. Here is some excerpts but feel free to read at the link below.  

 

http://www.bangaloremirror.com/bangalore/cover-story/When-Karnataka-faced-its-own-refugee-crises-and-rose-to-occasion/articleshow/50789114.cms

 

About 2 km away, in RH2, a Hindi teacher at Ravindra Memorial School, 55-year-old Nirmal Talukdar, is seen conversing in Bengali with a young fellow teacher Sangeetha Mondal. Talukdar came as an 11-year old boy from Bangladesh in 1970; he corrects himself immediately, ``No, it was East Pakistan, not Bangladesh.''

 

It is 4 pm and Ravindra Memorial School's final bell has tolled. ``Dada dadaon (wait, brother),'' shouts out a kid as he rushes out of the school compound. Behind him is a group of teachers conversing in Bengali. As they come to the school gate, they wish their colleagues bye for the day in the heavy-accented Raichur Kannada.

 

The school headmaster, Khokan Halder, lives in RH3, which is on the other side of the Tungabhadra canal. Born in Sindhanur, Halder, in his mid-40s, is one of the well-educated Bengalis in the camp, ventured out to other places to work, but returned to his roots to teach the community children. "My ancestors came from Bangladesh as refugees and now I am a part of this region. I studied in Kannada-medium up to SSLC and went to the city to pursue higher studies. My wife is from Kolkata and she had a problem settling in here,'' says Halder, walking me through the bylanes of the camp.

 

Unlike the Tamil camp, the Bangla camps are vibrant and wear the West Bengal countryside look seen in movies from Tollygunge; throw in sandesh and rassagollas, women sporting bright pink sindoor on their forehead, Rabindra sangeet, Durga temple and it dawns on you that Sindhanur could be Siliguri. Halder conducts spoken English classes for the adults in the camps in the evenings. A kitchen garden with the quintessential brinjal, beans, pumpkin, lauki, several meat markets, and several private fish ponds, cattle and wild ducks rearing - all make this camp a picture postcard village.

 

Nihar Mondal, who originally hailed from Khulna district in Bangladesh, is counted among the well-to-do in RH3. He has the luxury of half an acre fresh water pond at his backyard for fish farming - two years ago, nearly 40,000 fishes were brought and left into the water body. Mondal and a few other families use the pond for fishing. His wife Manimala is from RH 4 and is married into RH3.

 

Durga Pujo is celebrated in the camps with fervour while Pongal is a major festival in the Tamil camp. By dusk, the camp children gather in the frontyard of a house where an elderly person is teaching them Bengali language. ``Our children study in Kannada medium where the first and second languages are English and Hindi. They do not get to learn their mother tongue. So a class is held every evening to teach the language,'' says Halder.

Sent from Outlook Mail for Windows 10 phone

 



__._,_.___

Posted by: Prodip K Saha <prodip.kumar@verizon.net>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] worth wacthing



I have to say that I find the arguments put forward by that lady in the video clip are very compelling and extremely relevant. I had been saying the same things to many of my friends in the West and, indeed, many of my Muslim friends have come to see the light of the day..

I wrote a number of articles in various newspapers raising the question, why is it that none of the rich Middle Eastern Muslim countries - Saudi Arabia and other GCC countries - is taking any of the refugees from Syria and Iraq? These Muslim countries (propagating Wahhabism) are the root causes of the death, destruction and suffering of millions of people. Only today IS has claimed the responsibility of killing more than 50 people and injuring more than 100 when suicide bomber blew themselves in a  Shia mosque outside Damascus. Over a million and half Muslims have taken refuge in the lands of infidels in Europe.

Without going into the sharp argument of who created IS, I can safely say that prime motivator of IS brutality is the intra-religious rivalry. Even if the West or Israel had created IS, why are the Muslims so stupid to start killing each other? Hasn't Saudi Arabia got anything to do when she encourages Sunnis to eliminate Shias? Isn't intra-religious and inter-religious killing increasing even in Bangladesh?

If we fail to diagnose the problem or deliberately hide the symptoms, the problem will never get solved.

- AR


On Sunday, 31 January 2016, 17:43, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
Allow me to explain why Farida Majid does not like this video.
Although, the lady in the video should be commended by all fair-minded Muslims (?) for speaking their mind, but they may not do so. This is why.
I believe every one of those fair-minded Muslims knows what's happening in the world in the name of their religion is no one, but their religion, to blame. But, it is hard to admit. So, they try to blame others for all the misdeeds being done in the name of their religion, and feel relieved from the guilt. This phenomenon is unique in the followers of Islam.
I have never seen a Hindu blaming others for the past heinous atrocities and misdeeds (Satidaha, Noraboli, Caste hatred, etc.) done in the name of their religion. In fact, they admit those guilts and denounce them as strongly as they can, just like this lady did in the video. In this regard, this video is extra-ordinary.
But, Farida Majid could not appreciate it; it's because criticism from within Muslim about her religion is much more damaging to her beloved religion. So, she is trying to downplay the importance of this video exchange. She is one of those who think everything happening in the name of her religion is someone else's fault. What she did not realize is that – this is the internet era, and there are millions of smart people on the net, who might find the powerful exchange unprecedented. The fact is - we may not find too many exchanges like this in the future.
Once again, let me paraphrase what Farida Majid has been  saying recently – don't circulate embarrassing messages of Islam, and if you still do - you are Islamophobe. She often blame members of Mukto-mona as bunch of Islamophobes.

Jiten Roy





From: "Sukhamaya Bain subain1@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, January 30, 2016 11:38 PM
Subject: Re: [mukto-mona] worth wacthing

 
I also think that it would be better if the person who posted a link wrote a comment or two about the subject of the link. However, I believe Ms. Majid is actually smart enough to see why this post by Mr. Guha is worth watching, especially by people who seem the blame the West for the woes of the Middle Eastern barbarians. Clearly, those people in the Middle East have been killing and committing atrocities on their own people for thousands of years for the nonsense of their religions; and Islam is actually only one of three such religions, with an additional problem of Shia vs Sunni. Just think, how long the Shia vs Sunni hatred has been in action! Just think, is the West the root cause of the inter-religion and inter-sect hatred in the Middle East, or the West has been taking advantage of the hatred that already existed there for thousands of years? And how long has the West been taking such advantage, not more than a few hundred years, right?

SuBain

================================

On Saturday, January 30, 2016 11:15 AM, "Farida Majid farida_majid@hotmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
Why does Sitangshu think that this video is "worth watching'?

     If and when I post something I usually highlight a paragraph or   share a thought on the topic, thereby inviting other mukto-mona members to join the discussion.



From: mukto-mona@yahoogroups.com <mukto-mona@yahoogroups.com> on behalf of Sitangshu Guha guhasb@gmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>
Sent: Saturday, January 30, 2016 1:44 AM
To: mukto-mona@yahoogroups.com
Subject: [mukto-mona] worth wacthing
 
 
www.facebook.com
I was just moved to tears by this man on Gold Coast highway ! What a champion Goes to show there is always something you can do to show you care A Nikko pen some ...
SitangshuGuha 646-696-5569








__._,_.___

Posted by: ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] For Trump Supporters at mukto-mona




Anderson Cooper Loses It with Anti-Muslim Trump Supporter


So Trump didn't actually say he's going to "look into Muslims", but at the same time "there are potential reports" of Muslim radicals and "training camps" and of course Donald Trump did just say he was going to "look into that", but not "Muslims"?  Yeah, ok.  That's as clear as wet dirt. 



http://www.dailykos.com/story/2015/09/18/1422600/-Anderson-Cooper-Loses-It-with-Anti-Muslim-Trump-Supporter?detail=emailclassic

www.dailykos.com
Following up on the question asked of Donald Trump in New Hampshire about "Muslim Training Camps in America" to which...




__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___