Banner Advertiser

Sunday, August 27, 2017

[mukto-mona] ফরহাদ মজহার কাহিনী



চার্জশিট নয় ফাইনাল রিপোর্ট দিচ্ছে পুলিশ

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের বহুল আলোচিত 'অপহরণ' কাহিনীর পুলিশের দীর্ঘ ও নিবিড় তদন্তে সত্যতা মেলেনি। বরং অভিযোগটি ভুয়া, ভিত্তিহীন ও সাজানো নাটক বলে প্রমাণিত হয়েছে। তাই ওই ঘটনায় তার স্ত্রীর দায়ের করা 'অপহরণ' মামলাটির চার্জশিট (অভিযোগপত্র) নয়, ফাইনাল রিপোর্ট (চূড়ান্ত প্রতিবেদন) দিচ্ছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শিগগিরই এ পুলিশ প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

সংশ্লিষ্ট একাধিক ডিবি কর্মকর্তা জানান, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের অপহরণের শিকার হওয়ার অভিযোগটি পুলিশের প্রাথমিক তদন্তেই ভুয়া বলে প্রতীয়মান হয়। বস্তুগত প্রমাণ, ভিডিও ফুটেজ ও মোবাইল ফোনের কল রেকর্ডের পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, এটি অপহরণের সাজানো নাটক। তিনি স্বেচ্ছায় বাসা ত্যাগ করেছিলেন। ডিবির দীর্ঘদিনের প্রযুক্তিগত ও নিবিড় তদন্তেও ফরহাদ মজহারের অভিযোগটি কোনো সত্যতা মেলেনি। তার দেয়া বক্তব্যে সঙ্গে পুলিশের প্রাপ্ত তথ্যের যথেষ্ট গরমিল রয়েছে।

ওই কর্মকর্তারা জানান, আইনানুযায়ী কোনো মামলার অভিযোগের সত্যতা না পেলে সেক্ষেত্রে ফাইনাল রিপোর্ট দিয়ে থাকে পুলিশ। ফরহাদ মজহারের ঘটনায়ও তার স্ত্রী ফরিদা আখতারের দায়ের করা মামলাটিও একইভাবে ফাইনাল রিপোর্ট দেয়ার প্রস্তুতি চলছে।

তারা জানান, আদালতে এ মামলার প্রতিবেদন দেয়ার পরবর্তী ধার্য দিন হলো আগামী ১০ সেপ্টেম্বর। এই তারিখের আগেই যেকোনো দিন ফাইনাল রিপোর্ট জমা দেবেন মামলার তদন্ত কর্মকর্তা। এতে যদি ফরহাদ মজহার বা তার স্ত্রী চ্যালেঞ্জ করেন, তাহলে মিথ্যা অভিযোগ করার দায়ে পেনাল কোডের (দণ্ডবিধি) ২১১ ধারায় তাদের বিরুদ্ধে পাল্টা মামলাও হতে পারে।

ডিবি সূত্র জানায়, পুলিশি তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে স্ত্রী ফরিদা আখতারকে ফাঁকি দিয়ে অর্চনা রানী নামের সেই নারীকে আর্থিক সাহায্য ও সরকারকে বিপাকে ফেলতেই অপহরণ নাটক সাজিয়েছিলেন ফরহাদ মজহার। তিনি ও স্ত্রীর দ্বারা পরিচালিত এনজিও উবিনীগ-এর কর্মী ওই নারী। আর এই অর্চনা রানীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ফরহাদ মজহার।

নিজেকে ফরহাদ মজহারের শিষ্য দাবি করে এই নারী জবানবন্দিতে বলেন, সেদিন ফরহাদ মজহার তার জন্য অর্থ জোগাড় করতেই বেরিয়েছিলেন ও ১৫ হাজার টাকাও পাঠিয়েছিলেন। খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টের দোকানে ফরহাদ মজহারের যাওয়ার এবং ওই এলাকায় তার একাকী ঘোরাফেরার ভিডিও দৃশ্যও সাংবাদিকদের সরবরাহ করে পুলিশ। খুলনা নিউমার্কেট এলাকার ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই দিন বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত নির্বিঘ্নে ঘুরছেন ফরহাদ মজহার। অথচ ওই রাতে যশোর থেকে উদ্ধারের পরের দিন ঢাকার আদালতে জবানবন্দিতে তিনি দাবি করেন, অপহরণকারী চোখ বেঁধে রাখার পর সন্ধ্যা ৭টায় তাকে ছেড়ে দিয়েছে। এতেই পরিষ্কার হয়ে গেছে ভিত্তিহীন অভিযোগ করেছেন তিনি।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, আমরা চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দেব। অভিযোগের সত্যতা না মিললে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়ে থাকে। মামলা খুব দ্রুত নিষ্পত্তি করে দেব।

এর আগে ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক গণমাধ্যমকে জানান, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহৃত হননি, স্বেচ্ছায় বাসা থেকে বেরিয়েছিলেন তিনি। মামলার তদন্তে পাওয়া তথ্য ও সিসিটিভি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এমনটি জানতে পেরেছে পুলিশ। সরকারকে বিব্রত করতেই অপহরণ নাটক সাজানো হয়।

আইজিপি বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে উদ্ধার হওয়ার আগ পর্যন্ত উনি (ফরহাদ মজহার) ১০ বার মোবাইল ফোনে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তার অন্য আরেকটি নম্বর থেকে তিনি অপর এক নারীর (অর্চনা রানী) সঙ্গে ছয়বার কথা বলেছেন। ফরহাদ মজহারের খুলনায় পৌঁছানোর পর রকেট সার্ভিসের মাধ্যমে একবার ১৩ হাজার ও আরেকবার ২ হাজার টাকা ওই নারীর জন্য পাঠিয়েছেন।

এর আগের দিন ১২ জুলাই আরেক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানান, ফরহাদ মজহার আদালতে যে জবানবন্দি দিয়েছেন, তার সঙ্গে তদন্তে পাওয়া তথ্যের মিল নেই। তিনি বলেন, এই অপহরণ নিয়ে অত্যন্ত রহস্য তৈরি হয়েছে। কারণ ফরহাদ মজহার আদালতে যে বক্তব্য দিয়েছেন, সেটি তদন্ত করতে গিয়ে আমরা যে ভিডিও ফুটেজ পেয়েছি, সিসিটিভি ফুটেজ পেয়েছি, কল লিস্ট পেয়েছি, বস্তুগত সাক্ষ্য প্রমাণ পেয়েছি, তার সঙ্গে উনার বক্তব্যের মিল নেই।

মানবকণ্ঠ/এসএস

আরও পড়ুন :

ফরহাদ মজহারের অপহরণের অভিযোগ 'ভুয়া' বলেই প্রতিবেদন দিচ্ছে পুলিশ
ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগটি 'ভুয়া' উল্লেখ করেই তার স্ত্রী ফরিদা আখতারের করা মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দিতে যাচ্ছে পুলিশ।
Published on 2017-08-23 23:26:44.0  

নিজের অপহরণ ঘটনার বর্ণনায় যা বললেন ফরহাদ মজহার - Channel i Online

Jul 4, 2017 - নিজের কথিত অপহরণ ঘটনার বর্ণনায় ডিবি পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে বিশিষ্ট কবি ও কলামিষ্টফরহাদ মাজহার জানিয়েছেন, তিনি ওষুধ কিনতে বের হয়েছিলেন, এসময় একটি মাইক্রোবাসে করে ৪-৫ জন তাকে তুলে নিয়ে যায়। সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। ফরহাদ মজহারের ...

ফরহাদ মজহার সম্পর্কে আদালতে যা বলেছেন অর্চনা - Bangla Tribune

www.banglatribune.com › অন্যান্য › আইন ও অপরাধ

4 days ago - 
ফরহাদ মজহারের বিষয়ে আদালতে সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আলোচনায় এসেছেন এক নারী। অর্চনা নামের ওই নারী আগে ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আখতার পরিচালিত বেসরকারি সংস্থা উবিনীগ-এর কর্মী ছিলেন। সোমবার (১১ জুলাই) ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে কঠোর...

এখন নিজেকে আড়াল করছেন ফরহাদ মজহার - Dhakatimes24


Aug 1, 2017 - 
কথিত অপহরণের পর হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আলোচিত কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেছিলেন, সুস্থ হয়ে ঘরে ফিরেই তিনি সব 'ফাঁস' করবেন। হাসপাতাল থেকে ফিরে সংবাদ সম্মেলন করবেন, বলেছিলেন তার স্বজনরাও। কিন্তু সেই ফরহাদ এখন আড়াল করছেন নিজেকে। দেখা দিচ্ছেন না ...

অপহরণের কথা বলা বন্ধ করতে স্ত্রীকে বলেছিলেন ফরহাদ মজহার: পুলিশ
নিরুদ্দেশ থাকা অবস্থায় ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আখতারের টেলি কথোপকথনের অডিও ক্লিপ পুলিশ পেয়েছে, 

যাতে তাকে অপহরণের কথা বলতে মানা করতে শোনা গেছে বলে দাবি করেছেন আইজিপি এ কে এম শহীদুল হক।
Published on 2017-07-13 22:12:09.0  

অপহরণ নয়, ফরহাদ মজহার স্বেচ্ছায় গেছেন: আইজিপি
পুলিশ মহা পরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তাদের মনে হয়েছে, ফরহাদ মজহার স্বেচ্ছায় খুলনা গিয়েছিলেন, অপহরণের কোনো ঘটনা সেখানে ঘটেনি।
Published on 2017-07-13 16:17:31.0  

অর্চনা-ফরহাদে দিশা খুঁজছে পুলিশ
আদালতে জবানবন্দিতে ফরহাদ মজহার অন্তর্ধানের বিষয়ে যা বলেছেন, তার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশের পর এখন অর্চনা রানির বক্তব্যের সঙ্গে নিজেদের তদন্তে মিল পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
Published on 2017-07-12 22:04:39.0  



__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] ভারতে ৪ হাজার টাকার গরু বাংলাদেশে ৫০ হাজার হয় যেভাবে- দেখুন একুশের চোখে



ভারতে ৪ হাজার টাকার গরু বাংলাদেশে ৫০ হাজার হয় যেভাবে- দেখুন একুশের চোখে


কুরবানীর গরু হাটে নেয়ার শেষ মুহূর্তে কি ঘটছে দেখুন গোপন ক্যামেরায় !


Ekusher Chokh - ভারতীয় গরু - একুশের চোখ



এবার গরুর হাটে শেখ ফরিদের বাজিমাত!! কিন্তু কিভাবে দেখুন!!



এইমাত্র পাওয়া: হঠাৎ ভারত বাংলাদেশে গরু আসতে বডার খুলে দিয়েছে। দাম কমা শুরু?





__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {PFC-Friends} সবকিছু মনে হয় মিলে যাচ্ছে-




<< Lutfozzaman Babar, then state minister for home, Harris Chowdhury, political secretary to then prime minister Khaleda Zia, Ali Ahsan Mohammad Mojaheed, secretary general of Jamaat-e-Islami, then NSI director general Brig Gen Abdur Rahim and DGFI director Brig Gen Rezzaqul Haider Chowdhury were present at that meeting, held at Hawa Bhaban in the capital's Banani.

The attack was the outcome of collaboration between Huji, influential leaders of BNP and Jamaat, and some officials of the home ministry, police, Directorate General of Forces Intelligence (DGFI), National Security Intelligence (NSI) and Prime Minister's Office (PMO). >>

WikiLeaks << 
BANGLADESH/CT- Tarique okayed Huji plot (August 21 grenade attack
in 2004 )

Courtesy - Farida Majid

 

মাহবুব হেসেছিল বিজয়ের হাসি…
by Tazkia Isaba | 
ইনসাইড বাংলাদেশ, রাজনীতি নাকি জননীতি | 


মাহবুব হেসেছিল বিজয়ের হাসি…


মাহবুবের বেশ টেনশন লাগছে, তাঁর চারদিকে হাজার হাজার মানুষের জনসমুদ্র। জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত চারদিক। শেখ হাসিনা বক্তব্য শেষ করে সন্ত্রাস বিরোধী মিছিল নিয়ে ৩২ নম্বর যাবেন।এতো বিশাল জন সমুদ্র ঠেলে কিভাবে নিয়ে যাবেন মাহবুব এখন সেটাই ভাবছেন। বেশ গরম লাগছে তাঁর, সদ্য অবসর নিয়েছেন সেনাবাহিনী থেকে। গরমের তোয়াক্কা করছেন না। মাথার ঘাম ভুরু পার হয়ে চোখে ঢুকে বেশ জ্বালাপোড়া করছে। মাহবুব বিকারহীন, সামান্যতেই অস্থির হওয়ার লোক সে নয়।


দুপুরবেলা ভাত খাওয়া হয় নি তাঁর, আজকে মেয়েটার দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দেয়া কথা, কেমন করেছে কে জানে। বাসায় আজকে ভালোমন্দ রান্না হয়েছে। নেত্রীকে বাসায় পৌঁছে দিতে দিতে রাত হয়ে যাবে। মেয়ে বলেছে "বাবা তাড়াতাড়ি ফিরবে কিন্তু, মা পায়েশ রান্না করবে"। মাহবুব ভাবলো খাওয়া দাওয়া রাতে মেয়ের সাথে গিয়েই করা যাবে।
মাহবুবের বেশ টেনশন হচ্ছে, টেনশনে পায়ের তালু আর হাতের তালু ঘামছে। মনের অজান্তেই কোমরে হাত দিয়ে সাইড আর্মসটা ফিল করার চেষ্টা করলেন। কিন্তু হায়! আর্মস তো নেই। বেশ কিছুদিন ধরে আর্মসের পারমিশন চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় বরাবর আবেদন করেও সাড়া পায়নি মাহবুবসহ তাঁর বাকি সহকর্মীরা। আর্মস ছাড়া গার্ড দেয়া বেশ বিপদজনক। ভাগ্যের নির্মম পরিহাসে সবাই আনআর্মড। কেবল বুকে সাহস নিয়ে মাহবুবসহ সবাই গার্ড দিচ্ছেন।
বিকেল ৫:২২ মিনিট, নেত্রী বক্তৃতা শেষে মঞ্চের সিঁড়ি দিয়ে নামবেন,চারদিক জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে মুখর। মাহবুব ঠাঁয় দাঁড়িয়ে সিঁড়ির কোনায়। শেষবারের মতো চোখের সামনে বিশাল জনসমুদ্রের দিকে মাহবুব তাকালো। নেত্রী ৫/৬ কদম হেঁটে সিঁড়ি দিয়ে নামবেন।
হঠাৎই ………………………………………………………………… দুমমমমমম! দুমমমমমমমমম দুমমমমমমমমমমমম
মোট ১৩ বার! মাহবুব ঘুরে নেত্রীর দিকে যাওয়ার চেষ্টা করলেন। বাম হাতটা নড়ছে না। নিশ্চয় নার্ভ বলে কিছু অস্তিত্ব নেই। শব্দ শুনে মাহবুব বুঝে গেলো শক্তিশালী নতুন মডেলের গ্রেনেড। আর্মড ফোর্সেসে থাকার সময় এসব দেখেনি। মাহবুবব ডান হাত দিয়ে নেত্রীর হাত টেনে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে, ততক্ষণে ফুটেছে আরো ৪ টা। কান শোঁ শোঁ করছে। নিশ্চয়ই পর্দাটার অস্তিত্ব বিলীন। বাঁ চোখে অন্ধকার দেখছেন। অপটিকাল নার্ভ স্প্লিন্টারে ছিন্নভিন্ন। সবাই মিলে নেত্রীকে ধরে গাড়িতে তুলে দিলেন।
হুশশশশশশশশশশ টাটা টা টা টা ট্যাররররররররররর করে আওয়াজ করতে করতে কি যেন কানের পাশ দিয়ে গাড়ির কাঁচে লাগলো। মাহবুব চমকে উঠলো। মাহবুবের দাঁত মুখ শক্ত হয়ে গেলো। ২/১ টা বুকে এসেও বিঁধেছে। মাহবুব চিনে ফেললো, রাইফেলটার ওজন ৪.৭৮ কেজি, ৬০০টা বুলেট একবারে ফায়ার করা যায় তাও ১ মিনিটে। ৪০.৬ ব্যারেল লেন্থ, প্রত্যেকটা বুলেটের ওজন ১২২ গ্রাম, বুলেটের ভ্যালোসিটি ২৩৩০ ফুট পার সেকেন্ড বা ৭১০ মিটার পার সেকেন্ড। ১০০ মিটার দূর থেকে ১৫ সেন্টিমিটারে যেকোনো টার্গেটে ফায়ার করা যায়। আর কার্টিজ হলো ৭.৬২*৩৯ মিলিমিটার। এক কথায় সাক্ষাত আজরাইল। রাইফেল টা হলো একে-৪৭।


এসব ভাবতে ভাবতে মাহবুবের বুক ঝাঁঝরা হয়ে গেলো। ফুলহাতা শার্ট রক্তে ভেজা। মাহবুবের ভালো লাগছে না। ঘুম পাচ্ছে, বাসায় গিয়ে ঘুমাবে।মাথা ঝিম মেরে উঠলো। মাথায়ও বুলেট ঢুকেছে, একে-৪৭ এর বুলেট। এক চোখে কিছুই দেখছে না। নেত্রীর গাড়ি বিদ্যুৎ বেগে ছুঁটছে, শেষ বুলেটটা ঘাড়ের পেছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে গেলো। নেত্রীর গাড়ি সেইফ জোনে যাচ্ছে, তাকিয়ে মাহবুব একটা মুচকি হাসি দিলো।বিজয়ের মুচকি হাসি।
কাটা গাছের মতো ধড়াম করে পিচের রাস্তায় পড়ে গেলো মাহবুব। মেয়েটা তাড়াতাড়ি ফিরতে বলেছে, স্ত্রী পায়েস রান্না করছে, মেয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দিবে। মাহবুব শেষ হাসি হাসলো। এই হাসি বিজয়ের।




From: pfc-friends@googlegroups.com <pfc-friends@googlegroups.com> on behalf of Mohamed Nazir <nazir0101@gmail.com>
Sent: Wednesday, August 23, 2017 12:27 AM
To: nabdc@googlegroups.com; pfc; NewEngland Awami League; N.E. AWAMI LEAGUE; Nuran Nabi; New England Bnp; BNP Chairperson Office; Bilal Uddin; shamsul wares; Post Card; Jalal Khan; Sitangshu Guha; Mohammad Gani; Monno Mohammad Chowdhury; RANU CHOWDHURY; Rezaul Karim; Shahadat Hussaini; zainul abedin; Jamal G. Khan; Zoglul Husain; farhad mazhar; Tauhidul Islam; Taj Hashmi; Millennium Travels; Tanvir Nowaz; Zubaer Ahmed; mhaq1@hotmail.com; Shah DeEldar; Wahed Hossaini; NOORIN
Subject: {PFC-Friends} সবকিছু মনে হয় মিলে যাচ্ছে-
 

সবকিছু মনে হয় মিলে যাচ্ছে-Noyon chatterjee

হঠাৎ করে আমেরিকার ফরচুন ম্যাগাজিন ফজলে হাসান আবেদকে বিশ্বের শীর্ষ ৫০ নেতার মধ্যে অবস্থান দেয়া হয়েছে (http://bit.ly/2g1kmdP)। আন্তর্জাতিকভাবে করা হচ্ছে গুনগান। এরকমটা যে হবে, তা নিয়ে আমি গত ১১ই আগস্ট পোস্ট দিয়েছিলাম, যদিও ফেসবুক কর্তৃপক্ষ ২৪ ঘন্টার মধ্যে পোস্টটি সরিয়ে নেয়। (পোস্টটি পড়তে-http://bit.ly/2v1HrUt)

অতীত ইতিহাসটা শুধু মনে করে দেখুন-
২০০৬ সালে ইউনুসকে হাইলাইট করার জন্য দেয়া হলো নোবেল পুরষ্কার
আর ২০০৭ সালে ঘটলো ওয়ান ইলেভেন
এরপর চললো মাইনাস-টু করার কার্যক্রম, বসানোর চেষ্টা হলো ইউনুসকে
যদিও ঘটনাক্রমে সফলতা পাওয়া যায়নি।

গত ১১ই আগস্টের পোস্টে আমি বলেছিলাম- "ইতিহাস কিন্তু একই আছে, শুধু চরিত্রগুলো পরিবর্তন হয়েছে।" এবং এও বলেছিলাম- ইউনুসের স্থান নেওয়ার জন্য আছে নমশূদ্র এসকে সিনহা অথবা ব্র্যাকের ফজলে হাসান আবেদ । ১/১১ এর পট শুরু হয়ে গেছে ষোড়শ সংশোধনী বাতিল এর মাধ্যমে। পর্যায়ক্রামে মাইনাস-টু হবে। আর ইউনুসের মত এখন ফজলে হাসান আবেদকেও নানানভাবে হাইলাইট করা হচ্ছে। ফজলে হাসান আবেদ বাদেও এই লিস্টে আমার দৃষ্টিতে আছে ড. জাফর ইকবাল ষাঁড় 

আওয়ামীলীগের এখন চাওয়া এই কঠিন মুহুর্তে সবাই যেন ইউনাইটেড থাকে। কিন্তু এটা তারা কতটুকু রক্ষা করতে পারবে, তা বলা কঠিন। কারণ আওয়ালীলীগ সরকার ও প্রশাসনের মধ্যে রয়েছে প্রচুর এসকে সিনহা, যারা সংখ্যালঘু তকমা দিয়ে আওয়ালীগকে পূজি করে বড় বড় পদে অবস্থান নিয়েছে। বিশেষ করে আমার জানা মতে, এক্ষেত্রে পশ্চিমাপন্থী হিন্দু সংগঠন ইসকনের বড় ইনভেস্ট ছিলো। সরকারকে ঘুষ দিয়ে এরাই পুলিশ-প্রশাসন-গোয়েন্দাসহ গুরুত্বপূর্ণ পদে হিন্দু ঢুকিয়ে দেয় (এসকে সিনহা নিজেও ইসকন সদস্য-http://bit.ly/2pBI1oO)। সরকারের কঠিনমুহুর্তে ইসকনের মাধ্যমে নিয়োগ পাওয়া ঐ হিন্দুগুলো যে বিটট্রে করবে, এটা আমি নিশ্চিত। এছাড়া আমার জানা মতে, হিন্দু এমপি নারায়ন চন্দ্র কিংবা পঙ্কজ দেবনাথের বহু আগে থেকেই ভেতরে ভেতরে আওয়ামীবিরোধী হিন্দু গ্রুপগুলোর সাথে যোগাযোগ আছে। তারা আড়াল থেকে আওয়ামীবিরোধী হিন্দু গ্রুপগুলোকে পেট্রোনাইজ করে। সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এবং বর্তমান সজীব ওয়াজেদ জয় পরিষদের অপূর্ব মণ্ডলও এই গ্রুপের সদস্য। ঐ দলে আছে আমেরিকার বঙ্গবন্ধু পরিষদের শীতাংসু গুহ। এরকম বহু হিন্দু আওয়ামীলীগ-সরকার-প্রশাসনের মধ্যে ঢুকে আওয়ামী বিরোধী কর্মকাণ্ডে জড়িত। কিন্তু হিন্দু বলে তাদের তাদের সাতখুন মাফ করে আওয়ামীলীগ। তবে ষড়যন্ত্র হিন্দুরা করলেও কোন হিন্দু রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রী হওয়ার সম্ভবনা নেই। কারণ হিন্দু বসলে বাংলাদেশের সংখ্যাগুরু মানুষ রিয়্যাক্ট করতে পারে।

.....বিষয়টি বুঝতে ইতিহাস পাঠের প্রয়োজন। বাংলায় মুসলিম শাসনের পতন ঘটাতে হিন্দুরা ডেকে নিয়ে এসেছিলো ইংরেজদের। ঠিক এখন হিন্দুরা ডেকে আনছে সিআইএ ও মোসদকে, বিশ্বাস না হয় ইসরাইলের মেন্দি এন সাফাদির আইডিটা ঘুরে দেখুন- https://www.facebook.com/safadi.mendi। পড়ুন- http://bit.ly/2vkxCMG)

ইতিহাস বলে-
সিরাজউদ্দৌল্লাহকে সরাতে জগৎশেঠের বাড়িতে দফায় দফায় মিটিং হয়। সেখানে উপস্থিত থাকে জগৎশেঠ, রাজা মহেন্দ্ররায় (রায় দুর্লভ), রাজা রামনারায়ণ, রাজা রাজবল্লভ, রাজা কৃষ্ণচন্দ্র ও মীরজাফর। ঐ মিটিংয়ে এক হিন্দু ডাইরেক্ট বলে বসে, "যবনকে নবাব না করে হিন্দু নবাব করা হোক"। তখন কৃষ্ণচন্দ্র মীর জাফরের দিকে দৃষ্টিপাত করে থতমত খেয়ে যায় এবং বলে- 'না, আমরা মীরজাফরকে দিয়েই সিরাজকে সরাতে চাই।' উদ্দেশ্য ছিলো- মুসলমানগণ ক্ষেপে উঠবে না, মুসলমান নবাবের পরিবর্তে মুসলমান নবাব হবে মাত্র। এ বিষয়টি নিয়ে অনেক তর্ক হয়। তখন জগৎশেঠ বলে- "কৃষ্ণচন্দ্রের কথাই ঠিক আছে। আমরা কেউ নবাব হলে বিপদ আছে।"(তথ্যসূত্র: ইতিহাসের ইতিহাস, গোলাম আহমদ মোর্তজা, ২৪৩)

আমি আবার বলছি - ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, শুধু চরিত্রগুলো পরিবর্তণ হয়েছে।................

-------------------------------------------------------------

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___