Banner Advertiser

Friday, December 23, 2016

[mukto-mona] চিকিৎসাসেবায় প্রযুক্তি গুগল চশমার নবজন্মের পেছনে ঢাকার কোম্পানি



Bangladeshi-origin Ian Shakil's Google Glass startup 'largest'

Augmedix Inc, a startup that uses Alphabet Inc's Google Glass to provide documentation services to doctors and other healthcare workers, has said it closed a $17 million funding round led by investment firm Redmile Group.
Read more at:

http://bdnews24.com/technology/2016/04/29/bangladeshi-origin-ian-shakils-google-glass-startup-largest


চিকিৎসাসেবায় প্রযুক্তি

গুগল চশমার নবজন্মের পেছনে ঢাকার কোম্পানি

মুনির হাসান | আপডেট: ০২:১২, ডিসেম্বর ২৪, ২০১৬ | প্রিন্ট সংস্করণ

.

রোগীর দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস না করেই চিকিৎসক জেনে যাচ্ছেন তার রোগবালাইয়ের অতীত ইতিহাস। জানছেন রোগীর সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার ফলাফল—রক্তচাপ, রক্তে চিনির পরিমাণ, রোগী এর আগে কী কী ওষুধ খেয়েছে ইত্যাদি। এ তথ্য ভেসে উঠছে চিকিৎসকের চোখে লাগানো এক বিশেষ ধরনের চশমার কাচে। চশমাটির নাম গুগল-গ্লাস।
এ এক অভিনব সেবা। বলা হচ্ছে, চিকিৎসা ব্যবস্থাপনার চেহারা পাল্টে দিতে শুরু করেছে এই সেবা। আর এর পেছনে বুদ্ধি ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে অগমেডিক্স নামে যে কোম্পানি, সেটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইয়ান শাকিল বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান। বাংলাদেশেও প্রতিষ্ঠানটির একটি সহযোগী প্রতিষ্ঠান আছে। তা ছাড়া এই প্রযুক্তির গবেষণা ও উন্নয়নের কাজটি হয়েছে ঢাকায়। আর একে ঘিরে ভবিষ্যতে যে কর্মযজ্ঞের আয়োজন চলছে, সেটির প্রধান কেন্দ্র হতে যাচ্ছে ঢাকা। এ জন্য কোম্পানিটিতে নতুন বিপুল পরিমাণ অর্থ লগ্নি করতে শুরু করেছে সিলিকন ভ্যালির বিনিয়োগকারীরা। ইতিমধ্যে ১ কোটি ৯২ লাখ ডলার অর্থ লগ্নি করেছে ডিসিএম ভেঞ্চারস নামে একটি বড় মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বাংলাদেশে শিগগিরই সাত হাজার তরুণ দক্ষ তথ্যপ্রযুক্তিবিদ গড়ে তুলবে এই কোম্পানি।
শুরুতে এর সেবাগ্রহীতারা হচ্ছেন মূলত যুক্তরাষ্ট্রের চিকিৎসক। তবে যেসব দেশে রোগীর স্বাস্থ্যসংক্রান্ত তথ্যভান্ডার অনলাইনে সংরক্ষণ ও শেয়ার করা হয়, সেসব দেশে শিগগিরই এই সেবা ছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।
গুগল-গ্লাস হলো টেক-জায়ান্ট গুগলের তৈরি করা একটি স্মার্ট চশমা, যার ভেতর দিয়ে তাকালে বাইরের দৃশ্যের পাশাপাশি দরকারি নানা রকম তথ্য ভেসে ওঠে কাচের পর্দায়। চশমাটি ইন্টারনেট বা ক্লাউডের সঙ্গে যুক্ত থাকে এবং সেখান থেকে প্রয়োজন অনুযায়ী তথ্য দেয়। 
চিকিৎসা ব্যবস্থাপনায় বিপ্লব
প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলোয় রোগীদের সব মেডিকেল তথ্য রাখা হচ্ছে কম্পিউটারে, ইলেকট্রনিক হেলথ রেকর্ডে (ইএইচআর)। কিন্তু দেখা যায়, রোগী দেখার সময় একটা বড় অংশজুড়ে চিকিৎসককে ব্যস্ত থাকতে হয় কম্পিউটার ঘাঁটাঘাঁটিতে। আগের রেকর্ড দেখা, ডিজিটাল ডেটা দেখা, পরীক্ষণের ফলাফল দেখা এবং নতুন তথ্য-উপাত্ত ভুক্তি দেওয়ায় নেহাত কম সময় যায় না। আমেরিকার মতো যেসব দেশে স্বাস্থ্য উপাত্ত রাখা বাধ্যতামূলক, সেখানে রোগী দেখার সময়ের ২৫ শতাংশই চলে যায় কম্পিউটারে।
এর একটি চৌকস সমাধান নিয়ে এসেছে অগমেডিক্স। চিকিৎসকদের সামনে থেকে কম্পিউটার সরিয়ে ফেলেছে তারা। গুগল-গ্লাসকে ভিত্তি করে একটি নতুন সেবা অ্যাপ্লিকেশন (সফটওয়্যার) বানিয়েছে তারা।
গুগল-গ্লাস নামক বিশেষ চশমাটি ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে। এর মাধ্যমে রোগীকে পরীক্ষা করার সময় চিকিৎসক দূরদেশে কম্পিউটারের সামনে বসে থাকা তাঁর 'লিপিকারের' (স্ক্রাইবার) সঙ্গে যুক্ত থাকতে পারেন। লিপিকারের কম্পিউটার যুক্ত থাকে রোগীর তথ্যভান্ডারের সঙ্গে। একজন লিপিকার রোগীর যাবতীয় রেকর্ডই কেবল দেখছেন না, বরং তা তৎক্ষণাৎ (রিয়েল টাইম) তাঁর চিকিৎসককে জানিয়ে দিতে পারছেন। তথ্যগুলো ভেসে উঠছে রোগীকে পরীক্ষায় ব্যস্ত চিকিৎসকের চশমার পর্দায়। আবার চিকিৎসক রোগী দেখে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন, সেগুলো তিনি মুখে বলামাত্র ওই চশমার মধ্য দিয়ে পৌঁছে যাচ্ছে লিপিকারের কাছে। লিপিকার চার্ট-নোট (রোগীসংক্রান্ত) লিপিবদ্ধ করছেন। চশমাটি এখানে একটি দ্বিমুখী যোগাযোগের মাধ্যম। এ কারণে এটি প্রচলিত মেডিকেল ট্রান্সক্রিপশন সার্ভিসের চেয়ে এক ধাপ এগিয়ে। 
আমেরিকার প্রথম সারির দৈনিক ওয়াশিংটন পোস্ট লিখেছে, 'এর মাধ্যমে একজন চিকিৎসক একই সময়ে আগের চেয়ে বেশি রোগী দেখতে পারেন। তাঁর দৈনিক দুই থেকে তিন ঘণ্টা সময় বাঁচে। সবচেয়ে বড় কথা, চিকিৎসকেরা রোগী দেখার মূল কাজে তাঁর পুরো সময় ব্যয় করতে পারছেন।'
যেভাবে বাংলাদেশ যুক্ত 
যাঁদের হাতে এই প্রযুক্তি উদ্ভাবন হয়েছে, সেই অগমেডিক্সের দুই সহপ্রতিষ্ঠাতার একজন ইয়ান শাকিল। তাঁর বাবা কাজী শাকিল হলেন ফুটবলার কাজী সালাউদ্দিনের ভাই এবং মা দিয়ানে মেলোন একজন আমেরিকান। ডিউক বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর ইয়ান শাকিল ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কয়েকটি প্রতিষ্ঠানে চাকরি করার পর ২০১২ সালে পেলু ট্র্যান নামে আরেক আমেরিকান তরুণের সঙ্গে মিলে শাকিল প্রতিষ্ঠা করেন স্টার্টআপ কোম্পানি অগমেডিক্স। 
আমেরিকায় জন্ম ও বেড়ে ওঠা হলেও বাবার কারণে ছোটবেলা থেকে নিয়মিত বাংলাদেশে এসেছেন শাকিল। বাংলাদেশের সঙ্গে নাড়ির টানের কারণে এ দেশের তরুণদের কাজে লাগানোর চিন্তাও এসেছে। তাই গুগল চশমার সঙ্গে যুক্ত এই অ্যাপ্লিকেশন তৈরির কাজটি তিনি শুরু করেন ঢাকাতেই এবং নিবন্ধন করেন অগমেডিক্স (বাংলাদেশ) লিমিটেড নামের সম্পূর্ণ বাংলাদেশি একটি প্রতিষ্ঠান, যার মালিকানা শতভাগ সিলিকন ভ্যালির অগমেডিক্সের। বর্তমানে গুগল-গ্লাসের চিকিৎসকদের জন্য এই লিপিসেবাটি দেওয়া হয় ভারত, ডমিনিকান রিপাবলিক, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে। এরই মধ্যে আমেরিকার সহস্রাধিক চিকিৎসক এই সেবা ব্যবহার করছেন মাসে দেড় থেকে চার হাজার ডলারের বিনিময়ে। 
ঢাকায় অগমেডিক্স
৪ ডিসেম্বর শাকিলের সঙ্গে কথা বলার জন্য হাজির হলাম ঢাকার পান্থপথের অগমেডিক্স কার্যালয়ে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আহমেদুল হক। শাকিল বললেন, সিলিকন ভ্যালিতে তাঁদের অফিস থাকলেও গুগল চশমার এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপমেন্টের মূল কাজটি হয়েছে ঢাকাতেই এবং এটির বিকাশের কাজও এখানে হচ্ছে। 
বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী ও প্রোগ্রামারদের প্রশংসা করে শাকিল বলেন, 'এঁদের অনেকেই গুগল-ফেসবুক বা এ রকম বড় প্রতিষ্ঠানের সঙ্গে সহজে যুক্ত হতে পারেন। কিন্তু আমরা কৃতজ্ঞ যে তাঁরা আমাদের মতো স্টার্টআপের সঙ্গে কাজ করছেন। আমরাও তাঁদের অনেককে কোম্পানির শেয়ার দিচ্ছি।' 
অগমেডিক্সের ঢাকার সফটওয়্যার প্রকৌশলীরা যে কাজটি করেছেন, বাণিজ্য বিষয়ক আমেরিকান বিখ্যাত ম্যাগাজিন ফাস্ট কোম্পানির ভাষায় সেটি হলো 'গুগল-গ্লাসকে দ্বিতীয় জীবন দেওয়া।' আর এই উদ্ভাবনী কাজের জন্য ফাস্ট কোম্পানি ২০১৬ সালে অগমেডিক্সকে স্বাস্থ্যসেবা খাতের সবচেয়ে উদ্ভাবনী কোম্পানি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

অগমেডিক্সের সহপ্রতিষ্ঠাতা ইয়ান শাকিল। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করে ২০১২ সালে প্রতিষ্ঠা করেন সিলিকন ভ্যালিভিত্তিক এই স্টার্টআপ কোম্পানি

বাংলাদেশে এই কার্যক্রম চালানোর ইচ্ছে তাঁর কেন হলো, এই প্রশ্নের জবাবে হেসে দিয়ে শাকিল তাঁর পিতৃপরিচয় তুলে ধরেন। তারপর বাংলাদেশের এক বিরাট যুবসম্প্রদায়ের কথা তুলে ধরে বলেন, ঠিকমতো পরিচর্যা করতে পারলে এঁদের বিশ্বমানের কর্মী হিসেবে গড়ে তোলা মোটেই কঠিন নয়। এ জন্য শাকিল তরুণদের ইংরেজি ভাষা শিক্ষার ওপর জোর দেন। 
অগমেডিক্সে বিনিয়োগ
৮ ডিসেম্বর নতুন করে ২ কোটি ৩০ লাখ ডলার (১৯২ কোটি টাকা) বিনিয়োগের ঘোষণা দিয়েছে এই কোম্পানি। নতুনভাবে অগমেডিক্সে বিনিয়োগ করেছে মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ম্যাককেসন ভেঞ্চার ও অরবিমেড। এই কোম্পানিগুলো আমেরিকায় চিকিৎসা খাতে প্রথম সারির বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এর আগে রেডমাইল প্রুপ, ডিসিএম ভেঞ্চার, এমারজেন্স ক্যাপিটালসহ আমেরিকার বিভিন্ন স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক প্রায় ছয় কোটি ডলার (প্রায় ৪৭০ কোটি টাকা) বিনিয়োগ করেছে অগমেডিক্সে। বাংলাদেশের তরুণদের মধ্যে যে সম্ভাবনা ইয়ান দেখেন, তার প্রতিধ্বনি পাওয়া গেল ডিসিএম ভেঞ্চার কোম্পানির অংশীদার পেটে মোরানের কথায়। ডিসিএম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন কোম্পানিতে প্রায় ৩৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে। 

এই প্রতিবেদকের কাছে পাঠানো এক বার্তা পেটে মোরান জানালেন, ১৯৯০ সালের দিকে মার্কিন বিনিয়োগকারীরা চীনের ইন্টারনেট উদ্যোক্তাদের মধ্যে যে স্বপ্ন ও সম্ভাবনা দেখেছিলেন, ঠিক তেমনটি এখন বাংলাদেশের তরুণদের মধ্যে দেখছেন তাঁরা। তিনি বলেছেন, '১৯৯৯ সালের দিকে আমরা চীনের ইন্টারনেট উদ্যোক্তাদের পেছনে বিনিয়োগ করেছি এবং তাঁরা অনেকেই এখনকার শীর্ষ কোম্পানিগুলো গঠন করেছেন। আমরা এখন সমমাত্রায় উদ্দীপ্ত যে অগমেডিক্সের মতো কোম্পানির পেছনে আমরা বিনিয়োগ করছি, যারা কার্যত বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত। বিপুল তরুণ জনগোষ্ঠী, ক্রমাগত শক্তিশালী হওয়া শিক্ষাব্যবস্থা, সংহত তথ্যপ্রযুক্তির অবকাঠামো এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান—এসবই বাংলাদেশকে নব্বইয়ের দশকের তথ্যপ্রযুক্তিতে চীনের সমান্তরাল অবস্থানকেই তুলে ধরছে। আর সে জন্য আমরা মনে করছি এশিয়ায় বিনিয়োগের এক সম্ভাবনাময় দেশ হলো বাংলাদেশ।'
নতুন বিনিয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে কেবল বাংলাদেশে তাদের সেবার পরিধি পাঁচ থেকে সাত হাজার জনে উন্নীত করতে চান ইয়ান। ঢাকায় অগমেডিক্স কর্মকর্তা আহমেদুল হক বললেন, এরই মধ্যে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ বাংলাদেশি তরুণদের স্ক্রাইবসেবায় দক্ষ হিসেবে গড়ে তোলার কর্মকাণ্ডে সহায়তা দিচ্ছে। শাকিল বললেন, বিশ্বের জন্য বাংলাদেশ থেকে স্ক্রাইবসেবা দেওয়ার কাজটার সবটুকু তাঁরা একা করতে চান না। এ জন্য অংশীদারদেরও তিনি সঙ্গে নেবেন। অগমেডিক্সের ক্লাউড ও সিস্টেম ব্যবহার করে বাংলাদেশি অন্য কোম্পানিও এই সেবা চালু করতে পারবে। 
ইয়ান শাকিলের ইচ্ছা বছর খানেকের মধ্যে বাংলাদেশে তাঁর কোম্পানির পরিচালনা পর্ষদের একটি সভা ঢাকায় আয়োজন করা, যেখানে সিলিকন ভ্যালির বনেদি বিনিযোগকারীরা উপস্থিত থাকবেন। তাঁর ধারণা, অবকাঠামোগত সুবিধার চেয়ে বাংলাদেশের তরুণদের স্বীকৃত মেধার কথা ঠিকমতো তুলে ধরা উচিত। তাতে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে নব্বইয়ের দশকের চীনের মতো বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারবে।

http://www.prothom-alo.com/technology/article/1045545/গুগল-চশমার-নবজন্মের-পেছনে-ঢাকার-কোম্পানি

   বিজ্ঞান ও প্রযুক্তি  মুনির হাসান | আপডেট: ০২:১২, ডিসেম্বর ২৪, ২০১৬ | প্রিন্ট সংস্করণ

The Stanford MBA Who Is Reshaping Healthcare - Poets and Quants

by: Nathan Allen on January 31, 2016 | 3 Comments 6,296 Views. January 312016
ইয়ান শাকিল










Ian ShakilStanford MBA and cofounder and CEO of Augmedix ...
Launched little more than three months after commencementAugmedix uses Google Glass to nip and tuck burdensome electronic health record data entry for physicians

Augmedix team:

The Augmedix executive team, along with their group of advisors and mentors, combine decades of healthcare, technology, and operational experience. Thanks to the vision and execution of its founding members, the company has become a healthcare innovation leader using wearables.


                                                       

                                               



__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {PFC-Friends} Fwd: "Dark Side of Sheikh Mujib: In 1974,The greatest killing of Bangladesh"




'বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুদন্ডের মানে হবে ঐতিহাসিক ভাবে পাকিস্তান রাষ্ট্রের প্রতি মৃত্যুদন্ড!!''

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
৩ সেপ্টেম্বর, ১৯৭১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মুজিবনগর সরকারের পক্ষে বাংলাদেশ মিশন, ওয়াশিংটন হতে এম আর সিদ্দিকী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত 'Bangladesh: সাপ্তাহিক বুলেটিন' এর পাতায় পাকিস্তান কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রহসনের বিচার নিয়ে লেখাটি ছাপা হয়...
.
''মুজিবের মৃত্যুদন্ডের মানে হবে ঐতিহাসিক ভাবে পাকিস্তান রাষ্ট্রের প্রতি মৃত্যুদন্ড!!''
.
সারা পৃথিবী জুড়ে অসংখ্য আইনজীবি,রাষ্ট্রনায়ক এবং খবরের কাগজ পশ্চিম পাকিস্তানের সামরিক শাসক কর্তৃক শেখ মুজিবের গোপন বিচারের তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁদের মতামত এই যে সাড়ে সাত কোটি মানুষের ভোটে নির্বাচিত কোন নেতার গোপনে সামরিক আইনে বিচার শুধু অন্যায়ই নয় অমানবিকও বটে।
.
ওয়ার্ল্ড পিস কাউন্সিল এর সেক্রেটেরিয়েট হেলসিঙ্কিতে একটি বিবৃতিতে বলেছিলেন যে বিচার মন্চায়ন এবং গনহত্যা ও লুটতরাজ এর ইয়াহিয়ার একনায়কতন্ত্র পৃথিবীর কাছে এটাই প্রকাশ করে দিয়েছে যে এটি সম্পূর্ণ রূপে নৈতিকতা বর্জিত এবং তা জনগনের অধিকার ক্ষুন্ন করে। "শেখ মুজিবুর রহমান, যিনি ভারতে বৃটিশ আগ্রাসনের বিরুদ্ধেও যুদ্ধ করেছিলেন যখন ইয়াহিয়া ও তার দোসররা তাদের ব্রিটিশ মনিবের প্রতি চরম আনুগত্য প্রকাশ করছিল,একমাত্র ভুলটি হচ্ছে প্রথম বারের মত অনুষ্টিত সাধারন নির্বাচনে বাংলাদেশের মানুষ তার দলকে ১৬৯ টি আসনের মধ্যে ১৬৭টিতে বিজয়ী করেছিল।
.
আর্ন্তজাতিক জুরিস্টস কমিশন বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের গোপনে সামরিক আইনে বিচারে পশ্চিম পাকিস্তানের ইয়াহিয়া খানের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন। আইসিজে এর সেক্রেটারি জেনারেল কর্তৃক স্বাক্ষরিত এক বার্তায় বলেন, "আর্ন্তজাতিক জুরিস্টস কমিশন শেখ মুজিবুর রহমানের গোপনে সামরিক আইনে বিচারের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন। ন্যায় বিচারে গোপনীয়তার কিছু থাকতে পারে না।"
.
জাতিসংঘের মহাসচিব ইউ থান্ট এক সংবাদ বিবৃতিতে বলেছিলেন জাতিসংঘে কর্মরত অন্যান্য জনপ্রতিনিধিদের সাথে তিনিও একই অনুভূতি পোষণ করেন যে শেখ মুজিবের ভাগ্য সংক্রান্ত যেকোন উন্নতি বা অবনতি পাকিস্তান সীমান্তের বাইরেও প্রভাব ফেলবে।
.
এগারজন ইউএস সিনেটর আমেরিকার সরকারের প্রতি দাবি জানিয়েছেন যেন সরকার পাকিস্তানকে জানায় যে তারা আশা রাখে যে শেখ মুজিবের প্রতি সহানুভূতি প্রদর্শন করা হবে।
.
নিউ ইয়র্ক পোস্টঃ
যেহেতু ওয়াশিংটন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে প্রশ্নবিদ্ধ ভূমিকা কুড়িয়েছে, তা ব্যবহার করে তাদের উচিত ইয়াহিয়া কে শেখ মুজিবের প্রতি প্রতিহিংসা মূলক বিচার থেকে বিরত রাখা। যদি গোপন বিচারে শেখ মুজিবর রহমান দোষী সাব্যস্ত হন এবং তাঁকে যদি মেরেও ফেলা হয় তিনি পূর্ব পাকিস্তান ও ভারত দুটি দেশেই শহীদ বলে বিবেচিত হবেন এবং এই বিচার প্রক্রিয়ার সত্যিকার বলি হবে এশিয়ার শান্তি।
.
ক্রিস্তিয়ান সায়েন্স মনিটরঃ
পূর্ব বাংলার সায়ত্তশাসন অর্জনের লক্ষ্যে তাঁর (মুজিবুর রহমান) ভূমিকা কি আদৌ রাষ্ট্রদোহীতামূলক কিনা তা বেশিরভাগ মানুষের মনেই সংশয়ের জন্ম দিয়েছে। গোপন বিচারে তাঁকে দন্ডিত করা অবশ্যই বেদনাদায়ক অনুভূতির জন্ম দেবে।
.
টরেন্টো টেলিগ্রামঃ
শেখ মুজিবের জীবন বাঁচাতে সাহায্য করা এবং ইয়াহিয়া খানের সরকারকে আরেকটি অপ্রয়োজনীয় হত্যাকান্ড থেকে বিরত রাখাই শুধু নয়, সমগ্র উপমহাদেশকে নতুন করে বিক্ষোভের মুখে ঠেলে দেওয়া থেকে বিরত রাখার দায়িত্ব সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের উপরই বর্তায়।

Like
Comment
 




From: pfc-friends@googlegroups.com <pfc-friends@googlegroups.com> on behalf of Mohamed Nazir <nazir0101@gmail.com>
Sent: Friday, December 23, 2016 10:01 AM
To: nabdc@googlegroups.com; pfc-friends@googlegroups.com; Jamal G. Khan; NewEngland Awami League; N.E. AWAMI LEAGUE; ZILLURRKHAN@GMAIL.COM; shamsul wares; Sitangshu Guha; Suhas Barua; Shah DeEldar
Subject: {PFC-Friends} Fwd: "Dark Side of Sheikh Mujib: In 1974,The greatest killing of Bangladesh"
 


Mohamed Nazir has shared a video with you on YouTube
Dark Side of Sheikh Mujib: In 1974,The greatest killing of Bangladesh
Dark Side of Sheikh Mujib: Killed Thousand of people in ...
                 

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {PFC-Friends} Re: {NA Bangladeshi Community} A crushing n humiliating defeat for the BNP



Straight Talk

NCC Election — People Have Spoken

Abdul Mannan

 


<< Not only BNP and its allies boycotted the national election of 2014 it declared a violent war against the common people of the country to realise their demand killing about three hundred common people by burning them to death and maiming hundreds. Public properties worth millions of taka were destroyed. Sk. Hasina, the Chief of Awami League offered them all sorts of concession possible under the Constitution to bring them to election but could not budge the BNP Chief Begum Zia from her rigid position. 

 Amidst determined stand of Sk.Hasina the national elections were held on 5 January, 2014 and as expected, her party, the Awami League won the majority seats to form the government for the second successive term. Many analysts commented that by not contesting the election BNP has committed a fatal mistake. The NCC election perhaps is a testimony to prove that the analysts were right. Incidentally though BNP did not take part in the national election it participated in many of the succeeding local body elections and won in many of them. In the case of Narayanganj too it participated in the City Corporation election but kept out of District Council election. Often the political decision made by a party like BNP defeats all reasons, rationale and logic and enforces the belief that the party is full of leaders but no politicians. >.


http://www.daily-sun.com/printversion/details/193436/NCC-Election-%E2%80%94-People-Have-Spoken
www.daily-sun.com
The much talked over Narayanganj City Corporation Election to elect the City Mayor and 36 councillors is over and the people have or rather the voters have spoken, loud and clear. The voice of people is the voice of God. They have elected the immediate past Mayor, Awami League nominated candidate, Selina



From: 'zainul abedin' via PFC-Friends <pfc-friends@googlegroups.com>
Sent: Friday, December 23, 2016 12:27 PM
To: pfc-friends@googlegroups.com
Cc: Jalal Uddin Khan; Mohammad Gani; ranu51@hotmail.com; Zoglul Husain; Mohamed Nazir; S Akhter; Post Card; Isha Khan; quazinuru@yahoo.com; New England Bnp; Alochona Groups; alapon@yahoogroups.com; bangla-vision@yahoogroups.com; la-discussion@googlegroups.com; Khondkar_Karim@uml.edu; aleem53@yahoo.com; Bazlul Wahab; shahadathussaini@hotmail.com; Javed Helali; Mina Farah; Muazzam Kazi; Tareque Ahmed; BDPANA@yahoogroups.com; nabdc group
Subject: Re: {PFC-Friends} Re: {NA Bangladeshi Community} A crushing n humiliating defeat for the BNP
 

Salam, Nomoshker,

"Sheikh Hasina, ... has become authoritarian and her actions...reflect ... the tragedy of Bangladesh" ---Kuldip Nayar's bottom line.

Zainul Abedin

--------------------------------------------
On Thu, 12/22/16, Sitangshu Guha <guhasb@gmail.com> wrote:

 Subject: Re: {PFC-Friends} Re: {NA Bangladeshi Community} A crushing n humiliating defeat for the BNP
 To: "pfc" <pfc-friends@googlegroups.com>
 Cc: "Jalal Uddin Khan" <jukhan@gmail.com>, "Mohammad Gani" <mgani69@gmail.com>, "ranu51@hotmail.com" <ranu51@hotmail.com>, "Zoglul Husain" <zoglul@hotmail.co.uk>, "Mohamed Nazir" <nazir0101@gmail.com>, "S Akhter" <sakhter1015@gmail.com>, "Post Card" <abahar.canada@gmail.com>, "Isha Khan" <bdmailer@gmail.com>, "quazinuru@yahoo.com" <quazinuru@yahoo.com>, "New England Bnp" <bnp.newengland@yahoo.com>, "Alochona Groups" <alochona@yahoogroups.com>, "alapon@yahoogroups.com" <alapon@yahoogroups.com>, "bangla-vision@yahoogroups.com" <bangla-vision@yahoogroups.com>, "la-discussion@googlegroups.com" <la-discussion@googlegroups.com>, "Khondkar_Karim@uml.edu" <Khondkar_Karim@uml.edu>, "aleem53@yahoo.com" <aleem53@yahoo.com>, "Bazlul Wahab" <bazlul@yahoo.com>, "shahadathussaini@hotmail.com" <shahadathussaini@hotmail.com>, "Javed Helali" <jhelali2000@yahoo.com>, "Mina Farah" <farahmina@gmail.com>, "Muazzam Kazi" <kazi4986@yahoo.com>, "Tareque Ahmed" <tareque7@gmail.com>, "BDPANA@yahoogroups.com" <BDPANA@yahoogroups.com>, "nabdc group" <nabdc@googlegroups.com>
 Date: Thursday, December 22, 2016, 8:48 PM
 
 http://www.thestatesman.com/
www.thestatesman.com
The Statesman is an Indian English-language broadsheet daily newspaper founded in 1875 and published simultaneously in Kolkata, New Delhi, Siliguri and Bhubaneswar.


 opinion/tragedy-of-bangladesh- 1482361992.html
 
 On Thu, Dec 22, 2016 at
 12:32 PM, rashed Anam <rashedanam1971@gmail.com>
 wrote:
  It was not a competition between the candidates
 but rather competition between the parties when the country
 is  gripped by the  BAKSAL dictatorship. Hence the
 'better candidate' logic does not apply here.  So,
 the question is why BNP lost the election and whatever
 happened to the 'Gono-Jowar'? 
 1) বাকশাল আর
 গণতন্ত্র একে অপরের
  সম্পূর্ণ বিপরীত !
  দুটো একই সাথে একসময়
 থাকতে পারে না ! একে
 অপরের অস্তিত্বের
 বিপরীতে !! বাকশাল
 একদলীয় শাসনে কোনোদিনই
 সুষ্ট নির্বাচন হয় নাই,
 হবে না , হওয়ার কোনো
 সম্ভবনাই কাঠামোগত
 ভাবে, আভিধানিক অর্থে
 নাই !! একদলীয় শোষণ
 গনতন্র, আত্মসম্মান ,
 নাগরিকবোধ, নাগরিক
 মালিকানার হরণ করে ও
 পদদলিত করে, স্বাধীনতার
 চেতনা ও অর্থকে বিলুপ্ত
 করে , ধর্ষণ করে !!
 The election results were
 manipulated & rigged  in both the local centers and in
 the election centers. That's what happens in any
 dictatorship or one-party system.   It takes a HUGE
 participation and revolution like people's involvement
 to topple a rigged system that even when they rig/steal the
 sheer volumes of pro-democracy people will wash away those
 manipulated numbers.   
 2) The 'Gono-jowar'  never
 happened as evident by the low participation. There are a
 few reasons it never happened.  a)
 The Godfathers of Narayongonjs and Shontrashi Awamilig have
 kept the political culture very scared with continuous
 threats,  arrest and violence for any common middle class
 to take interests in the poll. The constant threats, arrest,
 cases behind the scene to political leaders have taken the
 activists out and made it a  low participation, ruling
 party controlled environment. The common people do not
 participate in fearful and dangerous
 context.  b) BNP has failed to
  campaign fully as most of the media are govt controlled
 and most coverages are given to Shamim Osman (the Godfather
 and Toki murderer )  and Ivy.  c)  BNP has
 failed to and chose not to make the election as a national
 campaign , they had no message of change, no message of
 restoring democracy  against the dictatorship, no message
 against the Goom-Khun culture,  no message of selling out
 country to India and betraying our liberation war values, no
 messages against Awamileague's  anti-Islamism .  They
 thought fielding a candidate automatically will  over throw
 the deeply trenched BAKSALI  one-party-police-state by
 itself without doing any ground work to galvanize the
 people. 
 d) BNP's
 Khaleda did not campaign. A few Central leaders did just one
 or two face saving shows. It was not a all out effort,
 because BNP did not think it needed to be a all out effort.
 Narayongong Mayorship was not that much important cause to
 sacrifice the bigger picture of national cause (national
 election ). 
 e) BNP
 lacked as usual competent leaders and adequate number of
 leaders as most are either too old, imprisoned, compromised
 for them to launch vigorous campaign with  strong national
  messages against the BAKSALI dictatorship.
  
 
 BNP has failed to realize that it
 takes local wins and build up to build national campaign. It
 takes continuous messaging, continuous campaigning ,
 continuous involvement from TOP leader to all central
 leaders. 
 
 Khaleda Zia  comes down to streets
 only to go to the BAKSALI-Awami-Vondo trials/courts  but
 she cannot come to street or visit on the ground for
 campaigning, for building and connecting with grass roots,
 for Andolon, for march to Rampal, for building councils
 etc.  If the top leader is  missing in action, why would
 her deputies or people to be dedicated ? 
 -RA
 On Thu, Dec 22, 2016 at
 8:15 AM, Jalal Uddin Khan <jukhan@gmail.com>
 wrote:
 BNP has been devastatingly defeated in the
 N'Ganj election mainly because of its extremely weak
 candidate who pales n fades beside the well-known, clean and
 charismatic Ivy. Advocate Sakhawat H cannot not even talk
 well. How can he do his legal advocacy at the court? He is
 full of stumbles. He has no fluency, no warmth, no
 enthusiasm. During the campaign of the last couple of weeks,
 the slow n dull speaking Sakhawat was seen to be walking
 like a funny and pathetic Don Quixote without engaging with
 the voters through eye contact and forceful and winning
 verbal communication. Advocate Taimur Alam K would have been
 a much better and worthy candidate, or the other guy,
 N'Ganj BNP GS. Shame on the BNP. 
 
 
 
 --
 
 You received this message because you had subscribed to the
 Google Groups "North America Bangladeshi Community
 forum". Any posting to this group is solely the opinion
 of the author of the messages to nabdc@googlegroups.com
 who is responsible for the accuracy of his/her information
 and the conformance of his/her material with applicable
 copyright and other laws where applicable. The act of
 posting to the group indicates the subscriber's
 agreement to accept the adjudications of the moderator(s).
 To post to this group, send email to nabdc@googlegroups.com.
 
 ---
 
 You received this message because you are subscribed to the
 Google Groups "North America Bangladeshi
 Community" group.
 
 To unsubscribe from this group and stop receiving emails
 from it, send an email to nabdc+unsubscribe@googlegroups
 .com.
 
 Visit this group at https://groups.google.com/grou
 p/nabdc.
 
 For more options, visit https://groups.google.com/d/op
groups.google.com
Google Groups allows you to create and participate in online forums and email-based groups with a rich experience for community conversations.


 tout.
 
 
 
 
 
 
 --
 
 You received this message because you are subscribed to the
 Google Groups "PFC-Friends" group.
 
 To unsubscribe from this group and stop receiving emails
 from it, send an email to pfc-friends+unsubscribe@
 googlegroups.com.
 
 For more options, visit https://groups.google.com/d/
groups.google.com
Google Groups allows you to create and participate in online forums and email-based groups with a rich experience for community conversations.


 optout.
 
 
 
 
 --
 Sitanggshu Guha
 
 
 
 
 --
 
 You received this message because you are subscribed to the
 Google Groups "PFC-Friends" group.
 
 To unsubscribe from this group and stop receiving emails
 from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
 
 For more options, visit https://groups.google.com/d/optout.
groups.google.com
Google Groups allows you to create and participate in online forums and email-based groups with a rich experience for community conversations.


 

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
groups.google.com
Google Groups allows you to create and participate in online forums and email-based groups with a rich experience for community conversations.




__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___