Banner Advertiser

Thursday, October 22, 2015

[mukto-mona] Fw: At Homeland Security, almost 100 employees paid to stay home for more than a year [2 Attachments]

[Attachment(s) from Jiten Roy included below]


 

At Homeland Security, almost 100 employees paid to stay home for more than a year
 
 
 
https://img.washingtonpost.com/wp-apps/imrs.php?src=https://img.washingtonpost.com/rf/image_908w/2010-2019/WashingtonPost/2014/08/06/National-Security/Images/Immigration_Overload_Families_-0e950-1348.jpg&w=1484
(Eric Gay/AP)
A year after auditors documented tens of thousands of federal workers on paid leave for at least a month and longer stretches that exceed a year, close to 100 Department of Homeland Security employees still are being paid not to work for more than a year.
The large number persists even after the Obama administration urged agencies in June to curtail their reliance on what is known as administrative leave, the government's go-to strategy for dealing with employees facing allegations of misconduct.
Now Sen. Charles E. Grassley (R-Iowa), who provided the numbers he received from DHS, is demanding answers from agency officials. In a letter to DHS Secretary Jeh Johnson Wednesday, he called the officials' previous explanation for extended leave cases "too broad and vague to assess whether other actions might have been more appropriate."
Grassley said the agency failed to explain how it was meeting federal guidelines to reserve paid leave for rare circumstances when an employee poses a physical threat in the workplace, or how sidelining employees for so long is consistent with numerous rulings by the comptroller general that federal workers should not be sidelined for long periods for any reason.
"DHS also failed to explain why such extended amounts of time were needed to conduct investigations into security issues, misconduct, or fitness for duty," Grassley wrote.
DHS was one large agency cited by the Government Accountability Office in October 2014 in the first report on administrative leave. The audit, first made public by The Washington Post, found that 53,000 civilian employees were kept home for one to three months during the three fiscal years that ended in September 2013. About 4,000 of them were idled for three months to a year and several hundred for one to three years.
The tab for these workers exceeded $775 million in salary alone, auditors found. They acknowledged that their report almost certainly understates the extent and cost of administrative leave because the figures they examined accounted for only about three-fifths of the federal workforce.
DHS officials said late Wednesday that they were preparing a comment for this article.
Grassley asked DHS and other agencies the auditors cited for a significant use of administrative leave to explain why. The senator's staff calculated that DHS, the government's third-largest agency, spent almost $1.8 million last year to keep 88 employees on paid leave. Four were on administrative leave for some three years or more, and another 17 employees for two years or more. Grassley said he wants more answers from the agency.
Of the 88, 53 faced misconduct charges, 13 had issues with security clearances and the agency had questions about the fitness for duty of another 22, according to data DHS provided to the senator.
The employees on leave for at least a year were across the department's components, suggesting "systemic misuse of paid administrative leave," Grassley said.
In an interview, he called administrative leave "a crutch not to make a decision on some personnel problems."
"Can you imagine that we have to write this letter now, after GAO said how bad this problem is?" he asked. "Obviously in DHS nothing has changed. To me and to the taxpayers it's a lot of money."
Grassley said he is working with Sen. Jon Tester (D-Mont.) on a bill that would crack down on abuses of paid leave, allowing federal agencies to send an employee home only in rare circumstances, when they physically endanger themselves or someone else.
Auditors found that supervisors used wide discretion in putting employees on leave, including for alleged violations of ­government rules and laws, whistle blowing, doubts about trust­worthiness and disputes with colleagues or bosses. Some employees remain on paid leave while they challenge demotions and other punishments.
While employees stay home, they not only collect paychecks but also build their pensions, vacation and sick days and move up the federal pay scale.
https://img.washingtonpost.com/wp-apps/imrs.php?src=http://wp-eng-static.washingtonpost.com/author_images/reinl.jpg?ts=1410794061904&w=180&h=180
Lisa Rein covers the federal workforce and issues that concern the management of government.
 
 


Visit www.nyc.gov/hhc

CONFIDENTIALITY NOTICE: The information in this E-Mail may be confidential and may be legally privileged. It is intended solely for the addressee(s). If you are not the intended recipient, any disclosure, copying, distribution or any action taken or omitted to be taken in reliance on this e-mail, is prohibited and may be unlawful. If you have received this E-Mail message in error, notify the sender by reply E-Mail and delete the message.




__._,_.___

Attachment(s) from Jiten Roy | View attachments on the web

2 of 2 Photo(s)


Posted by: Jiten Roy <jnrsr53@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] প্রকাশের জন্যে-



Not sure where this discussion is going? Interestingly, we know exactly the Asurs of our current time but do we know who are true heroes? I have no doubt that the same Asurs are being treated as heroes in some parts of the world. 



On Wednesday, October 21, 2015 7:16 PM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
I am not disputing your account of Asurs. 
Ravan is considered as Evil in our part of the world, but, in Sri Lanka, Ravan is a hero(God), if I am not mistaken. So, the concept may vary from society to society. 

Scriptural description should not be taken literally; it needs to be interpreted with proper perspectives of the time and society when those books were written, and then translate those themes into contexts of the today's world. 


From: "Kamal Das kamalctgu@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Wednesday, October 21, 2015 9:03 AM
Subject: Re: [mukto-mona] প্রকাশের জন্যে-

 
Please read Rig Veda.

Sent from my iPad



On Oct 21, 2015, at 6:48 AM, Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 
Sur and Asur, repectively, represent 'good' and 'evil' in Sanskrit. These two forces have been fighting from the beginning of time. As per scripture, Asurs will gain enough strength, at times, to aspire for ruling the world. At that moment, Surs will join hands, and form an enormous force, which will defeat Asurs, and establish peace on earth. The end. 

From: "Kamal Das kamalctgu@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Tuesday, October 20, 2015 9:55 AM
Subject: Re: [mukto-mona] প্রকাশের জন্যে-

 
Asur, in old Sanskrit, is one who gives life. Ahura Majda is high God in Avvestan religion.

Sent from my iPad

On Oct 20, 2015, at 9:49 AM, Sitangshu Guha guhasb@gmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 
সবাইকে শারদীয় শুভেচ্ছা
সবাইকে শারদীয় শুভেচ্ছা। দেবী দুর্গার আগমন সংক্ষুদ্ধ পৃথিবীতে শান্তি বয়ে আনুক, সবার জীবন হউক উচ্ছল শান্তিময়। এই শারদীয়া শুভেচ্ছা বার্তাটি যখন লিখতে বসেছি ঠিক তখনই দেখলাম পূজা উপলক্ষে এক ভাষণে নৌমন্ত্রী বলেছেন, 'বিএনপি জামাত অসুরদের শায়েস্তা করতে হবে' দূর্গা পূজার মূল থিমটি হচ্ছে 'অসুরের বিরুদ্ধে সুরের বিজয়' অর্থাৎ অসুন্দর/অসত্যের বিরুদ্ধে সুন্দর/সত্যের বিজয়। অসুর কি শুধু বিএনপি-জামাতে আছে, অন্য কোথাও নেই? অসুর সর্বত্রই আছে, মন্ত্রী বা সাংসদ যারা ক্ষমতার দাপটে জোর পূর্বক হিন্দু সম্পত্তি দখল করেন তারাও অসুর বটে! যারা মুর্ক্তি ভাঙ্গে তারাও অসুর। আমরা বাংলাদেশে সকল দলের অসুরদের বিরুদ্ধে সুরের বিজয় কামনা করছি।

পত্রিকায় দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মুর্ক্তি ভাঙ্গার বিরুদ্ধে আইন করা হবে ১৯৭২ সালের অক্টোবরে ঠিক এমনি দুর্গাপূজার মহাষ্টমীর দিন সারাদেশে একযোগে পরিকল্পনামফিক মন্দির ও প্রতিমার ওপর হামলা হয়। বাঙালি চেতনায় সেদিন এনিয়ে কেউ উচ্চ্বাচ্য করেনি। স্বাধীন বাংলাদেশে মন্দির বা মুর্ক্তিভাঙ্গার সেই শুরু; আজো সেই ধারা অব্যাহত আছে। সেদিনও ঐ ঘটনার বিচার করার তাগিদ কেউ অনুভব করেননি বা চার দশক পর আজো তা কেউ অনুভব করেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ, তিনি অন্তত: বলেছেন। চুয়াল্লিশ বছরে বাংলাদেশে হাজার হাজার মন্দির ভেঙ্গেছে, কিন্তু এই অপরাধে একজনও সাজা পেয়েছেন এমন নজির নাই। ফেইসবুকে একজন প্রশ্ন রেখেছেন, বাংলাদেশে মুর্ক্তি ভাঙ্গা বন্ধ হবে কবে? আর একজন উত্তর দিয়েছেন, যখন কোন হিন্দু থাকবে না বা সব মন্দির ভাঙ্গা শেষ হবে।

মুর্ক্তি ভাঙ্গলে বা মন্দিরে আগুন দিলে হিন্দুর ধর্মীয় অনুভুতিতে কি আঘাত লাগে? ছোটকালে অনেকের 'কাতুকুতু' থাকে। বড় হতে হতে আঘাতে আঘাতে কাতুকুতু চলে যায়। হিন্দুর অনুভুতিটাও ওই রকম, চুয়াল্লিশ বছরে সেটা ভোথা হয়ে গেছে। ক'দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রতি উপজেলায় একটি করে আধুনিক মসজিদ নির্মান করা হবে। মন্দিরের কথা বলতে সম্ভবত: তিনি ভুলে গেছেন। কিছুদিন আগে শ্রদ্ধেয় গাফফার চৌধুরী নিউইয়র্ক এলে তাকে এক হিন্দু বাড়ী দখলের কাহিনী বলি। শুনে তিনি বলেছিলেন, হিন্দুর সম্পত্তি তো 'গনিমতের' মাল। প্রতিমাও কি গনিমতের মাল? এ সময়ে দেশে বা প্রবাসে পূজার ঢোল বাজছে। হোমরা-চোমরারা অনেকে প্রধান অতিথি হয়ে মন্দিরে মন্দিরে যাবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, সম্প্রীতির বাণী শোনাবেন। তারপর আবার 'যেই লাউ সেই কদু'। এ প্রসঙ্গে আমার একটি তথ্য জানতে বড় ইচ্ছে করছে! সেটা হলো, কেউ কি কখনো খালেদা জিয়াকে কোন পূজা মন্ডপে যেতে দেখেছেন?

আমাদের দেশে এক্ষণে সাম্প্রদায়িক সম্প্রীতির নহর বইছে। পূজা এলে এমনই হয়। এবার অনেক বেশি পূজা হচ্ছে। বেশি পূজা মানে কি বেশি সম্প্রীতি? এখন পর্যন্ত তেমন বড় ধরনের গোলযোগের সংবাদ পাইনি। সরকার বা সংশ্লিষ্ট সবাই এজন্যে বাহবা পেতে পারেন। হিন্দুরা যে ভালো আছে, শান্তিপূর্ণ পূজা এর প্রমান, দেশে-বিদেশে এমত অকাট্য প্রমান অগ্রাহ্য করা কষ্টকর। কিন্তু এর পেছনে সরকারের কত টাকা খরচ হয়েছে সেই হিসাব কি কেউ রাখেন? শান্তি বজায় রাখতে সরকার র্যাব-পুলিশ-বিজিবি সবই মোতায়েন করেছেন। শুনেছি কোথাও কোথাও আওয়ামী লীগ নেতা-কর্মীরা প্রহরায় নেমেছেন। আরো শুনলাম, কোথায় নাকি এমনকি বিএনপি-জামাতও নেমে পড়েছে শান্তি রক্ষায়। হিন্দুদের প্রতি এমন দরদ শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব!

আমাদের দেশে শিয়ালের কাছে মুরগী বর্গা দেয়ার একটি প্রবাদ প্রচলিত আছে। এর পক্ষে-বিপক্ষে যথেস্ট যুক্তি আছে। যারা এর পক্ষে তাদের যুক্তি হলো, শিয়াল মুরগী খায় তা সবার জানা। সুতরাং শিয়ালের জিন্মায় মুরগি রেখে গেলে ব্যাটা আর কোন ফন্দি-ফিকির করতে পারবেনা। সত্যি সত্যি যদি আওয়ামী লীগ-বিএনপি-জামাতের সুমতি হয়, তাহলে নিশ্চিত বলা যায়, 'সামনে আছে শুভদিন'। আসলে কি তাই? কথায় বলে, 'ঘরপোড়া গরু সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়'। এত পুলিশ মিলিটারী দেখে আমরাও ভীত! পুলিশ প্রহরায় কি শান্তিতে ঘুমান যায়? প্রশ্ন জাগে, পূজা মন্ডপে পুলিশ না থাকলে কি হবে? কই, ঈদের দিন তো পুলিশ দিতে হয়না!

লেখাটা যখন প্রকাশিত হবে তখন হয়তো বিজয়া এসে পড়বে, সবাইকে তাই বিজয়ার আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলাম।

শিতাংশু গুহ, কলাম লেখক।
নিউইয়র্ক, ২০শে অক্টোবর ২০১৫।

SitangshuGuha 646-696-5569












__._,_.___

Posted by: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

RE: [mukto-mona]



What a lot of incredibly ridiculous rubbish about the 7th March, 1971 speech by Sheikh Mujib!  After months of struggle, political negotiations, demands for citizens' democratic rights, street level popular demonstrations and even international pressure, Pakistan held its first general election in Dec. 1970.  The first National Assembly was to be convened in Islamabad on 3rd March in accordance to the Election results.



To: mukto-mona@yahoogroups.com
From: mukto-mona@yahoogroups.com
Date: Wed, 19 Aug 2015 23:03:35 +0000
Subject: Re: [mukto-mona]

 

Somebody must be holding a gun at Mina Farah's head as she jots down these nonsensical ideas. The 7th March speech was to warn and prepare Bangalees for the direct fight with the West Pakistan. I do not know how old Mina Farah was and what she was doing at the time to understand this. That was a historic moment and an extremely timely speech. It served Bangalees very well during the next 9 months of struggle. And, yes, India was prepared for the ultimate consequences, including war. Any country would have opened the border for humanitarian reasons, if not political, for crores of refugees flowing towards the border; India had both reasons to open the border.

From: "Farida Majid farida_majid@hotmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Wednesday, August 19, 2015 5:45 AM
Subject: RE: [mukto-mona]

 
Funny! Section 57 has not scared the evil people from spreading their ridiculous LIES! It seems it has ENCOURAGED the miscreants to act against truth about the Spirit of muktijuddho. 

My e-mail in-box is full of unsolicited lies and vituperation against BAL and Sheikh Mujib by Londoni and markini Zindabadwallahs.  A sample from Mina Farah >>

<< প্রসঙ্গ ৭ মার্চের ভাষণ যুদ্ধ না আলোচনা:- 
৭ মার্চের ভাষণ কেন অপ্রয়োজনীয় ছিলো, বিষয়টি আগে কেউ কখনো খোলাসা করেনি। 
ভাষণটি ছিলো পূবপরিকল্পিত একটি টোপ। এই টোপ ফেলে যুদ্ধের পরিবেশ তৈরির 
পেছনে ভারত। ইয়াহিয়া-মুজিবের আলোচনা সফল হলে ব্যর্থ হতো ভারত। কথাটি চতুর 
ইন্দিরা গান্ধি খুব ভালো করেই জানতেন বলেই ৭০এই সীমান্ত খুলে দিয়েছিলেন।  . . >>




To: mukto-mona@yahoogroups.com
From: mukto-mona@yahoogroups.com
Date: Wed, 19 Aug 2015 00:35:17 +0000
Subject: Re: [mukto-mona]

 

Lost her mind completely!

From: "Mina Farah farahmina@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Tuesday, August 18, 2015 2:01 AM
Subject: [mukto-mona]

 
আমজনতার মঞ্চ থেকে:
প্রসঙ্গ বিশ্বজিৎ থেকে জুডিশিয়াল কিলিং:-
যুদ্ধাপরাধীদের বিচারের নামে কিভাবে জুডিশিয়াল কিলিং চলছে, একটিমাত্র
প্রমাণই যথেষ্ট। বাংলাদেশিদের বুদ্ধিজগত গণশৌচাগারে পরিণত না হলে,
বাকশালী স্টেটের কিলিং মিশন না বোঝার কোন কারণ নেই। বুদ্ধিজীবিদের
অব্যাহত অধপতনে আমি ক্ষুব্ধ। ট্রাইবুন্যালের একটিমাত্র উদ্দেশ্য,
বিএনপিকে পুরোপুরি ধ্বংস করে বংশানুক্রমে বাকশালী শাসন। ইতোমধ্যেই সজীব
ওয়াজেদকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য কোন চেষ্টাই বাকি নেই।
যেমন তাকে হত্যার পরিকল্পনাকারীর বিরুদ্ধে মামলা করা। পোস্টার ছাপিয়ে
রাজতন্ত্র পাকাপোক্ত করা।
জুডিশিয়াল কিলিং বুঝতে হলে হাত দিতে হবে বিশ্বজিৎ হত্যাকান্ডে। ওই নির্মম
হত্যাকান্ডের সঙ্গে জড়িত, ছাত্রলীগের ছেলেদের নাৎসী আচরণ কি দিনের আলোর
মতো স্পষ্ট নয়? চাপাতি দিয়ে যেভাবে নাৎসীদের মতো খুন করলো, এরপর
লীগনাৎসীগুলোকে ফাঁসি না দিয়ে কাদের মোল্লাদের পেছনে দৌড়ানোর কারণ কি?
এখানেই আওয়ামী লীগের হত্যা মিশন স্পষ্ট। অন্যথায় বিশ্বজিৎ হত্যকারিদেরকে
এখনো জীবিত রাখার কথা নয়। বরং সর্বশক্তি নিয়োগ করে ক্যালেন্ডারে ওদের
ফাঁসির দিন ধার্য করা ছিলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ফাঁসির রায়
দিয়ে এটি একটি আইওয়াশ এবং সময়মতই সবকটা বেরিয়ে যাবে। শুধু একটার পর একটা
ফাঁসি হতে থাকবে জোটনেতাদের। যেন বিচারকদের খেয়েদেয়ে কাজ নেই,
ক্যালেন্ডারটাও ফাঁকা, তাই কথায় কথায় যুদ্ধাপরাধীদেরকে আদালতে তোলা
হচ্ছে। আদালতের হাতে এতো সময় আছে জানতাম না। বরং জানতাম প্রায় ৪০ লক্ষ
মামলা ঝুলে আছে কিন' ট্রাইবুন্যালের ক্ষেত্রে বিচারকদের এহেন পাইকারি
হারে সময় দেয়ার কারণ কি? যেদেশে ৪০ লক্ষ মামলা ঝুলে আছে, যেদেশে বিশ্বজিৎ
হত্যাকারিরা এখনো জীবিত, সেই দেশে সাকা চৌধুরিদের দ্রুত ফাঁসির রায়গুলো,
বাকশালী জঙ্গিদের কিলিং মিশনকে চিহ্নিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসীরা
যেভাবে হত্যাকান্ড চালিয়েছিলো, ছাত্রলীগ একটার পর একটা সেইধরনের
কর্মকান্ডে লিপ্ত রয়েছে। সুতরাং প্রধান সংগঠন আওয়ামী লীগ এবং
অংগসংগঠনগুলোকে নাৎসী ছাড়া আর কিছুই বলা যাবে না। বরং জাতির বুদ্ধিজগতে
মহাবিপর্যয়ের কারণে বিলুপ্ত হওয়ার বদলে বাকশালীনাৎসীদের অত্যাচার
দেশে-বিদেশে বেড়েই চলেছে। যে কোন সুস্থ মানুষই বলবে, বিশ্বজিতের
খুনিদেরকে ফাঁসি না দিয়ে সাকা চৌধুরিদের ফাঁসি, অবশ্যই জুডিশিয়াল কিলিং।







প্রসঙ্গ ৭ মার্চের ভাষণ যুদ্ধ না আলোচনা:-
৭ মার্চের ভাষণ কেন অপ্রয়োজনীয় ছিলো, বিষয়টি আগে কেউ কখনো খোলাসা করেনি।
ভাষণটি ছিলো পূবপরিকল্পিত একটি টোপ। এই টোপ ফেলে যুদ্ধের পরিবেশ তৈরির
পেছনে ভারত। ইয়াহিয়া-মুজিবের আলোচনা সফল হলে ব্যর্থ হতো ভারত। কথাটি চতুর
ইন্দিরা গান্ধি খুব ভালো করেই জানতেন বলেই ৭০এই সীমান্ত খুলে দিয়েছিলেন।
কথা ছিলো আলোচনা হবে, ক্ষমতা হস্তান্তর হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ
রাজনৈতিক সিদ্ধান্ত সম্পন্ন করতে লাগে সময়, লাগে দীর্ঘ আলোচনা। ১/২ মাস
নয় হয়তো ১ বা ২ বছরও লেগে যেতে পারে। তাহলে রেসকোর্সে এই তাড়াহুড়ো কেন?
ক্ষমতা হস্তান্তরের কথা ৭১এর ফেব্রুয়ারি মাসে, অথচ যুদ্ধ শুরু হলো মাত্র
১ মাস পরে? খান সাহেবরা সময়টা পেলেন কোথায়? অর্থাৎ ৭ মার্চ ভাষণের
মাধ্যমে আলোচনার সব পথ বন্ধ করে যুদ্ধের টোপ ফেলাই একমাত্র উদ্দেশ্য।
ভাষণের প্রতিটি শব্দ পর্যবেক্ষণ শেষে ভুট্টো সাহেবরা সেই টোপ গিলেছেন।
ফলে আলোচনার নামে যুদ্ধপ্রস্থতিই ছিলো পাকিস্‌তানিদের হাতে একমাত্র
অস্ত্র। ভুট্টো চায়নি দেশ ২ ভাগ হোক, ইন্দিরা চায়নি কিছুতেই
পূর্ব-পাকিস্‌তান পশ্চিমের সংগে থাকুক। বিষয়টি পুতিনের ক্রিমিয়া দখলের
মতো এক। ৭ মার্চের ভাষণে যেসকল শব্দবোমা, প্রতিটি শব্দের অর্থ পর্যালোচনা
করলে দেখা যাবে, আলোচনার পথ বন্ধ করে দিয়ে কিভাবে যুদ্ধের উত্তেজনা
সৃষ্টি করেছিলেন মুজিব। তারপরেও যে আলোচনা হয়েছিলো, স্রেফ আইওয়াশ।
ভারত-পাকিস্‌তান ইতোমধ্যেই যুদ্ধের প্রস্থতি নিয়ে ফেলেছিলো। মূল যুদ্ধটা
ছিলো ৪র্থ ইন্দো-পাক যুুদ্ধ। সুতরাং যারাই ৭ মার্চের ভাষণ বাজিয়ে উল্লাসে
নৃত্য করে, তাদেরকে আমি সুস্থ বলে মনে করি না।
আমরা যদি ৭১এর গভীরে যাই, দেখা যাবে, রেসকোর্সের ওই ১৯ মিনিটের ভাষণে
ছিলো যুদ্ধ-উত্তেজনা, উত্তপ্ত করা, সুরসুরি। প্রক্ষেপিত শব্দবোমার মধ্যে
কোথাও শান্তিপূর্ণ সমাধানের ইংগিত নেই। পুরো ১৯ মিনিট জুড়েই হুমকি-ধামকি
এবং আঙুল তুলে যুদ্ধের বডিল্যাংগুয়েজ। সেই দিনের বডিল্যাংগুয়েজ কোনক্রমেই
শান্তিপূর্ণ আলোচনার বার্তা দেয় না। এরপর খান সাহেবদের দোষ দেই কি করে?
৬৯ বছরেও এদেশ থেকে খান সাহেবরা গেলো না। ৭ মার্চের ভাষণ দিয়ে সেদিন
মানুষকে যেভাবে উত্তপ্ত করা হয়েছে, আজো শব্দবোমা ফাটিয়ে বাকশালীরা
একইভাবে উত্তপ্ত করে চলেছে। কাউকেই শান্তিতে থাকতে দিচ্ছে না বরং
প্রতিপক্ষ সৃষ্টি করে খুন্তখারাবির লইসেন্স দিয়ে রেখেছে। এটা কোন রাজনীতি
নয়। আমি বলবো, ৭ মার্চের ভাষণ নতুন করে পর্যালোচনা হোক। যুদ্ধের বদলে
আলোচনা চাইলে, শেখ সাহেব সেদিন ওই ভাষণটি অন্যভাবে দিতেন। স্বাধীনতা বলা
যাবে না, বরং ১৯ মিনিটের ভাষণের মোটিভ ছিলো রাওয়ালপিন্ডির কোর্ট থেকে বল
ভারতের কোর্টে ছেড়ে দেওয়া।








__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] FW: [Secular Perspective] Fwd: protest note




FROM BABRI TO DADRI

STOP PLAYING WITH LIVES AND RIGHTS OF MINORITIES



Date: Thu, 22 Oct 2015 17:23:28 +0530
Subject: [Secular Perspective] Fwd: protest note
From: ram.puniyani@gmail.com
To: ram.puniyani@gmail.com


---------- Forwarded message ----------
From: Noorjehan Safia Niaz <noorjehan.sn@gmail.com>
Date: Thu, Oct 22, 2015 at 2:44 PM
Subject: protest note
To: "progressive-interactions@googlegroups.com" <progressive-interactions@googlegroups.com>, "aisf-mumbai@googlegroups.com" <aisf-mumbai@googlegroups.com>


FROM BABRI TO DADRI

STOP PLAYING WITH LIVES AND RIGHTS OF MINORITIES


Bharatiya Muslim MahilaAndolan [BMMA] along with Bharat BachaoAndolan, Police Reforms Watch, VidyarthiBharti, Phule-AmbedkarManch and JagrutKamgaarManch is organizing a press conference to protest against the increasing low scale harassment of Muslim youth in Mumbai and the increasing intolerance towards the Muslim community.  Given below are a few instances that have happened in the last one week.

  1. Danish Shaikh and AsifShaikh were picked up by the Bandra west station and thrashed and were told to go to Pakistan
  2. Two Muslim youth were picked up from their from their karkhana at Indira Nagar pipeline, Bandra east for 'verification' with no reason given for taking them to Nirmalnagar police station.
  3. The Mohalla Committee Movement Trust in its last meeting refused to take any complaints against the police saying that anyone wanting to complain must not come for the meeting at all.

In addition there are instances of growing intolerance towards the Muslim community and towards minorities

1.    One Muslim woman was not allowed to enter the Navratri celebration at the Kherwadi Housing Board.

2.    6000 names from Behrampada and 370 names from Bharatnagar voters list has been removed.

3.    Small children were denied entry into the Oberoi Mall in Goregoan east and Phoenix Mall in Kurla west on the occasion of Eid-uz-Zuha citing discomfort from other customers

 

These and many more instances of intolerance and hatred towards the community is being seen.

To condemn the rising hatred and animosity, Bharatiya Muslim Mahila Andolan [BMMA] along with Bharat BachaoAndolan, Police Reforms Watch, Vidyarthi Bharti, Phule-Ambedkar Manch and Jagrut Kamgaar Manch organized a press conference at the Mumbai Marathi Patrakar Sangh on 21th October 2015.

 

We as members of the minority community and as concerned citizens of this wonderfully diverse country are appalled at the state complicity in inciting and supporting violence against minorities. The seeds of hatred sown by right wing groups has reached a stage where innocents are lynched, writers are intimidated and killed, artists hounded and rights of women trampled upon. No community and no country can progress in an environment of intimidation and state terror.

 

There is a  attempt in demonizing  and therefore deliberately profiling the Muslims because it is easy later on to make out they were doing something suspicious or its okay to profile them as  terrorists and criminals because the public will believe it. 

 

Muslims and other minorities are as much part of the national life as any other citizens. Muslims particularly have no affinity to Pakistan as is made out to be. It is a country like any other country. The right wing groups appear to be more in awe of Pakistan than the Muslims. It is time that all citizens demand equality, freedom and democracy and the right to dissent and to criticize the state. The fundamental freedoms ensured in the Constitution are there for all citizens and they have to be guarded by all. The state cannot tamper with them and trample on the rights of its people.

 

The state is increasingly encroaching in the private lives of the citizens. Whom do we live with, whom do we marry, what do we eat, what do we wear, how do we celebrate – these are personal decisions left for each person to decide. State should be the last body to interfere in this personal space. Instead of focusing on getting rid of poverty and destitution, getting for citizens good quality and cheap food, shelter, education, livelihood and medical care, the state is completely misplaced in its priority.

 

We demand that state and its various organs ensure that nobody is discriminated, trashed, intimidated and killed. We want rule of law, safety and security and a state machinery whom we can trust.

In Solidarity,

Dr. Noorjehan Safia Niaz
Co-Founder, Bharatiya Muslim Mahila Andolan
Founder and Managing Trustee, Ashana Trust
Ashoka Fellow
Skype ID: noorsn2 
Cell: 09833072690


--



__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___