Banner Advertiser

Thursday, March 7, 2013

[mukto-mona] জামায়াত-শিবিরের তাণ্ডব : এমন তাণ্ডব কেউ কখনো দেখেনি ....




এমন তাণ্ডব কেউ কখনো দেখেনি এস এম রানা ও মুহাম্মদ জাহাঙ্গীর আলম
সাতকানিয়া-লোহাগাড়া ঘুরে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটে এখনো টায়ার পোড়ানোর চিহ্ন। বাতাসে পোড়া গন্ধ। সড়কের দুই ধারে অসংখ্য গাছ কাটার চিহ্ন, স্থানে স্থানে পোড়া, ভাঙা গাড়ি। সড়কে ভাঙা কাচের গুঁড়া, স্থানীয় মার্কেট, দোকান, ব্যাংক, বীমা, এটিএম বুথ, কমিউনিটি সেন্টারসহ সরকারি-বেসরকারি অনেক ভবনে হামলার ক্ষতচিহ্ন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাঈদীর রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের তাণ্ডবে দুই উপজেলায় পুলিশের গাড়িসহ পাঁচ শতাধিক গাড়ি ভাঙচুর এবং ৩০টির বেশি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। হামলায় পুলিশসহ নিহত হয় পাঁচজন। আহত হন অর্ধশতাধিক।

এলাকাবাসী জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ আট দিন। এর মধ্যে বুধবার এক দিনের জন্য সড়কে যানবাহন চলেছে। অন্য সাত দিন স্থবির ছিল সাতকানিয়া-লোহাগাড়ার সাত লাখ মানুষের জীবন। গতকাল বৃহস্পতিবারও হরতালের কারণে দুর্ভোগ ছিল লাখো মানুষের সঙ্গী।
তাণ্ডবের খণ্ডচিত্র : 'সাঈদীর রায় ঘোষণার পর হাজার হাজার দুর্বৃত্ত আমার কমিউনিটি সেন্টারে আশ্রয় নেওয়া ২০ জন পুলিশ সদস্যের ওপর আক্রমণ চালায়। হামলায় একজন পুলিশ সদস্যসহ দুজন মারা যান। আর আমার কমিউনিটি সেন্টার, গাড়ি, মোটরসাইকেল, ট্রাক সবকিছুই পুড়িয়ে দেওয়া হয়। এতে শুধু আমারই ক্ষতি হয়েছে প্রায় দুই কোটি টাকা।' কালের কণ্ঠকে বলছিলেন লোহাগাড়ার জমির কমপ্লেক্স ভবনের মালিক জমির উদ্দিন। তিনি আরো বলেন, 'দেশ জন্মের পর এমন তাণ্ডব আর দেখিনি।' কেরানীহাটের শিল্পপতি নিজাম উদ্দিন বলেন, 'দেখলাম ছোট ছোট শিশুসহ অসংখ্য লোক লাঠিসোঁটা নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট এবং গাড়িতে হামলা চালাল। মুহূর্তেই ২০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। চোখের সামনে তিল তিল করে গড়া মার্কেট ভাঙা হলো, অথচ কিছুই করতে পারলাম না।' 
জামায়াত-শিবির সন্ত্রাসীদের তাণ্ডব থেকে রক্ষা পায়নি অ্যাম্বুল্যান্স, হাসপাতাল থেকে শুরু করে জনহিতকর অনেক প্রতিষ্ঠান। এমন তাণ্ডব ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময়ও মন্তব্য করে লোহাগাড়ার বাসিন্দা ও পুলিশ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী আবুল হোসেন (৭০) বলেন, 'দেখলাম, একজন পুলিশকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হলো, গাড়িতে আগুন দেওয়া হল।' তিনি বলেন, 'আমি ভয়ে দোকান বন্ধ করে টেবিলের নিচে লুকিয়ে ছিলাম। পরে টানা ছয় দিন ভয়ে ঘর থেকে বের হইনি।' 
এলাকাবাসী জানায়, সাতকানিয়া-লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অসংখ্য গাছ কেটে ব্যারিকেড দেওয়া হয়। ফলে একটি সাইকেলও চলাচল করতে পারেনি। তাণ্ডবে দুই উপজেলায় পুলিশের হিসেবে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আর বেসরকারি হিসেবে এই ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। 
মানবিক দুর্ভোগ : টানা পাঁচ দিন সড়ক বন্ধ। তাই রিকশা নিয়ে রাস্তায় নামতে পারেননি সাতকানিয়ার করাইনগর গ্রামের রিকশাচালক মোহাম্মদ সেলিম। অবরোধের প্রথম দিন ঘরে থাকা খাবার এবং প্রতিবেশীদের কাছ থেকে ধার করে চার শিশুসন্তানসহ ছয়জনের পরিবার ক্ষুধা নিবারণ করে। চার দিনের মাথায় ধারও জুট ছিল না। এরপর ছয় সদস্যের এই পরিবারটি অভুক্ত রাত যাপন করে। পরদিন প্রতিবেশী একজন ব্যবসায়ী বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে এক বস্তা চাল দেন। ওই ব্যবসায়ী ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, 'আমি একটি পরিবারের কথা বললাম। অনেক সচ্ছল পরিবারও বাজার বন্ধ থাকায় খাবার সংকটে পড়েছিল।' কেরানীহাট বাজারের ব্যবসায়ী নূর আহমদ বলেন, 'টানা পাঁচ দিন কেরানীহাট বাজার বন্ধ থাকায় খাবার কিনে খেতে পারিনি। এমন দুর্ভোগে কখনোই পড়িনি। আর দুই দিন বাজার বন্ধ থাকলে শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে অভুক্ত থাকতে হতো।'
সাতকানিয়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফরিদুল আলম বলেন, 'আমার ব্যবসা প্রতিষ্ঠান এবং গাড়িসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে আমি দুঃখবোধ করছি না। আমি চরমভাবে অপমানবোধ করছি এই কারণে, আমাদের ব্যবসায়ীদের ঐতিহ্যে দুর্বৃত্তরা নগ্ন হামলা চালিয়েছে।' 
আতঙ্ক কাটেনি : পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলেও সাধারণ মানুষ চরম আতঙ্কে আছে। সদ্য আমেরিকাফেরত প্রবাসী ব্যবসায়ী ও সাতকানিয়ার কেওচিয়া গ্রামের বাসিন্দা আহমদ নবী কালের কণ্ঠকে বলেন, 'এমন হবে জানলে দেশেই আসতাম না। এখন ভয়ে বের হতে পারছি না।' লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কালের কণ্ঠের এক প্রশ্নের জবাবে বলেন, 'সাধারণ মানুষ যেমন আতঙ্কে আছে, তেমনি পুলিশও আতঙ্কে আছে। আবারও সংঘাতের সম্ভাবনা প্রবল।' তবে তিনি দাবি করেছেন, 'আতঙ্ক থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।' 
জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা মন্দিরেও হামলা চালায়, আগুন দেয় বলে সংখ্যালঘু সম্প্রদায় এখনো আতঙ্কে আছে। তাঁরা জানান, সাতকানিয়ার চরতি, বাজালিয়া এবং পৌরসভা সদরে পাঁচটি হিন্দু ও বৌদ্ধমন্দিরে আগুন দেওয়া হয়। সাতকানিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার চৌধুরী বলেন, 'জামায়াত-শিবির সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এই মুহূর্তে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানরা চরম আতঙ্কে দিনাতিপাত করছে এবং রাতে মন্দির পাহারা দিচ্ছে। 
এদিকে বৃহস্পতিবার লোহাগাড়ায় পুলিশের ওপর হামলার সময় তিনটি অস্ত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এর মধ্যে গত সাত দিনে পুলিশ দুটি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হলেও একটি অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি। ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, অস্ত্রটি উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে স্থানীয় মুক্তিযোদ্ধা আবু তাহের এলএমজি বলেন, 'পুলিশ যদি শুরুতেই জামায়াত-শিবিরকে সংগঠিত হতে বাধা দিত, এমন নারকীয় ঘটনা ঘটত না।' এ প্রসঙ্গে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, 'ওই দিন পুলিশ ছিল, তবে আমরা নীরবও ছিলাম না। তবে বিপুল সংখ্যক দুর্বৃত্ত দমনে পুলিশ কৌশল নিয়েছিল।'

 

৪ মাসে নিহত ৭, আহত ৫৬৯


হামলা ঠেকাতে গিয়ে মার খাচ্ছে পুলিশ

বিশেষ প্রতিনিধি | তারিখ: ০৭-০৩-২০১৩

জামায়াত-শিবিরের হামলা ঠেকাতে গিয়ে গত চার মাসে পুলিশের সাতজন সদস্য নিহত এবং ৫৬৯ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের ব্যবহূত ৫২টি যানবাহন জ্বালিয়ে দেওয়া হয়। দেশব্যাপী এ হামলা ও ধ্বংসযজ্ঞ নিয়ে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। ..........

Details at:

http://prothom-alo.com/detail/date/2013-03-07/news/334495

ধ্বংসস্তূপে খাওয়া দাওয়া রাতযাপন

বারুদ ছিটিয়ে আগুন নিমেষেই সব শেষ

মাহবুবুর রহমান, নোয়াখালী | তারিখ: ০৭-০৩-২০১৩ 

জামায়াত-শিবিরের তাণ্ডব : শহরে বেরিয়ে স্তম্ভিত বগুড়াবাসী

শরিফুল হাসান, মিলন রহমান ও আনোয়ার পারভেজ, বগুড়া থেকে | তারিখ: ০৭-০৩-২০১৩



বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ ভবনে গত রোববার ভাঙচুর ও হামলার পর আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ ভবনে গত রোববার ভাঙচুর ও হামলার পর আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুড়ে যাওয়া ভবনের একটি কক্ষের এই দৃশ্য গতকাল দুপুরে তোলা

ছবি: প্রথম আলো


















http://prothom-alo.com/detail/date/2013-03-07/news/334498


 রাজনীতি না করেও দিনমজুর নুরন্নবীকে প্রাণ দিতে হলো

বাঁশখালীতে জামায়াত-শিবিরের তাণ্ডব

তারা এসে পানি চেয়ে খেল, পরে আগুন দিল ঘরে

প্রণব বল, বাঁশখালী থেকে ফিরে | তারিখ: ০৫-০৩-২০১৩

http://prothom-alo.com/detail/date/2013-03-05/news/334027

তারা এসে পানি চেয়ে খেল, পরে আগুন দিল ঘরে


নাগরিক সমাজের আহ্বান

সাম্প্রদায়িক হামলা, সহিংস তৎপরতা রুখে দাঁড়াও

বিশেষ প্রতিনিধি | তারিখ: ০৫-০৩-২০১৩








__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Re: An article on religious extremism in the North South University

Obviously he, who wants to keep his eye closed, will not see the light. Just tagging an article with 'Fox news network' will not solve the issue. Reports of Daily Prothom Alo revealed that some teachers and officials of the university are regularly brain-washing the students of the university. Why don't you read it:

কিছু শিক্ষকের ছায়ায় জঙ্গি হচ্ছেন নর্থ সাউথের ছাত্ররা
http://www.prothom-alo.com/detail/date/2013-03-05/news/334026

Even High Court on Wednesday asked the Government to investigate the allegation that the North South University’s becoming a breeding ground for terrorists. See these news with your own eyes :


নর্থ সাউথ ‘সন্ত্রাসী উৎপাদনের ক্ষেত্র’ কি না, যাচাইয়ে রুল:
http://bangla.bdnews24.com/campus/article598910.bdnews

নর্থ সাউথ সন্ত্রাসী উ‍ৎপাদনের ক্ষেত্র কিনা যাচাইয়ে রুল
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=467092f5054f12d6eec84e012c0b5479&nttl=06032013179406

নর্থ সাউথ ইউনিভার্সিটির বিরুদ্ধে অভিযà§&lsqauo;গের সত্যতা যাচাইয়ের নির্দেশ

http://www.prothom-alo.com/detail/date/2013-03-06/news/334381

which basically confirms that my hunch could be very much correct. Just because its a 'reputed' university and 'students come from diverse back grounds' it would make the university automatically flawless. When an ex student of North south go to US and plan to blow up Federal Reserve Bank, and another ‘Fantastic Five’ are arrested to have connection with the murder of blogger Ahmed Rajib Haider, then it sounds very much fishy, doesn’t it?


“If it looks like a duck, swims like a duck, and quacks like a duck, then it probably is a duck”!


--- In mukto-mona@yahoogroups.com, QR <qrahman@...> wrote:
>
>
> And many 'Sarbahara/communist" criminals (All criminals belonging to other political parties) belonged to Dhaka University as well. So what?
>
>
> ( I am neither a student or teacher of NSU) I see a lot of emotion but lack of logic in the post below. I think only Fox news network of USA comes up with such absurd "Connections" (If you want to call it that!).
>
> IF these students committed this crime, they HAVE to be tried. I know NOTHING in Islam that justifies killing anyone without trial. In fact there are verses in the Qur'an against indiscriminate killing of innocent people (Source: Al Qur'an 5:32).
>
>
> NSU is a huge university and (Like most free countries) students come from diverse back grounds. I fail to see any logic behind putting the university on the dock.
>
>
> Like most of you I am very sad and upset with current situation in Bangladesh but we have to try hard to keep our emotions in check and work to restore peace in our country. We have a national crisis in hand and due respect and priority should be given.
>
>
> Shalom!
>
>
>
>
>
> -----Original Message-----
> From: Avijit Roy <charbak_bd@...>
> To: Mukto-mona YahooGroups <mukto-mona@yahoogroups.com>
> Sent: Wed, Mar 6, 2013 1:17 am
> Subject: [mukto-mona] An article on religious extremism in the North South University
>
>
>
>
>
>
>
>
> The famous North South University again has come to the picture again,when five students of the university nabbedby police, have confessed to murdering Ahmed Rajib Haider, the blogger and the Architect. The killers confessed that “killingRajib was their Imani (religious) obligations."
>
>
> Previously, as many remember, a student named Quazi MohammadRezwanul Ahsan Nafis, was arrested in the USA by the FBI and NYPD for seekingto blow up the Federal Reserve Bank, wasalso a former student of the same University. Is something happening in thisparticular University?
>
> Here is my Bangla article :
>
>
> বিশ্বাসের ভাইরাস: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কি জঙ্গিবাদের অভয়ারণ্য হয়ে উঠেছে?
> http://mukto-mona.com/bangla_blog/?p=34105
>
>
>
> A slightly different version of the same article as also been published in an online newspaper (BanglaNews24.com):
>
>
> নর্থ সাউথ ইউনিভার্সিটি কি জঙ্গিবাদের অভয়ারণ্য?
>
>
> http://www.banglanews24.com/detailsnews.php?nssl=29dd7ab432a57ec692ba5b4166bc1374&nttl=05032013179048
>
>
> Regards
> Avijit
>




------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo! Groups is subject to:
http://docs.yahoo.com/info/terms/

Re: [mukto-mona] For publication: Shabag and emerging questions ...



"I had only heard about Bangladesh from my father, grandparents, and those older relatives who took refugee on the Indian soil after the partition of British India and the formation of independent Bangladesh. I have heard about the brutality faced by my family members. I witnessed evidences of brutality among people."  Shome

You should read Mr. Shome's original post before you shoot, Mr. Wise @ss! I was born and brought up in Bangladesh whereas Mr. Shome never set a foot in Bangladesh. He only heard about Bangladesh from his grandparents and father. What word, you do not understand?

Needless to say that his parents' house would have been torched and vandalized in recent days had his family stayed in Bangladesh. So, what did I write wrong? How would you sugar coat this nasty truth?

Yes, I know those butchers better because I lost a great number of family members during 1971. I highly doubt whether you have suffered any such loss during that critical time of Bangladesh?
-SD
 
"All great truths begin as blasphemies." GBS

From: QR <qrahman@netscape.net>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Thursday, March 7, 2013 9:49 AM
Subject: Re: [mukto-mona] For publication: Shabag and emerging questions ...

 
My simple advice for this gentleman would be is to take a sabbatical to visit his forefathers' land and get to know the ground reality. It would be interesting to see whether he could live side by side with these blood thirsty butchers


>>>>>>>>> (Correct me if I am wrong) you do live in the USA as well. I think this advise fits you really well. Since you "Think" you understand Bangladesh better than those who live in it. Your current location does not stop you to dish out lectures to other members, so why the double standard bro? ;-)



The last but not the least is about his naivety about Shahbag. Shahbag is basically a show of force. People' demand of death penalty is rather a metaphor for justice than real decapitation of the criminals.

>>>>>>>>>> Since "Shahbag" started, it evolved as well. There were physical attacks on news papers, banks and other properties. Therefore, it ceases to remain at "Metaphor" phase anymore. I think Shahbag already achieved it's initial goal of "Shaking up politics as usual" in Bangladesh where political parties will abuse trust of people and align with ANYONE to get their target votes.

They also reminded us our young people are watching politics carefully (Beside Hindi movies and cricket). :-)


I am glad that, they raised their voice and it will be better if they stay non-violent and honor our laws of lands while protesting. 





Take care and stay warm.


Shalom!



-----Original Message-----
From: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>; bangladesh-progressives <bangladesh-progressives@googlegroups.com>
Sent: Sun, Mar 3, 2013 8:08 pm
Subject: Re: [mukto-mona] For publication: Shabag and emerging questions ...

 


At best, Mr. Some is a good naive lecturer without having a faintest idea what has really gone on in Bangladesh for last forty two years. His family left Bangladesh because they could not stand the heat of being persecuted. He and his family feel safer in India and yet he wants to aim for some undefined  utopian system that ever to exist in any place of the world, let alone in most densely populated areas in the world. And now that he has seen enough of Indian problems, he figured out some new theories for us. I thank him for his theories.
My simple advice for this gentleman would be is to take a sabbatical to visit his forefathers' land and get to know the ground reality. It would be interesting to see whether he could live side by side with these blood thirsty butchers with his Gandhian mentality.

The last but not the least is about his naivety about Shahbag. Shahbag is basically a show of force. People' demand of death penalty is rather a metaphor for justice than real decapitation of the criminals. The judges know that language very well and they are totally equipped to keep their cool and deliver the verdicts. Mr. Some should have respect for those judges for their judicious minds! They know exactly where to draw the line.
-SD
 
 
"All great truths begin as blasphemies." GBS

From: Jiten Roy <jnrsr53@yahoo.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, March 2, 2013 10:13 PM
Subject: Re: [mukto-mona] For publication: Shabag and emerging questions ...

 
You said: Finally, are Shahbag participants are willing to sustain their movement for a just society and start practising a sustainable livelihood? Will the next Shahbag echo M. K. Gandhi's famous statement "An eye for an eye makes the whole world blind."?
Mr. Sourav,
Unfortunately, you have mixed up too many issues in your write up. It is hard to understand what you are trying to say. In some parts you appeared to be supportive of Sahbag movement, in other parts - you are not sure. You are confused. You need to find your conviction going forward. And achieve one at a time; don't try to dwell on too many things at once; nothing will get done. Sahbag movement is only about one issue, and that is - to demand due punishment for the war criminals. Don't get bogged down into thinking - if this movement will bring the world peace or not. 
Oh, yes, don't listen or follow too much quotes from the past. Most of them are outdated. Those are quotes from the bygone days; time has changed. Be practical; otherwise, you will lose.
You quoted – Gandhi; let me ask you - what would you do if someone wants to take your eye out? If you start feeling for attacker's eye – you will lose your own. You seem to be young, but timid-hearted. Do you know why? Your liberal upbringing – that's why. Get the utopian communist ideology out of your head as soon as you can; it won't work in this world - try that in the heaven.
Jiten Roy
 
--- On Sat, 3/2/13, saurav shome <shomesaurav@gmail.com> wrote:

From: saurav shome <shomesaurav@gmail.com>
Subject: [mukto-mona] For publication: Shabag and emerging questions ... [1 Attachment]
To: mukto-mona@yahoogroups.com
Date: Saturday, March 2, 2013, 5:09 AM

 
Dear Moderator,

I am sending an article for your consideration to publish in Mukto Mona (Publication is not my primary goal aim). I can read Bengali, but very slow in writing. I would be happy if you kindly provide your feedback on the write up.

The write up is attached with this mail. If you find difficulties in opening / reading the file please let me know.

Thanking you.

With best regards,

Saurav



--
Saurav Shome
Research Scholar
Homi Bhabha Centre for Science Education
Tata Institute of Fundamental Research
V. N. Purav Marg
Mankhurd, Mumbai, India, 400 088
shomesaurav@gmail.com, saurav@hbcse.tifr.res.in
www.sauravpeace.wordpress.com
www.continuinglearning2teach.wordpress.com
www.pblteachers.wordpress.com
Phone: (O) 022 - 25072218 (M) + 91 - 9969872306






__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Bangladesh: Wave of violent attacks against Hindu minority [ Amnesty International Press Release]




Press releases

6 March 2013

Bangladesh: Wave of violent attacks against Hindu minority

A wave of violent attacks against Bangladesh's minority Hindu community shows the urgent need for authorities to provide them with better protection, Amnesty International said.

Over the past week, individuals taking part in strikes called for by Islamic parties have vandalised more than 40 Hindu temples across Bangladesh.

Scores of shops and houses belonging to the Hindu community have also been burned down, leaving hundreds of people homeless.

The attacks come in the context of large scale violent protests that have been raging across Bangladesh for weeks over the country's ongoing war crimes tribunal, the International Crimes Tribunal (ICT).

"The Hindu community in Bangladesh is at extreme risk, in particular at such a tense time in the country. It is shocking that they appear to be targeted simply for their religion. The authorities must ensure that they receive the protection they need," said Abbas Faiz, Amnesty International's Bangladesh Researcher.

"All political parties in Bangladesh should condemn strongly any violence against the Hindu community, and to instruct all their members and supporters not to take part in such attacks."

Survivors told Amnesty International that the attackers were taking part in rallies organised by the opposition Islamist party Jamaat-e-Islami (JI) and its student group Chhatra Shibir.

JI has publicly denied any involvement in violence against the Hindu community.

Attacks have happened across Bangladesh, but mostly in remote areas in the country. The latest attack took place today in Daudkandi village, south-eastern Comilla district, where a Hindu temple was vandalised and burned down.

One survivor told Amnesty International that on 28 February, his family's village of Rajganj Bazar in the south-eastern Noakhali district was set on fire by people taking part in a JI-organised strike.

"They moved into our properties and set fire to 30 of our houses. Seventy-six families were living in these houses. They also set fire to our temples – all are now vanished," the survivor said, who asked to remain anonymous out of concerns for his safety.

He said the authorities have provided temporary accommodation to the affected families, who had lost almost all their belongings to theft or destruction in the violence.

Another survivor said that on 2 March, a group of about 100 young men holding banners in support of JI looted and damaged four shops in Satkania near Chittagong and vandalised a Hindu temple in the village.

Bangladesh's Hindu minority makes up only eight per cent of the population, and has historically been at risk of violence from the Muslim population – including during the independence war in 1971, and after elections in 2001.

"Given the obvious risks the Hindu minority faces in Bangladesh, these attacks were sadly predictable. We urge the authorities to take note of the violence and act to prevent further attacks," said Faiz.

Tensions have been running high in Bangladesh in recent weeks as JI and its student wing have called strikes and mass protests against the ICT, which has found some of its senior members guilty for crimes committed during the 1971 war. 

Protesters have also been involved in violent clashes with police, who have used tear gas, rubber bullets or live ammunition against them. At least 60 people have been killed, mostly by police fire, but among the dead are also several policemen.

"While there are credible reports that police firing may have followed violent attacks against them by protesters, police use of excessive force cannot be discounted", Faiz said. 


Ittefaq Report:
হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিন

----- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
6 March 2013


07 Mar 2013   04:15:52 PM   Thursday BdST 

সলিমুল্লাহ খান

সাম্প্রদায়িক রাজনীতির বিষম পরিণাম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম









__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিন ---- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল







হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিন

----- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
বিশেষ প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এ্যামনেস্টি ইন্টার-ন্যাশনাল। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি বলেছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংস আক্রমণ চলছে। এ অবস্থায় কর্তৃপক্ষকে তাদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলা-দেশের গবেষক আব্বাস ফয়েজ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় চরম ঝুঁকির মধ্যে রয়েছে। কেবলমাত্র ধর্মীয় কারণে হিন্দু সম্প্রদায়কে আক্রমণের টার্গেট করা হচ্ছে। যখন যেখানে প্রয়োজন সে অনুযায়ী তাদের নিরাপত্তা দিতে হবে। সব রাজনৈতিক দলকে হিন্দুদের উপর যে কোন ধরনের হামলার কড়া নিন্দা জানানো উচিত। গত কয়েক সপ্তাহে ইসলামপন্থি কয়েকটি দলের হরতালসহ নানা কর্মসূচিতে ৪০টি মন্দির ভাংচুর ও তছনছ করা হয়। রাজনৈতিক দলগুলোর কর্মী বা সমর্থকরা যাতে কোন হামলায় অংশ নেয়া থেকে বিরত থাকে সেজন্য নির্দেশ দিতে হবে।

বিবৃতিতে জানানো হয়, জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবিরের মিছিল, সমাবেশ থেকে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ চালায় বলে আক্রান্তকারীরা জানায়। জামায়াতে ইসলামী তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। সারা বাংলাদেশ জুড়ে আক্রমণ চলেছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় আক্রমণের সংখ্যা বেশি।

কুমিল্লার দাউদকান্দিতে সর্বশেষ আক্রমণে একটি হিন্দু মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাংলাদেশের মোট জনসংখ্যার ৮ শতাংশ হিন্দু। একাত্তরের স্বাধীনতা যুদ্ধকালে ও ২০০১ সালে সংসদ নির্বাচনের পর হিন্দুদের উপর আক্রমণ চালানো হয়।
http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDNfMDhfMTNfMV8xXzFfMjQ1MDg=
6 March 2013

Bangladesh: Wave of violent attacks against Hindu minority

http://www.amnesty.org/en/for-media/press-releases/bangladesh-wave-violent-attacks-against-hindu-minority-2013-03-06

07 Mar 2013   04:15:52 PM   Thursday BdST 

সলিমুল্লাহ খান

সাম্প্রদায়িক রাজনীতির বিষম পরিণাম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম


Also read:

ছফা যে কারণে ফরহাদকে ত্যাগ করেছিলেন...


ফরহাদ মজহারের প্রতি খোলাচিঠি


সাঈদ ফেরদৌস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফরহাদ মজহারের প্রতি খোলাচিঠি
 

[লেখাটি একটি পত্রিকার অনলাইন-এ কবি, প্রাবন্ধিক ফরহাদ মজহারের 'হত্যাযজ্ঞ বন্ধ করুন' শিরোনামে ২ মার্চ প্রকাশিত রচনার প্রতিক্রিয়ায় রচিত।‍]
sayeed-ferdous
সাঈদ ফেরদৌস, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।



বাংলাদেশ সময় : ১৭০২ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১৩









__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___