Banner Advertiser

Sunday, February 22, 2015

[mukto-mona] শিবির নেতার চাঞ্চল্যকর তথ্য : জামায়াত শিবিরের শত কোটি টাকার মিশন



শিবির নেতার চাঞ্চল্যকর তথ্য : জামায়াত শিবিরের শত কোটি টাকার মিশন
ইয়াসীন হীরা, চট্টগ্রাম
তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে বিএনপির কাঁধে বন্দুক রেখে নাশকতা করতে কয়েকশ' কোটি টাকার বাজেট নিয়ে মাঠে নেমেছে জামায়াত শিবির। তারই ধারাবাহিকতায় দেশের একমাত্র তেল শোধনাগার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে কর্মরত শ্রমিক-কর্মচারীর মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটানোর পরিকল্পনা নেয়া হয়েছিল। হামলার পরিকল্পনা করা হয়েছিল থানাসহ ভিআইপিদের ওপর। এজন্য গ্রেনেডসহ অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করতে ইতিমধ্যে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করা হয়। এ পরিকল্পনার সমন্বয় করতে দায়িত্ব দেয়া হয়েছিল সাতকানিয়ার সাবেক এমপি জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে। শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবির রিমান্ডে পুলিশের কাছে এ তথ্য দিয়েছেন। আদালতে ১৬৪ ধারায় একই বক্তব্যে জবানবন্দি দিয়েছেন এনামুলের সঙ্গে গ্রেফতার হওয়া শিবির নেতা মুশফিক আবরার।
সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জাব্বারের নাশকতার বিশেষ বার্তা নিয়ে
 চট্টগ্রামে আসার পর এনামুলের সঙ্গে প্রথমে শিবিরের মহানগর শাখার (দক্ষিণ) সভাপতি আ.ম.ম. মসরুর হোসাইনের যোগাযোগ হয়। মসরুর এনামুলকে শিবিরের মহানগর (উত্তর) শাখার সভাপতি নূরুল আমিনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। নূরুল আমিন তাকে নিয়ে চকবাজার কলেজ রোডে পার্সিভিল হিল এলাকায় একটি ফ্ল্যাটে রাখেন। 
১৩ ফেব্রুয়ারি এনামুলের সঙ্গে নগর ও জেলার ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত হতে পারেননি তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে শিবিরের মহানগর (দক্ষিণ) নেতা খালিদের সঙ্গে গিয়ে ফয়'স লেক এলাকায় এইচ এম সোহেলসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন এনামুল। 
১৫ ফেব্রুয়ারি সকালে ১০টার দিকে চট্টগ্রাম কলেজ এলাকায় শিবির মহানগর (উত্তর) শাখার সভাপতি নূরুল আমিন ও দক্ষিণের সভাপতি এইচ এম সোহেলসহ চট্টগ্রামে বেশ কয়েক দায়িত্বশীল নেতার সঙ্গে বৈঠক হয় এনামুলের। গোপন এ বৈঠকে হেফাজতে ইসলামী, বিএনপি ছাত্রদলের নেতাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন করে দেয়ার পাশাপাশি বিভিন্ন গুজব রটিয়ে সরকারি কেপিআই ও বিভিন্ন স্থানে একযোগে নাশকতা করে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ ক্ষেত্রে জঙ্গি ও পার্বত্য অঞ্চলের বিদ্রোহীদের কাছ থেকে গ্রেনেড, অস্ত্র গোলা সংগ্রহ করার সিদ্ধান্ত হয়। কামারুজামানের ফাঁসি বাস্তবায়ন হওয়ার আগে বিএনপির ডাকা হরতাল-অবরোধের মধ্যেই জামায়াত শিবির ইস্টার্ন রিফাইনারি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তেল ডিপো পদ্মা-মেঘনা-যমুনা নাশকতার মাধ্যমে উড়িয়ে দেয়ার নীল-নকশা করেন। এর জন্য ওই সব প্রতিষ্ঠানে কর্মরত জামায়াত-শিবিরের আর্দশের অনুসারী শ্রমিক-কর্মচারীদের সহায়তা নেয়ার জন্য যোগাযোগ করা হয়েছে বলে বৈঠকে জানান এনামুল।
পুলিশকে এনামুল জানান, এ বিশেষ পরিস্থিতি তৈরির ছক নিয়ে শিবির কেন্দ্রীয় সভাপতি আব্দুল জাব্বার তাকে চট্টগ্রামে পাঠিয়েছেন। বৈঠকে থাকা নেতাদের তথ্য দিয়ে পুলিশকে আরো জানানো হয়, তাদের প্রত্যেকের কাজের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে 'হিট অ্যান্ড রান' পদ্ধতিতে  বিভিন্ন বাস, ট্রাক, পেট্রল পাম্প ও জনবহুল এলাকায় হামলা করে নাশকতা চালিয়ে প্রশাসন ও জনমনে আতঙ্ক সৃষ্টির চলমান প্রক্রিয়া আরো জোরদার করার ওপর জোর দেয়া হয় বেঠকে। একই সঙ্গে সাধারণ কর্মী-সমর্থকদের স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে মিশে থাকা এবং আত্মগোপনের প্রয়োজন হলে বেশভূষণ পরিবর্তন করে আওয়ামী ঘরানার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়। 
বৈঠকে জানানো হয়, ইস্টার্ন রিফাইনারি, পদ্মা, মেঘনা, যমুনা ও এশিয়াটিকে নাশকতার মাধ্যমে আগুন দেয়া সম্ভব হলে এক মাসের আগে এ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। সে ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ও সাধারণ মানুষ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করবে এবং বিশেষ বাহিনীকে পরিস্থিতি সামাল দিতে ডাকা হলেই তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সাফল্য আসবে। 
এদিকে এনামুলের সঙ্গে গ্রেফতার হওয়া মুশফিক আবরার মাহিন আদালতে জবানবন্দিতে জানিয়েছেন, চট্টগ্রামের পলোগ্রাউন্ড এলাকায় পেট্রলবোমা হামলা, ছাবেরিয়া এলাকায় বাসে আগুনসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের সঙ্গে শিবিরের একটি বিশেষ স্কোয়াড জড়িত। তবে পশ্চিম পটিয়ার শাহ মিরপুর এলাকায় অটোরিকশায় পেট্রলবোমা হামলাটি তাদের সংগঠন করেনি বলে জানান আদালতকে। মাহিন জামায়াত-শিবিরের দলীয় চিত্রগ্রাহক ও জামায়াতের দেওয়ানবাজার ওয়ার্ড শাখার বায়তুল মাল সম্পাদক। তার বাবা ইসলামী ব্যাংকের কর্মকর্তা মহিবুল হক। বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামের মহিবুল বাকলিয়া থানার বগারবিল এলাকায় পরিবার নিয়ে থাকেন।
এছাড়া পুলিশের ৫ দিনের রিমান্ডে থাকা মোস্তাফা শিবিরের চট্টগ্রাম মহানগর (উত্তর) শাখার পাঠাগার সম্পাদক ও সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র। মোস্তফা ফাটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের মনির আহম্মদের ছেলে। থাকেন নগরীর চন্দনপুরা এলাকায় মিয়ার বাপের মসজিদ এলাকায়।
এনামুল কবির ঢাকা মহানগর শিবিরের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। বর্তমানে শিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর এবং ঢাকা 'ল' কলেজ থেকে এলএলবি পাস করেছেন তিনি। এনামুল অসম্ভব সম্মোহনী শক্তির অধিকারী। তৃণমুলের শিবির নেতাদের নাশকতায় জড়িয়ে যেভাবে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়পরবর্তী অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, সেরকম পরিস্থিতি সৃষ্টি করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি তৃতীয় শক্তিকে ক্ষমতা দখলের ক্ষেত্র তৈরি করাই জামায়াত-শিবিরের বর্তমান লক্ষ্য বলে পুলিশকে জানান এনামুল। তার দেয়া তথ্যে নড়েচড়ে উঠেছেন সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকা ব্যক্তি ও সংস্থাসমূহ।
- See more at: http://www.manobkantha.com/2015/02/23/215643.html#sthash.keMunz8i.dpuf



__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] কথোপকথন ফাঁস: বিশ্ববিদ্যালয়ে লাশ চান মান্না



  •   ​
  • চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংলাপের অন্যতম উদ্যোক্তা রাজনীতিবিদ মাহমুদুর রহমানকে একটি অডিও টেপে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড ঘটানোর কথা বলতে শোনা গেছে।
  • ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকালে রাজধানীতে মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্য আয়োজিত গণমিছিলের পরিকল্পনা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে ওই অডিও টেপে শোনা যায়।

    বিএনপি-জামায়াত জোটের চলমান আন্দোলন নিয়ে দুই নেতার দীর্ঘ কথোপকথন রয়েছে ওই টেপে। বিএনপি নেতা খোকা আট মাস ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

    টেপ বিষয়ে মান্নার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সরাসরি অস্বীকার না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খোকা ভাইয়ের সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়। তিনিই আমাকে ফোন করেন।"

    একসময়ের বামধারার ছাত্রনেতা ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না আশির দশকে যোগ দেন আওয়ামী লীগে।

    ২০০৭ সালে ওয়ান-ইলেভেন পরবর্তী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পান। ওই সময় তিনি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক।

    ২০০৮ সালে নির্বাচনের পর দল থেকে পদ হারান মান্না। এরপর গত মহাজোট সরকার আমলে তিনি নাগরিক ঐক্য গঠন করেন।

    গত ০৫ জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত মান্নার উল্লেখযোগ্য কোন রাজনৈতিক কর্মকাণ্ড দেখা না গেলেও গতবছরের মাঝামাঝি সময়ে এক অনুষ্ঠানে ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে 'মাঠে নামার' ঘোষনা দেন তিনি।

    ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, "বিএনপি রোজার পর আন্দোলন করবে। রোজার পর আমরাও মাঠে থাকব। আমাদের অভিভাবক ড. কামাল হোসেন আমাদের সাথে থাকবেন।"

    মূলত ওই সময় থেকেই গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিকল্পধারা বাংলাদেশ ও সিপিবি-বাসদের সঙ্গে জোট করে তৃতীয় শক্তি গঠনের উদ্যোগের কথা জানিয়েছিলেন মান্না।

    সম্প্রতি বিএনপির টানা হরতাল অবরোধের মধ্যে সুশীল সমাজের একাংশকে নিয়ে 'উদ্বিগ্ন নাগরিক' নামের একটি মঞ্চ গঠন করেন কামাল-মান্না ।

    এই মঞ্চ থেকে বিএনপির সঙ্গে আগাম নির্বাচন বিষয়ে সংলাপের চিঠি প্রদানসহ একাধিকবার সংবাদ মাধ্যমে আহ্বান জানান মান্না, কামাল ও কাদের সিদ্দিকী।

    মান্না সম্প্রতি বলেছেন, সরকার সংলাপের ক্ষেত্রে নমনীয় না হলেসেনা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে।

    কথোপকথনের প্রথম অংশ

    খোকা: হ্যালো

    মান্না: জ্বি, স্লামাইলাইকুম।

    খোকা: হ্যাঁ, ওয়ালাইকুম, কেমন আছেন? ভালো?

    মান্না: হ্যাঁ, আছি ভালো, ভালো আছে?

    খোকা: এই.. চলছে আর কি।

    মান্না: ডিস্টার্ব করলাম না তো, কোন সময় যে কি তা তো বলতে পারি না।

    খোকা: এখন তো এখানে বাজে রাত সাড়ে ১০টা।

    মান্না: তার মানে ঘুমাতে যাননি এখনো?

    খোকা: না না, আমি তো ঘুমাই অনেক রাতে। দুইটার আগে তো ঘুমাই না।

    মান্না: আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনে শরীর-টরীর কি অবস্থা আপনার?

    খোকা: শরীরটা আগের চেয়ে খারাপ হয় নাই, এইটাই ওরা বলে যে, ভালো।

    মান্না: ওই যে কি রিপোর্ট পাওয়ার কথা যে, সেটা কি অবস্থা?

    খোকা: এঁ.. পেয়েছি, ওই ডে স্টাবল আছে। ডেটরেট করে নাই।

    মান্না: তাইলে তো ভালো। ওই দিকে খবর-টবর সব বোধ হয় পেয়েছেন।

    মান্না: ওদিকের খবর-টবর তো সব বোধ হয় পেয়েছেন, যে টুকু ভাইসহ একদিন কথাও বলেছি।

    খোকা: হ্যাঁ, আমাকে ফোন করলো একটু আগে, আপনার সাথে কথা-টথা যেটা বললো জানালো আরকি আমাকে।

    মান্না : এখন এ ব্যাপার হলো যে, ধরেন শেষ পর্যন্ত কি হবে সেটা তো এখন ওরকম করে বলা যায় না। বাট দেখা যাচ্ছে যে, কূটনীতিকরা অন্যান্যরা যথেষ্ট পরিমাণে ইনিশিয়েটিভ…।

    খোকা: হ্যাঁ, ইনিশিয়েটিভ তো কিছুটা হচ্ছে দেখা যায়।

    মান্না: জ্বি। আবার প্রতিবেশীদেরও দৃষ্টিভঙ্গির বেশ পরিবর্তন হচ্ছে। আমি খবর টবর পাচ্ছি। এই মুহূর্তে আসলে দরকারটা হলো মাঠে যাওয়া। আমি আপনাদের অসুবিধাটা বুঝতে পারছি, যদিও আমি দেখতে পাচ্ছি যে চেষ্টা করছেন আপনারা। আমি একটা প্রোগ্রাম করলাম সোহরাওয়ার্দীতে। এখন ধারণা করছি যে, এ প্রোগ্রামটার একটা কন্টিনিউটি রাখতে হবে।

    কারণ, বিদেশি কুটনৈতিকরা এটার উপরও জোর দিচ্ছে যে, বিরোধীদেরকে সভা সমাবেশ ইত্যাদি করতে দিতে হবে। এটা বাধা দেয়া যাবে না। সরকারের উপর একটা চাপও রয়েছে। আমি এটা করতে পারব, দেখা যাক কতদূর কি করা যায়।

    খোকা: অ্যাকচুয়ালি আমাদের জেলা পর্যায়ে বা অন্যান্য দিকে নীচের দিকে যে নেতাকর্মীরা আছে ওরাতো প্রায় দেড় মাস হয়ে গেল। ওরাতো এক্সসটেড হয়ে যাচ্ছে। এখন এটা কতদিন কনটিনিউ করা যাবে। আবার না করেওতো কোন উপায় দেখছি না।

    মান্না : আরও কিছুদিন তো কনটিনিউ করতেই হবে। খোকা ভাই আমি যেটা দেখতে পাচ্ছি…

    খোকা: আপনার অপিনিয়নটা কি ... আরও কিছুদিন কনটিনিউ করি, নাকি?

    মান্না : হ্যা, আমি যেটা বলতে শুরু করেছি ত হলো যে, এখানে মাঝখানে যে একটা গ্রে এরিয়া বা ভয়েড আছে এই জায়গাটাতে এখন আমাদের নামা দরকার। আমাদের বলতে ..... সিপিবি বা ওদের পজিশন কিন্তু বেশ ফেসিনিটিং। অনেকটা ঐদিকে আর খানিকটা এইদিকে এই রকম। তার মানে আমরা যে কয়জন আছি এই কয়জনই। তার মধ্যে আবার দ্বিধা দ্বন্দ আছে। কিন্তু এখানে কাউকে টানতে হবে। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে গ্রোগ্রামটা আমি করেছি যে এইটাতে অন্যরা খুব চাঙ্গা হইছে। বিকজ এটার সাথে পাবলিক রেসপন্সটা খুব ভাল ছিল। আমাদের তুলনায় খুবই ভাল ছিল।

    খোকা: আমরা কিছু কর্মী পাঠিয়েছিলাম।

    মান্না: হ্যাঁ হ্যাঁ, গেছে ওরা গেছে। যোগাযোগ হয়েছে। তার পরেও ধরেন আপনাদের এরাও যদি বোঝে যে, এখানে তারা পার্টিসিপেইট করলে ডেমোক্রেটিক মুভমেন্টের লাভ হবে তাইলে কিন্তু পার্টিসিপেশন অনেক বড় হতে পারে। ওই রকম হয়নি। হয়েছে, ওই রকম না। আপনি যাদের যাদের বলেছেন ওরা কয়েকজন আমাদের সাথে কথাও বলেছে। ওইটা ভালো আরকি। আমি এখন তিন বা ২৩ তারিখে একটা গণ মিছিলের প্রোগ্রাম করতে চাচ্ছি আমার সুবিধার জন্য। টিভির টক শো-তে বলেছি, লিখেছি, ফরমাললি অ্যানাউন্স করব হয়তো, একদিন দুইদিন পরে, ভাবলাম আপনার সঙ্গে একটু আলাপ করি। কারণ এখন পরিস্থিতিটা একটু সামনে নাজুক কি, ধরেন, সোহরাওয়ার্দী উদ্যানে যদি ছয় হাজার লোক থেকে থাকে, মিছিলে তো এক হাজার লোক আসতে ভয় করে। মিছিল আর ওটা ডিফ্রেন্ট জিনিস। তারপরেও এটা আনতে হবে কারণ রাস্তার ভয়টাই তো ভাঙ্গার দরকার। এবং এইটাতে আমি কথাবার্তা বলছি, আমি মনে করি মিটিং মিছিলটা করলে পুলিশ হয়তো বাধা দেবে না। বা দিলেও আমরা তো থাকবো সেখানে। দেখা যাক কি হবে।

    তো.. আপনার কাছে আমি আমি দুইটা সাপোর্ট চাইছি, একটা হল যে, মাঝে আপানি তো দূরে থেকেও যেটুকু কিছু একটা ইয়ে করেছেন, আমার উপকারও হয়েছে। যে জিনিসটা একটু বেশি আমার জন্য কষ্টসাধ্য হচ্ছে যে, মানে খুবই কমিটেড লোক আনতে হবে আর ব্যাপক একটা পাবলিসিটি করতে হবে, যে এটা করছি। মানুষ জানুক যে না রাস্তায় আছে লোকজন। স্লোগানটা এরকম দেব যে, শান্তি ও সংলাপের দাবিতে গণমিছিল। মানে দুটো জিনিস কম্বাইন করা যায়। আপনি ওখান থেকে প্রোগ্রাম টোগ্রাম দেখতে পান কিনা, সেটা হলো টকশো এখন আমরা ডমিনেট করি। ওরা রাফলি চেষ্টা-চেষ্টা করে সেটা।

    আর আরেকটা ব্যাপার খোকা ভাই, আমি বলি আপনাকে সেটা হচ্ছে যে, আপনি তো দূরে থেকে যেটুকু ইনপ্লুয়েন্স করতে পারেন, আপনাদের লোকজনকে এইটা একটু বলেন, সেটা হলো যে- যদি অনেকটা নিউট্রাল পজিশনে পার্টিসিপেট করি সেটা কিন্তু ডেমোক্রেটিক মুভমেন্টটাকে হেল্পই করবে। মিছিল মিটিং যদি আমি ১০ হাজার লোকের করতে পারতাম তাইলে একটা আওয়াজ উঠতো। সাড়া পেতাম। সেটা হয়তো পারবো না। কিন্তু পারবো নাই বা কেন? একবার না পারি দুবার তিনবার চেষ্টা করেও যদি পারি। ব্যানারটা যাই থাকুক। ব্যানার আর যাই হউক না কেন ব্যানারের ভেতরে অন্ততঃ বিরোধী আন্দোলনকে কোনো সমালোচনা করা হচ্ছে না।

    কালকে আমি আর নূরুল কবীর আরটিভির টকশোতে ছিলাম। এর আগে ইন্ডেপিন্ডেন্ট-এ ছিলাম। মানে এটাই বলেছি যে, এই ক্রাইসিসটার গোড়া তো ৫ জানুয়ারি, সেটা বাদ দিয়ে এগুলো আলোচনা করতে হবে কেন। ওইটা করেন তার সাথে এই যে আন্দোলনের মধ্যে সহিংসতা ঢুকেছে সেটাও আলোচনা করেন।

    মজার ব্যাপার হচ্ছে এই যে, বিদেশি কূটনীতিকরা গতকালকে এই যে ব্যবসায়ীদের সাথে বসেছিল। আজকে আপনি যদি পারেন তাইলে প্রথম আলোর ফার্স্ট নিউজটা পড়ে দেখবেন, হুবহু একই কথা বলেছে তারা।

    পরিস্থিতিটা বেশ ফেভারেবল আছে আমার মনে হয়। যদিও আমি জানিনা যে গভমেন্টের অ্যাটিচিউডের জন্য ভাল হবে নাকি মন্দ হবে। প্রাইম মিনিস্টার আমার ব্যাপারে খুব এলার্জি হয়ে গেছে। মনে করছে যে, এই সব কাজ ভেতরে ভেতরে আমি করে দিচ্ছি। নইলে ড. কামাল আর নাগরিকরা কি এগুলো পারে নাকি....? আমি এগুলো করাচ্ছি। এরকম একটা ধারণা হয়েছে।

    আমি থিঙ্ক যে, আপনার ভাইবার ঠিক আছে, এই জন্য কথা বলতেছি। না হলেতো কথা বলতেও ভয় লাগে। আমাকে বিভিন্ন জায়গা থেকে বলছে যে আপনি একটু কেয়ারফুল থাকেন। আপনাকে যদি সুবিধাজনকভাবে পায় তাহলে ইউ উইল ইন ট্রাবল। তো ওইটাও একটু কেয়ারফুল থাকার চেষ্টা করছি। সব মিলায় আর কি, এখন দোয়া করেন কি করা যায়। আর কোনো পরামর্শ যদি থাকে আপনার সেইটা বলেন।

    খোকা: আমি আপনাকে ফোন করতাম এই জন্য যে, আমাদের গ্রোগ্রাম নিয়ে আমরা একটু দ্বিধাগ্রস্ত যে, এইটা কি করা যায়।

  • http://bangla.bdnews24.com/politics/article929323.bdnews

  • অডিওসহ বিস্তারিত:

  • Manna-Khoka Conversation-1

  • https://www.youtube.com/watch?v=37WF10Fs9Gs

  • Manna-Khoka Conversation-2

  • https://www.youtube.com/watch?v=9QEUD6KINKI

  • Manna-Khoka Conversation-3

  • https://www.youtube.com/watch?v=g_n-8y2X67Q


    • K‡_vcK_b duvm : GB gyû‡Z© `iKvi n‡jv gv‡V hvIqv (AwWI)

      Avmv`y¾vgvb m¤ªvU : Pjgvb ivR‰bwZK cwiw¯'wZ wb‡q RvZxq msjv‡ci Ab¨Zg D‡`¨v³v ivRbxwZwe` gvngy`yi ingvb‡K GKwU AwWI †U‡c weGbwc †bZv mv‡`K †nv‡mb †LvKvi mv‡_ K_v ej‡Z †kvbv †M‡Q| 23 †deª"qvwi †mvgevi weKv‡j ivRavbx‡Z gvbœv †bZ…Z¡vaxb bvMwiK HK¨ Av‡qvwRZ MYwgwQ‡ji cwiKíbv wb‡q `yB †bZvi g‡a¨ K_v n‡q‡Q e‡j IB AwWI †U‡c †kvbv... 

    •    we¯—vwiZ




__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Fwd: manna link




---------- Forwarded message

> https://www.youtube.com/watch?v=m0aVAM1WTsg



__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] 'Manna wants killings at Dhaka University to shake government'



Teletalk leaked: 'Manna wants killings at Dhaka University to shake government'

Staff Correspondent,  bdnews24.com

Published: 2015-02-22 23:49:23.0 BdST Updated: 2015-02-23 00:42:42.0 BdST



An audio tape of a long telephone conversation purportedly between BNP leader Sadeque Hossain Khoka and Nagarik Oikya Convenor Mahmudur Rahman Manna has been leaked, where the latter can be heard asking for corpses.
Manna is a former Awami League leader who later broke away to form the Nagarik Oikya and the tape apparently reveals the true motive behind Manna's push for a dialogue to find a solution to the current political impasse.

His stated ambition is to make the Nagarik Oikyo the 'third most important party' in Bangladesh.

In the audio tape, Manna briefs Khoka, now living in the US for eight months, about his plans to take out a march from National Press Club on Feb 23.

Following that, he advices Khoka to 'tell your people' to go in for a massive showdown at the Dhaka University.

"If possible take over a few halls in a huge head-on confrontation. Maybe a few will die on both sides but if a few halls can be taken over, it will shake up the government," Manna is heard advising Khoka.

But the BNP leader is found to be somewhat reluctant, fearing huge subsequent police action.

Throughout the conversation, Manna is asking Khoka to 'tell your people' to join Nagarik Oikya programmes.

"It will strengthen the democratic movement at the end of the day," Manna is heard telling Khoka.

He also reassures the BNP leader of the edge anti-government and pro-movement elements have in the TV talk shows.

"We are dominating the talk shows. We have put the government on the defensive," Manna is heard telling Khoka.

"We have successfully established that the root of the current crisis is Jan 5 polls."

Manna also sounds optimistic about the initiatives by US, EU and UN – "only if the Indians can be made to change their line," he is heard lamenting.

But he assures Khoka that will also happen.

Manna's suggested plan of action indicates that pro-dialogue elements will actually play the role of the 'second front' of the BNP-Jamaat-e-Islami movement. And at one point, he is heard referring to "Dr Kamal" (possibly Kamal Hossain) as part of the plan.

"But I am under huge surveillance. The prime minister is upset with me, so I have been asked by people to be really careful," Manna is heard saying.

When asked about his telephone chat with Khoka, Manna did not deny it but told bdnews24.com: "I sometimes speak to Khoka bhai (Sadeque Hossain Khoka)."

(For detailed transcript and audio in Bangla, click here)
RELATED STORIES







__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] True Statement !!!!!






__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] The UN has to save people of Bangladesh from impending disaster - The New Nation




http://thedailynewnation.com/news/43275/the-un-has-to-save-people-of-bangladesh-from-impending-disaster.html

The UN has to save people of Bangladesh from impending disaster

UN Secretary General's deputy Oscar Fernandez-Taranco and US Assistant Secretary of State Nisha Desai Biswal have expressed concern over the violence in Bangladesh and stressed the need for peaceful de-escalation of the situation. They discussed the matter at a meeting in Washington DC on Wednesday afternoon, Stéphane Dujarric, spokesman for the UN Secretary-General, told a press briefing in New York on Thursday afternoon.Earlier, Taranco was assigned by the UN Secretary General to liaise with the government and opposition leaders in Bangladesh. Both Taranco and Biswal visited Bangladesh ahead of the January 5 general election last year, but they could not bring out any breakthrough as the major political parties had stuck to their guns on issue of election-time government.They held a series of talks with the Awami League and BNP leaders. Taranco came to Dhaka on December 6, 2013, and stayed here for six days. Although he succeeded in getting the AL and the BNP leaders to sit for two rounds, it did not bring forth any result. But no meeting could be arranged between Begum Khaleda Zia and Sheikh Hasina. Taranco sadly went back disappointedly.Dozens of lives have been lost in violence since the BNP-led opposition combine announced an indefinite blockade on January 5 this year. The country is bleeding and the situation is going out of control. The issue is simple: The government is not ready to face a free and fair election but this is not seen as a political challenge for the whole nation.The UN, United States, European Union, United Kingdom and Canada have deplored the violence against innocent people and reiterated their call for dialogue to break the current political crisis. India said it would not interfere in the internal matters of Bangladesh and hoped that the people and the government of Bangladesh would resolve the issues themselves.In our opinion, it is the most unrealistic expectation. The government that does not feel safe to face the people in a free and fair election is a situation that cannot be resolved by us. We are now virtually under police rule. Whether food will be allowed to Begum Khaleda  Zia's house is to be decided by the police. How to save the plunderers that is main consideration of the government.So there is a strong and well-organized anti-election vested interest to contend with for saving democracy in Bangladesh. These people are most determined not to give up.Nobody is asking that the power should be transferred to Begum Khaleda Zia.So merely expressing concern over the current situation of the country is not enough to bring forth a solution to solve the current crisis of saving lives of the people on a long term basis. Both the UN and the international community must understand the terrible nature of the crisis facing the nation.If so wanted, the Prime Minister Sheikh Hasina can restore peace any moment by keeping her own promise of holding a genuine election. But the promise is not even discussed. The opposition is denied of all peaceful democratic space treating them as enemies of the country. To put it softly but gravely, we are in a war like situation and the fear is violence will spread no matter how ruthlessly BNP is suppressed. We failed to make our government see it.So the question how to save our people from a dangerous situation like no talk with the opposition and no election as promised by the Prime Minister herself.

 



__._,_.___

Posted by: "ahmad totonji" <atotonji@darmanar.org>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Newer Posts Older Posts Home