Banner Advertiser

Wednesday, December 27, 2017

Re: [mukto-mona] Fwd: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে "মনসুর আর নুপূরের" বিয়েতে উগ্র বজরং দলের ‘লাভ জিহাদ’ দৌরাত্ম্য !!!



The stupid society has no business rejecting or even giving an opinion on this marriage. The Hindutwa barbarians are a shame of India.

SuBain

====================================


On Wednesday, December 27, 2017 8:00 PM, "Dristy Pat dristypat5@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
Really, are you saying that this Indian Muslim groom did not know that society will reject this marriage, and it will be hard to face the aftermath of the marriage? What a surprise!

2017-12-24 4:18 GMT-05:00 Jamal G. Khan <m.jamalghaus@gmail.com>:
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে "মনসুর আর নুপূরের" বিয়েতে উগ্র বজরং দলের 'লাভ জিহাদ' দৌরাত্ম্য :

আল্লা দয়াময়! কারও শাদি যেন এমন ভয়ঙ্কর না হয়

জয়ন্ত ঘোষাল
 
Nupur Singhal and Masur Harat Khan

দম্পতি: নুপূর সিঙ্ঘল, মনসুর হারাত খান

এখনও শামিয়ানা খোলা হয়নি। গত কাল সকালে ছিল বিয়ের অনুষ্ঠান, সন্ধ্যায় ভোজসভা। আর আজ ৩০ বছরের পাত্র কবিনগরের ছোট অবিন্যস্ত ফ্ল্যাটের বেতের চেয়ারে বসে হাউহাউ করে কাঁদতে কাঁদতে বললেন— আল্লা দয়াময়! আর কারও শাদি যেন এমন ভয়ঙ্কর না হয়।
সাধারণ মধ্যবিত্ত পরিবারের মনসুর হারাত খান এখন এই শিল্পশহরের বাসিন্দা। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এমবিএ। মাল্টিন্যাশনাল কোম্পানির এইচআর ম্যানেজার। তাঁর কান্না দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল।
যুবকটির অপরাধ, তিনি বিয়ে করেছেন ২৮ বছরের এক হিন্দু পাত্রী নুপূর সিঙ্ঘলকে। পাত্রী পেশায় মনোচিকিৎসক। গত কাল বিশেষ বিবাহ আইন অনুসারে গাজিয়াবাদ আদালতে বিয়ের রেজিস্ট্রেশন হয়েছে। সন্ধ্যায় রাজনগরে মেয়ের বাড়িতে ছিল বিয়ের রিসেপশন।
–– ADVERTISEMENT ––
প্রথমে প্রেম। তার পর দুই পরিবারের কথাবার্তা। দুই পরিবারের সম্মতি নিয়েই বিয়ে। কোথাও কোনও গোল ছিল না। কিন্তু খোঁজ রাখছিল হিন্দুত্বের স্বনিযুক্ত ঠিকাদাররা। দুপুর বারোটাতেই মেয়ের বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়। বজরং দল, হিন্দু রক্ষা দল, ধর্ম জাগরণ মঞ্চ ইত্যাদি নানা গোষ্ঠীর লোকজন তাতে ছিল বলে অভিযোগ। কিন্তু 'ফ্রিঞ্জ গ্রুপ'-এর দৌরাত্ম্য বলা যাবে না, কারণ তাদের সঙ্গে হাজির ছিলেন বিজেপির গাজিয়াবাদের শহর-সভাপতি অজয় শর্মা। অভিযোগ— 'লাভ জিহাদ' চলবে না। জোধা আকবর থেকে হাদিয়া— এই ইতিহাস বদলাতে হবে। এর পর টায়ার জ্বলে, শুরু হয় রাস্তা রোকো। তার পর যুবকটির বাড়ির সামনে বিক্ষোভ। পুলিশের লাঠি চার্জ।
মেয়ের বাবা পুষ্পেন্দ্র সিঙ্ঘল গত কাল কবিনগর থানায় এফআইআর করেছেন। আজ পাড়া শান্ত। তবু মনসুর বললেন, ''আজও বিজেপি কর্মীরা বাড়ি এসে বলে গিয়েছে, পুলিশকে দিয়ে ধর্ষণের মামলা করিয়ে দেব। পুলিশও খবরের কাগজের কাছে কথা বলতে বারণ করেছে।'' পুষ্পেন্দ্র অবশ্য রুখে দাঁড়িয়ে বলছেন, ''কীসের ভয়?''
১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইন অনুসারে মুসলিম ছেলেটি স্থানীয় বিবাহ রেজিস্ট্রারের কাছে বিয়ের অনুমতি চেয়েছিলেন। দুই পরিবারের লিখিত সম্মতি জানানো হয়েছে এক মাস আগেই। আইন অনুসারে সরকার কাগজে বিজ্ঞাপন দিয়ে জানতে চেয়েছে, কারও কোনও আপত্তি আছে কি না? কেউ আপত্তি জানাননি। অথচ এখন এই ধুন্ধুমার!
গাজিয়াবাদের দূরত্ব দিল্লি থেকে ৪০ কিলোমিটার। মোগল সম্রাটদের বনভোজনের জায়গায় এখন শপিং মল, ঝাঁ-চকচকে রিয়েল এস্টেট। এলাকার সাংসদ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিংহ। হিন্দু জনসংখ্যা ৮০%, মুসলমান প্রায় ১৫%। খ্রিস্টানও আছেন। এই এলাকায় কমপক্ষে ১০টি ছোট-বড় গির্জায় শুরু হয়ে গিয়েছে বড়দিনের উৎসব। কবিনগরের কাছেই আছে জামা মসজিদ।
কাকতালীয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ গায়ে-লাগানো শহর নয়ডায়। তিনি কোনও মন্তব্য করেননি। দিল্লিতে বিজেপি মুখপাত্ররা লালুপ্রসাদকে নিয়ে ব্যস্ত। কেউ কেউ ঠোঁট উল্টে বলেছেন, এমন হয়েছে? সত্যি নাকি? এ দিকে কেউ গ্রেফতার হল না। পুষ্পেন্দ্রের প্রশ্ন, বিজেপির শহর-সভাপতি গ্রেফতার হবেন না কেন?
স্থানীয় পুলিশ সুপার অশোক তোমর বললেন, ''দু'জনের বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করেছি। আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে।'' পুলিশ পাত্রীপক্ষের সঙ্গে বজরং দলের নেতাদের বৈঠক করিয়েছে। বিশেষ লাভ হয়নি। যত বলা হয়েছে এ তো দুটো পরিবারের ব্যক্তিগত ব্যাপার, হিন্দুত্ব বাহিনী বলেছে— না, এ হল রাষ্ট্রবিরোধিতা।
দিল্লি থেকে নয়ডা মেট্রো রেল চালু করতে প্রধানমন্ত্রী এই এলাকায় আসছেন বড়দিনে। সে দিন অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনও বটে। গুজরাত দাঙ্গার পরে যিনি নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালনের পরামর্শ দিয়ে বলেছিলেন, শাসকের কাছে জাতিধর্মের ভেদ হয় না।
ফেরার সময়ে রানি ঝাঁসি মার্গের অবস্থা দেখে হাওড়ার জি টি রোডের কথা মনে পড়ছিল। কেশরীমাতার মন্দিরে সন্ধ্যারতি শুরু হয়েছে। দুধেশ্বরনাথ সিদ্ধপীঠের ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছে। আর এ সবের মধ্যে সদ্য-বিবাহিত আতঙ্কিত দম্পতির চোখের জলের স্মৃতি নিয়ে ফিরছি লুটিয়েন্স দিল্লিতে। মোদীর দিল্লিতে।

৮ পৌষ ১৪২৪ রবিবার ২৪ ডিসেম্বর ২০১৭   
Inline image 1

বিচ্ছেদের পর রন্টির বিয়ে

ভিন ধর্ম ও জাতে বিয়ে করা দম্পতিদের খুঁজতে ঝাঁপিয়ে পড়েছে এনআইএ: বৃন্দা কারাত
Story image for love jihad news from Wall Street Journal

India's Imaginary 'Love Jihad'

Wall Street Journal-17 hours ago
New Delhi. This is the story of Hadiya, currently the most famous woman in India. Like any person of modest profile rocketed into national headlines, she'd rather be leading an anonymous life. But her parents—and the Supreme Court of India—will not let her. Hadiya, a medical student, was born 25 years ....

ভিন্ন ধর্মে বিয়ে করলেই 'লাভ জেহাদ' তকমা নয় : কেরল হাইকোর্ট - বিশ্ব ...

biswabanglasangbad.com › important

ভিন্ন ধর্মে বিয়ে করলেই 'লাভ জেহাদতকমা নয় : কেরল হাইকোর্ট. October 20, 2017. All interfaith marriages should not be portrayed as 'love jihad' or 'ghar wapsi. বিবিএস : যুবক, যুবতীদের মধ্যে প্লেটোনিক প্রেম থাকলেও কেরলে ইদানীং ভিন ধর্মে বিয়ে হলেই তাকে 'লাভ জেহাদ' বা 'ঘর ওয়াপসি' বলে চিহ্নিত করার যে প্রবণতা তৈরি হয়েছে, তার নিন্দা ...
Story image for 'লাভ জেহাদ' তকমা from দেশে বিদেশে (press release) (blog)

ভিন ধর্ম ও জাতে বিয়ে করা দম্পতিদের খুঁজতে ঝাঁপিয়ে পড়েছে এনআইএ ....

দেশে বিদেশে (press release) (blog)-Dec 4, 2017
হিন্দুত্ববাদী শক্তিগুলির 'লাভ জেহাদতকমা দেওয়া বিয়েগুলির তদন্তে এনআইএ-র ভূমিকার কঠোর সমালোচনা করেছেন বৃন্দা। তিনি বলেছেন, 'সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধের তদন্ত এই সংস্থার ঘোষিত দায়িত্ব। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে দায়িত্বের পরিধি বাড়িয়ে হিন্দু তরুণীদের প্রলোভন দেখিয়ে মুসলিম যুবকদের বিয়ে করা এবং ...


Proponent of "love Jihad" myth in Bangladesh 
(বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদের স্বনিযুক্ত ঠিকাদার):

On Thu, Nov 30, 2017 at 9:28 PM, Sitangshu Guha <guhasb@gmail.com> wrote:
'লাভ জ্বিহাদ' একটি ইসলামী কর্মসূচি। যেমন 'নও-মুসলমান' একটি ইসলামী কর্মসূচি' এবং এমনকি বাংলাদেশ সরকার এতে অর্থ বরাদ্ধ রাখে? বাংলাদেশে বিশেষত: নাবালিকারা লাভ-জ্বিহাদের স্বীকার, কারণ, সমাজ, প্রশাসন, পরিবার, সরকার সবাই বেহেস্তে যাবার লোভে এই অপকর্মটিতে সমর্থন যোগায়? 
বাংলাদেশের প্রথম নায়িকা পূর্ণি মা সেনগুপ্ত থেকে শুরু হয়ে হালে র অপু বিশ্বাস সবাই 'লাভ জ্বিহাদ'-এর শিকার। লোভ, মোহ আছে, থাকবে, কিন্তু ধর্মান্তর- ওটা শুধু মুসলমানের  একচেটিয়া সম্পদ।হিন্দু নায়িকা মিনা পাল ও রফে কবরী। চটগ্রামের ধনাঢ্য ব্য বসায়ী চিত্ত চৌধুরীর স্ত্রী মী না পাল হয়ে গেল কবরী। কিছুদিন প র নারায়ণগঞ্জের ক্ষমতাধর ওসমান  পরিবারে বিয়ে করে কবরী হয়ে গেল  কবরী সরোয়ার। সর্বশেষ এমপি হবার  লোভে ২০০৮ সালে তার দ্বিতীয় স্ বামীকে ছেড়ে হয়ে গেল সারাহ বেগম  কবরী। মা এক হলেও শুধু স্বামী  ভিন্ন হবার কারণে কবরীর বাচ্চা  কাচ্চারা একাধিক ধর্মের অনজু ঘোষের উত্থানকালে আমি ঢাকা থাকতাম। বিয়ে করলেন, মুসলমান হলেন। ছাড়াছাড়ি হলে, আবার হিন্দু ধর্মে ফিরে এলেন। মাওলানা হুঙ্কার ছাড়লেন, 'একবার মুসলমান হলে আর ইসলাম ত্যাগ করা যায়না? অরুণা বিশ্বাস? মঞ্জুশ্রী? জহির রায়হান বলতে অনেকে পাগল, চলচ্চিত্র জগতের অভিনেত্রী সুমিতা দেবী-কে তিনি ধর্মান্তরিত করেন? রক্ষণশীল ধনী ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন সুমিতা দেবী, বা নাম হেনা ভট্টাচার্য্য । ধর্মান্তরিত হলে নতুন নামকরণ হয় নিলুফার বেগম।  সুমিতা দেবী তথা নিলুফার বেগম দুই সন্তানের জন্ম দেন, তারা হলেন - বিপুল রায়হান এবং অনল রায়হান । জহির রায়হান হিন্দু ব্রাহ্মণ মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছে । অথচ সেই ব্যক্তি ঠিক পাঁচ বছর পরেই আরেক অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা কে বিয়ে করে । জহির রায়হান অভিনেত্রী সুচন্দা কে বিয়ে করলে সুমিতা দেবী তথা নিলুফার বেগমের কষ্টের শেষ থাকে না । মূলত সে সময় থেকে এবং বাহাত্তর সালের ত্রিশ জানুয়ারী জহির রায়হান নিখোঁজ হয়ে গেলে শুরু হয় সুমিতা দেবী তথা নিলুফার বেগমের জীবনে অমাবশ্যার আঁধার নেমে আসে । শেষ জীবনে অভাব অনটনের মধ্য দিয়েই সুমিতা দেবী তথা নিলুফার বেগমের মৃত্যু ঘটে। আমি তাকে চিনতাম, কিছু ঘটনা জানি। শমী কায়সারের সাথে বিয়ে হয় এক হিন্দু ব্রাহ্মণের সাথে। এনারা বেজায় প্রগতিশীল, ছেলেটিকে মুসলমান বানিয়ে বিয়ে হলো। অবশ্য বিয়ে ভেঙে যেতেও সময় নেয়নি। ছেলেটি কলকাতায় ঘরে ছেলে ঘরে চলে যায়।
সুমিতা নিয়ে এ ঘটনাটি ইতিমধ্যে ঢাকায় প্রকাশিত হয়েছে---(ঘটনাটি আশির দশকের)----------------ঘটনার দি নদেবেশ ভট্টাচার্য্যযাকে আমি 'মেসোবলে ডাকতামতখন মঞ্চে  বসাআমরা 'জনা স্টেজের পেছনে  তদারকি করছিলাম। এসময়ে সুমিত দে বী এলেন। ডাকলেনবললেন, 'দেবেশবাবুকে একটু ডেকে দিন না? ' বললামকেনউনি বললেন, 'দরকার আছে' তাকে অল্পবিস্তর চি নতামতাই আবারো বললামদরকারটা  কি না বললে তো মেসোকে ডাকতে পা রবো না। এবার অভিনেত্রী সুমিত দে বী বললেন, 'উনি ব্রাহ্মণ মানুষপ্রনাম কর বো' তার কথায় অবাক হলাম। স্টে জে গেলামমেসোকে ফিসফিস করে জা নালামসুমিতা দেবী আপনাকে একটু  স্টেজের পেছনে যেতে অনুরোধ করে ছেন। তিনি জিজ্ঞাসা করলেনকেন?  বললামউনি প্রনাম করবেন। শুনে  মেসো তখন একটু মুচকি হাসি দিলে ন। গল্পটি বলার কারণ এটা যেমে সোর সেই অমায়িক হাসির কথা আমার  আজো মনে আছে। তিনি নীচে নেমে এলে নসুমিত দেবীর সাথে টুকটাক কথা  বললেন। এরপর স্টেজের পেছনে সু মিত দেবী গলায় আঁচল পেঁচিয়ে ভক্ তিভরে মেসোকে পায়ে ধরে সশ্রদ্ধ  প্রনাম করলেন। মেসো আশীর্ব্বাদ  করলেন। কিছু সময় পর তিনি আবার স্ টেজে চলে গেলেন। সুমিতা দেবীও বি দায় নিলেন।  ............................... ......  Sitanggshu Guha
 

উগ্র হিন্দুত্ববাদ এদের একমাত্র হাতিয়ার! - Sahos24.com

May 15, 2016 - যারা ভারতের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছে, ব্রিটিশ এজেন্টের কাজ করেছে, গান্ধিজিকে হত্যা করেছে তারা এখন ভারতীয় জাতিয়তাবাদের বদলে হিন্দু জাতিয়তাবাদ চাপিয়ে দিতে চাইছে গোটা দেশে। উগ্র হিন্দুত্ববাদ এদের একমাত্র হাতিয়ার। মোদির নেতৃত্বে ক্ষমতায় এসে তারা প্রত্যেকটি আন্তর্জাতিক মানের শিক্ষাকেন্দ্র ও গবেষণা কেন্দ্রগুলি দখল করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, পুনে ফিল্ম ইন্সটিটিউট, ইন্ডিয়ান সেন্টার ফর হিস্টোরিকাল রিসার্চ ইত্যাদি সংস্থায় ইতিমধ্যেই আরএসএস তাদের প্রচারকদের শীর্ষে বসিয়েছে। আর একটি উৎকর্ষ কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন তারা দখল নিতে ষড়যন্ত্র ...

Here's The Reality Of Love Jihad, Hindu Terror, Beef Consumption ...

https://www.indiatimes..com › News › india
Nov 17, 2017 - Here's The Reality Of Love Jihad, Hindu Terror, Beef Consumption And Other Daily UseMyths .... Lie 5 – Love Jihad. Leaders of the RSS and VHP have often made the claim that Muslim men are trying to convert Hindu women in to Islam by enticing or forcing the Hindu women to marry them and increase ....

The myth of love jihad | The Indian Express

indianexpress.com › Opinion › Columns
Aug 28, 2014 - "Love jihad" — a term floated by some Hindu organisations — has got firmly fixed on the agenda of the RSS and its rightwing affiliates like the Dharma Jagran Manch, even though the Uttar Pradesh unit of the BJP has formally dropped the phrase from its political resolutions. The last month has witnessed ...





__._,_.___

Posted by: Sukhamaya Bain <subain1@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___