Banner Advertiser

Monday, October 29, 2012

[mukto-mona] যুক্তরাষ্ট্র জামায়াতকে মডারেট দল মনে করলে সন্ত্রাস যাবে না: স্টেট ডিপার্টমেন্টে বৈঠকে শাহরিয়ার কবির ..



মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১২, ১৫ কার্তিক ১৪১৯

যুক্তরাষ্ট্র জামায়াতকে মডারেট দল মনে করলে সন্ত্রাস যাবে না
স্টেট ডিপার্টমেন্টে বৈঠকে শাহরিয়ার কবির
এনা, নিউইয়র্ক থেকে ॥ স্টেট ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ এক বৈঠকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী প্রেসিডেন্ট, লেখক-সাংবাদিক-চলচ্চিত্রকার শাহরিয়ার কবির জানালেন, 'একাত্তরের ঘাতকদের বিচার সুসম্পন্ন করা গেলেই বাংলাদেশ চিরতরে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক থেকে মুক্ত হবে। কারণ, একাত্তরের ঘাতক এবং তাদের নেতৃত্বাধীন দল 'জামায়াতে ইসলামী' হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হোতা এবং তাদের নেটওয়ার্কের লোকজনই আলকায়েদা ও তালেবান সৃষ্টি করছে।' শাহরিয়ার কবির স্পষ্টভাবে স্টেট ডিপার্টমেন্টকে আরও জানিয়েছেন, 'যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত জামায়াতে ইসলামীর মতো একটি মৌলবাদী দলকে মডারেট-গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করবে ততদিন পর্যন্ত সন্ত্রাসবিরোধী যুদ্ধে তারা সফল হতে পারবে না। কারণ, জামায়াতীরা এখন কৌশলগত কারণে গণতন্ত্রের কথা বললেও তারা কখনই গণতন্ত্রে বিশ্বাস করে না। জামায়াতীরা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির প্রতিভু।' 
একাত্তরের ঘাতকদের বিচার নিয়ে আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার সংস্থার উদ্বেগ প্রসঙ্গে শাহরিয়ার কবির উল্লেখ করেছেন, 'বহুদেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে এবং হচ্ছে। জাতিসংঘের একটি আদালতও সক্রিয় রয়েছে। সে সব বিচার হচ্ছে আন্তর্জাতিক আইন অথবা ঐ সব দেশের বিধি অনুযায়ী। বাংলাদেশেও সেভাবেই সর্বোচ্চ নিরপেক্ষতার সঙ্গে বিচার হচ্ছে যার বড় প্রমাণ হলো অভিযুক্তদের আপীলের সুযোগ। অন্য কোথাও আপীলের সুযোগ নেই।' শাহরিয়ার কবির বৈঠক শেষে এনাকে আরও জানান, '২০১৪ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট যদি আবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আবারও জঙ্গীবাদের শক্ত ঘাঁটিতে পরিণত হবার আশঙ্কা রয়েছে।' 
২৬ অক্টোবর স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় ঈদের দিন ভোর রাত) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঐ বৈঠক শেষে শাহরিয়ার কবির আরও জানান, 'কক্সবাজারের রামুতে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর বৌদ্ধ পল্লীতে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার মূল পরিকল্পনাকারী হচ্ছে জামায়াতীরা। তাদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের বিচ্ছিন্ন একটি অংশ যোগ দিয়েছে। শুধু তাই নয়, এটা নানাভাবে প্রমাণিত সত্য যে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় ছিল তখন সরকারের সহায়তায়, প্রধানত জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ মদদে সারাদেশে শতাধিক জঙ্গী মৌলবাদী সংগঠন এবং ৫ শতাধিক ইসলামিক এনজিওর অভ্যুদয় ঘটেছে, যাদের অধিকাংশের তৎপরতা হচ্ছে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে। বিভিন্ন সময়ে এসব এলাকা থেকে গ্রেফতারকৃত জঙ্গীরা কবুল করেছেÑ বার্মার আরাকানের সঙ্গে কক্সবাজারসহ পার্বত্য চট্টগ্রামের একটি অংশকে যুক্ত করে তারা একটি স্বাধীন ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। সে সময় আমরা অনুসন্ধান করে জেনেছি বাংলাদেশ-বার্মা সীমান্তে 'আরএসও'সহ রোহিঙ্গাদের ১৭টি জঙ্গী মৌলবাদী সংগঠন বিভিন্ন ধরনের জঙ্গী তৎপরতায় লিপ্ত রয়েছে, যাদের অধিকাংশই জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত।' শাহরিয়ার কবির স্টেট ডিপার্টমেন্টকে সুনির্দিষ্টভাবে অবহিত করেছেন যে, 'বর্তমান সরকারের আমলেও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা কোন কোন এলাকায় নির্যাতিত হচ্ছেন। তবে সে সব ঘটনা অস্বীকার না করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে।' শাহরিয়ার কবির জানান, 'দুঃখজনক হলেও সত্য, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অকথ্য নির্যাতনের ঘটনাবলী সে সময়ের বিএনপি-জামায়াত জোট সরকার স্বীকারই করেনি। এর ফলে আক্রমণকারীরা উৎসাহ পেয়েছে আরও হামলায়।' গত ১৭ অক্টোবর নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেয়ার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত বাংলাদেশী নাফিজ প্রসঙ্গে শাহরিয়ার কবির স্টেট ডিপার্টমেন্টকে জানিয়েছেন যে, 'নাফিসেরা হচ্ছেন পরিস্থিতির শিকার। জামায়াতে ইসলামী বিভিন্ন ছদ্মনামে বাংলাদেশের তরুণ সমাজের মগজধোলাই করছে এবং তাদের ইসলামিক সন্ত্রাসী হিসেবে পরিণত করছে। নাফিসের গডফাদার হচ্ছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সমাপ্ত করার মাধ্যমেই জামায়াতে ইসলামীতে ধর্মীয় উগ্রবাদী ধ্যান-ধারণার নেতৃত্ব নিশ্চিহ্ন করা সম্ভব এবং তাহলেই চলমান আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী যুদ্ধ সফল হবে।' বৈঠকে অংশ নেন স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ এশিয়া ব্যুরো অব ডেমোক্র্যাসি, হিউম্যান রাইটস এ্যান্ড লেবার বিষয়ক পলিসি ডিরেক্টর বিদিশা বিশ্বাস, ইন্টারন্যাশনাল রিলেশন্স অফিসার নিদা এম আনসারী, বাংলাদেশ ডেস্কের রাজনীতি ও অর্থনৈতিক বিষয়ক অফিসার আরতি স্রফ, বাংলাদেশ ডেস্কের অফিসার বেন বেরি (ইবহ ইধৎৎু) এবং সাই কুচাইভোয়েটা।
শাহরিয়ার কবিরের এ বৈঠকের সমন্বয় করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি ও যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আন্তর্জাতিক সমন্বয়কারী শিতাংশু গুহ। এ সময় উপস্থিত ছিলেন বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি স্বীকৃকি বড়ুয়া, সত্যানন্দ ভিক্ষু এবং উপতিষ্য চাকমা। 
বৈঠক প্রসঙ্গে শীতাংশ গুহ এনাকে বলেন, 'ইতোপূর্বে আরও বৈঠকে অংশ নিয়েছি। কিন্তু এবারের বৈঠকে স্টেট ডিপার্টমেন্টের মনোযোগ ছিল অনেক বেশি। তারা রামু পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন বলেই মনে হয়েছে।' একই ইস্যুতে এর আগে যুক্তরাষ্ট্র প্রশাসনে ব্যাপক প্রভাব রয়েছে এমন দুটি থিঙ্কট্যাঙ্কের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও মিলিত হয়েছেন শাহরিয়ার কবির। সেগুলো হচ্ছে ব্রুকিংস ইনস্টিটিউট এবং আটলান্টিক কাউন্সিল। এ দুটি থিঙ্কট্যাঙ্ক যুক্তরাষ্ট্র প্রশাসনকে পররাষ্ট্র বিষয়ক নীতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
২৭ অক্টোবর তিনি নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটিতে 'বিশ্বব্যাপী ধর্মীয় মৌলবাদের উত্থান' শীর্ষক এক আলোচনায় বক্তব্য রাখেন। এতে নতুন প্রজন্মের আমেরিকান এবং বাংলাদেশী বংশোদ্ভূতরাও বিপুলভাবে অংশ নেন। এ সময় ইসলাম ধর্মের নামে দেশে দেশে সন্ত্রাসী কার্যক্রমের আলোকে শাহরিয়ার কবিরের নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ কর্মসূচীর সার্বিক সমন্বয় করেন সেখানকার নর্থ ক্যারোলাইনা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের অর্থনীতি বিষয়ক সহযোগী অধ্যাপক ড. এবিএম নাসির। 
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২৮ অক্টোবর রবিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় ক্লাব সনমে শাহরিয়ার কবিরের সঙ্গে প্রবাসীদের মতবিনিময় অনুষ্ঠানটি বুধবার নাগাদ স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১২, ১৫ কার্তিক ১৪১

মুক্তিযোদ্ধাদের খতমের শপথ দেন মুজাহিদ: শাহরিয়ার কবির










__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Fwd: Khaleda's India visit




See the link. Editorial by Manas Ghosh on Khaleda's visit to India
 
 
 



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] ‘আমাদের ইতিহাস কালো হয়ে গেছে’



'আমাদের ইতিহাস কালো হয়ে গেছে'
Mon, Oct 29th, 2012 2:46 pm BdST
 

শামীমা বিনতে রহমান 
রামু থেকে ফিরে 

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুর চৌমুহনী মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সকে মাঝখানে রেখে চার দিকে চারটি রাস্তা চলে গেছে। বামের সাদা চিং-লাল মন্দিরের দিক থেকে যে রাস্তা এসে মোড়ের সঙ্গে মিলেছে, তার একটু ডানে গিয়ে হাতের বাঁয়ে বড়ুয়া পাড়ার রাস্তা। এখানে প্রায় ৪০০ বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবার আর শহরের সবচেয়ে বড় আর পুরনো বিহার সীমা বৌদ্ধ বিহার। 

এসব রাস্তার ভৌগোলিক বর্ননায় কোনো পরিবর্তন ঘটেনি গত কিছুদিনে। তবে গত ২৯ সেপ্টেম্বর ছয়টি মন্দির ও বিহার এবং নয়টি বাড়ি পুরো জ্বালিয়ে দেয়ার পর এবং শ' দেড়েক বাড়ি আর ছয়টি মন্দিরে লুটপাট-ভাংচুরের পর এখন ওই ভৌগোলিক বিস্তারে স্থাপনা বিন্যাসে পরিবর্তন আসছে ব্যাপক। আশংকা, অবিশ্বাসও উঠেছে চরমে। 

ঘটনার ২৫ দিন পর রামুতে গিয়ে দেখা গেল, পুড়ে ছাই হয়ে যাওয়া সব বাড়ি, মন্দির একই রকম আছে। শুধু বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) চারটি ঘর বানিয়ে দিয়েছে, যাতে ঝুলছে 'বিজিবি কর্তৃক নির্মিত' সাইনবোর্ড।

সেনাবাহিনী মন্দির নির্মাণেরও দায়িত্ব নিয়েছে, তবে এখনো কোনো মন্দির কর্তৃপক্ষই পুননির্মাণের উদ্যোগ নেয়নি। সবগুলো মন্দিরেই তাদের পাহারা আছে। বিজিবি আর সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প আছে সেখানে। 

বৌদ্ধ সম্প্রদায় ঠিক করেছে, ২৯ অক্টোবর (সোমবার) প্রবারণা পূর্ণিমায় বাঁকখালি নদীতে প্রতি বছরের মতো ফানুস এবার আর ওড়ানো হবে না। 

ঘটনার পর মাস গড়ালেও প্রধানমন্ত্রীসহ সরকারি কর্তাব্যক্তিদের আশ্বাসেও ভয় পুরোপুরি কাটেনি বৌদ্ধদের। 

অন্যদিকে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় থানায় হওয়া ১৫টি মামলায় গ্রেপ্তারের আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মুসলমানরা। 

শুধু ফেইসবুকে একটি ছবিকে কেন্দ্র করে ওই হামলা- এটা মেনে নিতে পারছেন না অনেকেই। এর পেছনে অন্য আরো কারণ রয়েছে বলে তাদের সন্দেহ, যদিও কী কারণ, তাও স্পষ্ট বুঝতে পারছেন না। 

স্থানীয় নাট্যকর্মী সুনীল কান্তি শুধু বললেন, "দ্যাখেন, এতো বড় একটা হামলা হইল, মানুষ কিন্তু খুন হয় নাই। সত্যি সত্যি রায়টে তো মানুষ খুন করে ফেলে। আমার মনে হয়, আরো ভয়ঙ্কর কিছু হবে, এইটা তার আগের অবস্থা।" 

পোড়া ইতিহাস' 

সীমা বৌদ্ধ বিহারের সামনে দাঁড়ালে এক মাস পরও মনে হয় ধ্বংসস্তূপ। পুড়ে কয়লা হয়ে যাওয়া কাঠের খুঁটিগুলো ঠায় দাঁড়িয়ে আছে, নিচে কাঠকয়লার সঙ্গে থালা-বাটি, টিফিন ক্যারিয়ার, নীল রঙের বালতি, গেরুয়া রঙের কাপড়ের পোড়া অংশ। অবশ্য এর মধ্যেও ভক্তদের পূজা থেমে নেই। 

মন্দির থেকে দাপ্তরিক কাগজে ক্ষয়ক্ষতির যে তথ্য দেয়া হয়ে- তাতে বলা হয়েছে, একটি দুই তলা কাঠের বিহার আগুনে পুরো ভস্মীভূত; একটি করে ভিক্ষু সীমা, বোধি ঘর, ধাতু মন্দির পুড়ে গেছে; সংরক্ষিত থাকা ২ হাজার বছরের পুরনো গৌতম বুদ্ধের চুল, একই সময়ের ভিক্ষু সংঘের দাঁত আগুনে নষ্ট, তালপাতায় লেখা ২ হাজার বছরের পুরনো প্রাচীন বিদ্যালিপি, পাণ্ডুলিপি ও পুঁথি আগুনে পুরোটাই পুড়েছে; পুড়ে গেছে বার্মিজ, বাংলা, সিংহলী ও ইংরেজি ভাষায় লেখা ত্রিপিটক। 

প্রধানমন্ত্রী রামু ঘুরে আশ্বাস দিয়ে গেছেন, ক্ষতিগ্রস্ত মন্দির আবার উঠে দাঁড়াবে। কিন্তু তাতে কী মিলবে পুরার্কীর্তিগুলো, প্রশ্ন ৮৩ বছর বয়সি সীমা বৌদ্ধ বিহারের প্রধান সত্যপ্রিয় মহাথেরোর। 

"এই বিহার তো আর পাওয়া যাবে না। ১০০ কোটি টাকা দিলেও কি আপনি পাবেন আড়াই হাজার বছর পুরানা তালপাতায় লেখা ত্রিপিটক, বুদ্ধের চুল, প্রায় ৩০০ বছরের পুরনো ইতিহাসের নিদর্শন? আমি কাকে বোঝাই, কী করে বোঝাই যে আমার সব শেষ হয়ে গেছে, আমাদের সব শেষ হয়ে গেছে।" 

আ ক ম যাকারিয়া তার বাংলাদেশের প্রতœ সম্পদ বইতে রামুর সবচে পুরানা বৌদ্ধ বিহার হিসাবে উল্লেখ করেছেন রামু সদর থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত রামকোট বিহার ও বনাশ্রমকে। এর সময়কাল ধরা হয়েছে আনুমানিক ২ হাজার ৩০০ বছর। 

সেদিনের হামলায় এই বিহারের তেমন একটা ক্ষতি না হলেও যেসব মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অর্পণচরণ ছাড়া বাকি সবগুলোই শতবর্ষ পার করা। সীমা বৌদ্ধ বিহার ৩০০ বছরের বেশি পুরনো। কাঠের তৈরি এ বিহারগুলার মূল বৈশিষ্ট্য হলো- নির্মাণের ক্ষেত্রে এসব বিহারে মিয়ানমার, থাইল্যান্ড, চীন ও জাপানের ঐতিহ্যবাহী বৌদ্ধ নির্মাণশৈলী অনুসরণ করা হয়েছে। 

সত্যপ্রিয় মহাথেরো বললেন, "কেবল আমাদের ধ্বংস করে দেয়া হয়েছে এমন না, ত্রিলোকের গুরুকে ধ্বংস করে দেয়া হয়েছে। ওরা আগুন দিয়ে ইতিহাসকে কালো করে ফেলেছে। এমন কালো যে- ওই সময় সম্পর্কে জানার উৎস আর পড়া যাবে না।" 

আতঙ্ক এখনো 

অপর্ণচরণ মন্দিরের জন্য জমি দিয়েছিল যে পরিবার- সেই পরিবারের সদস্য ৭২ বছর বয়সী অনীল বড়ুয়া সীমা মন্দিরের মেঝেতে বসে বলেন, "এখন শুধু ভয় লাগে। শুধু কান্না আসে। মন্দিরের দিকে তাকালেই চোখে পানি আসে। আমার ছেলে মেয়ে আর নাতী-নাতনীদের জন্য অনেক ভয় হয়। ওদের কী হবে? 

"আমরা তো অন্য কোথাও যাব না। এটা তো আমার দেশ। একটা কুকুর ডাক দিলেও ভয় লাগে আর মনে হয়, পরের দিনের সকালটা দেখতে পারব তো?" 

খোঁজ নিয়ে জানা গেছে, ২৯ সেপ্টেম্বরের সেই হামলায় ক্ষতিগ্রস্ত কোনো বৌদ্ধই রামু ছেড়ে কোথাও যাননি। কিন্তু হামলার পর মাস গড়ালেও 'চিহ্নিত' কেউ গ্রেপ্তার না হওয়ায় আতঙ্ক চেপে বসেছে বৌদ্ধদের মনে। 

সুবল বড়ুয়া নামে ৮০ বছর বয়সী একজন বললেন, "এখন পর্যন্ত চিহ্ণিত একজনও গ্রেপ্তর হয়নি। এ কীসের আলামত!" 

'নারায়ে তাকবীর' স্লোগান দিয়ে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার মিছিলে মুক্তাদির, হাফেজ, জাহাঙ্গির, সেলিম, সাদ্দামসহ ১০/১৫ জনকে চেনার কথা ওই এলাকার অনেকেই জানিয়েছেন। এর মধ্যে মুক্তাদির অবশ্য গ্রেপ্তার হয়েছেন, সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অন্তত আড়াইশ জনকে। 

চৌমুহনীর মোড়ে ৬০ থেকে ৮০ বছর বয়সীদের আড্ডায় কলিমুল্লাহ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, "এখানকার কিছু খারাপ মোসলমান ফোলাহাইন যুক্ত থাইকতে ফারে, ওই দুষ্টুগুনারে আগে ধরি ফালান দরকার। বিনাদোষীদের এন ধরন লাইগছে বেশি। ইয়ান ঠিক ন করে।" 

'উদ্দেশ্য কী' 

শুধু ফেইসবুকের একটি ছবিকে কেন্দ্র করে বৌদ্ধ বসতিতে এমন তাণ্ডব- তা বিশ্বাস করতে মন সায় দেয় না ক্ষতিগ্রস্ত অনেকেরই। যাদের সঙ্গে কথা হয়েছে, সবাই এক বাক্যে বলেছেন- স্থানীয় মুসলমানরা হিংসা বা ক্ষোভে এ ঘটনা ঘটাননি। 

ধর্মগুরু সত্যপ্রিয় মহাথেরো বলেন, "হামলাকারীরা কেরোসিন, ডিজেল, পেট্রোল, গান পাউডার ব্যবহার করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। এখন আমার প্রশ্ন, ওরা এসব পেল কোত্থেকে? আমার ৮৩ বছর বয়সে আমি কখনো কল্পনাও করতে পারি না, মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে এই কাজ করতে পারে।" 

মন্দিরগুলোর কাছের এক বাড়ির বাসিন্দা নিপু বড়ুয়া বলেন, "ভয়ে বের হতে পারিরন। জানালা দিয়ে দেখেছি তারা বিটুমিনের ড্রাম নিয়া এসেছে, ড্রাম ভর্তি পেট্রোল নিয়ে এসেছে। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গ্যাছে সাদাচিং, লাল চিং। ইটের বলে অপর্ণচরণ মন্দিরে শুধু টিন পুড়ে গ্যাছে, কিন্তু বিল্ডিং পোড়িনি।" 

এরপর তিনি নাম প্রকাশ না করে এক মুসলিম ছেলের কথা বলেন, পরে অন্যদের কাছ থেকে জানা যায়, তার নাম দেলোয়ার। 

"তার বাপ মুসলিম, মা বড়ুয়া। তাকে আমি পড়াশুনা শিখিয়েছি। সে নিয়মিত মন্দিরে আসা যাওয়া করত। আমার নিজের চোখে দেখলাম, সে সোনালি রঙের বড় বজ্রাসনে বসা বুদ্ধ মুর্তির চোখ থেকে দামি পাথরগুলো খুলে নিয়েছে।" 

প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, মন্দিরে থাকা ৪০০ বুদ্ধ মুর্তির মধ্যে ২০০টি অষ্টধাতু, শ্বেত পাথর, ব্রোঞ্জ ও পিতলের তৈরি। ওই ২০০টিই লুট হয়ে গেছে। 

স্থানীয় শিক্ষক সুমত বড়ুয়া বলেছেন, "মিছিলে মুক্তাদির, হাফেজ, জাহাঙ্গির, সেলিম, সাদ্দামসহ ১০/১৫ জনকে চিনছি আমি। বাকি কাউরেই চিনি নাই। এদের বেশিরভাগ মাদ্রাসার ছাত্র।" 

কক্সবাজার থেকে ২৫ কিলোমিটার দূরে রামু উপজেলার উত্তরে চকোরিয়া ও কক্সবাজার সদর; দক্ষিণে উখিয়া আর পূর্বে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি। 

এই নাইক্ষ্যংছড়ির সঙ্গে মিয়ানমারের সীমান্ত, যা ইয়াবাসহ নানা রকমের মাদকের রুট হিসাবে ব্যাপকভাবে পরিচিত। 

চৌমুহনীর মোড়ের ব্যবসায়ী নিতিশ বড়ুয়া বলেন, "আপনার কি মনে হয় না, র্মূতি চুরি করে বিক্রি করা একটা বড় উদ্দেশ্য। দ্যাখেন, যখন ক্লাস ফোরে পড়তাম, সমাজ বইতে পড়েছিলাম রামু সাম্প্রদায়িক সম্প্রীতি আর রবার বাগানের জন্য বিখ্যাত। আসলেও তাই। আমি কখনোই ভাবিনি, আমি বড়ুয়া আর মুক্তাদির মুসলমান।" 

"মুসলমানের ঈদ আর আমাদের পূজায় কোনো পার্থক্য নেই। ওরাও আমাদের পূজায় মানত করে। আমার মনে হয়, এখানকার কিছু দুষ্টু মুসলমানকে কেউ ব্যবহার করেছে। উদ্দেশ্য দামি মুর্তি আর মূর্তিতে থাকা দামি পাথর চুরি করা।" 

নাট্যকর্মী সুনীল আবার অনেকগুলো ঘটনা তুলে ধরে তার সূত্র মেলানোর কথা বলেন। 

"ওই দিন প্রশাসনের সবাই এতো ব্যস্ত ছিল কেন? কেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তিন ঘণ্টা ছিলেন গর্জনিয়াতে মিটিং করতে? গর্জনিয়া তো নাইক্ষ্যংছড়ির কাছের ইউনিয়ন। ওই খানে নেজামে ইসলাম, হিলফুল ফজুল খুবই সক্রিয়। কাউয়ার খোপ, কচ্ছপিয়া, খুনিয়াপালং, এসব ইউনিয়নে ইসলামী ছাত্র শিবির, ইসলামী ঐক্যজোট খুবই সক্রিয়। এদের কারা সাপোর্ট দ্যায়।" 

ধর্মীয় অস্থিতিশীলতা তৈরি করে কেউ স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে বলে সন্দেহ সুনীলের। 

"মাঝখানে আমরা ভাগ হয়ে গেলাম। আমরা এখন মুসলমানদের সন্দেহ করি আর ভয় পাই।" 

মিছিলে মাদ্রাসার এতো ছাত্রকে জড়ো করা হল কীভাবে- তা নিয়েও প্রশ্ন অনেকের। 

একজন বললেন, "আচ্ছা বলতে পারেন, সেইদিন ইউএনওকে কেন ফেয়ারওয়েল প্রোগ্রামে থাকতে হবে; এমপি সাহেব, যিনি কারণ ছাড়া রামু শহরে আসেন না, সেদিন কেন দলবল নিয়ে এলেন?" 

ঘটনার শুরু যেভাবে 

বড়ুয়া পাড়ার প্রদীপ বড়ুয়া জানান, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনি শোনেন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফকে অবমাননা করে একটি ছবি সবাইকে দেখাচ্ছে মুক্তাদির নামের একজন। 

মুক্তাদিরের এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে জানান, সাদা চিং মন্দিরের রাস্তায় আরেকজনের কাছে তিনিও ওই ফেইসবুকের ছবির কথা শোনেন। এরপর চৌমুহনীর মোড় থেকে মোটামুটি আধা কিলোমিটার কম দূরত্বে ফারুক কম্পিউটার অ্যান্ড টেলিকম সেন্টোরে গিয়ে দেখতে পান কিছু মানুষের জটলা। 

মুক্তাদির 'খুব ব্যস্ত' থাকায় সে সময় তার সঙ্গে আর কথা বলতে পারেননি বলে জানালেন সেই বন্ধু। 

লোকজনের সঙ্গে কথা বলে ওই যুবক জানতে পারেন, তাদের চেনা উত্তম কুমার নামের এক যুবকের ফেইসবুক অ্যাকাউন্ট থেকেই নাকি ওই ছবি এসেছে। যদিও পরে দেখা যায় উত্তম নিজে ওই ছবি ফেইসবুকে তোলেননি। 

"ফেইসবুক কী জিনিশ আমি জানি না। এইখানে ছবির কি হয়, আমি তখন জানতাম না। ভাবলাম, উত্তমের শ্বশুরবাড়িতো আমাদের বাড়ির কাছেই। তার কাছে গিয়েই জিজ্ঞেস করি।" 

উত্তমের শ্বশুরবাড়ির দিকে যাওয়ার সময়ই ৮/১০ জনের প্রথম মিছিলটি দেখতে পান মুক্তাদিরের সেই বন্ধু। দেখতে পান দেলোয়ার, হাফেজ, সাদ্দাম, মুক্তাদিরসহ বেশ কয়েকজনকে, যাদের কণ্ঠে ছিল নারায়ে শ্লোগান। 

বড়ুয়া পাড়ার একদম শুরুর দিকেই ঘর ছিল ৫০ বছর বয়সী মিন্থি বড়ুয়ার, যিনি এখন থাকেন বিজিবির টাঙিয়ে দেয়া তাঁবুতে। ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তিনি প্রথম মিছিলের শব্দ শুনতে পান। এরপর সাড়ে ১০টার দিকে আসে দ্বিতীয় মিছিল। এবার ঘরের চালে শুরু হয় ঢিল মারা। রাত সাড়ে ১২টার দিকে হামলাকারীরা পেট্রোল ঢেলে ঘরবাড়ি পুড়িয়ে দেয়। 

স্থানীয় বাসিন্দা সুমত বড়ুয়া জানান, সাদা চিং-লাল চিং মন্দিরের রাস্তায় প্রথম মিছিলে তিনি লোক দেখেছেন ৮ থেকে ১০ জন। দ্বিতীয় মিছিলে ছিল একশ কম। আর তৃতীয় মিছিল, যেটা রাত সাড়ে ১২টায় শুরু হয়, সেখানে হাজার হাজার মানুষ দেখেছেন তিনি। 

"ওরা এসেছে ট্রাকে ট্রাকে। মিছিলে ওই একই শ্লোগান, হাতে লাঠি, রাম দা, কিরিচ।" 

প্রদীপ বড়ুয়া বলেন, "৩ নম্বর মিছিলের পর যখন আগুন ধরায়া দিল, একই সঙ্গে পাথর মারতে থাকলো, আমি তখন আশপাশের মহিলা, বাচ্চা কাচ্চা নিয়া ঘরের সাথের পুকুরে লাফ দিয়া চুপ করি থাকি। ঘরের দরজায় আমার পালা দুই শুকর বাঁধি রাখি, ভয়ে যাতে আমার ঘর পুড়াইতে না পারে।" 

ওই হামলার আগে চৌমুহনী মোড়ে এক 'সম্প্রীতি সমাবেশ' হয়। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা, উপজেলা চেয়ারম্যান, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, ওসি নজিবুল ইসলাম ওই সমাবেশে কথা বলেন বলে জানান কানন বড়ুয়া নামের স্থানীয় আরেক বাসিন্দা। 

সীমা বৌদ্ধ বিহারের ভিক্ষু প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, "রাত সাড়ে ১২টার পর আমাদের এখানে আগুন দেয়। ওই আগুনের ধোঁয়া কাল ছিল না। পেট্রোল, ডিজেল, কেরোসিনের ধোঁয়া কালো হয়, ওই ধোঁয়া কালো ছিল না, কিন্তু সব পুড়ে কালো কালো হয়ে যাচ্ছিল। আমি কয়েকবার থানার ওসিকে ফোন করেছি। এক পর্যায়ে তার ফোন বন্ধ পাই।" 

খোলা আকাশের নিচে, কয়লা হয়ে পুড়ে থাকা দীর্ঘদিনের ব্যবহৃত পোড়া গৃহ সামগ্রীর মাঝে হাঁটু ভাজ করে বসে আকাশের দিকে তাকিয়ে মিন্থি বড়ুয়া বলেন, "গ্রামীণ ব্যাংক ঋণ দি গ্যাছে, মাসে তিন হাজার টাকা কিস্তি দিয়ন লাইগবো। অনও ঘরই তুলতাম পারি ন।" 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবিআর/এমআই/১৪৩০ ঘ.

Related:

শুক্রবার, ২৬ অক্টোবর ২০১২, ১১ কার্তিক ১৪১৯
রামু নিয়ে ভাবনা
শাহীন রেজা নূর
লেখক : সাংবাদিক ও কলামিস্ট

Also read:
[যুদ্ধাপরাধ ও বিএনপির পথচলা শাহীন রেজা নূর


"একদিন এই বেগম জিয়াই বলতেন যেআওয়ামী লীগ ক্ষমতায় এলে মসজিদে উলু ধ্বনি হবেদেশে ইসলাম থাকবে নাহিন্দু সংস্কৃতির পস্নাবনে দেশ ভেসে যাবে ইত্যাদি। মানুষ চোখভরে দেখেছে যেএগুলো কত বড় মিথ্যা। আর কতর্ৃপক্ষকে ঘায়েলের জন্য কি ভয়ানক বিদ্বেষ-প্রসূত বক্তব্য তাঁর। তাই এই গাঁজাখোরি গল্পে আর কাউকে ভোলানো যাচ্ছে না দেখে তারা অন্য প্রকার ভারতবিদ্বেষের সুর ভাঁজছে। ভারত তাদের হাইকমিশনে নিজস্ব নিরাপত্তারক্ষী নিয়োগ কিংবা তাদের এয়ারলাইন্সভুক্ত বিমানে স্কাই মার্শাল নিয়োগের প্রসত্মাব দেয়ায় বেগম জিয়া এবং তাঁর সাঙ্গোপাঙ্গরা এতে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাত হবে ..........  ]
 

Related:

বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন

রাজনৈতিক কর্মীসহ ২০৫ জন শনাক্ত

একরামুল হক, চট্টগ্রাম | তারিখ: ১৯-১০-২০১২


http://www.prothom-alo.com/detail/date/2012-10-19/news/299260

Also read:

Amv¤úÖ`vwqK †`‡k mv¤úÖ`vwqK nvgjv - A f q cÖ Kv k Pv K gv

http://jugantor.us/enews/issue/2012/10/16/all0817.htm

বৌদ্ধ জনপদে হামলাবৌদ্ধদের কাছে গিয়ে এখন 
হামলাকারীদের মায়াকান্না!
http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Income&pub_no=1021&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=2

Attack On Buddhists

A devil's design


An unprecedented hate campaign against the Buddhist community raged through Ramu, a region known for its communal harmony for centuries until the night of September 29. Eighteen pagodas were damaged and about 50 houses burnt down in six hours of madness by Muslim zealots.Julfikar Ali Manik investigated extensively, only to find that the source of the shocking outrage was a faked facebook page.


It was all faked.

The facebook page with an anti-Islam picture that provoked the September 29 rampage against the Buddhist community in Ramu was photoshopped.

Somebody or a group had taken a screenshot of Uttam Kumar Barua's facebook profile page, cut out the address of anti-Islam website "Insult allah" and pasted it on the address bar visible in the image.

Once the fabrication was done, it looked like "Insult allah" has shared the anti-Islam image with Uttam and 26 others. .....

Read detaisl at:

http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=253751



2012/10/15 Muhammad Kalam <mkalam@verizon.net>

 

 নয়া দিগন্তের অনুসন্ধান

বৌদ্ধবসতিতে হামলা পরিকল্পিত ইন্ধনে ক্ষমতাসীনরা

 http://www.dailynayadiganta.com/new/?p=19389

Related:
রবিবার, ১৪ অক্টোবর ২০১২, ২৯ আশ্বিন ১৪১৯
সংখ্যালঘু মেরে রাজনীতি!
হাটহাজারী দিনাজপুর সাতক্ষীরা রামু উখিয়া টেকনাফ পটিয়ার ঘটনা একই সূত্রে গাঁথা

রামু হামলার মূল হোতা মুক্তাদির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | তারিখ: ১০-১০-২০১২

On Wed, Oct 3, 2012 at 2:15 PM, Mohammad Rahman <mrahman246@yahoo.com> wrote:

Don't read Jaganna kantha , read atleast Prothom Alo. You will know who was behind it.
Sent from Yahoo! Mail on Android



From: SyedAslam <Syed.Aslam3@gmail.com>;
ফাঁস হচ্ছে নেপথ্য তথ্য
০ সর্বমোট ২৭ বৌদ্ধ বিহার ও মন্দির ভস্মীভূত
০ যুবদল ও এমপির জড়িত থাকার সেলফোন কললিস্ট মিলছে
০ ৪৮ ঘণ্টায় প্রণীত নীলনক্সা
কার ইন্ধনে পরিকল্পিত হামলা

কামরুল হাসান ও আব্দুল কুদ্দুস, কক্সবাজার থেকে | তারিখ: ০৩-১০-২০১২

http://www.prothom-alo.com/detail/date/2012-10-03/news/294675 

বৌদ্ধবিহারে হামলা ও প্রশাসনের ভূমিকা

সুলতানা কামাল | তারিখ: ০৩-১০-২০১২

........ প্রত্যক্ষদর্শীর ভাষ্যে, যারা এই কাজ করেছে, তারা ঘটনার শুরুতেই ফেসবুক থেকে সেই ছবি ছাপিয়ে পোস্টার বানিয়ে তা প্রদর্শন করে উসকানিমূলক বক্তব্য দিতে থাকে। নিমেষের মধ্যে নাইক্ষ্যংছড়ি থেকে ট্রাকভর্তি বিক্ষোভকারীরা এসে আক্রমণের কাজে লেগে পড়ে। তাদের হাতে স্পষ্টত পেট্রল ও পাউডার-জাতীয় পদার্থ ছিল, যা দিয়ে আগুন লাগানো হয়েছে। এটাও জানা গেছে যে একটি জাহাজ তৈরির কারখানার ৫০০ কর্মীও মন্দির আক্রমণে অংশগ্রহণ করে। পটিয়ায়ও দুটি বৌদ্ধমন্দিরে আগুন লাগানো হয়েছে একই কায়দায়। .......

http://www.prothom-alo.com/detail/date/2012-10-03/news/294643

Several Facebook users, meanwhile, said Uttam Barua, the Ramu youth being accused of Quran defamation, did not post the photo deemed to be offensive to Islam. They said Uttam was tagged in the photo from a Facebook ID called 'Insult Allah' and so he was in no way responsible. 

bangladesh muslims attack buddhists..burn temples:


Related:
The Religion-Traders  routinely frame stories to establish their narrow objective:
Here is one example ......  (just a tip of the iceberg):

  1. Muslim Cleric Khalid Jadoon Accused of Framing Christian Girl with Down's Syndrome

    Opposing Views‎ - 2 days ago
    Muslim cleric Khalid Jadoon was arrested for trying to frame 11-year-old Rimsha Masih, who is accused of burning pages of a Koran near ...

    Muslim Cleric Accused of Planting Evidence in Pakistan Blasphemy Case



    Police escort blindfolded Muslim cleric Khalid Jadoon as he is brought before a judge at a court in Islamabad, September 2, 2012.
      
    Ayaz Gul

    September 02, 2012

    ISLAMABAD — Police in Pakistan have arrested aMuslim cleric for allegedly planting evidence against a Christian girl accused of blasphemy. The development has raised hopes the girl may be released in a case that has revived calls for reform in the country's controversial anti-blasphemy laws. .......... 
    Details At:








__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] “Terror and Religion cannot live side by side”



"Ma Durga" is the Bengal version of Sura Aredvi Anahita, the ancient Goddess in the Zoroastrian religion.

On Mon, Oct 29, 2012 at 4:27 PM, Captain Chowdhury <captchowdhury@yahoo.ca> wrote:
 

"Terror and Religion cannot live side by side"
By S.Karmakar
 
Terror is the easiest means to force philosophy of despise on others. The cowards succumb quickly but others take a longer time. Only a strong mentality can discharge resistance to terror and win over evil philosophy.  America is a greatest nation on earth who never succumbed to terror neither in 2nd World war nor in 9/11. Offence is the best form of defense is thought in the military academy universally; only few nations have that mental strength and courage to implement.
Dick Cheney was the vice president of USA on 9/11, 2001 terror attack; who is one of the greatest military strategy policy makers of present time. The policy speech he made to the armed forces soon after 9/11 attack is very significant, take the war in the heart land of terror from where it has generated. USA under leadership of President Bush immediately launched a counter attack on Taliban safe haven Afghanistan and forced them go on back foot. Due to this defense policy, USA has avoided another Taliban surprise attack on its territory.
America never gave up its commitment of peace against terror even under huge domestic and overseas pressure. They persuaded Osama Bin Laden nearly a decade to the remote mountains of Afghanistan and killed him in the safe haven of Pakistan.  The wars against terror have cost many lives and weaken US economy, yet they prevailed as super power.  The success which Arabs achieved with sward and blade in middle age, proved to be unsuccessful in front of superior science & technology (Drone attack) in 21st century. Many Arab countries joined hand with west to fight back terror in the region, because they are now realizing the consequences, pain & suffered by their own people.
Some Arab countries even to-day pursuits the policy of despise to other faith so vigorously that, non Muslims has almost disappeared from the Arab holy land which they claim. Lebanon was the only Christian majority country in the Arabian Peninsula two decade before, but cleaver Arabs (OIC) has migrated Palestine refugees from Jordan to make it a Muslim majority country. In the name of secularism and petro dollar west kept their eyes close on this demographic changes and become careful only after 9/11. Now it's too late to fix Paris of Asia," Beirut" back to its glory again.
After occupation of India in 712 AD by Mohammad Bin Qashim, Arabs first came in touch with great Indian tolerant culture and Sufism developed hear. Sufism is a tolerant Muslim culture practiced in many part of India but not in Saudi Arabia. In middle age Arabs launched many military missions in Africa and Asia to concur lands and for force conversion to Islam which helped Arabs to interact with different culture/faiths. This has enriched many thoughts and culture including Sufism. To-day the movement of people is one way towards Arab for pilgrimage, they hardly interact with other culture. The most peace full region of all, as claimed by Islam doesn't allow other faith to practice their culture in the holy land of Saudi Arabia. This is very contrary to the verses of Quran where it allows others to practice their faiths.
Intolerance Arab culture has produced deadly terrorist organization like Al-Qaida,  Ansarul Islam, Jais-e-Mohammad, Al-Shba, Al-Aska Murters Brigade, Hejbullah, Hamash , Jaysee Mohammad and many more. In Arab culture & education system secularism has no place in the society. The common belief in Arab is whether someone is Muslim or Non Muslim. Non Muslims are forbidden in state activities and looked as sub-human being.
In the secular Indian society many faith and cult has flourished including Buddhism, Sufism, Sheikhs and Baishnabs. All faiths lived side by side in India for centuries without any bloodshed, but due to intolerance philosophy of Arabs, the sub-continent was divided in sectarian basis. Arabs has physiological problem of coexistence with other faith and religion. Indian sub continent was made pieces on sectarian basis in 1947 and again in 1971.Lebanon is heading for the same consequences like India and will be made pieces soon in Christian and Muslim part. The intolerance Arab doctrine of peace is so vibrant that, they first fight against non Muslim and then against themselves. They always need a shadow enemy to keep their doctrine moving. Jihad is a vibrant word used to identify non Muslims and despise them in all way possible. West is now victim of their secular views from Arab Jihadists. Destroying western secular value is the secret duty of all Arab doctrine believers.
Although Jihad has costs more Muslim lives the non Muslims yet the doctrine has no sign of tiredness.  World is now divided between Muslim and Non Muslim. In every rituals and prayers Muslims pray for Muslims only which they call Muslim Ummah and yet didn't become universal. Indians didn't understand the consequences of 1947 partition in long term. At a very high cost Indians has successfully retained Kashmir still to-day but to-morrow could be different like MORO land of Philippine. Cultural unity was never emphasized by the Indian politicians like Muslims rulers. All Muslim rulers new the consequences of minority rule in occupied territory and concentrated on conversion to Islam as state responsibility. To-day all Muslim country treat their non Muslim population as second class unwanted elements and deprives them of equal rights to encourage migration or conversion to Islam.
In short term Arab despises doctrine will work and give them an upper hand over other faiths. But in long term the Arab doctrine will lose its acceptability to its own people. Pakistan and Bangladesh is already paying the cost of intolerance. Every year dozens of Bangladesh citizens are beheaded in Arabs countries for murder and rape charges. In their own territory the same offences goes unpunished by bribing the police and negotiating with victims' families with social influence. If the victim is Non Muslim the escape of justice is much easier. After creation of Pakistan the first victims were the non Muslims but after ethnic cleansing so called moderate Muslims are the target of radicals. Every day hundred dies In Pakistan and hundred in Iraq; they are all Muslims and killed by Muslims.  
Like different religious faith terror is vibrant religion which will last long like other traditional religion. To eliminate terror from the planet, reforms in Arab education system and abrupt change in their doctrine is necessary or a wide scale war like 2nd World war will decide the fate of terror/religion in future. Terror and secularism can't live side by side, like fascism terror must be uprooted at any cost.
"JOY HOK MANUSHER"
 

                      Some of us question about the existence of GOD and try to portrayed great HINDU religion as an out dated obsolete believe. They make comments about the ability and reason for worshiping Deities. Hindu, Muslim, Christian, Buddhist and Sheiks all they warship some figure or object. Muslims performs prayer facing KABA which is also an object.
That means there are similarities in prayers between the believers. Muslims pray facing KABA and others facing their deities like Jesus, Buddha, and Guru Nanak ext. nobody prays looking at sky or blindfolded. During prayer everybody needs to concentrate on an imaginary object, it could be a black stone or human figure. Prayer is a means of meditation which is scientific and helps grow your patience & tolerance level.    When there are crisis in human life men goes to a warship for mental and psychological consol.
 In cave age agriculture was unknown to the mankind and hunting was the only source of living.  Rituals and festivals began in early civilization when male used to return from hunting in groups, the females remained busy in cooking those prey for their love ones. While serving food celebrations began with some social activities which later turned in to festival. Behind every festival there is a reason, which has come from the human necessity. During Puja festival people from around come together and exchange their views and share each other's excess item/commodities. Our ancestors began their business by exchanging item with item and later on with minarets, gold, silver etc. Silver and gold coin was replaced by bank note granted by the tribal chief or administrator. 
All this festival helps grow local economy, harmony with neighbor and share their wealth with each other. Hindus has more festival then others which helped their community economy moving without outside support. Due to more rituals/ festivals then others religion, Hinds are by nature more tolerant then others. Violence and divorce are very rarely seen in Hindu society.  To-day west has adopted RAKI as friend ship day and many days' like father day, mother day, valentine day etc to add more festival in their cultural life. The community which has less festival is cruel by nature and unkind to its neighbor. Due to lack festival in a society makes people unsocial, robotic and ruthless to others.
In rural area MELA (CARNIVAL) is organized during festivals for villagers to market their products. Man can't live without rituals, although some fundamentalist believer is against such festival activities in the society, because they belief that will hinder their animalization process.  Only an animal can kill another animal, human never bites another human and creator didn't gave men hunting teeth like tiger, so the policy of fundamentalists is to create more animals in the society to establish their ideology. DURGA PUJA is the greatest festival of Bengali culture, all including Hindus enjoys this festival the most and share love and joy with others. The traditional SHONATAN DHARMA doesn't acknowledge conversion to their faith from other religion. Due to this non reactive approach HINDUS has maintained harmony with other religions for centuries.
                    
By practicing such harmonious philosophy HINDUS has successfully retained their 5000 years old culture even after many barbarians attack. Under occupation by barbarians HINDUS accepted humiliating JIJIYA TAX and protected their culture rather than spilling blood. These were only possible due to non violent culture and unconditional faith in SHONATAN DHARMA. MAHATMA GANDHI proofed that, non violent SHATYAGRAHA is more powerful then weapon. NELSON MENDELA followed GANDHI'S non violence philosophy and succeeded in liberating South Africa peacefully. It's time for PALESTINES to consider GANDHI'S AYAHIGSHA philosophy and help liberate their people from ISRAELI occupation. In last 60 years suicidal bomb and JIHAD didn't pay off PALESTINE, rather caused more suffering to their people.    
 
Many westerns are now studying HINDUISM and its spiritual strength; they started comparing HINDUISM with other faiths of intolerance. In the opportunity of secularism in Europe and America many intolerant faith and cult had mushroom growth in the last century. They are now threatening the very existence of secularism in Europe and America.  HINDUS are fortunate by born for their tolerant culture, HINDUS don't encourage conversion from other faith or never forced their religion on others.    
 
The very concept of DURGA PUJA comes from the philosophy of truth, good against bad and evil. Every components used in this rituals are from this land and culture. DURGA represents an ordinary Bengali family like others; she comes every year to her parental house with son KARTIK, GANESH and daughter SHRASHATI and LAXMI. After a brief stay in parent's house she returns back to her husband house and waits one year for the next visit. During Christmas and Eid festival  people goes back to their parents house to share joys together, the same way MAA DURGA comes to parents house once in a year to share her joys with us. The philosophy of DURGA PUJA is universal, so long the planet will exists; the conflict between good and bad will remain and DURGA PUJA will remain relevant forever. The family bondage depicted in MAA DURGAS family is ideal to all families of Bangladesh.
It was relevant 500 years before and will remain relevant after 1000years.




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___