Banner Advertiser

Wednesday, September 5, 2012

[mukto-mona] Fw: একাত্তরে ধর্মের নামে গণহত্যা চালায় জামায়াত


----- Forwarded Message -----
From: SyedAslam <syed.aslam3@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>
Sent: Wednesday, September 5, 2012 8:34 AM
Subject: একাত্তরে ধর্মের নামে গণহত্যা চালায় জামায়াত

একাত্তরে ধর্মের নামে গণহত্যা চালায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৫-০৯-২০১২ \
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, জামায়াত একাত্তরে ধর্মের নামে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছিল। ধর্ম একটি পবিত্র বিষয়, ধর্মকে রাজনীতির ভেতরে টেনে এনে কলুষিত করা উচিত নয়।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর জেরায় আসামিপক্ষের আইনজীবীর এক প্রশ্নের জবাবে শাহরিয়ার কবির এসব কথা বলেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় আসামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
শাহরিয়ার কবির বলেন, 'আমরা জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করার বিরুদ্ধে নির্বাচন কমিশনারের কাছে মৌখিকভাবে আবেদন করেছিলাম। কারণ, আমরা মনে করি জামায়াত গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের দল। তারা বাংলাদেশের সংবিধান মানে না।'
জেরা অসমাপ্ত রেখেই মামলার কার্যক্রম কাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল।

http://www.prothom-alo.com/detail/date/2012-09-05/news/286801

Backdrop: