Banner Advertiser

Friday, July 17, 2015

[mukto-mona] সুন্দরভাবে ঈদ করার বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে



সুন্দরভাবে ঈদ করার বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে 

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, 'তোমরা পরস্পর পরস্পরকে নেক কাজ ও পরহেযগারীতে সাহায্য করো, পাপ ও নাফরমানীতে সাহায্য করো না।' এদেশ ৯৮ ভাগ মুসলমান উনাদের দেশ। রাষ্ট্রদ্বীন ইসলাম উনার দেশ।এদেশের সরকার মাত্র ২ ভাগেরও কম হিন্দুদের পুজার জন্য আর্থিকসহ সবক্ষেত্রেই ব্যাপক সাহায্য-সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা করে থাকে। নাউযুবিল্লাহ!
কিন্তু ৯৮ ভাগ অধিবাসী মুসলমান উনাদের অন্যতম প্রধান দ্বীনী উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উল্লেখযোগ্য সরকারি পৃষ্ঠপোষকতা দেখা যাচ্ছে না কেন?পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে কোটি কোটি লোক এবং রাজধানীর অর্ধকোটিরও বেশি লোকের ঘরে ফেরার জন্য সরকারি তৎপরতা ও সাহায্য কোথায়?সর্বোপরি পবিত্র ঈদ উনার গুরুত্ব, মর্যাদা এবং ফাযায়িল ও ফযীলতের কারণে ছুটি কমপক্ষে ১০ দিন করা দরকার।স্মরণীয়, এ বিষয়ে গাফলতির কারণে সব ধরনের অরাজকতার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

এদেশের ৯৮ ভাগ লোক মুসলমান। পবিত্র ঈদুল ফিতর মুসলমান উনাদের অন্যতম একটি ঈদ। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, প্রত্যেক ক্বওম বা সম্প্রদায়ের খুশির দিন রয়েছে; আর মুসলমান উনাদের ঈদ বা খুশির দিন হচ্ছে- পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আযহা।

মুসলমান তাদের প্রধান দ্বীনী উৎসবে তাদের বাবা-মা অথবা পরিবার-পরিজনের সাথে কাটাবে- এটাই স্বাভাবিক ও সম্মানিত ইসলাম সম্মত। কারণ বাবা-মার হক্ব, পরিবার-পরিজনের হক্ব আদায় করা সম্মানিত ইসলাম উনার মধ্যে একদিকে ফরয। অপরদিকে মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি হাছিলের ওসীলা। অতএব, এ বিষয়টি রাষ্ট্রদ্বীন ইসলাম উনার এদেশের সরকারী মহলকে অনুধাবন করতে হবে। এ উদ্দেশ্যে সরকারকেও পৃষ্ঠপোষকতা করতে হবে। কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকারকে ভেবে দেখতে হবে এবং বুঝতে হবে যে, পবিত্র ঈদ উপলক্ষে অতিরিক্ত প্রায় ২ কোটি লোক সারাদেশের বিভিন্ন জেলা থেকে যার যার গ্রামের বাড়ী যায়। এক রাজধানী থেকে ৫০-৬০ লক্ষ লোক বাড়ী যায়। চট্টগ্রাম থেকেও ২০-৩০ লাখ লোক যার যার বাড়ী যায়। তাহলে এ লোকগুলোর বাড়ী ফেরার জন্য অতিরিক্ত কত যানবাহন এবং অতিরিক্ত কত সময় প্রয়োজন। 

 এ বছর জন পরিবহনের প্রধান মাধ্যম অর্থাৎ গোটা যানবাহন চলাচল ব্যবস্থাই যখন মুখ থুবড়ে পড়েছে তখন শুধু ট্রেন ও লঞ্চের ওপর ভর করে ২০ লাখের বেশি নগরবাসী এবার বাড়ি ফিরতে পারবেন না। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রাবাড়ী অতিক্রম করতে দুই থেকে চার ঘণ্টা লাগছে। চট্টগ্রাম রুটের বাসগুলোকে কুমিল্লার গৌরীপুর থেকে চট্টগ্রামের সীতাকু- পর্যন্ত ভাঙাচোরা রাস্তা অতিক্রম করতে লেগে যায় আরও ৫ থেকে ৬ ঘণ্টা। সব মিলিয়ে চট্টগ্রামে যেতে আগে সময় লাগত ছয় ঘণ্টা, এখন ১২ থেকে ১৪ ঘণ্টায় গিয়ে ঠেকেছে। 

বাস, লঞ্চ ও ট্রেনের টিকিট নির্ধারিত দামের চেয়ে বেশি দাম না দিলে পাওয়া যাচ্ছে না কাঙ্খিত দিনের টিকিট। প্রাপ্ত খবরে জানা গেছে, রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, সদরঘাট ও কমলাপুর রেল স্টেশনসহ সারাদেশে যাত্রী হয়রানি, টিকিট কালোবাজারি, দুর্ভোগ ও বিড়ম্বনার নানা প্রকার ভয়াবহ চিত্র।

এতদ্বসত্ত্বেও এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে আসন্ন ঈদে ঘরে ফেরা প্রায় অর্ধকোটি মানুষের নির্বিঘেœ বাড়ি ফেরার কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ঈদে ঘরমুখী সারাদেশের কোটি কোটি নাগরিকের জান-মালের নিরাপত্তা এবং ভালোভাবে, সুন্দরভাবে ঈদ করার বিষয়ে সরকারের কোন মাথা-ব্যথা নেই, দরদবোধ নেই। দায়িত্বজ্ঞান নেই। রয়েছে নিরেট গাফলতি!

এর অবসানকল্পে এখনিই সঠিক পরিকল্পনা গ্রহণ করা দরকার। এক্ষেত্রে ছুটির দিন বাড়ানোটাই সবচেয়ে ফায়দাকর এবং প্রয়োজন। কারণ, শতকরা ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের এদেশে, রাষ্ট্রদ্বীন ইসলাম উনার এদেশে পবিত্র ঈদুল ফিতর বড় দ্বীনী উৎসব। প্রত্যেক ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠান লম্বা ছুটি নিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করে। যেমন- নাছারাদের দেশে তথাকথিত খৃস্টমাস ডে উপলক্ষে কমপক্ষে সপ্তাহব্যাপী বন্ধ ঘোষণা করে থাকে। এছাড়া বিশ্বের কোনো কোনো দেশে এক মাস বরং তার চেয়েও বেশি দিন বন্ধেরও ব্যবস্থা রয়েছে। আশ্বর্যের বিষয়- সত্য দ্বীন ইসলাম উনার অনুসারী ৯৮ ভাগ মুসলমান উনাদের দেশ বাংলাদেশে পবিত্র ঈদ উপলক্ষে ছুটির কোনো গুরুত্বই নেই। অর্থাৎ দ্বীনি ইবাদত পালনে কোনো গুরুত্ব নেই। নাঊযুবিল্লাহ! অথচ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমপক্ষে ১০ দিন ছুটি দেয়া উচিত। বেশি দিন ছুটি দিলে এর সুফল পাওয়া যাবে। সেক্ষেত্রে সীমিত দুই/তিন দিনেই বাড়ী যাওয়ার এবং ঢাকায় ফেরার অবতারণা তৈরি হবে না। তাহলে এভাবে এত হুড়োহুড়িও হবে না এবং এত সড়ক বা নৌদুর্ঘটনার মত দুঃখজনক ঘটনার অবতারণাও হবে না।


__._,_.___

Posted by: Monsur Haider <haidermonsur@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___