Banner Advertiser

Thursday, October 15, 2015

[mukto-mona] খিজির খান হত্যাকাণ্ড :‘ধর্মীয় মতাদর্শের’ কারণে হত্যা, জড়িত জেএমবির জঙ্গিরা



খিজির খান হত্যাকাণ্ড

'ধর্মীয় মতাদর্শের' কারণে হত্যা, জড়িত জেএমবির জঙ্গিরা

নিজস্ব প্রতিবেদক | আপডেট:  | প্রিন্ট সংস্করণ

খিজির খান হত্যা মামলায় গ্রেপ্তার তরিকুল ইসলাম l প্রথম আলোবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খানকে হত্যায় জেএমবির জঙ্গিরা জড়িত এবং টাঙ্গাইল থেকে গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলাম এ ঘটনার নেতৃত্ব দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল জানিয়েছেন, ধর্মীয় মতাদর্শের কারণে তাঁরা খিজির খানকে হত্যা করেছেন। তাঁরা পীর-খানকা-মানত—এসবকে 'শিরক' মনে করেন।
গত বুধবার টাঙ্গাইল থেকে তরিকুল ইসলাম ওরফে তারেক ওরফে মিঠুকে ও ঢাকার মিরপুর থেকে গাড়িচালক আলেক ব্যাপারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে খিজির খানের বাড়ি থেকে লুট হওয়া দুটি ল্যাপটপ, দুটি ক্যামেরা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
এ দুজনকে গতকাল বিকেলে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুপুরে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, তরিকুল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম সংগঠক। তিনি ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলার পর চট্টগ্রামে গ্রেপ্তার হন এবং পাঁচ বছর কারাভোগ করেন। এরপর মুক্তি পেয়ে তরিকুল জেএমবিকে সংগঠিত করার উদ্যোগ নেন। দুই বছর ধরে তাঁরা মাজার মতাদর্শ ও পীরদের হত্যা করার সিদ্ধান্ত নেন। এর অংশ হিসেবেই ৫ অক্টোবর তাঁরা খিজির খানকে খুন করেন।
মনিরুল ইসলাম বলেন, খিজির খানকে হত্যায় মোট আটজন অংশ নেন। এর আগে রাজধানীর মধ্য বাড্ডায় খিজির খানের বাড়িতে 'রহমতিয়া খানকা শরিফে' কারা আসা-যাওয়া করে, সেটা পর্যবেক্ষণ করে জঙ্গিরা। এরপর ৫ অক্টোবর সন্ধ্যায় তরিকুলের নেতৃত্বে চারজন গাড়িতে করে এবং অপর চারজন নিজেদের মতো করে খিজির খানের বাড়িতে আসেন। তাঁদের মধ্যে তরিকুলের নেতৃত্বে চারজন দোতলার খানকা শরিফে গিয়ে খিজির খানের সঙ্গে দেখা করেন এবং কথা বলতে থাকেন। এ সময় অপর চারজন তৃতীয় তলায় বাসায় ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলেন। আর দোতলায় তরিকুলসহ অন্যরা খিজির খানকে জবাই করেন। এরপর তাঁরা বাসা থেকে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান।
সংবাদ সম্মেলনে বলা হয়, আলেক ব্যাপারী গাড়িচালক, তিনি হত্যাকারীদের পূর্বপরিচিত। এ কারণে জঙ্গিরা তাঁর গাড়ি ভাড়া করে ঘটনাস্থলে যান। তবে খিজির খানকে হত্যার সময় আলেক ব্যাপারী কিছুটা দূরে ছিলেন। লুট করা মালামালসহ তাঁর গাড়িতে করেই হত্যাকারীরা পালিয়ে যান।
মনিরুল ইসলাম বলেন, হত্যায় অংশ নেওয়া কেউ কারও প্রকৃত নাম-ঠিকানা জানেন না। বিভিন্ন এলাকা থেকে আগত জঙ্গিরা প্রত্যেকে ছদ্মনাম নিয়ে এ ঘটনায় অংশ নেন। তবে তাঁদের দেখলে চিনতে পারবেন বলে তরিকুল পুলিশকে বলেছেন। তরিকুল বলেছেন, হত্যার পর ঘটনাস্থল থেকে লুট করা মালামালকে তাঁরা গণিমতের মাল মনে করেন।
কিশোর বয়সেই জেএমবিতে জড়ান তরিকুল: আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, দেলদুয়ারের মৌলভীপাড়া জামে মসজিদের সাবেক ইমাম আব্দুল্লাহেল বাকীর ছোট ছেলে তরিকুল। তিনি কিশোর বয়সেই জড়িয়ে পড়েন জেএমবিতে।
এলাকাবাসী জানান, জেএমবির প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমান ২০০৩ সালের দিকে দেলদুয়ারে তৎপরতা শুরু করেন। তখন তরিকুল ছিলেন ষষ্ঠ শ্রেণির ছাত্র। ওই সময় তাঁদের পরিবারের অনেকেই জেএমবির সঙ্গে যুক্ত হন। তখন বারপাখিয়া গ্রামে জেএমবির প্রশিক্ষণ ছিল, যা পরবর্তী সময়ে প্রকাশ পায়।
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে বোমা হামলার পর তরিকুল আত্মগোপন করেন। প্রায় ছয় মাস পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হন। পাঁচ বছর পর মুক্তি পেয়ে আবার স্কুলে ভর্তি হন। ২০১৪ সালে এসএসসি পাস করে দেলদুয়ার লাউহাটি আরফান আলী কলেজে ভর্তি হন। ওই কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি।
বুধবার দুপুরে মৌলভীপাড়ায় তরিকুলদের বাড়িতে গিয়ে তাঁর বৃদ্ধ বাবা, মা ও ভাই মাসুদ মিয়াকে পাওয়া যায়। মাসুদ মিয়া বলেন, তিনি সাভারে ব্যবসা করেন। ভাইয়ের গ্রেপ্তারের খবর শুনে বাড়ি এসেছেন। জামিনে মুক্ত হওয়ার পর তরিকুলকে প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হতো।
একই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, তরিকুলদের এক চাচা ২০০৫ সালে বোমা হামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন। এক ভগ্নিপতি এর আগে জেএমবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
তরিকুলদের একাধিক প্রতিবেশী বলেন, জামিনে মুক্ত হওয়ার পর তরিকুল এলাকার কারও সঙ্গে তেমন মিশতেন না। বুধবার আসরের নামাজ পড়ে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে তাঁদের বড়িতে নিয়ে যায়। সেখানে তল্লাশি শেষে তাঁকে নিয়ে চলে যায় গোয়েন্দারা।

http://www.prothom-alo.com/bangladesh/article/656605/

আরও পড়ুন:

টাঙ্গাইল থেকে জেএমবি সদস্য গ্রেপ্তার

EX-PDB CHAIRMAN KHIJIR: Arrested JMB man 'confesses killing'





'মতাদর্শের বিরোধ' থেকে খিজির খান হত্যা - bdnews24.com

13 hours ago - 'পীর' খিজির খানের মতাদর্শকে 'ধর্মীয় বিচ্যুতি' ধরে নিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্যরা 'ইমানি দায়িত্ব' মনে করে তাকে হত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ।

খিজির খান হত্যা: গ্রেপ্তার ২ 'জেএমবি' রিমান্ডে - bdnews24.com

13 hours agoপিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার তরিকুল ইসলাম মিঠু (ডানে) এবং ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার আলেক ... বৃহস্পতিবার এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আজিজুর রহমান দুজনকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন।

Daily Manab Zamin | মতাদর্শের বিরোধে খিজির খান হত্যা : পুলিশ

9 hours ago - খিজির খান হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন আটজন। যে গাড়িতে করে হত্যাকারীরা এসেছিলেন, সেই গাড়ির চালক ছিলেন আলেক ব্যাপারী। পুলিশের এই কর্মকর্তার আরও বলেন, হত্যাকারীরা দুই ভাগে ভাগ হয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। একদল তিনতলায় গিয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে দুটি ল্যাপটপ, দুটি ক্যামেরা ও স্বর্ণালংকারসহ মূল্যবান ...

মতাদর্শের বিরোধ থেকেই খিজির খান হত্যাকাণ্ড : ২ আসামি ৩ দিনের ...

4 hours ago - কাগজ প্রতিবেদক : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী খিজির খান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের দলের নেতা ও জেএমবির সংগঠক মো. তরিকুল ইসলাম ওরফে মিঠুকে টাঙ্গাইল থেকে এবং গাড়িচালক আলেক ...

এক ঢিলে দুই পাখি মারতেই খিজির খান হত্যাকাণ্ড

www.newsbangladesh.com/...খিজির-খান-হত্যা...
Translate this page
14 hours ago - গ্রেফতারকৃত দুই আসামির বরাত দিয়ে মনিরুল ইসলাম বলেন, 'খিজির খান হত্যা মিশনে অংশ নেয় মোট আট জন। আর গাড়ি নিয়ে বাহিরে অপেক্ষা করতে থাকে চালক আলেক। আট জনের মধ্যে চার জন খিজির খানের বাড়ির চারিপাশে রেকি করতে থাকে। আর তারেকের নেতৃত্বে অন্য চার জন ঢুকে যায় বাড়ির ভেতরে। দোতলায় ঢুকেই তারা পেয়ে যান খিজির ... ....পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে বেঁধে তার পরিবারের অন্য সদস্যদেরও আটকে ফেলা হয় এক রুমের মধ্যে। পরে খিজির খানকে তারেক নিজ হাতে গলা কেটে হত্যা করেন। তাদের মধ্যে একটি ধারণা আছে যে, আল্লাহর শত্রুদের গলা কেটে হত্যা করলে বেশি ছোয়াব পাওয়া যায়।"  ............






__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___