Banner Advertiser

Monday, November 2, 2015

[mukto-mona] জামায়াত নেতাকে ছাড়াতে এসে ধরা খেলেন পাচারকারী!



সোমবার, ০২ নভেম্বর ২০১৫ ২১:৫৩ ঘন্টা

জামায়াত নেতাকে ছাড়াতে এসে ধরা খেলেন পাচারকারী!

জেলা প্রতিনিধি, বাংলামেইল২৪ডটকম

সাতক্ষীরা: নাশকতা মামলার আসামি জামায়াত নেতা রফিকুল ইসলামকে থানা থেকে ছাড়াতে এসে পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন সাগর (৩২) নামে এক মানব পাচারকারী।

সোমবার সকালে সদর থানায় গ্রেপ্তার হন সাগর। তার গ্রেপ্তার হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তার নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে স্থানীয়রা জানায়, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইন্দ্রিরা গ্রামের আব্দুল হামিদের ছেলে মাসুম বিল্লাহর বন্ধু সেজে সাগর দীর্ঘদিন আত্মগোপন করেছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি বিভিন্ন লোকের নাম ভাঙিয়ে প্রতারণা করে আসছিল। সোমবার তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আগরদাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সাগরের কাছে ২৫ থেকে ৩০টি পাসপোর্ট আছে। সে মোটা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ম্যানেজ করে পাচার করে আসছিল। বিগত চার বছর ধরে সাগর ইন্দিরা গ্রামে আব্দুল হামিদের বাড়িতে আস্তানা গেড়ে আছে।

এদিকে, গত রোববার সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম আগরদাড়ী ইউনিয়নের ইন্দিরা গ্রামে সংঘটিত নাশকতা মামলার আসামি হিসেবে জামায়াত নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন। তাকে ছাড়াতেই সাগর সোমবার সকালে সাতক্ষীরা সদর থানায় আসে। সে ওসি এমদাদুল হক শেখকে অতিরিক্ত ডিআইজির আত্মীয় পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করে। এক পর্যায়ে ওসি গোপনে খোঁজ খবর নিয়ে জানতে পারেন সাগর মানব পাচারকারী ও প্রতারক। বিষয়টি জানার পরে সাগরকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়।

আগরদাড়ীর চেয়ারম্যান অভিযোগ করেন, গ্রেপ্তার হওয়া সাগর সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানকে মোটা অংকের চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আগরদাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আরো জানান, বেশ কয়েক বছরে সাতক্ষীরা সদরের ইন্দিরা গ্রামের আব্দুল বারির ছেলে আশরাফুল, আব্দুল গফুরের ছেলে কবির, ফজলুর রহমানের ছেলে ঈশানুর, আতিয়ার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান খোকন, ময়নদ্দীনের ছেলে ইসমাইল, মোতালেবের ছেলে জামাল উদ্দীন, সামসুর রহমানের ছেলে আল আমিন, মোতালেবের ছেলে মিঠু, রফিকুলের ছেলে সিদ্দিককে নৌপথে অবৈধভাবে বিভিন্ন দেশে পাচার করেছে গ্রেপ্তার হওয়া সাগর। বর্তমানে পাচার হওয়া এসব ব্যক্তি ওইসব দেশে অবৈধ অনুপ্রবেশের অপরাধে জেল খাটছেন।

বাংলামেইল২৪ডটকম/এমএন
 http://www.banglamail24.com/news/114939




__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___