Banner Advertiser

Tuesday, August 16, 2016

[mukto-mona] ‘শিবিরের সাথি’ মারজান



'শিবিরের সাথি' মারজান

সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা | আপডেট: 

নুরুল ইসলাম ওরফে মারজানগুলশান হামলার 'অপারেশন কমান্ডার' নুরুল ইসলাম ওরফে মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের 'সাথি' ছিলেন বলে জানিয়েছেন প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও দীর্ঘদিন অনুপস্থিত থাকায় নুরুল ইসলামের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী আজ মঙ্গলবার প্রথম আলোর কাছে দাবি করেন, 'নুরুল ইসলাম শিবিরের সাথি ছিলেন।' তিনি এ দাবির সমর্থনে বলেন, '২০১৫ সালের ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আবদুর রব ছাত্রাবাসে পুলিশ তল্লাশি চালায়। এ সময় একটি ল্যাপটপ জব্দ করা হয়। ওই ল্যাপটপে শিবিরের সাথির তালিকায় নুরুল ইসলামের নাম পাওয়া যায়। ল্যাপটপটি বর্তমানে গোয়েন্দা সংস্থার কাছে আছে।'
নুরুল ইসলাম শিবিরের সাথি ছিল—প্রক্টরের এ দাবির ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তা ছাড়া এ ব্যাপারে জানতে শিবিরের কয়েকজন নেতাকে ফোন করা হলেও কেউ ফোন ধরেননি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, 'নুরুল ইসলাম নামে একজন ছাত্র আরবি বিভাগে ছিল। সে প্রথম বর্ষে জিপিএ–৩.৪৮ পেয়েছে। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারির পর থেকে তাঁকে বিশ্ববিদ্যালয়ে আর দেখা যায়নি। সে তৃতীয় বর্ষে ভর্তি হয়নি। দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় বর্তমানে তাঁর ছাত্রত্ব নেই। আরবি বিভাগের সভাপতিকে আগামীকাল বুধবারের মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা জমা দিতে বলা হয়েছে।'

আরবি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বর্তমানে চতুর্থ বর্ষে আছেন। চতুর্থ বর্ষের একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে জানান, মারজানকে তাঁরা ফাহাদ নামে চিনতেন। তিনি খুবই মিশুক ছিলেন। সবার সঙ্গে কথা বলতেন। প্রথম বর্ষে ক্লাসে সে নিয়মিত ছিল। দ্বিতীয় বর্ষ থেকে অনিয়মিত হয়ে পড়ে। পরে তাঁকে সর্বশেষ পরীক্ষা দিতে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারিতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা প্রথম আলোকে বলেন, নুরুল ইসলামের বিষয়ে সব তথ্য আজ মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করা হয়েছে। রোববারের মধ্যে নতুন করে সব বিভাগের অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা জমা দিতে বলা হয়েছে।

এদিকে হাটহাজারী থানার পরিদর্শক মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, 'বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তথ্য দিয়েছে, এর বাইরে তদন্তের স্বার্থে এ মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে পারছি না।'

আরও পড়ুন
মারজান স্ত্রীসহ নিখোঁজ ৮ মাস
তামিম, মারজান ছাড়া আরও ৭-৮ জন শনাক্ত

http://www.prothom-alo.com/bangladesh/article/948124/'শিবিরের-সাথি'-মারজান

গুলশান হামলার মাস্টারমাউন্ড কে এই মারজান? | সারা দেশ | Jugantor

1 day ago - রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার মাসটারমাইন্ড জেএমবি কমান্ডার মারজানের পুরো পরিচয় পাওয়া গেছে। মারজানের পুরো নাম নুরুল ইসলাম। তার গ্রামের বাড়ি পাবনার আফুরিয়ায়। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র। তার বাবা-মা জানায়, প্রায় আট মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন মারজান

গুলশানের 'মাস্টারমাইন্ড' মারজান আসলে পাবনার নুরুল - চ্যানেল আই অনলাইন - হোম

www.channelionline.com/news/details/.../33223
২১:৩৯. গুলশানের 'মাস্টারমাইন্ড' মারজান আসলে পাবনার নুরুল. গুলশান হামলার অন্যতম 'মাস্টারমাইন্ড' মারজানের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার প্রকৃত নাম নুরুল ইসলাম মারজান। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলো বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। পুলিশ আগেই দাবি করেছিলো, মারজান গুলশান হামলায় জড়িত অন্যান্যদের মতোই।


ছাত্রশিবিরের 'সাথী' ছিলেন মারজান-394267 | জাতীয় | কালের কণ্ঠ ... - অ

3 hours ago গুলশান হামলার মাস্টারমাইন্ড নুরুল ইসলাম ওরফে মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন.

তামিম, মারজান ছাড়াও ৭-৮ ব্যক্তি শনাক্ত - প্রচ্ছদ

1 hour ago - ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেছেন, গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় তামিম, মারজান ছাড়া আরও সাত-আট ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের সাংগঠনিক পরিচয়ও পাওয়া গেছে। যদিও তাদের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানা যায়নি, ছবিও পাওয়া যায়নি। তবে এটা নিশ্চিত তারা ...

গুলশান হত্যাকাণ্ড: মারজান 'শিবিরের সাথী' - bdnews24.com

5 hours ago - পড়া শেষ না করেই বিশ্ববিদ্যালয় ছাড়েন মারজান. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আরবি বিভাগের এই শিক্ষার্থী ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অসম্পূর্ণ রাখেন। এরপর আর ভর্তি হননি তিনি। এরমধ্যে গত নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের একটি হলে পুলিশি তল্লাশিতে উদ্ধার কয়েকটি ল্যাপটপ ও ইসলামী ছাত্র শিবিরের ...






__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___