Banner Advertiser

Wednesday, September 28, 2016

[mukto-mona] Please read



http://www.bhorerkagoj.net/print-edition/2016/09/27/108691.php

ভারত-পাকিস্তান সংকট এবং বাংলাদেশ-


ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধংদেহী মনোভাবের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০শে সেপ্টেম্বর এক বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রীকে বলেছেন, বাংলাদেশ ভারতের পাশে আছে। আমাদের প্রধানমন্ত্রীর এ বার্তা কেন্দ্র করে ফেইসবুকে একটি ছোট্ট পোস্টিং দিয়েছিলাম এই বলে যে, এতদিন মোদী বলেছেন, ভারত বাংলাদেশের পাশে আছে; এবার শেখ হাসিনা বললেন, বাংলাদেশ ভারতের পাশে আছে, সাবাশ। এতে ব্যাপকভাবে 'লাইক' পড়ায় মনে হচ্ছে, বাংলাদেশের এই উঠে আসায় সবাই খুশি। অন্যদিকে ফেইসবুকে অনেকেই বলছেন, বাংলাদেশের নব্বই ভাগ মানুষ ভারতের বিপক্ষে এবং পাক-ভারত যুদ্ধ হলে সবাই চাইবে পাকিস্তান জিতুক। কেউ কেউ এও বলেছেন, ভারতের শোচনীয় পরাজয় ঘটবে। 

কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে রাজা কৃষ্ণের সমর্থনের জন্যে দুর্যোধন ও অর্জুন তার দরবারে উপস্থিত হলে, কৃষ্ণ উভয়কে সাহায্য করতে সম্মত হ'ন। কৃষ্ণ একদিকে তার সৈন্যবল এবং অন্যদিকে তিনি একা, এ দু'টোর মধ্যে কে কোনটা চান জানতে চাইলে কৌরব দুর্যোধন প্রথমেই কৃষ্ণের বিশাল সৈন্যদল চেয়ে নেন, ফলে পান্ডব অর্জুনের ভাগে পরে শুধুই শ্রীকৃষ্ণ। যুদ্ধের ফলাফল সবার জানা। অনুরূপভাবে, যুদ্ধ বাঁধলে ভারতের সম্ভবত: শুধুমাত্র শেখ হাসিনা ও তার অনুগামী প্রতিশীলদের নৈতিক সমর্থনই দরকার হবে, পাকিপ্রেমী বাংলাদেশীদের নয়। তবে নব্বই শতাংশ হিসেবটা সম্ভবত: বাড়াবাড়ি। যদিও, ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেট খেলার সময় ঢাকার মাঠের চিত্রটা আমাদের ভুলে গেলে চলবেনা। আশার কথা যুদ্ধটা সম্ভবত: হচ্ছেনা, অন্তত: মোদীর কথায় এমুহুর্তে তাই মনে হচ্ছে।  
  
ছোটখাট ঘটনাবলী বাদ দিলে ভারত-পাকিস্তানের মধ্যে দু'টি পূর্ণাঙ্গ যুদ্ধ হয়েছে। ১৯৬৫ এবং ১৯৭১। পাকিস্তান কি কোনটায় জিতেছে?  ১৯৬৫সালে পাক-ভারত যুদ্ধের সময় আমরা হাইস্কুলে পড়ি, একদিনে ইতিহাসের শিক্ষক জবেদ আলী স্যার ক্লাশে বললেন, 'চ্যাগলা লাহোরে চা খেতে চেয়েছিলো, কিন্তু চায়ের কাপ থেকে সাপ ফণা বের করে ছোবল মেরেছে'। চ্যাগলা ছিলেন তখন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। ঐসময় ইসলামামাবাদ দেশবাসীকে বোঝাতে সমর্থ হয়েছিলেন যে, ওই যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে, যদিও বাস্তব ঠিক উল্টো। বাঙ্গালীরা সেটা বুঝতে সমর্থ হয় ১৯৭১ সালে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে যাবোনা; তবে ১৯৭১-এ ভারতের 'ডিসাইসিভ ভিক্টরী' পাকিস্তানকে দুমড়ে-মুচড়ে দেয়। ঐসময় ভারত কেন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে সেটা আজো রহস্যময়; শ্রীমতি গান্ধী তা জানতেন, কিন্তু তিনি তো নেই?  

তবে এ প্রসঙ্গে ইন্দিরা গান্ধী তার আত্মজীবনী 'মাই ট্রউথ' গ্রন্থে বলেছেন: পূর্ব রণাঙ্গনে সম্পূর্ণ বিজয় হয়েছে, পাকিস্তানী সৈন্যরা আত্মসমর্পনে সম্মত। ১৬ই ডিসেম্বর দিল্লিতে মন্ত্রী পরিষদ এবং সমর নায়কদের পৃথক পৃথক বৈঠক ডাকা হয়েছে। প্রথমে মন্ত্রিপরিষদ বৈঠকে উভয় রণাঙ্গনে একতরফা 'যুদ্ধবিরতির' সিদ্ধান্ত হয়। এই বৈঠকের পর শ্রীমতি গান্ধী যান জেনারেলদের সাথে বৈঠকে। সেনাপতিরা তখন আনন্দিত, এবং পশ্চিম রণাঙ্গনে চূড়ান্ত বিজয়ের জন্যে যুদ্ধ চালিয়ে যাবার পক্ষে জোরালো বক্তব্য পেশ করেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানান, একটু আগে মন্ত্রিপরিষদ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। জেনারেলরা বিরক্ত হন, আপত্তি জানান। শ্রীমতি গান্ধী উঠে দাঁড়ান, স্পষ্ট ভাষায় আবারো বলেন, মন্ত্রী পরিষদ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে এন্ড দ্যাট ইজ ফাইনাল। একথা বলে তিনি বেরিয়ে যান। এর পরের ইতিহাস সবার জানা। 

এবার ভারত-পাকিস্তান যুদ্ধ হবে কিনা তা নিয়ে হয়তো এখনো সংশয় আছে। যুদ্ধ হলে কে জিতবে সেটি একটি প্রশ্ন বটে! তবে যারা পাকিস্তান জিতবে বলে আশা করে বসে আছেন, তারা একাত্তরেও ডিসেম্বর মাসে ঢাকার আকাশে ভারতের বিমান দেখে পাকিস্তানী বোমারু ভেবে খুশি হয়েছিলেন! এরা ভুলে যাচ্ছে যে, ১৯৭১-এর ভারত আর ২০১৬-র ভারত এক জিনিস নয়। তবে যুদ্ধ কাম্য নয়। যুদ্ধ হউক বা নাহোক, ভারত এবার প্রতিশোধ নেবে তা নিশ্চিত, কিভাবে সেটা দেখার বিষয়। সিনধু'র জলচুক্তি বাতিল করে? পাকিস্তানের ভেতর ঢুকে সন্ত্রাসীদের পেটাবে? ৬৫ বা ৭১-এ ভারত কিন্তু পাকিস্তান আক্রমণ করেনি, যুদ্ধটা শুরু করেছে পাকিস্তান। তবে একথা বলা যায়, ভারত বাধ্য করেছে, পাকিস্তানকে যুদ্ধ শুরু করতে। পঁয়ষট্টিতে নিরাপত্তা পরিষদ এবং একাত্তরে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে বাঁচিয়ে দিয়েছেন। 

এখনকার মত তখন পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে পরিচিত ছিলোনা। এখন পাকিস্তান 'গোদের ওপর বিষফোঁড়া'। আর ভারত একটি বিশ্বশক্তি। যারা বঙ্গবনধু'র সাথে জিয়ার তুলনা করেন, তারাই কেবল ভারতের সাথে পাকিস্তানের তুলনা করে আত্মপ্রসাদ লাভ করতে পারেন! ভারত মনে হয় এবার প্রথমদিকে সীমিত যুদ্ধের পক্ষে ছিলো বা এখনো আছে, কিন্তু যুদ্ধটি সীমিত থাকবে কিনা সেটি নিশ্চিত নাহলে যুদ্ধে যাওয়াটা কতটা যৌক্তিক সেটাও বিবেচ্য। এসময়ে পাকিস্তানের প্রাণভোমরা হচ্ছে এর 'পারমানবিক বোমা'। তাই আসল যুদ্ধের চেয়ে উভয় দেশ বাকযুদ্ধ নিয়ে ব্যস্ত আছে; নেতারা নরমে-গরমে বক্তব্য রাখছেন। যুদ্ধের দামামাও বাজছে, তবে থেমে থেমে। পাকিস্তানে নেতারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকী পর্যন্ত দিচ্ছেন। ভারতের নেতারা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কথা বলছেন। ভারত কি থোড়াই কেয়ার করে পাকিস্তানকে? 

একটি গল্প বলি: এক ভারতীয় এবং এক পাকিস্তানীকে ঈশ্বর একটি করে বর দেয়ার ইচ্ছা ব্যক্ত করলেন। প্রথমে পাকিস্তানী বললো: ভারত সবসময় আমাদের জ্বালায়, হে পরওয়ারদিগার তুমি পাকিস্তানের চারিদিকে এমন একটি উঁচু দেয়াল করে দাও যেন ভারত আর আমাদের ডিস্টার্ব করতে না পারে। সৃষ্টিকর্তা বললেন, 'তথাস্তু'। এবার ভারতীয়ের চাওয়ার পালা। তিনি জানতে চাইলেন, হে ওপরওয়ালা, আপনি পাকিস্তানের চারিদিকে যে দেয়ালটি দিচ্ছেন, সেটির উচ্চতা কত? স্রষ্টা জানালেন, এমন উঁচু যে ওটা কেউ টপকাতে পারবেনা। ভারতীয় আবার প্রশ্ন করেন, ওখানে কোন ফাটল থাকবেনা তো বা পানি বেরিয়ে যাবেনা তো? সৃষ্টিকর্তা এবার বিরক্ত হয়ে বললেন, না, ওটা একেবারে ইস্পাত-কঠিন হবে। ভারতীয় এবার খুশি হয়ে বলেন, তাহলে হুজুর আপনি ওটা পানি দিয়ে ভরে দিন। 

ভারত-পাকিস্তান যুদ্ধ হলে বিষয়টি হয়তো ঐরকমই হবে। তবে অনেকে মনে করেন, এবারকার যুদ্ধের বাই-প্রোডাক্ট হবে 'স্বাধীন বালুচিস্থান'। অথবা নির্ঝঞ্ঝাট কাশ্মীর বা পাঞ্জাবী পাকিস্তান। যারা ভারত ভাঙার দিবাস্বপ্ন দেখছেন, তারা আবারো হতাশ হবেন। গত সত্তর বছরে অনেকের অক্লান্ত পরিশ্রমের পরেও ভারত ভাঙেনি। গণতন্ত্র থাকলে হয়তো কখনো ভাঙ্গবেনা। এটাই গণতন্ত্রের শক্তি। ভারতের সমস্যার অন্ত: নাই; কিন্তু বৈচিত্রের মাঝে ঐক্য-ই গণতন্ত্রের সৌন্দর্য্য। অনেকে আহাম্মকের মত বলেছেন, ভারতের ১৮ কোটি মুসলমান পাকিস্তানের পক্ষ নেবে! পক্ষান্তরে পাকিস্তানে গণতন্ত্র নাই, পারমাণবিক চাবিকাঠিও নওয়াজ শরীফের হাতে নাই, সরকার এবং সন্ত্রাসীরা প্রায় সমান শক্তিশালী। সেনাবাহিনী 'কারগিল' সংকট সৃষ্টিকালে প্রধানমন্ত্রীকে জানানোর প্রয়োজনও বোধ করেনি। আমেরিকা ভিতরে ঢুকে গিয়ে বিন লাদেনকে মেরেছে। ভারত আজাদ কাশ্মীরে ঢুকে গিয়ে প্রায় একশ সন্ত্রাসীকে মেরে এসেছে। পাকিস্তানের কিচ্ছু বলার নেই। 

এবার যুদ্ধ বাঁধলে পাকিস্তানের পক্ষে আইএস বা এরদোগানের তুরস্ক বা অন্য দু'একটি ছোটখাট জঙ্গী রাষ্ট্র ছাড়া কাউকে পাওয়া যাবেনা। যারা চীন পাশে দাঁড়াবে বলে পুলকিত হচ্ছিলেন, তাদের জানা থাকা দরকার চীন বা আমেরিকা দূর থেকে হাততালি দেয়া ছাড়া অন্য কিছু করেনা। একাত্তরে চীন এগিয়ে আসেনি! ২০১৬-তেওঁ আসবেনা। তুরস্ক-আইএস-পাকিস্তান বিশ্বব্যাপী ইসলামী সন্ত্রাসের মদতদাতা, বৃহৎ শক্তি চীন-রাশিয়া-আমেরিকা সবাই এর ভুক্তভোগী। সদ্য মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে জঙ্গীরাষ্ট্র ঘোষণার একটি বিল উঠেছে। 'পাকিস্তান স্টেট্ স্পন্সর অফ টেরোরিজম ডিজেগনেশন' এক্ট নামে এই বিলটি এইচআর ৬০৬৯ নামে পরিচিত। এটি কার্যকর হোক বা নাহোক, কিন্তু এসময়ে এটি  পাকিস্তানের জন্যে যথেষ্ট বিব্রতকর। পাকিস্তান গ্রহীতা, সন্ত্রাস ব্যতীত এর দেয়ার কিছু নেই। ভারত বিশ্ব-উন্নয়নের অংশীদার, পার্টনারকে জমাখরচ দিতে হয় বটে! 

যুদ্ধের দামামার সাথে সাথে এবার কাশ্মীর ও বেলুচিস্তানের কথাও বহুলভাবে আলোচিত হচ্ছে। কাশ্মীর সর্বদাই ভারত-পাকিস্তান রাজনীতির 'এসিড টেস্ট' ছিলো; অধুনা যুক্ত হয়েছে 'বেলুচিস্তান'। কিন্তু কাশ্মীর ও বালুচিস্তান এক নয়। ভারত কাশ্মীর সমস্যা নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক উপায়ে; আর পাকিস্তান বেলুচ সমস্যা মেটাতে চাইছে সামরিকভাবে। বালুচিস্তান একক শক্তি। কাশ্মীর মুখ্যত: জম্মু-কাশ্মীর যা ভারতের দখলে; আজাদ কাশ্মীর পাকিস্তানের দখলে এবং চীনের দখলের অংশ 'আকসাই-চীন। কাশ্মীরের বেশিরভাগ অংশ, প্রায় ৮৫ হাজার বর্গমাইল ভারতের দখলে। আবার জম্মু হিন্দু অধ্যুষিত, কাশ্মীর মুসলিম এবং লাদাখ বৌদ্ধ অধ্যুষিত। ১৯৪৭-এ শেখ আব্দুল্লাহ'র পরামর্শে কাশ্মীরের রাজা হরি সিং ভারতে যোগ দেন। শের-এ-কাশ্মীর আব্দুল্লাহ'র অনুসারীরা এখনো ভারতের সাথে থাকতে চান, জম্মু'র হিন্দুরাও তো আছেনই। তাপস চৌধুরী নামে এক ভদ্রলোক এবিষয়ে এক নিবন্ধে বিশদ আলোচনা করে বোঝাতে চেয়েছেন, বেলুচরা স্বাধীনতা পেলেও কাশ্মীরের জন্যে সেটা অসম্ভব। 

পক্ষান্তরে বেলুচিস্তান ১৯৪৭ সালে পাকিস্তানের অংশ ছিলোনা; ১৯৪৮-এ পাকিস্তান সেটি যখন নেয়। সেই অবধি বেলুচরা স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কৃষিপ্রধান গোটা বেলুচিস্তান পাকিস্তানের মোট আয়তনের অর্ধেকের একটু কম এবং খনিজ সম্পদে ভরপুর। ইরান ও আফগানিস্তানের সাথে সীমান্ত থাকায় শিয়া-সুন্নী প্রভাব আছে। ক'দিন আগে মিডিয়ায় একটি সংবাদ বেশ আলোড়ন তুলেছিলো, তাতে একজন বালুচ বলছেন, 'আমাকে যা-ইচ্ছে তাই বলুন, কিন্তু পাকিস্তানী বলবেন না'। এটাই বালুচদের অবস্থান! শিয়া-সুন্নি প্রশ্নে পাকিস্তান-ইরান সম্পর্ক ভালো নয়, অবশ্য সৌদি আরবের সাথে পাকিস্তানের মাখামাখিও এর অন্যতম কারণ। পাক-ভারত যুদ্ধে সুকার্নোর ইন্দোনেশিয়া বা নাসেরের মিশর অতীতে ভারতের পক্ষে ছিলো। সেই হিসাবে যুদ্ধের হিসাবটা পাকিস্তানের জন্যে খুব সুখকর হবেনা। পাকিস্তানী সেনাবাহিনীতে শিয়াদের সংখ্যা খুব নগন্য নহে। 

তদুপরি, কাশ্মীরিরা একটি ইসলামী রাষ্ট্রের জন্যে সংগ্রাম করছে। বালুচরা বাংলাদেশের মত একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র চায়। আবার কাশ্মীর যেমন দুর্গম অঞ্চল এবং ভারতের ওপর নির্ভরশীল, বেলুচিস্তান তা নয়। বেলুচিস্তানের মুসলমানরা কেন পাকিস্তানের সাথে থাকতে চায়না এই বিষয়টি বুঝতে পারলে বাংলাদেশের মৌলবাদীরা সম্ভবত: গণতান্ত্রিক বাংলাদেশকে একটি মুসলিম রাষ্ট্র বানাতে সচেষ্ট হতেন না। আমার রাশিয়ার প্রফেসর বনধু তরুণ চক্রবর্তী এক বিনীত সতর্ক বার্তায় সবাইকে পাক-ভারত প্রশ্নে লিখে অনেকের বিরাগভাজন না হবারও পরামর্শ দিয়েছেন। আসলে রাজাকারের অনুরাগভাজন হয়ে কি কোন লাভ আছে? পাকিস্তানের নামের আগে 'পাক' শব্দটি থাকলেও কাজ কি সবই 'না-পাক' নয়? 

আমার ওই তরুণ বনধু স্মরণ করিয়ে দিয়েছেন যে, এবারকার মত ১৯৯৮ সালে ভারত-পাকিস্তান সংকট চরম আকার ধারণ করলে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লী গিয়েছিলেন মধ্যস্থতা করতে। ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বিষয়টি ততটা আমলে নেননি। এবারো কিন্তু শেখ হাসিনা দ্রুত মোদীকে বাংলাদেশের সমর্থনের কথা জানাতে মোটেও দেরী করেননি। আঠারো বছরের ব্যবধানে উভয় পদক্ষেপই সঠিক। পার্থক্য হলো, শেখ হাসিনার এবারের সমর্থন যথেষ্ট গুরুত্ব বহন করেছে। মোদী সদ্য তার এক ভাষণে বাংলাদেশের প্রসঙ্গ এনে পাকিস্তানকে ধোলাই করেছেন। তাই বলতে হয়, আঠারো বছর আগের ভারত এবং শেখ হাসিনা এক বস্তু নন। ২০১৬-র প্রধানমন্ত্রীর সমর্থন এখন মোদীর কাছে কাম্য এবং আদরণীয়। এই দুই দশকের ব্যবধানে বাংলাদেশও এক জায়গায় নেই, দেশের গুরুত্ব যথেষ্ট বেড়েছে এবং সন্মান বেড়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।  

শিতাংশু গুহ, কলাম লেখক।
২৫শে সেপ্টেম্বর ২০১৬। নিউইয়র্ক।








--
Sitanggshu Guha


__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___