Banner Advertiser

Saturday, March 15, 2008

[ALOCHONA] Demand of time, Avoid every puppet and supporter of this CTG, as shown by BAL

অত্যাচারী,মানবাধিকার লংঘনকারী অদক্ষ তত্ববধায়কগণের তাবেদারদের বয়কট করাই সময়ের দাবী

http://www.shamokal.com/details.php?nid=92466


শাহেদ চৌধুরী

আওয়ামী লীগের সঙ্গে ড. কামাল হোসেনের বিরোধ আরো বেড়েছে। দেশের প্রধান এই রাজনৈতিক দলটি আপাতত ড. কামালকে বয়কটের সি™ব্দাšø নিয়েছে।
বঙ্গবল্পব্দুর জš§দিন উপলক্ষে আওয়ামী লীগ আগামী ১৮ মার্চ বিকেল সাড়ে ৩টায় ইঞ্জিনিয়ার্স ইন¯িদ্বটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় আলোচক হিসেবে ১৪ দলের শরিক দলগুলোর প্রধানদের আমšúণ জানানো হলেও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে আমšúণ জানানো হয়নি। অন্য দলগুলোর সভাপতি ও সাধারণ স¤ক্সাদকদের যে কোনো একজনকে সভার বক্তা হিসেবে উপস্টি'ত থাকতে অনুরোধ জানানো হলেও গণফোরামের ক্ষেত্রে ড. কামালকে বাদ দিয়ে সভাপতিম-লীর সদস্য অ্যাডভোকেট জহুরুল ইসলামকে আমšúণ করা হয়েছে।
উল্কেèখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদনের বিরু™েব্দ নির্বাচন কমিশনের পক্ষে আইনগত সহায়তা দেওয়ায় ড. কামাল হোসেনের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার দৃ®িদ্বতে ড. কামাল হোসেনের এই ভহৃমিকা রাজনৈতিক শি®দ্বাচার বহিভর্হৃত।
ড. কামাল হোসেনের নেতৃÍ^াধীন গণফোরাম নিয়ে ১৪ দলে বিরোধ শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই। ড. কামাল হোসেন কর্তৃক হঠাৎ করে আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানানোকে ঘিরেই এই বিরোধের শুরু। তার এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গে গণফোরামের দহৃরÍ^ বেড়েছে। ১৪ দলের অন্য শরিকরাও ড. কামাল হোসেনের এই বক্তব্যকে অরাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন।
আওয়ামী লীগের নীতিনির্ধারক নেতারা অবশ্য ড. কামাল হোসেনের বক্তব্য প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো মšøব্য করেননি। তবে দলের ভারপ্রাপ্টø সভাপতি জিল্কèুর রহমান বলেছেন, গণফোরাম ১৪ দলে নেই। এর জবাবে গণফোরাম সভাপতিম-লীর সদস্য মফিজুল ইসলাম খান কামাল জানিয়েছেন, গণফোরাম ১৪ দলেই আছে।
এই বিতর্কের অবসান ঘটাতে ১৪ দল কোনো সি™ব্দাšø নেয়নি। ওয়ান-ইলেভেনের পর আজতক ১৪ দলের কোনো বৈঠকও হয়নি। ১৪ দলভুক্ত কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৪ দলের ২৩ দফা আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেও আওয়ামী লীগ ওই শপথ থেকে সরে এসেছে। বাতিল হওয়া গত বছরের ২২ জানুয়ারির নির্বাচনে সšúাসী ও কালো টাকার মালিকদের মনোনয়ন দিয়েছে। সা¤ক্স্রদায়িক অপশক্তির সঙ্গে বিতর্কিত পাঁচ দফা চুক্তি করেছে।
ওই নেতাদের দৃ®িদ্বতে, রাজনীতিতে ভুল হতেই পারে। আর আওয়ামী লীগ নেতারা ইতিমধ্যে তাদের ভুলও বুঝতে পেরেছেন। সা¤ক্স্রদায়িক অপশক্তির সঙ্গে স¤ক্সাদিত বিতর্কিত চুক্তি বাতিল করেছেন। ওয়ার্কার্স পার্টি, জাসদ (ইনু), গণতšúী পার্টি ও সাম্যবাদী দলের সঙ্গে ™ি^পক্ষীয় বৈঠকে আওয়ামী লীগ নেতারা বিতর্কিত চুক্তির বিষয়ে তাদের ভুল স্ট^ীকারও করেছেন। এরপরও কেন বিতর্ক থাকবে?
ড. কামাল হোসেনের ঘনিষ্ঠজনরা জানান, স্টৈ^রাচার এরশাদের সঙ্গে মহাঐক্যজোট গড়া নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ড. কামাল হোসেনের মত™ৈ^ততা আছে। এ কারণেই তিনি এরশাদের উপস্টি'তিতে মহাঐক্যজোটের আনুষ্ঠানিক ঘোষণার দিনে পল্কল্টন ময়দানের মঞ্চে উপস্টি'ত ছিলেন না।
এই যুক্তি মানতে নারাজ বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তাদের অভিমত, মুখে এরশাদের বিরোধিতা করা হলেও ড. কামাল হোসেন আসন ভাগাভাগি নিয়ে মহাঐক্যজোটের একাধিক বৈঠকে অংশ নিয়েছেন। ওইসব বৈঠকে এরশাদের নেতৃÍ^াধীন জাতীয় পার্টির নেতারাও উপস্টি'ত ছিলেন। আসলে ড. কামাল হোসেন কিছুতেই শেখ হাসিনার নেতৃÍ^কে মেনে নিতে পারছেন না বলেই স্টৈ^রাচার যুক্তি দাঁড় করিয়েছেন।
আজ আ'লীগের জরুরি বৈঠক
আওয়ামী লীগ সভাপতিম-লী, যু¹§ সাধারণ স¤ক্সাদক ও সাংগঠনিক স¤ক্সাদকরা আজ জরুরি বৈঠকে বসছেন। সকাল ১১টায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানম-ির অফিসে এই বৈঠক হওয়ার কথা। বৈঠকে শেখ হাসিনার চিকিৎসার সর্বশেষ পরিস্টি'তি নিয়ে আলোচনা করা হবে।


Is this CTG better than Ershad  in case of political party reform and anti corruption drive and dealings with teachers and Students ?
---------------------------------------------------------------------------------------------------------------------
Sobhan Allah-  Only Allah flawless 
           Alhamdulillah - All praise to be of Allah 
                   Allah hu Akbar - Allah, the Greatest
-----------------------------------------------------------------------------------------------------------------------Would Be Mahathir of BD
 


Never miss a thing. Make Yahoo your homepage. __._,_.___

[Disclaimer: ALOCHONA Management is not liable for information contained in this message. The author takes full responsibility.]
To unsubscribe/subscribe, send request to alochona-owner@egroups.com




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___