Banner Advertiser

Monday, January 18, 2016

[mukto-mona] Re: {PFC-Friends} RE: Killer Zia :বঙ্গবন্ধু হত্যায়ও জিয়া জড়িত ॥ 'বিচারের আগেই তাহের হত্যার সিদ্ধান্ত' ॥ হাইকোর্টে লিফশুলজ



বঙ্গবন্ধু হত্যায়ও জিয়া জড়িত ॥ হাইকোর্টে লিফশুলজ
'বিচারের আগেই তাহের হত্যার সিদ্ধান্ত'
স্টাফ রিপোর্টার ॥ প্রখ্যাত মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও পরবর্তী ঘটনার সঙ্গে জড়িত ছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যার পরবর্তী কু্য, পাল্টা কু্যর পেছনে কলকাঠি নেড়েছেন জিয়াই। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের সামরিক আদালতে গোপন বিচার ও তাঁকে ফাঁসিতে ঝোলানো_ সবই জিয়াউর রহমানের ইচ্ছাতেই হয়েছিল। তাহেরকে ফাঁসিতে ঝুলানোর সিদ্ধান্ত জিয়াউর রহমান নিজেই নিয়েছিলেন। সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চে বক্তব্য দিতে এসে তিনি এসব কথা বলেন। এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিফশুলজ বলেন, জিয়াউর রহমানের সময় গোয়েন্দা বিভাগের মাধ্যমে চিহ্নিত করে ভিন্নমতাবলম্বীদের সেনাবাহিনী থেকে সরিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়। যার ফলে গণহারে বিচারে সোপর্দ করে ফাঁসি দেয়া হয়। এ সময় প্রায় দুই হাজার সেনা কর্মকতা ও সৈন্যকে হত্যা করা হয়েছে। সে সময় মওদুদ আহমদ একজন তরম্নণ মানবাধিকার আইনজীবী ছিলেন। মওদুদ আহমদ আমাকে বলেছিলেন, পাকিস্তানফেরত ৪৬ জন সামরিক অফিসারের সঙ্গে জিয়া আলোচনা করেছেন তাহেরের বিচারের বিষয়ে। ট্রাইবু্যনালে যারা ছিল তারা কেউই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। জিয়া যাদের সঙ্গে পরামর্শ করেছিলেন তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল তাহেরকে ফাঁসি দেয়া। ক্ষমতা কুক্ষিগত করা ও স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে জিয়া কর্নেল তাহেরকে ফাঁসি দেয়ার মতো ঘটনা ঘটান। জিয়া অগণিত মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন, ইতিহাস কোনদিন তা ভুলবে না। বিশ্বে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন তাদের মধ্যে অন্যতম জিয়া। তাহের হত্যা ছিল অবৈধ, অসাংবিধানিক। মৌলিক অধিকার লঙ্ঘন করে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, কর্নেল তাহেরের গোপন বিচার ট্রাইবু্যনালে তিনি যেতে পারেননি। কেননা ওই সময় তাঁকে আটক করে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। তবে পরবর্তীতে তিনি শুনেছেন, তাহের হত্যার সিদ্ধানত্মটি ছিল জিয়াউর রহমানের নিজেরই। পরে উর্ধতন সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ওই সিদ্ধানত্ম বাসত্মবায়ন করা হয়। তিনি বলেন, ওই সময় দেশে সামরিক সরকার বহাল ছিল। 
মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ সকাল পৌনে ১১টায় আদালতে উপস্থিত হন। আদালতে তিনি অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এমকে রহমানের চেম্বারে দীর্ঘসময় অপেক্ষা করেন। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ ছাড়াও অন্য অনেকের সঙ্গেও কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন মামলার অন্যতম রিটকারী কর্নেল তাহেরের ভাই অধ্যাপক আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও কর্নেল তাহেরের ছেলে যিশুসহ পরিবারের অন্য সদস্যরা। ১২ মার্চ তিনি বাংলাদেশে আসেন। 
দুপুর দুটোয় লরেন্স লিফশুলজ আদালতে বক্তব্য পেশ করতে যান। প্রায় এক ঘণ্টার বক্তব্যে লরেন্স লিফশুলজ মূলত তাঁর লিখিত বক্তব্য ছাড়াও আদালতের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শুরম্নতেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তাঁকে স্বাগত জানান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি আপনি এ মামলায় সঠিক তথ্য দিতে পারবেন। আমরা পূর্ণাঙ্গ তথ্য পাব। জবাবে লরেন্স লিফশুলজ বলেন, এ মামলা দেশ, জাতি ও সভ্যতার জন্য একটি মাইলফলক। দীর্ঘ ৩৫ বছর পর এ বিষয়ে বক্তব্য দিতে এসে আমি নিজেও আনন্দিত। 
এ সময় আদালত তার কাছে গোপন বিচার সম্পর্কে জানতে চাইলে লিফশুলজ বলেন, আমি এই বিচার কভার করতে তখন এ দেশে এসেছিলাম। কিন্তু তৎকালীন সামরিক সরকার আমাকে আটক করে ফেরত পাঠায়। এমনকি এদেশের সাংবাদিকদেরও ওই বিচার সম্পর্কে জানতে দেয়া হয়নি। কাজেই আমি ওই বিচার সম্পর্কে কিছুই জানি না। তবে পরে মেজর জেনারেল মঞ্জুরের কাছে জানতে পারি জিয়াউর রহমান ৪৬ উর্ধতন সামরিক অফিসারকে নিয়ে এক জায়গায় বসে এ বিচারের সিদ্ধানত্ম নেন। তিনি আদালতে বলেন, তাহের হত্যার জন্য জিয়াউর রহমান এককভাবে সিদ্ধানত্ম নিয়েছিলেন। তাঁকে হত্যা করার জন্য বিচার শুরম্নর আগেই সিদ্ধানত্ম নেয়া হয়েছে। এই হত্যার পেছনে জিয়াউর রহমান ছিলেন মাস্টারমাইন্ড। আদালত তাঁর কাছে জানতে চায়, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান সুবিধাভোগী ছিল কিনা? এর জবাবে লিফশুলজ বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনে জিয়াউর রহমান শ্যাডো হিসেবে কাজ করেছেন। 
আদালত তাঁর কাছে জানতে চায়, আপনি কেন এ মামলা কভার করতে এসেছিলেন। লরেন্স লিফশুলজ বলেন, আনত্মর্জাতিক অঙ্গনে এ মামলাটি অত্যনত্ম গুরম্নত্বপূর্ণ ছিল। এ কারণেই এটি কভার করতে ঢাকায় আসি। আদালত তাঁকে জিজ্ঞেস করে, ১৯৭৫ সালের ১৫ আগস্টের আগে ও পরে জিয়াউর রহমানের ভূমিকা দেখে কি মনে হয় না যে, জিয়া স্বাধীনতাবিরোধী ছিলেন। জবাবে লিফশুলজ এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। আদালতের আরেক প্রশ্নের জবাবে লিফশুলজ বলেন, যারা তাহেরের বিরম্নদ্ধে অপরাধ করেছে, তারা আমার বা আপনার (আদালত) মতো সাধারণ লোক নন। এ ধরনের লোক অতীতে জন্মায়নি, ভবিষ্যতেও জন্মাবে কিনা সন্দেহ। 
লরেন্স লিফশুলজ শুনানিতে বলেন, এই মামলার ধারাবাহিকতায় এখানে এসেছি। আগেও একটি বক্তব্য পাঠিয়েছিলাম। পরিবারের দুর্ঘটনা ঘটায় আমি তখন আসতে পারিনি। এবার আসতে পেরেছি । এটা আমার জন্য বড় সম্মান। আমি একটি পুরনো ম্মৃতির বর্ণনা দিতে এসেছি। তিনি আদালতে বলেন, কর্নেল তাহেরকে মৌলিক অধিকার লঙ্ঘন করে ফাঁসি দেয়া হয়েছে। এই সময়ের জন্য বহুদিন অপেৰা করেছি। তাহের হত্যা মামলার বিচারটা নিরপেৰ ও বস্তুনিষ্ঠ হয়নি। এই বিচার ছিল তাঁর (তাহের) বিরম্নদ্ধে একটা ক্রাইম। যারা তাহেরের বিরম্নদ্ধে ক্রাইম করেছিল তারা আমাদের মতো লোক ছিল না। এমন লোক অতীতেও জন্ম নেয়নি। ভবিষ্যতেও জন্ম নেবে না। এই অপরাধ যারা করেছে তারা আমার আপনার মতো লোক নয়। 
উলেস্নখ্য, 'ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর' তৎকালীন বিশেষ প্রতিনিধি লরেন্স লিফশুলজ ১৯৭৬ সালে কর্নেল তাহেরের বিচার পর্যবেক্ষণ এবং এ সংক্রানত্ম প্রতিবেদন তৈরির জন্য ঢাকায় অবস্থান করছিলেন। কিন্তু তৎকালীন সামরিক কর্মকর্তারা তাঁকে বিচারের সংবাদ কভার করতে দেননি। বরং কারাগারের সামনে থেকে তাঁকে আটক করে এক কাপড়েই বাংলাদেশ ত্যাগে বাধ্য করা হয়। বিষয়টি আদালতের নজরে এলে ২০ জানুয়ারি আদালত লরেন্স লিফশুলজকে আদালতে উপস্থিত হয়ে বক্তব্য দিতে অনুরোধ করে। ওই আবেদনে সাড়া দিয়ে ছেলের অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে না পারলেও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঁচ পৃষ্ঠার একটি বক্তব্য পাঠান। অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এমকে রহমান ৩ ফেব্রম্নয়ারি তা আদালতে হলফনামা আকারে পেশ করেন। পরে ১৩ ফেব্রম্নয়ারি আদালত ২ মার্চ রায় ঘোষণার জন্য দিন ধার্য করে। কিন্তু ওই দিন সন্ধ্যায় লিফশুলজ বাংলাদেশে আসবেন বলে নিশ্চিত করায় রায়ের তারিখ পেছানো হয়। সোমবার শুনানিতে তিনি নয় পৃষ্ঠার লিখিত বক্তব্য পেশ করেন। এর বাইরেও আদালতের প্রশ্নের উত্তর দেন। 
শুনানির আগে ও পরে মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন। সকালে অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এমকে রহমানের চেম্বারে বসে তিনি বলেন,? ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরবর্তী ঘটনার নেপথ্যে ছিলেন জিয়াউর রহমান। ক্ষমতা কুক্ষিগত করার জন্য, স্বৈরতান্ত্রিক শাসন প্রক্রিয়ায় তিনি কর্নেল তাহেরকে ফাঁসি দেয়ার মতো ঘটনা ঘটিয়েছিলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের সঙ্গে খন্দকার মোশতাক, কর্নেল ফারম্নক, কর্নেল রশীদসহ অন্যদের যোগসূত্র ছিল। জিয়াউর রহমান সব সময় পেছনে থেকে কাজ করেছেন। সামনে আসেননি। লরেন্স লিফশুলজ সাংবাদিকদের আরও বলেন, 'লন্ডনে আমাকে দেয়া এক সাক্ষাতকারে রশীদ বলেছিলেন, ১৫ আগস্ট হত্যাকা-ের আগে তাঁর (জিয়াউর রহমান) সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল। এরপর জিয়া ৭ নবেম্বর স্বরূপে আবির্ভূত হন।' 
১৯৭৬ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার তাহেরসহ ১৭ জনকে বিশেষ সামরিক ট্রাইবু্যনালের গোপন বিচারে সাজা দেয়া হয়। এরপর ২১ জুলাই ভোরে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। ১৯৭৬ সালে তাহেরসহ অন্যদের গোপন বিচার চলাকালে মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজকে দেশ থেকে বহিষ্কার করা হয়। তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত বছরের আগস্টে হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৩ আগস্ট তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রম্নল জারি করে হাইকোর্ট। একই আদালত তাহেরের সঙ্গে গোপন বিচারের মুখোমুখি অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন, হাবিলদার আবদুল হাই মজুমদার, কর্পোরাল শামসুল হক ও আবদুল মজিদের গোপন বিচার নিয়ে ১ ফেব্রম্নয়ারি রম্নল জারি করেন। এর আগে গত ২৫ জানুয়ারি জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সহসভাপতি রবিউল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতেও গোপন বিচার ও দ-_প্রশ্নে রম্নল জারি করে আদালত। 
এ পর্যনত্ম আদালতে ঢাকা জেলা প্রশাসক মোঃ মহিবুল হক, কর্পোরাল আব্দুল মজিদসহ তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) এম এ শওকত আলী, কর্পোরাল সামসুল হক, মুক্তিযোদ্ধা মোঃ রবিউল আলম, ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর আলী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, মেজর (অব) জিয়াউদ্দিন, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না ও সার্জেন্ট (অব) সৈয়দ রফিকুল ইসলাম বীরপ্রতীক ও তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন সাৰ্য দিয়েছেন। এমনকি বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদও এ বিষয়ে আদালতে বক্তব্য দিয়েছেন। এখন বিদেশী সাংবাদিক লরেন্স লিফশুলজ আদালতে তাঁর বক্তব্য পেশ করলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহের বিচারিক হত্যার শিকার হয়েছেন বলে লিফশুলজ তাঁর বক্তব্যে উলেস্নখ করেন। আদালতে লিফশুলজ জানান, সর্বশেষ তিনি ঢাকায় আসেন ২০০৭ সালে ফেব্রম্নয়ারিতে। এর আগে ২০০৬ ও ২০০৭ সালেও এসেছিলেন। প্রথম আসেন ১৯৭০ ও পরে ১৯৭৩ সালে। 
শুনানি শেষে লরেন্স লিফশুলজ সাংবাদিকদের কাছে তাহের হত্যার বিচার প্রসঙ্গসহ অন্য বিষয় নিয়ে কথা বলেন। তিনি সেখানে বলেন তাহের হত্যার বিচারে কোন নিয়মকানুন বা আইন মানা হয়নি। এ প্রসঙ্গে তিনি আদালতে বলেছিলেন, তাহের হত্যাটি ছিল গুপ্তহত্যা। আদালতে আজ আবার মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে। আজ আদালতে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ তাঁদের বক্তব্য পেশ করবেন।

On Mon, Jan 18, 2016 at 2:38 PM, RANU CHOWDHURY <ranu51@hotmail.com> wrote:
Who the hell this Larry Lifschultz to comment on Bangladesh judicial system? And why should we quote him as bed bakya?

Larry lovers may read his book "Bangladesh: Unfinished Revolution" and find out what he has to say about Sheikh Mujibur Rahman.


From: farida_majid@hotmail.com
To: jukhan@gmail.com; bipulnahar@yahoo.com
CC: kazi4986@yahoo.com; qamruddinc@yahoo.com; mgani69@gmail.com; farahmina@gmail.com; druhfarida@gmail.com; akhtergolam@gmail.com; nurannabi@gmail.com; zoglul@hotmail.co.uk; amsmel@aol.com; srbanunz@gmail.com; quazinuru@yahoo.com; abhuiya@comcast.net; mostofadrgholam@gmail.com; nazrulislampbl@gmail.com; mfariha123@aol.com; asifraih@gmail.com; delwar71@hotmail.com; captchowdhury@yahoo.ca; asifnazrul@gmail.com; drmohsinali@yahoo.com; em.pannah@americatech.us; farhadmazhar@hotmail.com; farzana.ahmed48@yahoo.com; jhelali2000@yahoo.com; khondkar.saleque@gmail.com; nafisanoorahmed@yahoo.com; saokot_nccbl@yahoo.com; zainul321@yahoo.com; ranu51@hotmail.com; abid.bahar@gmail.com; rezaulkarim617@gmail.com; shahadathussaini@hotmail.com; msahmed21@yahoo.co.uk; bdmailer@gmail.com; sakhter1015@gmail.com; serajul7@gmail.com; rashedanam1971@gmail.com; rashedanam@yahoo.com; pfc-friends@googlegroups.com; noa@agni.com; siddiquelondonuk@gmail.com
Subject: Re: Killer Zia
Date: Mon, 18 Jan 2016 16:01:22 +0000

Killer Zia -- oh yes, and how .  .



জিয়ার একক সিদ্ধান্তেই তাহেরের ফাঁসি হয় - kalerkantho


Mar 15, 2011 - এসব কথা হাইকোর্টে বলেছেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সাংবাদিক লরেন্স লিফশুলজ। গতকাল সোমবার ঢাকায় হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন হংকং থেকে প্রকাশিত ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউয়ের সাবেক দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধি লরেন্স লিফশুলজ। জিয়াউর রহমানের এ পরিকল্পনার কথা তাঁকে জানিয়েছিলেন  ..


 From: Jalal Uddin Khan <jukhan@gmail.com>
Sent: Saturday, January 16, 2016 12:16 PM
To: bipul kamal
Cc: Muazzam Kazi; qamruddin chowdhury; Mohammad Gani; Mina Farah; Farida Majid; Farida Hossain; Golam Akhter; Nuran Nabi; Zoglul Husain; Sameer Syed; Shafiq Bhuiyan; Quazi Nuruzzaman; Akram Bhuiya; Dr.Gholam Mostofa; Nazrul Islam; Atiqur Rahman Salu (; Bana Mali; delwar71@hotmail.com; Munmun Chowdhury; asif nazrul; Dr. M. Mohsin Ali; Dr. Em Pannah; farhadmazhar@hotmail.com; Farzana Ahmed; Javed Helali; Khondkar Saleque; Nafisa Noor; saokot hossain; zainul abedin; ranu51@hotmail.com; Abid Bahar; Rezaul Karim; Hussain Suhrawardy; Muhammad Ahmed; Isha Khan; S akhter; Serajul Islam; rashed Anam; Rashed Anam; pfc-friends@googlegroups.comnoa@agni.com; Syed Siddique
Subject: Re: Killer Zia
Any criminal deserves to be punished. Golam A Nizami Mujahid were once AL's friends, against the BNP.
Let us debate the issues in a cool-headed manner, not in a "wrong-headed" or "hot-headed" manner. After all, this is not ICT, but "friendly fire" email exchanges. So, how about those muktibahini members who killed many innocents in their locality in 1971 out of political or personal village politics? 
On Sat, Jan 16, 2016 at 9:03 PM, bipul kamal <bipulnahar@yahoo.com> wrote:
Shathia Pilot High School Pabna, Nizami killed almost 150 Muktijoddha in 1971.

Sent from my iPhone

On Jan 16, 2016, at 7:39 AM, Jalal Uddin Khan <jukhan@gmail.com> wrote:

Nobody murdered your name. There is no connection between yr name and "Baper Nai Porichoy". 

On Sat, Jan 16, 2016 at 7:30 PM, bipul kamal <bipulnahar@yahoo.com> wrote:
According to Our high court verdict and observation Zia was a killer. Pls respect the law and order. If you murder my name I can file a law sue against you and you have to pay for it.

I am cautioning  you pls do not murder my name  and or practice hate against me.

I cautioned MD Goni, he stopped now you started. 


Sent from my iPhone

On Jan 16, 2016, at 7:14 AM, Jalal Uddin Khan <jukhan@gmail.com> wrote:

Would you like the name of the BAL (you know what I mean) or AL (Amai Leak) distorted and defamed? Would you like bi-fool-camel to be disfigured and dismantled?  

On Sat, Jan 16, 2016 at 6:20 PM, bipul kamal <bipulnahar@yahoo.com> wrote:
By our High court it is cleared that Zia was a killer so every time we write zia's name please don't forget to write killer before his name. And since 7 Th amendment has been declared illegal by our high court so BNP and zia's all work during 1976 till his death was illegal, so BNP is called "Baper Nai Porichoy" killer of founding father.

Sent from my iPhone

On Jan 15, 2016, at 9:40 AM, Muazzam Kazi <kazi4986@yahoo.com> wrote:
Dear Mr. Khan,

Please keep touch with me.
I live in West of Boston, town name Lexington.
My phone number: 781-354-2369
We need like minded people to work together.
I would like to add you in your group NABDC.
Please give your consent and let me know your phone number or address,
whatever continent to you.
Muazzam Kazi

From: Jalal Uddin Khan <jukhan@gmail.com>
To: qamruddin chowdhury <qamruddinc@yahoo.com>; Mohammad Gani <mgani69@gmail.com>; 
Sent: Friday, January 15, 2016 11:58 AM
Subject: The B. Military

In response to our like-minded Mr. Qamruddin Chy's "But don't you ask yourself why our half a million military remain numb and slaves too to India?  Cadet colleges were built to create patriotic leaders; but alas! it has only created elite Indian slaves - see so called military leaders Nasim, and his followers ending with Iqbal Karim; all from so called cadet colleges!," here is a portion from my book project:

We need a practical minded civilian or a military leader with a good grasp of ground realities. Professor Abdullah Abu Sayeed, out of frustration with the continuous bad governance of the alternately "elected" parties, rightly said that whatever good governance there was in Bangladesh in the past was during the period of the British rule and then at the time of the military rule.[2] 
Khaleda Zia, as the former prime minister and one of the top leaders of the country, was right in speaking about the internal military indiscipline, if there was any, during her public meeting in Chittagong a few years ago (2012?) and then again about the role the half a million-strong military should play if and when the occasion demanded during her Bogra meeting later. In this context she had to endure, as she always does, a serious criticism from the Hasina-AL, whereas she should not have faced any criticism from any quarters whatsoever for what was her patriotically-imbued, leader-like, and statesmanlike comments and statements. 
The idea was also put forward by Dr. Moeen Khan of her party BNP, in his own way, echoing the U.S. Republican Rep. Matt Salmon of Arizona's concern that the current political unrest "may lead to a further breakdown of order that could open space for Islamic militancy or for the military to take power"[3]. Dr. Moeen said that following the legendary example of the great Zia, leadership should/might come out of the military cantonment to save the nation from the horror and terror it has currently been facing.[4] 
At the same time, those who broke the young Tarique Rahman's bones must be brought to justice just as those who caused the forced and shameful ouster of Khaleda from her old (Cantonment) home denying her rights and without giving her a civic and civilized chance for a dignified exit through negotiation befitting a three time former prime minister, who was also and still is the de facto opposition leader, must be reinvestigated as well.[5]



__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___