Banner Advertiser

Tuesday, March 14, 2017

[mukto-mona] ইয়াবা বাণিজ্যে সুন্দরী নারীরা







                    

ইয়াবা বাণিজ্যে সুন্দরী নারীরা


এক্সক্লুসিভ

সরওয়ার আলম শাহীন, উখিয়া থেকে | ১৪ মার্চ ২০১৭, মঙ্গলবার
সুন্দরী, স্মার্ট, চোখে কালো চমশা, পরনে ঝলমলে পোশাক। প্রাইভেট গাড়ি নিয়ে কক্সবাজার-টেকনাফ সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এমন দু'শতাধিক নারী। পর্যটক বেশে এসব নারী প্রতিনিয়ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে ইয়াবা বাণিজ্য। নামিদামি পর্যটক মনে করে অনেক সময় এসব প্রাইভেট গাড়ি তল্লাশি করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়। সূত্রে জানা গেছে, কক্সবাজার-টেকনাফ সড়কে ইয়াবা পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর হার্ডলাইন অবস্থানের কারণে ইয়াবা গডফাদার সিন্ডিকেট ভিন্ন কৌশলে মাঠে নেমেছে। আর কৌশলের অংশ হিসাবেই সম্প্রতি ঢাকা-চট্টগ্রামের হাইফাই সোসাইটির মেয়েদের কন্ট্রাকের মাধ্যমে ইয়াবা পাচারে নিয়োগ করেছে এ সিন্ডিকেট। গত ১০ই মে ঢাকায় স্পেশাল অ্যাকশন গ্রুপের  হাতে ১ লাখ পিস ইয়াবা নিয়ে আটক কক্সবাজার জেলা যুবদলের সহসভাপতি নেজাম উদ্দিন গ্রেপ্তার হওয়ার পর ঢাকার অভিজাত পাড়ার শীতল নামের এক নারীর নাম এখন আলোচনায়। পুলিশ সূত্রে জানা গেছে, শীতল নামের সুন্দরী এ নারী নেজাম উদ্দিনের ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ওই নারীকে নিয়ে প্রায় সময় প্রাইভেট গাড়ি নিয়ে ইয়াবা পাচার করতো নেজাম উদ্দিন। মূলত শীতলের মাধ্যমেই ঢাকার বিভিন্ন স্থানে বড় বড় মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে ইয়াবা  ডেলিভারি দিত নেজাম উদ্দিন সিন্ডিকেট। এ সিন্ডিকেট উখিয়া ও টেকনাফ থেকে ইয়াবা কিনে ঢাকায় সরবরাহ করতো। গত ১১ই মার্চ টেকনাফ নয়াপাড়া এলাকায় বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় সন্দেহজনকভাবে কক্সবাজারমুখী একটি সিএনজি তল্লাশি চালিয়ে ভ্যানেটি ব্যাগে কৌশলে লুকিয়ে ১০ হাজার ৮০ পিস ইয়াবাসহ ইসমত আরা (১৯) নামের এক সুন্দরী মহিলাকে আটক করেছে। আটক ইসমত আরা টেকনাফ নয়াপাড়া এলাকার মো. আবদুল্লার স্ত্রী। বিজিবি জানিয়েছে, আটক মহিলা টেকনাফে থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীকে সরবরাহ করতো। শুধু, শীতল বা ইসমত নয়, এরকম প্রায় ২ শতাধিক নারী কক্সবাজার-টেকনাফ সড়কে ইয়াবা পাচারে নিয়োজিত। ঢাকা চট্টগামের হাইফাই সোসাইটির নারীরা ছাড়াও এলাকার সুন্দরী স্মার্ট মেয়েদের ইয়াবা পাচার কাজে নিয়োজিত করেছে সিন্ডিকেটগুলো। বিশেষ করে পর্যটক বেসে প্রাইভেট গাড়ি নিয়ে সিন্ডিকেটের হয়ে পাচার কাজ চালিয়ে যাচ্ছে তারা। চেকপোস্টগুলোতে পর্যটক মনে করে প্রাইভেট গাড়িগুলো অনেক সময় তল্লাশির বাইরে রাখা হয়। তাছাড়া প্রাইভেট গাড়িতে থাকা সুন্দরী নারীদের তল্লাশি চালাতেও অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী বিব্রতবোধ করে। যে কারণে সিন্ডিকেট সদস্যরা হাইফাই সোসাইটির নারীদের নিরাপদ মনে করে ইয়াবা পাচারে নিয়োজিত করেছে। এসব  সুন্দরী নারী উখিয়ার বেশকিছু সিন্ডিকেটের হয়ে কাজ করছে বলে জানা গেছে। এ ব্যাপারে উখিয়া টেকনাফের সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছাইলাউ মারমা বলেন, শুধু নারী নয়, পুলিশ সমসময় তৎপর রয়েছে ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতারে। কিন্তু সুনির্দিষ্ট তথ্য ছাড়া ইয়াবা আটক করা কঠিন। তবুও পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
                         





__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___