Banner Advertiser

Sunday, October 13, 2013

[mukto-mona] দলের নাম ‘তৃণমূল বিএনপি’ !!!!!!!



ভেঙ্গে যাচ্ছে বিএনপি গটিত হচ্ছে তৃনমূল বিএনপি. বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ নতুন দল গঠন করছেন। তার দলের নাম 'তৃণমূল বিএনপি'। সাবেক স্বৈরাচারী এরশাদ সরকারের উপপ্রধানমন্ত্রী ব্যরিস্টার মওদুদ চিকিৎসার নামে ব...See More
 — .
Photo: ভেঙ্গে যাচ্ছে বিএনপি গটিত হচ্ছে তৃনমূল বিএনপি. বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ নতুন   দল গঠন করছেন। তার দলের নাম 'তৃণমূল বিএনপি'। সাবেক স্বৈরাচারী এরশাদ সরকারের উপপ্রধানমন্ত্রী ব্যরিস্টার মওদুদ চিকিৎসার নামে বিদেশে গিয়ে মূলত নতুন দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করছেন। বুকে ব্যথা নিয়ে তিনি গত রোববার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। দল ভাঙ্গার ষড়যন্ত্রে জড়িত থাকা ও নতুন দল 'তৃণমূল বিএনপি' গঠন করতে যাওয়ার কারণে বিএনপি চেয়ারপারসন   খালেদা জিয়া তাকে হাসপাতালে দেখতে যাননি।বিএনপির কয়েক ভাইস চেয়ারম্যান, স্থায়ী কমিটি, উপদেষ্টা কাউন্সিল, কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর কমিটির কয়েক নেতা তৃণমুল বিএনপিতে যোগ দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের রাজধানীর গুলশান কার্যালয়ের প্রভাবশালী কয়েক কর্মকর্তাও আছেন 'তৃণমূল বিএনপি'তে।  বিষয়টি শুধু দলের উচ্চ মহলে নয়, কর্মীপর্যায়েও কানাঘুষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্যে-অপ্রকাশ্যে দল ভাঙার এ আশঙ্কার কথা ব্যক্তও করা হচ্ছে। দলের দায়িত্বশীল নেতারা এতোদিন অকপটে স্বীকার করেছেন দল ভাঙ্গার বিষয়টি।  তথ্যমতে, চিকিৎসার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের লন্ডন যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে রাজনৈতিক মহলে। খোদ বিএনপির মধ্যেই দেখা দিয়েছে নানা প্রশ্ন। চিকিৎসার জন্য এমন এক সময় তিনি লন্ডন গেলেন, যখন আসন্ন জাতীয় নির্বাচন ও আন্দোলন নিয়ে চরম বেকায়দায় রয়েছে বিএনপি। আর ২৫ অক্টোবর ঘিরে রয়েছে নানা শঙ্কা।অন্যদিকে   হাসপাতালের নির্ভরযোগ্য সূত্র জানায়, মওদুদ আহমদ হূদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ মুমিনুজ্জামানের অধীনে চিকিৎসাধীন ছিলেন ইউনাইটেড হাসপাতালে। তবে পরীক্ষা-নিরীক্ষায় তার হূদরোগ ধরা পড়েনি। বুকে সাধারণ ব্যথা ছিল, যা কিছুদিন ওষুধ সেবন ও বিশ্রামেই ভালো হয়ে যায়। হাসপাতালে মওদুদ প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন। তবে তার হূদস্পন্দন ছিল কিছুটা অস্বাভাবিক। প্রতিমিনিটে ৪০   থেকে ৪৫ বার হতো। এটা এত মারাত্মক কিছু নয়, যার জন্য লন্ডন যেতেই হবে। হাসপাতালের চিকিৎসকরা তাকে অন্য কোথাও রেফার্ডও করেননি। তিনি লন্ডন গিয়েছেন স্বইচ্ছায় এবং নতুন দল গঠনের জন্য।  তিনি অসুস্থ হওয়ার পর আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ অনেকে তাকে দেখতে গিয়েছেন।  জানা যায়, 'তৃণমূল বিএনপি'তে অনেকে আছেন, যারা বারবার দল বদলান। সুবিধাবাদী কিছু নেতাও আছেন। তাদের সঙ্গে থাকতে পারেন তারা, যারা দল থেকে আশাতীত সুবিধা পেয়েছেন। সেই সঙ্গে 'সংস্কারপন্থী' হিসেবে চিহ্নিত যেসব নেতা এখনো দলে ঠাঁই পাননি, তাদের কেউ কেউ থাকতে পারেন।   Admin - Don


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___