Banner Advertiser

Tuesday, June 21, 2016

[mukto-mona] RE: {NA Bangladeshi Community} বিএনপির এখন স্লোগগান হতে পারে -- "কেশ বাঁচাও, ম্যাডাম বাঁচাও!"



বিএনপির আদর্শ ভবিষ্যতমুখি-সুনির্দিষ্ট, পেছনে-বামে-ডানে নয়

এম মাহাবুবুর রহমান 


প্রিয় পাঠক, (Farida & Cohorts) , আমার লেখার মূল বিষয় হলো বিএনপির রাজনৈতিক আদর্শ। এককথায়, বিএনপির রাজনৈতিক আদর্শ হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। এর মূল ভিত্তি হলো ১৯৭৭ সালের ২২ মে জিয়াউর রহমান ঘোষিত উন্নয়ন ও উৎপাদনের ১৯ দফা। অবাক করার বিষয় হলো, এই ১৯ দফা বিএনপির গুরুত্বপূর্ণ নেতারাও ভালভাবে জানেন না। অনুসরন করা তো দূরে থাক, সাধারণ কর্মীদের কাছেও ১৯ দফা নিয়ে আগ্রহ নেই। দলীয়ভাবে ১৯ দফায় আগ্রহ সৃষ্টির কোনো উদ্যোগও নেই। বরং ১৯ দফা 'সেকালীয়' বলে বিএনপির কিছু কর্মী-সমর্থক মন্তব্য করছেন। 

প্রায় ৪০ বছর আগে প্রণীত হলেও এই ১৯ দফার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রকে টিকিয়ে রাখা সম্ভব। তবে যুগোপযোগী সংযোজন তো অবশ্যই আসতে হবে। পাঠকদের জন্য ১৯ দফার সংক্ষিপ্ত রূপ তুলে ধরা হলো। 
১. সর্বোতভাবে দেশের স্বাধীনতা, অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
২. শাসনতন্ত্রের চারটি মূলনীতি অর্থাৎ সর্ব শক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা স্থাপন করা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলিত করা।
৩. সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা।
৪. প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে এবং আইন শৃংখলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা।
৫. সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা।
৬. দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা।
৭. দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় সরবরাহ নিশ্চিত করা।
৮. কোন নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা।
৯. দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা।
১০. সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা।
১১. সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুবক সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা।
১২. দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান।
১৩. শ্রমিকদের অবস্থার উন্নয়ন সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা।
১৪. সরকারী চাকরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি করা।
১৫. জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা।
১৬. সকল বিদেশী রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বিশেষ জোরদার করা।
১৭. প্রশাসন এবং উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকার শক্তিশালী করা।
১৮. দুর্নীতিমুক্ত ন্যায়নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা।
১৯. ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। 
প্রিয় পাঠক, এই ১৯ দফাই হলো বিএনপির রাজনৈতিক আদর্শের ভিত্তি। এছাড়া বিএনপির ঘোষণাপত্র। এই দুইটি যোগ করলেই বিএনপির রাজনৈতিক আদর্শের মৌলিক পরিচয় আপনি পাবেন।
ঘোষণপত্রে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ ও রক্ষার বিষয়ে বলা হয়েছে - স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অতন্ত্র প্রহরী হচ্ছে: এক. মৌলিক বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে অনুপ্রাণিত ও সংহত ইস্পাত-কঠিন গণঐক্য,
দুই. জনগণভিত্তিক গণতন্ত্র ও রাজনীতি এবং ঐক্যবদ্ধ ও সুসংগঠিত জনগণের অক্লান্ত প্রয়াসের ফলে লব্ধ জাতীয় অর্থনৈতিক মুক্তি, আত্মনির্ভরশীলতা ও প্রগতি।
প্রশ্ন আসতে পারে, এই কথাগুলো কেন বলছি। বলছি এজন্য যে, গত ক'বছর ধরে বিএনপির রাজনৈতিক আদর্শের বর্ণনায় বলার চেষ্টা হচ্ছে, বিএনপি বামের ডানে, ডানের বামে। অর্থাৎ মধ্যপন্থী। রূপকার্থে এটি সঠিক। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপির আদর্শ সুনির্দিষ্ট। ১৯ দফাই বিএনপির আদর্শের ভিত্তি। আর ঘোষণাপত্র হলো দলটির মূলনীতি। বিএনপির লক্ষ্য হলো- বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য নিশ্চিত করে একটি স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণ; যেখানে সকল গোষ্ঠী, ধর্ম, বর্ণের মানুষের পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠিত হবে। কোথাও অতীতমুখিতার স্থান নেই। কেবল বর্তমান ও ভবিষ্যত গঠনের জন্য অতীতকে শিক্ষা হিসেবে গ্রহণ করা যেতে পারে। 
আমি স্পষ্ট করতে চাই, বিএনপি অতীতমুখি দল নয়। বিএনপি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মীয় দল নয়। বিএনপি বাংলাদেশের গণমানুষের দল। ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের দল এটি। আর এজন্যই বিএনপির ওপর নির্ভর করার সুযোগ আছে সব মানুষের। তবে দুঃখের বিষয় হলো- বিএনপিতে বাম ও ডানের লোকরা এসে দলটির মূল আদর্শের চর্চা বন্ধ করে দিয়েছে। বামরা বামে ও ডানরা ডানে টানছে দলটিকে। যে কারণে মূল আদর্শ ও নীতি ভুলে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। যারা বিএনপি দিয়েই রাজনীতি শুরু করেছেন, তারা একই প্রতিযোগিতায় গা ভাসিয়ে আছেন। নীতিনির্ধারকরাও মৌলিক আদর্শের চর্চায় কোনো উদ্যোগ নিচ্ছেন না। বরং চাটুকার বাম-ডানের ঘোরে আটকে গেছেন তারা। 
ষষ্ঠ কাউন্সিলে বিএনপি নিজের আদের্শ শানিত হোক, এই প্রত্যাশা রাখি। মূলনীতিতে আরো সংযোজন আনার উদ্যোগ নেয়াও এখন সময়ের দাবি। এই কাউন্সিলে বিএনপি ও অঙ্গদলের পৃথক শ্লোগান নির্ধারণে মনে হচ্ছে- দলের অভ্যন্তরে কিছুটা গতি আছে। চাইলে অনেক কিছু করা সম্ভব। ২০০৯ সালে অনুষ্ঠিত কাউন্সিলে শ্লোগান ছিল, ' 'নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত'। এই শ্লোগানের ধারায় বিএনপি ২০ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছে। এবারের মূল শ্লোগান 'দুর্নীতি দুঃসময় হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ'। 'থামাও ষড়যন্ত্র, ফেরাও গণতন্ত্র' শ্লোগানটিরও মিনিং ভাল। 
১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের জন্য আলাদা শ্লোগানও অর্থবহ। যুবদল- 'তারুণ্যে যারা অকুতোভয়, তারাই আনবে সূর্যোদয়', কৃষক দল- 'ফলাবো ফসল গড়বো দেশ, গণতন্ত্রে বাংলাদেশ', মুক্তিযোদ্ধা দল- 'মুক্তিযুদ্ধের মূলমন্ত্র, মুক্ত করো গণতন্ত্র', শ্রমিকদল- 'শ্রম দিয়ে শিল্প গড়বো, দেশের আঁধার ঘুচিয়ে দেব', মহিলা দল- 'চেতনায় নারী, বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি', ছাত্রদল- 'বাঁচতে চাই পড়তে চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই', স্বেচ্ছাসেবক দল- 'আলোর দিন দূরে নয়, করতে হবে আঁধার জয়', জাসাস- 'গাইবো মোরা গণতন্ত্রের গান, দুঃশাসনের হবেই অবসান', তাঁতিদল- 'শক্ত হতে বাঁধো তাঁত, কাটাতে হবে আঁধার রাত', মৎস্যজীবী দল- 'জালের টানে ঘুচবে আঁধার, বাংলাদেশ সবার' এবং ওলামা দল- 'জিয়ার আদর্শে দেশ গড়বো, ধর্মীয় স্বাধীনতা বজায় রাখবো'।
ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে যারা এসব ক্রিয়াটিভ কাজে জড়িত আছেন, তাদের প্রতি সম্মান রইল। পঞ্চম কাউন্সিলে সরাসরি কন্ট্রিবিউটের সুযোগ হয়েছিল আমার। এবার খুবই সামান্য চেষ্টা করেছি। যাইহোক, কাউন্সিল যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়। এটা যেন হয় একটি নতুন কমিটমেন্ট। কাউন্সিল শেষে উল্লেখিত শ্লোগানের মর্মার্থ বিএনপি এবং স্বস্ব অঙ্গদলের নেতাকর্মীরা ধারণ করতে সমর্থ হোক, এই কামনা রইল। বিএনপির পুনঃনির্বাচিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব সহ যারা মনোনীত হবেন, সবাইকে অগ্রীম অভিনন্দন রইল। 
রক্ত¯œাত বাংলাদেশে নিত্য গুম-খুনের শঙ্কার মধ্যে যারা গণতন্ত্র ফেরাতে লড়ছেন, তাদের প্রতি অগ্রীম কৃতজ্ঞতা। ফিরে আসুক গণতন্ত্র। বর্তমান বিএনপির নেতাকর্মীরা 'বাংলাদেশী জাতীয়তাবাদ' ধারণ করতে সক্ষম হোক, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। 




From: farida_majid@hotmail.com
Subject: {NA Bangladeshi Community} বিএনপির এখন স্লোগগান হতে পারে -- "কেশ বাঁচাও, ম্যাডাম বাঁচাও!"
Date: Tue, 21 Jun 2016 18:33:12 +0000




বিএনপির এখন স্লোগগান হতে পারে -- "কেশ বাঁচাও, ম্যাডাম বাঁচাও!"

বিএনপির জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়ে, বিলাসবহুল ম্যাটার্নিটি ক্লিনিকে, ব্যয়বহুল সিজারিয়ান অপারেশনের মধ্য দিয়ে।
বিএনপি মোটা ভাত খেয়ে, মোটা কাপড় পরে বড় হয়নি; পাকিস্তানি চিকন চাল খেয়ে আর গোলাপি শিফনের আচ্ছাদনে থেকে বড় হয়েছে।

বিএনপির জন্মদাতা দল জন্ম দেয়ার প্রসববেদনা সহ্য করেননি, ক্ষমতায় আসার জন্যে দলকে লড়াই করতে হয়নি, বরং ক্ষমতায় যাবার 'পর' দলটির জন্ম।
দলটির নেতাদের অনেকে উঠে এসেছেন সরাসরি সেনা ক্যাম্প থেকে, কেউ এসেছেন অন্য দলে থেকে সুবিধে করতে না পেরে।

চর্বিবহুল-মেদবহুল দলটির কোনো সুনির্দিষ্ট আদর্শ কিংবা সুনির্ধারিত এজেন্ডা নেই; এর একটাই আদর্শ, একটাই এজেন্ডা -- আওয়ামি লিগের বিরোধিতা!
জন্মের পর ৬৩ বছরের মধ্যে লিগ ক্ষমতার স্বাদ পেয়েছে মাত্র ৩.৫+৫+৪= সাড়ে বারো বছর, আর বাকি সাড়ে পঞ্চাশ বছর লিগকে কাটাতে হয়েছে সংগ্রাম করে! লিগকে দিয়ে আন্দোলন-সংগ্রাম সম্ভব, লিগের রন্ধ্রে রন্ধ্রে সংগ্রামের লোহিত কণিকা।

বিএনপিকে দিয়ে আর যাই হোক, সফল আন্দোলন সম্ভব না, কেবল কাকরাইলে রাস্তা আটকে ঘণ্টা কয়েক 'কল রেডি' মাইকে বক্তৃতাবাহাস, রাজাকারতোষণ, ভারতবিরোধিতা আর শত শতবার 'এনশা আল্লাহ্' বলা সম্ভব। ভারতবিরোধিতার যে জুজু সৃষ্টি করে রেখেছিল বিএনপি, খালেদা জিয়ার সর্বশেষ ভারতসফরের মধ্য দিয়ে তাও শেষ হয়ে গেছে!


বিএনপির 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' জিকির কখনোই হালে পানি পায়নি, কেননা দেশ বেঁচেই আছে, দেশকে কেউ মারতে আসেনি। বিএনপির এখন স্লোগান হতে পারে -- "কেশ বাঁচাও, ম্যাডাম বাঁচাও!" -আখতারুজ্জামান আজাদ



--
You received this message because you had subscribed to the Google Groups "North America Bangladeshi Community forum". Any posting to this group is solely the opinion of the author of the messages to nabdc@googlegroups.com who is responsible for the accuracy of his/her information and the conformance of his/her material with applicable copyright and other laws where applicable. The act of posting to the group indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator(s). To post to this group, send email to nabdc@googlegroups.com.
---
You received this message because you are subscribed to the Google Groups "North America Bangladeshi Community" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nabdc+unsubscribe@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/nabdc.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___