Banner Advertiser

Wednesday, January 1, 2014

[mukto-mona] পশ্চিম বঙ্গে সেরা বাঙালী!!




২০১৩ সেরা  বাঙালী/ স্বর্ণব চক্রবর্তী - ফেস বুক থেকে

চাকরি নয়, টাকা নয়৷ অপরাজিতার ধর্ষক খুনিদের ফাঁসি চাই! গোটা কামদুনি গ্রাম চষে ফেলেও সেই পোস্টারগুলি আর খুঁজে পাওয়া যাবে না৷ কামদুনি আজ মাথা নত করেছে রাজকোষের কাছে৷ এক মাস আগেও কামদুনির বাড়ির দেওয়াল, পাঁচিল জানান দিত অপরাজিতার মর্মান্তিক মৃত্যুর ঘটনা৷ শোকস্তব্ধ এবং ক্ষুব্ধ কামদুনির মনের কথা বোঝার জন্য সেই পোস্টারগুলির বক্তব্যই যথেষ্ট ছিল৷ কিন্ত্ত এখন সেই পোস্টারগুলি আর নেই৷ কারা যেন ছিঁড়ে ফেলে দিয়েছে৷ নতুন পোস্টার পড়েছে কামদুনিতে৷ ২ টাকা কিলো দরে চাল৷ জব কার্ড৷ নতুন রাস্তা৷ এ রকম আরও কত কী সরকারি সুযোগ-সুবিধার কথা জানানো হয়েছে তাতে৷ রাষ্ট্রের 'পাইয়ে দেওয়া'র রাজনীতির কাছে মুখ থুবড়ে পড়েছে কামদুনির গরিবগুর্বো মানুষগুলির আন্দোলন, প্রতিবাদ৷ অপরাজিতার ধর্ষণ ও মৃত্যু তাঁদের প্রতিবাদ করতে শিখিয়েছিল৷ সেই অপরাজিতার মৃত্যুই বোধহয় প্রমাণ করে দিল টাকার কাছে সবই বিকিয়ে যায়৷ সত্যিই কি বিকিয়ে যায়? কোথায় গেল রাগে ফুঁসতে থাকা গ্রামের সেই সাধারণ মুখগুলো? যাঁরা মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে ছুড়ে দিয়েছিল সোজাসাপ্টা কিছু প্রশ্ন৷ কামদুনি হাইস্কুলের উল্টোদিকে বাঁশের মাচাটা এখনও আছে৷ এক সময় এখানেই প্রতিদিন জড়ো হতেন গ্রামের সাধারণ মানুষ৷ তৈরি হত আন্দোলনের রূপরেখা৷ মাচাটি আছে৷ কিন্ত্ত লোকগুলি যেন পাল্টে গিয়েছে৷ বিষণ্ণ কিছু মুখের ভিড়৷ অনেকটা যুদ্ধে পরাজিত সৈনিকদের মতো বডি ল্যাঙ্গোয়েজ৷ সেই মাচায় বসেই কথায় কথায় গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলছিলেন, 'আসলে কেউ পাঁচ টাকায় বিক্রি হয়, কেউ পাঁচ লক্ষে৷ বিক্রি সবাই হয়৷' তবে কি কামদুনির বাসিন্দারাও.....? ফোঁস করে উঠলেন তিনি৷ চোয়াল শক্ত করে বললেন, 'কামদুনি আন্দোলন বিক্রি হয়নি৷ কোনওদিন হবেও না৷' তবে ওই প্রবীণ ব্যক্তি মতো খোলামেলা সুর শোনা গেল না আর কারও গলাতেই৷ যদিও কামদুনি প্রতিবাদী মঞ্চের নেতা প্রদীপ মুখোপাধ্যায় বলছেন, 'কামদুনির আগুন যে এখনও নিভে যায়নি, আশা করছি ৭ নভেম্বরের মিছিলেই তার প্রমাণ দেওয়া যাবে৷' প্রদীপবাবুর মতো গুটিকয়েক লোককে বাদ দিলে সরকারি সুযোগসুবিধা পাওয়া প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে গোটা কামদুনি৷ ধর্ষণ, প্রতিবাদ, প্রতিবাদী মঞ্চ, রাজ্য সরকার-এই বিষয়গুলি নিয়ে একটি শব্দও আর খরচ করতে চান না তাঁরা৷ কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার কথায়, 'রাজনীতি গিলে খেয়েছে গোটা আন্দোলন৷ সরকার টাকা দিয়ে কিনে নিয়েছে একটা নাগরিক আন্দোলন৷ যে ভাবে নেতারা ভোট কেনে, ঠিক সে ভাবে৷' কামদুনি আন্দোলনে ফাটল ধরেছিল অনেকদিন আগেই৷ অভিযোগ, সরকারি ষড়যন্ত্রেই ভেঙ্গে দেওয়া হয়েছে কামদুনি প্রতিবাদী মঞ্চকে৷ তার পর বিস্তর সরকারি সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি৷ কামদুনি আন্দোলনের কফিনে শেষ পেরেক পোঁতার কাজ শেষ৷ বাপি মণ্ডল নামে স্থানীয় এক তৃণমূল নেতা শেখানো বুলির মতোই আউরে গেলেন, 'মা-মাটি-মানুষের সরকার কামদুনির উন্নয়ন করতে বদ্ধপরিকর৷ কামদুনি আন্দোলনের নামে সিপিএম এখানে রাজনীতি করছিল৷ মুখ্যমন্ত্রীর সদিচ্ছা দেখে ভুল পথ থেকে সরে এসে গ্রামের মানুষ উন্নয়নে অংশ নিয়েছে৷ কামদুনির জন্য রাজ্য সরকার যে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে, সেটা আবার অনেকেরই সহ্য হচ্ছে না৷' কামদুনি আন্দোলন এখন কার্যত অতীত৷ শাসকের চোখরাঙানিকে উপেক্ষা করে, সরকারি সাহায্য ফিরিয়ে দেওয়ার স্পর্ধা দেখিয়েছিল যে কামদুনি, সেই কামদুনিই এখন কার্যত আত্মসমর্পণ করেছে সরকার ও শাসকদলের সাঁড়াশি আক্রমণের চাপে৷ কন্যাশ্রী, যুবশ্রী, ক্লাবগুলিকে আর্থিক সাহায্যের মতো দান-খয়রাতির মাধ্যমে ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে সরকারি কোষাগার উন্মুক্ত করার যে কৌশল রাজ্য সরকার নিয়েছে, কামদুনির প্রতিবাদী আন্দোলনকে 'কিনে নিতে' শুধু কামদুনিতেই সামগ্রিক অনুপাতে অনেক বেশি টাকা খরচ করেছে সরকার ও শাসক দল৷ শুধু কামদুনির জন্যই এখন রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী বছরে ব্যয় হবে ন্যুনতম ৭০ লক্ষ টাকা৷ পরোক্ষ আরো কিছু সুযোগসুবিধার কথা ধরলে খরচের পরিমাণ দাঁড়াবে কোটি টাকার বেশি৷ সাধারণ ও চালু প্রকল্পগুলির বাইরেই ব্যয় হবে এই টাকা৷ মাথাপিছু গড় ব্যয়ের তুলনায় যা অনেক বেশি৷ যার জেরে এখন কামদুনি নিয়ে যথেষ্ট 'আত্মবিশ্বাসী' শাসক দল ও রাজ্য সরকার৷ কামদুনির জন্য এই বিপুল ব্যয়ের মধ্যে অবশ্য অন্যায় দেখছেন না কামদুনিতে তৃণমূলের 'ক্রাইসিস ম্যানেজার' তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ তাঁর সাফ কথা, 'দিল্লি গণধর্ষণের ঘটনার পরেও তো সেই 'নির্ভয়া'কে বিদেশে চিকিত্‍সার জন্য পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ সেই পরিবারকে নানা ভাবে সহায়তাও করেছে কেন্দ্র৷ তখন তো এত কথা হয়নি! তা হলে কামদুনির ক্ষেত্রে এই প্রশ্ন তোলা হচ্ছে কেন?' অন্যদিকে কামদুনি প্রতিবাদ মঞ্চের নেতা, কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়ের বক্তব্য, কামদুনির আগে ও পরে খরজুনা, গেদে-সহ রাজ্যের অন্যত্রও এমন ঘটনা ঘটেছে৷ সেখানে তো সরকার এমন ব্যবস্থা করেনি! নিশ্চিত ভাবেই কামদুনির আন্দোলনের প্রতিবাদের মেজাজ দেখেই সরকারের এই সিদ্ধান্ত৷ তা-ও এক অর্থে প্রতিবাদ আন্দোলনেরই সাফল্য৷ ক্ষমতায় আসার আগে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ক্ষমতায় আসলে তাঁর সরকারের উন্নয়ন মডেল হবে সিঙ্গুর৷ কিন্ত্ত সিঙ্গুরের জমি আন্দোলন যা করতে পারেনি, সব অর্থেই তার থেকে ঢের এগিয়ে গেছে কামদুনি৷ বারাসতের অদূরে হাজার দেড়েক মানুষের (ভোটার ৯৫০ জন) এই গ্রাম অপরাজিতার ধর্ষণ ও খুনের আগে পর্যন্তও ছিল পিছিয়ে থাকা একটি জনপদ৷ মাটির রাস্তা, বিদ্যুত্‍ পৌঁছেছে গ্রামের সামান্য অংশে, যোগাযোগ ব্যবস্থা দুর্বল, বিদ্যালয়ের পরিকাঠামোর ঘাটতি স্পষ্ট৷ এখন রাজ্য সরকারের যে পরিকল্পনা ও ঘোষণা, তাতে কামদুনিই হতে চলেছে আগামী দিনের 'উন্নয়ন মডেল'৷ অবশ্যই, প্রতিবাদ না করার শর্তে৷ 'উন্নয়নের কাজ তো রাজ্য সরকার করেই থাকে'-মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের৷ কিন্তু এতদিন যা পায়নি কামদুনি, আজ তারা পেল কোন জাদুতে? তৃণমূলের রাজনৈতিক বক্তব্য, 'কামদুনির ঘটনার অপরাধীদের ফাঁসির দাবি আমরা করেছি৷ কিন্ত্ত কামদুনি নিয়ে বিরোধীরা যদি পিছন থেকে উস্কানি দেয়, তবে শাসকদল হিসাবে আমরা কী করে চুপ করে বসে থাকব? কেনই বা বসে থাকব?' আর তাই এখন জ্যোতিপ্রিয় মল্লিকের স্পষ্ট হুমকি, 'প্রতি মাসের ৭ তারিখে এতদিন মিছিল করত প্রতিবাদী মঞ্চ৷ আগামী ৭ তারিখে মিছিলটা করবে শান্তি কমিটি৷ বিরোধীরা রাজনীতি করলে আমরাও রাজনৈতিক ভাবেই তার মোকাবিলা করব৷ দেখা যাক, কার কত ক্ষমতা!' রাজ্যের খাদ্যমন্ত্রীর এহেন হুমকির প্রতিধ্বনি শোনা যায় কামদুনির চুনোপুটি তৃণমূল নেতাদের গলাতেও৷ তাঁরাও ক্ষমতা দেখাতে চান৷ কিন্তু কী চায় সঙ্কীর্ণ দলীয় রাজনীতি থেকে শতহস্ত দূ্রে থাকা কামদুনির সাধারণ মানুষ? কামদুনির অলিতে-গলিতে কান সন্তর্পণে কান পাতলে শোনা যাবে, তাঁরা বলছেন, 'আমরা আর দ্বিতীয়বার ধর্ষিতা হতে চাই না!'

Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email.  
Know More >


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___